হ্যালো, আমি আপনার ভিডিও খুব মনযোগ দিয়ে দেখলাম এবং শুনলাম। ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লেগেছে। সেজন্যে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে, আমি একজন বৌদ্ধ ও বৌদ্ধ ধর্মের ছাত্র হিসেবে আপনি যে দুটি বিষয়ে ভুল উপস্থাপন করেছেন সেগুলো সংশোধন করে দিতে চাই। ১ নং ভুল: দীর্ঘ ৬ বছর সাধনা শেষে গাছের নীচে নৈরঞ্জনা নদীর তীরে পরিনির্বাণ লাভ করে বুদ্ধে পরিণত হলেন।.... কেন ভুল: পরিনির্বাণ মানে আক্ষরিক অর্থে মৃত্যুবরণ করা। তাই মৃত্যুবরণ করে বুদ্ধ হওয়া যায় না। অতএব এটি হবে বুদ্ধত্বলাভ করে বুদ্ধ হয়েছিলেন। ২ নং ভুল: ৪০ বছর ধর্ম প্রচার করেছিলেন সঠিক উত্তর : ৪৫ বছর আসলে ব্যাখ্যাগুলো সুন্দর হয়েছে 👍👍👍👍
সংশোধনের জন্য ধন্যবাদ। ১ নং এ নির্বাণটা বুদ্ধত্ব অর্থেই ব্যাবহার করেছি। আর পরিনির্বাণের বিষয়টা মহানির্বাণ বলে উল্লেখ করেছি। আপনার কমেন্টটা পিনপোস্ট করে রাখা হল৷ ধন্যবাদ। 🙏🏵️😃
বুদ্ধত্ব লাভকে নির্বাণ লাভ বলা ভুল হবেনা। আরও স্পষ্ট ভাবে বললে নির্বাণ দুই প্রকার। ১.সোপাদিশেষ, ও ২.অনুপাদিশেষ। সোপাদিশেষ নির্বাণ: রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান এই পাঁচটি উপাদানকে বৌদ্ধ পরিভাষায় বলা হয় পঞ্চস্কন্ধ। পঞ্চস্কন্ধ বিদ্যমান থাকা অবস্থায় দুঃখ সমূহের বিনাশ করে কোন সাধক পুরুষ নির্বাণের জ্ঞান উপলব্ধি করলে তাকে বলে সোপাদিশেষ নির্বাণ। ভগবান বুদ্ধ নৈরজ্ঞনা নদীর তীরে বোধিবৃক্ষমূলে বুদ্ধত্ব লাভের সঙ্গে সঙ্গে সোপাদিশেষ নির্বাণপ্রাপ্ত হন। অনুপাদিশেষ নির্বাণ: নির্বাণদর্শী মুক্ত পুরুষ পঞ্চস্কন্ধের বিনাশ করে যখন পরিনির্বাণে নিবৃত্ত হন তখন তাকে বলে অনুপাদিশেষ নির্বাণ। গৌতম বুদ্ধ সম্বোধি লাভের ৪৫ বৎসর পরে কুশীনগরে যমক শালবৃক্ষের তলায় অনুপাদিশেষ নির্বাণ লাভ করেন। @mimichakma4740 বৌদ্ধ হিসেবে আপনাকে আরও বিশদ ভাবে বৌদ্ধশাস্ত্র ও ত্রিপিটক পড়ার অনুরোধ রইলো। 🙏
আপনার কন্টেন্ট বিশ্বমানের দয়া করে শুধু ভিউ, সাবস্ক্রাইবের কারনে কোয়ালিটি ভিডিও বানানো বন্ধ করবেন না। আপনার কন্টেন্ট বোঝার ক্ষমতা সবার নাই যে বুঝবে সে অবশ্যই সাবস্ক্রাইব করবে আপনার ভিডিও খুজে বের করবে। ধন্যবাদ ভাই ❤❤
ভাই চিন্তা ভালো নাকি খারাপ এটাত মানুষ নিজে দেয় তারপরও কেন মানুষ খারাপ চিন্তা করলে কষ্ট পায় আবার ভালো চিন্তা করলে খুশি হয়।যেমন একজন বাংলাদেশি ভালো মানুষ মদ খায় তাহলে সে নিজেকে অনেক খারাপ ভাব্বে কিন্তু একজন আমেরিকান বা ইংলেডি মানুষ মদ খায় তাহলে সে নিজেকে নরমাল মনে করবে আমরা যেটা ভাত খেলে মনে করি
হ্যালো, আমি আপনার ভিডিও খুব মনযোগ দিয়ে দেখলাম এবং শুনলাম। ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লেগেছে। সেজন্যে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
তবে, আমি একজন বৌদ্ধ ও বৌদ্ধ ধর্মের ছাত্র হিসেবে আপনি যে দুটি বিষয়ে ভুল উপস্থাপন করেছেন সেগুলো সংশোধন করে দিতে চাই।
১ নং ভুল: দীর্ঘ ৬ বছর সাধনা শেষে গাছের নীচে নৈরঞ্জনা নদীর তীরে পরিনির্বাণ লাভ করে বুদ্ধে পরিণত হলেন।....
কেন ভুল: পরিনির্বাণ মানে আক্ষরিক অর্থে মৃত্যুবরণ করা। তাই মৃত্যুবরণ করে বুদ্ধ হওয়া যায় না। অতএব এটি হবে বুদ্ধত্বলাভ করে বুদ্ধ হয়েছিলেন।
২ নং ভুল: ৪০ বছর ধর্ম প্রচার করেছিলেন
সঠিক উত্তর : ৪৫ বছর
আসলে ব্যাখ্যাগুলো সুন্দর হয়েছে 👍👍👍👍
সংশোধনের জন্য ধন্যবাদ। ১ নং এ নির্বাণটা বুদ্ধত্ব অর্থেই ব্যাবহার করেছি। আর পরিনির্বাণের বিষয়টা মহানির্বাণ বলে উল্লেখ করেছি।
আপনার কমেন্টটা পিনপোস্ট করে রাখা হল৷ ধন্যবাদ। 🙏🏵️😃
বুদ্ধত্ব লাভকে নির্বাণ লাভ বলা ভুল হবেনা। আরও স্পষ্ট ভাবে বললে নির্বাণ দুই প্রকার।
১.সোপাদিশেষ, ও
২.অনুপাদিশেষ।
সোপাদিশেষ নির্বাণ: রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান এই পাঁচটি উপাদানকে বৌদ্ধ পরিভাষায় বলা হয় পঞ্চস্কন্ধ। পঞ্চস্কন্ধ বিদ্যমান থাকা অবস্থায় দুঃখ সমূহের বিনাশ করে কোন সাধক পুরুষ নির্বাণের জ্ঞান উপলব্ধি করলে তাকে বলে সোপাদিশেষ নির্বাণ। ভগবান বুদ্ধ নৈরজ্ঞনা নদীর তীরে বোধিবৃক্ষমূলে বুদ্ধত্ব লাভের সঙ্গে সঙ্গে সোপাদিশেষ নির্বাণপ্রাপ্ত হন।
অনুপাদিশেষ নির্বাণ: নির্বাণদর্শী মুক্ত পুরুষ পঞ্চস্কন্ধের বিনাশ করে যখন পরিনির্বাণে নিবৃত্ত হন তখন তাকে বলে অনুপাদিশেষ নির্বাণ। গৌতম বুদ্ধ সম্বোধি লাভের ৪৫ বৎসর পরে কুশীনগরে যমক শালবৃক্ষের তলায় অনুপাদিশেষ নির্বাণ লাভ করেন।
@mimichakma4740 বৌদ্ধ হিসেবে আপনাকে আরও বিশদ ভাবে বৌদ্ধশাস্ত্র ও ত্রিপিটক পড়ার অনুরোধ রইলো। 🙏
@PsycheTalk69 বৌদ্ধ দর্শনের মত গুরুগম্ভীর কঠিন বিষয়ের মূল সারাংশ অনবদ্যভাবে উপস্থাপন করেছেন। সাধুবাদ জানাই 🙏
22:03এটি খুব সুন্দর উল্লেখ ছিল। ❤আমি কৃতজ্ঞ আমি যে বৌদ্ধধর্মে ঘরে জন্মগ্রহণ করে খুব গর্ববোধ মনে করছি। নমো বুদ্ধয়🙏🙏🙏
অসাধারণ লাগলো। বুদ্ধদর্শনকে এতটা গোছানোভাবে আর কোথাও পাইনি এখন পর্যন্ত। অশেষ কৃতজ্ঞতা।
শেয়ার করে ভিডিও সবার মাঝে ছড়িয়ে দিন। কৃতজ্ঞতা রইল। 🙏🏵️💚
ua-cam.com/video/9_HSPFqHOu0/v-deo.htmlsi=gHDBT1kZbuEB6Rsj
আপনার কথার মধ্যে কি সুন্দর মুগ্ধতা রয়েছে; সত্যি আপনাকে অনেক ভালো লাগে।
ধন্যবাদ৷ 💚
❤❤❤অনবধ্য ব্যাখ্যা। আশা করি বুদ্ধকে নিয়ে আরো পর্ব উপহার দিবেন🙏
ua-cam.com/video/9_HSPFqHOu0/v-deo.htmlsi=gHDBT1kZbuEB6Rsj
একেবারে অসাধারণ হয়েছে, ভাই।
চালিয়ে যান , যত প্রকার দর্শন আছে, আমাদের সামনে হাজির করেন।
শুকরিয়া। 🏵️💚
ua-cam.com/video/9_HSPFqHOu0/v-deo.htmlsi=gHDBT1kZbuEB6Rsj
আপনার কন্টেন্ট বিশ্বমানের দয়া করে শুধু ভিউ, সাবস্ক্রাইবের কারনে কোয়ালিটি ভিডিও বানানো বন্ধ করবেন না। আপনার কন্টেন্ট বোঝার ক্ষমতা সবার নাই যে বুঝবে সে অবশ্যই সাবস্ক্রাইব করবে আপনার ভিডিও খুজে বের করবে। ধন্যবাদ ভাই ❤❤
স্বাগতম।
আপনার প্রকাশিত আলোচনা উন্নত মানের সবার বুঝতে পারা সম্ভব নয় আপনি প্রকাশ করে জান ধন্যবাদ শুভ কামনা রইলো
@@badrunnessa4777 ধন্যবাদ। 🏵️💚
ua-cam.com/video/9_HSPFqHOu0/v-deo.htmlsi=gHDBT1kZbuEB6Rsj
এই ধরনের ভিডিও খুঁজছিলাম,আপনার চ্যানেলটি চোখে পড়লো ❤❤
ধন্যবাদ। 🏵️🙏
@@PsycheTalk69 zen buddhism er duto bhag ache ekta holo proper zen buddhism, second holo religious daoism( daoism mix with buddhism)
আসলেই অসাধারণ ভিডিও,
থামবেন না।❤❤❤❤
ধন্যবাদ। 🏵️💚
Well arranged speech of Goutam Buddha Darshan. Very good lecture.
ভাইয়া আপনার ওশোর পরিবর্তন বইটা আমি পড়ছি। এতো প্রানবন্ত অনুবাদ। আপনার আরো অনুবাদ ও লেখা চাইছি খুব দ্রুত।
অনুবাদ চলছে।
ধন্যবাদ। নতুন বইয়ের অপেক্ষাতে রইলাম
ua-cam.com/video/9_HSPFqHOu0/v-deo.htmlsi=gHDBT1kZbuEB6Rsj
Namo buddhay
খুব ভালো লাগলো।
keep up the good work
Rebirth niye ekta practice example soho video chai. Khub valo content baniyechen. Really appreciated!!
অসাধারণ। বেশ ভালো লাগল। সাংখ্য দর্শন, যোগ দর্শন, বেদান্ত দর্শন সমপর্কে ভিডিও বানাতে পারেন।
লিস্টে আছে।
অনেক অনেক শুভকামনা নিরন্তর।
নিখুত বিশ্লেষন ভাই❤❤
World class content
এই ধরনের বৌদ্ধ ধর্মের ইতিহাস সবসময় আমি শুনে থাকি 🌹🙏🌹🙏🌹🙏
অসাধারণ ❤
দারুণ।
খুব সুন্দর হয়েছে ভাই। জাস্ট পারফেক্ট!
ধন্যবাদ। 🏵️
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉সুন্দর হয়েছে।❤❤❤❤❤❤
আপনার বিষয় গুলো বাচাই দারুন।
এবার ভিডিও এডিটিং ও বেশ ভালো হয়েছে। আপনার অগ্রগতি প্রতাশ্যা করি।
শুকরিয়া। 💚🏵️
ua-cam.com/video/9_HSPFqHOu0/v-deo.htmlsi=gHDBT1kZbuEB6Rsj
Well done brother
নির্বাণ তত্ব নিয়ে ভিডিও চাই। খুব সুন্দর হচ্ছে, চালিয়ে যান.... বুদ্ধের আরও কিছু দর্শণ, যেমন: পঞ্চশীলা... এসব নিয়ে ভিডিও চাই
আসবে।
ua-cam.com/video/9_HSPFqHOu0/v-deo.htmlsi=gHDBT1kZbuEB6Rsj
💙💙💙 thank you so much from deep heart 🙏💙
❤️❤️
Khub e valo laglo.. editing o osadharon hoyeche♥️
Thank you. 🏵️💚
ua-cam.com/video/9_HSPFqHOu0/v-deo.htmlsi=gHDBT1kZbuEB6Rsj
চোখে পানি চলে আসলো 😅😅😅
Listening from New York 🎉🎉 keep going
Thank you. 🏵️
ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনার জন্য। একই কথা দয়াল নবী করীম (সাঃ) , মাওলানা রুমী এবং ওলি আল্লাহ গন বলে গেছেন ভিন্ন ভাষায় ভিন্ন আঙ্গিকে।
ua-cam.com/video/9_HSPFqHOu0/v-deo.htmlsi=gHDBT1kZbuEB6Rsj
Unparalleled! ❤❤
ua-cam.com/video/9_HSPFqHOu0/v-deo.htmlsi=gHDBT1kZbuEB6Rsj
swami swarupananda ke nia aktu research korar onurod korci
অনেক কিছু জানতে পারলাম ❤
ua-cam.com/video/9_HSPFqHOu0/v-deo.htmlsi=gHDBT1kZbuEB6Rsj
সুজাতার পায়েসের পর নির্বাণ লাভ এটি কোড ল্যাংগুয়েজ। মাঝের পন্থা।
দার্শনিক নাগার্জুনের নিয়ে একটা ভিডিও চাই
অসাধারণ ভিডিও। সাইন্ড আর একটু বেশী হলে ভালো হতো। ভাই নৈতিকতা নিয়ে একটি ভিডিও বানালে ভালো হতো।
ভয়েসের সাউন্ড না ব্যাকগ্রাউন্ড?
@@PsycheTalk69 ভয়েসের সাউন্ড।
ua-cam.com/video/9_HSPFqHOu0/v-deo.htmlsi=gHDBT1kZbuEB6Rsj
OSD
কনফুসিয়াস এর জীবন ও দর্শন নিয়ে একটা কন্টেন্ট দেন ভাই।
এরপর আসবে।
♥️♥️
অসাধারণ
ধন্যবাদ। 🏵️
ua-cam.com/video/9_HSPFqHOu0/v-deo.htmlsi=gHDBT1kZbuEB6Rsj
Vai akta request ace golden ratio r upore akta bistarito video chi chi chi chi chi
❤
❤❤
Vai aroj Ali matubbor niye akta video deben
ইসলামী মনীষীদের দর্শন নিয়ে আলোচনা চাই!
প্রাইভেট ব্যাংকে জব করা কি শুদ্ধ জীবিকার পর্যায় পরে..?
কারচুপি না করলে সৎ থাকলে শুদ্ধ জীবিকা বলা যায়।
ভাই এই বই গুলো বাংলায় পাওয়া যাবে কোথায়
অনলাইনে কষ্ট করে খুঁজে দেখতে হবে।
আমার জানামতে জেন শব্দটি এসেছে সংস্কৃত শব্দ "জ্ঞান" থেকে। আপনি বললেন "ধ্যান" থেকে এসেছে। বিষয়টা একটু ক্রস চেক করে দেখবেন কাইন্ডলি।
wiki অনুসারে ধ্যান শব্দের কথা বলছে -
en.m.wikipedia.org/wiki/Zen
ধ্যান শব্দটাও সংস্কৃত
ভাইয়া, নিকোটা টেসলা কে নিয়ে ভিত্তি চাই🙏
বানাবো।
@@PsycheTalk69 ধন্যবাদ 🙂
এই ভিডিও টা এডিটিং করতে আপনার কতো টাকা খরচ হয়েছে,?,, kindly রিপলে দিবেন,,,
প্রতি মিনিট ১ হাজার।
@@PsycheTalk69 সত্যি?😮
@@tanjilohee4845 হ্যাঁ।
🫡🫡🫡
ভাই চিন্তা ভালো নাকি খারাপ এটাত মানুষ নিজে দেয় তারপরও কেন মানুষ খারাপ চিন্তা করলে কষ্ট পায় আবার ভালো চিন্তা করলে খুশি হয়।যেমন একজন বাংলাদেশি ভালো মানুষ মদ খায় তাহলে সে নিজেকে অনেক খারাপ ভাব্বে কিন্তু একজন আমেরিকান বা ইংলেডি মানুষ মদ খায় তাহলে সে নিজেকে নরমাল মনে করবে আমরা যেটা ভাত খেলে মনে করি
সাংস্কৃতিক কাঠামো, সমাজের বেঁধে দেওয়া রীতি রেওয়াজ যা ছোটকাল থেকে আমাদের মাঝে গেঁড়ে বসে যায়।
Apni neja kotha bolan atar dorkar nai . Because ata onek somoy nosto hoi . Oi somoy ta neja kotha bolla onek kisu bola jai
নিজের কথা অন্য অডিয়েন্সদের জন্য। এজন্য নীটশে, উ-সীন এদের নিয়ে ভিডিও বানাচ্ছি।
আর এখানে আমার ইনসাইটও আছে।
nice content bro, go on
🙏🙏🙏
সাধু সাধু সাধু
❤❤❤
🙏🙏🙏
❤❤❤
❤❤❤