আমাদের কিশোরবেলায় এই ঘটনাটা র বিবরণ রোজ কাগজে পড়তাম।তখন ঐ বয়সের মত করেই অনুভব করতাম। আজ প্রায় 40বছর পরে শুনেও বুকে মোচড় লাগছে। খুনীদের জন্য কোন ধিক্কার ই যথেষ্ট নয়। কিন্তু দেবযানীর বাবা দাদারা কি ওকে বলিকাঠে চড়ানোর জন্য দায়ী নয়।আজ আর একটু জানতে ইচ্ছে করে এদের বর্তমান অবস্থান
Ekebare 100% thik kotha bolechhen amar mote. Debjanir shushurbari je khubi kharap eta Debjani barbar bolechhe, helpless hoye barbar baper bari phire jete cheyechhe, emonki take je mere dite pare sei hinto Debjani diachhilo. Erporeo tar baba take sei baritei phele rekhe diachhen. Tinio doshi.
আমি বর্ধমান এর বাসিন্দা। তাই আমার বাবার মুখে এই ঘটনা শুনেছি। যে জলাশয় টা কে নিয়ে প্রথম ঝামেলা সেটাই এখন বর্ধমানে দত্ত সেন্টার নামে প্রচিত। অনেক বড়ো মার্কেট। আর যে কোল্ড-সটরেজ নিয়ে এতো ঝামেলা সেটা আমার গ্রামের বাড়িতে অবস্থিত। আমরা ছোট্ট থেকেই এই কোল্ড-সটরেজ কে বন্ধ অবস্থায় দেখেছি। কিন্তু এই বছর 15 হবে ওই কোল্ড-সটরেজ আবার খুলেছে। তবে মালিক আর ওই বণিক নন এখন মালিক অন্য কেউ।
পলমী আপনার সমস্তউপস্থাপনা দেখার চেষ্টা করি । দেবযানী হত্যা বেদনাদায়ক। বহু বার এই এপিসোড দেখেছি এবং ভাবছি পৃথিবী তে এখনো এরূপ লোভী নরখাদক পিশাচ বর্তমান তাদের শাস্তিরজন্য এবং শেষ করার জন্য আরো বেশী বেশী করে এপিসোড করুন। ধন্যবাদ।
আমার বাড়ি বর্ধমানে এই গল্পটা অনেক বার শুনেছি আবার শুনলাম, যে জলাশয়ের নিয়ে ঝামেলা হয়েছিল, সেইটি এখন বর্ধমানে দত্ত সেন্টার নামে পরিচিত, সেই জাইগাটি এখন বর্ধমানে নাম করা বাজার.
Baba Maa ki pashan chilo? Debjani khun hoa porjonto wait korechilo. Baba, Maa ra meye der bhalo basun. Biyee diee kortobbo sesh hoye jai na. Orokom biyee debar dorkar nei. Meye ke, lekha pora shekhan. Nijer payee dar Koran. Apnar upasthapana khub bhalo hoyeche.
@@Hothatjodiuthlokotha বণিক পরিবার এর বর্তমান অবস্থা জানার ইচ্ছা রয়েছে। তারা এখন ভালো ই আছে। অসহায় একটি মেয়ে কে হত্যা করে। দেবযানী র বাবা, দাদা র দোষ ছিল। ফিরিয়ে আনলে মেয়ের জীবন টা বেঁচে যেত। অনেক দেরি করে ফেলে ছিল। আমি শুনেছিলাম। তখন অনেক ছোট ছিলাম।
Excellent didi...now I have remembered all those pathetic and horrible news...’82 that time I was in class 1 but had noticed this heinous news on newspaper even I had faintly remembered my parents were also so excited about the incident....my goodness...what was a painful incident ...poor Debjani...she was an innocent and lovely housewife....thanks again for sharing this...almost from 2 decades I live in North America and miss every good or bad things of my favourite home town Kolkata 😊 as a woman I fully respect and support your job...keep it up...take care
I was present in the court room when the sentence was read out by the Honorable Alipore Sessions court judge, myself being a police officer took them to Alipore jail with the black warrant. They were not repented which made me spellbound..
Jara by blood & by birth shaitan tader abar repentation hoy naki? Era mane chandranath banik nischoi tar aageo oi rakom murder korte korte boro hoachilo r dhora kokhuno pore ni, chele meyerao tai hoachilo, takhuno dhora porto na kintu debjanir babar ektu holeo kopal valo chilo j dhorte perechilen. Tobe chandranath banik o tar cheler phansi hole ekdam thik bichar hoto.
thank you for sharing the story.... very depressing and even worse that it's reality for so many brides even now.....the ending was somewhat satisfying but i wish the girls family had done something concrete to save her, to me they are as much at fault as the murderers.
তখন প্রায় তিরিশ বছর বয়স।রোমহর্ষক ঘটনা, কাগজের দৌলতে গোটা রাজ্য তোলপাড়।অভাবনীয় কান্ড।বাকী টা ত আপনি শুনিয়ে দিলেন।কোলকাতা পুলিশ যে তৎপরতা দেখিয়েছিল তা প্রশংসনীয়।একটা কথা শুধু আজ মনে হয় আজকের দিনেও কেন সেই ভাবে অপরাধীদের ধরা এবং শাস্তি দেওয়া যায় না!
Khub bhalo laglo. Shei Ananda Bazar Patrika ekhon aar nei. Without moral ethics, only propaganda and commerce Look forward to more such uploads. Dhonyobad .
I'm out side Bengal for a long time but Bengal was my pride. I never thought Bride burning or honour killing could be the characteristic of that area. 'Debjani murder case' has shaken off that sense of pride. I pray for eternal hell for the people who involved and who are the perpetrator of this crime.
Excellent! You are doing a great job at this hour of crisis in the society. Wish you all the very best in your noble journey. May Almighty continue to shower abundant blessings on you. 🪔🙏🏻🪔
It was very oldest news ; my father used look through this news in Yugantar ; At that time I was minor and forgott to collect the paper from vendor ; My Father ( passed away) scolded me a lot and finally I was compelled to borrow that day's news paper from remotest place located friends house ;
তখন যুগান্তর পত্রিকায় এই ঘটনাটি পড়েছিলাম।আর একটি ঘটনা সেইসময় খুব আলোড়ন সৃষ্টি করেছিল,তা হল "কসবার উজ্জ্বল মণ্ডল হত্যা রহস্য"। অনেকের মনে আছে হয়তো।।
@@KalyaniChakraborty-xc8sp সকালে যারা আসে বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে দেখতে পায় বিশেষ করে LADIES GROOMING KIT CCTV চেক করলে দেখা য়ায় নিজে থেকেই পড়ে গেল ETC 😌😌😌😌😌
আকাশ বাংলা চ্যানেলে এই ঘটনার নাট্যরূপ দেখিয়েছিল "পুলিশ ফাইল" নামক ধারাবাহিক এ প্রায় ১৫-১৬ বছর আগে। আমার মা বর্ধমান জেলার বাসিন্দা। উনি ও এই ব্যাপারটা জানেন।
Long Couple Yrs.Really Sad.Paramattar Shanti Kamona Kari.Still now going on in our W.Bengal.Last may be 3yrs.ago Kolkata Lake Town, Durgapur Bank Manager Bibahito Girl girl friend Murder etc. & Nari Dharshan Death = Kamdunni Dengerous Case,Park Street Case, Nadia Case ets Lots of Naked & Ugly Case pain full.Lot of Thanks for this type of Display & Remembering. Sr. Citizen Engineer,
Golpota bhalo laglo boli ki kore bhai. . Boro mormantik. Jantam ghotonati.aro ekbar janlam. Kintu eto bibhotsota jeno r kokhono karo jante na hoi sei kamonai kori
গল্প টি আমার খুবই ভালো লেগেছে... কিন্তু মনে দাগ কেটেছে...আজ ও অনেক বাড়িতে মেয়েদেরকে বোঝা বলে মনে করা হয়....মনে করা হয় বিয়ে টা তার নিরাপত্তা জন্য.... কিন্তু নিরাপত্তা যে কখন গলার ফাঁস হয়ে যায় তা এই সত্য ঘটনা থেকে জানা যায়...
Didivai, Khub Valo laage aapnar uposthapona. Josh talk e aapnar Katha shune vison inspiring legechhe.' Debjani Banik hotya ' aami chhotto belay khub shuntan aashe-pashe. Paper pora takhono Shuru Korini ! School e portam takhon . Oi samayer ektu aage-pichhe ' Marichjhapi' o khaborer shironame aase ! Jodi eta niye ektu cover Koren ! I am an engineer and apolitical person . regards,
Madam , I heard this pathelic & henious crime ,while I was teen aged . Madam ,what's is the latest position ? A) Whether any appeal filed by the accused ? If so,what is the latest position of the court case ? B) Whether from Dutta familly of Natungang ,persuing the case for early hearing ? The case itself abnormally delayed for finalization & needs persuasion from their side ,so that they may be hanged at early date & Debjani get justce . C) It was in public then that there was quite negligency & a matter of prestige of Dutta family to bring Debjani ; though they heard about torture upon Debjani in repeated occasions. For this reason as well ,they should persue the case.
Surupa Guha ke niye ekta episode korun 🙏🙏. Anurodh roilo. Mahiyashi budhdhhijibi direct active chhilen. Mukhosh khule din. Only dhik dhik dhikkar chi chi chi 😡😡
মাননীয়া পৌলমী দেবী,আপনার বা আপনাদের বেশির ভাগ ভিডিও তে গবেষনাভিত্তিক আলোচনা ও আপনার উপস্থাপনা আমায় আকৃষ্ট করেছে। আমার একটি ছোট্ট অনুরোধ আছে। বাংলার এক লুপ্ত সংগীতধারা যা একসময় জনপ্রিয়তার চূড়ায় ছিল। আমি বলছি #রম্যগীতি বা #প্যারোডি গান এর কথা। এবং যাঁরা এই ধারার গানকে জনপ্রিয় করে তুলেছিলেন ও কিভাবে এর অবলুপ্তি ঘটলো তার উপর একটি ভিডিও তৈরি করলে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ। দূরে থেকেও যে আপনাকে কিছুটা হলেও বাড়ির আবহ উপহার দিতে পারি এটা শুনে খুবই ভালো লাগলো। এটাই আমাদের উদ্দেশ্য বাংলাকে বাঁচিয়ে রাখা, মনে রাখা। খুব উৎসাহিত হলাম আপনার কমেন্ট পেয়ে। চেষ্টা করব ভবিষ্যতে যেন আরও ভালো ভালো কাজ করে যেতে পারি। আশা করি এভাবেই পাশে থাকবেন। অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ, আরও একবার। - হুজুক টিম।
Dubjani Dutta's family are the owner of famous and huge Dutta centre in Burdwan. Unfortunately, they gave marriage to their girl with uncultured and barbaric banik family of Kolkata. I heard their story from my parents.
@@mchoudhury1705 শঙ্করদাস ব্যানার্জী ওদের বাঁচিয়ে দিল বাড়ির চাকরটাকে ফাঁসিয়ে দিয়ে l চাকরের নাম ঝাটুচরণ l ওকে প্রচুর টাকা পয়সা দিয়ে জেলে ঢুকিয়ে দিল l সুরূপা গুহ সম্পর্কে পুলিশ কমিশনার এর শ্যালিকা ছিল l
@@mchoudhury1705 Rashid Khan নিজে কমিশনার হয়ে case টা ভালোই সাজিয়েছিল কিন্তু পরে বোঝাপড়া হয়ে যায় নাহলে ঐ case থেকে গুহ পরিবার বেরোতে পারতো না l সতীকান্ত সম্ভবতঃ কোনো বাজে কাজে যুক্ত ছিল সেটা সুরূপা দেখে ফেলাতে এই পরিণতি হয় l
Mayer kachhe ei golpo ta shunechhi chhotobelay... ek shomoy Sananda magazine e ekta cover story beroy about a certain Agnishikha ...3 bochhor er chotto meye... she naki jatishwar... ager jonme Debjani Banik chhilo...ebong majhe majhei oituku bachha... take mere bakshobondi rekhe dewar kotha bolto... janina shotti meyeti jatiswar chhilo kina... very well presented... More power to you Paulomi
Aajo ei rokom baba, dadara ache. Meyeke bachiye niye ashar bodole mrito meye bhalo bole mone kore. Ei sob aaponjoneder jonno aajo koto meyeke roj roj more jete hoy.
Madam, আপনার channel best.
এই গলপের উকিল বাবুকে pronam, গলপের সব পুলিস ও পুলিসের লোকজনকে salute. আর আপনাকে dhanyobad.
আমাদের কিশোরবেলায় এই ঘটনাটা র বিবরণ রোজ কাগজে পড়তাম।তখন ঐ বয়সের মত করেই অনুভব করতাম। আজ প্রায় 40বছর পরে শুনেও বুকে মোচড় লাগছে। খুনীদের জন্য কোন ধিক্কার ই যথেষ্ট নয়। কিন্তু দেবযানীর বাবা দাদারা কি ওকে বলিকাঠে চড়ানোর জন্য দায়ী নয়।আজ আর একটু জানতে ইচ্ছে করে এদের বর্তমান অবস্থান
2000% sathik bolachan
Very SAD News
R ek ta channel somosto cmnt porar por fb dekhlam...Chandan Banik Bangkok Thiland...Chandan Kumaar Banik Bangkok Thiland..Chandra Kanto Banik Thiland..Chitra Banik Serampore..Ashim kumar Banik Kolkata..Roshmmi Banik Mumbai...Nandan Banik Siliguri....aaro onek name dekhlam
সমান দোষী ছিলেন দেবযানীর বাবা এবং দাদারা যারা বোনের কষ্ট দেখেও বাড়ি ফিরিয়ে নিয়ে যায়নি ঠুনকো সম্মান রক্ষার্থে। ভগবান তাদের যথাযথ শাস্তি দেবেন
Thik bolechen.
Meyeder baba bhai bari bole kichhu nei
Accha bolchi ei sei Debjani ar or dada Partha r mysterious death.aksahe ki? Aktu details ta bolben plz
Thik bolechen
Ekebare 100% thik kotha bolechhen amar mote. Debjanir shushurbari je khubi kharap eta Debjani barbar bolechhe, helpless hoye barbar baper bari phire jete cheyechhe, emonki take je mere dite pare sei hinto Debjani diachhilo. Erporeo tar baba take sei baritei phele rekhe diachhen. Tinio doshi.
এই মৃত্যুর জন্য মা বাবা সবচেয়ে বেশি দায়ী।এতবার চিঠি এত ফোন তবু মেয়েটিকে রেখে দিয়েছিল ওখানে।পুলিশকে জানায়নি।মানুষ মেরে এরা লোকলজ্জার প্রচার ছড়ায়।
এই ঘটনার সবথেকে গুরুত্বপূর্ণ দিক, যার সাথে সমাজে নারীর শিক্ষা ও স্বনির্ভরতার মাধ্যমে নিজের অধিকার প্রতিষ্ঠার দাবি জড়িত।
Thik tai.
Akdm thik
তখনকার সমাজ অনেক বেশি রক্ষণশীল ছিল mdm..বিশেষ করে আগুরী রা...এখন যা ভাবাই যাবে না....
Akdom
চোখ জলে ভরে গেল..... কারা বলে গো যে এই উপস্থাপনা মন্দ৷ চালিয়ে যাও তোমরা👍👍👍👍👍
দুঃখজনক হলেও সত্যিই উপভোগ্য।।এখানে দেবজানির বাবা-মা,ভাইদের নির্দোষ ভাবার উপায় দেখিনা।।তাঁরা বিষয়টি পুলিশকে জানাতে পারতেন,পুলিশি সহযোগীতায় দেবযানীকে নিয়ে যেতে পারতেন।।
Amar Baba advocate... Ekta darun tottho sunlam tar kachh thke j Debjani sasurbarirr bipokkher lawyer chilen Santosh Dutta.. Mane jotayuu... Asadharan laglo sunte ghatanata. Dhonnobad
Jotayu to Feludar motoi fictional character..Ki bolte chaichen?
@@prithakhasnobis3025 uni Santosh Duttar kotha bolechen. Jotayu naam ta niyechen jate shobai bujhte pare uni kar kotha bolchen.
bah khub valo information
আমি বর্ধমান এর বাসিন্দা। তাই আমার বাবার মুখে এই ঘটনা শুনেছি। যে জলাশয় টা কে নিয়ে প্রথম ঝামেলা সেটাই এখন বর্ধমানে দত্ত সেন্টার নামে প্রচিত। অনেক বড়ো মার্কেট। আর যে কোল্ড-সটরেজ নিয়ে এতো ঝামেলা সেটা আমার গ্রামের বাড়িতে অবস্থিত। আমরা ছোট্ট থেকেই এই কোল্ড-সটরেজ কে বন্ধ অবস্থায় দেখেছি। কিন্তু এই বছর 15 হবে ওই কোল্ড-সটরেজ আবার খুলেছে। তবে মালিক আর ওই বণিক নন এখন মালিক অন্য কেউ।
পলমী আপনার সমস্তউপস্থাপনা দেখার চেষ্টা করি । দেবযানী হত্যা বেদনাদায়ক। বহু বার এই এপিসোড দেখেছি এবং ভাবছি পৃথিবী তে এখনো এরূপ লোভী নরখাদক পিশাচ বর্তমান তাদের শাস্তিরজন্য এবং শেষ করার জন্য আরো বেশী বেশী করে এপিসোড করুন। ধন্যবাদ।
R ek ta channel somosto cmnt porar por fb dekhlam...Chandan Banik Bangkok Thiland...Chandan Kumaar Banik Bangkok Thiland..Chandra Kanto Banik Thiland..Chitra Banik Serampore..Ashim kumar Banik Kolkata..Roshmmi Banik Mumbai...Nandan Banik Siliguri....aaro onek name dekhlam
মানুষ আরও সচেতন হবে যদি ফেইসবুকে এটা দেওয়া যায়। ধন্যবাদ আপনাকে।
আমার বাড়ি বর্ধমানে এই গল্পটা অনেক বার শুনেছি আবার শুনলাম, যে জলাশয়ের নিয়ে ঝামেলা হয়েছিল, সেইটি এখন বর্ধমানে দত্ত সেন্টার নামে পরিচিত, সেই জাইগাটি এখন বর্ধমানে নাম করা বাজার.
Hmm ekdam thik
ভাল লাগলো। খুব খুশি হব যদি swarupaa গুহ র মৃত্যু রহস্য নিয়ে একটা অনুষ্ঠান করেন।
Hmm... Film banachhen Arindam Seal...
Baba Maa ki pashan chilo?
Debjani khun hoa porjonto wait korechilo.
Baba, Maa ra meye der bhalo basun.
Biyee diee kortobbo sesh hoye jai na.
Orokom biyee debar dorkar nei. Meye ke, lekha pora shekhan. Nijer payee dar Koran.
Apnar upasthapana khub bhalo hoyeche.
সত্য ঘটনা নিয়ে আজকের গল্পপাঠের আসর ভালোলাগলো, ভয়ংকর সেই হত্যা কান্ডের সম্পূর্ন বিবরণ সুন্দর ভাবে পড়ে বলার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের গল্পগুলি শোনার জন্য এবং আপনার মূল্যবান মতামত আমাদের জানানোর জন্য। আমরা কৃতজ্ঞ - হুজুক টিম
@@Hothatjodiuthlokotha বণিক পরিবার এর বর্তমান অবস্থা জানার ইচ্ছা রয়েছে। তারা এখন ভালো ই আছে। অসহায় একটি মেয়ে কে হত্যা করে।
দেবযানী র বাবা, দাদা র দোষ ছিল। ফিরিয়ে আনলে মেয়ের জীবন টা বেঁচে যেত। অনেক দেরি করে ফেলে ছিল।
আমি শুনেছিলাম। তখন অনেক ছোট ছিলাম।
@@munmunmukherjee1092hmm sotti...R ek ta channel somosto cmnt porar por fb dekhlam...Chandan Banik Bangkok Thiland...Chandan Kumaar Banik Bangkok Thiland..Chandra Kanto Banik Thiland..Chitra Banik Serampore..Ashim kumar Banik Kolkata..Roshmmi Banik Mumbai...Nandan Banik Siliguri....aaro onek name dekhlam
আমার বাড়ির লোক হলে কোনদিনও ওরকম নরকে ফেলে রাখত না আমাকে। ভয়ংকর ঘটনা। টেলিভিশনে একবার দেখেছিলাম নাট্যরূপটা। বাড়ির লোকের মুখে অনেকবার শুনেছি। দারুণ লাগল ভিডিও।
Apni khub berate valobasen bujhi?
@@subhasishmitra3421 - Kano e katha bolchen ?
Excellent didi...now I have remembered all those pathetic and horrible news...’82 that time I was in class 1 but had noticed this heinous news on newspaper even I had faintly remembered my parents were also so excited about the incident....my goodness...what was a painful incident ...poor Debjani...she was an innocent and lovely housewife....thanks again for sharing this...almost from 2 decades I live in North America and miss every good or bad things of my favourite home town Kolkata 😊 as a woman I fully respect and support your job...keep it up...take care
আপনার উপ স্থাপনা মনোমুগ্ধকর, খুব ভালো লাগছে।
Meyeder financially independent hoata khub dorkar .meyeder barir lokkeo socheton hote hbe. Bie tai sob noi.
I was present in the court room when the sentence was read out by the Honorable Alipore Sessions court judge, myself being a police officer took them to Alipore jail with the black warrant. They were not repented which made me spellbound..
Ora ekhon sob kothay ?
Sir they are born criminals .
Where are they now?
Dada khoonigulike kemon dekhte chilo
Jara by blood & by birth shaitan tader abar repentation hoy naki? Era mane chandranath banik nischoi tar aageo oi rakom murder korte korte boro hoachilo r dhora kokhuno pore ni, chele meyerao tai hoachilo, takhuno dhora porto na kintu debjanir babar ektu holeo kopal valo chilo j dhorte perechilen. Tobe chandranath banik o tar cheler phansi hole ekdam thik bichar hoto.
Dhanapati Dutta and members his family were also partially responsible for murder of their daughter. They failed to protect their daughter.
আপনাদের প্রয়াস ফলো করি। উপস্থাপিকাকে বলছি। পড়ার টেম্পো বা স্পিডটা একটু কমালে ভালো হয়।
একদম তাই! আমি আগেও অনুরোধ করেছি
Playback speed ta komiye nin
সহমত পোষণ করলাম...
@@esogolpokori6704 seta beshi slow hoy jachhe. Minimum-e dleo.
Hmmm amaro tai mone holo...
thank you for sharing the story.... very depressing and even worse that it's reality for so many brides even now.....the ending was somewhat satisfying but i wish the girls family had done something concrete to save her, to me they are as much at fault as the murderers.
দিদি আমি আপনার চ্যানেলটা অনেক আগেই সাবস্ক্রাইব করেছি।খুব ভালো লাগে আপনার কথাগুলো,সব সময় শুনি। আমি বাংলাদেশী।কিন্তু আপনাকে আমি গ্রীস থেকে শুনছি।
তখন প্রায় তিরিশ বছর বয়স।রোমহর্ষক ঘটনা, কাগজের দৌলতে গোটা রাজ্য তোলপাড়।অভাবনীয় কান্ড।বাকী টা ত আপনি শুনিয়ে দিলেন।কোলকাতা পুলিশ যে তৎপরতা দেখিয়েছিল তা প্রশংসনীয়।একটা কথা শুধু আজ মনে হয় আজকের দিনেও কেন সেই ভাবে অপরাধীদের ধরা এবং শাস্তি দেওয়া যায় না!
Valo janlam
Ei ghotona r samaye Choto chilam, mone ache, khub alochona hoto barite,,
আজকের দিনে হলে পুলিশ কে টাকা খাইয়ে ঘটনা টাকে চাপা দিয়ে এটা সুইসাইড বলে চালিয়ে দেওয়া হতো।
সুরূপা গুহ কেস টা মনে পড়ে গেল। সেটা নিয়ে একটা পর্ব করা যায় কি ?
Khub bhalo laglo.
Shei Ananda Bazar Patrika ekhon aar nei. Without moral ethics, only propaganda and commerce
Look forward to more such uploads.
Dhonyobad .
আরও গল্প নিশ্চই পড়ে শোনাবো আমরা। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। :)
Apni ato sundor kore golpo ti bollen amar golpota sune mone hocchilo ami jeno ei ghatonati chokher samne daykhci
Didi, Surupa Guha murder case ta niye please akta episode korben. Oi case ta niye kono alochona nei...
শুধু স্থান-কাল-পাত্রের পরিবর্তন হয়েছে;কিন্তু একই ঘটনা এখন ও ঘটে চলেছে,,,,মানুষ কোনোদিনই মানুষ হবে না।
That was throughly depressing. At least, they got punished. Not all of them, but the immediate culprits.
Chhoto chhilam takhon, jodioba kagoje roj ee takhon ei hotya kander khabor.. Mukhe mukhe alochonao shunechhi.. kichhuta bujhte partam Kintu kichhuta abar ojana chhilo.. aaj puro ghatona porishkar holo..onek dhonnobad..
Salute to the doctor takar lobhe bikri jenni.
I had just just passed my class eleven. My mother went into a shock. My sister was 10 yrs old then.
I'm out side Bengal for a long time but Bengal was my pride. I never thought Bride burning or honour killing could be the characteristic of that area. 'Debjani murder case' has shaken off that sense of pride. I pray for eternal hell for the people who involved and who are the perpetrator of this crime.
I am equally devastated.
আপনার কণ্ঠ কয়েকবার কেঁপেছে, এ কেঁপে ওঠা কণ্ঠ কখনো প্রফেশনাল হতে পারে না। আপনার উপস্থাপন আর বিশ্লেষণ অসাধারণ।
দিদি আপনার কথা গুলো শুনতেই আমার খুব ভালো লাগে
Ei rokom case e meyer baba and maa keo sasti deowa uchit......Tarao soman dayi hoi.....
লোভ এ পাপ, পাপ এ মৃত্যু। সব্বাই শাস্তি পাবে, কেউ রেহাই পাবে না।
খুব ছোট বেলায় খবরের কাগজে পড়েছিলাম তখন ওতো বুঝিনি আজ আবার শুনলাম
Very good, real fact. thank you.
অসাধারণ বই। দুটি পর্ব পড়েছি শেষটা কেনা হয়নি এখনও।
দেবশ্রী রায়চৌধুরী এর কাহিনী টিও প্রকাশিত করুন।
এই ঘটনার সময় আমরা স্কুলছাত্রী।রোজ কাগজে পড়তো বাপি মা,পরে গড়িয়াহাটে কলেজে ভর্তি হওয়ার সুবাদে রোজ দেখতাম ঐ বাড়ি।এখনো খুব কষ্ট হয়।
R ek ta channel somosto cmnt porar por fb dekhlam...Chandan Banik Bangkok Thiland...Chandan Kumaar Banik Bangkok Thiland..Chandra Kanto Banik Thiland..Chitra Banik Serampore..Ashim kumar Banik Kolkata..Roshmmi Banik Mumbai...Nandan Banik Siliguri....aaro onek name dekhlam
Khub kostokor ghotona... ar apnar golpo path osadharon.. chaliye jan apnara...
বাহঃ.. খুব সুন্দর পরিকল্পনা।
জয় হোক শুভ প্রচেষ্টা।
your reading ability is just awesome poulomi di..interesting golpo niye eso erpor..bhalo lagbe
আরও গল্প নিশ্চই পড়ে শোনাবো আমরা। অনেক ধন্যবাদ।
Thanks for your information right u r
আলিপুর জেলা জজের নাম দিলিপ নারায়ন সেন। চন্দ্রনাথ নিজের উকিলের সাথে খুব খারাপ ব্যবহার করত। আমি
প্রতিটা হেয়ারিং শুনতে যেতাম দশ নম্বর ঘরে।
খারাপ ব্যবহার করতেন কেনো?
বলেন কি?? পারলে ডিটেলস শেয়ার করুন।
Achha chandan archandranath baniker purono foto dite paren
Bangla taa apanar channel 1 no.....
Thank you. I love your program always, no matter what the subject matter is. Thank you again.
অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। - হুজুক টিম।
Excellent! You are doing a great job at this hour of crisis in the society. Wish you all the very best in your noble journey.
May Almighty continue to shower abundant blessings on you. 🪔🙏🏻🪔
It was very oldest news ; my father used look through this news in Yugantar ; At that time I was minor and forgott to collect the paper from vendor ; My Father ( passed away) scolded me a lot and finally I was compelled to borrow that day's news paper from remotest place located friends house ;
Meyer barir dosh...Eto bar meyeta bolechilo niye jete parlona Kno...
Atai samaj.
তখন যুগান্তর পত্রিকায় এই ঘটনাটি পড়েছিলাম।আর একটি ঘটনা সেইসময় খুব আলোড়ন সৃষ্টি করেছিল,তা হল "কসবার উজ্জ্বল মণ্ডল হত্যা রহস্য"। অনেকের মনে আছে হয়তো।।
Arekta crimer ghotona khub seisomoy khub aloron felechilo dada, abhijatri pinaki hotya, noukay drunk obosthay take mara hoyechilo
Bhishon bhalo laagloh Poulami.
Thanks for sharing ☺️
Lots of love from Mumbai 🤗
ওই বাড়ির 2য় তলে এখন রিলায়েন্স ডিজিটাল
1বছর TEAM LEADER এর কাজ করেছি।।
এখনও দেবজানি ওখানে আছে খুব ভালো বোঝা যায়।।
Ki vabe bujhte paren??debjani debi akhono okhane achen??😢😢
@@KalyaniChakraborty-xc8sp সকালে যারা আসে বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে দেখতে পায় বিশেষ করে LADIES GROOMING KIT CCTV চেক করলে দেখা য়ায় নিজে থেকেই পড়ে গেল ETC 😌😌😌😌😌
Apni ki kore Bujhlen Debjani Debi Eto Bochhor Pore o okhane Achhen?
@@aparajitaroy7631uni spirit er kotha bolchen mone hoy kono bhautik ghotona ghot te dekha gache
@@KalyaniChakraborty-xc8sphoito aatmar Shanti paini..khunigulo chhara peye gechhe...R ek ta channel somosto cmnt porar por fb dekhlam...Chandan Banik Bangkok Thiland...Chandan Kumaar Banik Bangkok Thiland..Chandra Kanto Banik Thiland..Chitra Banik Serampore..Ashim kumar Banik Kolkata..Roshmmi Banik Mumbai...Nandan Banik Siliguri....aaro onek name dekhlam
আকাশ বাংলা চ্যানেলে এই ঘটনার নাট্যরূপ দেখিয়েছিল "পুলিশ ফাইল" নামক ধারাবাহিক এ প্রায় ১৫-১৬ বছর আগে। আমার মা বর্ধমান জেলার বাসিন্দা। উনি ও এই ব্যাপারটা জানেন।
আমিও দেখেছিলাম এটা আকাশ বাংলা channel এ police files এ,সাল টা ছিল 2004,
Long Couple Yrs.Really Sad.Paramattar Shanti Kamona Kari.Still now going on in our W.Bengal.Last may be 3yrs.ago Kolkata Lake Town, Durgapur Bank Manager Bibahito Girl girl friend Murder etc. & Nari Dharshan Death = Kamdunni Dengerous Case,Park Street Case, Nadia Case ets Lots of Naked & Ugly Case pain full.Lot of Thanks for this type of Display & Remembering. Sr. Citizen Engineer,
Please Surupa Guhar case ta niyeo jodi bolen to bhalo hoye.
Apnar presentation osadharon.....
Books gulor purchase link share korle kintu subscriber ra upokrito hobe (jodi oo amr bekti goto bhabna )
Khub sundor agiye cholun .......
Check out in Flipkart
অনেক ধন্যবাদ।
বইয়ের নামগুলো তো দেওয়াই থাকে; আপনি যে কোনো বইয়ের দোকানেই পেয়ে যাবেন বলেই ধারণা। তবে আপনার কথাটা মাথায় রাখবো। :) - হুজুক টিম।
Golpota bhalo laglo boli ki kore bhai. . Boro mormantik. Jantam ghotonati.aro ekbar janlam. Kintu eto bibhotsota jeno r kokhono karo jante na hoi sei kamonai kori
বর্ধমানে থাকতে এই ব্যাপারে শুনেছিলাম, ধনপতি দত্ত দের সাথে আমাদের বাড়ির চেনা শোনা ছিলো
নমস্কার। এখন ওনারা কোথায় থাকেন ? দত্ত পরিবার
খুব ভালো লাগলো আপনার❤ এই গল্প
Eta galpo noe, akta marmantik ghatona bujhli Molla.
গল্প টি আমার খুবই ভালো লেগেছে... কিন্তু মনে দাগ কেটেছে...আজ ও অনেক বাড়িতে মেয়েদেরকে বোঝা বলে মনে করা হয়....মনে করা হয় বিয়ে টা তার নিরাপত্তা জন্য.... কিন্তু নিরাপত্তা যে কখন গলার ফাঁস হয়ে যায় তা এই সত্য ঘটনা থেকে জানা যায়...
সুপ্রিমকোর্টএ গিয়ে অনেক অপরাধী পার পেয়ে যায় । দেশে এই কোর্টের মূল্য কিছু অযোগ্য বিচারকের কারনে কমে যাচ্ছে।
ASADHARAN bolechen 👍👍👍
Didivai,
Khub Valo laage aapnar uposthapona. Josh talk e aapnar Katha shune vison inspiring legechhe.' Debjani Banik hotya ' aami chhotto belay khub shuntan aashe-pashe. Paper pora takhono Shuru Korini ! School e portam takhon . Oi samayer ektu aage-pichhe ' Marichjhapi' o khaborer shironame aase ! Jodi eta niye ektu cover Koren ! I am an engineer and apolitical person .
regards,
One question triggers our mind....how three children were born inspite of debjani and chandan being in such horrible relationship ?
Ajke amader kache tar o ekta defination ache - marital rape
Brutal Marital rape. Onek meye k ajo tolerate korte hoy r janmo dite hoy. Ki sanghatik jantranar.
Khub sundor vabe golpo ti path korechen.. Khub ei mormsntik ebong bohu chorchito ekti ghotona
Poulomi.. You are awesome.. আমি সারাদিন তোমার uplode করা সব কিছু দেখি..
আর একটা কথা তুমি কিন্তু খুব সুন্দর দেখতে
আমাকে তোমার assistant রাখবে কি
তোমাকে আমার খুব ভাল লাগে ।তুমি একটু আসতে আসতে পরবে?তারাতারি পরলে বুঝতে পারিনা।তুমি এই রকম গল্প আরো আরো পরবে ।খুব ভাল লাগে তোমার পরা।
এই পর্বটার কোনো তুলনা চলে না ।
অনেক ধন্যবাদ। - হুজুক টিম।
Khub bhalo laglo apnar presentation. Aro bhalo expection roilo. ...
Thak you for lalbazar
গল্পটা শুনে রবি ঠাকুরের দেনা পাওনা ছোট গল্পের কথা মনে পড়ে গেল।
Aj kar story ta khub valo Chilo.akhon a samaj a may der upar amon e chala attachar.
Madam , I heard this pathelic & henious crime ,while I was teen aged .
Madam ,what's is the latest position ? A) Whether any appeal filed by the accused ? If so,what is the latest position of the court case ? B) Whether from Dutta familly of Natungang ,persuing the case for early hearing ? The case itself abnormally delayed for finalization & needs persuasion from their side ,so that they may be hanged at early date & Debjani get justce . C) It was in public then that there was quite negligency & a matter of prestige of Dutta family to bring Debjani ; though they heard about torture upon Debjani in repeated occasions. For this reason as well ,they should persue the case.
Surupa Guha ke niye ekta episode korun 🙏🙏. Anurodh roilo. Mahiyashi budhdhhijibi direct active chhilen. Mukhosh khule din. Only dhik dhik dhikkar chi chi chi 😡😡
সুরূপা গুহ কেস নিয়ে আলোচনা করার অনুরোধ জানাই
মাননীয়া পৌলমী দেবী,আপনার বা আপনাদের বেশির ভাগ ভিডিও তে গবেষনাভিত্তিক আলোচনা ও আপনার উপস্থাপনা আমায় আকৃষ্ট করেছে।
আমার একটি ছোট্ট অনুরোধ আছে।
বাংলার এক লুপ্ত সংগীতধারা যা একসময় জনপ্রিয়তার চূড়ায় ছিল।
আমি বলছি #রম্যগীতি বা #প্যারোডি গান এর কথা। এবং যাঁরা এই ধারার গানকে জনপ্রিয় করে তুলেছিলেন ও কিভাবে এর অবলুপ্তি ঘটলো তার উপর একটি ভিডিও তৈরি করলে কৃতজ্ঞ থাকব।
ধন্যবাদ।
আপনার বক্তব্য নিশ্চই মাথায় রাখবো। চেষ্টা করব। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য।
Besh valo lage vai tomar channel....ami recently-i dekhte suru korechi.
Subscribe korlam.
Darun lekha
I belong to this family ## heard a lot from my parents
Which one ? Dutta or Banik ? Pls share what you heard .
Plz share
Purata sunta parlam na didi. Chokha jol ta atkata na parai comment ta korlam.
Khub bhalo porla.
Tomar presentation just asadharon...Sudhu mugdho hoe tomar kotha gulo suni.......
অনেক ধন্যবাদ।
পৌলমি দি দি আপনার এই বই পড়ার এপিসোড থেকে তোমার মুখে নিজের ভাষায় আরো ভালো লাগে ।। এই গুলো ও নেহাত মন্দ নয়।
সেই গল্পগুলো তো থাকবেই প্রত্যেক সপ্তাহের শুক্র এবং রবিবার। :)
Just oshadharon........(bedonar sathe)
খুব ভালো উপস্থাপনা
অনেক ধন্যবাদ। - হুজুক টিম
Hajar hajar Debjani eibhabe hariye gachhe...ei porinoti ekhono ghore ghore...ei durarogya samajik byadhi theke ki sampurno mukti paoa jabe konodin?
bishoy nirbachon, bhasar choyon, ebong anabadya uposthapona ami hotath jodi uthlo katha r ekjon andho bhokto, gogras e gili protyekti episode, chakri sutre thaki kolkata theke onek dure, keno janina apnar episode gulo dekhle mone hoy nijer paratei achi, ei adda marte jabo, deri hole prothom e maa tarpor didi khete dakbe, aro deri kore jabo r tarpor onek katha sunte hobe, khub bhalo thakun apni..
অনেক ধন্যবাদ। দূরে থেকেও যে আপনাকে কিছুটা হলেও বাড়ির আবহ উপহার দিতে পারি এটা শুনে খুবই ভালো লাগলো। এটাই আমাদের উদ্দেশ্য বাংলাকে বাঁচিয়ে রাখা, মনে রাখা। খুব উৎসাহিত হলাম আপনার কমেন্ট পেয়ে। চেষ্টা করব ভবিষ্যতে যেন আরও ভালো ভালো কাজ করে যেতে পারি। আশা করি এভাবেই পাশে থাকবেন। অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ, আরও একবার। - হুজুক টিম।
সুরূপা হত্যা রহস্য শুনতে চাই।
Dubjani Dutta's family are the owner of famous and huge Dutta centre in Burdwan. Unfortunately, they gave marriage to their girl with uncultured and barbaric banik family of Kolkata. I heard their story from my parents.
Hmm..R ek ta channel somosto cmnt porar por fb dekhlam...Chandan Banik Bangkok Thiland...Chandan Kumaar Banik Bangkok Thiland..Chandra Kanto Banik Thiland..Chitra Banik Serampore..Ashim kumar Banik Kolkata..Roshmmi Banik Mumbai...Nandan Banik Siliguri....aaro onek name dekhlam
Another notorious case was muder of Sarupa Guhatakurata by her family members. The case was very murkey with plots and sub-plots.
Surupa Guho????
Hya.indranath guhar bou
@@mchoudhury1705 শঙ্করদাস ব্যানার্জী ওদের বাঁচিয়ে দিল বাড়ির চাকরটাকে ফাঁসিয়ে দিয়ে l চাকরের নাম ঝাটুচরণ l ওকে প্রচুর টাকা পয়সা দিয়ে জেলে ঢুকিয়ে দিল l সুরূপা গুহ সম্পর্কে পুলিশ কমিশনার এর শ্যালিকা ছিল l
Tarpor indranath guha o abar biye korlo.kobita guha bodhoy second wife
@@mchoudhury1705 Rashid Khan নিজে কমিশনার হয়ে case টা ভালোই সাজিয়েছিল কিন্তু পরে বোঝাপড়া হয়ে যায় নাহলে ঐ case থেকে গুহ পরিবার বেরোতে পারতো না l সতীকান্ত সম্ভবতঃ কোনো বাজে কাজে যুক্ত ছিল সেটা সুরূপা দেখে ফেলাতে এই পরিণতি হয় l
roj roj koto debjani hottya dekhi nwes ppr a, sasti to hote dekhi na aktao!!!! ekhn abar nws ppr ao dekhay na asob nws... samaj er ogrogoti ke salute.
Goendapith Lalbazar er aro golpo upload korun..
Amar baba sorasori amay bole diyechhien kono rokom somosya holey atmiyo ,somajer kotha na bhebe Amar kachhe chole asbi.jaoar dorkar hoyni.bhalo mondo mishiye songsar korchhi.kintu oi kothaTa kokhono bhulini.sob baba-i Jodi emon hoten....
Khub valo legeche, subscribe, like korechi. Ebar sunte chai Bank dakati-r lalabazar-er sathi ghatana
ভালো লেগেছে 👍👌
Mayer kachhe ei golpo ta shunechhi chhotobelay... ek shomoy Sananda magazine e ekta cover story beroy about a certain Agnishikha ...3 bochhor er chotto meye... she naki jatishwar... ager jonme Debjani Banik chhilo...ebong majhe majhei oituku bachha... take mere bakshobondi rekhe dewar kotha bolto... janina shotti meyeti jatiswar chhilo kina... very well presented... More power to you Paulomi
সেটা কত সালে র সানন্দা?
Aajo ei rokom baba, dadara ache. Meyeke bachiye niye ashar bodole mrito meye bhalo bole mone kore. Ei sob aaponjoneder jonno aajo koto meyeke roj roj more jete hoy.
Golpo ta puro sun te holo 👍
সুন্দর ভাবে বললে। ছোটবেলায় খবরের কাগজে নিয়মিত পরতাম বেশ আলোড়ন ফেলেছিলো।ভীষণ খারাপ লাগতো আবার মনে পরলো