আমরা দূর্বল তাই আমাদের স্রষ্টা কে আঁকড়ে ধরি। আমাদের হৃদয়ের ধন আমাদের প্রভু। আপনারা অনেক স্ট্রং আপনারা একাই থাকেন আমাদের আল্লাহ কে নিয়ে খারাপ কিছু বইলেন না। আল্লাহ যাকে হেদায়েত দেয়,তাকে পথ ভোলানোর কেউ নাই
Just excellent. কঠিন কঠিন বিষয় গুলো সহজ করে বলার জন্য। আমি জরথুস্ত্র বলছি বইটির English ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাংলা কপি অনেক আগেই কিনেছিলাম, কিন্তু সাহস হয়নি পরা শুরু করার। thanks.
***** Club, মুভিটার একটা বিশাল অংশ নীটশের এই মহামানব হওয়াকে নিয়েই বলে আমার মনে হয়েছে। টাইলার ন্যারেটরকে একই ধরনের কথা বলে। যেমন, “It's only after we've lost everything, are we free to do anything”, “Let the chips fall where they may”, “You're one step closer to hitting rock bottom”, “You have to know, not fear, that someday you're going to die”, “Just let go”. কথাগুলো কি কিভাবে নিয়েছে আমি জানি না তবে কথাগুলো এবং মুভির শুরুর দিকে টাইলারের ব্যবহার নীটশের মহামানব হওয়ার মতই। উপরে উঠতে হলে আগে নিচে নামতে হবে।
জীবন ও জগৎ নিয়ে আপনাকে আমার ব্যক্তিগত কিছু ধারনা জানানো দরকার মনে হলো । কাকে জানাবো ভেবে পাচ্ছিলাম না। আপনার সুন্দর কথা ও সুন্দর ব্যবহার আমাকে লিখতে বাধ্য করেছে...... স্যার আমার মতে জীবন ও জগৎ ঠিক এমনটা.... ✍️ ১। জগতে এমন কোন কিছু কি আছে যেটা একটা ? ২। জগতে যদি একটা জিনিস না থাকে তাহলে এটা বুঝায় যে সমস্ত কিছুর যৌনতা আছে। কেননা বৃদ্ধির মাধ্যম হলো যৌনতা। ৩। আমাদের পৃথিবী নামক গ্রহ এটিও একটি যৌনতার ফল। আর সেই সাথে পৃথিবীরও জীবন আছে। যেহেতু পৃথিবীর জীবন আছে তার মানে পৃথিবীতে বসবাসকারী অবস্থিত সবকিছুর জীবন আছে । ৫। পৃথিবী তার নিজের টিকে থাকার প্রয়োজনে যাবতীয় কিছুর কার্যসম্পাদন করে থাকে। এর দায়ভার বা প্রভাব পৃথিবীতে বসবাসকারী সকলের উপর বর্তায়। ৬। মানুষ পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহে গিয়ে টিকে থাকতে পারবে না। কেননা আমরা পৃথিবীর সন্তান। ৭। ঠিক তেমনিভাবে পৃথিবীও কারো সন্তান। ৮। আপাতত পৃথিবী পর্যন্ত যদি আমরা থেমে যাই, তাহলে পৃথিবী আমাদের ঈশ্বর, শ্রেষ্ঠা, মা, জন্মদাতা। ৯। পৃথিবীসহ সমস্ত সৃস্টির যাবতীয় কার্যক্রমের মূলে রয়েছে যৌনতা। যৌনতার আকর্ষনের মাধ্যমে কার্য সম্পাদিত হয়ে থাকে। ১০। যৌনতা থেকে যত দূরে, জীবনের সুখ থেকে তত দূরে। ১১। আমরা এ জীবন থেকে চলে যাব, কিন্তু পৃথিবী রয়ে যাবে। ইতিপূর্বে যেমনটা আমাদের পূর্বপুরুষ থেকে আসছে। পূর্বপুরুষ থেকে এই পর্যন্ত আমাদের অস্তিত্বের ধারক হচ্ছে যৌনতা। আর ভবিষ্যতেও এটা চলমান থাকবে। ততদিন থাকবে যতদিন পৃথিবীর যৌনতা আছে। ১২। পৃথিবীতে কোন কিছু ধ্বংস হয় না, রূপান্তরিত হয়। আমার গবেষণা বা ধারনার এটুকুই আপনাকে জানালাম। এইসব নিয়ে আমি কি আর সামনের দিকে এগিয়ে যাবো? না আমি ভুল পথে হাটছি। স্যার আপনার মতামত জানাবেন প্লিজ... ✍️
ভাল লাগছে আপনার ভিডিও গুলো। দর্শনের প্রতি আমার তৃষ্ণা নিবারনের একটা সুন্দর ও সহজ জলধারার উৎস আপনার এই চ্যানেল। অসং্খ্য ধন্যবাদ। তবে আমার একটা প্রশ্ন। হজরত মুহাম্মাদ (স) এর দর্শন এর বিষয়ে কিছু রিসার্চ করে যদি ভিডিও দেন তাহলে আমরা উপকৃত হব বলে মনে করি
"নীতি- নৈতিকতা" মুখস্থ বলার মতো করে বললেন। ethics and morality কি একই জিনিস? দর্শন বলতে গেলে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাষা। বুঝুন আগে, সময় নিন , তারপর বলতে আসুন। and keep up this good work.
আমার ধারণা,,,,, পৃথিবীতে যুগে যুগে সময়ের ব্যবধানে বহু সুপারম্যান টাইপের মহামানব এসেছে এই পৃথিবীর অনেক কল্যান মূলক কাজ ও তারা করেছে,,,,সেজন্য তাদের সরন করার জন্য কৃতজ্ঞতা সরূপ তাদের পতি ভালোবাসা দেখাতে দেখাতে এতোটাই বেশি করে ফেলি + পরবর্তীতে সারথের জন্য আমরা তাদের উওরসরি পুরহীত,মোল্লা ইত্যাদি দাবি করে সেসকল সুপারম্যানকে বিভিন্ন অবতার,পফেট,দেব দেবী,ঈশ্বরের বংশ এসব বলে আখ্যা দিয়ে থাকি,,, অর্থাৎ সুপারম্যান আগে ও পৃথিবীতে এসেছে এবং বর্তমান এবং ভবিষ্যতে ও আসবে,,,, তবে সম্ভবনা করা যাচ্ছে ভবিষ্যতে সুপারম্যানেরা মারা যাওয়ার পর তাদের just সুপারম্যানই বলা হবে,,, কোনো ঈশ্বরের লোক বলে দাবি করা হবেনা,,,, এছাড়াও আশংকা করা যাচ্ছে ভবিষ্যতের সুপারম্যানদের অনেকে ইমাম মাহাদী, কৃষ্ণের কলি যুগের অবতার, ইত্যাদি নামে আখ্যা দিতে পারে,,,, তবে এটা শিওর যে মানুষের চেয়ে ও বেশি কিছু অর্থাৎ সুপারম্যান পৃথিবীতে always আশা যাওয়ার মধ্যেই থাকবে,,, কারন আমারা দেখেছি ইহুদিরা ঈশার আগমনের আশা করা,,,,বাইবেলে মুহাম্মদের আগমনের আশা করা,,,আবার মুসলিমরা ইমাম মাহাদী আগমনের অপেক্ষা,,, হিন্দুরা কৃষ্ণের অবতারের অপেক্ষা,,, এভাবে বহু জাতি দিনশেষে মানবজাতি সুপারম্যানদের অপেক্ষায় থেকেছিলো এবং অপেক্ষায় এখনো আছে তাদের দুঃখ কষ্ট থেকে মুক্তির জন্য,,,, নিশ্চয়ই সুপারম্যানেরা আদি থেকেই পৃথিবীতে এসে চলেছে এজন্যই মানবজাতির মধ্যে এমন মাইন্ডসেট তৈরি হয়ে গিয়েছে,,,, যাই হোক সুপারম্যান হওয়া বা সুপারম্যানদের মতো নিজেকে তৈরি করা বা সুপারম্যানদের বানী (বিকৃত বানীগুলো বাদে) অনুসরণের মধ্যে দিয়েই মুক্তির সাদ পাওয়া সম্ভব বলে মনে হচ্ছে,,,,??? আমার এই ধারনা কি সঠিক kindly reply দিবেন
Stupid ass.... No logic, just stupid talk based on your biases and preconceived notions.... you are a perfect example of islamophobic atheist... Carry on ..we love jokers. We need fun in life. Superman ...... are you kid ??? Talk and think like a kid...ignorant ass..
খুনের কথা কেউ না জানলেও, আপনি তো জানেন- আপনার কি অনুশোচনা হবেনা, নরকের যন্ত্রনা কী হবেনা? যদি না হয়, তবে কী সেই ব্যাক্তি মানুষ। আর দোজখে তো শাস্তি মানুষের হয়, পশুর নয়। নরকে যেতে গেলেও মানুষ হতে হয়।
It is easier To manipulate the masses if there would have an higher authority on which man have common faith ,on the basis of this idea, I think ,Voltaire had made this statement.
@@PsycheTalk69 এই কমেন্টটা not public only me- "কুরআন= মুহাম্মদ (স:) দর্শন=ধ্যানের ফলাফল" ? যদি তাই হয়, মিরাজ কাল্পনিক, ন্যায়- অন্যায় কাল্পনিক, জান্নাত - জাহান্নাম কাল্পনিক,কোরআন কাল্পনিক, সৃষ্টিকর্তা কাল্পনিক এবং মানুষ ,গরু- ছাগল- কুকুর বিড়াল- শূকরের মত একটি পশু । মহাবিশ্ব আপনা-আপনি সৃষ্টি হয়েছে। যদি তাই হয় পৃথিবীতে যে বেশি ভোগ করে, সেই তো তাহলে সফল। রাজা- বাদশাদের হাজারটা যৌনদাসী থাকতো, প্রজাদের সম্পদ লুট করে ভোগ বিলাস করত, তারাই তো তাহলে সফল। তাদেরকে অনুসরণ করেন। ন্যায়- অন্যায় কাল্পনিক। DO ফুর্তি। যেহেতু পাপ- পুণ্য কাল্পনিক, তাই যাদের পাপবোধ আছে, তারা দূর্বল। পরকাল বলে কিছু নেই, জিন্দেগী দোবারা না মিলেগা। বেঁচে থাকার জন্য, ভোগের জন্য সব কিছু করা যায়। মুহাম্মদ (স:) হলেন বোকা, কারণ তিনি পৃথিবীকে ভোগ করতে পারেন নি। তিনি তার অনুসারীদের বলতেন- পৃথিবী হলো পরীক্ষার জায়গা, পৃথিবী ক্ষণস্থায়ী, পরকাল স্থায়ী। তাই কেউ যদি গলায় ছুরিও ধরে, তার পরেও মিথ্যা কথা বলা যাবে না। অর্থাৎ যারা মুহাম্মদ (স:)কে যারা অনুসরণ করে তারা গাধা।
মন ক্ষুদ্র না বিশাল তা মন নির্ণয় করে নাকি মস্তিষ্ক। সেটা সম্পর্কে আগে জানুন আপনি তো আগেই বলে দিলেন ক্ষুদ্র মন আপনার বৃহৎ মন নিয়ে ক্ষুদ্র মনের চিন্তা আসে কোথা থেকে সেটা কি একবার ভেবে দেখেছেন
নাহ, আপনি এতো অগোছালো কেন। খুবই অগোছালো চ্যানেল আপনার। কোন ধারাবাহিকতা নেই। ধারাবাহিকভাবে ভিডিও বানান। কিছু কিছু ভিডিও গোছালো, মানসম্মত (যেমন বুদ্ধের দর্শন 10/10, awesome) । আবার কিছু ভিডিও দশ মিনিটের জায়গায় অগোছালো থাকার কারণে ২০ মিনিট হয়েছে, যেটা বোরিং। আমি মনে করি যেকোনো ধরনের টপিক নিয়ে আলোচনা করতে হলে একেবার গোড়া থেকে আলোচনা করতে হয়। আপনি ধারাবাহিকভাবে নিম্নের মত করে ভিডিওগুলো আপলোড করতে পারেন- শুরু- ১.দর্শন কি, দর্শন বুঝার জন্য বেসিক বিষয়, ২.তারপর প্রাচীন যুগের পশ্চিমা সমাজ, দর্শন ও দার্শনিক। প্রাচীন যুগের প্রাচ্যের দর্শন ও দার্শনিক, ৩.তারপর মধ্যযুগের পশ্চিমা সমাজ দর্শন ও দার্শনিক। মধ্যযুগের প্রাচ্যের সমাজ, দর্শন, দার্শনিক। ৪.আধুনিক যুগের পশ্চিমা সমাজ, দর্শন, দার্শনিক আধুনিক যুগের প্রাচ্যের দর্শন ও দার্শনিক। ভিডিওর বাক্য হবে গোছালো, কম সময়ে বেশি মেসেজ। আর যেটা ধরবেন, সেটা শেষ করবেন। নীটসে নিয়ে এর আগেও আপনি ভিডিও বানিয়েছেন শেষ করেন নি, ৪৮ ল অফ পাওয়ার শেষ করেননি, রুশোর ক্ষেত্রেও খাপছাড়া ভিডিও। বিরক্তিকর! নিটশে নিয়ে ভিডিও বানালে নিটশে শেষ না হওয়া পর্যন্ত অন্য ভিডিও তে জাম্প করবেন না।❤
48 laws of power শেষ করেছি। দর্শন নিয়ে আলাদা প্লে-লিস্ট ধারাবাহিকভাবে চলছে। আর রুশোর দর্শন আমি শুরু করিনি এখনো। আমি কম্পোজিশন করে কতগুলো ভিডিও বানিয়েছি। দর্শন কি, কোনটা কেমন ওটা সিরিজে আলাপ আছে দেখতে পারেন। কম্পোজিশন যেগুলো বানানো ওগুলো এডভান্সদের জন্য। আর আলাদা করে সব আলাপ করে বোঝানোর প্লে-লিস্ট আলাদা করা আছে। ফেসক্যাম, পডকাস্ট ওগুলোর থিম আলাদা। দেখে অগোছালো মনে হলেও সব কানেক্টেড ফর্মে আছে। এখানে অনেক জিনিসকে একসাথে নিয়ে আগাতে হচ্ছে তাই সব সিকোয়েন্স অনুসারে আসবে। সব জনরার ভিডিওর আলাদা প্লেলিস্ট আছে। পূরণ করা হবে।
ধরেন আমি ৫ টা খুন করলাম। তারপর এই খুনের কথা কেউ জানলো না তাহলে আমার বিচার কিভাবে হবে, নীহতদের বিচার কে দিবে, যদি কেয়ামতে বিচার না হয়।আমার বিচার হলেও আমাকে একবার ফাঁসি দিতে পারবে, কিন্তু ৫ খুনের শাস্তি কি আমি পাব!
ধরেন আপনি আদালত এ গেলেন আর সেখানে জজ হিন্দু। আপনার সাথে অপরাধী আরো একজন আছে। একই অপরাধ। আপনি মুসলিম বলে ফাঁসি হলো আর অন্য জন্য হিন্দু বলে ১০ বছরের জেল হলো।। বা ধরেন কেয়ামত এ একজন দুনিয়ায় অনেক পাপ কাজ করছে। কিন্তু মুসলিম বলে জান্নাত এর সুযোগ আছে। আবার কেউ হিন্দু বলে তার অনেক ভালো কাজেরর পরেও সুযোগ নেই। বিচার তা কেমন?
সে ভিত্তিতে তো এটাও বলা যায় যে কেয়ামতের চিন্তা কেবলই একটা কোপিং মেকানিজম। বাস্তবতার নিষ্ঠুরতা থেকে বিরতি নিতে যেমন আমরা কাল্পনিক গল্প পড়ি। প্রকৃতি ভালো মন্দ কিছু বুঝে না। একজন সত্ত্বা প্রকৃতির ধারাবাহিকতার কবলে পড়ে সেটাকে ভালো বা মন্দ হিসেবে আখ্যায়িত করে। প্রকৃতির কাউকে বিচার করার বাধ্যবাধকতা নেই।
Nietzsche died on 25th of August, not 15th.
August all time beauty
August all time beauty
And I born that day, Nietzsche reincarnation after exactly 100 years
@@tariffuad3009 damn xD
আমরা দূর্বল
তাই আমাদের স্রষ্টা কে আঁকড়ে ধরি।
আমাদের হৃদয়ের ধন আমাদের প্রভু।
আপনারা অনেক স্ট্রং
আপনারা একাই থাকেন
আমাদের আল্লাহ কে নিয়ে খারাপ কিছু বইলেন না।
আল্লাহ যাকে হেদায়েত দেয়,তাকে পথ ভোলানোর কেউ নাই
Just excellent. কঠিন কঠিন বিষয় গুলো সহজ করে বলার জন্য। আমি জরথুস্ত্র বলছি বইটির English ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাংলা কপি অনেক আগেই কিনেছিলাম, কিন্তু সাহস হয়নি পরা শুরু করার। thanks.
Where did you buy from, and how much did it cost?
খুবই সুন্দর এবং জ্ঞান মূলক আলোচনা। ধন্যবাদ ❤️🥀
দেখছি... আরও চাই।
এক কথায়, নিটশে পরকালকে অস্বীকার করেছেন। তিনি বস্তুজগতকে প্রাধান্য দিয়েছেন। যা সম্পূর্ণরূপে ইসলাম ধর্মের পরিপন্থি।
আরও চাই ভাইয়া।।।ধন্যবাদ।। ❤❤❤❤
শতকোটি প্রণাম🙏
Outstanding vai❤❤
***** Club, মুভিটার একটা বিশাল অংশ নীটশের এই মহামানব হওয়াকে নিয়েই বলে আমার মনে হয়েছে। টাইলার ন্যারেটরকে একই ধরনের কথা বলে। যেমন, “It's only after we've lost everything, are we free to do anything”, “Let the chips fall where they may”, “You're one step closer to hitting rock bottom”, “You have to know, not fear, that someday you're going to die”, “Just let go”.
কথাগুলো কি কিভাবে নিয়েছে আমি জানি না তবে কথাগুলো এবং মুভির শুরুর দিকে টাইলারের ব্যবহার নীটশের মহামানব হওয়ার মতই। উপরে উঠতে হলে আগে নিচে নামতে হবে।
এই ভিডিওটা দেখতে পারেন। বিস্তারিত পাবেন -
ua-cam.com/video/_EQ2SbG0NE0/v-deo.htmlsi=YfgzrjkGO7BP0CVr
জীবন ও জগৎ নিয়ে আপনাকে আমার ব্যক্তিগত কিছু ধারনা জানানো দরকার মনে হলো । কাকে জানাবো ভেবে পাচ্ছিলাম না। আপনার সুন্দর কথা ও সুন্দর ব্যবহার আমাকে লিখতে বাধ্য করেছে......
স্যার আমার মতে জীবন ও জগৎ ঠিক এমনটা.... ✍️
১। জগতে এমন কোন কিছু কি আছে যেটা একটা ?
২। জগতে যদি একটা জিনিস না থাকে তাহলে এটা বুঝায় যে সমস্ত কিছুর যৌনতা আছে। কেননা বৃদ্ধির মাধ্যম হলো যৌনতা।
৩। আমাদের পৃথিবী নামক গ্রহ এটিও একটি যৌনতার ফল। আর সেই সাথে পৃথিবীরও জীবন আছে। যেহেতু পৃথিবীর জীবন আছে তার মানে পৃথিবীতে বসবাসকারী অবস্থিত সবকিছুর জীবন আছে ।
৫। পৃথিবী তার নিজের টিকে থাকার প্রয়োজনে যাবতীয় কিছুর কার্যসম্পাদন করে থাকে। এর দায়ভার বা প্রভাব পৃথিবীতে বসবাসকারী সকলের উপর বর্তায়।
৬। মানুষ পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহে গিয়ে টিকে থাকতে পারবে না। কেননা আমরা পৃথিবীর সন্তান।
৭। ঠিক তেমনিভাবে পৃথিবীও কারো সন্তান।
৮। আপাতত পৃথিবী পর্যন্ত যদি আমরা থেমে যাই, তাহলে পৃথিবী আমাদের ঈশ্বর, শ্রেষ্ঠা, মা, জন্মদাতা।
৯। পৃথিবীসহ সমস্ত সৃস্টির যাবতীয় কার্যক্রমের মূলে রয়েছে যৌনতা। যৌনতার আকর্ষনের মাধ্যমে কার্য সম্পাদিত হয়ে থাকে।
১০। যৌনতা থেকে যত দূরে, জীবনের সুখ থেকে তত দূরে।
১১। আমরা এ জীবন থেকে চলে যাব, কিন্তু পৃথিবী রয়ে যাবে। ইতিপূর্বে যেমনটা আমাদের পূর্বপুরুষ থেকে আসছে। পূর্বপুরুষ থেকে এই পর্যন্ত আমাদের অস্তিত্বের ধারক হচ্ছে যৌনতা। আর ভবিষ্যতেও এটা চলমান থাকবে। ততদিন থাকবে যতদিন পৃথিবীর যৌনতা আছে।
১২। পৃথিবীতে কোন কিছু ধ্বংস হয় না, রূপান্তরিত হয়।
আমার গবেষণা বা ধারনার এটুকুই আপনাকে জানালাম। এইসব নিয়ে আমি কি আর সামনের দিকে এগিয়ে যাবো? না আমি ভুল পথে হাটছি। স্যার আপনার মতামত জানাবেন প্লিজ... ✍️
আপনার বয়স জানি না যেহেতু আপনি সবকিছুতে যৌনতা দেখছেন, আপনার মাথায়, যৌনতা ছাড়া কিছুই
আসে না।
যৌনতা একটা মাধ্যম মাত্র
আপনার দর্শনে বস্তুকেন্দ্রিকতা, হেডোনিজম দর্শনের কিছু ছোঁয়া আছে। এটা দর্শন হিসেবে লিমিটেড৷ আরও ডেপথে যেতে হবে।
আপনি ১০ গ্রাম সোনা কিনবেন তারপর আবার 10 গ্রাম সোনা কিনে পাশাপাশি রেখে দেবেন তারপর দেখবেন তারা বাচ্চা পাড়বে এবং আপনি 30 গ্রাম সোনা পাবেন। হা হা হা😆।
Arts এর ছাত্র মনে হয় আপনি। পদার্থবিজ্ঞান পড়লে আপনার এই করুণ দশা হতো না😂
বাচ্চাদের কার্টুন দেখেন নাকি আপনি।
ভাল লাগছে আপনার ভিডিও গুলো। দর্শনের প্রতি আমার তৃষ্ণা নিবারনের একটা সুন্দর ও সহজ জলধারার উৎস আপনার এই চ্যানেল। অসং্খ্য ধন্যবাদ। তবে আমার একটা প্রশ্ন। হজরত মুহাম্মাদ (স) এর দর্শন এর বিষয়ে কিছু রিসার্চ করে যদি ভিডিও দেন তাহলে আমরা উপকৃত হব বলে মনে করি
ua-cam.com/video/bcH248hktZo/v-deo.html
"নীতি- নৈতিকতা" মুখস্থ বলার মতো করে বললেন। ethics and morality কি একই জিনিস? দর্শন বলতে গেলে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাষা। বুঝুন আগে, সময় নিন , তারপর বলতে আসুন।
and keep up this good work.
Excellent
Many many thanks
আচ্ছা, জাপানিজ ফিলোসফি নিয়ে একদিন আলোচনা করেন
বানাবো।
অসাধারণ ❤❤❤❤❤
সুন্দর উপস্থাপন
Onk darshoniker boi khujchi but bangladesh e available pai nai. Vai jodi kisu boiyer link diye sahajjo korten upokrito hotam
রকমারীতে সার্চ করুন। পাবেন
তার দর্শন জীবনকে উপভোগ করতে শেখায়।
আমি তার সাথে একমত নয়।
😇😇
আমি একজন দর্শন বিষয়ক লোকের সন্ধান করছি।
আমি আরো কিছু জানতে চাই।
আরো ভিডিও চাই india থেকে ❤❤
Daron
আমার ধারণা,,,,, পৃথিবীতে যুগে যুগে সময়ের ব্যবধানে বহু সুপারম্যান টাইপের মহামানব এসেছে এই পৃথিবীর অনেক কল্যান মূলক কাজ ও তারা করেছে,,,,সেজন্য তাদের সরন করার জন্য কৃতজ্ঞতা সরূপ তাদের পতি ভালোবাসা দেখাতে দেখাতে এতোটাই বেশি করে ফেলি + পরবর্তীতে সারথের জন্য আমরা তাদের উওরসরি পুরহীত,মোল্লা ইত্যাদি দাবি করে সেসকল সুপারম্যানকে বিভিন্ন অবতার,পফেট,দেব দেবী,ঈশ্বরের বংশ এসব বলে আখ্যা দিয়ে থাকি,,,
অর্থাৎ সুপারম্যান আগে ও পৃথিবীতে এসেছে এবং বর্তমান এবং ভবিষ্যতে ও আসবে,,,,
তবে সম্ভবনা করা যাচ্ছে ভবিষ্যতে সুপারম্যানেরা মারা যাওয়ার পর তাদের just সুপারম্যানই বলা হবে,,, কোনো ঈশ্বরের লোক বলে দাবি করা হবেনা,,,,
এছাড়াও আশংকা করা যাচ্ছে ভবিষ্যতের সুপারম্যানদের অনেকে ইমাম মাহাদী, কৃষ্ণের কলি যুগের অবতার, ইত্যাদি নামে আখ্যা দিতে পারে,,,,
তবে এটা শিওর যে মানুষের চেয়ে ও বেশি কিছু অর্থাৎ সুপারম্যান পৃথিবীতে always আশা যাওয়ার মধ্যেই থাকবে,,, কারন আমারা দেখেছি ইহুদিরা ঈশার আগমনের আশা করা,,,,বাইবেলে মুহাম্মদের আগমনের আশা করা,,,আবার মুসলিমরা ইমাম মাহাদী আগমনের অপেক্ষা,,, হিন্দুরা কৃষ্ণের অবতারের অপেক্ষা,,, এভাবে বহু জাতি দিনশেষে মানবজাতি সুপারম্যানদের অপেক্ষায় থেকেছিলো এবং অপেক্ষায় এখনো আছে তাদের দুঃখ কষ্ট থেকে মুক্তির জন্য,,,, নিশ্চয়ই সুপারম্যানেরা আদি থেকেই পৃথিবীতে এসে চলেছে এজন্যই মানবজাতির মধ্যে এমন মাইন্ডসেট তৈরি হয়ে গিয়েছে,,,,
যাই হোক সুপারম্যান হওয়া বা সুপারম্যানদের মতো নিজেকে তৈরি করা বা সুপারম্যানদের বানী (বিকৃত বানীগুলো বাদে) অনুসরণের মধ্যে দিয়েই মুক্তির সাদ পাওয়া সম্ভব বলে মনে হচ্ছে,,,,??? আমার এই ধারনা কি সঠিক kindly reply দিবেন
Stupid ass....
No logic, just stupid talk based on your biases and preconceived notions.... you are a perfect example of islamophobic atheist...
Carry on ..we love jokers. We need fun in life.
Superman ...... are you kid ??? Talk and think like a kid...ignorant ass..
❤❤final superman isa ibn mariyam
Hypocrisy Hypocrisy😂🎉
Allhamdulilla, i am still believe in religion 😂
I am felling so sad for those people who haven't strong believe 😂😂
ইস্ কি সুন্দর 🎉😂
রেনে দেকার্তের দর্শন নিয়ে একটা ভিডিও দেন
2 পার্ট কবে পাবো??
একটু সময় লাগবে।
খুনের কথা কেউ না জানলেও, আপনি তো জানেন- আপনার কি অনুশোচনা হবেনা, নরকের যন্ত্রনা কী হবেনা? যদি না হয়, তবে কী সেই ব্যাক্তি মানুষ। আর দোজখে তো শাস্তি মানুষের হয়, পশুর নয়। নরকে যেতে গেলেও মানুষ হতে হয়।
❤❤
❤
Wow
নিটসের সেই উন্মাদ হওয়ার অজানা রহস্য আল্লাহ ছাড়া কেউ জানে? উন্মাদ
Vi Wittgenstein ar philosophy niya video banan please
সময় লাগবে।
@@PsycheTalk69 no problem bro, time is all I have got😴✋
👍👍
Want more about Nietzsce
কানে হেডফোন রাত বাজে ৪টা, তাতে কি? শুনবো আর শুনবো
ভাই লালন সিরিজ চাই।
নীটশেকে নিয়ে বিগত পডকাস্টগুলো দেখার পরও কি এ ভিডিও টা দেখার প্রয়োজন আছে?
এটাতে আরও ডিটেইলে পাবেন৷ তাছাড়া আরও কিছু নতুন আইডিয়ার এনালিসিস থাকবে দুইটা পর্বে।
খুব ভালো হয়েছে❤❤। আমাদের আসলেই জীবনমূখী হয় কাজ করা দরকার জীবনবিমুখী নয়।
আরো ভিডিও চাই india থেকে ❤
অপেক্ষায় রইলাম❤
আরো এমন ভিডিও না দিলে আমাদের সাথে অন্যায় করা হবে।
আসবে।
এই জীবনের সৌন্দর্য বলতে কি বুঝেন? লাগালাগি?😅
"If there is no God,it would be necessary to invent him." ভাই, ভলতেয়ার তাহলে কোন পারস্পেক্টিভ থেকে এই কথা বলেছেন একটু ব্যাখা করবেন,প্লিজ।
সামাজিক এবং ব্যাক্তি স্বতন্ত্র এর কিছু বিষয় সার্ভ করে খোদা বা অন্য কোন শক্তি।
It is easier To manipulate the masses if there would have an higher authority on which man have common faith ,on the basis of this idea, I think ,Voltaire had made this statement.
সাউন্ড সিস্টেম খুবি বাজে। 😢
Not tag toll tax
এত ক্ষুদ্র মন নিয়ে দর্শনের আলাপ পাড়তে আসছেন😂😂।কিছুদিন আগে "মুহাম্মাদের দর্শন" ভিডিওতে কমেন্ট করেছিলাম এবং সেটা হাইড করেছেন।
কোন কমেন্টই হাইড হয়নি। আপনার দেখার চোখটা বৃহৎ করুন।
@@PsycheTalk69 এই কমেন্টটা not public only me-
"কুরআন= মুহাম্মদ (স:) দর্শন=ধ্যানের ফলাফল" ?
যদি তাই হয়, মিরাজ কাল্পনিক, ন্যায়- অন্যায় কাল্পনিক, জান্নাত - জাহান্নাম কাল্পনিক,কোরআন কাল্পনিক, সৃষ্টিকর্তা কাল্পনিক এবং মানুষ ,গরু- ছাগল- কুকুর বিড়াল- শূকরের মত একটি পশু । মহাবিশ্ব আপনা-আপনি সৃষ্টি হয়েছে।
যদি তাই হয় পৃথিবীতে যে বেশি ভোগ করে, সেই তো তাহলে সফল। রাজা- বাদশাদের হাজারটা যৌনদাসী থাকতো, প্রজাদের সম্পদ লুট করে ভোগ বিলাস করত, তারাই তো তাহলে সফল। তাদেরকে অনুসরণ করেন। ন্যায়- অন্যায় কাল্পনিক। DO ফুর্তি। যেহেতু পাপ- পুণ্য কাল্পনিক, তাই যাদের পাপবোধ আছে, তারা দূর্বল। পরকাল বলে কিছু নেই, জিন্দেগী দোবারা না মিলেগা। বেঁচে থাকার জন্য, ভোগের জন্য সব কিছু করা যায়।
মুহাম্মদ (স:) হলেন বোকা, কারণ তিনি পৃথিবীকে ভোগ করতে পারেন নি। তিনি তার অনুসারীদের বলতেন- পৃথিবী হলো পরীক্ষার জায়গা, পৃথিবী ক্ষণস্থায়ী, পরকাল স্থায়ী। তাই কেউ যদি গলায় ছুরিও ধরে, তার পরেও মিথ্যা কথা বলা যাবে না।
অর্থাৎ যারা মুহাম্মদ (স:)কে যারা অনুসরণ করে তারা গাধা।
@@PsycheTalk69 ভাই সকল ক্ষেত্রেই কেউ না কেউ এমন থাকবেই তাদের কথায় কান দিয়ে লাভ নাই, আপনি এগিয়ে যান আমরা আপনার পাশে আছি।
মন ক্ষুদ্র না বিশাল তা মন নির্ণয় করে নাকি মস্তিষ্ক। সেটা সম্পর্কে আগে জানুন আপনি তো আগেই বলে দিলেন ক্ষুদ্র মন আপনার বৃহৎ মন নিয়ে ক্ষুদ্র মনের চিন্তা আসে কোথা থেকে সেটা কি একবার ভেবে দেখেছেন
ভাই ওনি মানুষকে এমন ভাবে ব্রেন ওয়াস করতেছে ওনার মতে যা ঠিক তাই রাখে আর বাকিগুলা হাইড করে দেয়। ওনি নাস্তিক শুধু নামটাই মুসলিম😂😂😂
Mone hose apni Nietzsche er teacher silan. Don't make him biased depending on English version vedio.. 1:36 1:37 1:38 1:39 1:39 1:40 1:41 1:41 1:42 1:42 1:43
সাইকো।
নাহ, আপনি এতো অগোছালো কেন। খুবই অগোছালো চ্যানেল আপনার। কোন ধারাবাহিকতা নেই। ধারাবাহিকভাবে ভিডিও বানান।
কিছু কিছু ভিডিও গোছালো, মানসম্মত (যেমন বুদ্ধের দর্শন 10/10, awesome) । আবার কিছু ভিডিও দশ মিনিটের জায়গায় অগোছালো থাকার কারণে ২০ মিনিট হয়েছে, যেটা বোরিং।
আমি মনে করি যেকোনো ধরনের টপিক নিয়ে আলোচনা করতে হলে একেবার গোড়া থেকে আলোচনা করতে হয়।
আপনি ধারাবাহিকভাবে নিম্নের মত করে ভিডিওগুলো আপলোড করতে পারেন-
শুরু-
১.দর্শন কি, দর্শন বুঝার জন্য বেসিক বিষয়,
২.তারপর প্রাচীন যুগের পশ্চিমা সমাজ, দর্শন ও দার্শনিক। প্রাচীন যুগের প্রাচ্যের দর্শন ও দার্শনিক,
৩.তারপর মধ্যযুগের পশ্চিমা সমাজ দর্শন ও দার্শনিক। মধ্যযুগের প্রাচ্যের সমাজ, দর্শন, দার্শনিক।
৪.আধুনিক যুগের পশ্চিমা সমাজ, দর্শন, দার্শনিক আধুনিক যুগের প্রাচ্যের দর্শন ও দার্শনিক।
ভিডিওর বাক্য হবে গোছালো, কম সময়ে বেশি মেসেজ। আর যেটা ধরবেন, সেটা শেষ করবেন। নীটসে নিয়ে এর আগেও আপনি ভিডিও বানিয়েছেন শেষ করেন নি, ৪৮ ল অফ পাওয়ার শেষ করেননি, রুশোর ক্ষেত্রেও খাপছাড়া ভিডিও। বিরক্তিকর!
নিটশে নিয়ে ভিডিও বানালে নিটশে শেষ না হওয়া পর্যন্ত অন্য ভিডিও তে জাম্প করবেন না।❤
@ranavai6333 না, সেটাতে নাটকিয়তা আছে + সংক্ষিপ্ত । আমি গোছালো, বিস্তারিত,ধারাবাহিকতার, কথা বলতেছি।
48 laws of power শেষ করেছি। দর্শন নিয়ে আলাদা প্লে-লিস্ট ধারাবাহিকভাবে চলছে। আর রুশোর দর্শন আমি শুরু করিনি এখনো। আমি কম্পোজিশন করে কতগুলো ভিডিও বানিয়েছি। দর্শন কি, কোনটা কেমন ওটা সিরিজে আলাপ আছে দেখতে পারেন।
কম্পোজিশন যেগুলো বানানো ওগুলো এডভান্সদের জন্য। আর আলাদা করে সব আলাপ করে বোঝানোর প্লে-লিস্ট আলাদা করা আছে। ফেসক্যাম, পডকাস্ট ওগুলোর থিম আলাদা। দেখে অগোছালো মনে হলেও সব কানেক্টেড ফর্মে আছে। এখানে অনেক জিনিসকে একসাথে নিয়ে আগাতে হচ্ছে তাই সব সিকোয়েন্স অনুসারে আসবে। সব জনরার ভিডিওর আলাদা প্লেলিস্ট আছে। পূরণ করা হবে।
ধরেন আমি ৫ টা খুন করলাম। তারপর এই খুনের কথা কেউ জানলো না তাহলে আমার বিচার কিভাবে হবে, নীহতদের বিচার কে দিবে, যদি কেয়ামতে বিচার না হয়।আমার বিচার হলেও আমাকে একবার ফাঁসি দিতে পারবে, কিন্তু ৫ খুনের শাস্তি কি আমি পাব!
ধরেন আপনি আদালত এ গেলেন আর সেখানে জজ হিন্দু।
আপনার সাথে অপরাধী আরো একজন আছে। একই অপরাধ। আপনি মুসলিম বলে ফাঁসি হলো আর অন্য জন্য হিন্দু বলে ১০ বছরের জেল হলো।।
বা ধরেন কেয়ামত এ একজন দুনিয়ায় অনেক পাপ কাজ করছে। কিন্তু মুসলিম বলে জান্নাত এর সুযোগ আছে। আবার কেউ হিন্দু বলে তার অনেক ভালো কাজেরর পরেও সুযোগ নেই। বিচার তা কেমন?
বিচার হওয়াই লাগবে এমন বাধ্যবাধকতা আছে?
আজব।
সে ভিত্তিতে তো এটাও বলা যায় যে কেয়ামতের চিন্তা কেবলই একটা কোপিং মেকানিজম। বাস্তবতার নিষ্ঠুরতা থেকে বিরতি নিতে যেমন আমরা কাল্পনিক গল্প পড়ি। প্রকৃতি ভালো মন্দ কিছু বুঝে না। একজন সত্ত্বা প্রকৃতির ধারাবাহিকতার কবলে পড়ে সেটাকে ভালো বা মন্দ হিসেবে আখ্যায়িত করে। প্রকৃতির কাউকে বিচার করার বাধ্যবাধকতা নেই।
যে অন্যকে খুন করে নিজের অন্তরে মৃত্যুবরন করেছে তাকে তুমি কি বলবে? - জিবরান খলিল
কেয়ামতের পর বিচার হবে না জানলেই তো মানুষ পৃথিবীতে বিচার করতে উৎসাহী হবে।
বিশ্ববিদ্যালয়ে একেকজনকে একেক ধান্ধা করতে দেখছি।কিসের দর্শন মর্শন, হুদায় ভাব সাব আর ইউরোপ যাওয়ার ফন্দি 😅
এত কিছু না করে পুরো বইটাই পড়ে ফেলুন আমরা শুনে ফেলি কি আছে
❤❤❤
❤
❤❤❤❤❤
❤❤❤❤