রুফ টপ কটেজেস এর ভাড়া সহ যাবতীয় তথ্যের জন্য ওদের ফোন করুন, কবে যাবেন, কত দিন থাকবেন, কতজন যাবেন তার উপর ভাড়া নির্ভর করে| ফোন নাম্বার ডেস্ক্রিপ্শন বক্স এ পাবেন| একটা কথা খেয়াল রাখবেন, এখানে থাকলে নৈনিতাল যাতায়াত খরচ কিন্তু 2000 এক্সট্রা| আর 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে নৈনিতাল থেকে|
শুরু থেকেই এই সিরিজ দারুন উপভোগ্য হয়ে উঠেছে। এই পার্ট টাও খুব জমজমাট লাগলো। শিকারা চালানোতে জিতে আপনি হয়তো খুব আনন্দ পেয়েছেন, কিন্তু আপনাদের বাচ্চাদের মত খুনসুটি আমার মন জিতে নিয়েছে। দারুন লেগেছে।
নৈনিতালের নতুন জায়গার সন্ধান পেলাম আপনার কাছে👍।চেষ্টা থাকবে এবছর ই যাবার।লেকে ভেসে থাকার আনন্দ দারুণ।আমি একা একঘন্টা ঘুরেছি।আপনারা!!তবে আমার চেনা জায়গায় দুটি অসাধারণ দৃশ্য দেখলাম আপনার এখানে।জল এতটাই স্বচ্ছ যে ক্যামেরায় ধরা পড়েছে কত মাছ ঘুড়ে বেড়াচ্ছে জলে।আর যেটা দেখে মুগ্ধ হয়ে অপেক্ষায় থাকবো পরবর্তী ছবির জন্য,তা হল আগুনে রাঙা পর্বতশৃঙ্গ!! কী ভীষণ সুন্দর!!চোখ জলরাশি ছেড়ে ঐ মন্ত্র মুগ্ধ দৃশ্যের পথে। অভিনেতা উৎপল দত্তের আগন্তুক ছবির কথা কি বলছিলেন!আপনার প্রশ্নটা ঠিক ধরতে পারিনি।তবে অপেক্ষায় পরের পর্বের...।বেশ তো হামাগুড়ি দিচ্ছেন এখনো গুহারাজ্যে।এই জায়গা খুব ভালো লাগল।কিন্তু এর পর ও কি আপনাকে ৫০ বলা যাবে!!!!আমি তো মানতে রাজি ন ই!!এই বয়সে হামাগুড়ি!!!!!!!👌😍🙏
1983 সালে December এ বিয়ে ।১৯৮৪ সালে নতুন স্ত্রী কে সংগে নিয়ে হানিমুনে গিয়েছিলাম নৈনিতাল । নবযুগলের নৌকা ভ্রমণ এই বৃদ্ধ একটা সুন্দর স্মৃতি হয়ে আছে । এরপরেও চারবার গিয়েছিলাম । শৈল শহরের মধ্যে আমার প্রিয় নৈনিতাল । আপনাদের দুজনের ভিডিও দেখে পুরনো স্মৃতি বিজড়িত হয়ে পড়লাম । অনুপ্রেরণা হিসেবে ছিল রম্যানি বীক্ষের কূমায়ুন পর্ব । দুজনেই ভালো থাকবেন।
খুব ভালো হয়েছে ভিডিওটা.. আমি আপনার বড় ফ্যান..নৈনিতালে থুপকা খেয়ে দারুন লেগেছিল.. আবার মনে পড়ে গেল সেই দিন গুলোর কথা.. ভালো থাকবেন.. সুস্থ থাকবেন..আর এরকম সব চমকপ্রদ ভিডিও দিতে থাকবেন..🙏🙏
Dada tomar tulona tumi nijei...protidin nijeke nejer theke ছাপিয়ে jacho...tomar pronounciation r voice ta sotti khub sundar..khub valo lagbe tomar sathe alap hole..ami nijeo tomar moto ghorar pagol..khub valo theko..emon kore r o , ro tomar nam hok..sustho theko..tomar sathe kotha bolar khub iche roilo.. 🙏🙏🙏🙏
বাংলা ভাষায় উপস্থাপনা ভ্রমণপিপাসু মানুষের কাছে আপনি একটি দৃষ্টান্ত। সব থেকে বড় কথা হল আপনার ভিডিও এক সেকেন্ডের জন্য আমি স্কিপ করিনি। আপনার উপস্থাপনা এক কথায় অসাধারণ চমৎকার প্রশংসার দাবি রাখে। আমরা অপেক্ষা করবো আপনার পরবর্তী ভিডিওর জন্য। ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখতে ভুলবেন না।❤️❤️🙏
I stayed at Nainital for 2 years. Really it is a wonderful hill station. The weather is mostly enjoyable except December, January and Feburary when it becomes intensely cold. Your UA-cam presentation came alive and made it enjoyable. Thank you.
দারুণ লাগলো আপনাদের Nainital ভ্রমণের vdo গুলো. যেমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য তেমনই সুন্দর উপস্থাপনা. আমরা 1984 এ গেছিলাম, সেই স্মৃতি চোখের সামনে ভেসে উঠল. তখন এতো স্পট ছিলো না তাই কিছু স্পট দেখা হয়নি. খুবই সুন্দর লাগলো আপনাদের ভ্রমণের পরিকল্পনা.
It is because of the regional language Bengali,which is not comprehensive to the people in most part of India and abroad..had the oration been in English or even in Hindi the subscribers would have crossed 10 lacs conservatively..Shivaji with his deliberation,his smart body language ,content and it's presentation reigns supreme.. 👍
নৈনিতাল সিরিজ টা দেখব দেখব করে একবারে দেখা হচ্ছিল না,কারণ নৈনিতালের সৌন্দর্য চেটেপুটে উপভোগ করতে গেলে হাতে প্রয়োজন সময়ের যেটা আমার একদম হচ্ছিল না।অনেক দিন পর আজ সময় পেতেই আপনার নৈনিতাল এপিসোড টা খুলে বসলাম, যা আমাকে উড়িয়ে নিয়ে গেল ২১ বছর আগে।আমার প্রথম নৈনিতাল দর্শন ২০০১ এ তখন আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রী।তখন নৈনিতালের অপার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলাম।আজ আপনার ব্লগ দেখে আবার নতুন করে নৈনিতালের প্রেমে পড়লাম।আপনার ভিডিওর সাথে আমিও কতকটা ঘুরে এলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে।আপনার অনবদ্য উপস্থাপনার হাত ধরে আমরা সকল দর্শক আল্পস পর্যন্ত ঘুরে আসতে পারি।অসংখ্য ধন্যবাদ আপনাকে।🙏
There are TWO CONCEPTS in this Story which are beyond Nainital, beyond the lake and the mountains. I would like to put within QUOTES. (1) " Let the bachelor be SET FREE to fulfill all his DREAMS. ( Ref: In the Bat Cave). (2) " I could DO many things in my life if I tried MY HANDS. " ( Ref: Boating in Naini lake). The two take aways. The two time tested ETERNAL TRUTHS of LIFE FOR ALL. Lastly the presentation of FOOD AND DINING is FLAWLESS, PERFECT. All suggestions are implemented. Superb Editing. Thanks to Explore Shibaji for such a wonderful gift.
খুব সুন্দর হয় আপনার vdo গুলো এবং আপনার উপস্থাপনা। সঙ্গে পৃথ্বীরাজবাবুর কথাও না বললে নয়।উনি না থাকলে vdo অসম্পূর্ণ লাগে। এই vdo তে ফটোগ্রাফিও খুব ভালো লাগলো।
ছাত্র জীবন থেকেই নৈনিতাল যাওয়ার খুব শখ, যাবো হয়তো একদিন, তার আগেই শিবাজি বাবুর ভিডিও দেখে অর্ধেক মনের সাধ মিটে গিয়েছে, ভালো থাকুন শিবাজি, আর আপনার প্রতিটি ভিডিও আমি অন্তত ৩/৪ বার দেখি ( তানসেন, ঢাকা,বাংলাদেশ)
আপনার ভিডিও দেখলেই ভালো লাগার অনুভূতি তৈরি হয়। মনে হচ্ছে এক্ষুনি ছুটে চলে যাই নোইনিতাল। ক্লাস এইটে যখন পড়তাম , বাবার সাথে গিয়েছিলাম। ছিলাম নব নির্মিত তাল্লিতাল KMVN এ। ১৯৮৯...
ওঃ শেষমেশ দেখা হল। সত্যি কথা বলতে তোমার আর কয়েকজনের ভ্লগ না দেখতে পারলে ভেতরে একটা অস্বস্তি হয়। ভ্লগ নিয়ে নতুন কী আর বলব । তোমাদের ভ্লগ আর তোমরা দুজন ক্রমশ স্মার্টতর হয়ে উঠছ।👍👍
ইসস কি দারুন প্রকৃতি আর তার সৌন্দর্য্য। পাহাড়ের কোলে তোমাদের থাকার জায়গাটা দারুন। গুহার মধ্যে দিয়ে ওই ভাবে যাওয়া খুব রোমাঞ্চকর। পুরো ভিডিও টা খুব ভালো লাগলো।
রুফ টপ কটেজেস এর ভাড়া সহ যাবতীয় তথ্যের জন্য ওদের ফোন করুন, কবে যাবেন, কত দিন থাকবেন, কতজন যাবেন তার উপর ভাড়া নির্ভর করে| ফোন নাম্বার ডেস্ক্রিপ্শন বক্স এ পাবেন|
একটা কথা খেয়াল রাখবেন, এখানে থাকলে নৈনিতাল যাতায়াত খরচ কিন্তু 2000 এক্সট্রা| আর 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে নৈনিতাল থেকে|
Description box e kichui to nai. :(
@@elearning3644 মন দিয়ে দেখুন।
@@explorershibaji apni ar ekbar nije mon diye dekhun
@@durantadutta2070 vlo kore dekh...
@@explorershibaji dvvff
এরকম একজন বন্ধু থাকলে জীবনের অনেক ঝড় ঝাপটা সামলে ফেলা যায়। খুব ভাগ্যবান দের এরকম বন্ধু হয় এটা অবশ্য আমার বেকতিগত মতামত
আপনাদের জুটিটা আমার দারুন লাগে জয় আর বিরুর মতো 👌👌👌
মনের কথা বললেন।
Suchtra Uttam bolle Ki khub kharap hobe jutita
উপস্থাপনা টা যতো দিন যাচ্ছে ততই ধারালো হয়ে উঠছে। Fantastic
Akdom sohomot apnar sathe
Ekdom thik bolechen
Dharalo noy go shudhu
Khurdhar
সেরা সেরা !!!!!!
বৈঠা দারুন চালিয়েছেন আপনি , কিন্তু গানে পৃথ্বিজিৎ 👌👌 । 😄😄
শুরু থেকেই এই সিরিজ দারুন উপভোগ্য হয়ে উঠেছে। এই পার্ট টাও খুব জমজমাট লাগলো। শিকারা চালানোতে জিতে আপনি হয়তো খুব আনন্দ পেয়েছেন, কিন্তু আপনাদের বাচ্চাদের মত খুনসুটি আমার মন জিতে নিয়েছে। দারুন লেগেছে।
বৈঠা শিবাজী বাবু ভালো চালিয়েছেন, কিন্তু rock climbing এ পৃথিজীত বাবু সেরা। দারুন উপস্থাপনা, খুব ঝলমলে episode 👍👍 খুব উপভোগ করলাম।
সত্যি ভালো বন্ধু এরকম বন্ধু পেলে গোটা ভারত ঘোরা যায় এমনকি বিদেশেও ভালো লাগলো নৈনিতাল পরবর্তী পর্বের জন্য আশায়ে রইলাম
দাদা খুব সুন্দর দৃশ্য ভালো লাগলো খুব সুন্দর করে আপনি বলেছেন ধন্যবাদ 👍 আপনাকে ধন্যবাদ 👍🚩
কর্মসূত্রে আট মাস কাটিয়ে ছিলাম ২০১৬ সালে ,
আবারও ফিরে দেখার অপেক্ষায় আছি আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যমে ।
ধন্যবাদ শুভ। 😇😇
Apner video er jonyo nainital ghore bosei ghure nilam😊👏👏
নৈনিতালের নতুন জায়গার সন্ধান পেলাম আপনার কাছে👍।চেষ্টা থাকবে এবছর ই যাবার।লেকে ভেসে থাকার আনন্দ দারুণ।আমি একা একঘন্টা ঘুরেছি।আপনারা!!তবে আমার চেনা জায়গায় দুটি অসাধারণ দৃশ্য দেখলাম আপনার এখানে।জল এতটাই স্বচ্ছ যে ক্যামেরায় ধরা পড়েছে কত মাছ ঘুড়ে বেড়াচ্ছে জলে।আর যেটা দেখে মুগ্ধ হয়ে অপেক্ষায় থাকবো পরবর্তী ছবির জন্য,তা হল আগুনে রাঙা পর্বতশৃঙ্গ!! কী ভীষণ সুন্দর!!চোখ জলরাশি ছেড়ে ঐ মন্ত্র মুগ্ধ দৃশ্যের পথে। অভিনেতা উৎপল দত্তের আগন্তুক ছবির কথা কি বলছিলেন!আপনার প্রশ্নটা ঠিক ধরতে পারিনি।তবে অপেক্ষায় পরের পর্বের...।বেশ তো হামাগুড়ি দিচ্ছেন এখনো গুহারাজ্যে।এই জায়গা খুব ভালো লাগল।কিন্তু এর পর ও কি আপনাকে ৫০ বলা যাবে!!!!আমি তো মানতে রাজি ন ই!!এই বয়সে হামাগুড়ি!!!!!!!👌😍🙏
He is 18. Teen eager daughter
Don't worry
Gradually decreasing the age of regular Tourist
Because they enjoy all the times
ম্যাল বা মল,তবে ম্যাল শুনতে ভালো লাগে।
কোথাও এই মুহূর্তে যেতে না পারলেও আপনার ভিডিও দেখে আমার মানস ভ্রমণ খুব ভালো হয়।।ভীষণ ভালো তথ্য।।কখনো কোথাও গেলে নিশ্চিতরূপে কাজে লাগবে।
কিছু বলার নেই।। কি বানিয়েছ গুরুদেব ♥️♥️♥️
Joy Baba Guru jee Ki Joy
1983 সালে December এ বিয়ে ।১৯৮৪ সালে নতুন স্ত্রী কে সংগে নিয়ে হানিমুনে গিয়েছিলাম নৈনিতাল । নবযুগলের নৌকা ভ্রমণ এই বৃদ্ধ একটা সুন্দর স্মৃতি হয়ে আছে ।
এরপরেও চারবার গিয়েছিলাম । শৈল শহরের মধ্যে আমার প্রিয় নৈনিতাল । আপনাদের দুজনের ভিডিও দেখে পুরনো স্মৃতি বিজড়িত হয়ে পড়লাম ।
অনুপ্রেরণা হিসেবে ছিল রম্যানি বীক্ষের কূমায়ুন পর্ব ।
দুজনেই ভালো থাকবেন।
অপূর্ব সুন্দর লাগলো আপনার ভিডিও। নৈনিতালে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত দৃশ্য গুলো বেশ ভালো লেগেছে। নৈনিতালের লেক দারুন সুন্দর লাগলো দাদা। ভালো থাকবেন।সুস্থ থাকবেন। পরের ভিডিও দেখার অপেক্ষায় রইলাম।
Khub sundar Lak ta
Eto sundr kotha bolen... Dada.. Mon bhore Jay.. Apnar bachonbhongi..uposthapona.... Biboron.. Asadharan.... Ebhabei egiyei jan
One of the beautiful and colourful vlog by You Boss. সত্যি অনবদ্য জায়গা , বেড়িয়ে আসতে ইচ্ছে করছে ।।। দারুন
Ghure aso. Ichhe thaklei upay hobe
Asadharon jayega tar sathe apnar awesome kanthoswar......joto dekhi mone hoe abar dekhi
একটাই কথা বলব, যা যা দেখিলাম, জন্ম জন্মান্তরেও তাহা ভুলিব না। প্রকৃতির কি অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য, আমি মুগ্ধ হয়ে গেলাম। ❤️❤️❤️❤️
Mugdha hoye chokhe dekhechhi
Dur hote tomarei dekhchhi
Baje kinkini rinkini
Mone mone kato chhabi akechhi
খুব ভালো। অনেক পুরোনো স্মৃতি মনে পড়ছে। আমরা ও ম্যাল বলি
শিবাজীদা আমি আমার পরিবারের সাথে 2017 সালে নৈনিতাল গেছিলাম তোমার ভিডিওগুলো দেখে সব পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল সত্যিই অসাধারণ সুন্দর এই শহর ❤️
দারুণ সুন্দর। শিবাজীর উপস্থাপনা চমৎকার।তরুণ বনদপাধয়ের গাওয়া উৎপল দত্তর লিপে গানটি ময়না ছবির।
খুব ভালো হয়েছে ভিডিওটা.. আমি আপনার বড় ফ্যান..নৈনিতালে থুপকা খেয়ে দারুন লেগেছিল.. আবার মনে পড়ে গেল সেই দিন গুলোর কথা.. ভালো থাকবেন.. সুস্থ থাকবেন..আর এরকম সব চমকপ্রদ ভিডিও দিতে থাকবেন..🙏🙏
Dada tomar tulona tumi nijei...protidin nijeke nejer theke ছাপিয়ে jacho...tomar pronounciation r voice ta sotti khub sundar..khub valo lagbe tomar sathe alap hole..ami nijeo tomar moto ghorar pagol..khub valo theko..emon kore r o , ro tomar nam hok..sustho theko..tomar sathe kotha bolar khub iche roilo.. 🙏🙏🙏🙏
@@rajarshibiswascse Thanks vaiti for blessings
U also blesseD BY me me
Aapnader dui bandhur chhele manushi satyi vishon upavogya.Aamar to shashaber sumodhur smriti gulo dal bedhe saamne aaschhe. Darun
বা শিবাজী বাবু, ন্যয়ে ট্রাইপড, ন্যয়ে ভ্লগ। পুরনো একটা অ্যাডের সুরে বললাম। থাম্বনেলটা বেশ হয়েছে। তোমার ছক ভেঙে বেরিয়েছ। 👍
নাহ এটা পুরোনো টাই, 3 way folding monopod. 😊😊😊
ধন্যবাদ!! 😇😇😇
Khub sundor nainital 👍👍♥️♥️
Sob unknown unknown destination
দারুণ সুন্দর!
'মল' অথবা 'ম্যাল' দুটোই ঠিক, একটি ব্রিটিশ উচ্চারণ অন্যটি আমেরিকান।
বাংলা ভাষায় উপস্থাপনা ভ্রমণপিপাসু মানুষের কাছে আপনি একটি দৃষ্টান্ত। সব থেকে বড় কথা হল আপনার ভিডিও এক সেকেন্ডের জন্য আমি স্কিপ করিনি। আপনার উপস্থাপনা এক কথায় অসাধারণ চমৎকার প্রশংসার দাবি রাখে।
আমরা অপেক্ষা করবো আপনার পরবর্তী ভিডিওর জন্য। ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখতে ভুলবেন না।❤️❤️🙏
I stayed at Nainital for 2 years. Really it is a wonderful hill station. The weather is mostly enjoyable except December, January and Feburary when it becomes intensely cold. Your UA-cam presentation came alive and made it enjoyable. Thank you.
আপনার ভিডিও দেখে নতুন ভাবে বেড়ানোর,এবং ট্রেন ভ্রমণ পিপাসু করে তুলেছে। বাংলা তে এইরম ভিডিও আগে দেখিনি, অসাধারণ শিবাজী দা।
The boat guy was friendly. Beautiful nature, weather and on top beautiful friendship.
Anekdin por abar apnar chokh die Naital dekhe mon ta bhore galo.... 👍👍❤❤
দিন যত যাচ্ছে আপনার উপস্থাপনা ততোই ভালো হচ্ছে স্যার 👌👌আর ভিডিও নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই প্রতিবারের মতোই খুবই সুন্দর ❤️❤️
দারুণ লাগলো আপনাদের Nainital ভ্রমণের vdo গুলো. যেমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য তেমনই সুন্দর উপস্থাপনা. আমরা 1984 এ গেছিলাম, সেই স্মৃতি চোখের সামনে ভেসে উঠল. তখন এতো স্পট ছিলো না তাই কিছু স্পট দেখা হয়নি. খুবই সুন্দর লাগলো আপনাদের ভ্রমণের পরিকল্পনা.
Ami jinoneo oi cave a jabona. O dekhei suffocation hoch6ilo! Tobe opurbo sundor laglo!!
Recently started watching your vlogs, and now i'm big fan of yours. Eagerly waiting for a new exiting video.
Thank you so much, stay tuned!!😊😊
Mil jayega beti jaldi se jaldi
দুর্দান্ত ভিডিও 👌👌👌👌👍👍👍শিবাজী দা সবেই এক্সপার্ট, বোট চালানো, গুহা তে ঢোকার চ্যালেঞ্জ, অনবদ্য তবে পৃথ্বিজীৎ দা গুহা র ভেতরে দারুন ক্রস করলেন....👌👌👌👌দারুন সুন্দর ট্রিপ 👍👍👍👍
*You deserve much more subscriber.I think,you are the most underrated youtuber of bengal.*
100% Right
Exactly👌
It is because of the regional language Bengali,which is not comprehensive to the people in most part of India and abroad..had the oration been in English or even in Hindi the subscribers would have crossed 10 lacs conservatively..Shivaji with his deliberation,his smart body language ,content and it's presentation reigns supreme.. 👍
Eto sundor presentation.eto sundor frndship.Dekhe chokh bhore jai.Apnar voice tau khub sundor
Saw Nainital after ages! Your video is excellent! Brought back many memories. Nainital is grown since we visited there.
Khub khub enjoy korlam sibaji da apni khub bhalo thakun
একজন ভোজন রসিক বাঙ্গালী যেমন নানান খাবারের ঠিকানা পায় আমার channel এ, তেমনি ভ্রমণ প্রিয় বাঙালিরা উপভোগ করে নানান জায়গা তোমার কাছে। সত্যি বন্ধু অপূর্ব সুন্দর উপস্থাপনা।
Akdom sotti
@@AKASHSAHASAVLOGS Thank you.
Vojon Vraman 2 toi pachho
Kam Vagya Tomader. Amader
নৈনিতাল সিরিজ টা দেখব দেখব করে একবারে দেখা হচ্ছিল না,কারণ নৈনিতালের সৌন্দর্য চেটেপুটে উপভোগ করতে গেলে হাতে প্রয়োজন সময়ের যেটা আমার একদম হচ্ছিল না।অনেক দিন পর আজ সময় পেতেই আপনার নৈনিতাল এপিসোড টা খুলে বসলাম, যা আমাকে উড়িয়ে নিয়ে গেল ২১ বছর আগে।আমার প্রথম নৈনিতাল দর্শন ২০০১ এ তখন আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রী।তখন নৈনিতালের অপার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলাম।আজ আপনার ব্লগ দেখে আবার নতুন করে নৈনিতালের প্রেমে পড়লাম।আপনার ভিডিওর সাথে আমিও কতকটা ঘুরে এলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে।আপনার অনবদ্য উপস্থাপনার হাত ধরে আমরা সকল দর্শক আল্পস পর্যন্ত ঘুরে আসতে পারি।অসংখ্য ধন্যবাদ আপনাকে।🙏
There are TWO CONCEPTS in this Story which are beyond Nainital, beyond the lake and the mountains. I would like to put within QUOTES. (1) " Let the bachelor be SET FREE to fulfill all his DREAMS. ( Ref: In the Bat Cave). (2) " I could DO many things in my life if I tried MY HANDS. " ( Ref: Boating in Naini lake). The two take aways. The two time tested ETERNAL TRUTHS of LIFE FOR ALL. Lastly the presentation of FOOD AND DINING is FLAWLESS, PERFECT. All suggestions are implemented. Superb Editing. Thanks to Explore Shibaji for such a wonderful gift.
খুব সুন্দর হয় আপনার vdo গুলো এবং আপনার উপস্থাপনা। সঙ্গে পৃথ্বীরাজবাবুর কথাও না বললে নয়।উনি না থাকলে vdo অসম্পূর্ণ লাগে। এই vdo তে ফটোগ্রাফিও খুব ভালো লাগলো।
অসাধারণ সুন্দর লাগলো দাদা তোমরা 2জন খুব ফেমাস হয়ে উঠছো ভীষণ ভালো লাগলো ভিডিও টা খুব খুব ভালো লাগলো।
খুব সুন্দর লাগলো, এর জন্যই তো সব সময় অপেক্ষা করি কখন আপনার ভিডিও আসবে। দারুণ দাদা পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষায় রইলাম। ❤❤❤❤❤❤
অসাধারণ অতুলনীয়।নৈনি লেক,কেভ গার্ডেন, নয়না দেবীর মন্দির খুব সুন্দর।আর রিসর্ট টা দুর্দান্ত
ছাত্র জীবন থেকেই নৈনিতাল যাওয়ার খুব শখ, যাবো হয়তো একদিন, তার আগেই শিবাজি বাবুর ভিডিও দেখে অর্ধেক মনের সাধ মিটে গিয়েছে, ভালো থাকুন শিবাজি, আর আপনার প্রতিটি ভিডিও আমি অন্তত ৩/৪ বার দেখি ( তানসেন, ঢাকা,বাংলাদেশ)
Darun bhalo laglo anek din par apnar chokh diye abar nainitalke dekhlam
আপনার ভিডিও দারুন সবসময় ভালো থাকবেন আর আমাদের সুন্দর সুন্দর জায়গা দেখান আর সুন্দর জুটি টা সারাজীবন থাকুক এটাই কামনা
2012 সালে গিয়েছিলাম, স্মৃতি সতেজ হয়ে গেলো। অসাধারণ, অনুভূতি বর্ণনা করার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়
এই প্রতিবেদনটি চিরচেনা নৈনিতালকে এক আশ্চর্য নতূনরূপে প্রকাশ করেছে। এটা এই চ্যানেলের একটি অন্যতম সেরা প্রেজেন্টেশন। ধন্যবাদ শিবাজি বাবু ।
Uttarakhand দারুণ, পুরোনো স্মৃতি মনে পড়ে গেল
আপনার গলার স্বর, কথা বলার ধরন খুব সুন্দর। আমি ভক্ত হয়ে গেছি আপনার।
অপুর্ব নৈসর্গিক দৃশ্য, খুব ভালো লাগলো 👌
আপনার ভিডিও দেখলেই ভালো লাগার অনুভূতি তৈরি হয়। মনে হচ্ছে এক্ষুনি ছুটে চলে যাই নোইনিতাল। ক্লাস এইটে যখন পড়তাম , বাবার সাথে গিয়েছিলাম। ছিলাম নব নির্মিত তাল্লিতাল KMVN এ। ১৯৮৯...
Amra ai pujoi 2021 e gachilam...Nainital khub enjoy korechi...darun laglo blog r uposthapona
অসাধারণ লাগলো ভিডিওটা.... সত্যিই মন ভরে গেলো.... 👍💕🙏
2018 সালে গিয়েছিলাম. এই ভিডিওর মাধ্যমে আবার ঘোরা হয়ে গেল.. দারুন লাগলো দাদা
অসাধারণ অসাধারণ আমি এখনো নৈনিতাল যাইনি কিন্তু আপনার আপনার এই ভিডিও দেখে আমার ওখানে যাওয়ার আগ্রহ দ্বিগুণ হয়ে গেল
অসাধারণ লাগলো . সব সময়ে আপ্নার ভিডিওর অপেক্ষায় থাকি 😊😊👍👍
Shivaji da apnar Nainital Blog ta khub valo laglo thank you
ওঃ শেষমেশ দেখা হল। সত্যি কথা বলতে তোমার আর কয়েকজনের ভ্লগ না দেখতে পারলে ভেতরে একটা অস্বস্তি হয়। ভ্লগ নিয়ে নতুন কী আর বলব । তোমাদের ভ্লগ আর তোমরা দুজন ক্রমশ স্মার্টতর হয়ে উঠছ।👍👍
Wonderful voice u have like Satyajit Ray and awesome presentation
Darun laglo eto sundor sotii miss kora jaye na .
নৈনিতাল বাঁঙালিদের ঘোরার জন্য খুব সুন্দর জায়গা। আর তুমি ব্লগ কোরছো দেখে আরো ভালো লাগছে জায়গাটাকে। তোমার ভিডিওগ্রাফি অসাধারন।
Dirgha apekshar abosan holo.Khub aanande mon vorlo.Evabei sabar aanande samil hote thakun.
Darun onek jaiga ghora holo apnader songe
পরের episode দেখার জন্য অপেক্ষায় থাকলাম
আপনার কথাটা শুনে মনে হল সোনার কেল্লা সেই জ্যাঠামশাই।।। জীবনে আমি চাইলে অনেক কিছুই করতে পারতাম।।। যাইহোক দাদা অপেক্ষায় আছি আরো ভালো ভিডিও দেখার জন্য
ai porbe longka ta missing chilo.darun laglo..
এই ট্রিপ টা আমি আমার বুলেট মোটরসাইকেল নিয়ে করতে চাই। রিসর্ট টা দুরন্ত। আর গুহা টা সত্যিই রোমাঞ্চকর। তালের পাশের রাস্তা যেটা দিয়ে আপনারা রিকশা করে গেলেন, সেটা তো simply paradisal. মোটা না স্বাস্থ্য ভালো জোক টা অনন্য। Same as bachelor ছেলের আনন্দ। এইরকমভাবে ভিডিও কেউ বানায় না ইউটিউবে। নয়না দেবীর মন্দির টা মনোমুগ্ধকর। ভিডিও কোয়ালিটি এত ভালো যে বলার নয়। দাদা, আপনি দুর্দান্ত কাজ করছেন। প্যাডল বোটের আপনাদের enjoyment টা বেশ ঈর্ষনীয়। জলের রং টা পাগল করে দেওয়ার মতো। বোটিং এ আপনি ফাটিয়ে দিয়েছেন দাদা। নিজের অজান্তেই আপনাদের সহচর হয়ে উঠেছিলাম যেন। কখন যে হাসছি, কখন যে ভাবুক হয়ে যাচ্ছি, নিজেই জানিনা।
খুব ভালো লাগল একটা সুন্দর ভিডিও মন ভালো করে দেয়
দুর্দান্ত উপস্থাপনা,নৈসর্গিক দৃশ্য মনভরে উপভোগ করলাম, এক কথায় অপূর্ব। বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ শিবাজি ভাই।
Ki j opurbo sundor laglo...bole bojhate parbo na...
মন্ত্রমুগ্ধের মত শুনি ও দেখি।প্রত্যেক বার
সেরা টা দিয়ে চলেছেন। ভালো থাকবেন।
Ki Opurbo lagche Nainital, darun sunny weather temon oshadharon r informative apnar vlog... Very Nice 🌼
বিকল্প নেই আপনার, fantastic.
সেই 2001 সালে গেছিলাম, আপনার চোখ দিয়ে পুরোনো নৈনিতাল কে ফিরে দেখছি। দারুণ উপস্থাপনা।
ধন্যবাদ!!😊😊
দারুণ লাগছে, আমি তো সবসময় ই আপনাদের সাথে আছি, নৈনিতালের স্মৃতি গুলো আমাকে আবার নতুন করে আবেগ তাড়িত করছে, কি যে বলবো! ভালো থাকবেন।
Khub valo laglo kintu eituku dekhe mone vore na mone hoy arektu dekhi.
অনেক দিন পর একটা ভালো ভিডিও দেখলাম। অনেক স্ম্তি সামনে চলে এল। ধন্যবাদ।
Ki sundor laglo dui bondhu r uposthapon to durdanto
Apnader juti khub valo laglo r preatation osadharon valo thakben.
Mane asadharon,bises kore cave r adventure ta . osadharon 😍😍😍
নৈনিতাল জায়গা টা খুব সুন্দর এবং শিবাজি দাদা আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে
Shibaji da tomar video gulo dekhte dekhte nijer mukhe hasi fute othe.
দুর্দান্ত সুন্দর ভিডিও, যেমন ফটোগ্রাফি তেমনি আপনাদের বিবরণী।
অসাধারণ ।আপনার উপস্থাপনা অনবদ্য ।জমজমাট দুই বন্ধু র ভ্রমণকাহিনী আরো জনপ্রিয় হোক এই কামনা করি ।
আপনার উপস্থাপনা সত্যিই খুব সুন্দর আপনার দেওয়া তথ্যগুলো ও আপনার ভয়েস দারুন লাগে আমার চালিয়ে যান পাশে রয়েছি আপনার বন্ধুটি ও খুব সুন্দর
আপনার ভিডিও দেখে নৈনিতাল বেড়ানোর পুরানো স্মৃতি আবার ফিরে এলো। খুব সুন্দর।
Dada tumi kella fote kore diyecho.. Cave adventure ta darun laglo bes ekta ga chom chom kora vab
শিবাজীবাবু আপনার এসি kumaun এর ব্লগ দেখে আমাদের Sep- Oct 2017 এই tour টার মধুর স্মৃতি বারবার ফিরে আসছে।আপনার ব্লগ দেখলে মনে হয় নিজেই যেনো ওখানে ঘুরছি
Ek kathay sundar descriptive video. KMVN -er cottage/hotel gulo dekhar ichhe chhilo.
Apnader bondhuto ei bhabe mugdho koruk bar bar ❤️❤️❤️
ইসস কি দারুন প্রকৃতি আর তার সৌন্দর্য্য। পাহাড়ের কোলে তোমাদের থাকার জায়গাটা দারুন। গুহার মধ্যে দিয়ে ওই ভাবে যাওয়া খুব রোমাঞ্চকর। পুরো ভিডিও টা খুব ভালো লাগলো।
খুব সুন্দর লাগলো মন ভোরে গেল
Wow darun darunkhub pranabanta presentation
Kal dekhlam. Bhalo laglo. Tobe shob bodol er shathe Nainital o bodley geche. Porer vlog er jonno wait kore aachi.
Durdanto...ato darun thakar cottage, okhner durdanto view uff vhokh juriye gelo...cave garden ta prochondo thrilling lagalo.... aar boat riding....😁 Dada apnara dujonei jano Jay aar Veeru...next video r jnno wait kre roilam.....