আহলে কুরআন ফেতনার দলিল

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • আহলে কুরআন ফেতনার দলিল
    ড. মোহাম্মাদ ইমাম হোসাইন (হাফিযাহুল্লাহ্‌) `
    -(পিএইচডি, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া)
    -(সহকারী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর)
    -(খতিব, নদ্দা সরকারবাড়ী মসজিদ ও উত্তরা বায়তুন নূর জামে মসজিদ)
    প্লে-স্টোর থেকে আমাদের অ্যাপস পেতে ক্লিক করুন
    play.google.co...
    আমাদের ওয়েব সাইট এড্রেস tafseerulquran...
    নিয়মিত ভিডিও পেতে ইউটিউব সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুনঃ
    / tafseerulqurantablig
    অফিসিয়াল ফেইসবুক পেইজ / tafseerulqurandotcom
    (সম্মানিত দর্শক ইউটিউব নতুন পলিসি অনুযায়ী অ্যাড সেন্স বন্ধ থাকা সত্ত্বেও বিজ্ঞাপন প্রদর্শনী বাধ্যতামূলক করেছে। বরাবরের মতোই ইউটিউব বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের বিপক্ষে আমাদের অবস্থান।)

КОМЕНТАРІ • 61

  • @salafimanhazmedia
    @salafimanhazmedia 2 роки тому +5

    জাযাকাল্লাহু খাইরান।আল্লাহ সুবহানাহু তাআলা শায়েখকে নেক হায়াত দান করুন।এবং সকল মুসলিমকে সঠিক ইসলাম জানার ও মানার তৌফিক দান করুন।।।আমিন

  • @abdussalammasalam9462
    @abdussalammasalam9462 2 роки тому +3

    আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ,
    হে আল্লাহ তায়ালা শায়েখের নেকহায়াত বাড়িয়ে দিন,উপকারী এলেমে বরকত দিন,সঠিক ইসলাম প্রচারের তৌফিক দিন, নেক উদ্দেশ্যকে ও খেদমত কবুল করুন। আর আমাদেরকে সঠিক দীন বুঝে মানার তৌফিক ও হেদায়েত দান করুন । আমিন, সুম্মা আমিন,।

    • @rrz4363
      @rrz4363 7 місяців тому

      Amin

  • @DimohammedDinmohammed
    @DimohammedDinmohammed Місяць тому

    আল্লাহকে ভয় করো
    এবং সত্য কথা বলো
    ভয় করো সেই দিনের
    যে দিনের ওয়াদা আল্লাহ করেছেন

  • @honorplay69
    @honorplay69 3 місяці тому +2

    হুজুর মুহাম্মদ সাল্লাহু সাল্লাম কে কুরআনের ব্যাখ্যা কারী কোথায় বলা হয়েছে

  • @Indianbo4415
    @Indianbo4415 Рік тому +4

    সহি বুখারী ও মুসলিম হাদীস সে কোথায় আছে জে কতো রেকত নামাজ পড়বো

  • @hmfaizulislambp7728
    @hmfaizulislambp7728 4 місяці тому

    মাশা আল্লাহ

  • @mgrromebd
    @mgrromebd Місяць тому

    হুজুর আমরা কারে বিশ্বাস করুম। সব হুজুররা একেকটা এক এক দলে বিভক্ত হয়ে যাইতেছে। সবাই যুক্তিসঙ্গত কথা বলে নিজেদের পবিত্র দল বলে। কি যে করি!

  • @user-fi3uz2zk9f
    @user-fi3uz2zk9f 8 місяців тому +2

    আপনি বলেন কিয়ামতের দিন কোরআন সম্পর্কে প্রশ্ন করবে না হাদিস সমপর্কে প্রশ্ন করবে

  • @mdkamrulislam9897
    @mdkamrulislam9897 Рік тому +1

    ১৭:৮৮ قُلۡ لَّئِنِ اجۡتَمَعَتِ الۡاِنۡسُ وَ الۡجِنُّ عَلٰۤی اَنۡ یَّاۡتُوۡا بِمِثۡلِ هٰذَا الۡقُرۡاٰنِ لَا یَاۡتُوۡنَ بِمِثۡلِهٖ وَ لَوۡ کَانَ بَعۡضُهُمۡ لِبَعۡضٍ ظَهِیۡرًا ﴿۸۸﴾ قل لئن اجتمعت الانس و الجن علی ان یاتوا بمثل هذا القران لا یاتون بمثلهٖ و لو کان بعضهم لبعض ظهیرا ﴿۸۸﴾
    বল, ‘যদি মানুষ ও জিন এ কুরআনের অনুরূপ হাযির করার জন্য একত্রিত হয়, তবুও তারা এর অনুরূপ হাযির করতে পারবে না যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়’। আল-বায়ান
    ৫২:৩৪ فَلۡیَاۡتُوۡا بِحَدِیۡثٍ مِّثۡلِهٖۤ اِنۡ کَانُوۡا صٰدِقِیۡنَ ﴿ؕ۳۴﴾ فلیاتوا بحدیث مثلهٖ ان کانوا صدقین ﴿۳۴﴾
    অতএব, তারা যদি সত্যবাদী হয় তবে তার অনুরূপ বাণী নিয়ে আসুক।
    ৪৩:৪৪ وَ اِنَّهٗ لَذِکۡرٌ لَّکَ وَ لِقَوۡمِکَ ۚ وَ سَوۡفَ تُسۡـَٔلُوۡنَ ﴿۴۴﴾ و انهٗ لذکر لک و لقومک ۚ و سوف تسـٔلون ﴿۴۴﴾
    নিশ্চয় এ কুরআন তোমার জন্য এবং তোমার কওমের জন্য উপদেশ। আর অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল-বায়ান
    ২১:৫০ وَ هٰذَا ذِکۡرٌ مُّبٰرَکٌ اَنۡزَلۡنٰهُ ؕ اَفَاَنۡتُمۡ لَهٗ مُنۡکِرُوۡنَ ﴿۵۰﴾ و هذا ذکر مبرک انزلنه افانتم لهٗ منکرون ﴿۵۰﴾
    আর এটা বরকতময় উপদেশ, যা আমি নাযিল করেছি। তবুও কি তোমরা তা অস্বীকার করবে?
    ৪৫:৬ تِلۡکَ اٰیٰتُ اللّٰهِ نَتۡلُوۡهَا عَلَیۡکَ بِالۡحَقِّ ۚ فَبِاَیِّ حَدِیۡثٍۭ بَعۡدَ اللّٰهِ وَ اٰیٰتِهٖ یُؤۡمِنُوۡنَ ﴿۶﴾ تلک ایت الله نتلوها علیک بالحق ۚ فبای حدیثۭ بعد الله و ایتهٖ یؤمنون ﴿۶﴾
    এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবেই তোমার কাছে তিলাওয়াত করছি। অতএব তারা আল্লাহ ও তাঁর আয়াতের পর আর কোন্ কথায় বিশ্বাস করবে?
    ৫৬:৮১ اَفَبِهٰذَا الۡحَدِیۡثِ اَنۡتُمۡ مُّدۡهِنُوۡنَ ﴿ۙ۸۱﴾ افبهذا الحدیث انتم مدهنون ﴿ۙ۸۱﴾
    তবে কি তোমরা এই বাণী তুচ্ছ গণ্য করছ?
    ৭৭:৫০ فَبِاَیِّ حَدِیۡثٍۭ بَعۡدَهٗ یُؤۡمِنُوۡنَ ﴿۵۰﴾ فبای حدیثۭ بعدهٗ یؤمنون ﴿۵۰﴾
    সুতরাং কুরআনের পরিবর্তে আর কোন্ বাণীর প্রতি তারা ঈমান আনবে? আল-বায়ান
    ১২:১০৮ قُلۡ هٰذِهٖ سَبِیۡلِیۡۤ اَدۡعُوۡۤا اِلَی اللّٰهِ ۟ؔ عَلٰی بَصِیۡرَۃٍ اَنَا وَ مَنِ اتَّبَعَنِیۡ ؕ وَ سُبۡحٰنَ اللّٰهِ وَ مَاۤ اَنَا مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿۱۰۸﴾ قل هذهٖ سبیلی ادعوا الی الله ۟ؔ علی بصیرۃ انا و من اتبعنی و سبحن الله و ما انا من المشرکین ﴿۱۰۸﴾
    বল, ‘এটা আমার পথ। আমি জেনে-বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর আল্লাহ পবিত্র মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই’।
    ৩৯:৫৫ وَ اتَّبِعُوۡۤا اَحۡسَنَ مَاۤ اُنۡزِلَ اِلَیۡکُمۡ مِّنۡ رَّبِّکُمۡ مِّنۡ قَبۡلِ اَنۡ یَّاۡتِیَکُمُ الۡعَذَابُ بَغۡتَۃً وَّ اَنۡتُمۡ لَا تَشۡعُرُوۡنَ ﴿ۙ۵۵﴾ و اتبعوا احسن ما انزل الیکم من ربکم من قبل ان یاتیکم العذاب بغتۃ و انتم لا تشعرون ﴿ۙ۵۵﴾
    আর অনুসরণ কর উত্তম যা নাযিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের উপর অতর্কিতভাবে আযাব আসার পূর্বে। অথচ তোমরা উপলব্ধি করতে পারবে না।
    ২৫:৩০ وَ قَالَ الرَّسُوۡلُ یٰرَبِّ اِنَّ قَوۡمِی اتَّخَذُوۡا هٰذَا الۡقُرۡاٰنَ مَهۡجُوۡرًا ﴿۳۰﴾ و قال الرسول یرب ان قومی اتخذوا هذا القران مهجورا ﴿۳۰﴾
    আর রাসূল বলবে, ‘হে আমার রব, নিশ্চয় আমার কওম এ কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে।

  • @blogs678
    @blogs678 Рік тому +3

    বুখারিষ্ট গং

  • @harunalroshid3051
    @harunalroshid3051 4 місяці тому

    Ideat speaker

  • @user-wg6cd6fm5l
    @user-wg6cd6fm5l 2 місяці тому

    তাই কোরানে সাথে সম্পর্ক যুক্ত হাদিস গুলি বর্ননা করুন।এবং গঠনার প্রেক্ষাপঠ বর্ননা করুন।

  • @user-hv1nr9bo6h
    @user-hv1nr9bo6h Рік тому +2

    হাদিস তো মানি। যে কথা কোরআনের সাথে কোন সম্পর্ক নেই, সেটা কি করে হাদিস হল?

    • @ayeshasiddika3187
      @ayeshasiddika3187 Рік тому +1

      Sheirokom kono hadis Jodi pan nishchit thakben sheta jal hadis. Jal hadis mane nobiji sa:)er Nam vangiye miththa kotha banano kotha. R sohih bukhari , shohih Muslim hadis grontho gulo te jal hadis nai e bepare o nishchit thaken. Tobe apnake hadis er bekkha shoho porben tahole bujte shubida hobe.

  • @mdkamrulislam9897
    @mdkamrulislam9897 Рік тому +4

    ৩:১৩৮ هٰذَا بَیَانٌ لِّلنَّاسِ وَ هُدًی وَّ مَوۡعِظَۃٌ لِّلۡمُتَّقِیۡنَ ﴿۱۳۸﴾ هذا بیان للناس و هدی و موعظۃ للمتقین ﴿۱۳۸﴾
    এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা ও হিদায়াত এবং উপদেশ মুত্তাকীদের জন্য।
    ১০:৩৭ وَ مَا کَانَ هٰذَا الۡقُرۡاٰنُ اَنۡ یُّفۡتَرٰی مِنۡ دُوۡنِ اللّٰهِ وَ لٰکِنۡ تَصۡدِیۡقَ الَّذِیۡ بَیۡنَ یَدَیۡهِ وَ تَفۡصِیۡلَ الۡکِتٰبِ لَا رَیۡبَ فِیۡهِ مِنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۟۳۷﴾ و ما کان هذا القران ان یفتری من دون الله و لکن تصدیق الذی بین یدیه و تفصیل الکتب لا ریب فیه من رب العلمین ﴿۟۳۷﴾
    এ কুরআন তো এমন নয় যে, আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারবে; বরং এটি যা তার সামনে রয়েছে, তার সত্যায়ন এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা, যাতে কোন সন্দেহ নেই, যা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে।
    ৫৭:১৭ اِعۡلَمُوۡۤا اَنَّ اللّٰهَ یُحۡیِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا ؕ قَدۡ بَیَّنَّا لَکُمُ الۡاٰیٰتِ لَعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۱۷﴾ اعلموا ان الله یحی الارض بعد موتها قد بینا لکم الایت لعلکم تعقلون ﴿۱۷﴾
    তোমরা জেনে রাখ যে, আল্লাহ্ যমীনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন। আমি নিদর্শনসমূহ তোমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, আশা করা যায় তোমরা বুঝতে পারবে।
    ১৬:৮৯ وَ یَوۡمَ نَبۡعَثُ فِیۡ کُلِّ اُمَّۃٍ شَهِیۡدًا عَلَیۡهِمۡ مِّنۡ اَنۡفُسِهِمۡ وَ جِئۡنَا بِکَ شَهِیۡدًا عَلٰی هٰۤؤُلَآءِ ؕ وَ نَزَّلۡنَا عَلَیۡکَ الۡکِتٰبَ تِبۡیَانًا لِّکُلِّ شَیۡءٍ وَّ هُدًی وَّ رَحۡمَۃً وَّ بُشۡرٰی لِلۡمُسۡلِمِیۡنَ ﴿۸۹﴾ و یوم نبعث فی کل امۃ شهیدا علیهم من انفسهم و جئنا بک شهیدا علی هؤلاء و نزلنا علیک الکتب تبیانا لکل شیء و هدی و رحمۃ و بشری للمسلمین ﴿۸۹﴾
    আর স্মরণ কর, যেদিন আমি প্রত্যেক উম্মতের কাছে, তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব এবং তোমাকে তাদের উপর সাক্ষীরূপে হাযির করব। আর আমি তোমার উপর কিতাব নাযিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, হিদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ।
    ৬:১৫৪ ثُمَّ اٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ تَمَامًا عَلَی الَّذِیۡۤ اَحۡسَنَ وَ تَفۡصِیۡلًا لِّکُلِّ شَیۡءٍ وَّ هُدًی وَّ رَحۡمَۃً لَّعَلَّهُمۡ بِلِقَآءِ رَبِّهِمۡ یُؤۡمِنُوۡنَ ﴿۱۵۴﴾ ثم اتینا موسی الکتب تماما علی الذی احسن و تفصیلا لکل شیء و هدی و رحمۃ لعلهم بلقاء ربهم یؤمنون ﴿۱۵۴﴾
    অতঃপর আমি মূসাকে প্রদান করেছি কিতাব, যে সৎকর্ম করেছে তার জন্য পরিপূর্ণতাস্বরূপ, প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা, হিদায়াত ও রহমতস্বরূপ। যাতে তারা তাদের রবের সাক্ষাতের ব্যাপারে ঈমান রাখে।
    ৭:১৪৫ وَ کَتَبۡنَا لَهٗ فِی الۡاَلۡوَاحِ مِنۡ کُلِّ شَیۡءٍ مَّوۡعِظَۃً وَّ تَفۡصِیۡلًا لِّکُلِّ شَیۡءٍ ۚ فَخُذۡهَا بِقُوَّۃٍ وَّ اۡمُرۡ قَوۡمَکَ یَاۡخُذُوۡا بِاَحۡسَنِهَا ؕ سَاُورِیۡکُمۡ دَارَ الۡفٰسِقِیۡنَ ﴿۱۴۵﴾ و کتبنا لهٗ فی الالواح من کل شیء موعظۃ و تفصیلا لکل شیء ۚ فخذها بقوۃ و امر قومک یاخذوا باحسنها ساوریکم دار الفسقین ﴿۱۴۵﴾
    আর আমি তার জন্য ফলকসমূহে লিখে দিয়েছি প্রত্যেক বিষয়ের উপদেশ এবং প্রত্যেক বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা। সুতরাং তা শক্ত করে ধর এবং তোমার কওমকে নির্দেশ দাও, যেন তারা গ্রহণ করে এর উত্তম বিষয়গুলো। আমি অচিরেই তোমাদেরকে দেখাব ফাসিকদের আবাস।
    ১২:১১১ لَقَدۡ کَانَ فِیۡ قَصَصِهِمۡ عِبۡرَۃٌ لِّاُولِی الۡاَلۡبَابِ ؕ مَا کَانَ حَدِیۡثًا یُّفۡتَرٰی وَ لٰکِنۡ تَصۡدِیۡقَ الَّذِیۡ بَیۡنَ یَدَیۡهِ وَ تَفۡصِیۡلَ کُلِّ شَیۡءٍ وَّ هُدًی وَّ رَحۡمَۃً لِّقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ ﴿۱۱۱﴾ لقد کان فی قصصهم عبرۃ لاولی الالباب ما کان حدیثا یفتری و لکن تصدیق الذی بین یدیه و تفصیل کل شیء و هدی و رحمۃ لقوم یؤمنون ﴿۱۱۱﴾
    তাদের এ কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা, এটা কোন বানানো গল্প নয়, বরং তাদের পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ। আর হিদায়াত ও রহমত ঐ কওমের জন্য যারা ঈমান আনে।
    ৩:১১৮ یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡا بِطَانَۃً مِّنۡ دُوۡنِکُمۡ لَا یَاۡلُوۡنَکُمۡ خَبَالًا ؕ وَدُّوۡا مَا عَنِتُّمۡ ۚ قَدۡ بَدَتِ الۡبَغۡضَآءُ مِنۡ اَفۡوَاهِهِمۡ ۚۖ وَ مَا تُخۡفِیۡ صُدُوۡرُهُمۡ اَکۡبَرُ ؕ قَدۡ بَیَّنَّا لَکُمُ الۡاٰیٰتِ اِنۡ کُنۡتُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۱۱۸﴾ یایها الذین امنوا لا تتخذوا بطانۃ من دونکم لا یالونکم خبالا ودوا ما عنتم ۚ قد بدت البغضاء من افواههم ۚۖ و ما تخفی صدورهم اکبر قد بینا لکم الایت ان کنتم تعقلون ﴿۱۱۸﴾
    হে মুমিনগণ, তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না। তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে। তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে। আর তাদের অন্তরসমূহ যা গোপন করে তা অধিক ভয়াবহ। অবশ্যই আমি তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট বর্ণনা করেছি। যদি তোমরা উপলব্ধি করতে। আল-বায়ান

    • @skmahirali6195
      @skmahirali6195 Рік тому

      কুরআন ব্যাখ্যা করার মতো ক্ষমতা রাসূল সা: ছাড়া আর কারোর ক্ষমতা নেই।

  • @user-hq1hk1qy2h
    @user-hq1hk1qy2h 2 місяці тому

    নবী কিভাবে সালাত পালন করতেন?? বোখারী র আগে নবী কিভাবে নামাজ পড়তেন??

  • @mdazger4947
    @mdazger4947 Місяць тому

    sab qurana asa namaj kivhab porta hoba taw qur ana asa

  • @mohammadrumi1675
    @mohammadrumi1675 2 роки тому +7

    তাফসীরুল কুরআন নাম দিয়ে কোরআনের বিরোধিতা। মুশরিক

    • @mishkatahmadchowdhury1513
      @mishkatahmadchowdhury1513 Рік тому

      তাই নাকি ভাই? আপনি কি নিশ্চিত উনি মুশরিক? সাবধান জনাব রুমি, যদি উনি আসলেই আল্লাহর কাছে মুশরিক না হোন, তাহলে আপনি নিজেই মুশরিক হয়ে মারা যাবেন। আল্লাহকে ভয় করুন!

    • @skmahirali6195
      @skmahirali6195 Рік тому

      কেমন বিরোধীতা?

  • @tabassumtamanna278
    @tabassumtamanna278 Рік тому +1

    Ahale Quran jadi fetna hay tahole ahale haditch ahale sunnat ul jamat ki?

    • @TafseerulQuranTablig
      @TafseerulQuranTablig  Рік тому +2

      আহলে কুরআন ছাড়া আর কেউ কি হাদীসকে অস্বীকার করে?

  • @abdullahalmahmud5773
    @abdullahalmahmud5773 28 днів тому

    Please stop misinterpreting the holy Quran.

  • @mostofakamalkamal1299
    @mostofakamalkamal1299 2 місяці тому

    আপনি যাবের আহমেদ এর ওয়াজ শুনলেই বুঝবেন। কি করে নামাজ পরবেন যাকাত দিবেন হজ করবেন। কুবানি করবেন।ঈমান আনবেন কিভাবে।হিযবুত তাওহিদ এর কাছে গেলে শিখবে কিভাবে আলালাহ কে কিভাবে ইলাহ হিসাবে মানবেন।

  • @abdulalim-wz7ql
    @abdulalim-wz7ql 5 місяців тому

    ৬২৩৬টি আয়াতের বেখা হাদিস দিয়ে দেন

  • @mgrromebd
    @mgrromebd Місяць тому

    কুরআনের নিয়ম কানুন বুঝতে হলে হাদিস জানতেই হবে । কিন্ত অতিরিক্ত হাদিস গুলো না মানলে কি সমস্যা আছে হুজুর?? টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়তে আর ডান পা দিতে মনে থাকেনা। 😢

  • @moklesurrahman7469
    @moklesurrahman7469 Рік тому +1

    কেউ দাবি করে হানাফি, কেউ সালাফি, কেউ সুন্নি কেউ আহলে হাদিস কেউ শিয়া আরো অনেক দলের নাম করে দাবি করে অথচ আজ পর্যন্ত কেউ বললো না আমি বা আমরা আহলে কুরআন তবে আপনি এ নাম কোথায় পলেন আর আমাদের ধর্ম গ্রন্থর নাম কি ভাই সেইটা পড়েই তো আমাদের ধর্ম পালন করতে হবে নামটা কি ইকটু বলে দিবেন।

    • @skmahirali6195
      @skmahirali6195 Рік тому

      এই কুরআন রাসূল সা: ছাড়া ব্যাখ্যা করার ক্ষমতা কোনো সাধারণ মানুষের নেই।

  • @mdkamrulislam9897
    @mdkamrulislam9897 Рік тому

    ৪:১২৭ وَ یَسۡتَفۡتُوۡنَکَ فِی النِّسَآءِ ؕ قُلِ اللّٰهُ یُفۡتِیۡکُمۡ فِیۡهِنَّ ۙ وَ مَا یُتۡلٰی عَلَیۡکُمۡ فِی الۡکِتٰبِ فِیۡ یَتٰمَی النِّسَآءِ الّٰتِیۡ لَاتُؤۡ تُوۡنَهُنَّ مَا کُتِبَ لَهُنَّ وَ تَرۡغَبُوۡنَ اَنۡ تَنۡکِحُوۡهُنَّ وَ الۡمُسۡتَضۡعَفِیۡنَ مِنَ الۡوِلۡدَانِ ۙ وَ اَنۡ تَقُوۡمُوۡا لِلۡیَتٰمٰی بِالۡقِسۡطِ ؕ وَ مَا تَفۡعَلُوۡا مِنۡ خَیۡرٍ فَاِنَّ اللّٰهَ کَانَ بِهٖ عَلِیۡمًا ﴿۱۲۷﴾ و یستفتونک فی النساء قل الله یفتیکم فیهن ۙ و ما یتلی علیکم فی الکتب فی یتمی النساء التی لاتؤ تونهن ما کتب لهن و ترغبون ان تنکحوهن و المستضعفین من الولدان ۙ و ان تقوموا للیتمی بالقسط و ما تفعلوا من خیر فان الله کان بهٖ علیما ﴿۱۲۷﴾
    তারা তোমার কাছে নারীদের ব্যাপারে সমাধান চায়। বল, আল্লাহ তাদের ব্যাপারে তোমাদেরকে সমাধান দিচ্ছেন এবং সমাধান দিচ্ছে ঐ আয়াতসমূহ যা কিতাবে তোমাদেরকে পাঠ করে শুনানো হয় ইয়াতীম নারীদের ব্যাপারে। যাদেরকে তোমরা প্রদান কর না যা তাদের জন্য নির্ধারণ করা হয়েছে, অথচ তোমরা তাদেরকে বিবাহ করতে আগ্রহী হও। আর দুর্বল শিশুদের ব্যাপারে ও ইয়াতীমদের প্রতি তোমাদের ইনসাফ প্রতিষ্ঠা সম্পর্কে। আর তোমরা যে কোন ভালো কাজ কর, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে পরিজ্ঞাত।
    ৪:১৭৬ یَسۡتَفۡتُوۡنَکَ ؕ قُلِ اللّٰهُ یُفۡتِیۡکُمۡ فِی الۡکَلٰلَۃِ ؕ اِنِ امۡرُؤٌا هَلَکَ لَیۡسَ لَهٗ وَلَدٌ وَّ لَهٗۤ اُخۡتٌ فَلَهَا نِصۡفُ مَا تَرَکَ ۚ وَ هُوَ یَرِثُهَاۤ اِنۡ لَّمۡ یَکُنۡ لَّهَا وَلَدٌ ؕ فَاِنۡ کَانَتَا اثۡنَتَیۡنِ فَلَهُمَا الثُّلُثٰنِ مِمَّا تَرَکَ ؕ وَ اِنۡ کَانُوۡۤا اِخۡوَۃً رِّجَالًا وَّ نِسَآءً فَلِلذَّکَرِ مِثۡلُ حَظِّ الۡاُنۡثَیَیۡنِ ؕ یُبَیِّنُ اللّٰهُ لَکُمۡ اَنۡ تَضِلُّوۡا ؕ وَ اللّٰهُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۱۷۶﴾ یستفتونک قل الله یفتیکم فی الکللۃ ان امرؤا هلک لیس لهٗ ولد و لهٗ اخت فلها نصف ما ترک ۚ و هو یرثها ان لم یکن لها ولد فان کانتا اثنتین فلهما الثلثن مما ترک و ان کانوا اخوۃ رجالا و نساء فللذکر مثل حظ الانثیین یبین الله لکم ان تضلوا و الله بکل شیء علیم ﴿۱۷۶﴾
    তারা তোমার কাছে সমাধান চায়। বল, ‘আল্লাহ তোমাদেরকে সমাধান দিচ্ছেন ‘কালালা’* সম্পর্কে। কোন ব্যক্তি যদি মারা যায় এমন অবস্থায় যে, তার কোন সন্তান নেই এবং তার এক বোন রয়েছে, তবে সে যা রেখে গিয়েছে বোনের জন্য তার অর্ধেক, আর সে (মহিলা)যদি সন্তানহীনা হয় তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে। কিন্তু যদি তারা (বোনেরা) দু’জন হয়, তবে সে যা রেখে গিয়েছে তাদের জন্য তার দুই তৃতীয়াংশ। আর যদি তারা কয়েক ভাই বোন পুরুষ ও নারী হয়, তবে পুরুষের জন্য দুই নারীর অংশের সমান হবে’। আল্লাহ তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন, যাতে তোমরা পথভ্রষ্ট না হও এবং আল্লাহ প্রতিটি বিষয় সম্পর্কে সর্বজ্ঞ’।
    ২:২১৫ یَسۡـَٔلُوۡنَکَ مَا ذَا یُنۡفِقُوۡنَ ۬ؕ قُلۡ مَاۤ اَنۡفَقۡتُمۡ مِّنۡ خَیۡرٍ فَلِلۡوَالِدَیۡنِ وَ الۡاَقۡرَبِیۡنَ وَ الۡیَتٰمٰی وَ الۡمَسٰکِیۡنِ وَ ابۡنِ‌السَّبِیۡلِ ؕ وَ مَا تَفۡعَلُوۡا مِنۡ خَیۡرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیۡمٌ ﴿۲۱۵﴾ یسـٔلونک ما ذا ینفقون ۬ قل ما انفقتم من خیر فللوالدین و الاقربین و الیتمی و المسکین و ابن‌السبیل و ما تفعلوا من خیر فان الله بهٖ علیم ﴿۲۱۵﴾
    তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কী ব্যয় করবে? বল, ‘তোমরা যে সম্পদ ব্যয় করবে, তা পিতা-মাতা, আত্মীয়, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদের জন্য। আর যে কোন ভাল কাজ তোমরা কর, নিশ্চয় সে ব্যাপারে আল্লাহ সুপরিজ্ঞাত’।
    ২:২১৭ یَسۡـَٔلُوۡنَکَ عَنِ الشَّهۡرِ الۡحَرَامِ قِتَالٍ فِیۡهِ ؕ قُلۡ قِتَالٌ فِیۡهِ کَبِیۡرٌ ؕ وَ صَدٌّ عَنۡ سَبِیۡلِ اللّٰهِ وَ کُفۡرٌۢ بِهٖ وَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ ٭ وَ اِخۡرَاجُ اَهۡلِهٖ مِنۡهُ اَکۡبَرُ عِنۡدَ اللّٰهِ ۚ وَ الۡفِتۡنَۃُ اَکۡبَرُ مِنَ الۡقَتۡلِ ؕ وَ لَا یَزَالُوۡنَ یُقَاتِلُوۡنَکُمۡ حَتّٰی یَرُدُّوۡکُمۡ عَنۡ دِیۡنِکُمۡ اِنِ اسۡتَطَاعُوۡا ؕ وَ مَنۡ یَّرۡتَدِدۡ مِنۡکُمۡ عَنۡ دِیۡنِهٖ فَیَمُتۡ وَ هُوَ کَافِرٌ فَاُولٰٓئِکَ حَبِطَتۡ اَعۡمَالُهُمۡ فِی الدُّنۡیَا وَ الۡاٰخِرَۃِ ۚ وَ اُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ هُمۡ فِیۡهَا خٰلِدُوۡنَ ﴿۲۱۷﴾ یسـٔلونک عن الشهر الحرام قتال فیه قل قتال فیه کبیر و صد عن سبیل الله و کفرۢ بهٖ و المسجد الحرام ٭ و اخراج اهلهٖ منه اکبر عند الله ۚ و الفتنۃ اکبر من القتل و لا یزالون یقاتلونکم حتی یردوکم عن دینکم ان استطاعوا و من یرتدد منکم عن دینهٖ فیمت و هو کافر فاولئک حبطت اعمالهم فی الدنیا و الاخرۃ ۚ و اولئک اصحب النار ۚ هم فیها خلدون ﴿۲۱۷﴾
    তারা তোমাকে হারাম মাস সম্পর্কে, তাতে লড়াই করা বিষয়ে জিজ্ঞাসা করে। বল, ‘তাতে লড়াই করা বড় পাপ; কিন্তু আল্লাহর পথে বাধা প্রদান, তাঁর সাথে কুফরী করা, মাসজিদুল হারাম থেকে বাধা দেয়া এবং তার অধিবাসীদেরকে তা থেকে বের করে দেয়া আল্লাহর নিকট অধিক বড় পাপ। আর ফিতনা হত্যার চেয়েও বড়’। আর তারা তোমাদের সাথে লড়াই করতে থাকবে, যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দীন থেকে ফিরিয়ে দেয়, তারা যদি পারে। আর যে তোমাদের মধ্য থেকে তাঁর দীন থেকে ফিরে যাবে, অতঃপর কাফির অবস্থায় মৃত্যু বরণ করবে, বস্তুত এদের আমলসমূহ দুনিয়া ও আখিরাতে বিনষ্ট হয়ে যাবে এবং তারাই আগুনের অধিবাসী। তারা সেখানে স্থায়ী হবে।

  • @fahimbhuiyafahim.fahim.283
    @fahimbhuiyafahim.fahim.283 2 роки тому +8

    আপনি নবীজিকে আমাদের দেশে এনে দিতে পারবেন ? যদি পারেন তবে তার মুখে শুনে আমরা মাথা পেতে নিব। তাই বলে আপনার কথা হাদিসের নামে বললে মানিতে রাজি নয়।

    • @atikullah6246
      @atikullah6246 Рік тому +1

      আপনি কোরআন কইপাইছেন

    • @skmahirali6195
      @skmahirali6195 Рік тому +1

      ভাই আপনি কুরআন কার মুখে শুনে মাথা পেতে নিয়েছেন? 😂

    • @MdShahin-yg7nj
      @MdShahin-yg7nj Рік тому

      আপনি পাগল

    • @mdazizulhuq3760
      @mdazizulhuq3760 9 місяців тому

      রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর অনুসরণই হচ্ছে প্রকৃতপক্ষে কুরআনের অনুসরণ, কেননা তিনি কুরআনকে কিভাবে অনুসরণ করতে হবে তা নিজের জীবনে যেমন বাস্তবায়ন করেছেন, অনুরূপ তার যথাযথ তা’লীম সাহাবায়ে কেরামকেও দিয়ে গেছেন। এজন্যে আল্লাহ্‌ বলেছেন:
      مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ
      “যে রাসূলের অনুসরণ করবে সে প্রকৃত অর্থে আল্লাহরই অনুসরণ করবে।” (সূরা- নিসা, আয়াত - ৮০)
      আর তাঁর সুন্নাত বা জীবনীর অনুসরণ না করলে কুরআনের অনুসরণ সম্ভব নয়। যদি কুরআনের অনুসরণই যথেষ্ট হত, তবে আলাদাভাবে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর অনুসরণের প্রতি তাগিদ দেয়া হত না। বরং আল্লাহর ভালবাসা পেতে চাইলে, তাঁর মাগফিরাত কামনা করলে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর অনুসরণ ছাড়া গত্যন্তর নেই। আল্লাহ বলেন,
      قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
      “বলুন, তোমরা যদি আল্লাহকে ভালবেসে থাক, তবে আমার অনুসরণ কর। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের সমুদয় পাপ মার্জনা করবেন। আর আল্লাহ্‌ ক্ষমাশীল করুণাময়।” (সূরা আলে ইমরানঃ ৩১)
      আলাদাভাবে রাসূলের অনুসরণের দরকার না থাকলে এখানে ي (আমার) সর্বনাম দ্বারা বাক্যটিকে উল্লেখ করার দরকার ছিল না। অতএব কুরআন অনুসরণ করতে চাইলে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর অনুসরণ দরকার। অন্যকথায় রাসূলের তথা তাঁর হাদীছের অনুসরণ না করলে আল্লাহর কুরআনের অনুসরণ হবে না, তাঁর ভালবাসা পাওয়া যাবে না এবং তাঁর মাগফিরাতও লাভ করা যাবে না।আ

    • @SkJahidurRahmanZayed
      @SkJahidurRahmanZayed 2 місяці тому

      তাহলে কি আপনি সরাসরি নবী করিম সা : এর কাছ থেকে কুরআন মজীদ আনছেন? যদি না আনেন তাহলে এই কুরআন যে সঠিক নাযিল হয়েছে সেটার প্রমান কি?

  • @Indianbo4415
    @Indianbo4415 Рік тому +1

    কে বললে যাকাত আদায় করা নিয়ম কুরআনে নাই

  • @moshiurrahman7492
    @moshiurrahman7492 Рік тому

    2:79
    فَوَيْلٌ لِّلَّذِينَ يَكْتُبُونَ الْكِتٰبَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هٰذَا مِنْ عِندِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِۦ ثَمَنًا قَلِيلًا ۖ فَوَيْلٌ لَّهُم مِّمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَّهُم مِّمَّا يَكْسِبُونَ
    সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস।
    সুতরাং অভিসম্পাত তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং নিকৃষ্ট মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে, তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের শাস্তি অবধারিত এবং তারা যা উপার্জন করে তার জন্যও শাস্তি রয়েছে।
    কুরআন অ্যাপ পেতে : play.google.com/store/apps/details?id=com.ihadis.quran

    • @skmahirali6195
      @skmahirali6195 Рік тому

      কুরআন ব্যাখ্যা করার ক্ষমতা রাসূল সা: ছাড়া আর কারোর নেই।

  • @mdmoti8287
    @mdmoti8287 Рік тому

    😅

  • @user-nx9lw1ri8p
    @user-nx9lw1ri8p 5 місяців тому

    Dr Hossain don't give wrong explanation.you all are in several Freka.you are misguided.

  • @mdazger4947
    @mdazger4947 Місяць тому

    nobir kono hadis nai

  • @user-fi3uz2zk9f
    @user-fi3uz2zk9f 8 місяців тому

    কোরআনে আছে ভাল করে পড়

  • @honorplay69
    @honorplay69 3 місяці тому

    বউয়ের কাছে কিভাবে থাকতে হয় তাকে হাদিসে লেখা আছে। এগুলো অটো শিখা লাগে

  • @shuvov3112
    @shuvov3112 2 роки тому

    Ahle hadis abong ahle kuran dutai fetna

  • @theme.o.graphogro5267
    @theme.o.graphogro5267 5 місяців тому

    কোরআন কি সংক্ষিপ্ত! আপনি মিথ্যা বলছেন নাকি আল্লাহ মিথ্যা বলছেন প্রমান দেখি আল-কোরআন থেকে- কোরআনের পরে আর কোন হাদিছে তারা বিশ্বাস স্থাপন করবে? [মুরসালাত:৫০]
    তোমরা অনুসরণ কর, যা তোমাদের প্রতি পালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না। আল-আ‘রাফ:৩)
    আর এ হচ্ছে তোমার রবের সরল পথ। আমি তো বিস্তারিতভাবে আয়াতসমূহ বর্ণনা করেছি এমন কওমের জন্য, যারা উপদেশ গ্রহণ করে। (আনআম-১২৬
    আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী। (কাহফ-৫৪)
    আর অবশ্যই আমি এ কুরআনে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে; কিন্তু তা কেবল তাদের বিমুখতাই বৃদ্ধি করে। (বনি ইসরাইল-৪১)
    তাদের এ কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা, এটা কোন বানানো গল্প নয়, বরং তাদের পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ। আর হিদায়াত ও রহমত ঐ কওমের জন্য যারা ঈমান আনে। (ইউসুফ-১১১)
    আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করছেন এবং আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। (নূর-১৮). অবশ্যই আমি সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছি। আর আল্লাহ যাকে ইচ্ছা সরল সঠিক পথ দেখান। (নূর-৪৬). কোরআনকে সংক্ষিপ্ত বলার জন্য এ হুজুরেরর ঈমান আছে কি?

  • @user-jz8qq2yz3k
    @user-jz8qq2yz3k 2 місяці тому

    ভুয়া হাদিসও কি মাবো?

  • @mdkamrulislam9897
    @mdkamrulislam9897 Рік тому

    ৩:১৩৮ هٰذَا بَیَانٌ لِّلنَّاسِ وَ هُدًی وَّ مَوۡعِظَۃٌ لِّلۡمُتَّقِیۡنَ ﴿۱۳۸﴾ هذا بیان للناس و هدی و موعظۃ للمتقین ﴿۱۳۸﴾
    এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা ও হিদায়াত এবং উপদেশ মুত্তাকীদের জন্য।
    ১০:৩৭ وَ مَا کَانَ هٰذَا الۡقُرۡاٰنُ اَنۡ یُّفۡتَرٰی مِنۡ دُوۡنِ اللّٰهِ وَ لٰکِنۡ تَصۡدِیۡقَ الَّذِیۡ بَیۡنَ یَدَیۡهِ وَ تَفۡصِیۡلَ الۡکِتٰبِ لَا رَیۡبَ فِیۡهِ مِنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۟۳۷﴾ و ما کان هذا القران ان یفتری من دون الله و لکن تصدیق الذی بین یدیه و تفصیل الکتب لا ریب فیه من رب العلمین ﴿۟۳۷﴾
    এ কুরআন তো এমন নয় যে, আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারবে; বরং এটি যা তার সামনে রয়েছে, তার সত্যায়ন এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা, যাতে কোন সন্দেহ নেই, যা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে।
    ৫৭:১৭ اِعۡلَمُوۡۤا اَنَّ اللّٰهَ یُحۡیِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا ؕ قَدۡ بَیَّنَّا لَکُمُ الۡاٰیٰتِ لَعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۱۷﴾ اعلموا ان الله یحی الارض بعد موتها قد بینا لکم الایت لعلکم تعقلون ﴿۱۷﴾
    তোমরা জেনে রাখ যে, আল্লাহ্ যমীনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন। আমি নিদর্শনসমূহ তোমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, আশা করা যায় তোমরা বুঝতে পারবে।
    ১৬:৮৯ وَ یَوۡمَ نَبۡعَثُ فِیۡ کُلِّ اُمَّۃٍ شَهِیۡدًا عَلَیۡهِمۡ مِّنۡ اَنۡفُسِهِمۡ وَ جِئۡنَا بِکَ شَهِیۡدًا عَلٰی هٰۤؤُلَآءِ ؕ وَ نَزَّلۡنَا عَلَیۡکَ الۡکِتٰبَ تِبۡیَانًا لِّکُلِّ شَیۡءٍ وَّ هُدًی وَّ رَحۡمَۃً وَّ بُشۡرٰی لِلۡمُسۡلِمِیۡنَ ﴿۸۹﴾ و یوم نبعث فی کل امۃ شهیدا علیهم من انفسهم و جئنا بک شهیدا علی هؤلاء و نزلنا علیک الکتب تبیانا لکل شیء و هدی و رحمۃ و بشری للمسلمین ﴿۸۹﴾
    আর স্মরণ কর, যেদিন আমি প্রত্যেক উম্মতের কাছে, তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব এবং তোমাকে তাদের উপর সাক্ষীরূপে হাযির করব। আর আমি তোমার উপর কিতাব নাযিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, হিদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ।
    ৬:১৫৪ ثُمَّ اٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ تَمَامًا عَلَی الَّذِیۡۤ اَحۡسَنَ وَ تَفۡصِیۡلًا لِّکُلِّ شَیۡءٍ وَّ هُدًی وَّ رَحۡمَۃً لَّعَلَّهُمۡ بِلِقَآءِ رَبِّهِمۡ یُؤۡمِنُوۡنَ ﴿۱۵۴﴾ ثم اتینا موسی الکتب تماما علی الذی احسن و تفصیلا لکل شیء و هدی و رحمۃ لعلهم بلقاء ربهم یؤمنون ﴿۱۵۴﴾
    অতঃপর আমি মূসাকে প্রদান করেছি কিতাব, যে সৎকর্ম করেছে তার জন্য পরিপূর্ণতাস্বরূপ, প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা, হিদায়াত ও রহমতস্বরূপ। যাতে তারা তাদের রবের সাক্ষাতের ব্যাপারে ঈমান রাখে।
    ৭:১৪৫ وَ کَتَبۡنَا لَهٗ فِی الۡاَلۡوَاحِ مِنۡ کُلِّ شَیۡءٍ مَّوۡعِظَۃً وَّ تَفۡصِیۡلًا لِّکُلِّ شَیۡءٍ ۚ فَخُذۡهَا بِقُوَّۃٍ وَّ اۡمُرۡ قَوۡمَکَ یَاۡخُذُوۡا بِاَحۡسَنِهَا ؕ سَاُورِیۡکُمۡ دَارَ الۡفٰسِقِیۡنَ ﴿۱۴۵﴾ و کتبنا لهٗ فی الالواح من کل شیء موعظۃ و تفصیلا لکل شیء ۚ فخذها بقوۃ و امر قومک یاخذوا باحسنها ساوریکم دار الفسقین ﴿۱۴۵﴾
    আর আমি তার জন্য ফলকসমূহে লিখে দিয়েছি প্রত্যেক বিষয়ের উপদেশ এবং প্রত্যেক বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা। সুতরাং তা শক্ত করে ধর এবং তোমার কওমকে নির্দেশ দাও, যেন তারা গ্রহণ করে এর উত্তম বিষয়গুলো। আমি অচিরেই তোমাদেরকে দেখাব ফাসিকদের আবাস।
    ১২:১১১ لَقَدۡ کَانَ فِیۡ قَصَصِهِمۡ عِبۡرَۃٌ لِّاُولِی الۡاَلۡبَابِ ؕ مَا کَانَ حَدِیۡثًا یُّفۡتَرٰی وَ لٰکِنۡ تَصۡدِیۡقَ الَّذِیۡ بَیۡنَ یَدَیۡهِ وَ تَفۡصِیۡلَ کُلِّ شَیۡءٍ وَّ هُدًی وَّ رَحۡمَۃً لِّقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ ﴿۱۱۱﴾ لقد کان فی قصصهم عبرۃ لاولی الالباب ما کان حدیثا یفتری و لکن تصدیق الذی بین یدیه و تفصیل کل شیء و هدی و رحمۃ لقوم یؤمنون ﴿۱۱۱﴾
    তাদের এ কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা, এটা কোন বানানো গল্প নয়, বরং তাদের পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ। আর হিদায়াত ও রহমত ঐ কওমের জন্য যারা ঈমান আনে।
    ৩:১১৮ یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡا بِطَانَۃً مِّنۡ دُوۡنِکُمۡ لَا یَاۡلُوۡنَکُمۡ خَبَالًا ؕ وَدُّوۡا مَا عَنِتُّمۡ ۚ قَدۡ بَدَتِ الۡبَغۡضَآءُ مِنۡ اَفۡوَاهِهِمۡ ۚۖ وَ مَا تُخۡفِیۡ صُدُوۡرُهُمۡ اَکۡبَرُ ؕ قَدۡ بَیَّنَّا لَکُمُ الۡاٰیٰتِ اِنۡ کُنۡتُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۱۱۸﴾ یایها الذین امنوا لا تتخذوا بطانۃ من دونکم لا یالونکم خبالا ودوا ما عنتم ۚ قد بدت البغضاء من افواههم ۚۖ و ما تخفی صدورهم اکبر قد بینا لکم الایت ان کنتم تعقلون ﴿۱۱۸﴾
    হে মুমিনগণ, তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না। তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে। তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে। আর তাদের অন্তরসমূহ যা গোপন করে তা অধিক ভয়াবহ। অবশ্যই আমি তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট বর্ণনা করেছি। যদি তোমরা উপলব্ধি করতে। আল-বায়ান