গাছে বেশি বেশি আম ধরাতে কী করবেন কী করবেন না। Dos & Don’ts to Grow HUGE Mangoes| @RAJGardens|4K

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 187

  • @rajgardens
    @rajgardens  Рік тому +22

    এরকম তথ্য-সমৃদ্ধ ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
    ভিডিওটি লাইক ও শেয়ার করবেন।

    • @livenurserywestbengal7624
      @livenurserywestbengal7624 Рік тому +1

      আমার নার্সারি একটি ভিডিও করতে হবে,
      Live nursery West Bengal

    • @mdrofique6542
      @mdrofique6542 Рік тому

      Dada ami super vagoya anar cheyechilm amk Australian anar dichche ei jat ta kemon dada
      Ektu reply korle valo hoi

  • @Plant-care-4156
    @Plant-care-4156 Рік тому

    অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অজানা তথ্য জানতে ও শিখতে পারি

  • @subhasisdeshmukh
    @subhasisdeshmukh Рік тому

    Khub sundor uposthapona dada...❤❤❤❤

  • @jayantamanna1801
    @jayantamanna1801 Рік тому

    গাছ গুলো অসাধারন আপনার প্রতিবেদন এর মত।

  • @ashokebiswas9777
    @ashokebiswas9777 Рік тому +1

    আমি আপনার Channel এর নিয়মিত দর্শক। খুব উপকারী এবং প্রয়োজনীয় তথ‍্য জানতে পারি। একটি request আপনার কাছে। plastic drum এর গাছে জলের পরিমাণ কি দেব এবং কত দিন অন্তর। আর কিভাবে বুঝব গাছের জলের প্রয়োজন পড়েছে।
    ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @nasreenali5503
    @nasreenali5503 Рік тому +2

    Thanks . 😊 well done. I followed your instructions all year . My mango tree is full off Muckile. Sanding you a picture. Very proud off my 🌳.

  • @ibrahimmolla8441
    @ibrahimmolla8441 Рік тому

    অসম্ভব সুন্দর ভিডিও। বাংলাদেশ থেকে বস

  • @archanasom1606
    @archanasom1606 Рік тому

    খুব সুন্দর কাজের ভিডিও দাদা।ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার

  • @ikbalmolla7963
    @ikbalmolla7963 Рік тому

    দাদা আপনার কথাগুলো সত্যি খুবই ভালো লাগে।

  • @mehedihasankhan899
    @mehedihasankhan899 Рік тому

    Dada suvessa niben..sop(0+0+50), boron, zinc ei ta ki eksathe mishie spray kora jabe??

  • @jagannathadhikari9676
    @jagannathadhikari9676 Рік тому

    Sir ai garame tabe protidin jol dite habe.amar gach gule chade green shade aache .kitu Chad prochur hit.

  • @alokbanerjee3916
    @alokbanerjee3916 Рік тому

    দাদা খুব ভালো ভিডিও। একটা ব্যাপারে একটু advise দিন, টবের আম গাছে আঠা বেরোচ্ছে। কি protection নেওয়া দরকার।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ua-cam.com/video/Nbr_7DpqI1c/v-deo.html

  • @swapandhar2627
    @swapandhar2627 Рік тому

    Valo laglo dada.

  • @NurulAmin-gm8qi
    @NurulAmin-gm8qi Рік тому

    Good Vedio .Good Analysis .Thanks.

  • @venusgarden959
    @venusgarden959 Рік тому +1

    Amazing video🌹🌹🌹

  • @shampadey5275
    @shampadey5275 Рік тому

    এরকম ভিডিও দেখে অনেক কিছু শিখেছি

  • @shahinakther5955
    @shahinakther5955 Рік тому

    শুধু গাছে মুকুল এলে মনটা খুশিতে ভরে ওঠে তা কিন্তু ঠিক নয়, আপনার ভিডিও পেলে ও আমার মনটা খুশিতে ভরে ওঠে।👍

  • @abhijitroy6053
    @abhijitroy6053 Рік тому

    খুব সুন্দর ভিডিও দাদা, দন্যবাদ

  • @banditarroj-naamcha2904
    @banditarroj-naamcha2904 Рік тому

    Dada apni kothay thaken?aar bolchhi apnar ato gachhe ki chhader kono khoti hoy?asole Ami gachh niye barir loker kachhe onek kotha suni je chhad ta ebare noshto hobe 😋.

  • @shikharoykundu7918
    @shikharoykundu7918 Рік тому

    Dada apner kache ki thy varytir 12 masher amer chara paoua jabe?

  • @viewchanger1530
    @viewchanger1530 Рік тому

    खुब सुन्दर जानकारी दिए हैं दादा । इस तरह की जानकारी की हमे बहुत जरूरत थी ।👌👌🙏

  • @krishnaartcenter9402
    @krishnaartcenter9402 Рік тому

    ভালো লাগলো।

  • @debasmitabaidya9542
    @debasmitabaidya9542 Рік тому

    Khube bhalo

  • @marybose2929
    @marybose2929 Рік тому

    আপনার ভিডিও always ভালো

  • @chandandasgupta6015
    @chandandasgupta6015 Рік тому

    দারুন ভিডিও

  • @ashrafchowdhury2479
    @ashrafchowdhury2479 Рік тому +2

    This channel is the best as because the owner of Raj Garden is a real Gardener and well-versed in agriculture knowledge.

  • @karimahmahjabin1755
    @karimahmahjabin1755 4 місяці тому

    কিন্ত এর আগের ভিডিওতে যে বলেছিলেন আম গাছে কোন প্রকার খৈল দেয়া যাবে না?তাহলে নাইট্রোজেন টক্সিসিটি হতে পারে?

  • @Khadizarinki1
    @Khadizarinki1 9 місяців тому

    ভাইজান, মিড়াকুলান এবং প্লানুফিক্স এই দুইটা ঔষধ কি একদিনে ব্যবহার করা যাবে?

  • @notundisha9489
    @notundisha9489 Рік тому

    Nice 👍

  • @sufiakhanamsamia3685
    @sufiakhanamsamia3685 Рік тому

    Amr am gase gota jore jasse ahkn upai ki akto bolle vlo hoto

  • @shamsulislamsr8606
    @shamsulislamsr8606 Рік тому

    Am gacer fule minibag hoye bore gece ki korbo?patagulo o pure gece.

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      কীটনাশক এবং ফাঙ্গিসাইড দুটোই প্রয়োগ করতে হবে।

  • @subratadey1581
    @subratadey1581 Рік тому

    Dada amr peyera gachhe ful esechhe fungicide & boron kokon spay korbo

    • @rajgardens
      @rajgardens  Рік тому +1

      এখন করতে পারেন।

  • @mdsiraj5498
    @mdsiraj5498 Рік тому

    Very good

  • @priyankachowdhury5119
    @priyankachowdhury5119 Рік тому

    Dada urgently make a video on manilla cherry. I had bought a manilla cherry tree, but it died this winter. I have no idea about its care and soil preparation, water management, fungicide, pesticide etc. I am going to buy another one very soon. So I need your video as soon as possible.

  • @nilmonirajak7181
    @nilmonirajak7181 Рік тому

    স্যার ফুল ফোটা অবস্থায় বোরন,জিংক,NPK0050,191919,202020, Spray করা যাবে কি? যদি বলেন তাহলে খুব উপকৃত হবো

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ফুল ফোটা অবস্থায় না দিয়ে কুড়ি অবস্থায় দিন এবং গাছে আমের গুটি বেঁধে গেলে তখন একবার দিতে পারেন।

    • @nilmonirajak7181
      @nilmonirajak7181 Рік тому

      @@rajgardens ধন্যবাদ

  • @Abu_bakar_musa
    @Abu_bakar_musa Місяць тому

    এসময় (ডিসেম্বর) পেঁয়াজের খোসা ভেজানো জল কি আমগাছে স্প্রে করা যাবে?

  • @tusharkantimondal4660
    @tusharkantimondal4660 Рік тому

    Dada apni amake akta tomy atkins mango grafting korben..

  • @salehabegum9949
    @salehabegum9949 Рік тому

    শুভ সকাল অবিরাম, কি ফুলে পূঁজিবো তোমায়! ভাবছিলাম কিভাবে জানবো যে কিভাবে মুকল এর পরিচর্যা করি? প্রতি বছরই আমার গাছে প্রচুর গুটি আসে, কিন্তু ঝরে যায়। খুবই উপকৃত হলাম, ধন্যবাদ বাবা।

  • @mdferdaushossain2460
    @mdferdaushossain2460 Рік тому

    ছাদবাগানের পাশাপাশি জমিতে কিভাবে চাষ করতে হবে সেটা বললে অনেক ভাল হয়

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      পরিচর্যা প্রায় একই থাকবে। পার্টিকুলার কোন বিষয়ের উপর জানতে চাইছেন কমেন্ট বক্সে লিখুন।

  • @papiabegum4825
    @papiabegum4825 Рік тому

    Dada amr am gacha potas debar Karone gachaer pata lal hoye jachha gacha onek mukul ascha akhon ki korbo dada ple bolen

    • @rajgardens
      @rajgardens  Рік тому +1

      গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @awalhossain8685
    @awalhossain8685 Рік тому

    দাদা আপনি কি দিয়ে ভিডিও করেন ফোন নাকি DSLR

  • @sara-df3uw
    @sara-df3uw Рік тому +2

    লিচি গাছের একটি ভিডিও শেয়ার করুন। ফুলের কুঁড়ি আসার আগে যত্ন এবং ফুল ফোটার পরেও যত্ন। please লিচির যত্ন পোস্ট করুন দেরি হওয়ার আগে এটি একটি অনুরোধ

  • @salmabeagum7166
    @salmabeagum7166 Рік тому

    Dada please aktu bolben Amar gache akta o pata nai ki korbo 2 akta sobuj mukh dakha jai sudu

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @keyaakter9434
    @keyaakter9434 Рік тому

    দাদা সোনিয়া নামে না সারি থেকে বারোমাসি আম গাছ কিনে ছিলাম। তখন অনেক মুকুল ছিলো। এখন আর মুকুল আসছে না। এজন্য কি করতে পারি পরামর্শ চাই পিলিজ বলবেন কি।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @FarakkabadAgro
    @FarakkabadAgro Рік тому

    Thanks ❤️👉🇧🇩

  • @rickgarden3745
    @rickgarden3745 Рік тому

    Aneke mithaa kotha bole...but your this video guided to all original method for fruit setting to mango plant..i hope ur channel get exact acheme for pinnacle of success..

  • @abdullahkabir2655
    @abdullahkabir2655 Рік тому

    আমের মুকুল দেখানোর সময় টব থেকে পুরো গাছটি দেখালে ভাল হতো।

  • @tusarendusekharadhikari9420

    দাদা 0 0. 50 র বদলে কি npk 19 19 19 দেয়া যাবে,একটু জানাবেন।

  • @nilmonirajak7181
    @nilmonirajak7181 Рік тому

    বোরন ও জিংক সালফেট কি কুঁড়ি অবস্থায় না কি গুটি অবস্থায় Spray করতে হবে?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      দুই সময় স্প্রে করতে হবে।

    • @nilmonirajak7181
      @nilmonirajak7181 Рік тому

      @@rajgardens ধন্যবাদ

  • @arnob3196
    @arnob3196 Рік тому

    পলাশ, শিমুল গাছ নিয়ে ভিডিও চাই

  • @mahmudhassan6014
    @mahmudhassan6014 Рік тому

    Dada boron ar fungiside eksathe mix kore spray kora jabe?

  • @s.mchanchal1388
    @s.mchanchal1388 Рік тому +1

    দাদা মুকুল ফুটে গেলে কি গাছে রীভা ২.৫ ব্যবহার করা যাবে? একজন বললেন এতে নাকি শুধু হপার পোকা দমন হয়, কিন্তুু বন্ধু পোকা আসতে কোনো সমস্যা হয়না, উনার কথা শোনার আগে, আমি আপনার মতামত জানাতে চাই। আপনি যেমনটা বলবেন সেটাই সঠিক।

  • @sandipanmaity5332
    @sandipanmaity5332 Рік тому

    আমের মুকুল এর পর ছোট ছোট গুটি ধরেছে, কি স্পে করলে গুটি গুলো থাকবে, জানাবেন প্লিজ......

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      এই ভিডিও দেখেই পরিচর্যা করুন

  • @rakibimtiaz
    @rakibimtiaz Рік тому

    গাছে কি দিয়ে সাদা রঙ করেছেন ? প্লিজ জানাবেন।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      বোর্দো পেস্ট লাগানো আছে।

  • @ranjandas1874
    @ranjandas1874 Рік тому

    ও আর একটি কথা,আপনারা শুধু ছাদ বাগানের গাছের কথা বলেন কিন্তু পাশাপাশি নিচের মাটিতে লাগানো গাছ কীভাবে যত্ন করতে হবে সেটাও বলে দিলে ভালো হয়।

  • @pranatidebroy9345
    @pranatidebroy9345 Рік тому

    Matite Aam gache ki sar dibo ekn

  • @ytsanugamer5693
    @ytsanugamer5693 Рік тому

    Dada amar mango pata side deya lal hoya gachi key korbo

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ua-cam.com/video/W-lSFP3Z3qw/v-deo.html

  • @abhijitmaity5653
    @abhijitmaity5653 Рік тому

    আমার আম গাছের মুকুল সব ফুটে গেছে। এখন কি কোন pgr sprey করা যাবে ...

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      একবার করে দিতে পারেন।

    • @abhijitmaity5653
      @abhijitmaity5653 Рік тому

      @@rajgardens Thank you,🌻🌻🌻

  • @tusarendusekharadhikari9420

    দাদা আপনার গাছে, গোড়া থেকে সাদা কিছু একটা লাগিয়েছেন,ওটা কি চুন,যদি হয় তবে কেনো।

    • @rajgardens
      @rajgardens  Рік тому +1

      এটা বোর্দো পেস্ট লাগানো হয়েছে মাটি থেকে যাতে কোন রোগ পোকামাকড় গাছের কান্ডে আক্রমণ করতে না পারে। এছাড়া আঠা ঝরা রোগ থেকে রক্ষা পাওয়া যায়। বোর্দ মিকচারের উপর আমার চ্যানেলের ভিডিও রয়েছে।

  • @amcreativeitacademy3536
    @amcreativeitacademy3536 10 місяців тому

    দাদা এই গাছ কোথা থেকে সংগ্রহ করেছেন? আমি কি ভাবে পেতে পারি?

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      বিস্তারিত জানতে আমার ফেসবুক পেজে নক করুন।

  • @Mostakim360MS
    @Mostakim360MS Рік тому

    শরিফা গাছের পাতা অনেক দিন ধরে আস্তে আস্তে করে পুরে যাচ্ছে। নতুন কোনো কুশিও বের হচ্ছে নাহ। করনিয় কি? যদি জানাতেন অনেক সাহায্য হত।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      শীতের সময় এটা হয়। সবে গরম পড়তে শুরু করেছে। এবার নতুন পাতাসহ ফুল বেরোবে। চিন্তার কিছু নেই।

  • @nilufakhatun7137
    @nilufakhatun7137 Рік тому

    Dada amar mukul boro hochhe na ki korbo please bolben 🙏🏼

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ভিডিওটি যেভাবে বলেছি সেভাবে পরিচর্যা করুন।

  • @prasantakumardas6439
    @prasantakumardas6439 7 місяців тому

    এই পুরানো ভিডিও টা আজ দেখলাম। আম গাছ নাকি বেশী জল পছন্দ করে না। তাহলে বর্ষাকালে ছাদবাগানে কি প্লাস্টিক বা ত্রিপল ব্যাবহার করতে হবে। সত্যি বলতে কি আমার গাছ সম্বন্ধে কোন অভিজ্ঞতা নেই। যদি উত্তর দেন তাহলে খুব ভালো হয়।

  • @krishikathaototthyo5769
    @krishikathaototthyo5769 Рік тому

    Ambika variety er aam gaach kothay pawa jabe?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      যেকোনো নার্সারিতে পেয়ে যাবেন, একটু খোঁজ করে দেখুন

    • @krishikathaototthyo5769
      @krishikathaototthyo5769 Рік тому

      @@rajgardens ধন্যবাদ, কিন্তু আমি অনেক নার্সারিতে খোঁজ করেছি, এইরকম একটা variety হয়, তা তারা জানেই না l

  • @farmtownagrotourism
    @farmtownagrotourism Рік тому

    দাদা আম গাছে সরেস খৈল জল দেওয়া যাবে কি।

  • @imamulhuq2632
    @imamulhuq2632 Рік тому

    আমার একটি গাছে তিন রকমের আম। একেক ডালে আগে পরে মুকুল এসেছে। এখন কোনটা মাত্র মুকুল এসেছে, কোনটায় মটরদানা, আবার কিছু আছে ছোট আম। এখন এগুলোতে কি স্প্রে করতে হবে? ফ্লোরা, বোরন কখন করতে হবে?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      কীটনাশক বাদ দিয়ে যেকোনো একটি কন্টাক্ট বেস ফাংগিসাইড সঙ্গে বোরণ এবং ভালো একটি মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন।

  • @fakasu4683
    @fakasu4683 Рік тому

    দাদা ময়েশ্চার কত থাকলে পানি দিতে হবে মিটার দিয়ে মাপার পর

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ua-cam.com/video/Ybdzj_pD3Tk/v-deo.htmlsi=ZNgeEJTXh95uYmV7

  • @fjkbgjk5551
    @fjkbgjk5551 Рік тому

    দাদা লিচু গাছের ভিডিও তৈরি করুন খুব দরকার

  • @cornelious41
    @cornelious41 Рік тому

    আমার মিয়াজাকি আম গাছেবএখনও মুকুল আসে নাই। ২ বছর হলো। কি করলে মুকুল আসবে? জানাবেন।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      পটাশিয়াম সালফেট এক চা চামচ মাটিতে মেশান এবং হাফ চা চামচ নিয়ে গাছে স্প্রে করুন দশ দিনের ব্যবধানে দু তিনবার। সেই সঙ্গে প্লানোফি 5-6 ফোঁটা বা মিরাকুলা দেড় দু এম এল ওই একই নিয়মে স্প্রে করুন।

    • @cornelious41
      @cornelious41 Рік тому

      @@rajgardens আপনাকে ধন্যবাদ। আমি আপনার দেওয়া তথ্য মতে আমগাছে SOP দিব।

  • @dristysarker8102
    @dristysarker8102 Рік тому

    ভাইয়া আমার মাল্টা গাছে অনেক ফুল এসেছে কিন্তু একটা ফুল থেকে ও ফল বের হচ্ছে না😥

    • @rajgardens
      @rajgardens  Рік тому +1

      প্লানোফিক্স অথবা মিরাকুলান ব্যবহার করুন।

  • @girijaghosh52
    @girijaghosh52 7 місяців тому

    npk 19 19 19 দেওয়া যাবে???

  • @banikarmakar7085
    @banikarmakar7085 Рік тому

    কি‌ ফাঙ্গি সাইড ব্যবহার করব।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      এনট্রাকল জাতীয় কিংবা এম৪৫ ব্যবহার করতে পারেন।

  • @locknathmaitymaity1327
    @locknathmaitymaity1327 11 місяців тому

    দাদা জিঙ্ক সালফেট ও বোরন মিশে যায় না ।

  • @salmasultana917
    @salmasultana917 10 місяців тому

    ফুল ফুটে গেলেও কি খৈল ভেজানো পানি দেয়া যাবে??

  • @mdasifikbal226
    @mdasifikbal226 Рік тому

    আপনার কাছ থেকে গাছ নিতে কি করতে হবে, একটু জানাবেন দাদা

  • @mahmudhassan6014
    @mahmudhassan6014 Рік тому

    ১গ্রাম বোরণ কিভাবে পরিমাপ করবো? এক চা চামুচ নাকি আধা চা চামুচ?

    • @rajgardens
      @rajgardens  Рік тому +1

      আইসক্রিম খাওয়ার জন্য যে প্লাস্টিকের চামচ গুলো হয় তার এক চামচ নিতে পারেন।

    • @mahmudhassan6014
      @mahmudhassan6014 Рік тому

      @@rajgardens ধন্যবাদ

  • @bijoykrishnadas6032
    @bijoykrishnadas6032 Рік тому

    মিয়াযাকি আমের মুকুল এসেছে কিন্তু কালো হয়েছে এটা কি দিতে হবে।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ভিডিওতে যে ভাবে বলেছি সেভাবে পরিচালনা করুন।

  • @ashrafchowdhury2479
    @ashrafchowdhury2479 Рік тому +12

    মুখে বলার পর লিখিত ভাবে বক্তব্যগুলো পোস্ট করলে অনুসরন করতে সুবিধা হবে।

    • @syedanasrinmony1251
      @syedanasrinmony1251 Рік тому +1

      না ভাই । লিখিত এর চেয়ে ভিডিও বেশি উপকারী।

  • @ytsanugamer5693
    @ytsanugamer5693 Рік тому

    Nice 👍 dada

  • @birendranathkumar965
    @birendranathkumar965 10 місяців тому

    Where shall i.get good qualities of mango plant specially in roof. Pl give me address nearest to my place
    I am from belurmath howrah
    Although i have bought some plants
    Katimon changmai quizai and alltime thai .but till dt no harvest.
    All.are taken by.courier
    Regards

    • @rajgardens
      @rajgardens  10 місяців тому

      রাজ গার্ডেন্স ফেসবুক পেজে নক করুন।

  • @AbdulJabbar-ri5qu
    @AbdulJabbar-ri5qu Рік тому

    আজ ছাদে গিয়ে দেখি (২৮শে ডিসেম্বর) একটা গাছে মুকুল এসেছে, এখন পরিচর্য্যা কি? এখন বলে রাখা ভাল এই গাছটিতে কয়েক বছর যাবৎ মুকুল আসে আমও গুটায় কিন্তু পরিপক্ক হওয়ার আগেই জড়ে যায়, প্রতিকার কি?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      এখন একবার করে কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করে দিন। দু-তিনদিন পরে যে কোন একটি মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করে দেবেন।

  • @studiodreamyphotography2706

    আমার গাছের নীচের দিকে পাতায় সাদা সরু সরু পোকা হয়েছে, আর গাছভরতি মুকুল, আবার বেশকিছু মুকুলে আমের গুটি ধরেছে....... এমতাবস্থায় কি করবো???

    • @rajgardens
      @rajgardens  Рік тому +1

      ইমিডা ক্লোরোপিট গ্রুপের কীটনাশক 2ml মিশিয়ে গাছে ঠিক সন্ধ্যার দিকে স্প্রে করুন। বিশেষ করে পাতার নিচের দিকে। যতটা সম্ভব মুকুলকে এড়িয়ে।

  • @bikramjana5148
    @bikramjana5148 Рік тому

    Sir, আপনার আম গাছে যে সাদা কোটিং দিয়েছেন ওটা কি??

    • @ashrafchowdhury2479
      @ashrafchowdhury2479 Рік тому +1

      চুনের কোটিং সাথে কপার একটু মিক্স করলে আরো নিরাপদ থাকবে ফাংগাস থেকে।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      বোর্দপেস্ট

  • @vmsgardaning
    @vmsgardaning Рік тому

    দাদা কত নিল meyazaky mango

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ৮ মাস আগে নেওয়া। পরিচিত একজন গিফট করেছিল।

  • @ankanguchhait7447
    @ankanguchhait7447 Рік тому

    দাদা স্টবেরি নিএ আর একটা ভিডিও দিন

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      কি সমস্যা হয়েছে এইখানে অথবা ফেসবুক পেজে কমেন্ট করুন।

    • @ankanguchhait7447
      @ankanguchhait7447 Рік тому

      দাদা ফল আসছে না

  • @s.mchanchal1388
    @s.mchanchal1388 Рік тому

    দাদা আমি বাংলাদেশ থেকে, এখানে আপনাদের মতো এনপিকে পাওয়া যায়না, শুধু একটি এনপিকেএস পাওয়া যায়, ১২,১৬,২২,৬.৫ এটি কি গাছে এখন প্রয়োগ করা যাবে?

  • @nirmalroy3201
    @nirmalroy3201 Рік тому

    Boron o antracol eksonge spray kora jabe

  • @Mahidul_islam
    @Mahidul_islam Рік тому +1

    দাদা বিচির আমগাছ ৪ বছর পর প্রচুর মুকুল এসেছে এখন কি করবো প্রণিং করবো না কি সার দেব

    • @rajgardens
      @rajgardens  Рік тому +3

      আজকের ভিডিওটি দেখে পরিচর্যা করবেন।

  • @a.m.jubaer7392
    @a.m.jubaer7392 Рік тому

    Akono kono mukul aseni koronio ki?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      যে পরিচর্যা করার দরকার মুকুলের জন্য সেই সময়টা পার হয়ে গেছে। এখন কিছু করার দরকার নেইঌ তবে মীরাকুলান দেড় এমএল অথবা প্লানোফিক্স পাঁচ ছয় ফোঁটা প্রতি লিটারে মিশিয়ে গাছের স্প্রে করতে পারেন। ১০-১২ দিনের ব্যবধানে দু তিনবার। গাছে গোড়ায় জলও কম দেবেন।

  • @timirsarkar410
    @timirsarkar410 Рік тому

    পাতা কুঁকড়ে গেলে কি করতে হবে

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @bilkisgaden9007
    @bilkisgaden9007 Рік тому

    আপনার গাছে র কান্ডে কিছু লাগানো আছে দেখলাম ওটা কি কোনো পেন্ট

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ওটাকে বরদো পেস্ট বলে। আঠা ঝরা রোগ এবং মাটি থেকে রক্ষাকার আক্রমণ যাতে না লাগে।

  • @ajitgangopadhyay8550
    @ajitgangopadhyay8550 Рік тому +1

    গাছগুলি কি দিয়ে সাদা করেছেন ? চুন ?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      বোর্দপেস্ট। এই নিয়ে চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে।

  • @aritram10
    @aritram10 Рік тому

    ***Correction*** Tommy Atkins South India r variety na, American cultivar.

    • @rajgardens
      @rajgardens  Рік тому +1

      ঠিক বলেছেন। দক্ষিণ আমেরিকা বলতে গিয়ে দক্ষিণ ভারত বলা হয়ে গেছে । অনিচ্ছাকৃত এই ভুলের জন্য দুঃখিত।

  • @ibrahimmolla8441
    @ibrahimmolla8441 Рік тому

    সব জাত প্রায় আমার আছে শুধু দুই টা বাদে

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      👍

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      তাড়াতাড়ি সংগ্রহ করে ফেলুন।

    • @ibrahimmolla8441
      @ibrahimmolla8441 Рік тому

      পেতে তো হবে বাংলাদেশে।টনি আট কিং সেনসেশন এই দুটি নাই

  • @shamimaafrin630
    @shamimaafrin630 Рік тому

    দাদা সিস্টেমিক ফাংগিসাইড, বাংলাদেশে কি নামে পাওয়া যায়? জানাবেন দাদা, খুবই উপকার হবে আমার।

  • @dipankarmondal2751
    @dipankarmondal2751 Рік тому

    Apnar number ta ki kre pabo please..

  • @ranjandas1874
    @ranjandas1874 Рік тому

    আপনারা এত কিছু দিতে বলেন,আমিতু ছাদে কয়েকটি গাছ লাগিয়ে দেখতে পেলাম ফলের মূল্য থেকে খরচের মূল্য অনেক বেশি।তাই দেখা যায় ছাদ বাগানে লাভের চেয়ে খরচ অনেক বেশি।

  • @nitinjoshi8121
    @nitinjoshi8121 Рік тому

    Sub titles in English please

  • @sabinayasmin3086
    @sabinayasmin3086 Рік тому

    এত কিছু মনে থাকে না।লিখিতভাবে দিলে ভালো হয়