কাটিমন আমে কি ভালো ফলন পাচ্ছেন না?এই ভুল গুলো করছেন না তো?Complete Care of Katimon Mango|

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • ছাদ বাগান সংক্রান্ত আপনাদের প্রিয় চ্যানেল "Rup Roof Garden" এ আপনাদের স্বাগত জানাই| #কাটিমন আম গাছে কি অনেক কিছু করেও ভালো ফলন পাচ্ছেন না? ঠিক ভুল কোথায় হচ্ছে? আজকের ভিডিও তে কাটিমন আম গাছের যত্ন পরিচর্যার সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। (Complete care of #katimon mango plant)তাহলে সহজেই বুঝতে পারবেন, যে ঠিক কি কি যত্ন পরিচর্যা করলে কাটিমন আম গাছে সারা বছর ভরে ফুল ও ফল আসবে।
    ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে
    💚ধন্যবাদ 💚
    Hiii.. Friends.....
    Welcome to Roof top Gardening related channel "Rup Roof Garden".
    Topic of today's video is- Complete care of #KatimonMango ".
    Do watch the full video, hope you will like the video.
    💚Thanks.💚
    #KatimonMango
    #কাটিমনআম
    #কাটিমনআমেরযত্নপরিচর্যা
    #CareOfKatimonMangoPlant
    #RupRoofGarden

КОМЕНТАРІ • 187

  • @parthapratimsengupta6458
    @parthapratimsengupta6458 Рік тому +1

    খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেলাম ,

  • @sanjibkumarbiswas8638
    @sanjibkumarbiswas8638 Рік тому +1

    আমার একটি এক বছরের কাটিমন আম গাছ আছে,কতদিন অন্তর খাবার
    দেব ।আপনার ভিডিও দেখি খুব ভাল লাগে।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      2 মাস পর পর খাবার দিয়ে যাবেন। কাটিমন যেহেতু বারোমাসি আম। তাই এর বেশি খাবার এর প্রয়োজন।
      ধন্যবাদ 😊💚

  • @zobaydakhatun1599
    @zobaydakhatun1599 Рік тому +1

    First of all dhonnobad dada.
    Amar katimon gas theke valo folon passilam. But ekhon gas ti jeno thomke ase. Tomar video peye valo holo. Thanks again.... From Bangladesh.

  • @mehernigar-hu4jd
    @mehernigar-hu4jd 7 місяців тому

    খুব ভালো লাগলো ভিডিওটি

  • @rumadebnath9710
    @rumadebnath9710 Рік тому

    Khoub sundor video ......katimon aam gash besi kore lagate hobe..... tahole Sara bochor aam khete parbo 🌳🥭🌳🥭🌳🥭

  • @MdKawsar-de8zx
    @MdKawsar-de8zx Рік тому +4

    দাদা আমি বাংলাদেশ থেকে বলছি আমার ১টি কাটিমন আম গাছ আছে এবং গাছে ২০ টি আমও ছিল ৫টা আম পেকে গেছে তাই খেয়ে ফেলেছি এখন ১৫ টি আম আছে আরো নতুন করে মকুল আসছে কিন্তু মুকুল গুলো পড়ে যায় ১টি আমের গুটিও টিকে না তাই দাদা এখন আমি কি ঔষধ ব্যবহার করতে পারি আপনি যুদি আমাকে বললেন আমি অনেক উপকৃত হবো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনি দোয়া রহিল আপনার প্রতি

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому +2

      কাটিমন আম গাছের খাবার ও ব্যবস্থাপনা অন্য গাছ থেকে কিছুটা আলাদা। যেহেতু এটি বারোমাসি আম, তাই গাছের গোড়ায় সব সময় পর্যাপ্ত পরিমানে খাবার যাতে থাকে, তার ব্যবস্থা করতে হবে। আর বোরণ এর চাহিদা এই গাছে খুব বেশি। তাই ৩০-৪৫ দিন পর পর খাবার ও মাসে একবার করে বোরণ স্প্রে করতে হবে। তাহলে ফল অনেক বেশি টিকবে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট এর স্প্রে মাসে একবার।

    • @NazrulIslam-yx7mr
      @NazrulIslam-yx7mr 6 місяців тому

      খাবার জন্য কি ব্যবহার করতে হবে

  • @hemantaghosh6179
    @hemantaghosh6179 Рік тому +1

    Khusi hya gelm dada, But onkdin por vdo pelm... Thanks a lot

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      এখন থেকে রেগুলার পাবে 😊💚💚।
      Thank you😊💚

  • @supriyodebnath7250
    @supriyodebnath7250 Рік тому

    Sotti Khub inspiring vedio....amra Ro notun notun vedio dekte cai......

  • @DMOG84
    @DMOG84 2 місяці тому

    Very good informative video

  • @greenworld5597
    @greenworld5597 Рік тому

    Dada ank dhonnobad eto sunder ekti video deyar jonno, Amar prshono holo barshar (rain) somoye ki fungicide use krbo jate mukul gulo poche najai, Asha kori reply deben

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      Borshar somoy 2 dhoroner fungicide alternate vabe use korben. Ek dhoroner fungicide bebohar kora uchit noi.
      Ami jemon SAAF, BLITOX, antracol use kore thaki.
      Ridomil gold o khub valo borshar jonno.
      Tobe mukul thaka obosthai halta type ar fungicide use korai valo. Jemon- antracol, saaf.

  • @GardenGrafting
    @GardenGrafting Рік тому +1

    Khub sundor laglo Rup da tomar video ti . Keep continue

  • @santanubhattacharjee1966
    @santanubhattacharjee1966 8 місяців тому +2

    Jay Shree Ram
    Excellent

  • @maityamit2020
    @maityamit2020 Рік тому +1

    অসংখ্য ধন্যবাদ দাদাভাই ❤️❣️😍💚💚💚🍫🌹এই মূল্যবান ভিডিও জন্য।

  • @mdborhanuddin5126
    @mdborhanuddin5126 10 місяців тому

    আপনার উপস্থাপনা খুব ভালো। আমি বাংলাদেশ হতে বলছি। আমার কাটিমন আমগাছগুলোতে গত নভেম্বর মাসের ২০ তারিখে জৈব সার ও চা চামচের পরিমান ডিএপি ও এসওপি দিয়েছিলাম। এ সময়ে জৈবসার এসওপি দিব কিনা জানাবেন।
    এছাড়া প্রতিসপ্তাহে হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে স্প্রে করা যাবে কিনা জানাবেন।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  10 місяців тому

      সঠিক সময়েই খাবার দিয়েছেন। এখন আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। মাসে একবার করে বোরণ, মাইক্রো নিউট্রিয়েন্ট, ও ০:০:৫০ স্প্রে করে যান। আর একবার করে ফাঙ্গিসাইড। ফুল আসবে, ফল সেট হবে, তার পর আবার খাবার দেবেন।

  • @chang_afangirl6912
    @chang_afangirl6912 Місяць тому

    অনেক ধন্যবাদ

  • @greentownon5350
    @greentownon5350 Рік тому

    Darun informative 👌

  • @lpgzone1983
    @lpgzone1983 Рік тому

    Vi ami rashinik shar ki porimane dite parbo? Organik shar expensive.

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      রাসায়নিক সার দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। কম হলে ক্ষতি নেই, কিন্তু বেশি হলে গাছ মারা ও যেতে পারে। তবে গাছের গোড়ায় দিতে হলে ১২" টব হলে ৩-৫ গ্রামের বেশি না।

  • @traditionwithchanchal8713
    @traditionwithchanchal8713 Рік тому +1

    দাদা আমি বাংলাদেশ থেকে। এখন আমার কাটিমন গাছে মাত্র মুকুল বের হতে শুরু করেছে, এখন কি গাছে কোনো খাবার দিতে হবে? নাকি আরো পরে?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому +1

      এখন ০:০:৫০, কোনো ভালো অনুখাদ্য, ও বোরণ স্প্রে করে দাও। এই কয়টা জিনিস এক সাথেই স্প্রে করা যাবে। তার ৩ দিন পর কোনো Sea weed extract স্প্রে করে দাও। ফলের গুটি বাধা শুরু হলে খাবার দিয়ে দেবে।

    • @traditionwithchanchal8713
      @traditionwithchanchal8713 Рік тому

      @@RupRoofGarden অসংখ্য ধন্যবাদ, গুটি বাধা শুরু হলে আপনার ভিডিও দেখে মিক্স খাবার বানিয়ে রেখেছি সেটা কি দেয়া যাবে?

  • @subhassamanta6797
    @subhassamanta6797 5 місяців тому

    টবের বদলে এই গাছ মাটিতে রোপণ করলে কিভাবে পরিচর্যা করতে হবে। জানালে ভীষণ উপকৃত হব।

  • @TapasDas-fl9wh
    @TapasDas-fl9wh Рік тому

    দাদা Grow bag এ কী আম গাছ লাগানো যায়..?? আমি ছাদে #কাটিমন, Banana Mango, king of chakapat, Name doc এর variety গুলো লাগাতে চায়, এই সমস্ত গাছ গুলো কী Grow bag এ ভালো হয়..?? Please janaben 🙏

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому +1

      হ্যায় গ্রো ব্যাগ এ ভালো গাছ হয়। করতে পারেন। 400 gsm এর গ্রো ব্যাগ নেবেন।
      তবে মাটির টবে সব চেয়ে ভালো হয়। 💚😊

  • @mdborhanuddin5126
    @mdborhanuddin5126 Рік тому

    অক্টোবর মাসে প্রুনিং করা যাবে কি-না জানাবেন। আমার তিনটি কাটিমন গাছের মধ্যে ২টিতে প্রচুর নতুন শাখা বেড়িয়েছে। কিন্তু একটিতে কোন শাখা বের হয়নি যেটার দুটি শাখার প্রুনিং করত চাই। ছবি সহ দিলাম। মতামত দিলে ভালো হয়।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      এখন অনেকটা ঠান্ডা পরেই গেছে। অক্টোবর এর প্রথম সপ্তাহে করলে তাও ঠিক ছিলো। এখন প্রুন করলে ডাল যে ১০০% বের হবেই নিশ্চিত ভাবে বলা যাবে না।

  • @maityamit2020
    @maityamit2020 Рік тому +1

    দাদা থাই হিমসাগর আম বলে একটা আম বেরিয়েছে যে ,নাম ডকমাই এর মতন পুরোপুরি দেখতে।ধরন নাকি ভালো।বছরে দুই বার হয়

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому +1

      আমার ঠিক জানা নেই। এখন এতো ভ্যারাইটি এর ছড়াছড়ি 😊😊।

  • @DattatreyaBhattacharjee
    @DattatreyaBhattacharjee Рік тому +1

    Excellent 👌

  • @suvendudasadhikary9914
    @suvendudasadhikary9914 Рік тому

    Potash chamical charao jaiba upaye babohar Kara valo.
    Akandha gatch (sorce of potash)

  • @sayemhossain5430
    @sayemhossain5430 Рік тому

    ভাইয়া কেমন আছেন? অক্টোবর মাসে আম গাছের ডাল ছাটাই করা যাবে কি?

  • @selinapjahaan3861
    @selinapjahaan3861 10 місяців тому

    Faler guti hole soil ki fertilizer dite hobe pl jodi bolten

    • @RupRoofGarden
      @RupRoofGarden  10 місяців тому +1

      Foler guti set hole onek ta marble size hole mixed fertilizer use korben. Aar 0:0:50,Boron, micronutrients patai spry korben. Besi choto fol obostha te khabar deben na. Jhore jete pare.

  • @AyubKhan-pi7uv
    @AyubKhan-pi7uv Рік тому

    Pruning time of katimon tree thanks

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому +2

      শীতকালের সময় টুকু বাদে সারা বছর করা যায়। আর যেহেতু এটা বারোমাসি আমের গাছ, তাই ফল হারভেস্ট করার পর প্রুন করে দিতে হয়।

  • @KrishnaBera-qu7zb
    @KrishnaBera-qu7zb 4 місяці тому

    Dada bolchi boron koto bar dite hobe gache weekly

    • @RupRoofGarden
      @RupRoofGarden  4 місяці тому

      Boron mase ekbar kore dilei sufficient.

  • @nilufakhatun7137
    @nilufakhatun7137 Рік тому +1

    Dada amer mango gacher mukul boro hoi na ki korbo please bolben 🙏🏼

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      Gacher boyos koto?? Aar last kobe valo vabe khabar diyechilen? Ki khabar diyechilen? Agulo jana dorkar.

  • @rumamitra5087
    @rumamitra5087 Рік тому

    Katimon am gach 1bochor boes,jhakara korte cai bochorer kon mase pruning korbo janaben

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      ua-cam.com/video/w4yWa8zJmJI/v-deo.html
      এই ভিডিও টি দেখতে পারেন। আশা করি প্রুনীং নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। 😊💚💚

  • @dhananjoychakma3899
    @dhananjoychakma3899 3 місяці тому

    Vi.... kul gase patai pok marle kom medicine dite hoi?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  3 місяці тому

      Profex supar. 1ml/lit jole gule ek bar spry korlei kaaj hoye jabe.

    • @dhananjoychakma3899
      @dhananjoychakma3899 3 місяці тому

      @@RupRoofGarden thanks

    • @dhananjoychakma3899
      @dhananjoychakma3899 3 місяці тому

      @@RupRoofGarden দাম কত।। হতে পারে ভাই

  • @dipakkarmakar546
    @dipakkarmakar546 Рік тому

    বোরন,আনুখাদ্য,এবং সালফেট অফ পটাস কি একসঙ্গে দেয়া যাবে?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      হ্যায় একা সাথেই দেওয়া যাবে। আমিও তাই করে থাকি।😊

    • @dipakkarmakar546
      @dipakkarmakar546 Рік тому

      @@RupRoofGarden thank you

  • @msde3794
    @msde3794 Рік тому

    আমার কিছু গাছ আছে বাট আমের গুটি হওয়ার পরে আমের নিছে ফুটো করে লম্বা লম্বা পোকা ডুকছে দয়া করে ভালো একটা ওষুধের নাম বলে দিন ভাই

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      এর জন্য যখন ফুল আসা শুরু হয়, সে সময় একবার ফাঙ্গিসাইড ও পেস্টিসাইড এর মিশ্রণ স্প্রে করতে হয়। আর তারপর আম মার্বেল সাইজের হলে আর একবার ফাঙ্গিসাইড ও পেস্টিসাইড এর মিশ্রণ স্প্রে করতে হয়। তাহলে আর ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়না। আমি ব্যবহার করে থাকি। Profenofos + Cypermethrin কম্পোজিশন এর profex supar

  • @bhaskarbhattacharjee5420
    @bhaskarbhattacharjee5420 Рік тому

    Rupam aami 1 year aage katiman ebong Kanan bhug aam lagey chillam kintu kuno vridhi hocche na ki karbo.

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому +1

      Khabar ki ki apply koren gache??
      Mati toiri kivabe korechilen?
      Thanda chole gelo.. Aber gache valo kore khabar diye din. Aar 20-25 por theke mase 2bar kore khol pocha jol din. Asha kori aber borsai valo growth nebe.

    • @bhaskarbhattacharjee5420
      @bhaskarbhattacharjee5420 Рік тому

      @@RupRoofGarden Dhanyawad, Gubar + Super Phosphate+ SOP+ Sagarika+ Boran+ Zinc eigulo diye basechilam.

  • @parnagoswami3642
    @parnagoswami3642 Рік тому

    দাদা আমার কটিমন আম গাছটির পাতা গুলি ধীরে ধীরে পুড়ে যাচ্ছে, জল ও খাবার ব্যাবস্থাপনাতে নজর রাখছি, সময় মতো ফাঙ্গিশায়েড ও কীটনাশক প্রয়োগ করেও কোনো ফল হচ্ছে না, এই পাতা পুরা কিভাবে ভালো হবে জানাবেন প্লিজ।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      মাটিতে নাইট্রোজেন এর পরিমান বেশি হলে,ফাংগাস এর আক্রমণ হলে, কড়া রোদ পেলে এই সব কারণে পাতা পুড়ে যায়। কোন ফাঙ্গিসাইড বা ব্যবহার করছেন? পাতা পোড়া রোধ করতে হলে অল্প ভালো ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। যেমন Blitox, Ridomil Gold। 15 দিন পর পর স্প্রে করতে হবে। আর পাতা পোড়া একবার ভালো ভাবে ধরে গেলে, ঠিক হতে সময় নেয়। বেশি ক্ষতিগ্রস্ত পাতা গুলো নষ্ট হবেই। তবে খাবার ব্যবস্থা পনা ও ফাঙ্গিসাইড ট্রিটমেন্ট চালিয়ে গেলে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।

  • @murarimohan8744
    @murarimohan8744 Рік тому +1

    রূপম অনেক দিন পরে ভিডিও পেলাম কিন্তু খুবই সময়োপযোগী হয়েছে ধন্যবাদ। আশা করি এর পর থেকে ক্রমাগত ভাবে ভিডিও দেবেন আরেকবার আপনাকে ধন্যবাদ ।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      ধন্যবাদ 💚💚।
      হ্যায় এখন থেকে আবার নিয়মিত ভিডিও চ্যানেলে আসবে 😊😊

    • @murarimohan8744
      @murarimohan8744 Рік тому

      রূপম আপানার ব্যাকগ্রাউন্ডে যে হলুদ গোলাপ দেখা যাচ্ছে সেটার একটা ভিডিও দিলে কিংবা আপানার পুরো গোলাপের আপডেট দিলে ভালো হয়। ধন্যবাদ

  • @rafsanahmed3142
    @rafsanahmed3142 Рік тому

    ভাই আমার থাই কাটিমন গাছ আমি কি গাছের গোড়ায় পানি দিতে পারব সকাল-বিকাল নতুন রোপণ করেছি 15 দিন যাবত

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      নতুন অবস্থায় গাছের গোড়ায় বেশি জলে দেওয়ার দরকার নেই। শুধু লক্ষ রাখবেন, গোড়া যাতে একদম শুকিয়ে না যায়। অল্প করে দিনে একবার জল দিলেই হবে। মাটিতে যেনো জল জমে না থাকে। 💚💚

  • @sabnamparbeen6678
    @sabnamparbeen6678 Рік тому

    Dada katimon te mukul to ese che but sob pata gulo kinara borabor kalo hoye jachhe. Ki korbo?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      আমের পাতা পোড়া রোগ হয়েছে মনে হচ্ছে।
      মুকুল যদি ফুটে না যায়, তবে কপার বেস ফাঙ্গিসাইড স্প্রে করে দিন। মুকুল ফোটা শুরু হয়ে গেলে, স্প্রে করলে ফল নাও পেতে পারেন।

  • @himanshumohapatra1846
    @himanshumohapatra1846 Рік тому

    Nice vedio

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      Thank you😊💚

    • @shoebahmed3512
      @shoebahmed3512 Рік тому

      বোরন কি গাছের খাবার? মাটিতে মেশানো যায়!

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      বোরণ অনুখাদ্য। পাতায় স্প্রে করে দিতে হয়। ১-১.৫ গ্রাম /লিটার।

  • @soumyabiswas6399
    @soumyabiswas6399 Рік тому

    Onek din pore video dilen dada 🙏🙏

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому +1

      Hay.. Kintu akhon theke regular video asbe.

  • @dipankarkumar2860
    @dipankarkumar2860 6 місяців тому

    দাদা আমিও একটা নতুন কাটিমন নিয়েছি আমার এখন কি কি পরিচর্চা করতে হবে একটু জানাবেন 🙏🙏🙏🙏🙏

    • @RupRoofGarden
      @RupRoofGarden  6 місяців тому

      এখন ভালো করে মাটি তৈরী করে গাছ কে বাড়তে দিন। তারপর প্রুন করে করে শেপ ঠিক করতে হবে। 💚

    • @dipankarkumar2860
      @dipankarkumar2860 6 місяців тому

      @@RupRoofGarden Thanks dada

    • @dipankarkumar2860
      @dipankarkumar2860 6 місяців тому

      @@RupRoofGarden মাটি টা কি ভাবে তৈরি করবো

  • @AbdulKhalek-r1z
    @AbdulKhalek-r1z 3 місяці тому

    ভাই,আমার কাটিমন আমদিয়ে আঠা বের হয়ে,নষ্ট হয়ে যাচ্চে।কী,ওষুধ দিলে ভালো হবে, যানাবেন।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  3 місяці тому

      আম ছোটো থাকা অবস্থায় একবার পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড স্প্রে করলে অনেক সমস্যার সমাধান হয়। আর বোরণ এর ঘাটতির জন্য ও এমন হতে পারে। 💚

  • @sanjibkumarbiswas8638
    @sanjibkumarbiswas8638 Рік тому

    Katimon গাছে খাবারের পরিমান কত টুকু হবে? এক বছরের গাছ আর কি কি সার দেব।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      টবের সাইজ হিসাবে খাবার দিন। ১২" টব হলে ২০০-২৫০ গ্রাম। জৈব মিশ্র সার ব্যবহার করুন। এটা যে কোনো গাছে আমি ব্যবহার করে থাকি।
      ua-cam.com/video/Jdp_2727Xs0/v-deo.htmlsi=9OkL8WPywqMJK2Yh

  • @subhajitpaul596
    @subhajitpaul596 Рік тому

    Amar ekta katimon gach pray 1 year er kachakachi hoye gelo kintu root development hoche na valo kore.. 2 ft height er por growth nei.. Ki korbo?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      Single super phosphate gacher tober dhar borabor diye din. Aar organic mixed fertilizer diye din. Kono inch pot a gach ti poting korechen?

    • @subhajitpaul596
      @subhajitpaul596 Рік тому

      @@RupRoofGarden 8 inch

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      1 tea spoon diye din.

    • @subhajitpaul596
      @subhajitpaul596 Рік тому

      @@RupRoofGarden kotobar debo r kodin por por debo

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      Por por 2 bar din 30 din ar gap a.
      Aar aber borshai dekhben gacher growth niyeche.
      Rup roof garden Facebook page a giye messenger a gacher picture send korun.

  • @roksanayasmin1544
    @roksanayasmin1544 Місяць тому

    ভাই আমি মুকুল সহকারে গাছ কিনছি এখন কি মুকুল ফেলে দিব?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Місяць тому

      হ্যাঁ অবশ্যই ফেলে দিন। নাহলে গাছের গ্রোথ থমকে যাবে। মুকুল ভেঙে দিলে অনেক নতুন ডাল হবে। পরের বছর অনেক ভালোবাসা ফলন পাবেন। 💚

  • @apurbapal2438
    @apurbapal2438 3 місяці тому

    আমার একটা ২ বছরের কাটিমন আম গছ আছে । প্রচুর মুকুল আসাছে কিন্তু একটাও আম লাগছে না। এ‍ ক্ষেত্রে কী করনীয়

    • @RupRoofGarden
      @RupRoofGarden  3 місяці тому

      খাবার, অনুখাদ্য, 0:0:50 গুলো সঠিক সময় প্রয়োগ করেছিলেন তো? আর গাছ কত ইঞ্চি পটে রয়েছে???

  • @s.mchanchal1388
    @s.mchanchal1388 Рік тому +1

    অনেক দিন পর ভিডিও পেলাম দাদা।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому +1

      ব্যাক্তিগত কাজে ভীষণ ব্যস্ততার জন্য এতদিন ভিডিও দিতে পারিনি। এর জন্য দুঃখিত। তবে এখন থেকে নিয়মিত ভিডিও দেবো। পাশে থাকার অনুরোধ রইলো। 💚💚

    • @s.mchanchal1388
      @s.mchanchal1388 Рік тому

      @@RupRoofGarden বাংলাদেশ থেকে, সব সময় পাশে আছি দাদা।

  • @mdsahabuddink
    @mdsahabuddink Рік тому

    দাদা, সেই ছোট্ট পুরুনিং করা আমগাছটি ২য় বার পুরুনিং করেছেন।ধন্যবাদ

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      না 3 তে ডাল বেরিয়েছে। আর অল্প গরম পড়লে, তার পর প্রুন করবো। 😊

    • @mdsahabuddink
      @mdsahabuddink Рік тому

      @@RupRoofGarden ধন্যবাদ দাদা পুরুনিং বিডিও আশা করি বানাবেন।ধন্যবাদ

  • @maityamit2020
    @maityamit2020 2 місяці тому

    কাটিমন আমের ওজন তবু কত গ্রাম পর্যন্ত হতে পারে?

  • @ayeshasiddika9561
    @ayeshasiddika9561 Рік тому

    Onak donobat dada

  • @SandipBhandary-s5f
    @SandipBhandary-s5f 5 місяців тому

    Berriproyas nursery bolchen katimon amm chadbagan a hoy na eta ki dhik ?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  4 місяці тому

      😊😊 আমার সব গাছ ছাদেই। আর ৩ বছর ধরে ছাদে টবেই কাটিমনে প্রচুর ফলন পাচ্ছি। এবার ও প্রায় 40+ আম রয়েছে। এবার আপনি ই বলুন, হয় কিনা??💚💚😊

  • @sukhirakhanam3312
    @sukhirakhanam3312 Рік тому

    Misro sar koto din ontor dite hobe?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      আমি বছরে চার বার দিয়ে থাকি। বর্ষার আগে ও পড়ে। আর শীতের আগে ও পড়ে।

    • @sukhirakhanam3312
      @sukhirakhanam3312 Рік тому

      @@RupRoofGarden ধন্যবাদ।

    • @sukhirakhanam3312
      @sukhirakhanam3312 Рік тому

      দাদা বছরে চারবার মিশ্র সার ছাড়া আর কি কোন সার দিতে হবে? আমি দশ দিন আগে একটি কাটিমন আমের চারা টবে প্রতিস্থাপন করেছি। please help me.

  • @soumensamanta1197
    @soumensamanta1197 Рік тому

    Love u dada 💚💚💚👍

  • @angshumansain104
    @angshumansain104 Рік тому

    কাটিমন আম গাছের প্রুনিং এর ভিডিও টা দিন আমাকে।

  • @raton_garden
    @raton_garden Рік тому

    So beautiful

  • @bhagirath3
    @bhagirath3 Рік тому

    After a long day

  • @sanjibkumarbiswas8638
    @sanjibkumarbiswas8638 Рік тому

    কাটিমন গাছে কি জিপসাম বা চুন মাটিতে দেওয়া যাবে কি? কি ভাবে দেব?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      আম গাছে চুন দেওয়ার প্রয়োজন নেই। লেবুজাতীয় গাছের ক্ষেত্রে ১২" তবে হাফ চামচ চুন দিতে পারেন। 💚

    • @sanjibkumarbiswas8638
      @sanjibkumarbiswas8638 Рік тому

      Many thanks for reply

  • @NoyonHossain-fl5rn
    @NoyonHossain-fl5rn Рік тому

    মাটিতে লাগানো তিন বছর বয়সি কাটিমন আম গাছে তিনটি আমখেয়েছি ২০/২২ দিন আগে এখন মকুল আসতেছেনা। এক সপ্তাহ আগে পটাস আর ফসফেট দিয়েছি ১২৫ গ্রাম করে বোরন ১৫ গ্রাম।নতুন কেন কুশি বা মুকুল বের হয় না?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      আসবে কয়েকটা দিন অপেক্ষা করুন। যে ডাল গুলি থেকে ফল খেয়েছেন, প্রুন করে দিন।

  • @hanifsohel7502
    @hanifsohel7502 Рік тому

    ভাই আমার একটা বারোমাসি আম গাছ ফুল আসে কিন্তু শুকে যায়। জাত বলতে পারবো না

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому +1

      ফুল আসার ভাব হলেই একবার ফাঙ্গিসাইড ও পেস্টিসাইড স্প্রে করতে হবে। কালো হয়ে শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো ছত্রাক এর আক্রমণ। আর একমাস অন্তর অন্তর মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করুন। অনুখাদ্যের অভাব হলেও এমন হতে পারে।

  • @musicbox9136
    @musicbox9136 Рік тому

    কাটিমন সেরা আম,,,, আমি ১ টা চারা রোপন করছি,,, আম গাছে মুকুল আসেনি তবে নতুন ডাল পালা গজিয়েছে

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому +1

      চলে আসবে। আর কিছু দিন সময় দিন। 😊💚

  • @sazzadhaque8970
    @sazzadhaque8970 Рік тому

    দাদা কাটিমনে মুকুল আসা শুরু হলে কি করতে হবে?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      Khub valo kore video te bola ache dada.
      Please olpo dekhe nin..
      Tar por o bujhte na parle janaben.
      Ami obossoi bolar chesta korbo, jotota ami jani. 💚

  • @sanjibdolui2088
    @sanjibdolui2088 Рік тому

    দাদা আমার কাটিমন আম গাছের মুকুল গুলো শুকিয়ে যাচ্ছে কি করবো বলবেন দয়াকরে 🙏🙏🙏🙏

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      ভিডিও তে যে কথা গুলি বললাম, এগুলো এপ্লাই করেছেন কি? অনেক কারণে আমের মুকুল শুকিয়ে যায়। আজ সন্ধ্যা ৭টায় আমের মুকুলের পরিচর্যার উপরে ভিডিও আসছে। আশা করি উত্তর পেয়ে যাবেন।

  • @dharsgreen650
    @dharsgreen650 9 місяців тому

    Boron এর dose কী হবে ?

  • @lailaarjumanbanu689
    @lailaarjumanbanu689 Рік тому

    অনেক ধন্যবাদ, আমি অন্য জাতের আম গাছ লাগালেও কাটিমন মাত্র কয়েকদিন আগে লাগিয়েছি এবং আপনার পরামর্শ খুব কাজে আসবে।
    বাগানী হলেও

  • @dharsgreen650
    @dharsgreen650 9 місяців тому

    কটিমন আমের মতো সব বারোমাসি আম এর একই যত্ন করবো তো ?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  9 місяців тому

      হ্যায়। কারণ এদের যত্ন অন্য আমের মতো করলে অফ সিজনের ফলন পাবেন না।

  • @ranjandas1874
    @ranjandas1874 Рік тому +1

    আপনারা সবাই শুধু ছাদ বাগানের গাছের পরিচর্যার ভিডিও দেন নিচের মাটিতে লাগানো গাছের যত্নের কথা বলেন বা,আশা করি পরবর্তিতে ছাদের গাছের পাশাপাশি মাটিতে লাগানো একই গাছের পরিচর্যার কথাও বলবেন।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      অবশ্যই আপনার কথা মাথায় থাকবে😊।
      তবে সব জায়গার গাছে এক ই যত্ন পরিচর্যা করতে হবে।

    • @ujjalrakshit5072
      @ujjalrakshit5072 Місяць тому

      বনের বাঘের পরিচর্যা প্রয়োজন হয় না, কিন্তু চিড়িয়াখানার বাঘের পরিচর্যা দরকার হয়!!!😂😂😂

  • @SandipBhandary-s5f
    @SandipBhandary-s5f 5 місяців тому

    Katimon r chokhanon 2ti ki ek amm

    • @RupRoofGarden
      @RupRoofGarden  4 місяці тому +1

      ২টি আলাদা। তবে এখন এই সব তথ্য উঠে আসছে। ২ বছর আগেও এতো ডিটেলস তথ্য ছিলো না। সত্যি বলতে, বেশির ভাগ লোকের কাছে chokhanon ই রয়েছে। 😊💚

    • @SandipBhandary-s5f
      @SandipBhandary-s5f 4 місяці тому

      @@RupRoofGarden r ektu help koren, original katimon kothay pabo ei rokom nursery nam bollen .

  • @mdrejaulrejaul4701
    @mdrejaulrejaul4701 Рік тому

    এই আম গাছে কত দিন পর পর মুকুল আসে বলবেন 😢😢😢

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      সঠিক ভাবে খাবার এর যোগান ও অনুখাদ্য দিলে,বছরে কমপক্ষে ৩বার ফুল আসবেই। 😊💚

  • @rafsanahmed3142
    @rafsanahmed3142 Рік тому

    কমেন্টের রিপ্লাই টা দিলে অনেক উপকার হত

  • @FarakkabadAgro
    @FarakkabadAgro Рік тому

    ❤️👉🇧🇩

  • @raj4558
    @raj4558 Рік тому +2

    You know the UA-cam video is international everyone wach it from whole world so you should talk in English or Hindi so every Indian understand you

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому +1

      Thanx for your valuable suggestion 💚💚
      I'll think about it..

    • @raj4558
      @raj4558 Рік тому

      @@RupRoofGarden thanks 👍

  • @mizanrohman4125
    @mizanrohman4125 Рік тому

    ভাই কাটিমন কলোম পাবো কিবাবে দাম কতো

    • @mdyakubali6348
      @mdyakubali6348 8 місяців тому

      আমাদের চাঁপাইনবাবগঞ্জে পাবেন,,আমার নিজের বাগানন আছে,,,আপনি নিজে এসে কলোম নিয়ে যাবেন

  • @tutulsekh71
    @tutulsekh71 11 місяців тому

    বোরন টাকা সব গাছের মুকুল
    এলে দিতে হবে

    • @RupRoofGarden
      @RupRoofGarden  11 місяців тому

      মুকুল আসার আগেও দিন। মুকুল এলেও দিতে হবে। এতে কার্যকরিতা বেশি পাবেন।

  • @dharsgreen650
    @dharsgreen650 9 місяців тому

    Boroner dose bolen ni
    Kindly bolun

  • @SubrataDas-greenearth
    @SubrataDas-greenearth Рік тому +1

    আপনার কথা ঠিক আছে, তাহলে বীজের আম গাছ লাগানো উচিত,
    কলমের লাগানোর মনে 1বছরে যেন ফল নেওয়া যায়

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому +1

      ছাদ বাগানে বীজের গাছ লাগাবেন কেন? টবে গাছ লাগিয়ে ৭,৮ বছর অপেক্ষা করা যাবে?? তবে কলমের গাছ লাগালেও, গাছ কে মিনিমাম ১- ১.৫ বছর সময় দেওয়া উচিত যাতে গাছের ডালপালা বেশি হয়। এতে প্রথম বার যদি ৫,৬ টা আম পান, পরের বছর তার কয়েকগুণ বেশি আম পাবেন।

    • @SubrataDas-greenearth
      @SubrataDas-greenearth Рік тому

      @@RupRoofGarden তর্কে যাবোনা, কি লাভ , 50 টা আম 3 টা আম সমান , যদি 2 বছর পর আম নিতে হয়।
      বেটার বীজের গাছ লাগানো, 7,8 বছর পর আম দিবে তাও গাছ ভোরে, কোনো রোগ ও হবে না।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      আপনার কথা ঠিক। তবে সেটা মাটিতে উপযোগী। ছাদ বাগানে এতো বড়ো গাছ কি করে রাখা যাবে?

    • @rahiarman123
      @rahiarman123 Рік тому +1

      beejer gaach kotobosor baache and grafted aam gaach kotobosor thake beche

    • @SudipMajumder-rk7ii
      @SudipMajumder-rk7ii Рік тому

      ​@@SubrataDas-greenearthbij ar gach a ati hobe.... Ar tok, akmatro grafted gach ai misti am hobe

  • @mrigankamoulikbijali7329
    @mrigankamoulikbijali7329 Рік тому

    আপনার কাছে চারা পাব কি

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      আমি তো গাছ বিক্রি করিনা। তবে কোচবিহার বাড়ি হলে কোথায় অরিজিনাল চারা পাবেন, এটা বলে দিতে পারি। 💚

  • @zahirahmed7417
    @zahirahmed7417 Рік тому +1

    মাটি তৈরির কথা বলেন।

  • @MizanSharif
    @MizanSharif Рік тому

    কাটিমন আম আর ভিয়েতনামে খাটো জাতের নারিকেলে বিজ্ঞাপন বন্ধ করুন। এগুলি অলাভজনক।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      এই আম নিয়ে অনেক মতভেদ আছে। অনেকে যেমন বলে ভালো নয়, লাভজনক নয়, আবার অনেকে বলে যারা ঠিক থাক যত্ন নিতে পারেনা তাদের ফলন ভালো হয়না।
      সেটাই বলা হয়েছে।
      ধন্যবাদ 💚

    • @shoebahmed3512
      @shoebahmed3512 Рік тому +1

      বারি ৪ ভাল জাত

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      আমার ও খুব পছন্দের একটি জাত। 💚

  • @tapanhaldar4146
    @tapanhaldar4146 Рік тому

    দাদা ফোন নাম্বার দিন

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому

      Rup Roof Garden Facebook page a giye msg korlei amake sob somoy paben.

  • @SupriyaPutatunda
    @SupriyaPutatunda 6 місяців тому

    Ñj

  • @Joon-Axom
    @Joon-Axom Рік тому

    Bhai,amar 2ta aam gache atha bar hoyche. Ki korbo ??

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Рік тому +1

      Blitox ar paste baniye puro jaiga tai painting kore dao.

    • @Joon-Axom
      @Joon-Axom Рік тому

      @@RupRoofGarden Diyechi, tao bar hoyche