ভালোবেসে অবশেষে - এ সপ্তাহের নাটক | VALOBESE OBOSHESHE - This week's drama
Вставка
- Опубліковано 2 лют 2025
- এ সপ্তাহের নাটক - " ভালোবেসে অবশেষে "
রচনা: ইমন চৌধুরী
অভিনয়:
শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, আশিক চৌধুরী, কংকন দাশ, রকি খান, আমিনুর রহমান বাচ্চু,
মাকসুদুর রহমান, মূর্ছনা বিশ্বাস ঐশী, সাকিব শহীদ ইসলাম, শাজাহান সোবহান,
মমিন আহমেদ, আফরোজা শশী, সুলতান, দুলাল
প্রযোজনা:
সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী
আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে Like এবং Follow করে সাথে থাকুন- / btv.gov.bd
Visit Us: www.btv.gov.bd
_________________________________________________
All Rights Reserved © Bangladesh Television 2022
#BangladeshTelevision
Milonantak ei natokta amar khub valo legeche
মুগ্ধ। নাট্যকার ,শিল্পী, পরিবেশ,উচ্চারণ সবকিছুই অতি প্রশংসার দাবী রাখে। ধন্যবাদ।
পশ্চিমবঙ্গ ,হলদিয়া,
পূর্ব মেদিনীপুর
অনেক ধন্যবাদ।
,ধন্যবাদ আপনাকেও ইন্ডিয়া থেকে দেখার জন্য।
সামাজিক নাটক খুবই ভাল লেগেছে (India)
নাটক এতো সুন্দর আর বাস্তব যেখানে মন্তব্য করার কোনো ভাষা খুজে পাচ্ছি না। ধন্যবাদ নাট্য কার এবং পরিচালক কে। অভিনেতা অভিনেত্রী ক্যামেরা ম্যান মেকআপ ম্যান টেকনিশিয়ান সব্বাইকে আন্তরিক অভিনন্দন।
ধন্যবাদ।
ধন্যবাদ।
❤
আমার ৩৫ বছরের জীবনে প্রথম ৪০মিনিটের নাটক দেখলাম ১১/১০/২০২৪আর আজকে ১২/১০/২০২৪ দেখলাম ৪২ মিনিটের নাটক । আসলে কিছু নাটক অসাধারণ অভিনয়। তবে এই নাটকে ৩৪-৩৬ মিনিটে আমার নিজের চোখে জল আসতে শুরু করছিল।😢কিন্তু শেষ টা সুন্দর হয়েছে ❤❤
আগেও দেখেছি আবারও দেখলাম। আবারও হতে পারে....
মূল্যবোধের অবক্ষয়ের যুগে এ ধরণের নাটক খুব প্রয়োজন। জাগ্রত হোক মধ্যবিত্ত নৈতিকতা ও গরিমা। শুভ প্রয়াস। আপনারা ধন্যবাদার্হ।
অনেক ধন্যবাদ।
সুন্দর নাটক, বিটিভির নাটকগুলো মিস করি!!!
ভারত থেকে দেখলাম ৷অশেষ ধন্যবাদ -এতো শিক্ষণীয় একটা নাটক উপহার দেয়ার জন্য ৷
নাটোকটা আমার কাছে খুব ভালো লেগেছে,
আমি এইধরনের নাটোক আরো দেখতে চাই,
ভারতের উত্তর 24 পরগনা থেকে বলছি,
এ নাটকের মধ্যে ভালো লেগেছে প্রত্যেকের বাচন ভংঙি এবং স্পষ্ট উচ্চারন, সব মিলিয়ে খুব ভালো।
নাটকটি খুব সুন্দর হয়েছে। শেষ দৃশ্যটি অপুর্ব ।
অসাধারণ একটি নাটক.. লেখক প্রযোজক পরিচালক ও কলাকুশলীদের স্যালুট জানাই..
সকাল সকাল এই নাটকটা দেখে মন ভালো হয়ে গেল.... সুন্দর গল্প, অভিনয়... আর কি চাই... ❤❤❤❤❤...
চমৎকার নাটক। মানুষের মধ্যে ব্যক্তিত্ব আত্মসম্মানবোধ না থাকলে প্রকৃত মানুষ হওয়া যায় না।
Ak dom thik kotha
খুব সুন্দর লাগলো, নাটক বলতে একসময় শুধু বিটিভি ছিল। এখন অসংখ্য চ্যানেলের ভিড়ে ৩০ বছর পর আবার বিটিভিতে নাটক দেখলাম। অসাধারণ। বিটিভি যে এখনও হরিয়ে যায়নি এটা তার প্রমান।
খুব সুন্দর নাটক, ভাল লেগেছে।
অনেক সুন্দর সংলাপ ভালো লাগলো ধন্যবাদ বি টি ভিকে।
কি
সেইম,,, বস,,, 👈📢📢📢📢
অসাধারণ
নাটকটা দেখলাম সত্যিই খুব ভালো লাগলো মন ছুঁয়ে গেল
এমন সুন্দর নাটক বর্তমান সময়ে বেশি প্রয়োজন ।
8 bhzs
অসাধারণ নাটক ছিল অনেক ভালো লাগলো 👍👍
অনেক ধন্যবাদ।
অসাধারণ নাটক ,,, সত্যিই আত্মসন্মান বোধ থাকাটা অনেক জরুরী।
আহা কি অসাধারণ সংলাপ অসাধারণ কাহিনি,,লাভ💞💞
সেই ছোট্ট বেলায় বিটিভির নাটক দেখেছিলাম। সেই নাটক গুলো যেমন ছিলো পরিছন্ন গোছালো। আজ এই নাটকটি দেখে আবারও সেই ছোট্ট বেলার কথা মনে পরলো। সব মিলিয়ে পরিবার নিয়ে দেখার মতো বিটিভি আবারও ফিরে এসেছে। ❤
নাটকটা খুব ভালো লাগলো এবং নায়িকার কথাগুলো শুনতে খুব চমৎকার লাগলো
Outstanding natak ,,,গল্প সাধারণ কিন্তু কথাবার্তা বাচনভঙ্গি ক্লারিটি দুর্দান্ত ❣️👌👌
খুব সুন্দর একটি নাটক খুব সুন্দর অভিনয় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা
খুবই সুন্দর নাটক ভালো লেগেছে
নাটকের শেষ দৃশ্যটা পূর্ণতা পাওয়ায় খুব ভালো লাগছে এবং এটাই বাস্তব।
অসম্ভব সুন্দর ,,,, শহর থেকে গ্রামে থাক আর মন মানসিকতা মানুষ মানে সুন্দর মানুষ
ভালো জিনিসকে ভালো বলাটাও একটা শক্তি, ধন্যবাদ ইন্ডিয়ান শ্রোতাদের।
বিটিভির অসাধারণ উপহার!! ধন্যবাদ
অদ্ভুত ও বাস্তবোচিত নাটক ।
খুব সুন্দর নাটক আনেক দিন পরে একটা ভালো নাটক দেখলাম অসংখ্য ধন্যবাদ
বাহ্! কত সুন্দর নাটক। সুন্দর সুন্দর নাটক হোক ।
Khub bhalo laglo.aye jonney Banglades TV roje dekhi.
অসম্ভব ভালো লেগেছে নাটক টা আমার।
চমৎকার একটি নাটক
always 1st class
অসাধারণ কথা নাটকের ভাসা অনেক সুন্দর
শ্যামল সত্যি হেভী হ্যান্ডসাম অভিনয়েও মাসআল্লাহ হেভি ।
Better than old movie. Enjoyed.
অসাধারন নাটক।
খুবই ভাল ।জীবন খুবই কঠিন।
অসাধারণ 20 বিশ 25 বছর পর একটা সুন্দর নটক দেখলাম।
বিটিভি নাটক মানেই অসাধারণ সেই ছোট্ট বেলা থেকে দেখে আসছি এখনো দেখছি সবসময় ভালো লাগে। ❤❤
Very lovely dramma. Ending is so beautiful & heart touching. Thanks Bangladesh T V
অনেক দিন পর সুন্দর নাটক দেখতে পেলাম ।
আসলে বিটিভির নাটকগুলো এত অসাধারণ ছোটবেলার কথা মনে পড়ে.....
Sottti onk din por akta valo story ar natok deklammm.
Sotti awesome.
Khub Sundor Akta Natak. Maddho Bytter ak kothin Samajik Abasthan O Provuto Attamarjada Samman Nya Becha Thaka Ak Shikkhito Bakar Jubak ar Jeevan Darsan. Asadharon Porichalona , Dialogue O Ovinoi. 👍👍👍👍. Kolkata.
মাসুদ আলী খান আপনার সুস্থতা কামনাসহ নিরন্তর শুভেচ্ছা।
অপূর্ব সুন্দর মানবিক।
ভীষণ সুন্দর অপূর্ব I N D I A
মাঝেমাঝে খুব ভাবতে থাকি,নাটক বা সিনেমার মত শেষ দৃশ্য কেন মানুষের জীবনে হয়না?
বাস্তবে যদি শেষ দৃশ্যটা এমন সুন্দর হতো,তাহলে কতইনা ভালো লাগতো।কিন্তু, বাস্তবতা বড়ই কঠিন।
Right decision
নাটক টা আমার খুব ভালো লাগলো এবং আমার ছোট বোনের
নাটকের গল্প সেকেলে, তাও ভালো লাগলো
বিটিভির সোনালী অতীতের নাটকগুলো ছিল জীবন ঘনিষ্ঠ। জীবনের কথা বলতো। প্রতিটি নাটকে একটি বার্তা থাকতো।
কি আর বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। অনেক অনেকদিন পর একটি সুন্দর নাটক দেখলাম। নাটকের অভিনয়ের যে ভাষা স্পষ্ট উচ্চারণ আমাকে মুগ্ধ করেছে। আর শেষ পর্যন্ত নাটকের যে পরিসমাপ্তি সেটিও খুব সুন্দর। এইজন্যই তো বিটিভি সেরা।
অনেক ধন্যবাদ।
❤❤@@emonchowdhury2000
ো❤❤@@emonchowdhury2000
Valo
😅
নাটকের জল্পটা খুবই উন্নত মানের, খুবই ভালো লেগেছে। ভারত থেকে।
এমন নাটক আমি পছন্দ করি
Khub valo laglo....Ashis Kumar Das
W.B., India....
সুন্দর বাচনভঙ্গি!
সুন্দর একটা ম্যাসেজ আছে এখানে!
এরকম নাটক আরো চাই!
ধন্যবাদ।
আমরা শিক্ষা নিতে পারি। ধন্যবাদ।
পরিচ্ছন্ন নাটক গুলো দেখতে অনেক ভালো লেগেছে ❤❤❤
This drama is Very fine and mural and deeply and attractive so much charitable for me.
নাটকটি অনেক সুন্দর হইছে
অনেক সুন্দর নাটক বহুদিন পড়ে দেখলাম নাটক
দীর্ঘদিন পর অসাধারণ একটি নাটক উপভোগ করলাম।
অনেক ধন্যবাদ।
পবিত্র ভালোবাসার প্রিয় মানুষকে পাশে নিয়ে সারাজীবন কাটানো সবার সৌভাগ্যে হয় না।
ভালবাসসার প্রিয় মানুষের সুখের জন্য প্রেমকে উৎসর্গ করার মাঝেও প্রকৃত ভালবাসা প্রকাশ পায়। আর বীর ছাড়া অন্য কেউ এ কাজ করতে পারে না।
অসম্ভব সুন্দর❤️❤️,বিটিভি তার পূর্বের রূপ ফিরে পাচ্ছে সম্ভবত...
ধন্যবাদ।
শ্যামল ভাই এখনও আগের মতো সুন্দর
অনেক দিনপর ভাল, স্বাভাবিক, সহজ সংলাপ ও বাস্তব ঘঠনায় রচিত।ধন্যবাদ।
বি টিভি দেখা হয়না সেই অনেক দিন,পুরানো দিনের ইতিগাথা ও সমসাময়িক ঘটনার নাটক গুলি তন্ময় হয়ে দেখতাম,এখন দেখছি আগের মতই সুন্দর সাবলিল দেখছি,ভালোই লাগছে?
সুন্দর কাহিনী সুন্দর একটা নাটক
নাটকটির শেষাংশ খুবই ভালো লাগলো,,,
একটা সুন্দর নাটক দেখলাম।
খুব খুব খুব খুব সুন্দর হয়েছে
অনেক দিন পরে এতো পরিচ্ছন্ন সুন্দর নাটক দেখা হলো।
ধন্যবাদ, বাটানগর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ।
সত্যিই একটি সুন্দর পরিচ্ছন্ন নাটক।
খুবই শিক্ষণীয় একটা নাটক দেখলাম, অনেকদিন পর।
বি টি ভি বলেই এতো সুন্দর নাটক তারা এখনো তাদের ঐতিয্য কে ধরে রাখতে পেরেছে
Asole jiboner bastobta je koto kothin ta ai natok dekhle boja jay
বিটিভি কি রবীন্দ্রনাথের গানের জন্যে. বাংলা ভাষায় কি আর গান নেই? বেকার গরীবের ছেলে বাংলাদেশে সবচেয়ে বেশি, কেউ তো দেখেনা বিটিভি, একসময় এটা ছাড়া আর কিছু ছিল না। বহুদিন পরে দেখছি বিটিভির এ সপ্তাহের নাটক,, তাও আবার ইউটিউবে।
Robir gan sunle sorir chulkay ni
Osadharon.from india
@@MdmoynulIslam-f2w জীবনের আশা ভরসায় পতন ঘটে। মনে হয় পাতলা পায়খানা হয়েছে। এটিএন এর মাহফুজ এর গান এর চেয়ে খারাপ নয়।
u 😂@@oppooppo-gp5er
এধরনের মনোভাব উগ্রপন্থী@@MdmoynulIslam-f2w
একটা মানসম্মত নাটক দেখলাম বহুদিন পর।
অভাবনীয় সুন্দর নাটক ৷ কলকাতা
অনেক ধন্যবাদ।
A clean.beautiful drama
বলার শব্দ হারিয়ে গেছে " অদ্ভুত " অনেক দিন পর বিবেক ফিরে পেলাম এই নাটকে 🙏. কলকাতা থেকে.
নাটক টি দেখে মনটা যেন ভরে গেছে।মনে হয় যেন বার বার দেখি।
সুন্দর, মন ভরে গেলো।একটা মিলানান্ত নাটক।
মন শীতল করার মতো নাটক
মন ভালো করা নাটক বহু দিন পর দেখলাম, অসংখ্য ধন্যবাদ বি টি ভি কে l
Natokti kub Valo lagaca❤❤❤
অসাধারণ!
বিটিভির নাটক মানেই বাস্তবমুখী ছোট্টবেলা থেকে দেখে দেখে আজকে আমি নিজেই বুড়ো হয়ে যাচ্ছি।
রাইট
🤪🤪🤪😋😋
সুন্দর নাটক । এখন এরকম নাটক হয় না ।
অনেক ধন্যবাদ।
অসাধারণ নাটক।ভারত থেকে
অনেক দিন ভালো একটা নাটক দেখলাম
খুব সুন্দর অসাধারণ নাটক ভারত, আসাম থেকে )
চমৎকার নাটক 👈👈
খুভ ভালো laglo aibhabe natak গুল দেবেন্ dekhbo india থেকে balchi
বহু দিন পর এমন মার্জিত নাটক দেখলাম।এখন কার নাটকগুলো শুধু চিল্লা চিল্লি।
অনেক ধন্যবাদ।