মানস দার প্রেজেন্টেশনের কম্বিনেশনটা এবার পারফেক্ট হয়েছে। স্টুডিও থেকে ক্যামেরার সামনে স্ক্রিপ্ট বলা আবার স্বশরীরে ভিডিওতে ঢুকে পড়া, দারুণ! চালিয়ে যান প্রিয় চ্যানেল, এই শীতে জমিয়ে ইতিহাস দেখতে চাই।
আদাব দাদা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও চমৎকার উপস্থাপনায় মুর্শিদাবাদের অজানা কাহিনী বিশেষকরে খোজাদের সম্পর্কে তথ্যবহুল ইতিহাস জানলাম। সম্প্রতি আপনার সাথে আমার সাক্ষাতে এ কথাটিই বলতে চেয়েছিলাম। আমার কাছে ওই মূহুর্ত সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। মুর্শিদাবাদের মাটির পরতে পরতে লুকিয়ে থাকা ইতিহাস মানুষ ক্রমশঃ জানবে আপনার গবেষণাধর্মী উপস্থাপনায়। আপনাকে আবারও ধন্যবাদ।
এখনকার ইয়াং জেনারেশন নিজের পরিচিতি নিজ জেলার নবাব দের ইতিহাস ঐতিয্য কিছুঁই জানে না , জানার চেষ্টা ই করে না । অনেক ইতিহাস যা জানা ছিল না জানতে পেরে শিহরিত হই । আপনার সুস্থ সুন্দর জীবন কামনা করি দাদা । ভালো থাকুন অনেক অনেক দোয়া রইল ।।
আপনাকে একান্ত অনুরোধ ছোটে নবাবের বলা কথাগুলো আপনি রিপিট করুন ওনার কথা গুলোতে অনেক ইতিহাস ধরা পড়লেও সেগুলো বোঝা যায় না আপনি বলে দিলে আমরা কথা গুলো জানতে পারি
আক্ষরিক অর্থে ইমামের বাসভবন। বিশেষ করে ইমামবারা হলো শিয়াদের মহরম অনুষ্ঠান উদযাপনের জন্য নির্মিত ভবন বা সম্মেলন কক্ষকে বোঝানো হয়।ইমামবারা হল এমন একটি জায়গা বা একটি ভবন যেখানে একটি হল সহ লোকেরা ইমাম হোসেন এবং কারবালার শহীদদের "মজলিস" (শোকসভা) এর জন্য একত্রিত হয়।
হাবশি হল এক জাতীগত গোষ্ঠী যারা ভারত ও পাকিস্তানের কিছু অংশে বসবাস করে। এদের পূর্বপুরুষরা অধিকাংশরাই ছিল পূর্ব আফ্রিকার দেশ আবিসিনীয়ার আদিবাসী যাদের পর্তুগীজ ব্যবসায়ীরা ধরে ক্রীতদাস হিসেবে ভারতবর্ষে নিয়ে আসে। আবিসিনীয়ার বর্তমান নাম ইথিওপিয়া। দেশটি লোহিত সাগরের পশ্চিম তীরে অবস্থিত। লোহিত সাগর পার হলেই পুর্ব পাড়ে ইয়েমেন ও সৌদি আরব।
হারেমের অর্থ হল একটি মুসলিম পরিবারে স্থান যা মহিলাদের জন্য সংরক্ষিত। তবে হারেম শুধুমাত্র নারীদের জন্যই সংরক্ষিত থাকতো না, এর মধ্যে ব্যক্তির স্ত্রী এবং মহিলা আত্মীয়ও থাকে, কিছু অল্প বয়স্ক ছেলেরাও থাকে। অতীতের হারেম গুলিতে নপুংসক বা নির্বাসিত পুরুষও অন্তর্ভুক্ত ছিল, যারা হেরেমে পাহারা দিতেন এবং উপস্থিত থাকতেন। একসময় এর মূল উদ্দেশ্য হল বহির্বিশ্ব থেকে নারীদের বিচ্ছিন্ন করা।
সত্যিই আজ একটা নতুন ভিডিও পেলাম। খুব সুন্দর লাগলো। চালিয়ে যান। সঙ্গে আছি
মুর্শিদাবাদের আরো অনেক অজানা ইতিহাসের সন্ধান পেতে চাই।আজকের ভিডিও টা অনেক অজানা কাহিনী তে ভরপুর।অনেক ধন্যবাদ, ভালো থাকুন।
নতুন ইতিহাস তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। চাই এমনি নতুন নতুন মুর্শিদাবাদের অজানা তথ্যনিষ্ঠ ঐতিহাসিক দলিল। ভাল থাকবেন 🙏
দাদা অনেক সুন্দর করে বিষয়বস্তু তুলে ধরেন খুব ভালো লাগে |
Ei natun tathya janlam aaj. Dhonnyobad.
সত্যিই খুব ভালো লাগলো দাদা ❤
যতই দেখি যতই শুনি ততই মুগ্ধ হই।খুব ভালো লাগলো আজকের এপিসোড।
অসাধারণ লাগলো আপনার এই প্রতিবেদন। অনেক ধন্যবাদ দাদা
সত্যিই একটা চমৎকার অজানা ইতিহাস জানতে পারলাম অসাধারণ 😍😍
খোজা প্রহরীদের সমপরকে এতদিন শুনে এসেছি আপনি বিস্তারিত ভাবে তা তুলে ধরলেন অনেক অজানা ইতিহাস তুলে ধরলেন যা কেবলমাত্র মানস বাঙলা আমাদের দিতে পারেন
Khub sundar laglo.
Khub sundor uposthapona❤❤
তথ্যবহুল ভিডিও। কিপ ডিসকভারিং। ধন্যবাদ মানস দাদা।
অসাধারণ প্রতিবেদন
অসাধারণ লাগলো ....
আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সশ্রদ্ধ প্রণাম জানাই মানস দা ।❤
অনেক ধন্যবাদ মানস দা❤❤❤
এত অজানা ইতিহাস এত সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরার জন্য❤❤
Khubi informative
Sundor 1 ta subject janlam. Dhanyabad.
Ajana oitihasik tathyer khoj aapni jbabhe byakto koren taa abhaboniyo. Anek Dhonnyobad. Samagra Murshidabad er sathik oitihasik tathyer janye aapnar vlog er opekkhai thaki.
অসংখ্য ধন্যবাদ মানস দাদা ❤❤
আপনার ভিডিও দেখে অনেক অজানা তথ্য ও ইতিহাস জানতে পারলাম ❤️❤️
Notun kichu jana gelo,, thank you sir ❤😊
Apurbo laglo sir 🙏
Khub e informative video eta.... Thank you Manas Bangla ❤❤
আমি ভীষণ ইতিহাস প্রেমী ইতিহাস জানতে খুব ভালো লাগে
Khub bhalo laglo tomar uposthapona
Nice. Learning from u. Thanks from Malaysia.
মানস দার প্রেজেন্টেশনের কম্বিনেশনটা এবার পারফেক্ট হয়েছে। স্টুডিও থেকে ক্যামেরার সামনে স্ক্রিপ্ট বলা আবার স্বশরীরে ভিডিওতে ঢুকে পড়া, দারুণ! চালিয়ে যান প্রিয় চ্যানেল, এই শীতে জমিয়ে ইতিহাস দেখতে চাই।
সত্যি অসাধারণ ভিডিও
Uncle apni ato sundor vabe bapar gulo details e bornona koren vison valo lage jante...onek besi agrohi hoye pori...eivabe continue korun thamaben na..vison vlo laglo jene 😊
খুব ভালো
ছোটে নবাব অত্যন্ত শ্রদ্ধাশীল। এই ভিডিও দেখে তাই মনে হলো।
খুব সুন্দর ইতিহাস যেন কথা বলে ভালো থাকবেন ।
এক অজানা ইতিহাসের অধ্যায় জানা গেলো মানস দা এর এই ভিডিও থেকে যা কিনা মনে হয় অন্য কোথাও হতে পাওয়া সম্ভব হতোনা
দারুন 😮😊❤
অসাধারণ লাগলো দাদা ❤❤❤
অসাধারণ অসাধারণ ❤❤❤
Kato ajana history janchhi sudhu upnar jonno. Selut upnake.
আদাব দাদা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও চমৎকার উপস্থাপনায় মুর্শিদাবাদের অজানা কাহিনী বিশেষকরে খোজাদের সম্পর্কে তথ্যবহুল ইতিহাস জানলাম। সম্প্রতি আপনার সাথে আমার সাক্ষাতে এ কথাটিই বলতে চেয়েছিলাম। আমার কাছে ওই মূহুর্ত সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। মুর্শিদাবাদের মাটির পরতে পরতে লুকিয়ে থাকা ইতিহাস মানুষ ক্রমশঃ জানবে আপনার গবেষণাধর্মী উপস্থাপনায়। আপনাকে আবারও ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে, কেমন আছেন? এর পরবর্তী সময়ে মুর্শিদাবাদ এলে জানাবেন।
very informative video...
এখনকার ইয়াং জেনারেশন নিজের পরিচিতি নিজ জেলার নবাব দের ইতিহাস ঐতিয্য কিছুঁই জানে না , জানার চেষ্টা ই করে না । অনেক ইতিহাস যা জানা ছিল না জানতে পেরে শিহরিত হই । আপনার সুস্থ সুন্দর জীবন কামনা করি দাদা । ভালো থাকুন অনেক অনেক দোয়া রইল ।।
একদিন জাফরি গঞ্জের প্রত্যেকটা কবর নিয়ে একটা ভিডিও বানান
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (ﷺ)💚⚔️🥀💚⚔️💚
নবাবী আমলেও এমন একটা অমানবিক প্রথা চালু ছিল জেনে খারাপ লেগেছে। যদি সম্ভব হয় ওই সময়ের কৃতদাসদের জীবন নিয়ে ও দাস ব্যবসা নিয়ে একটি ভিডিও বানাবেন।
Dada, apnar protek ta video asdaharan. Amar bari Jiaganj e, bahudin bari jaoua hoi na pesagato karan e, kintu narir tan ta to theke jai.
অসামান্য ভিডিও এবং অমূল্য তথ্য।
একটা কথা জিজ্ঞেস করছি, আমার অবশ্যই অজ্ঞতা --এই যে শ্রদ্ধেয় ছোটে নবাব - নবাব সিরাজউদ্দৌলা'র বংশের না মীরজাফরের?
মীরজাফরের।
Dada auj o akta valo jinis jante parlam apnar video thake ...ami murshidabad ar chale but ai jaiga gulo kono dakini .onak bar lalbag giachi tao
আপনাকে একান্ত অনুরোধ ছোটে নবাবের বলা কথাগুলো আপনি রিপিট করুন ওনার কথা গুলোতে অনেক ইতিহাস ধরা পড়লেও সেগুলো বোঝা যায় না আপনি বলে দিলে আমরা কথা গুলো জানতে পারি
আচ্ছা।
খোজা জি দের পরিবারের সন্তান সবই থাকতো বিশেষ কিছু ব্যক্তিদেরকে খোঁজা জি হিসেবে নিয়োগ করা হতো
এখন আমরা সবাই টেকনলজির ক্রীতদাস 😢
একদম।
দাদা বক্সরের যুদ্ধের স্থান টা কি দেখোনো যায় না
দেখাবো।
Shunechhi. Kintu clearly kichhui jani na.
চমৎকার
বাংলাদেশির পরিচয় কি?
উনি মহ: ইকবাল সাহেব। সিরাজউদ্দৌলা ও মীরজাফর উভয় দিক দিয়েই উনি মুর্শিদাবাদের নবাবদের বংশধরদের।
@manasbangla ধন্যবাদ
নজর আলী খাঁ ইমাম বাড়িটির লোকেশন জানা থাকলে একটু বললে ভাল হয়
ভিডিওতে পরিষ্কার করে বলে দিয়েছি। ছাদ থেকে দেখিয়ে দিয়েছি। আশেপাশে কি কি আছে।
আচ্ছা ইমামবাড়া বা ইমামবাড়ী কি?
আক্ষরিক অর্থে ইমামের বাসভবন। বিশেষ করে ইমামবারা হলো শিয়াদের মহরম অনুষ্ঠান উদযাপনের জন্য নির্মিত ভবন বা সম্মেলন কক্ষকে বোঝানো হয়।ইমামবারা হল এমন একটি জায়গা বা একটি ভবন যেখানে একটি হল সহ লোকেরা ইমাম হোসেন এবং কারবালার শহীদদের "মজলিস" (শোকসভা) এর জন্য একত্রিত হয়।
Ialbager kothey khojader bari
বিভিন্ন জায়গায় আছে। এটা হাজার দুয়ারীর কাছে অবস্থিত।
খোজাকরণের পর খোজারা যৌনক্ষমতা হারাতেন, এটা আপনার প্রতিবেদন দেখে মনে হল। কিন্তু তাঁদের যৌন ইচ্ছা বা চাহিদাও কি শেষ হয়ে যেত? জানতে চাই।
সিরাজুদ্দৌলার প্রকৃত ইতিহাস নিয়ে জানতে কোন কোন বই পড়তে হবে?
প্রকৃত ইতিহাস জানার জন্য কোনো একটা বই পড়লে হবে না, অনেক বই পড়তে হবে। আপাতত কিছু বইয়ের রেফারেন্স দিলাম।
1. HISTORY OF BENGAL: SIR JADUNATH SARKAR
2. THE MUSNUD OF MURSHIDABAD: P.C.MAJUMDAR
3. সিয়ার উল মুতাক্ষরীণ -সৈয়দ গোলাম হোসেন খান তবতবায়ি।
4. রিয়াজ উস সালাতিন -গোলাম হোসেন সলিম।
5. তারিখ-ই-বাঙ্গালা-ই-মহবত জঙ্গী-ইউসুফ আলী খান।
6. চেপে রাখা ইতিহাস- গোলাম আহমেদ মর্তুজা।
7. বাংলার ইতিহাস-অষ্টাদশ শতাব্দী- নবাবী আমল: শ্রীকালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়
8. মুর্শিদাবাদের ইতিহাস : শ্রীনিখিলনাথ রায়
9. মুর্শিদাবাদ কাহিনী: শ্রীনিখিলনাথ রায়
10. মুর্শিদাবাদের ইতিহাস- কমল চৌধুরী।
11. জগত শেঠ- নিখিল নাথ রায়।
12. মুর্শিদাবাদ থেকে বলছি : কমল বন্দ্যোপাধ্যায়।
13. বাঙ্গালার ইতিহাস- রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
14. বাঙ্গলার ইতিহাস (নবাবী আমল)- কালী প্রসন্ন বন্দ্যোপাধ্যায়।
15. পলাশীর যুদ্ধ -তপন মোহন চট্টোপাধ্যায় ।
16. পলাশীর পর বক্সার -তপন মোহন চট্টোপাধ্যায় ।
17. পলাশীর অজানা কাহিনী-সুশীল চৌধুরী।
18. নবাবী আমলে মুর্শিদাবাদ-সুশীল চৌধুরী।
19. সিরাজদ্দৌলা - অক্ষয় কুমার মৈত্রেয়।
20. মুর্শিদাবাদের ইতিহাস - প্রতিভা রঞ্জন মৈত্র।
21. ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী - শ্রী বিহারিলাল সরকার।
22. বাংলার ইতিহাস - গোবিন্দ চন্দ্র সেন।
23. Alivardi and His Times- Kalikinkar Datta.
24. বাংলার ইতিহাস - মোঘল আমল - আব্দুল করিম।
25. বাংলাদেশের ইতিহাস( দ্বিতীয় খন্ড) - শ্রী রমেশ চন্দ্র মজুমদার
26.ক্লাইভ চরিত- সত্যচরন শাস্ত্রী
27. মুসলিম আমলে বাংলার শাসনকর্তা- আসকার ইবনে শাইখ।
28. বাংলার ইতিহাস - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
29. বাঙ্গালার ইতিহাস - ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
30. বাঙ্গালার ইতিহাস- ভূদেব মুখোপাধ্যায়।
31. বাঙ্গালার পুরাবৃত্ত - পরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
Bb
খোজা কী?
ভিডিওর শুরুতেই বলেছি।
আপনার কাছে কি মনে হয়!নবাবি আমল ভালো ছিলো নাকি ব্রিটিশ আমল?!
Habsi ki
হাবশি হল এক জাতীগত গোষ্ঠী যারা ভারত ও পাকিস্তানের কিছু অংশে বসবাস করে। এদের পূর্বপুরুষরা অধিকাংশরাই ছিল পূর্ব আফ্রিকার দেশ আবিসিনীয়ার আদিবাসী যাদের পর্তুগীজ ব্যবসায়ীরা ধরে ক্রীতদাস হিসেবে ভারতবর্ষে নিয়ে আসে। আবিসিনীয়ার বর্তমান নাম ইথিওপিয়া। দেশটি লোহিত সাগরের পশ্চিম তীরে অবস্থিত। লোহিত সাগর পার হলেই পুর্ব পাড়ে ইয়েমেন ও সৌদি আরব।
হারেম মানে কি?
হারেমের অর্থ হল একটি মুসলিম পরিবারে স্থান যা মহিলাদের জন্য সংরক্ষিত। তবে হারেম শুধুমাত্র নারীদের জন্যই সংরক্ষিত থাকতো না, এর মধ্যে ব্যক্তির স্ত্রী এবং মহিলা আত্মীয়ও থাকে, কিছু অল্প বয়স্ক ছেলেরাও থাকে। অতীতের হারেম গুলিতে নপুংসক বা নির্বাসিত পুরুষও অন্তর্ভুক্ত ছিল, যারা হেরেমে পাহারা দিতেন এবং উপস্থিত থাকতেন। একসময় এর মূল উদ্দেশ্য হল বহির্বিশ্ব থেকে নারীদের বিচ্ছিন্ন করা।
@manasbangla ধন্যবাদ এই রকম একটি তথ্য দেবার জন্য
অনেক ভালো লাগলো দাদা ❤