আমি স্যার এর প্রতিষ্ঠানে 5 বছর চাকুরী করেছি, সেই সুবাদে আমার স্যার এর সাথে অনেকবার দেখা করা কথা বলার সুযোগ হয়েছিল, অসাধারন একজন মানুষ স্যার। অনার সাথে যে অন্যায় করা হয়েছিল তা জাতীর জন্য লজ্যাজনক ।
পুরোটা শুনে একদম গায়ে কাটা দিয়ে উঠলো। জীবন নাটকের চাইতেও নাটকীয়। আমরা জাতি হিসেবে গর্বিত ড. ইউনুসকে পেয়ে। ইনশা আল্লাহ আমরা আমাদের বর্তমান সময়ের সব সংকট কাটিয়ে ড. ইউনুসের হাত ধরে সুন্দর শান্তিপূর্ন একটা বাংলাদেশ পাবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যুগের পর যুগ এই ২০২৪ কে ধারণ করে চলবে। ইতিহাস হয়ে থাকবে এই ২৪ আল্লাহ ড. ইউনুসকে দীর্ঘ হায়াত দান করুক। উনার সুস্থতা কামনা করছি ❤️🇧🇩
আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার বাবা আবার পড়াশোনার খরচ চালাতে পারছিলেন না. ঠিক তখনই আমার মা গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে আমাকে পড়াশোনার খরচ চালায়, একটা সময় আমি ল্যাবরেটরী মেডিসিনের উপরে ডিপ্লোমা শেষ করি, এবং পরবর্তীতে ল্যাবরেটরী মেডিসিনের উপরে স্নাতক , এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি আজ আমি নিজেই একজন উদ্যোক্তা,, সত্যি আমি গ্রামীণ ব্যাংকের কাছে ঋণী যদিও বা তাদের ওই ঋণ পরিশোধ করতে আমার কষ্ট হয়েছিল,, তারপরও আমি তাদের কাছে ঋণী কারণ সেই সময়ে তারা আমার পাশে দাঁড়িয়ে ছিল.
উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা হয়নি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
বৃদ্ধ একটা মানুষকে কি পরিমাণ হয়রানি করা হয়েছে- ৮/৯ তলা ভবনে সে সিড়ি বেয়ে বেয়ে উঠছেন, মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিতেন। সত্যি খারাপ লাগছে অনেক। ডঃ ইউনুস একজন সচেতন নাগরিক, আমি মনে করি আমাদের তরুণ প্রজন্ম যদি তাকে অনুসরণ করেন তাহলে আমাদের দেশ অতিশীঘ্র উন্নত দেশে পরিনত হবে।
উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা হয়নি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
আপনি ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে ড. ইউনূসের গল্প শুনে তার চরিত্রের সম্পর্কে কিভাবে একটি সিদ্ধান্তে উপনীত হচ্ছেন। নিজে বেশি বেশি পড়ুন। এবং নিজেই নিজের দৃষ্টিভঙ্গি তৈরী করুন।
খুবই উপোযোগী একটি ভিডিও। আমাদের দেশে এতবড় একটা অমূল্য সম্পদ আচে অথচ তার সম্পর্কে আমাদের কখনও কিছু জানানোই হয়নি। পুরো স্কুল জীবন শুধু মুক্তিজুদ্ধ আর বঙ্গবন্ধুকে নিয়ে পড়তে পড়তেই জীবন গেছে। এতকিছু জানার পর শুধু একটা কথাই বলবো, এই দেশের পক্ষ থেকে উনি যে পরিমান অপমান আর লাঞ্ছনা পেয়েছেন, অন্তত এই শেষ বয়সে এসে এখন এই সম্মানটা উনাকে যে আমার দেশের মানুশ দিতে পেরেছে, এবং আমি তার প্রত্যক্ষদর্শী হতে পেরেছি। কতটা শান্তি যে লাগছে বলে বোঝাতে পারবো না, সত্যি আল্লাহর পরিকল্পনা কতই না সুন্দর!!
@@snbeauty9825 apni aktu kosto kore google search kore niyen tahole jante parben uni kothay silen. Na jene sune lafaite lafaite akta opinion dite asben na.
@@snbeauty9825bangladeshe tho unar kunu kaj chilo na , world er onek desh unake invitation dito even Olympic e uni chef guest chilen, oigulai niya uni busy chilen. Ta na hole uni deshei takten
হাসিনা উদ্দেশ্য ছিল দেশের ক্ষতি করা এবং বিশেষ করে তাদের যারা কিনা এই দেশের ভাল করতে চায়। তাই হাসিনা এবং তার দল বার বার এই দেশের দেশপ্রেমিকদের সর্বদাই দেশের জন্য ক্ষতিকর, রাজাকার কিংবা দেশের উন্নয়নের বিরুদ্ধি এই গানগুলো গায়ত।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। যে দেশের মানুষের সমস্ত জ্ঞান শুধু এই একটা বাক্যটা হেফাজত করতে শিখানো হয় তারা ডক্টর ইউনুসের মত মানুষকে হেফাজত করতে শিখবে কোথা থেকে? এই দুনিয়ায় যে দেশের মানুষ যেমন জ্ঞান অর্জন করেছে তারা ডক্টর ইউনুসকে সেভাবে হেফাজত করেছে। সুবহানাল্লাহ।
আমি এতো দিন ওনার জীবন কাহিনির কিছু জানতাম না, আপনাকে ধন্যবাদ ওনার সম্পর্কে জানানুর জন্য, আমরা সত্যি ভাগ্যবান ডক্টর ইউনুস স্যার কে সরকার হিসেবে পেয়েছি ❤️
ডঃ মুহাম্মদ ইউনুস জন্মেছিলেন এ জাতির একজন পথ প্রদর্শক হিসেবে। জাতি তা এখন বিশ্বাস করতে শুরু করেছে! এখনো অনেক আগাবার বাকি, আল্লাহ উনার দীর্ঘ হায়াত দান করুন(আমিন)
আওয়ামী লীগ সরকার থাকার সময় কেউ স্বাধীনভাবে ড. ইউনুস এর অবধানের কথা বলতে পারত না এবং আমার মতো অনেকে স্যারের অবধানের কথা জানতে না পেরে স্যারকে একজন অপরাধী মনে করত কিন্তু এখন স্যারের জীবনী এবং অবধানের কথা জানতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে 😊
যাই হোক ধন্যবাদ ভাইয়া আপনাকে শুরু থেকেই ছাত্রদের পক্ষে থাকার জন্য ❤ আপনার শারিরীক প্রতিক্রিয়ায় বোঝাই যাচ্ছে খুব উৎফুল্ল মনোভাব ও স্বাধীনভাবে ভিডিওটা বানালেন 😊
রাত ৩:৩৭ থেকে ৪:০২ পর্যন্ত দেখতেছি, অনেকদিন ধরে উনার ব্যাপারে ডিটেইলস জানার আগ্রহ ছিলো কিন্তু খুব সাবলীল ভাষায় এইরকম ভিডিও পাচ্ছিলাম না। ধন্যবাদ ভাইয়া! থ্রি জিরো নিয়ে আরেকটি ভিডিও চাই।
Wow. Interesting life story ata Dr. Unos er. Tobe ata khob e dokkojonok j take ai boyose o ato hoirani kora hoiyechilo adalote er sonani korar porbe . Asole ai desh e how kotar vat nai.Amader desh er manos k aro beshi nitiban o sahosi hote hobe valo o niaymolok kaje abong bibek k aro beshi use korte hobe. Manos Jodi sobai valo kota o kaje ek o ovinno sharter hoi , tahole ei desh o ai desh er manos k onnoto hote kew r rokhe darate parbe me In Sha Allah.
এই মানুষ টা রে যদি আমরা আরো এক দশক আগে পাইতাম তাইলে এই বাংলাদেশ আজকে অনেক বড় পর্যায়ে চলে যেত। আফসোস করবো না, শুধু দোয়া রইলো যে, তিনি যতদিন এই দেশে থাকবেন ততদিনে যেন এই দেশ টা কে ভালো কিছু উপহার দিয়ে যেতে পারেন 🥰 ভালোবাসা রইলো এই মানুষ টার প্রতি ❤
আমি লজ্জিত 😢 প্রফেসর ইউনুস এর সাথে এত অন্যায় হয়েছে শুনে চোখের পানি ধরে রাখতে পারি নি🥺 আমাদের ক্ষমা করবেন স্যার🙏 আপনি সম্মান ডিজার্ভ করেন। আমি গর্বিত আপনার মত একজন মানুষকে সামনে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে।❤️
ভিডিওটা ১ ঘন্টার হওয়ার দরকার ছিলো। এতো ইন্টারেস্টিং ঘটনা, এতো দ্রুত শেষ হয়ে গেলো! মানতে পারলাম না। ফারহান ভাই, বেশ কয়েকদিন ধরে আপনার চ্যানেল এসে ঘুরে যাই, নতুন ভিডিও আসলো কিনা! এটলাস্ট পেলাম। নেক্সট ভিডিওর অপেক্ষায় রইলাম।
খালিদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এতো সুন্দর করে গুছিয়ে আমাদের কাছে এ মহান ব্যক্তিত্বকে উপস্থাপন করেছো।তুমি ও ভালো থাকো এবং এমন সুন্দর সুন্দর উপস্হাপনের মাধ্যমে আমাদের কাছে আরও কিছু উপস্থাপন করো।
আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার মা গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে আমার পড়াশোনার খরচ চালিয়েছে সেদিক থেকে ডক্টর ইউনূসকে ধন্যবাদ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে ডঃ ইউনুসকে দরকার।
ডঃ ইউনুস সারাজীবন একজন ভালো ছিলেন। আমি যখনই ওনার কথা বলতাম সবাই ওনাকে অপমান সুচক কথা বলত। কেউ ওনার সম্পর্কে বিস্তারিত জানত না। না জেনে হাসিনা যা আমাদের দেশের মানুষকে যা দেখিয়েছে তাই বলত। আসলে আমরা বাংগালী হিসাবে কত বোকা কারো সম্পর্কে কিছু জানার চেষ্টা করিনা। যা শুনি তাই বিশ্বাস করি। আজ আমি অনেক খুশি যে এত বছর পরে স্যারের সম্পর্কে দেশের মানুষ জানতে পেরেছ। আলহামদুলিল্লাহ স্যারকে দেশে ফিরে পেলাম।
উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা হয়নি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
আমিও অনেক আগে থেকেই স্যারের সম্পর্কে অনেক কথা বলতাম। কিন্তু সবাই আমার কথা বিশ্বাস করত না। কেউ জানতেই চাইতো না। সবাই হাসিনার কথা মত করে ইউনূস স্যারকে ভাবতো। আমি এখন খুবই খুশি
ডঃ ইউনুস , গ্রামীণ ব্যাংক এবং সরকারের সাথে তাদের কি বিষয়ে দ্বিমত এগুলো সম্পর্কে জানার অনেক আগ্রহ ছিল । ভিডিও আপলোড কারীকে ধন্যবাদ তিনি সহজভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন ।
আমি ওনার এবং আপনার বড় একজন ভক্ত। আমি চাই আপনি নিয়মিত ইতিহাস এবং ফাইনান্স নিয়ে ভিডিও দিবেন তাতে আমার মত বয়সে যারা আছে থেকে ৩০ বছরের ভিতরে তাদের লাইফে খুব বড় পরিবর্তন আসে। আমি আপনার পুরনো ভিডিও গুলো এখনো নিয়মিত দেখি সার্চ করে করে। অনেক কিছু শেখার আছে আপনার ভিডিও থেকে।
ড.ইউনুস একজন সচেতন ও সম্মানীয় মানুষ তার সাথে যা যা হইছে তা খুব খারাপ হইছে এবং যারা করেছে তারা এর শাস্তি নিশ্চয় পাইছে আর তিনিও তার যোগ্য সম্মান পেয়েছে❤
উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা হয়নি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
Vaiya Apnar kotha gula ekdom clearcut, Khub shundor kore sohoj vashay kotha gulo guchiye bolen❤️That's why content gula long holeo Boring lage na❤️Erokom aro onk onk content chai❤️
পুরো ১টি ফিল্ম বানানো উভিত উনার জীবনী নিয়ে।আগামী প্রজন্ম উনার জীবন কাহিনী থেকে অনেক অনেক শিক্ষা পাবে যা পরবর্তীতে আমার এই দেশটাকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে।
খুব ভালো লাগলো খালিদ উপস্থাপনা এবং বিষয়বস্তু। আরো ভালো লাগলো এই কারনে যে আমি গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলাম। গ্রামীণ ব্যাংকের শুরুর দিনগুলো সম্পর্কে একজন কর্মী হিসেবে এবং গ্রামীণ ব্যাংকের আজকের এই অবস্থায় এসে পৌঁছানো পর্যন্ত অনেক ইতিহাসের স্বাক্ষী আমি। বিষয়টা এমন নয় যে এটা শুধুমাত্র আমি জানি, আমার মত আরো অনেক কর্মীই হয়তো জানেন। পার্থক্য শুধু এই টুকু, গ্রামীণ ব্যাংক সম্পর্কে এখনো আমার আগ্রহ আর ভালোবাসা রয়েছে। অভিনন্দন একটি তথ্যবহুল উপস্থাপনার জন্য যা অনেকাংশেই একাডেমিক ও বটে।
এত সুন্দর জীবনী এত সুন্দর সহজ করে উপস্থাপন করার জন্য ফারহান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️ আল্লাহ যেন স্যারকে অনেক হায়াত দান করেন, উনি যেন আমাদের পথপ্রদর্শক হয় এবং উনার হাত ধরেই ইনশাআল্লাহ বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।❤ এই দেশ এতোবছর পারেনি তাকে সম্মান দিতে সঠিক মূল্যায়ন করতে উনাকে যারা অপমান অপদস্থ লাঞ্ছিত করেছে, তারা তাদের ফল ভোগ করবে, এই দেশ যে তাঁর শেষ বয়সে এসেও সম্মানিত করতে পেরেছে এবং আমি যে তার প্রত্যক্ষদর্শী হতে পেরেছি এটা ভেবেই অনেক শান্তি লাগে। সত্যিই আল্লাহর পরিকল্পনা অনেক সুন্দর! ইনশাল্লাহ আল্লাহপাক চাইলে সামনে ভালো কিছু হবে। ❤
Thanks for amazing information about our Nobel Laureate.😍 We want more vedios about him. শেষ জীবনে এসে হলেও স্যার তার প্রাপ্য সম্মান পেয়েছেন এবং বাঙালী জাতিকে সম্মানিত করে যাচ্ছেন। স্যার না থাকলে জাতি হিসেবে আমরা তার কাছে ঋণী হয়ে থাকতাম। তাঁর সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করছি।মনে হচ্ছে সকল সুন্দর আয়োজন স্যারের মতো সুন্দর মনের মানুষের জন্যই যেনো অপেক্ষা করছিলো।তাঁর সম্পর্কে বলে বুঝানোর মতো গোছানো ভাষা আমার কাছে নেই।
বাংলাদেশের ইতিহাস নিয়ে একটা ভিডিও বানালে খুব ভালো হয়। রাজনৈতিক ইতিহাস। ১. কি ধরণের সমস্যার কারণে দেশ ভাগ হলো। ২. ভাষা আন্দোলন প্রেক্ষাপট। ৩. কি কারণে ৭১ এ যুদ্ধ হলো। সমস্যা গুলো কি ছিল। ৪. কি কারণে বঙ্গবন্ধু খুন হলো। জটিলতা গুলো কি ছিল এবং ঐদিন কি হইছিলো (যদিও শুধুমাত্র এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানালেও ভালো হয়) ৫. এরশাদের ভালো মন্দ দিকগুলো কি ছিল। ৬. কিভাবে আওয়ামী এবং বিনপি একহয়ে এরশাদকে ক্ষমতাচ্যুত করলো। ৭. এসবকিছুতে জিয়ার ভূমিকা কি ছিল। ৮. পরবর্তী সময়ের নির্বাচন কেন্দ্রিক দুর্নীতি ইত্যাদি। Love how you say things. Love to learn from you 👍
আমিও এমন সব তথ্য খুজছিলাম যেখানে ডাঃ ইউনিস এর পুরা জীবনের মেইন কাহিনী গুলো জানতে পারবো। ফাইনালি খালিদ ফারহান ভাইয়ের টা পেলাম। সত্যি সব তথ্য একসাথে পাওয়ার পর আমি খুব খুশি। আমি খালিদ ফারহান ভাইকে সেই ৪০কে+ সাব থেকে ফলো করি এবং প্রায় সব ভিডিও আমার দেখা হয়েছে। দোয়া করি সবসময় সুস্থ থাকেন এবং আমাদেরকে এভাবে সেবা দিয়ে যাবেন।
উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা হয়নি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
স্যার ফজলে হাসান আবেদ এর উপর ভিডিও বানানোর জন্য অনুরোধ করছি। বাংলাদেশের মতো ব্যবসা প্রতিকূল পরিবেশে তিনি কিভাবে ব্যাংক- বিকাশ প্রতিষ্ঠা করলেন, কোয়ালিটি প্রতিষ্ঠান আড়ং, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। আবার গ্রামে স্কুল স্বাস্থ্যসেবা করেছে, বিশ্বের বড় এনজিও হয়েছে। এটা তরুনদের জানা দরকার।
গ্রামীণ ব্যংক সম্পকে আমার নিজ চোখে দেখা সেটা হলো কিস্তি দিতে কষ্টকর ছিলো তবে সবার মধ্যে ইউনিট ছিলো।এবং অনেকে গরীব অবস্হা থেকে ভালো অবস্হানে গিয়েছে সন্তানদের পড়াশুনা করে উন্নাত ছিলো।আমার মা নিজেই এর সাথে জড়িত ছিলো আমি নিজে হাতেি কিস্তি পরিষদ করছি।আসলে মানুষের অনেক কষ্টের সময় গুলো গ্রামীণ ব্যংক পাশে ছিলেন।তবে সুদের বিষয়টা হলো ওনাকে বিষয়টা বুঝালেই হয় আলেম সমাজ।আসলে ওনার মত টেলেন্ট ব্যক্তির খুব প্রয়োজন। ওনার বয়স হয়েছে উনি কি আর এখন দেশের কোন ক্ষতি করবে?ওনার চাওয়া পাওয়ার কি আছে দেশের উন্নীত করা ছাড়া?
Banking system cannot run without interest. Interest is the profit on which banks are built on. Apart from that, interest is one of the core things of economics. Without interest, economy will collapse.
গ্রামীণ ব্যাংকের চাঁদপুর শাখা আমার বাসার অপজিটে বারিন্দা থেকে দেখা যায়. আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে আছে যে তারা আমাদের বিল্ডিং এর ফ্যাট ভাড়া করেও ব্যাংক স্থাপন করে তখন অবশ্য জানতাম না যে গ্রামীণ ব্যাংক এমন একজন মানুষের দ্বারা তৈরি অথবা তারই মালিক বর্তমানে এ দেশের সরকার হবে
উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা হয়নি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
I love him 💗 and really very proud that he is a Bangladeshi and also regret the fact that we couldn't give him that much appreciation and respect for his work which he deserve...
Thanks, bro! Great video. A lot of people dislike Dr. Yunus without understanding the real story. During their rule, AL controlled everything, so when they painted Dr. Yunus as a villain, many people just believed it without questioning or researching the truth. Dr. Yunus’s vision to transform Bangladesh was a significant threat to the corrupt and dictatorial forces. I deeply respect everyone, especially the young students, who stood up against an authoritarian regime. I’m very optimistic about the new generation, and I pray they will steer our beloved country toward a prosperous and victorious future. Long live Bangladesh.
আমি স্যার এর প্রতিষ্ঠানে 5 বছর চাকুরী করেছি, সেই সুবাদে আমার স্যার এর সাথে অনেকবার দেখা করা কথা বলার সুযোগ হয়েছিল, অসাধারন একজন মানুষ স্যার। অনার সাথে যে অন্যায় করা হয়েছিল তা জাতীর জন্য লজ্যাজনক ।
Right
1:58 2:00
R8
তাহলে আপনারও উপদেষ্ঠা হওয়ার সম্ভাবনা আছে
পুরোটা শুনে একদম গায়ে কাটা দিয়ে উঠলো। জীবন নাটকের চাইতেও নাটকীয়। আমরা জাতি হিসেবে গর্বিত ড. ইউনুসকে পেয়ে। ইনশা আল্লাহ আমরা আমাদের বর্তমান সময়ের সব সংকট কাটিয়ে ড. ইউনুসের হাত ধরে সুন্দর শান্তিপূর্ন একটা বাংলাদেশ পাবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যুগের পর যুগ এই ২০২৪ কে ধারণ করে চলবে। ইতিহাস হয়ে থাকবে এই ২৪
আল্লাহ ড. ইউনুসকে দীর্ঘ হায়াত দান করুক। উনার সুস্থতা কামনা করছি ❤️🇧🇩
17:14 17:14 17:14 17:14 17:14 17:14 17:14 17:14 17:14 17:15 17:15 17:15 17:15 17:19 17:19 1
এই ভিডিওটা দেখে উনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আরো বেড়ে গেলো!
বাংলাদেশ মানুষ এখন বিশ্ব মানের প্রধানমন্ত্রী পেয়েছে যার সাথে পৃথিবীর সব দেশের ভালো সম্পর্ক এবং উচ্চমানের সম্পর্ক
প্রধানমন্ত্রী হতে গেলে নির্বাচন এ লড়তে হয়
আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার বাবা আবার পড়াশোনার খরচ চালাতে পারছিলেন না. ঠিক তখনই আমার মা গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে আমাকে পড়াশোনার খরচ চালায়, একটা সময় আমি ল্যাবরেটরী মেডিসিনের উপরে ডিপ্লোমা শেষ করি, এবং পরবর্তীতে ল্যাবরেটরী মেডিসিনের উপরে স্নাতক , এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি আজ আমি নিজেই একজন উদ্যোক্তা,, সত্যি আমি গ্রামীণ ব্যাংকের কাছে ঋণী যদিও বা তাদের ওই ঋণ পরিশোধ করতে আমার কষ্ট হয়েছিল,, তারপরও আমি তাদের কাছে ঋণী কারণ সেই সময়ে তারা আমার পাশে দাঁড়িয়ে ছিল.
@mahinbashar2879প্রমাণ কি? এটা খালি আওয়ামী লীগের লোকজন দাবি করে কোনো প্রমাণ ছাড়া।
@mahinbashar2879😂😂😂😂
@mahinbashar2879 শেখ হাসিনা কি নিজের পকেটের টাকায় দিয়েছিলেন সহয়তা ?
@mahinbashar2879 dhon bolso tumi sey Hoi nai
আবার বাঁশও দিছিলো😒
২৩ মিনিট ৫১ সেকেন্ড ভিডিওটা দেখার পরে বুঝলাম ইউনুস সাহেব একজন অতি ভালো মানুষ
তার জন্য ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে গেল
কি বৈচিত্র্যময় জীবন!
দেরীতে হলেও স্যারকে আমরা একটু সন্মানের জায়গা দিতে পেরেছি।
সেলুট স্যার, আপনারা হাত ধরে উন্নত বাংলাদেশ দেখবো ইনশাআল্লাহ।
In shaa allah❤❤❤❤
Inshallah
ইনশাআল্লাহ
উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা হয়নি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
😂😂😂😂😂
কেন জানিনা দিন দিন উনার অনেক বড় বক্তা হয়ে যাচ্ছে।
মহান আল্লাহ উনাকে অনেক বেশি হায়াত দান করুক আমিন❤
ড. ইউনূস স্যার কমপক্ষে ৫ বছর ক্ষমতায় থাকলে এই দেশটা একটা ভালো অবস্থানে গিয়ে দাঁড়াবে!!
আমার সাথে কে কে একমত?
😂😂😂😂😂😂
আফসোস নিগ 😂😂😂@@hedayetullah1201
Right!
বৃদ্ধ একটা মানুষকে কি পরিমাণ হয়রানি করা হয়েছে- ৮/৯ তলা ভবনে সে সিড়ি বেয়ে বেয়ে উঠছেন, মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিতেন। সত্যি খারাপ লাগছে অনেক। ডঃ ইউনুস একজন সচেতন নাগরিক, আমি মনে করি আমাদের তরুণ প্রজন্ম যদি তাকে অনুসরণ করেন তাহলে আমাদের দেশ অতিশীঘ্র উন্নত দেশে পরিনত হবে।
Dr unos ur daddy
He is ihudi supporter also he donate Israel
@@shuvosir7909 bal supporter detected, opinion rejected😂😂😂
@@shuvosir7909Abal na Jaina cillai
Shalarput chatrolig @@shuvosir7909
@@shuvosir7909Right bro😢
আপনার কাছে ড.ইউনূসের জীবন কাহিনি শুনে তার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেল।
উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা হয়নি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
আপনি ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে ড. ইউনূসের গল্প শুনে তার চরিত্রের সম্পর্কে কিভাবে একটি সিদ্ধান্তে উপনীত হচ্ছেন। নিজে বেশি বেশি পড়ুন। এবং নিজেই নিজের দৃষ্টিভঙ্গি তৈরী করুন।
আমাদের দেশে ট্যালেন্ট হওয়াটাও একটা অভিশাপ
এমন একটা মানুষকে আমরা চিনতে পারিনি যাক একটু দেরি হলেও আমরা চিনতে পেরেছি আলহামদুলিল্লাহ
খুবই উপোযোগী একটি ভিডিও। আমাদের দেশে এতবড় একটা অমূল্য সম্পদ আচে অথচ তার সম্পর্কে আমাদের কখনও কিছু জানানোই হয়নি। পুরো স্কুল জীবন শুধু মুক্তিজুদ্ধ আর বঙ্গবন্ধুকে নিয়ে পড়তে পড়তেই জীবন গেছে। এতকিছু জানার পর শুধু একটা কথাই বলবো, এই দেশের পক্ষ থেকে উনি যে পরিমান অপমান আর লাঞ্ছনা পেয়েছেন, অন্তত এই শেষ বয়সে এসে এখন এই সম্মানটা উনাকে যে আমার দেশের মানুশ দিতে পেরেছে, এবং আমি তার প্রত্যক্ষদর্শী হতে পেরেছি। কতটা শান্তি যে লাগছে বলে বোঝাতে পারবো না, সত্যি আল্লাহর পরিকল্পনা কতই না সুন্দর!!
You are right, Kathal Rani always harras him & begum Khaleda Zia , now where is Mafia Rani & where is Dr. Younus
Sokol bhai o apura apnader sob kothai thik ache, kintu kotha holo etai j deshe jokhon boro boro duto juddho holo manoniyo dr. Younus sir sei somoy gulotei keno desher baire chilen?
@@snbeauty9825 apni aktu kosto kore google search kore niyen tahole jante parben uni kothay silen. Na jene sune lafaite lafaite akta opinion dite asben na.
@@snbeauty9825bangladeshe tho unar kunu kaj chilo na , world er onek desh unake invitation dito even Olympic e uni chef guest chilen, oigulai niya uni busy chilen. Ta na hole uni deshei takten
@@trs007_ bhai desher cheye bidesher kaj guloi ki khub joruri chilo?
এই মানুষটা এতটা হাম্বল আর বুদ্ধিজীবী! আহ্! কই ছিলাম আমরা! যে মানুষটার বুদ্ধি কিনে খায় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি! আমরা এতদিন তাকে রাখছি হয়রানির উপর।
হাসিনা উদ্দেশ্য ছিল দেশের ক্ষতি করা এবং বিশেষ করে তাদের যারা কিনা এই দেশের ভাল করতে চায়। তাই হাসিনা এবং তার দল বার বার এই দেশের দেশপ্রেমিকদের সর্বদাই দেশের জন্য ক্ষতিকর, রাজাকার কিংবা দেশের উন্নয়নের বিরুদ্ধি এই গানগুলো গায়ত।
এজন্যই তো আমরা এতো পিছিয়ে আছি
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। যে দেশের মানুষের সমস্ত জ্ঞান শুধু এই একটা বাক্যটা হেফাজত করতে শিখানো হয় তারা ডক্টর ইউনুসের মত মানুষকে হেফাজত করতে শিখবে কোথা থেকে? এই দুনিয়ায় যে দেশের মানুষ যেমন জ্ঞান অর্জন করেছে তারা ডক্টর ইউনুসকে সেভাবে হেফাজত করেছে। সুবহানাল্লাহ।
কোন বুদ্ধিটা কিনে খায়?
@@Pink-Floyd2000Video ta ki Valo kore dekhen ni? 1st world country khudro Rin ER idea onk takar binomoye kine niye use kortece
এতো অল্প সময়ে পুরোটা তাৎপর্য সুন্দর ভাবে উপস্থাপন করার জন্যে ধন্যবাদ।
যেদিন দেশে এসে জেলে যাওয়ার কথা সেই দিন হয়ে গেলেন দেশের সরকার😂 What a luck!
অনেক অনেক শ্রদ্ধা। তাঁকে আমি অনেক আগে থেকেই জানি। অসাধারন মানুষ। মানুষ যাকে বলে তিনি সেটাই!! পৃথিবীতে এমন মানুষ খুবও কম, হাতে গোনা!!
আমি এতো দিন ওনার জীবন কাহিনির কিছু জানতাম না, আপনাকে ধন্যবাদ ওনার সম্পর্কে জানানুর জন্য, আমরা সত্যি ভাগ্যবান ডক্টর ইউনুস স্যার কে সরকার হিসেবে পেয়েছি ❤️
Uni j sothik bolesen bujhlen kivabe?
ডঃ মুহাম্মদ ইউনুস জন্মেছিলেন এ জাতির একজন পথ প্রদর্শক হিসেবে। জাতি তা এখন বিশ্বাস করতে শুরু করেছে! এখনো অনেক আগাবার বাকি, আল্লাহ উনার দীর্ঘ হায়াত দান করুন(আমিন)
আমিন।
আল্লাহ উনার দীর্ঘ হায়াত দান করুন-আমিন।
আমিন
Amin
Ameen
আওয়ামী লীগ সরকার থাকার সময় কেউ স্বাধীনভাবে ড. ইউনুস এর অবধানের কথা বলতে পারত না এবং আমার মতো অনেকে স্যারের অবধানের কথা জানতে না পেরে স্যারকে একজন অপরাধী মনে করত কিন্তু এখন স্যারের জীবনী এবং অবধানের কথা জানতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে 😊
❤❤
এ কারনেই গ্রামিন মানুষ গুলো এখনো ভিখারির বাচ্ছা ভিখারি হয়ে আছে,,
*অবদান।*
যাই হোক ধন্যবাদ ভাইয়া আপনাকে শুরু থেকেই ছাত্রদের পক্ষে থাকার জন্য ❤
আপনার শারিরীক প্রতিক্রিয়ায় বোঝাই যাচ্ছে খুব উৎফুল্ল মনোভাব ও স্বাধীনভাবে ভিডিওটা বানালেন 😊
ড. ইউনুছ স্যার আসলেই একজন ভালো মানুষ , তার জন্য শুভকামনা ❤
এ দেশকে আরো অনেক দুরে নিয়ে জাবো ইনশাআল্লাহ আমরা ছাত্র সমাজ সব করতে পারবো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
শুভকামনা ❤
ইনশাআল্লাহ
ভাই একটু পড়াশোনা কর।
সব করা বাদ দিয়ে ছাত্র সমাজ পড়াশোনায় মন দেন। বর্তমান চলছে, চলেও যাবে ভবিষ্যত টা ঠিক রাখার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেন
Hmm. But আমাদেরকে পারমাণবিক বোমা এবং যুদ্ধের জন্য আরও উন্নত মানের অস্ত্র লাগবে। Chittagong এর ওপর উপ জাতি হিসেবে dokol. চাই
যতক্ষণ ভিডিওটা দেখছিলাম একেরপর এক নতুন লাইন আমার কানে এসছে আর শরিলের লোম শিরশির করে দাঁড়িয়ে যাচ্ছে। এই স্যালুট ইউ ড. ইউনুছ স্যার❤
রাত ৩:৩৭ থেকে ৪:০২ পর্যন্ত দেখতেছি, অনেকদিন ধরে উনার ব্যাপারে ডিটেইলস জানার আগ্রহ ছিলো কিন্তু খুব সাবলীল ভাষায় এইরকম ভিডিও পাচ্ছিলাম না। ধন্যবাদ ভাইয়া! থ্রি জিরো নিয়ে আরেকটি ভিডিও চাই।
Wow. Interesting life story ata Dr. Unos er. Tobe ata khob e dokkojonok j take ai boyose o ato hoirani kora hoiyechilo adalote er sonani korar porbe . Asole ai desh e how kotar vat nai.Amader desh er manos k aro beshi nitiban o sahosi hote hobe valo o niaymolok kaje abong bibek k aro beshi use korte hobe. Manos Jodi sobai valo kota o kaje ek o ovinno sharter hoi , tahole ei desh o ai desh er manos k onnoto hote kew r rokhe darate parbe me In Sha Allah.
সম্পূর্ণ ভিডিও দেখলাম সত্যি খুব ইন্টারেসটিং গল্প ❤️
এই মানুষ টা রে যদি আমরা আরো এক দশক আগে পাইতাম তাইলে এই বাংলাদেশ আজকে অনেক বড় পর্যায়ে চলে যেত।
আফসোস করবো না, শুধু দোয়া রইলো যে, তিনি যতদিন এই দেশে থাকবেন ততদিনে যেন এই দেশ টা কে ভালো কিছু উপহার দিয়ে যেতে পারেন 🥰
ভালোবাসা রইলো এই মানুষ টার প্রতি ❤
💯
১৫ই আগস্ট বাংলাদেশের মানুষ ডঃ ইউনুসকে নিয়ে ভিডিও দেখছে, তাও খালিদ ফারহানের বানানো, এটাও ব্যাপক আইরনি! কেউ কি কখনও ভেবেছে 😂 ধন্যবাদ ভাই
😅😅😅😅😅😅😅😅
🎉ধন্যবাদ, সুন্দর করে কথা বলতেপারা অনেক বড় গুন।
কি জগন্য সরকারের নিয়নএনে ছিলাম এতদিন আমরা ইশকলে বঙবনদু পরে আসছিলাম কিনতু আমাদের পরান উচিত ছিল আসলে এগুলা
Amra ro micro credit system social science book e porechi.. Shob e jani egulo. @@Rims8
আমাদের জাতির পিতা হিসাবে "ড. মোঃ ইউনুস" এর নাম ঘোষণা করা হোক।
আমি লজ্জিত 😢 প্রফেসর ইউনুস এর সাথে এত অন্যায় হয়েছে শুনে চোখের পানি ধরে রাখতে পারি নি🥺
আমাদের ক্ষমা করবেন স্যার🙏
আপনি সম্মান ডিজার্ভ করেন। আমি গর্বিত আপনার মত একজন মানুষকে সামনে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে।❤️
Dr.Yunus amader gorbo,amader somman.unar nirapotta amader dekhte hobe.ami unar dirghau kamona kori.
ভিডিওটা ১ ঘন্টার হওয়ার দরকার ছিলো। এতো ইন্টারেস্টিং ঘটনা, এতো দ্রুত শেষ হয়ে গেলো! মানতে পারলাম না।
ফারহান ভাই, বেশ কয়েকদিন ধরে আপনার চ্যানেল এসে ঘুরে যাই, নতুন ভিডিও আসলো কিনা! এটলাস্ট পেলাম। নেক্সট ভিডিওর অপেক্ষায় রইলাম।
একদম মনের কথা বলেছেন
একদম মনের কথা বলেছেন
❤❤
তোমার কথা ও ভয়েস ভোকাল অনেক অনেক মনোমুগ্ধকর। অসাধারণ।
খালিদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এতো সুন্দর করে গুছিয়ে আমাদের কাছে এ মহান ব্যক্তিত্বকে উপস্থাপন করেছো।তুমি ও ভালো থাকো এবং এমন সুন্দর সুন্দর উপস্হাপনের মাধ্যমে আমাদের কাছে আরও কিছু উপস্থাপন করো।
আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার মা গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে আমার পড়াশোনার খরচ চালিয়েছে সেদিক থেকে ডক্টর ইউনূসকে ধন্যবাদ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে ডঃ ইউনুসকে দরকার।
আল্লাহ যাকে সম্মানিত করতে চান, কার সাধ্য আছে তাকে অপমানিত করার!!❤
মাথায় সমস্যা নাকি?
৮৪ বছর বয়স্ক মানুষ!!!! আল্লাহ উনাকে হায়াত দান করুন।।আমীন।
ভিডিওটা অনেক ভালো হয়েছে ভাইয়া। কিন্তু ওনার একটা গুরুত্বপূর্ণ টপিক সোশ্যাল বিজনেস নিয়ে কিছু বললে আরো ভালো হতো।
স্টোরি বলায় আপনাদের লেভেলে বাংলায় কেউ নাই ভাই। সহজ,শ্রুতিমধুর, আটকে রাখে পুরো টাইম।
ডঃ ইউনুস সারাজীবন একজন ভালো ছিলেন। আমি যখনই ওনার কথা বলতাম সবাই ওনাকে অপমান সুচক কথা বলত। কেউ ওনার সম্পর্কে বিস্তারিত জানত না। না জেনে হাসিনা যা আমাদের দেশের মানুষকে যা দেখিয়েছে তাই বলত। আসলে আমরা বাংগালী হিসাবে কত বোকা কারো সম্পর্কে কিছু জানার চেষ্টা করিনা। যা শুনি তাই বিশ্বাস করি। আজ আমি অনেক খুশি যে এত বছর পরে স্যারের সম্পর্কে দেশের মানুষ জানতে পেরেছ। আলহামদুলিল্লাহ স্যারকে দেশে ফিরে পেলাম।
ভাই সেম অবস্থা আমারও
ekhono tumi bokai aso, manus cheno nai. se purely american agent , working for american agenda not for bangladesh. syria, ukraine hobe ei desh.
উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা হয়নি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
আমিও অনেক আগে থেকেই স্যারের সম্পর্কে অনেক কথা বলতাম। কিন্তু সবাই আমার কথা বিশ্বাস করত না। কেউ জানতেই চাইতো না। সবাই হাসিনার কথা মত করে ইউনূস স্যারকে ভাবতো। আমি এখন খুবই খুশি
ড. ইউনূসের জীবন নিয়ে পুরো একটা সিনেমা বানানো যাবে এবং এই সিনেমা হবে সমস্ত পৃথিবীর মানুষের জন্য শিক্ষনীয় এবং অনুকরণীয় এক উদাহরণ।
ডা ইউনুস খুব ভালো মনের মানুষ ❤❤❤❤❤
আমরা কতো হতভাগা 🙂
উনার মতো এতো জ্ঞানী এবং দামী মানুষ আমরা এতোগুলো দিন পাইনি।💔
হুম ভাই সবাই সারথপর
স্যারের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ
খালিদ ফারহান ভাইয়া একজন জিনিয়াস মানুষ। কত সুন্দর ভাবে বিষয়গুলো আলোচনা করেছেন।
বেশ কিছুদিন ধরে ইউনূস স্যার সম্পর্কে এমন একটা তথ্যবহুল ভিডিও খুঁজছিলাম।ধন্যবাদ ভাই
আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। সামনে এগিয়ে যা-ও।
ডঃ ইউনুস , গ্রামীণ ব্যাংক এবং সরকারের সাথে তাদের কি বিষয়ে দ্বিমত এগুলো সম্পর্কে জানার অনেক আগ্রহ ছিল ।
ভিডিও আপলোড কারীকে ধন্যবাদ তিনি সহজভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন ।
আমি ওনার এবং আপনার বড় একজন ভক্ত। আমি চাই আপনি নিয়মিত ইতিহাস এবং ফাইনান্স নিয়ে ভিডিও দিবেন তাতে আমার মত বয়সে যারা আছে থেকে ৩০ বছরের ভিতরে তাদের লাইফে খুব বড় পরিবর্তন আসে। আমি আপনার পুরনো ভিডিও গুলো এখনো নিয়মিত দেখি সার্চ করে করে। অনেক কিছু শেখার আছে আপনার ভিডিও থেকে।
Me 🙋🏻♂️
ভাই আপনি বোরকার ভিতর থেকে এতদিন পরে বের হয়েছেন । স্বাগতম স্বাধীন বাংলাদেশ ❤️
ধন্যবাদ দিয়ে ছোট করবো না ইনফরমেশন জানানোর জন্য আপনাকে অনেক দোয়া ও ভালবাসা রইলো প্রিয় ভাই ।
এতো সুন্দর করে এতো positive দিকগুলো নিয়ে বলার জন্য অজস্র ও আন্তরিক ধন্যবাদ রইল। ।
অসাধারণ বিশ্লেষণ ভাই ❤
তিনি সর্বশ্রেষ্ট মানুষ গুলোর একজন ,, ❤❤
3.0 নিয়ে একটা ভিডিও অবশ্যই করবেন ভাই ❤❤❤❤
ড.ইউনুস একজন সচেতন ও সম্মানীয় মানুষ তার সাথে যা যা হইছে তা খুব খারাপ হইছে এবং যারা করেছে তারা এর শাস্তি নিশ্চয় পাইছে আর তিনিও তার যোগ্য সম্মান পেয়েছে❤
উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা হয়নি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
অসাধারণ তথ্যবহুল একটা ভিডিও। এরকম ভিডিও আরো চাই ❤❤❤
Vaiya Apnar kotha gula ekdom clearcut, Khub shundor kore sohoj vashay kotha gulo guchiye bolen❤️That's why content gula long holeo Boring lage na❤️Erokom aro onk onk content chai❤️
পুরো ১টি ফিল্ম বানানো উভিত উনার জীবনী নিয়ে।আগামী প্রজন্ম উনার জীবন কাহিনী থেকে অনেক অনেক শিক্ষা পাবে যা পরবর্তীতে আমার এই দেশটাকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে।
ভাইয়া আপনার বিড়িও র জন্য অপেক্ষায় ছিলাম । ধন্যবাদ এত সুন্দর করে প্রেজেন্ট করার জন্য।
ভাই, এই সুন্দর একটি সত্য ইতিহাস তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ.. এই রকম ইতিহাস মুলক সত্য ঘটনা নিয়ে আরও ভিডিও চাই।
খুব ভালো লাগলো খালিদ উপস্থাপনা এবং বিষয়বস্তু। আরো ভালো লাগলো এই কারনে যে আমি গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলাম। গ্রামীণ ব্যাংকের শুরুর দিনগুলো সম্পর্কে একজন কর্মী হিসেবে এবং গ্রামীণ ব্যাংকের আজকের এই অবস্থায় এসে পৌঁছানো পর্যন্ত অনেক ইতিহাসের স্বাক্ষী আমি। বিষয়টা এমন নয় যে এটা শুধুমাত্র আমি জানি, আমার মত আরো অনেক কর্মীই হয়তো জানেন। পার্থক্য শুধু এই টুকু, গ্রামীণ ব্যাংক সম্পর্কে এখনো আমার আগ্রহ আর ভালোবাসা রয়েছে। অভিনন্দন একটি তথ্যবহুল উপস্থাপনার জন্য যা অনেকাংশেই একাডেমিক ও বটে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবে তুলে ধরার জন্য ❤
আপনার কথা বলার ধরন সুন্দর। অনেক কিছুই জানলাম। ধন্যবাদ এই তথ্যপূর্ণ ভিডিও শেয়ার করার জন্য।
এত সুন্দর জীবনী এত সুন্দর সহজ করে উপস্থাপন করার জন্য ফারহান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️ আল্লাহ যেন স্যারকে অনেক হায়াত দান করেন, উনি যেন আমাদের পথপ্রদর্শক হয় এবং উনার হাত ধরেই ইনশাআল্লাহ বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।❤
এই দেশ এতোবছর পারেনি তাকে সম্মান দিতে সঠিক মূল্যায়ন করতে উনাকে যারা অপমান অপদস্থ লাঞ্ছিত করেছে, তারা তাদের ফল ভোগ করবে, এই দেশ যে তাঁর শেষ বয়সে এসেও সম্মানিত করতে পেরেছে এবং আমি যে তার প্রত্যক্ষদর্শী হতে পেরেছি এটা ভেবেই অনেক শান্তি লাগে। সত্যিই আল্লাহর পরিকল্পনা অনেক সুন্দর! ইনশাল্লাহ আল্লাহপাক চাইলে সামনে ভালো কিছু হবে। ❤
3 0 নিয়ে বিস্তারিত জানার ছিল।।। ধন্যবাদ
আপনার কথা বলার ভঙ্গিমা জাস্ট অসাধারণ, ভাইয়া🤍🤍
Thanks for amazing information about our Nobel Laureate.😍
We want more vedios about him.
শেষ জীবনে এসে হলেও স্যার তার প্রাপ্য সম্মান পেয়েছেন এবং বাঙালী জাতিকে সম্মানিত করে যাচ্ছেন। স্যার না থাকলে জাতি হিসেবে আমরা তার কাছে ঋণী হয়ে থাকতাম। তাঁর সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করছি।মনে হচ্ছে সকল সুন্দর আয়োজন স্যারের মতো সুন্দর মনের মানুষের জন্যই যেনো অপেক্ষা করছিলো।তাঁর সম্পর্কে বলে বুঝানোর মতো গোছানো ভাষা আমার কাছে নেই।
আসলেই ডঃ ইউনুসের লাইফ দেখে আমি মুগ্ধ এবং অনুপ্রেরণায় আপ্লুত! তার সাথে সাক্ষাতের সুযোগ চাই!
উপস্থাপনা আর একটু ধীর স্থির ভাবে করলে আরো ভালো লাগতো। তবু ও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্যে শুভ কামনা রইল।
ভাই আমি স্কুল পড়ি। প্রায়ই আমি আপনার ভিডিও দেখি। আপনার কথা আমার অনেক ভালো লাগে।
বাংলাদেশের ইতিহাস নিয়ে একটা ভিডিও বানালে খুব ভালো হয়। রাজনৈতিক ইতিহাস।
১. কি ধরণের সমস্যার কারণে দেশ ভাগ হলো।
২. ভাষা আন্দোলন প্রেক্ষাপট।
৩. কি কারণে ৭১ এ যুদ্ধ হলো। সমস্যা গুলো কি ছিল।
৪. কি কারণে বঙ্গবন্ধু খুন হলো। জটিলতা গুলো কি ছিল এবং ঐদিন কি হইছিলো (যদিও শুধুমাত্র এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানালেও ভালো হয়)
৫. এরশাদের ভালো মন্দ দিকগুলো কি ছিল।
৬. কিভাবে আওয়ামী এবং বিনপি একহয়ে এরশাদকে ক্ষমতাচ্যুত করলো।
৭. এসবকিছুতে জিয়ার ভূমিকা কি ছিল।
৮. পরবর্তী সময়ের নির্বাচন কেন্দ্রিক দুর্নীতি ইত্যাদি।
Love how you say things. Love to learn from you 👍
আমিও এমন সব তথ্য খুজছিলাম যেখানে ডাঃ ইউনিস এর পুরা জীবনের মেইন কাহিনী গুলো জানতে পারবো। ফাইনালি খালিদ ফারহান ভাইয়ের টা পেলাম। সত্যি সব তথ্য একসাথে পাওয়ার পর আমি খুব খুশি। আমি খালিদ ফারহান ভাইকে সেই ৪০কে+ সাব থেকে ফলো করি এবং প্রায় সব ভিডিও আমার দেখা হয়েছে। দোয়া করি সবসময় সুস্থ থাকেন এবং আমাদেরকে এভাবে সেবা দিয়ে যাবেন।
উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা হয়নি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
আমি অনেক আগে থেকেই ডঃ ইউনুস স্যার কে অনেক পছন্দ করি। সত্যি তার মত মহান ব্যক্তি কে খুবই আনন্দিত
Khub chomotkar babe tule dhorar jonno dhonnobad❤
ধন্যবাদ এই ভিডিওটা দেওয়ার জন্য।
ফারহান ভাই আপনি যদি রাত ৩ বাজেও ভিডিও আপলোড দেন, তবুও পুরো ভিডিও দেখা মিস হবে না। আপনার ভিডিও এতটাই আগ্রহ নিয়ে দেখি ❤
Thanks so much bhai
❤❤❤
♥️♥️♥️♥️♥️@@iamkhalidfarhan
স্যার ফজলে হাসান আবেদ এর উপর ভিডিও বানানোর জন্য অনুরোধ করছি। বাংলাদেশের মতো ব্যবসা প্রতিকূল পরিবেশে তিনি কিভাবে ব্যাংক- বিকাশ প্রতিষ্ঠা করলেন, কোয়ালিটি প্রতিষ্ঠান আড়ং, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। আবার গ্রামে স্কুল স্বাস্থ্যসেবা করেছে, বিশ্বের বড় এনজিও হয়েছে। এটা তরুনদের জানা দরকার।
গ্রামীণ ব্যংক সম্পকে আমার নিজ চোখে দেখা সেটা হলো কিস্তি দিতে কষ্টকর ছিলো তবে সবার মধ্যে ইউনিট ছিলো।এবং অনেকে গরীব অবস্হা থেকে ভালো অবস্হানে গিয়েছে সন্তানদের পড়াশুনা করে উন্নাত ছিলো।আমার মা নিজেই এর সাথে জড়িত ছিলো আমি নিজে হাতেি কিস্তি পরিষদ করছি।আসলে মানুষের অনেক কষ্টের সময় গুলো গ্রামীণ ব্যংক পাশে ছিলেন।তবে সুদের বিষয়টা হলো ওনাকে বিষয়টা বুঝালেই হয় আলেম সমাজ।আসলে ওনার মত টেলেন্ট ব্যক্তির খুব প্রয়োজন। ওনার বয়স হয়েছে উনি কি আর এখন দেশের কোন ক্ষতি করবে?ওনার চাওয়া পাওয়ার কি আছে দেশের উন্নীত করা ছাড়া?
তার এখন দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে দেশের উন্নয়ন অন্য একটি হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিধন।
Banking system cannot run without interest. Interest is the profit on which banks are built on. Apart from that, interest is one of the core things of economics. Without interest, economy will collapse.
ডঃ মুহাম্মদ ইউনূস স্যার আমার খুব প্রিয় ব্যক্তিত্ব অনেক আগে থেকেই। উনার শুভ কামনা করছি।
অপেক্ষাতে ছিলাম ভিডিওর জন্য। ধন্যবাদ।
গ্রামীণ ব্যাংকের চাঁদপুর শাখা আমার বাসার অপজিটে বারিন্দা থেকে দেখা যায়.
আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে আছে যে তারা আমাদের বিল্ডিং এর ফ্যাট ভাড়া করেও ব্যাংক স্থাপন করে
তখন অবশ্য জানতাম না যে গ্রামীণ ব্যাংক এমন একজন মানুষের দ্বারা তৈরি অথবা তারই মালিক বর্তমানে এ দেশের সরকার হবে
চাদপুর কোন জায়গায়, সদরে নাকি মতলবের দিকে?
@@moinul2006 Sadar a .
@@moinul2006 Ami MAin Sadar a thiki
উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা হয়নি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
আপনি যেমন কোন কিছুই না ভেবেই বলতে পারছেন ঠিক তেমনি আমরাও কোন কিছু না ভেবে কমেন্ট করতে পারছি, স্ট্যাটাস দিতে পারছি। BTW we are looking for shotruzzz 🔥
শত্রুজ😂😂😂
WC 2 BD 2.0
২ মিনিট ভিডিও দেখতে এসে পুরোটা দেখে ফেলাম৷ করন উপস্থাপনা সুন্দর।
আসসালামুয়ালাইকুম ভাই আপনার ভিডিওগুলো অনেক সুন্দর খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করতে পারেন ভিডিও গুলো ধন্যবাদ আপনাকে
আসসালামু আলাইকুম ভাইয়া অনেকদিন পর আপনার ভিডিও এর নোটিফিকেশন পেলাম
একজন প্রকৃত দেশপ্রেমিককে আর একজন দেশখেকু ঘৃনা করবে এটা স্বাভাবিক।
বুঝেছি আপনি আমাদের দলিয় ভাই😂। ভাল্লাগছে❤❤
I love him 💗 and really very proud that he is a Bangladeshi and also regret the fact that we couldn't give him that much appreciation and respect for his work which he deserve...
Dr yunus ke amr personally onek Smart mone hoy,,❤❤Bangladesh er gorbo uni.
Notification hit me... Hey bruh love from oman
Thanks, bro! Great video. A lot of people dislike Dr. Yunus without understanding the real story. During their rule, AL controlled everything, so when they painted Dr. Yunus as a villain, many people just believed it without questioning or researching the truth. Dr. Yunus’s vision to transform Bangladesh was a significant threat to the corrupt and dictatorial forces. I deeply respect everyone, especially the young students, who stood up against an authoritarian regime. I’m very optimistic about the new generation, and I pray they will steer our beloved country toward a prosperous and victorious future. Long live Bangladesh.
ওনার লাইফ স্টোরিটা শুনে সত্যিই আমার ওনার প্রতি ভালোবাসা বেড়ে গেল ❤
First Views, Like and comment with share
ড. ইউনুস নিয়ে আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম.....Thanks.
ওনার ব্যাপারে যত জানি ,ওনাকে যত দেখি ততই মনে হয় ওনাকে যদি সম্মান প্রদর্শন করার কোনো সুযোগ পাওয়া যেত।
ওনার কথা যতই শুনছি ততই আমার ভালো লাগতেছে,আরো শুনতে চাই প্রিয় ভাই।💘
খুব মনোযোগ সহকারে পুরোটা দেখতে বাধ্য হলাম। It's a really informative video. Thanks for sharing with us.
দরকারি ভিডিও, ধন্যবাদ ভাই
অসাধারণভাবে সাজিয়ে কথা বলেন ভাইয়া,❤❤
ফারহান ভাই আমাদের পাঠ্যবই এ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক নেতাদের নিয়ে তেমন কোনো ইতিহাস বা তথ্য নেই।আপনি এর উপর একটা ভিডিও বানালে উপকৃত হবো।