"বেকারত্ব" এটা যে কত বড় একটা অভিশাপ সেটা ছেলে হোক বা মেয়ে। মা-বাবার প্রিয়সন্তান থেকে চক্ষুশূল হয়ে ওঠে যে সন্তান তার অপরাধ এটাই যে সে বেকার। কত প্রেমিকের স্বপ্ন ভাঙ্গে শুধুমাত্র একটা শব্দের অভিশাপের জন্য! আর মেয়েদের কথা তো বলা ছেড়ে দিলাম। আজকে এই ভিডিওটা দেখে কেমন জানি একটা লাগলো। আমার দাদা মাধ্যমিক উচ্চমাধ্যমিক এমনকি এমএ কমপ্লিট করে বসে আছে, বাবা-মা ভরসা করে না তার ওপর। খুব কষ্ট হয় দাদার জন্য। মা তো দিন রাত আগে বলতো দাদার একটা চাকরি হলে আমাদের সকলের আশা পূরণ হবে। কিন্তু মা সেই আসা খুব শীঘ্রই ত্যাগ করেছে। মা বাবা এখন আর পড়াশোনার ভিত্তিতে চাকরি পাব এই আশায় আমাকে পড়াশোনা করায় না। চাকরির ওপর আশা আমার পুরো পরিবার ত্যাগ করেছে। আমি এখন মাত্র ক্লাস টুয়েলভে পড়ি এইচএস দিচ্ছি। এখন থেকে প্রচেষ্টা চালিয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করার! না, MA বা অনার্সের ডিগ্রি নিয়ে নয় নিজের যোগ্যতা নিয়ে। ❤️ খুব ভালো লাগলো
চাকরির জন্য কী শুধু ছেলে মেয়েদের পরাশোনা করাতে হবে? দেশের 140 কোটি জনগণের মধ্যে 140 কোটি মানুষকে শিক্ষিত করতে হবে শুধু সরকারি চাকরির জন্য? তাহলে তো আমেরিকার মতো দেশে প্রায় 99% জনগণে শিক্ষিত তাও তাদের মধ্যে অনেকেই বেসরকারি সেক্টরে কাজ করছে বা কোনো ছোটোখাটো ফ্যাক্টরি তে কাজ করছে। এবার ভারতের এই বিপুল জনগোষ্ঠীর দেশে তো সবাই কে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। ধরেই নাও 140 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষকে সরকারি চাকরির আওতায় নিয়ে আসা হলো তাহলে বাকি 130 কোটি মানুষকে তাহলে পরাশোনা করানোর দরকার নেই। তার অশিক্ষিত থাক।
@@Sub-s2i পুরো বিশ্বের মোট জনসংখ্যা এখন 775 কোটির কিছু বেশি। আমি আমাদের দেশ ভারতের জনসংখ্যার কথা বলেছি। আর আমেরিকার মোট জনগণের কত শতাংশ শিক্ষিত সেটা বলেছি। যাই হোক তোমার গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ বোন।
@@The_Deadly_Killer সত্যি সকল কে চাকরি দেওয়া সম্ভব না , কিন্তু যে টুকু শূন্য পদ আছে সে টুকু নিয়োগ করা সরকারের কর্তব্য ...... আজ যদি অফিস,আদালত, স্কুল কলেজ এ নিয়োগ বন্ধ থাকে তাহলে সেগুলো চলবে কি ভাবে ?? আজ স্কুল গুলোতে 1.5 লাখ এর মত seat ফাঁকা.. গ্রামের গরীব ঘরের যারা পড়ুয়া তারা অনকটাই স্কুল গুলোর উপর নির্ভরশীল .. শিক্ষক না থাকার ফলে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে ।
বেকারত্বের চিন্তা টা শুধু একটা ছেলের ই নয় সেই মেয়েটার ও হয় যেকিনা পরিবারের একমাত্র মেয়ে যার মাথার ওপর কোনো দাদা নেই । দিদি তোমার কথা গুলো সত্যি হৃদয় স্পর্শ করে সর্বদা। সাথে দাদার লেখা গুলো 👌👍🙏
ইংরেজিতে মাস্টার্স করেছি, বি. এড. টা আর করিনি, বিক্রি করার মতো জমিটুকুও নেই, সল্প বেতনে একটা ইংরেজি মাধ্যম স্কুলে গ্রামার এর শিক্ষকতা করছি, সঙ্গে কয়েকটা টিউশনি। নিজের স্বপ্নগুলোকে মাটিতে কবর দিয়ে সকাল ৭টায় বের হই বাড়ি থেকে, বাড়ি ফিরি রাত ৮টায়। সংসার টা আমার ওপর চেয়ে বসে থাকে। দিদিমা,দুই মাসি, বেকার দাদা(বি. এ. পাস, জিওগ্রাফি) সকলের একমাত্র ভরসা আমি। কবিতাটা শুনে কাদতে মন চাইলো,কিন্তু পারলাম না,ছেলেরা কাদলে বড়ই বেমানান লাগে।
দিদি, চোখের জল আটকাতে পারলাম না। হাজারো গরিব বেকার শিক্ষিত যুবকদের কষ্ট তুলে ধরেছেন। বেকার জীবন যেন অভিশপ্ত জীবন। কেউ সম্মান দিয়ে কথা বলে না। সবাই অবজ্ঞা করে। আমার সবাই আছে। তবুও বড় একা মনে হয়। আজ আপন বলতে কেউ নেই আমার। পূর্ণ হোক সবার স্বপ্ন।।
প্রথমে ভিডিও টার টাইটেল টা দেখে কিছুই মিলাতে পারছিলাম না তারপর আরো অবাক হলাম যখন শুনলাম ছোট ছেলে না থাকলে কিছুই হতো না তারপর বিষয়টা পরিস্কার হলো। অসাধারণ লাগলো একদম বাস্তব কথা গুলো 💕😊
শিক্ষিত বেকারদের জীবন এর গল্পো। যদিও গল্পো হলেও এটা সত্যি। শিক্ষিত বেকার সমাজের বুকে একটা অভিশাপ। হয় তুমি শিক্ষিত হও না হয় বেকার হও। শিক্ষিত বেকার হয়ও না। তাহলে কষ্ট হবে সঙ্গী আর দুঃখ হবে সাথী। আমার খুব খুব হৃদয় স্পর্শ করেছে। Thank you so much Di ❤️
"হটাৎ করে ইউটিউবের হোমপেজে ভিডিও টা ভেসে উঠল , কবিতার দিকে ঝোঁক আমার ছোটবেলা থেকে ,ভাবলাম দেখি একটু, ক্লিক করার পর কখন যে ভিডিওটা শেষ হয়ে গেলো বুঝতেই পারলামনা , যেমন সুন্দর কবিতার লাইন তার উপর বক্তার আবৃত্তি করার ভঙ্গি দুটি মিলেমিশে যেন এক মায়াজাল তৈরি করেছে , সেই মায়াজালে আমি কিছুক্ষন এর জন্য আবদ্ধ হয়ে গেলাম।" এইরকম ভিডিও জন্য অপেক্ষায় রইলাম ❤️❤️❤️
আসলে এই কঠিন বাস্তব গুলো প্রত্যেকেরই কাছে অবগত তাই আর হতাশা ছড়াবেন দয়া করে কারণ অনেকেই হতাশাগ্রস্ত ,পারলে চাকরি পাওয়ার উপায় বের করুন না হলে সকারের কাছে প্রশ্ন করুন চাকরি কেনো পাচ্ছে না যোগ্য মানুষ ,কিছু মনে করবেন না , আশা টাই মানুষের সব তাই আশাভঙ্গ কোনো লেখা পাঠ করবেন না বা প্রকাশ করবেন না পারলে motivate করুন
আমি 1st yr MBBS student. আমাদের পেশায় সেই অর্থে হয়তো বেকার শব্দটা একটু অপ্রচলিত, তবে আমাদের মতোই সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও স্বপ্ন দেখে পরিবারের সমস্ত অনটন ঘুচিয়ে বাবা মার মুখে হাসি ফোটাতে, সেই আশায় শেষ সম্বল টুকু দিয়েও চেষ্টা করে তারা, শেষ "দেড় লাখ " টাকাটা দিয়েও B.Ed পড়ে.. কিন্তু চাকরি কই? স্কুলে স্কুলে teacher এর অভাব, student দের so called "টাকা খরচ না হওয়া সরকারি স্কুলে" পড়া সত্ত্বেও কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে private tuitor রাখতে হয়.. 1জন teacher স্কুলে আসা মানে শুধু teacher এর চাকরি পাওয়া না, আরো 50- 60 টা পরিবারের 1জন tuitor এর খরচ বাঁচা .. কে তৈরি করে আমাদের মতো medical student der? 1জন responsible teacher.. যদি এই ভাবেই teacher এর cricis চলতে থাকে, সমাজের ধ্বংস অবশ্যম্ভাবী 🙏🏻
অসাধারণ এটাই বাস্তব। আমিও এই বছর গ্রাজুয়েশন শেষ করলাম এখন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তারপর জানিনা ভাগ্যে কি আছে। আসলে কি করবো বুঝতে পারছি না। আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আর এই সমস্যাটা এক মধ্যবিত্ত পরিবারের যে কতটা যন্ত্রনার সেটা তারাই জানে। খুব ভালো বলেছেন আপনি প্রতিটা কথা একদম বাস্তব সত্য।🙏🙏
Ki niye porasona korechen jante pari?? Asole ami ekhono HS dini but বেকার kotha ta khub kane baje tai amar next life o uncertainty er modhye ache tai apnake ask korlam.....
সত্যি শিক্ষত বেকার জীবনের প্রতিচ্ছবি উঠে এসেছে একদম একদম ঠিক বলেছো তুমি sister শুনে শুনে খুব খুব ভালো লাগলো আমিও এম.এ করছি আর আমাকে বেকারত্বের জ্বালায় কথা শুনতে হচ্ছে 😟 সত্যি হৃদয় ছুঁয়ে গেলো
Excellent shikkhito bekar jubok der really ei situation ata shune abegprobon hoye porlam ai somaj e shikkhito bekar der jontrona moyi jibon ke tule dhorar jonno dhonnobad
প্রথমে দুই লাইন শুনে মনে হচ্ছিলো জলজ্যান্ত আমার কথা কোনো এক মহান ব্যাক্তি তুলে ধরেছে ,পরে চোখে জল ধরে রাখতে পারলাম না ।।।।।এরকম কত শিক্ষিত বেকার যুবক দিনের পর দিনে হারিয়ে যাচ্ছে এই মহাজাগতিক বিশ্বে ।।।।।।ধন্যবাদ এরকম একটা কবিতা উপহার দেয়ার জন্য ।।।।
কবিতার লেখা গুলো বাস্তব... আজ আমি বাড়ির বড়ো মেয়ে... বাবা মা সবাই আমার ভরসায় আমি একটা চাকরি করবো ... হ্যাঁ আজ আমিও B.Ed এর Student... জানি না এর পরের জীবনটা কেমন হবে ... তবুও চেষ্টা ছাড়বো না
মন কে বলুন, তোকে পারতে হবে ! নিজের আমিত্ব বজায় রেখে "দৃঢমন" আপনাকে পৌঁছে দেবে আপনার গন্তব্যে! কবিতা আর বাস্তব এক নয় ! বাস্তব অতি সহজ যদি আপনার determition থাকে ! বিডি 17042022
@@hsfamily1834 চিন্তা করে দেখুন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, আপনার মত এত সুন্দর করে আর কাউকে তৈরি করা হয়নি! সৃষ্টি কর্তা আপনাকে যা দিয়েছেন পৃথিবীর আর কাউকে সেটা দেওয়া হয়নি! আপনি তার ভালোবাসার ফসল! কাজেই তার best সৃষ্টিকে উনি Best কিছুই দেবেন ই ! আপনি মনোবল হারাবেন না! শুভেচ্ছা!
কথাগুলো শুনে চোখে জল এসেগেলো। জানেন দিদি, আমিও ম্যাথ honours করে msc এর জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তে চান্স পেয়েছিলাম, কিন্তু আর চাইনা মা বাবার টাকাগুলো খরচ করতে, তাই ইচ্ছাকৃত ভাবেই ভর্তি হলাম না, b. Ed এও করলাম না, শুধু একটা চাকরির আশায় কোচিং সেন্টারে গিয়ে ভর্তি হলাম।
Ami apanar theke anoke choto but eituku bolte pari apni kon competitive exam er jonno preparation nicchen ami jani na but jodi apnar computer programming e interest thake then Data science or Data Analysis er course korte paren because apni math honours so apni jodi ekbar programing skhite paren then Data science korle apnake ar kono din bose thakte hobe na karon Data science or Analysis ei sob skill based course not degree based.....
Sattii ata akta bastobata chele hok ba meye ...ami akhn govt teacher kintu amio onek bocchar ai pothe chilm taii relate korte parlm nijeke ato din por ...dhonyabad apnake
Heart'touching speech, হুম বর্তমান পড়া শুনো করে তাদের অধীনে থাকতে হয় যেনাদের সাথে ছোট কালে স্কুল পরেছিলাম, তফাৎ এখানেই সে স্কুল পড়া বাদ দিয়ে কাজে লেগে সেটেল হয়েছে কিন্তু আমারা স্কুল পড়ে অবশেষে বেকার, তাই তাদের অধীনে থাকতে হয়
কথা গুলো সত্যি বাস্তব জীবনের থেকে পরিচালিত। আমি এখন M.A করছি আমার একটা প্রিয় মানুষ আছে,সে আমার পথ ছেয়ে বসে আছে আমি কবে পড়াশোনা শেষ করে ওকে আমার ঘড়ে তুলবো নিজের পায়ে দাঁড়িয়ে, কিন্তু এই দেশে, রাজ্যের যে পরিস্থিতি তাতে আমার প্রায় মানুষ টাকে ঠিক সময় মত ঘড়ে তুলতে পারবো নাকি জানি না।
হাজার হাজার ছেলের মনের কথা!
ধন্যবাদ কবি মহাশয়কে।
ধন্যবাদ দিদি আপনাকে যোগ্য আবেগে উপস্থাপনের জন্য।
"বেকারত্ব" এটা যে কত বড় একটা অভিশাপ সেটা ছেলে হোক বা মেয়ে।
মা-বাবার প্রিয়সন্তান থেকে চক্ষুশূল হয়ে ওঠে যে সন্তান তার অপরাধ এটাই যে সে বেকার।
কত প্রেমিকের স্বপ্ন ভাঙ্গে শুধুমাত্র একটা শব্দের অভিশাপের জন্য!
আর মেয়েদের কথা তো বলা ছেড়ে দিলাম।
আজকে এই ভিডিওটা দেখে কেমন জানি একটা লাগলো। আমার দাদা মাধ্যমিক উচ্চমাধ্যমিক এমনকি এমএ কমপ্লিট করে বসে আছে, বাবা-মা ভরসা করে না তার ওপর। খুব কষ্ট হয় দাদার জন্য। মা তো দিন রাত আগে বলতো দাদার একটা চাকরি হলে আমাদের সকলের আশা পূরণ হবে।
কিন্তু মা সেই আসা খুব শীঘ্রই ত্যাগ করেছে।
মা বাবা এখন আর পড়াশোনার ভিত্তিতে চাকরি পাব এই আশায় আমাকে পড়াশোনা করায় না।
চাকরির ওপর আশা আমার পুরো পরিবার ত্যাগ করেছে। আমি এখন মাত্র ক্লাস টুয়েলভে পড়ি এইচএস দিচ্ছি। এখন থেকে প্রচেষ্টা চালিয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করার! না, MA বা অনার্সের ডিগ্রি নিয়ে নয় নিজের যোগ্যতা নিয়ে। ❤️ খুব ভালো লাগলো
চাকরির জন্য কী শুধু ছেলে মেয়েদের পরাশোনা করাতে হবে? দেশের 140 কোটি জনগণের মধ্যে 140 কোটি মানুষকে শিক্ষিত করতে হবে শুধু সরকারি চাকরির জন্য? তাহলে তো আমেরিকার মতো দেশে প্রায় 99% জনগণে শিক্ষিত তাও তাদের মধ্যে অনেকেই বেসরকারি সেক্টরে কাজ করছে বা কোনো ছোটোখাটো ফ্যাক্টরি তে কাজ করছে। এবার ভারতের এই বিপুল জনগোষ্ঠীর দেশে তো সবাই কে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। ধরেই নাও 140 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষকে সরকারি চাকরির আওতায় নিয়ে আসা হলো তাহলে বাকি 130 কোটি মানুষকে তাহলে পরাশোনা করানোর দরকার নেই। তার অশিক্ষিত থাক।
@@The_Deadly_Killer dada ota শুধু ভারতবর্ষের 140 কোটি পুরো বিশ্বে 700 কোটি 🙂
@@Sub-s2i পুরো বিশ্বের মোট জনসংখ্যা এখন 775 কোটির কিছু বেশি। আমি আমাদের দেশ ভারতের জনসংখ্যার কথা বলেছি। আর আমেরিকার মোট জনগণের কত শতাংশ শিক্ষিত সেটা বলেছি। যাই হোক তোমার গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ বোন।
@@The_Deadly_Killer সত্যি সকল কে চাকরি দেওয়া সম্ভব না , কিন্তু যে টুকু শূন্য পদ আছে সে টুকু নিয়োগ করা সরকারের কর্তব্য ......
আজ যদি অফিস,আদালত, স্কুল কলেজ এ নিয়োগ বন্ধ থাকে তাহলে সেগুলো চলবে কি ভাবে ??
আজ স্কুল গুলোতে 1.5 লাখ এর মত seat ফাঁকা.. গ্রামের গরীব ঘরের যারা পড়ুয়া তারা অনকটাই স্কুল গুলোর উপর নির্ভরশীল .. শিক্ষক না থাকার ফলে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে ।
@@The_Deadly_Killer Hmm
চোখে জল আটকাতে পারলাম না।আমরা কজন ভুক্তভোগী।😭😭😭
শিক্ষিত বেকার জীবনের জ্বলন্ত প্রতিচ্ছবি ফুটে উঠেছে লেখার মধ্যে আরও এই রকম কবিতার অপেক্ষায় রইলাম ধন্যবাদ।❤️
ua-cam.com/channels/uo1Az72AzZx2GCe1AzrY8g.html
Right mam 😰😢😢😥😥
মানুষের মৃত্যু দুবার হয়, যখন একবার নিশ্বাস বেরিয়ে যায় আর একবার যখন স্বপ্ন গুলো মরে যায়। খুব ভালো লাগলো, কষ্ট গুলো খুব কমন।
এই গল্প লক্ষ্য লক্ষ্য ছেলেমেয়ের। কি দারুনভাবে লেখাটা, চোখে জল চলে আসলো🙃
Ki holo sudhu B ED naki....B TECH, M TECH, PHD eder ki ?? Jamon ami...sob faltu...Engineer der kotha keo akbaro bole na....
বেকারত্বের চিন্তা টা শুধু একটা ছেলের ই নয় সেই মেয়েটার ও হয় যেকিনা পরিবারের একমাত্র মেয়ে যার মাথার ওপর কোনো দাদা নেই । দিদি তোমার কথা গুলো সত্যি হৃদয় স্পর্শ করে সর্বদা। সাথে দাদার লেখা গুলো 👌👍🙏
ঠিক
akdom sudhu chhele kno amder moto kato meyer swapno venge gelo chokh ta jole vore gelo
Bea kore nao..
চোখে জল চলে এলো।
নিজেও d.el.ed করে বসে আছি।
জমি বিক্রি করে আমাকে d.el.ed আর দিদির b.ed করিয়েছে।
বেকার দের jala কেউ বোঝেনা দিদি
😢
ইংরেজিতে মাস্টার্স করেছি, বি. এড. টা আর করিনি, বিক্রি করার মতো জমিটুকুও নেই, সল্প বেতনে একটা ইংরেজি মাধ্যম স্কুলে গ্রামার এর শিক্ষকতা করছি, সঙ্গে কয়েকটা টিউশনি। নিজের স্বপ্নগুলোকে মাটিতে কবর দিয়ে সকাল ৭টায় বের হই বাড়ি থেকে, বাড়ি ফিরি রাত ৮টায়। সংসার টা আমার ওপর চেয়ে বসে থাকে। দিদিমা,দুই মাসি, বেকার দাদা(বি. এ. পাস, জিওগ্রাফি) সকলের একমাত্র ভরসা আমি।
কবিতাটা শুনে কাদতে মন চাইলো,কিন্তু পারলাম না,ছেলেরা কাদলে বড়ই বেমানান লাগে।
Apner story ta ekdam amar moto
আপনার মত মানুষ এবং আদর্শ এবং বুদ্ধিমত্তা এবং বিচার বিবেকহীন মানুষ এই পৃথিবীতে থাকলে এই পৃথিবী কত যে মহান হত
দাদার লেখা গুলো খুব সুন্দর, এবং বাস্তব । আর দিদি তোমার কন্ঠে বেশ লাগে 🥰🥰🥰❤️❤️
দিদি, চোখের জল আটকাতে পারলাম না। হাজারো গরিব বেকার শিক্ষিত যুবকদের কষ্ট তুলে ধরেছেন। বেকার জীবন যেন অভিশপ্ত জীবন। কেউ সম্মান দিয়ে কথা বলে না। সবাই অবজ্ঞা করে। আমার সবাই আছে। তবুও বড় একা মনে হয়। আজ আপন বলতে কেউ নেই আমার। পূর্ণ হোক সবার স্বপ্ন।।
প্রথমে ভিডিও টার টাইটেল টা দেখে কিছুই মিলাতে পারছিলাম না তারপর আরো অবাক হলাম যখন শুনলাম ছোট ছেলে না থাকলে কিছুই হতো না তারপর বিষয়টা পরিস্কার হলো।
অসাধারণ লাগলো একদম বাস্তব কথা গুলো
💕😊
শিক্ষিত বেকারদের জীবন এর গল্পো। যদিও গল্পো হলেও এটা সত্যি। শিক্ষিত বেকার সমাজের বুকে একটা অভিশাপ। হয় তুমি শিক্ষিত হও না হয় বেকার হও। শিক্ষিত বেকার হয়ও না। তাহলে কষ্ট হবে সঙ্গী আর দুঃখ হবে সাথী। আমার খুব খুব হৃদয় স্পর্শ করেছে।
Thank you so much Di ❤️
"হটাৎ করে ইউটিউবের হোমপেজে ভিডিও টা ভেসে উঠল , কবিতার দিকে ঝোঁক আমার ছোটবেলা থেকে ,ভাবলাম দেখি একটু, ক্লিক করার পর কখন যে ভিডিওটা শেষ হয়ে গেলো বুঝতেই পারলামনা , যেমন সুন্দর কবিতার লাইন তার উপর বক্তার আবৃত্তি করার ভঙ্গি দুটি মিলেমিশে যেন এক মায়াজাল তৈরি করেছে , সেই মায়াজালে আমি কিছুক্ষন এর জন্য আবদ্ধ হয়ে গেলাম।"
এইরকম ভিডিও জন্য অপেক্ষায় রইলাম ❤️❤️❤️
বাংলার হাজার হাজার বেকার ছেলেমেয়েদের মনের কথা তুলে ধরার জন্য ধন্যবাদ
আমাদের মত 'প্রাণীদের' জীবনের সাথে কথাগুলোর খুব মিল।
আসলে এই কঠিন বাস্তব গুলো প্রত্যেকেরই কাছে অবগত তাই আর হতাশা ছড়াবেন দয়া করে কারণ অনেকেই হতাশাগ্রস্ত ,পারলে চাকরি পাওয়ার উপায় বের করুন না হলে সকারের কাছে প্রশ্ন করুন চাকরি কেনো পাচ্ছে না যোগ্য মানুষ ,কিছু মনে করবেন না , আশা টাই মানুষের সব তাই আশাভঙ্গ কোনো লেখা পাঠ করবেন না বা প্রকাশ করবেন না পারলে motivate করুন
Thik bolechho... Charpasher sotti ghotona eta, tao etar poriborte jodi kosto kore sofol hoya byaktir jiboner struggle and success hoyar golpo ta kabitar madhyame bola jeto tahole hoyto manush motivate hoto aro.. Bartho hoyar golpo sune pichhiye asa jay... Egono jay na!
Well said maam!!!
jokhon sbai bhabe je tomar daara kichu hbe naa....tokhon ei toh ghure daaranor asol moja....baagh er ekta Chhobi sb somaye nijer kaachi raakha uchit!!!
এ যেন আমার গল্প , আমার মতো শত শত শিক্ষিত বেকার ছেলেদের গল্প ....
অজান্তেই চোখের কোণে জল ....
প্রত্যেকটা লাইনে চোখে জল চলে এসছিল...খুব জ্বলন্ত সত্যি এগুলো....
আমি 1st yr MBBS student. আমাদের পেশায় সেই অর্থে হয়তো বেকার শব্দটা একটু অপ্রচলিত, তবে আমাদের মতোই সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও স্বপ্ন দেখে পরিবারের সমস্ত অনটন ঘুচিয়ে বাবা মার মুখে হাসি ফোটাতে, সেই আশায় শেষ সম্বল টুকু দিয়েও চেষ্টা করে তারা, শেষ "দেড় লাখ " টাকাটা দিয়েও B.Ed পড়ে.. কিন্তু চাকরি কই? স্কুলে স্কুলে teacher এর অভাব, student দের so called "টাকা খরচ না হওয়া সরকারি স্কুলে" পড়া সত্ত্বেও কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে private tuitor রাখতে হয়.. 1জন teacher স্কুলে আসা মানে শুধু teacher এর চাকরি পাওয়া না, আরো 50- 60 টা পরিবারের 1জন tuitor এর খরচ বাঁচা .. কে তৈরি করে আমাদের মতো medical student der? 1জন responsible teacher.. যদি এই ভাবেই teacher এর cricis চলতে থাকে, সমাজের ধ্বংস অবশ্যম্ভাবী 🙏🏻
Apnar sathe ekmot...but jara govt a ache tara Jodi ei state er future niye ektuku o vabto tahole ei situation korto na....
Tumi ko. Medical clg er student
Private or gov.
@@suprabhabiswas6514 edike bolchi sadharon modhyobitto family r oidike private medical Clg? Combination ta ki adou mele? Obviously govt.🙂
@@Aspirant-vp8kx I am preparing for neet exam will you assist me please didi.
অপূর্ব লেখা এবং বাস্তবের উপর ভিত্তি করে।মন ভরে গেল পরিবেশনায়❤❤
অসাধারণ 👍🏻 মনে হলো আমার না বলা কথা গুলো,যেন তোমার কবিতার মধ্যে দিয়ে বেরিয়ে এলো।
Ek kothai osadharon
Apnader osonkho dhonnobad bekar der jibon ke evabe futiye tolar jonno
Asole keu to r vuleu vabe na.....Thanks.......
অসাধারণ দিদি.....এখনকার সমাজের বাস্তব অবস্থা এটাই😢😓😓
Osadharon........ Majhe modhe mone hoi jibon tai ses kore feli
অসাধারণ এটাই বাস্তব। আমিও এই বছর গ্রাজুয়েশন শেষ করলাম এখন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তারপর জানিনা ভাগ্যে কি আছে। আসলে কি করবো বুঝতে পারছি না। আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আর এই সমস্যাটা এক মধ্যবিত্ত পরিবারের যে কতটা যন্ত্রনার সেটা তারাই জানে। খুব ভালো বলেছেন আপনি প্রতিটা কথা একদম বাস্তব সত্য।🙏🙏
Ki niye porasona korechen jante pari?? Asole ami ekhono HS dini but বেকার kotha ta khub kane baje tai amar next life o uncertainty er modhye ache tai apnake ask korlam.....
সত্য কথা বলতে না পারলেও অন্তত একই ভাবে সবাই সমান।
ভালো থাকবেন সবাই।
ধন্যবাদ। হারুণ অল রশীদ।
bortoman somaje pray ghore ghore sokoler moner kotha etota sotsahos nie bolar jonno anek anek dhonyobad 👏👏👏
😶বলার মতো কোনো ভাষাই নেই ❤️🙏🏿🙏🏿😔
শুধু ই নিরবতা
সত্যি শিক্ষত বেকার জীবনের প্রতিচ্ছবি উঠে এসেছে একদম একদম ঠিক বলেছো তুমি sister শুনে শুনে খুব খুব ভালো লাগলো আমিও এম.এ করছি আর আমাকে বেকারত্বের জ্বালায় কথা শুনতে হচ্ছে 😟 সত্যি হৃদয় ছুঁয়ে গেলো
অসাধারণ, মন ছুঁয়ে গেলো ❤️
Darun bisleshan oti bastaber : bachan bhangimake salut Janai.
না চাইতেও চোখে জল চলে এলো 😥❤💔
Khub sundor Didi bolechen..etai amader society
Khub sundar kotha guli jeno mon chuye gelo
Sarojit dar likha gulo khub vlo........mon ta halka hoi sunle pore........
দাদার গল্পে সম্পূর্ণ বাস্তব জীবনের ছবি ফুটে উঠে। আর দিদি তোমার voice টা তো অপূর্ব।
চোখে জল এসে গেল .......
Darun didi🥰🥰💕💕💕dadao lekha gulo onk bhalo lekhe👌👌
Darun hoiyese...
Amader moner kotha boleso..
Anttoto keu ata sune amader moner kosto bojte parbe....,
একদম বাস্তব কথা। খুব ভালো লাগলো। ধন্যবাদ দিদি। ❤️❤️❤️❤️
ইমোশনাল হয়ে গেলাম। সত্যিই শিক্ষিত বেকারদের চাপা কষ্ট কেউ দেখতে পায় না। 🙂
আজ মনে খুব পড়ে। সেই দিন সময়ে সর্বদা সঙ্গে থাকত। না জানি না চিনি এমন ভাবে সে কে।।।।
হারুণ অল রশীদ।
চোখের জলকে ধরে রাখতে পারলাম না ... মনে হল যেন এ তো আমার গল্প , আমাকে লুকিয়ে আমার গল্প লিখলো কে....
হাজার হাজার শিক্ষিত বেকারের মনের কথা তুলে ধরলেন♥️♥️
সত্যি দিদি আপনার এই কথা গুলোর মধ্যে আমাদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছন🙂
বড্ড আবেগপ্রবণ হয়ে পড়লাম অনেকদিন বাদে।নিজের মুখের সামনে যেন আয়নাটাকে তুলে ধরলেন।লিখুন না আরো দু-চার কথা আমাদের নিয়ে,আমাদের মত বেকারদের নিয়ে।🥺🥺
সত্যি হাজার হাজার মানুষের জীবনের কথা এত সহজে আপনি বলে দিলেন। ধন্যবাদ দিদি কথা গুলো একদম সত্যি। কিন্তু অমি বাড়ির ছোট ছেলে।🙂
Excellent shikkhito bekar jubok der really ei situation ata shune abegprobon hoye porlam ai somaj e shikkhito bekar der jontrona moyi jibon ke tule dhorar jonno dhonnobad
Love U Mam....Hats off To you....Valo Thakben
কথা গুলো শুনে চোখে জল চলে আসলো 😭। আমার জীবন টাও একই রকম ।
এই লেখাটির মধ্য দিয়ে বাস্তব সত্য ফুটে উঠেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রথমে দুই লাইন শুনে মনে হচ্ছিলো জলজ্যান্ত আমার কথা কোনো এক মহান ব্যাক্তি তুলে ধরেছে ,পরে চোখে জল ধরে রাখতে পারলাম না ।।।।।এরকম কত শিক্ষিত বেকার যুবক দিনের পর দিনে হারিয়ে যাচ্ছে এই মহাজাগতিক বিশ্বে ।।।।।।ধন্যবাদ এরকম একটা কবিতা উপহার দেয়ার জন্য ।।।।
Khub sundor...onk r jiboner sathe kotha gulo mile jachee...tomar kotha gulo r modhe aj neja k abro palm...sotti amder bekar der kotha vabar moto kaw nei.
Asadharon ,amr jiboner sathe mile gelo.
কবিতার লেখা গুলো বাস্তব...
আজ আমি বাড়ির বড়ো মেয়ে... বাবা মা সবাই আমার ভরসায় আমি একটা চাকরি করবো ... হ্যাঁ আজ আমিও B.Ed এর Student... জানি না এর পরের জীবনটা কেমন হবে ... তবুও চেষ্টা ছাড়বো না
মন কে বলুন,
তোকে পারতে হবে !
নিজের আমিত্ব বজায় রেখে
"দৃঢমন" আপনাকে পৌঁছে দেবে আপনার গন্তব্যে!
কবিতা আর বাস্তব এক নয় !
বাস্তব অতি সহজ যদি আপনার determition থাকে !
বিডি 17042022
2015 সালে বিএড করেছি। ভালো নম্বর সহ ইন্টারভিউ দিয়ে আপার প্রাইমারি পাস করে বসে আছি সাত বছর। আজও বেকার😭😭
@@hsfamily1834
চিন্তা করে দেখুন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি,
আপনার মত এত সুন্দর করে আর কাউকে তৈরি করা হয়নি!
সৃষ্টি কর্তা আপনাকে যা দিয়েছেন পৃথিবীর আর কাউকে সেটা দেওয়া হয়নি!
আপনি তার ভালোবাসার ফসল!
কাজেই তার best সৃষ্টিকে
উনি
Best কিছুই দেবেন ই !
আপনি মনোবল হারাবেন না!
শুভেচ্ছা!
@@hsfamily1834 শুধু B.Ed collage গুলোই বাড়ছে চাকরি আর হচ্ছে না
@@hsfamily1834 wb e ssc hbe na...
competitive porun
প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত এই বেকারত্বের জ্বালা মেরে ফেলছে।
যা অনুভব করছি সেটা হলো এই কথা গুলো।
My god..... Amar life er sathe mile gelo....... osadharon
কথাগুলো শুনে চোখে জল এসেগেলো। জানেন দিদি, আমিও ম্যাথ honours করে msc এর জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তে চান্স পেয়েছিলাম, কিন্তু আর চাইনা মা বাবার টাকাগুলো খরচ করতে, তাই ইচ্ছাকৃত ভাবেই ভর্তি হলাম না, b. Ed এও করলাম না, শুধু একটা চাকরির আশায় কোচিং সেন্টারে গিয়ে ভর্তি হলাম।
Dada tumi chakri peyecho
@@nandiniroy4681 na go preparation cholche competitive exam er jonno 😊
Ami apanar theke anoke choto but eituku bolte pari apni kon competitive exam er jonno preparation nicchen ami jani na but jodi apnar computer programming e interest thake then Data science or Data Analysis er course korte paren because apni math honours so apni jodi ekbar programing skhite paren then Data science korle apnake ar kono din bose thakte hobe na karon Data science or Analysis ei sob skill based course not degree based.....
@@Unknown-in4kq thanku😊
@@Unknown-in4kq apnar numb ta deben plss
অসাধারণ লাগলো ।
ভিষন সুন্দর উপস্থাপনা আপনার ।
মুগ্ধ হয়ে শুনতে হয়...
Darun laglo didi
Moner kotha gulo bolla
কবিতা টা শুনে কেঁদে ফেললাম, আমিও শিক্ষিত বেকার অবিবাহিত মেয়ে , বাবা মায়ের বোঝা
😢
Same
বাস্তব জীবনের প্রতিচ্ছবি 🙂, খুব সুন্দর লিখেছেন মাননীয় কবি মহাশয়,এবং বেদনায় ভরা আবেগী কণ্ঠ দিয়ে এটাকে আরো ফুটিয়ে তুলেছেন ম্যাম....
এটাই হয়তো সেই কঠিন বাস্তব যেটাকে আমরা মেনে নিতে পারি না 🙂
ধন্যবাদ অচেনা কবিকে .... অন্তত এইসব দেখে..মন হালকা হলো
তোমার গল্পের মধ্য দিয়ে বেকারত্ব জীবনের বাস্তব ছবি ফুটে উঠেছে এসেছে
Darun laglo...
Real fact of this young generation today.....khub vlo laglo eto sundar vabe present korar jonno...👌
Ashadharon...
Khub sundor didi darun laglo❤️❤️
অসাধারণ 😊😊❤️❤️❤️😊😊😊😊😊😊😊😊😊😊❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
চোখে জল চলে এলো দিদি ...
Khub valo laglo ata tik jibona
দিদি সময়টা এতটাই খারাপ যে, কষ্ট অনেক হয় কিন্তু এতটাই দুর্ভাগ্য সেই কষ্টের জন্য কাঁদতেও পারি না।
দারুন লেখাটা, জীবনের সবটাই লেখা আছে এর মধ্যে।
Sattii ata akta bastobata chele hok ba meye ...ami akhn govt teacher kintu amio onek bocchar ai pothe chilm taii relate korte parlm nijeke ato din por ...dhonyabad apnake
অসাধারণ😍😍😍😍
একদম বাস্তব সত্য ফুটে উঠেছে।তবে এই গল্পটা শুধু একটা ছেলের জীবনের নয়,,একটা মেয়ের জীবনেও এই গল্পটা একইরকম সত্য।
এতো সুন্দর করে উপস্থাপনা করো। মন ভালো হয়ে যায় ।♥️
বেকারদের কথা তুলে ধরার জন্য ধন্যবাদ।
Asadharan....
দারুন বাস্তুব ভয়ঙ্কর কিছু সত্য
অসাধারণ দিদি পুরো বাস্তব কথা
Darun.... Just Ashom.... Kno kotha hoba na.
চোখ দিয়ে জল চলে এলো শুনে আমার😭
Heart'touching speech, হুম বর্তমান পড়া শুনো করে তাদের অধীনে থাকতে হয় যেনাদের সাথে ছোট কালে স্কুল পরেছিলাম, তফাৎ এখানেই সে স্কুল পড়া বাদ দিয়ে কাজে লেগে সেটেল হয়েছে কিন্তু আমারা স্কুল পড়ে অবশেষে বেকার, তাই তাদের অধীনে থাকতে হয়
জীবনটাই শেষ করে দিলো এরা দি আর কখনো পরীক্ষা নেবে কি সন্দেহ। বাবা মায়ের একমাত্র মেয়ে কত স্বপ্ন আমার প্রতি ওদের কিছু তো বলতেও পারিনা।
জীবনটা সত্যিই তোমার কবিতার ছন্দে ভেসে ওঠে .....😚😚
Bolar style ta osadharon😊
Exclent paromita di writer
Heart touching story . Can't be controlled my tears .
কথা গুলো সত্যি বাস্তব জীবনের থেকে পরিচালিত। আমি এখন M.A করছি আমার একটা প্রিয় মানুষ আছে,সে আমার পথ ছেয়ে বসে আছে আমি কবে পড়াশোনা শেষ করে ওকে আমার ঘড়ে তুলবো নিজের পায়ে দাঁড়িয়ে, কিন্তু এই দেশে, রাজ্যের যে পরিস্থিতি তাতে আমার প্রায় মানুষ টাকে ঠিক সময় মত ঘড়ে তুলতে পারবো নাকি জানি না।
একদম বাস্তব কথা। প্রতিটি শব্দ শুনে মন জুড়িয়ে গেল। খুব সুন্দর ☺️
ভালো লাগলো ।
একদম বাস্তব সত্যি কথা বলেছেন।❤️
Khub sundor lagloo ❤️ khota gulo didi puro Mona geya gatlo
Khub valo laglo
অসাধারণ!
কষ্টগুলো না হলে যন্ত্রণা বোঝানো যায় না।
বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে কষ্ট হয়।