দারুণ সুন্দর একটা নাটক। সুবর্ণা মুস্তাফার অসাধারণ অভিনয়ে মুগ্ধ করেছেন। অপূর্ব ও সমানভাবে সঙ্গত করেছেন । মায়ের কর্তৃব্য সুসন্তান গড়ে তোলা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সন্তানের দোষ ঢাকতে গিয়ে সমাজে কুসন্তান হিসেবে পরিচিত করি । ভীষণ শিক্ষামূলক একটি নাটক ...... কলকাতা থেকে বাংলাদেশ নাটকের নিয়মিত দর্শক
আমি WB থেকে। তারিন এক অসাধারণ অভিনেত্রী। তার প্রতিটি নাটক আমার কাছে সেরা মনে হয়। খুব ভালো লাগে তার নাটকগুলো। কী সুন্দর চিন্তাধারা তার যিনি এই নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এই নাটকগুলো দেখার পর মনে এক শান্তির অনুভুতি জেগে ওঠে।
Years before I saw this Natok. But still it is new to me. An important massage bears this Natok. Subarna Mostafa is one in all .I am proud to be a Bangladeshi
নাটকটি নতুন না পুরাতন জানি না, তবে অসম্ভব সুন্দর একটা নাটক। সত্যি আমি মুগ্ধ। সুবর্ণা মুস্তাফা অনেক উঁচু মানের অভিনেত্রী। প্রশংসা করে শেষ করা যাবে না। তারিন ও অপূর্ব সুন্দর অভিনয় করেছেন। অনেক কিছু বুঝার মতো। দারুন গল্প এবং দারুন কথার শব্দ গুলো, এককথায় অসাধারণ বলবো।
এগুলা শুধু নাটক নয় একেকটা রত্ন। 💎যা দেখে বড় হয়েছি আমরা ১৯৯০-২০১০ এর ছেলেমেয়েরা। 😊 পরিবারের সবার সঙ্গে বসে নাটকগুলো থেকে ছোলেবেলা কাটিয়েছি। এখনকার মতো ইউটিউব ছিলোনা, বিরক্তিকর বিজ্ঞাপন সহ্য করে নাটক দেখার অদ্ভুত মজা ছিলো তখন। 😇😋
গভীর মনস্তত্ত্ব। মায়ের অভিনয় অনবদ্য। এমন নাটক বারবার দেখতে মন চায়। তারিন নিজের চরিত্রে মিশে গেছে। এত স্বল্প সময়ে পরিচালিকা অনেক কিছু বলেছেন, তাঁকেও অভিনন্দন।
রাস্তা/রেস্তোরাঁ/একদল বন্ধু-বান্ধব নিয়ে লম্ফঝম্ফ করা নাটক নয় এটা! একটা বাড়ীতেই গল্পের শুরু এবং শেষ! সুবর্ণার অনবদ্য অভিণয় নাটকটার প্রাণ এবং তারিন যথার্থ সুবিচার করেছেন তাঁর চরিত্রে প্রতি! পরিশেষে, কাহিনীকার বিপাশা হায়াতের গল্পকে যথার্থভাবেই বাঙ্ময় করে তুলেছেন পরিচালক চয়নিকা চৌধুরী তাঁর মুন্সিয়ানা দিয়ে!
Simply outstanding..... Wonderful story, flawless direction, powerful acting, Suborna mam and Tarin are superb in their roles. Apurba just ok. I'm a regular viewer from Kolkata. Thanks....
অসাধারণ নাটক টির পটভূমি ঘাস্ফুল দেখতে দারুণ, সবাই দূর দুরান্ত থেকে ঘাস ফুল দেখে আনন্দ নেয়। কিন্তু নিজের বাড়িতে কেউ সাজিয়ে রাখেনা, এ আনন্দ ক্ষনিকের। আনন্দ শেষে ঘাস ফুল নিষ্প্রয়োজন। পতিতালয় গুলো টিকতো না যদি আমাদের মত পুরুষের চাহিদা না থাকত।আসলেই দুনিয়া বড়ই অদ্ভুত, তবে সিনেমা নাটিকে আমরা যতই বাণী শুনাই না কেন বাস্তব জীবনে কতটা অনুসরণ করি সেটাই মুখ্য, তাহলেই ঘাস ফুল আর জন্মাবে না,
সুবর্ণা মুস্তাফা র ভক্ত সেই বাংলাদেশ টেলিভিশনের দিনগুলো থেকে। উনি বাংলাদেশের ' সুচিত্রা সেন ' । ওনার বুদ্ধিদীপ্ত অভিনয় সব সময় মন কারে। গল্পের বিষয়বস্তু উচ্চ মানের। সুন্দরী তারিনের অনবদ্য অভিনয় ও অপূর্বর নেগেটিভ চরিত্র এই নাটকের সম্পদ। সমস্ত কলা কুশলি, নাট্যকার ও পরিচালক কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই পশ্চিমবাংলা থেকে। এরকম আরো অনেক নাটক দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
চয়নিকা চৌধুরীর নাটক সব সময়ই একটু ভিন্ন ধরনের... গল্প অভিনয় সব মিলিয়ে মনকে ভীষণভাবে ছুঁয়ে যায়... সেই সঙ্গে সুবর্ণা মুস্তাফা, তারিন সব শেষে অপূর্ব... সব মিলিয়ে ভালো না হয়ে পারে না। মা এর ভূমিকা এমনই হাওয়া উচিত।
আমি কলকাতায় থাকি । নিয়মিত নাটক দেখি। এটা একটা অন্য ধরনের খুব ভাল নাটক । ওখানে অনেক প্রতিভাবান অভিনেতা আছেন কিন্তূ পরিচালকরা তাদের কাজে লাগান না । চয়নিকা চৌধুরি কে ধন্যবাদ এরকম উপহার দেবার জন্য ।
ধন্যবাদ জানাই চয়নিকা চৌধুরীকে। ভিন্ন স্বাদের একটা নাটক উপহার দেয়ার জন্য। কুর্নিশ জানাই, আমার প্রিয় অভিনেত্রী মহিয়সি, গরীয়সী সুবর্ণা মুস্তাফা কে। বাংলাদেশের নাটক যতদিন থাকবে, প্রথমে ওনার নাম মনে পড়বে।সকল কুশীলবদের ধন্যবাদ।
এই নাটক শুধু এশিয়ার নয়, পৃথিবীর সম্পত্তি । অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাই লেখক কে । পূর্ব ভারত থেকে এক ভারতীয় আমি , নত মস্তকে শতকোটি প্রণাম জানাই মা আপনার অভিনয় ক্ষমতাকে । ধন্যবাদ বাংলাদেশ কে।
খুব সুন্দর, মুক্ত ভাবনার গল্প, তার নির্বাচন ও দক্ষ পরিচালনা। এখানে মূখ্য তিন চরিত্রে কুশীলবদের অনবদ্য অভিনয়। বিশেষত মায়ের অভিনয় সেরা। আদর্শিক নৈতিকতার কথা বললেও শ্লোগানধর্মী হয়নি। এখানেই পরিচালিকা মহাশয়ার কেরামতি। মুগ্ধ হলাম।👌👌👌🙏
Asadharon. Asadharon. Asadharon...amar khudro khamotay ai natoker mulyayon ki korbo..sudhu dhanyabad janai chayanika madam k ato valo akti presentation er jonyo...
🙏🙏🙏🙏🙏Chayanika Chawudhury ke janai. Thakur apnar mato baro maner Manush er mangal karun, susthaya rakhun sabsamai, apni aro anek anek bhalo Kaj karun, baro hon tai Thakur er kache pray kari sabsamai. Ami Malda te thaki West Bengal e.
যে নাটকে সুবর্ণা মুস্তাফা থাকেন, সে নাটকে তিনিই সূর্য, অন্যরা গ্রহ উপগ্রহ। এই নাটকেও তার ব্যতিক্রম হয়নি। তারিনও পরিমিতভাবে খুব সুন্দর করেছেন। নেগেটিভ চরিত্রে অপূর্ব ভালো। মোদ্দা কথায় বিপাশা হায়াতের রচনায় নাটকটা উপভোগ্য হয়েছে।
Satty apni akdom perfect katha bole chen,, Suborna Mustafa akjon "Asadharan Abhinetri",I am very much fan of her,, ami kolkata theke bol chi, r ami apnader natok er akjon birat fan enong samay peley e apnader natok gulo dekhi.
অসাধারণ, খুব সুন্দর লাগল।
দারুণ লাগল, এই ধরনের নাটক গুলো যদি আরো বেশি বেশি করে যদি প্রচারিত হয় তা হলে এই সমাজের কাছে একটা বার্তা পৌঁছতে পারে।
হৃদয় ছুঁয়ে গেল। অভিভূত হলাম, এমন ঘটনাও হতে পারে।
দারুণ সুন্দর একটা নাটক। সুবর্ণা মুস্তাফার অসাধারণ অভিনয়ে মুগ্ধ করেছেন। অপূর্ব ও সমানভাবে সঙ্গত করেছেন ।
মায়ের কর্তৃব্য সুসন্তান গড়ে তোলা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সন্তানের দোষ ঢাকতে গিয়ে সমাজে কুসন্তান হিসেবে পরিচিত করি ।
ভীষণ শিক্ষামূলক একটি নাটক ......
কলকাতা থেকে বাংলাদেশ নাটকের নিয়মিত দর্শক
আমাদের দেশের নাটকের মানই আলাদা। সূবর্ণা মোস্তফা,তারিনের অনবদ্য অভিনয়। খুব ভালো লাগলো, ধন্যবাদ ।
বিপাশা ধন্যবাদ ভালো লেগেছে👍
আমি WB থেকে। তারিন এক অসাধারণ অভিনেত্রী। তার প্রতিটি নাটক আমার কাছে সেরা মনে হয়। খুব ভালো লাগে তার নাটকগুলো। কী সুন্দর চিন্তাধারা তার যিনি এই নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এই নাটকগুলো দেখার পর মনে এক শান্তির অনুভুতি জেগে ওঠে।
বিপাশা হায়াত লিখেছেন। খুব ভাল লাগল। দেখার মত ছিল নাটকটি।
Years before I saw this Natok. But still it is new to me. An important massage bears this Natok. Subarna Mostafa is one in all .I am proud to be a Bangladeshi
অদ্ভুত এক মায়ের ওভিনয়ের জন্য খুব ভালো লাগলো নাটক টা দেখে আশা করছি আরো কিছু ভালো নাটক করে পাঠাবেন
অসম্ভব সুন্দর একটা গল্প ।
সুবর্ণা মুস্তাফা র অভিনয় অনবদ্য।
শেষ টা সুন্দরভাবে সমাপ্তি ঘটেছে।
ধন্যবাদ পরিচালককে।
রট
গকট
অসাধারণ একটি গল্পঃ বাস্তবায়ন ভীষন সুন্দর লাগছে, বর্তমান সময়ে আমাদের পরিবেশ সৃষ্টি, খুব ভালো মাএকদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে
নাটকটি নতুন না পুরাতন জানি না, তবে অসম্ভব সুন্দর একটা নাটক। সত্যি আমি মুগ্ধ। সুবর্ণা মুস্তাফা অনেক উঁচু মানের অভিনেত্রী। প্রশংসা করে শেষ করা যাবে না। তারিন ও অপূর্ব সুন্দর অভিনয় করেছেন। অনেক কিছু বুঝার মতো। দারুন গল্প এবং দারুন কথার শব্দ গুলো, এককথায় অসাধারণ বলবো।
❤
আমার জীবন পথম এমন নাটক দিখিনী অনেক সুন্দর লাগলো,,, 👌👌👌👌
মায়ের চরিত্রে সুবর্ণা মোস্তফার অসাধারণ অভিনয় অনেক অনেক ধন্যবাদ সুবর্না মোস্তফা কে
ধন্যবাদ বিপাশা।
অসম্ভব সুন্দর একটা নাটক, বেশ কয়েক অর্থে। সুবর্ণা মুস্তাফার অসাধারণ অভিনয়!
মানুষ তো এমনই হবে! মানুষের সংজ্ঞাই এই হওয়া উচিৎ!
এগুলা শুধু নাটক নয় একেকটা রত্ন। 💎যা দেখে বড় হয়েছি আমরা ১৯৯০-২০১০ এর ছেলেমেয়েরা। 😊 পরিবারের সবার সঙ্গে বসে নাটকগুলো থেকে ছোলেবেলা কাটিয়েছি। এখনকার মতো ইউটিউব ছিলোনা, বিরক্তিকর বিজ্ঞাপন সহ্য করে নাটক দেখার অদ্ভুত মজা ছিলো তখন। 😇😋
অসম্ভব সুন্দর হয়েছে, বিশেষ করে নাটকের মায়ের অভিনয়টা আরো বেশি সুন্দর হয়েছে,,
গভীর মনস্তত্ত্ব। মায়ের অভিনয় অনবদ্য। এমন নাটক বারবার দেখতে মন চায়। তারিন নিজের চরিত্রে মিশে গেছে। এত স্বল্প সময়ে পরিচালিকা অনেক কিছু বলেছেন, তাঁকেও অভিনন্দন।
রাস্তা/রেস্তোরাঁ/একদল বন্ধু-বান্ধব নিয়ে লম্ফঝম্ফ করা নাটক নয় এটা! একটা বাড়ীতেই গল্পের শুরু এবং শেষ! সুবর্ণার অনবদ্য অভিণয় নাটকটার প্রাণ এবং তারিন যথার্থ সুবিচার করেছেন তাঁর চরিত্রে প্রতি!
পরিশেষে, কাহিনীকার বিপাশা হায়াতের গল্পকে যথার্থভাবেই বাঙ্ময় করে তুলেছেন পরিচালক চয়নিকা চৌধুরী তাঁর মুন্সিয়ানা দিয়ে!
সুবর্ণা মুস্তাফা! এ এক ক্ষণজন্মা নারী। অভিনয় জগতে এক জীবন্ত কিংবদন্তির নাম ।
Simply outstanding..... Wonderful story, flawless direction, powerful acting, Suborna mam and Tarin are superb in their roles. Apurba just ok. I'm a regular viewer from Kolkata. Thanks....
Uhv
Osadharon....Suborna o Tarin er obhinoy khub sundor...purota onek sundor...
অসাধারণ নাটক টির পটভূমি
ঘাস্ফুল দেখতে দারুণ, সবাই দূর দুরান্ত থেকে ঘাস ফুল দেখে আনন্দ নেয়। কিন্তু নিজের বাড়িতে কেউ সাজিয়ে রাখেনা, এ আনন্দ ক্ষনিকের। আনন্দ শেষে ঘাস ফুল নিষ্প্রয়োজন। পতিতালয় গুলো টিকতো না যদি আমাদের মত পুরুষের চাহিদা না থাকত।আসলেই দুনিয়া বড়ই অদ্ভুত, তবে সিনেমা নাটিকে আমরা যতই বাণী শুনাই না কেন বাস্তব জীবনে কতটা অনুসরণ করি সেটাই মুখ্য, তাহলেই ঘাস ফুল আর জন্মাবে না,
অসাধারণ নাটক দর্শকদের উপহার দিয়েছেন ধন্যবাদ আর সুবর্ণা মুস্তাফা ম্যামের অভিনয় অসাধারণ
অসাধারণ নাটক বিশেষ করে সুবর্ণা তারিনের অভিনয় ধারণলেগেছে।ধন্যবাদ
Darun darun darun darun darun darun darun darun laglo excellent 👍👍👍👍👍👍👍👍 akdom onno rokom akta golpo very nice 👍👍👍👍👍👍👍👍👍👍
সুবর্ণা মুস্তাফা র ভক্ত সেই বাংলাদেশ টেলিভিশনের দিনগুলো থেকে। উনি বাংলাদেশের ' সুচিত্রা সেন ' । ওনার বুদ্ধিদীপ্ত অভিনয় সব সময় মন কারে। গল্পের বিষয়বস্তু উচ্চ মানের। সুন্দরী তারিনের অনবদ্য অভিনয় ও অপূর্বর নেগেটিভ চরিত্র এই নাটকের সম্পদ।
সমস্ত কলা কুশলি, নাট্যকার ও পরিচালক কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই পশ্চিমবাংলা থেকে। এরকম আরো অনেক নাটক দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
অসাধারণ একটি নাটক মায়ের চরিত্রে অভিনয় করছেন আমার খুব ভালো লাগলো মা বেস্ট।
অসাধারণ গল্প।একদম পারফেক্ট।
Really after a long time i have seen an awesome fact
চয়নিকা চৌধুরীর নাটক সব সময়ই একটু ভিন্ন ধরনের... গল্প অভিনয় সব মিলিয়ে মনকে ভীষণভাবে ছুঁয়ে যায়... সেই সঙ্গে সুবর্ণা মুস্তাফা, তারিন সব শেষে অপূর্ব... সব মিলিয়ে ভালো না হয়ে পারে না। মা এর ভূমিকা এমনই হাওয়া উচিত।
Bah,,,,,!! Ki অনবদ্য ,,,,এমন মা ই হওয়া দরকার প্রতিটি ছেলের জন্য।
Khub sundor Akta Natok....valo lag lo. .I enjoyed
সুবর্নার নাটক অনেক দিন পর দেখলাম , খুব ভালো লাগলো । ব্যাতিক্রম কাহিনী নিয়া নাটক ,মানুষের মানষিকতার পরিবর্তন ঘটাবে । ধন্যবাদ সবাইকে । From U S A.
বাংলাদেশের নাটক এক নতুন দিশা পেয়েছে। আশা করবো , দর্শক সাধারণ তার ব্যাপ্তি হৃদয়ঙ্গম করবে। মায়ের চরিত্রায়ন ও তারিন জাহান অভিনয় অসাধারণ।
ছেলের মা এমন হওয়া উচিত. তাহলে পৃথিবী টা আজ অন্য রকম হতো. বিপাশা দি 👏👏👏👏. চয়নিকা di👍👍👍👍👍
কিছু মানুষ সবদিকে অসাধারণ থাকে। সূর্বনা মোস্তফা তেমন একজন ব্যাতিক্রম নক্ষত্র। তুলনা ঠিক না।
Nastik Nastik ke pochondo kora
আমি কলকাতায় থাকি । নিয়মিত নাটক দেখি। এটা একটা অন্য ধরনের খুব ভাল নাটক । ওখানে অনেক প্রতিভাবান অভিনেতা আছেন কিন্তূ পরিচালকরা তাদের কাজে লাগান না । চয়নিকা চৌধুরি কে ধন্যবাদ এরকম উপহার দেবার জন্য ।
Osadharon natok r osadharon ovinoy.
Ami akjon nattyopremi . Nijeo natok kortam ak somoy. Choyonika Chowdhury k donnyobad.
Akdom thik
!
In Bangladeshi drama here mother in laws character shows like angels but in practically they are demon 😅😅
সত্তি অসাধারণ নাটক।আমি তারিন আপুর খুব বড়ো না হই তবে বেশ ভালো ফ্যান।অনেক শেখার ব্যাপার রয়েছে।
Subarna mustafa extra ordinary excellent
Kolkata
Oshadharan akta natok
দারুণ নাটক, বিপাশা আপু ধন্যবাদ এইরকম চিত্রনাট্য। সুবর্ণার তুলনা সুবর্ণায় আর তারিন ছিলো তার সময়ের সেরা অভিনেত্রী।
Ki likhbo, ki porichalona . Osadharon.
খুব ভালো লাগল।ভালো থাকুন আপনারা।
আমার খুব ভালো লেগেছে সত্যি খুব অসাধারণ গল্প লিখে চয়নিকা চৌধুরী
এই নাটকে অপূর্বের মায়ের ভূমিকায় যিনি acting করলেন, সুচিত্রা সেনের অনেক মিল দেখলাম, অভিনয় অসাধারণ, সাবলীল।
ঠিকই বলেছেন কিচ্ছু ক্ষেত্রে সুচিত্রা সেন এর মতো ন্যাক লাগে
অনেক নাটক দেখেছি, এই নাটকের সঙ্গে কোনও নাটককে একই বন্ধনীর মধ্যে আনতে পারলাম না। অসাধারণ নাটক। নারীশক্তির জলন্ত প্রযোজনা।
Suborna madam এর অভিনয় অসাধারণ। একেবারে আমাদের অপর্ণা সেনের মতো।
নাটক টা দেখতে অসম্ভব সুন্দর ছিল ❤সূবণা মোস্তফা, এবং কি তারিনের অভিনয় খুব খুব সুন্দর হয়েছে। ❤❤❤
সেই রাবু আপা!!! অপূর্ব অভিনয় সবার।মন ভরে গেল।
এরকম মা অতুলনীয়।সত্যি বিশ্বমাতা।
সুবর্ণা মুস্তফা দারুণ অভিনয় করেছে।❤
অসম্ভব সুন্দর 💞🥀👌
ধন্যবাদ জানাই চয়নিকা চৌধুরীকে। ভিন্ন স্বাদের একটা নাটক উপহার দেয়ার জন্য। কুর্নিশ জানাই, আমার প্রিয় অভিনেত্রী মহিয়সি, গরীয়সী সুবর্ণা মুস্তাফা কে। বাংলাদেশের নাটক যতদিন থাকবে, প্রথমে ওনার নাম মনে পড়বে।সকল কুশীলবদের ধন্যবাদ।
Master piece story. Really beautiful
আমি চয়নিকা চৌধুরীর নাটক অনেক পছন্দ করি
চমৎকার কাহিনী।
সুবর্না মুস্তাফা অভিনয় অতুলনীয় ।
পুরো নাটক একটা ঘড়ের মধ্যে চিত্রায়িত।
অথচ একটুও বোর লাগেনি।
সবাইকে ধন্যবাদ
কিছু বলার নেই
নাটকটা খুব সুন্দর
আহা বড় সুন্দর,, আশ্চর্য মনোবিকোলন
চয়নিকা চৌধুরী মানেই অসম্ভব ভালো নাটক আর শিক্ষনীয় উপকরণ
চমৎকার নাটক
Emon natak khub Kam dekhechi. Anek anek dhanyabad. Nonstop eai natakta dekhe enjoy korechi
এই নাটক শুধু এশিয়ার নয়, পৃথিবীর সম্পত্তি । অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাই লেখক কে ।
পূর্ব ভারত থেকে এক ভারতীয় আমি , নত মস্তকে শতকোটি প্রণাম জানাই মা আপনার অভিনয় ক্ষমতাকে ।
ধন্যবাদ বাংলাদেশ কে।
অসাধারণ লেগেছে যদিও নাটক টা রিলিজ হওয়ার অনেক দিন পরে দেখলাম, তারপর ও বলবো অসাধারণ অসাধারণ অসাধারণ।
খুব সুন্দর একটি নাটক মন জুড়িয়ে গেল
Khub.sundar laglo. Apurba ersathe nayika saha sakaler abhinoy khub dag katlo...aami khub bhakta hoya gichi.
Bohu din por Subarna Mustafa r avinoy dekhlam.....20 bachhar age jemon dekhechhilam ekhon o seirakam
...superb...Tareen o khub valo.
butiful story
Very emotional history. Just beautiful. I like best.
খুব সুন্দর, মুক্ত ভাবনার গল্প, তার নির্বাচন ও দক্ষ পরিচালনা। এখানে মূখ্য তিন চরিত্রে কুশীলবদের অনবদ্য অভিনয়। বিশেষত মায়ের অভিনয় সেরা। আদর্শিক নৈতিকতার কথা বললেও শ্লোগানধর্মী হয়নি। এখানেই পরিচালিকা মহাশয়ার কেরামতি। মুগ্ধ হলাম।👌👌👌🙏
আমি কলিকাতায় থাকি ।
অসাধারণ অভিনয় করেছেন
Asadharon. Asadharon. Asadharon...amar khudro khamotay ai natoker mulyayon ki korbo..sudhu dhanyabad janai chayanika madam k ato valo akti presentation er jonyo...
হয়তো এটিই আমার জীবনের দেখা শ্রেষ্ঠ নাটক💚
রুচির পরিবর্তন ঘটে যেকোন সময়, কিন্তু খুব সম্ভবত এই নাটকের ক্ষেত্রে রুচির পরিবর্তন আসবে না।
Monomughdhokor natok, Choyonika mam onek dhonyobad emo sundor natok upohar debar jonyo.
7
@@samsunnahar8360 ?
🙏🙏🙏🙏🙏Chayanika Chawudhury ke janai. Thakur apnar mato baro maner Manush er mangal karun, susthaya rakhun sabsamai, apni aro anek anek bhalo Kaj karun, baro hon tai Thakur er kache pray kari sabsamai. Ami Malda te thaki West Bengal e.
অন্য ধরনের নাটক। খুব সুন্দর
Sundor akta Natok Donnobad coynikha didi!😍
Asadharan.
Beautiful story. In every step there is a suspense. Good sound recording.
খুব সুন্দর এই নাটকটা তারিনের অভিনয়টাও সেই ছিল
যে নাটকে সুবর্ণা মুস্তাফা থাকেন, সে নাটকে তিনিই সূর্য, অন্যরা গ্রহ উপগ্রহ। এই নাটকেও তার ব্যতিক্রম হয়নি। তারিনও পরিমিতভাবে খুব সুন্দর করেছেন। নেগেটিভ চরিত্রে অপূর্ব ভালো। মোদ্দা কথায় বিপাশা হায়াতের রচনায় নাটকটা উপভোগ্য হয়েছে।
Khub shundor akta kotha bolechen apni.....sotti Subornar protita chorittro shurjo er moto....
Satty apni akdom perfect katha bole chen,, Suborna Mustafa akjon "Asadharan Abhinetri",I am very much fan of her,, ami kolkata theke bol chi, r ami apnader natok er akjon birat fan enong samay peley e apnader natok gulo dekhi.
দারুণ ছিলো নাটকটা।কত সুন্দর ছিল
অসাধারণ হয়ছে 🥰
Osadharon natok. Thanks mam Chayanika Choudhury.
দারুণ ভালো লাগলো ধন্যবাদ
এক কথায় অসাধারণ।
অসাধারণ অসাধারণ অসাধারণ 🙏🙏🙏🙏🙏🙏🙏
I am from Calcutta. Wonderful drama.I am spell bound. Hats off to you all.
Khuuuuuuub sundar golpo! Mon chue galo
খুব সুন্দর
কলকাতা থেকে বলছি গল্প পরিচালনা এবং সকলের অভিনয় খুব সুন্দর
অসাধারণ হয়েছিল আমাদের সমাজে কিছু বাস্তব গল্প তুলে দরার জন্য ধন্যবাদ
A starstudded positive drama. Hats off for an excellent presentation.
খুবই সুন্দর, উঁচু মানের nato
Chayanika boudi manei vinno kichu...
Suborna mam er ovinoy just wow...
Ekta roomei ekta natok koto ta sundor hoice....
Mugdho holam❤️🤗❤️
Content of the drama is fantastic, what a superb acting by Subarnamam
Asadharan galpo ,,
অসাধারণ অসাধারণ নাটক।
Osadharon akta natok dekhlam....akhon natok to dekhai jay na
Asombhob bhalo laglo