পৌলমী দি বাংলাভাষায় প্রথম একজন, দেশের বিভিন্ন ধরনের ঘটনার এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের পর্যালোচনা এবং সত্য ঘটনা অবলম্বনে অনুষ্ঠান, এবং সারা দেশের বিভিন্ন ধরনের পর্যালোচনার নিয়ে অনুষ্ঠান করার জন্য "" হটাৎ যদি উঠল কথা "" খুব ভালো একটা সুন্দর জনসাধারণের জন্য উন্মুক্ত চ্যনেল ।
"কথা বলে যেতে হবে, যতদিন সুযোগ পাওয়া যাবে কথা বলে যেতে হবে, যে কোনো দিন যে কারো কথা বলার সুযোগ না-ও থাকতে পারে। কথা বলেই কথা বলার অধিকার রক্ষা করা যাবে।" অসাধারণ কথা বলেছেন পৌলমী,সম্ভবত উক্তিটা কালজয়ী হবে।
@@machlibaba1666 কুনাল চোর,মমতা ব্যক্তি স্বার্থে কুনাল কে তৃণমূলে এনেছে।কারণ কুনালের কাছে তৃণমূলের বহু গুনের কথার দলিল,যা ফাঁস হলে মমতার মুশকিল বাড়বে ছাড়া কমবে।
ধন্যবাদ পৌলমী নাগ ম্যাডাম। আপনি এগিয়ে যান। আপনার মাধ্যমে যদি সমাজের কিছু পরিবর্তন করা যায় । আপনারা শিক্ষিত বুদ্ধিজীবী, আপনারা এগিয়ে আসুন।সমাজ পরিবর্তনের জন্য আপনাদের খুব দরকার। আমরা আপনাদের সাথে আছি । বসিরহাট থেকে।
পৌলমীদি আমার দেখা সেরা বাঙালি সাংবাদিক। টিভি নাইন বাংলাকে অসংখ্য ধন্যবাদ উনার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমার মনে হয় রাজনৈতিক কচকচালি বাদ দিয়ে টিভি নাইন বাংলা-ই প্রথম থেকে প্রথমে জনগণের প্রয়োজনীয় খবর পরিবেশন করে। 🙏🙏🙏
আজকের দিনে যেখানে বিশ্বমানব হতে গিয়ে আমরা বাংলা ভাষাকে ব্রাত্য করে ফেলেছি সেখানে পৌলমীদি তোমার বাংলাকে আঁকড়ে ধরে রেখে কাজ চালিয়ে যাওয়া প্রশংসার দাবি রাখে
আজকের দিনে পৌলামী নাগই একজন যিনি সব থেকে যুক্তি সঙ্গত ভাবে বিশ্লেষণ করেন, সমস্ত সংবাদ মাধ্যমের মধ্যে !! 👌👌 ওনার উচিত বাংলার পাশাপাশি ইংরেজি তেও একটা চ্যানেল চালানো, এতে আমাদের মতো লোকেদের অনেক সুবিধা হয় এই সব বিশ্লেষণগুলো আমাদের বাইরের সমস্ত বন্ধুদের কাছে পৌছে দেবার।
পৌলমিতো পৌলমিই ! তার তুলনা কেবল তিনিই।যেমনি ভাবেন,তেমনি বলেন।তাকে বুঝতে কারো সমস্যা হওয়ার কথা নয়,তার অনর্গল উপস্থাপনায় বিষয়ের বস্তুনিষ্ঠতা সব সময় সমসাময়িক। সে কারণেই তার আলোচনা আমাদের ভাবতে শেখায়। আমি তার সাফল্য কামনা করি।
Aami time pai na. Aaj Independence Day....chuti...Ei interview ta dhaklam. Aapner bangla language khub sunder. Onek din por eto sunder bangla sunlam. One critical comment...... India te goto 75 years democracy sustain koreche. Kichu dichotomy always thakbe. Ei challenge thake bolai to democracy enjoy kora jai. Indian tradition er vetore democracy basic elements gulo deeply rooted aache. Kichu ki vul bolechi? Jedi sathik na mone hoi, tobe forget and forgive.
ঢাকা, বাংলাদেশ থেকে আমি দিদির চ্যানেলটি নিয়মিত ফলো করি। লেখাপড়া শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছি, দিদির তুলনামূলক রাজনৈতিক বিশ্লেষণ আমার কাছে খুব ভালো লাগে। আমি নিয়মিত তাকে অনুসরণ করি। আমি ভারতের রাজনীতি সম্পর্কে জানতে খুবই আগ্রহী। সেই আগ্রহ থেকে দিদির শো গুলো দেখা। দিদির জন্য শুভকামনা। মোঃ খানজাহান আলী শান্ত
আমি দিদির সমস্ত ভিডিও দেখি কিছু শেখার জন্য ও সত্যি টি জানার জন্য। এবার আপনি বলতে পারেন আর কেউ সত্যি বলেনা হা বলে কিন্তু আমি এই প্লাটফরমটি পছন্দ করে নিয়েছি।
আমি প্রতিদিন আপনার চ্যানেল দেখি, বলতে পারেন আপনাদের মত তিন চার টি চ্যানেল দেখেই আমার দিন শুরু হয়। আগে নিউজ চ্যানেল গুলো দেখতাম এখন আর ওগুলোর কোনটাই আর দেখিনা বা দেখতে ইচ্ছে করেনা। শুধু আপনাদের মত আর তিনটে চ্যানেল ই দেখি। আপনার বাচন ভঙ্গি ভীষণ ভালো লাগে। অনেক শুভেচ্ছা রইলো, আপনি আরো এগিয়ে যান।
পৌলমী বাংলার জাগ্রত বিবেক.... আমরা কর্মব্যাস্ততার কারণে অতো পড়াশোনা করতে পারি না কিন্তু দিনের শেষে হটাৎ যদি উঠলো কথা শুনে বা দেখে বাংলার প্রকৃত অবস্থা টা বুঝতে পারি
ভাল লাগলো পৌলমী দিদি ভাইয়ের সেই প্রথম দিকের চ্যানেল উঁকিদার আমি তবে এখন সব থেকে ভাল লাগছে এটাই যে আজ এখানে ইন্টাভিউ দেখলাম আবার এরও খানিক আগে বিবিসি বাংলাতেও দেখলাম যেটা আনন্দ লাগছে আমার নিজের কাছেও তবে কথা হলো এতটা দেখেই পিঁছনে আকার রাজারা নামেন তো এটা কিন্তু দর্শক হিসেবে ভয়ই বলা যায় তা কিন্তু থেকে যাচ্ছে
অসাধারণ উপস্থাপনা। একেবারেই ভিন্নধর্মী রাজনৈতিক বিশ্লেষণ যা আপনাকে অন্য সকলের থেকে আলাদা করে দেয়। আপনার গায়ের রং চাপা তবুও অসামান্য এক রাবীন্দ্রিক সৌন্দর্য জড়িয়ে থাকে আপনার পাশে। অসাধারণ গ্রহণযোগ্য ব্যক্তিত্ব না থাকলে এতটা সাফল্য অর্জন করা সম্ভব নয়। আপনার ব্যক্তিত্বের সৌন্দর্য আপনার সম্পদ, আপনার অহংকার। আপনার নিরন্তর সাফল্য কামনা করি। ভালো থাকবেন। আর আমাদের জন্য নিয়ে আসুন নিত্যনতুন এপিসোড। সুদীপ শিকদার, কল্যাণী, নদীয়া
"হটাৎ যদি উঠলো কথার" দর্শক আমি বহুদিন থেকে। বলতে গেলে প্রথম থেকে। বেশ ভালো লাগে পৌলমী ম্যামের কথা বলার ধরন, content এর ধরন। তখন উনি একটা হলুদ দরজাকে background এ রেখে কথা বলতেন। আজ অনেক পরিবর্তন এসেছে। এই ভাবে এগিয়ে চলুক এটাই চাই। 🙏
বৃহত্তর বাংলাদেশের আপামর জনতা মনে করে পৌলমীদি রাজনীতিতে আসুক। সব কিছুর আড়ালে তাঁর একটা সুন্দর মন আছে, এপার বাংলার প্রতিও একটা বিশেষ আকর্ষণ আছে যা অনেকবার বিভিন্ন কাজে ক্রমে প্রমাণিত হয়েছে। আপনার স্ক্রিপ্ট রাইটারও আপনারই পরিপূরক।
ম্যাম নির্বাচনের পরে অসংখ্য মানুষ ঘর ছাড়া শুধু ঘরছাড়া বললে ভুল হবে তাদের ফ্যামিলি থেকে ছাড়া তাদের সম্পত্তি থেকে ছাড়া যেটুকু তাদের আইন কামে রাস্তা ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এটাকে নিয়ে কোনো এনালাইসিস করছেন না কেন না আগামীতে করবেন, এরকম একটি গরম বিষয়ে আপনি কি সাহস দেখাবেন
Poulami you are extra ordinary investigative Jounalist, Reporter, Narrator and have the extreme craving for the best analysis of our State Political Scenario as well as National Politics... You have the best analysing ability like Jayanta Ghosal-(Ananda Bazar-)-Bikraman Nair-(Delhi-), -Sudipta Chatterjee-(24 Ghonta TV-) -/-Goutam Horh-(Channel 10 & Kolkata TV-) -/-Goutam Bhattacharya-(Ananda Bazar Patrika) -/-Raju Bandopadhay-(24 Ghonta-) ---.... Hats of to You.... Salute to You....
Thanks to Tv9 Bangla..Poulomi di r Uposthapona onek valo...Ami UA-cam er kono show miss korina HJUK channel er..Long long ways to go Hothat Jodi uthlo kotha...❤️
সুন্দর সাক্ষাৎকার। বেশ গোছানো উত্তর। উভয়কেই অভিনন্দন। কথা বলার সুযোগ থাকাটা নির্ভর করছে আমাদের ওপর নিশ্চিত। আমরা যদি নিজেদের নাগরিক পরিসরটুকু রক্ষা করতে না পারি তো বিপদ অবিশ্যম্ভাবী।
পৌলমী তোমার প্রত্যেকটা episode আমি দেখি কিন্তু তুমি যখন comments করতে বলো করতে পারিনা....আজ সু্যোগ পেয়েছি, তোমাকে আমার খুব ভালো লাগে তোমার কথায় আমি মুগ্ধ হয়ে উঠি, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই.... বলবে ☺️ আমার সঙ্গে কথা
এমন একজন সাংবাদিক, যার পরিচয় দিতে কোন পরিচয় পত্রের প্রয়োজন হয় না, উনার সাহসিক প্রশ্ন আর স্পষ্ট বক্তব্য উনাকে আলাদাভাবে চিনিয়ে দেয় উনার কাজের উদ্দেশ্য ও গন্তব্য l
পৌলমী ম্যাডাম, আমাকে দারুন ভাবে প্রভাবিত করে। হলুদ রঙ ওনার খুব প্রিয়। দারুন জিনিস,এ যেনো আতশ বাজির মতোই সুন্দর। আকর্ষনের মধ্যে আছে অজানা ভাষার ভয়। তাই দূর থেকে দেখি, আর ভাবি 🌻🌻🌻
মার্জিত....
সুশিক্ষিত.....
রুচিশীল.....
যুক্তিবাদী...
নিরপেক্ষ...এক কথায় অসাধারণ মেয়ে❤️
অসাধারন মেয়ে তুমি।
উনি আলোচনার থেকে সসমালোচনা বেশী করেন বলা যায় ধরি মাছ না ছুই পানি। শফিকুলের মত সাহসীকতার ভিডিও করেন না।
@@ujjalkumarmondal8752 ekdom. Mohabbat bere paka .
Sofiqul 🤣🤣🤣 dada quality bola akta jinis acha to naki ?
@@ujjalkumarmondal8752 Right👍
পৌলমী দি বাংলাভাষায় প্রথম একজন, দেশের বিভিন্ন ধরনের ঘটনার এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের পর্যালোচনা এবং সত্য ঘটনা অবলম্বনে অনুষ্ঠান, এবং সারা দেশের বিভিন্ন ধরনের পর্যালোচনার নিয়ে অনুষ্ঠান করার জন্য "" হটাৎ যদি উঠল কথা "" খুব ভালো একটা সুন্দর জনসাধারণের জন্য উন্মুক্ত চ্যনেল ।
এগিয়ে যাও দিদি ,...। তোমার উপস্থাপনা খুব ভালো ... দীর্ঘদিন ধরে শুনছি তোমার হঠাত যদি উঠল কথা ...।
"কথা বলে যেতে হবে, যতদিন সুযোগ পাওয়া যাবে কথা বলে যেতে হবে, যে কোনো দিন যে কারো কথা বলার সুযোগ না-ও থাকতে পারে। কথা বলেই কথা বলার অধিকার রক্ষা করা যাবে।" অসাধারণ কথা বলেছেন পৌলমী,সম্ভবত উক্তিটা কালজয়ী হবে।
Tomar tulona nei eto sposto parichalon kono sanchalok kore na. Onek subhechha janalam.
আমার ছাত্র শুভঙ্কর এর অপূর্ব উপস্থাপনায় আমি মুগ্ধ এবং গর্বিত। অনেক বড় হও, এগিয়ে চলো শুভঙ্কর। শুভেচ্ছা, অভিনন্দন ও আশীর্বাদ।
পৌলমী ম্যাডামকে নিয়ে এমন একটি অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য TV9 বাংলাকে অসংখ্য ধন্যবাদ 👍👍
সফিকুল ইসলাম এর interview টা করুন।
সফিকুল সাংবাদিক?
তাহলে বলতে হবে কুনাল ঘোষ ও নিরপেক্ষ সাংবাদিকতার শেষ কথা
@@machlibaba1666 কুনাল চোর,মমতা ব্যক্তি স্বার্থে কুনাল কে তৃণমূলে এনেছে।কারণ কুনালের কাছে তৃণমূলের বহু গুনের কথার দলিল,যা ফাঁস হলে মমতার মুশকিল বাড়বে ছাড়া কমবে।
Ringt
@@machlibaba1666 তুমি কে হে? ছিঃ.....
@@machlibaba1666 সফিকুল ইসলাম মুখের কোথায় নিরপেক্ষ মনে মনে bjp vokto but পৌলমী actually niropekkho । সফিকুল কে তো জীবনে বিজেপি এর ক্ষুদ ধরলো dkhlm না
সবথেকে প্রিয় সাংবাদিক ❤️❤️। ওনার সাক্ষাৎকার নেবার জন্য ধন্যবাদ
Tomar bisletion khub sundar kauke chere katha balona amar ashirwaad roilo bhalo theko mahuar interview kabe?
@@mrashokpaul2371 a
কথা ই মানুষকে চিন্তা করতে শেখায়। তোমার এই কথাই মানুষের মধ্যে মন কাড়বে। এগিয়ে যাও।
বাংলার সাহসী মেয়ে বাংলার গর্ব যদি বলতে হয় তো পৌলমী দি কে বলবো। সৎ, নির্ভীক, সাহসী 🙏
Akdom...
Joy. Sri. Ram.
@@prakashchandradey256 জয় হোক সত্যের।
Nirvik. Honest. Poulomi. Devi. Joy. Sri. Ram. Bharat. Mata. Ki. Joy. Naari. Teen. Rup. Kanya.. Bodhu.. Mata.. Maa. Kotha. Chhoto. Gurutwa. Oporisim. Sadornomoskaar..
Bhagabaan. Mongal. Korun... Appni. Laxmi.. Shakti. Vidya. Swarupa..
ধন্যবাদ পৌলমী নাগ ম্যাডাম। আপনি এগিয়ে যান। আপনার মাধ্যমে যদি সমাজের কিছু পরিবর্তন করা যায় । আপনারা শিক্ষিত বুদ্ধিজীবী, আপনারা এগিয়ে আসুন।সমাজ পরিবর্তনের জন্য আপনাদের খুব দরকার। আমরা আপনাদের সাথে আছি । বসিরহাট থেকে।
পৌলমীদি আমার দেখা সেরা বাঙালি সাংবাদিক।
টিভি নাইন বাংলাকে অসংখ্য ধন্যবাদ উনার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমার মনে হয় রাজনৈতিক কচকচালি বাদ দিয়ে টিভি নাইন বাংলা-ই প্রথম থেকে প্রথমে জনগণের প্রয়োজনীয় খবর পরিবেশন করে। 🙏🙏🙏
L
পৌলমী নাগকে আমার খব ভাল লাগে। যদিও ওনার সব মতের সাথে আমি একমত নই। সত্যিই উনি খুব ভাল কথা বলেন।
আজকের দিনে যেখানে বিশ্বমানব হতে গিয়ে আমরা বাংলা ভাষাকে ব্রাত্য করে ফেলেছি সেখানে পৌলমীদি তোমার বাংলাকে আঁকড়ে ধরে রেখে কাজ চালিয়ে যাওয়া প্রশংসার দাবি রাখে
কথা বলার স্বাধীনতা থাকবে কিনা জানিনা....কিন্তু ওই ভয়ে আমি আজকে যেনো থেমে না যাই ❤️❤️❤️❤️
অসাধারণ পৌলমী ,যতদিন যাচছে আপনার উপস্থাপনা দেখে মুগ্ধ হচছি .... এভাবেই এগিয়ে যান সঙ্গে আছি ,থাকব
পৌলোমী ম্যাডাম বেশ ভালো যুক্তিযুক্ত কথা বললেন .ভালো লাগলো . এই ভাবে আপনার প্রতিটা ভিডিও করে যান .
হঠাৎ যদি উঠলো কথা
অনেকেরই মনের কথা
আর credibility test?
এক কথায়,you are the best.
Katha katha katha katha bala vlo sorir o mon vlo thake dhonnobad
আমি দিদির প্রায় ভিডিও দেখি কিন্তু এটা এই চ্যানেল এর মাধ্যমে না,আজ এই চ্যানেল এ দেখে বেশ মন জোরালো, ওপর ওয়ালার কাছে প্রার্থনা করি তুমি আরও বড়ো হয়।
খুব দরকার ছিল এ রকম একটি সাক্ষাৎকার ।আমরা পৌলমি কে ও সাক্ষাৎকার গ্রহণকারীকে ধন্যবাদ জানাই।
আমি উনার চ্যানেলের একজন দর্শক,,, বাংলাদেশ থেকে
পৌলমী দিদি ভাই তোমাকে এখানে দেখে খুব ভালো লাগলো। একটা মেয়ে হোয়ে এই
জার্নি টা এত সহোজ ছিলো না কখনো🙏🙏🙏🙏🙏
পৌলমীদি আউটস্ট্যান্ডিং 🥰♥️
আমার খুবই প্রিয় ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন দিদি।💖💖💖
দিদি প্রাথমিক ১৬৫০০ নিয়োগের নন কাউন্সিলিং নন জয়েনিং বিষয়ে একটি খবর করবার অনুরোধ। করলাম
Very good interview
পৌলমীর কথাগুলো অনেক পড়াশুনো ও চিন্তা ভাবনার ফসল ... কিন্তু পাওয়া যায় বিনা পয়সায় ! ...
আজকের দিনে পৌলামী নাগই একজন যিনি সব থেকে যুক্তি সঙ্গত ভাবে বিশ্লেষণ করেন, সমস্ত সংবাদ মাধ্যমের মধ্যে !! 👌👌
ওনার উচিত বাংলার পাশাপাশি ইংরেজি তেও একটা চ্যানেল চালানো, এতে আমাদের মতো লোকেদের অনেক সুবিধা হয় এই সব বিশ্লেষণগুলো আমাদের বাইরের সমস্ত বন্ধুদের কাছে পৌছে দেবার।
সফিকুল ইসলাম আরামবাগ টিভি ইন্টারভিউ নেয়া হোক
আপনার বিশ্লেষণ এবং উপস্থাপনা অসাধারণ।যুক্তি দিয়ে মানুষকে ভাবতে শেখায়।
খুবই পছন্দের একজনের কথা আরও বেশি জানতে পারলাম।😊
ধন্যবাদ #Tv9bangla
প্রায়শই দেখি ,
ভাবায় , শেখায় উপস্থাপনাও খুব সুন্দর ।
ওনার ওপর আলোকপাত করার জন্য চ্যানেল টি ভি নাইনকে ধন্যবাদ ।
পৌলমী মাঝে মাঝেই কিছু কিছু
চেপে যাও
সাহসী হও ভয়ের কিছু নেই
Egulo Arambagh TV er dorshok. Eder . Sotti bolte hobena, kintu khobor ta valo lagte hobe. Poulami madam jothesto sahosi.
@@s.m5107 Arambagh mittha konta bole?
@@s.m5107 আপনার কমেন্টস এই প্রকাশ পাচ্ছে আপনিও পক্ষপাতদুষ্ট।
খুব ভালো লাগলো। TV9BANGLA কে ধন্যবাদ
পৌলমিতো পৌলমিই ! তার তুলনা কেবল তিনিই।যেমনি ভাবেন,তেমনি বলেন।তাকে বুঝতে কারো সমস্যা হওয়ার কথা নয়,তার অনর্গল উপস্থাপনায় বিষয়ের বস্তুনিষ্ঠতা সব সময় সমসাময়িক। সে কারণেই তার আলোচনা আমাদের ভাবতে শেখায়। আমি তার সাফল্য কামনা করি।
আমাদের দিদি আজ Tv 9 বাংলাতে ❤️❤️
আমার প্রিয় একটা চ্যানেল।
Ei dhoroner interview ei channel ye bhalo concept. Besh bhalo. R Poulami r sob episode I dekhi day 1 theke. Bhalo presentation.....no doubt.
Aami time pai na. Aaj Independence Day....chuti...Ei interview ta dhaklam. Aapner bangla language khub sunder. Onek din por eto sunder bangla sunlam.
One critical comment......
India te goto 75 years democracy sustain koreche. Kichu dichotomy always thakbe. Ei challenge thake bolai to democracy enjoy kora jai. Indian tradition er vetore democracy basic elements gulo deeply rooted aache. Kichu ki vul bolechi? Jedi sathik na mone hoi, tobe forget and forgive.
বাংলাদেশ থেকে মিয়মিত দেখি। অসাধারণ ইউটিবিং
Poulumi di darun kotha bole khub sundor sob somoi sotti ta tule dhore no 1 chanel holo apnader tv9 bangla good 👍👍👍👍👍
Bahhh besh vlo lglo poulomi dir interview dkte!!!❤️
ঢাকা, বাংলাদেশ থেকে আমি দিদির চ্যানেলটি নিয়মিত ফলো করি। লেখাপড়া শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছি, দিদির তুলনামূলক রাজনৈতিক বিশ্লেষণ আমার কাছে খুব ভালো লাগে। আমি নিয়মিত তাকে অনুসরণ করি। আমি ভারতের রাজনীতি সম্পর্কে জানতে খুবই আগ্রহী। সেই আগ্রহ থেকে দিদির শো গুলো দেখা। দিদির জন্য শুভকামনা।
মোঃ খানজাহান আলী শান্ত
এতো ভদ্র মানুষ আপনি দিদি... রুচি আপনার থেকে শেখার আছে 🙏
Kudos to you...we r always with u ma'am...she is incredible...
আমি দিদির সমস্ত ভিডিও দেখি কিছু শেখার জন্য ও সত্যি টি জানার জন্য।
এবার আপনি বলতে পারেন আর কেউ সত্যি বলেনা হা বলে কিন্তু আমি এই প্লাটফরমটি পছন্দ করে নিয়েছি।
আমি প্রতিদিন আপনার চ্যানেল দেখি, বলতে পারেন আপনাদের মত তিন চার টি চ্যানেল দেখেই আমার দিন শুরু হয়। আগে নিউজ চ্যানেল গুলো দেখতাম এখন আর ওগুলোর কোনটাই আর দেখিনা বা দেখতে ইচ্ছে করেনা। শুধু আপনাদের মত আর তিনটে চ্যানেল ই দেখি। আপনার বাচন ভঙ্গি ভীষণ ভালো লাগে। অনেক শুভেচ্ছা রইলো, আপনি আরো এগিয়ে যান।
Ami didir khub boro fan... Ato kichu didir mukh theke avabe sune... Onek kichu jante parlam didir somporke.. Khub valo laglo.. Thank you TV9 bangla interview ta neyar jonno
এটা কি হল, হ্যাঁ? এটা কি ঠিক হল?
দুটো মানুষ। ঠিক এক হাত দূরত্বে বসে। মাস্ক কোথায়? জানেন না, গলার কাছে মাস্কগুলো ঝুলিয়ে রাখতে হয়?
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
era confident......corona mukto......ar erai rog chorai......ke bhojabe?
ঠিক।
এটাই খুঁজে পেলে...🙄😉😉😉😁
ঘরের ভেতর আলো দেখতে গিয়ে খাটের তলার
অন্ধকার দ্যাখো কেন?
পৌলমী ম্যাম আপনি অনেক মানুষের অনুপ্রেরণা। আপনার কথা অনেকের সাহস , অনেকের কথা ।
পৌলমী দি তৃণমূল কংগ্রেস এর হয়ে আমাদের আসামে (করিমগঞ্জ) লোকসভার প্রচারে আসেন একবার।
পৌলমী বাংলার জাগ্রত বিবেক.... আমরা কর্মব্যাস্ততার কারণে অতো পড়াশোনা করতে পারি না কিন্তু দিনের শেষে হটাৎ যদি উঠলো কথা শুনে বা দেখে বাংলার প্রকৃত অবস্থা টা বুঝতে পারি
পৌলমি নাগ দিদির চ্যানেলের আমি প্রথক দিকের দর্শক। ওনার প্রজেন্টেশন আমি খুব উপভোগ করি।
একজন গ্রেট পলিটিক্যাল এনালিস্ট, মার্জিত শব্দচয়ন, এক কথায় দারুণ।
ভাল লাগলো পৌলমী দিদি ভাইয়ের সেই প্রথম দিকের চ্যানেল উঁকিদার আমি তবে এখন সব থেকে ভাল লাগছে এটাই যে আজ এখানে ইন্টাভিউ দেখলাম আবার এরও খানিক আগে বিবিসি বাংলাতেও দেখলাম যেটা আনন্দ লাগছে আমার নিজের কাছেও তবে কথা হলো এতটা দেখেই পিঁছনে আকার রাজারা নামেন তো এটা কিন্তু দর্শক হিসেবে ভয়ই বলা যায় তা কিন্তু থেকে যাচ্ছে
অসাধারণ উপস্থাপনা। একেবারেই ভিন্নধর্মী রাজনৈতিক বিশ্লেষণ যা আপনাকে অন্য সকলের থেকে আলাদা করে দেয়। আপনার গায়ের রং চাপা তবুও অসামান্য এক রাবীন্দ্রিক সৌন্দর্য জড়িয়ে থাকে আপনার পাশে। অসাধারণ গ্রহণযোগ্য ব্যক্তিত্ব না থাকলে এতটা সাফল্য অর্জন করা সম্ভব নয়। আপনার ব্যক্তিত্বের সৌন্দর্য আপনার সম্পদ, আপনার অহংকার। আপনার নিরন্তর সাফল্য কামনা করি। ভালো থাকবেন। আর আমাদের জন্য নিয়ে আসুন নিত্যনতুন এপিসোড।
সুদীপ শিকদার, কল্যাণী, নদীয়া
টিভি ৯ এর প্রতি অকুণ্ঠ সমর্থন ভালোবাসা এবং ধন্যবাদ পৌলমী নাগের এই ইন্টারভিউ নেওয়া আর দেখানোর জন্য।
She is much more well-informed, updated, and articulated than the entire cabal of joker journalists of Bengali news channels. Respect for Poulomi di.
অন্যভাবে পৌলমীকে দেখলাম। ভালো লাগলো।
সাক্ষাৎকার পর্বটি খুব ভাল লাগল ।আমাদের পৌলমী এগিয়ে যাক,এই কামনা করি ।
Excellent. Please keep it up. We are here with you. Keep speaking.
"হটাৎ যদি উঠলো কথার" দর্শক আমি বহুদিন থেকে। বলতে গেলে প্রথম থেকে। বেশ ভালো লাগে পৌলমী ম্যামের কথা বলার ধরন, content এর ধরন। তখন উনি একটা হলুদ দরজাকে background এ রেখে কথা বলতেন। আজ অনেক পরিবর্তন এসেছে। এই ভাবে এগিয়ে চলুক এটাই চাই। 🙏
বৃহত্তর বাংলাদেশের আপামর জনতা মনে করে পৌলমীদি রাজনীতিতে আসুক। সব কিছুর আড়ালে তাঁর একটা সুন্দর মন আছে, এপার বাংলার প্রতিও একটা বিশেষ আকর্ষণ আছে যা অনেকবার বিভিন্ন কাজে ক্রমে প্রমাণিত হয়েছে। আপনার স্ক্রিপ্ট রাইটারও আপনারই পরিপূরক।
পৌলমী দিদি ভাই
অনেক শুভকামনা তোমার জন্য
অনেক বড় হও
তোমার কথা ভাবতে শেখাক আমাদের
পরিবর্তন প্রধান জীবন হোক
সত্য ও সুন্দর নির্ভর ❤
বাংলাদেশ থেকে 🇧🇩
Thanks tv 9 for this unique interview
Currently poulamidi is the best political analysts of Bengal
Hat's of to U our beloved poulamidi
আজকে থেকে নয় অনেক দিন থেকে ম্যাডাম কে দেখে আসছি খুব ভালো লাগে আনার কথা গুলো। এতো সুন্দর করে বলেন এতো ভালো লাগে ওনার কথা গুলো ❤️❤️❤️
ম্যাম নির্বাচনের পরে অসংখ্য মানুষ ঘর ছাড়া শুধু ঘরছাড়া বললে ভুল হবে তাদের ফ্যামিলি থেকে ছাড়া তাদের সম্পত্তি থেকে ছাড়া যেটুকু তাদের আইন কামে রাস্তা ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এটাকে নিয়ে কোনো এনালাইসিস করছেন না কেন না আগামীতে করবেন, এরকম একটি গরম বিষয়ে আপনি কি সাহস দেখাবেন
Poulami you are extra ordinary investigative Jounalist, Reporter, Narrator and have the extreme craving for the best analysis of our State Political Scenario as well as National Politics... You have the best analysing ability like Jayanta Ghosal-(Ananda Bazar-)-Bikraman Nair-(Delhi-), -Sudipta Chatterjee-(24 Ghonta TV-) -/-Goutam Horh-(Channel 10 & Kolkata TV-) -/-Goutam Bhattacharya-(Ananda Bazar Patrika) -/-Raju Bandopadhay-(24 Ghonta-) ---.... Hats of to You.... Salute to You....
Thanks to Tv9 Bangla..Poulomi di r Uposthapona onek valo...Ami UA-cam er kono show miss korina HJUK channel er..Long long ways to go Hothat Jodi uthlo kotha...❤️
সুন্দর সাক্ষাৎকার। বেশ গোছানো উত্তর। উভয়কেই অভিনন্দন। কথা বলার সুযোগ থাকাটা নির্ভর করছে আমাদের ওপর নিশ্চিত। আমরা যদি নিজেদের নাগরিক পরিসরটুকু রক্ষা করতে না পারি তো বিপদ অবিশ্যম্ভাবী।
পৌলমী এক কথায় অসাধারণ। আর হঠাৎ যদি উঠল কথা আমাদের সব চেয়ে প্রিয়U tube channel
আমার প্রিয় একজন, দিদি অনেক ভালো, যুক্তি দিয়ে কথা বলেন, হিন্দিতে vlog গুলো করলে হয়তো আরও বেশি viewer পাবেন উনি, she deserve more
খুব ভালো।
পারলে সফিকুল ভায়ের একটা ইন্টারভিউ নিন, আপনাদের চ্যানেল আরো সমৃদ্ধ হবে।
Thank u
এই interview টা খুব ভালো লাগলো
ইউটিউবে নিয়মিত আপনার ভিডিও দেখে খুব ভাললাগে, ঈশ্বর আপনার মঙ্গল করুন।
Didi apnar kotha gulo valo lagee apnar explain gulo valo lage
Mam er explain khub valo lage ❤️❤️❤️❤️
Poulomi, u are fantastic and very positive in approach
পৌলমী তোমার প্রত্যেকটা episode আমি দেখি কিন্তু তুমি যখন comments করতে বলো করতে পারিনা....আজ সু্যোগ পেয়েছি, তোমাকে আমার খুব ভালো লাগে তোমার কথায় আমি মুগ্ধ হয়ে উঠি, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই.... বলবে ☺️ আমার সঙ্গে কথা
Jio. Agea cholo. Valo laga tomar explanation.
Ami niomito poulami mam er program dekhi..darun presentation
সফিকুল বাবুর ইন্টারভিউ করুন ।এনার ইন্টারভিউ সমাজের খুবই উপকারে আসবে।
এই,দিদি ভাইয়েড় ভিডিও আমি দেখি খুব সুন্দর বক্তব্য রাখেন। সঠিক কথা মুখের উপরে বলেনl
Didi we r with u 👍👍👍👍👍
Poulami is an emerging journalist of India, her analysis is very good👍
Best wishes..
Dhonyobad 👍👌🙏🙋
আমার প্রিয় সাংবাদিক। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা interview এর জন্য।
আশীর্বাদ করি তুমি খুব ভালো থেকো। এগিয়ে যাও।
Poulomil tomar kotha gulo shunte khub bhalo lage tomake thekthe singger lopamudra moto.God bless you.
Khub bhalo prayas......asadharan alochana...
Apnar kaj bhishan bhalo hochhe, khub chintashil obantor katha kom bolen ebong kathar sabalilota, osadharan, carry on
আমার কাছে অনেক ভালো লাগে তার ভিডিও।
Background music ki ditei hobe ? Ato biroktikor
দারুণ দিদি এগিয়ে চলো ।
Vlo laglo Didi Tmr Interview 🙏👍..onek Boro how ..
Khub bhalo lage. Regular follow kori 'Hotat Jodi Uthlo Kotha' Poulomi di k anek best wishes.
এমন একজন সাংবাদিক, যার পরিচয় দিতে কোন পরিচয় পত্রের প্রয়োজন হয় না, উনার সাহসিক প্রশ্ন আর স্পষ্ট বক্তব্য উনাকে আলাদাভাবে চিনিয়ে দেয় উনার কাজের উদ্দেশ্য ও গন্তব্য l
অসাধারণ একজন ব্যক্তিত্বের ইন্টারভিউ নিয়েছেন। Thanks to TV9 বাংলা
আপনি খুব ভাল যুক্তি বাদি।সুমন বাবু কে নিয়ে কিছু বলুন।
I've been following this lady last one year from Bangladesh. this lady has a great personality.go ahead mam.thanks.faisal.
পৌলমী ম্যাডাম, আমাকে দারুন ভাবে প্রভাবিত করে। হলুদ রঙ ওনার খুব প্রিয়। দারুন জিনিস,এ যেনো আতশ বাজির মতোই সুন্দর। আকর্ষনের মধ্যে আছে অজানা ভাষার ভয়। তাই দূর থেকে দেখি, আর ভাবি 🌻🌻🌻
প্রমীলা দি এই অবক্ষয়ের যুগে তুমি আমাদের ধ্রুবতারা স্বরূপ ।তুমি এগিয়ে যাও
আমার সবথেকে প্রিয় চ্যানেলগুলির মধ্যে একটা। দিদির কথাগুলো শুনতে খুবই ভালো লাগে।