1975-76 ...I was posted in Dhotry, Selimbong area. From the nice videography I am feeling nostalgic. Surrounding area was almost devoid of habitation except 2/3 tea shops. Really nice place to live in. Kalyan Kumar Ghosh, IFS(RETD.)
খুব ভালো লাগলো আপনার ভ্রমণ বৃত্তান্ত। একটা জিজ্ঞাস্য আছে। আমরা ছয় দিনের জন্য নর্থ বেঙ্গল যাবো। ধোত্রেতে অবশ্যই থাকবো এবং শেষে দার্জিলিং যাবো। দার্জিলিং থেকেই ফিরবো। এখন এর মাঝে আর কোনো সুন্দর জায়গা আছে কি যেখানে একটা ফিন থাকতে পারি। ট্যুরটা কীভাবে সাজাবো বুঝতে পারছি না। যদি একটু হেল্প করেন খুব উপকৃত হই।
@@Ghuranchandi আমরা 27th মে NJP পৌঁছব , আবার 1st জুন দার্জিলিং থেকে রওনা দেব NJP থেকে ট্রেন ধরার উদ্দেশ্যে। ধোত্রে তে 27 ও 28 বুকিং করেছি। আর একটা জিজ্ঞাস্য আছে , ধোত্রে তে কি জলের ভীষণ সমস্যা ?
প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ। টিপস একটাই - সবসময় মোবাইল নেটওয়ার্ক পাবেন না আর তাই দুদিন সব কিছু ভুলে শান্ত রূপসী গ্রামটিকে প্রাণ ভরে উপভোগ করুন। আর ফেরার দিন হাতে অফুরন্ত সময় নিয়ে পাহাড় থেকে নামবেন কারণ শিলিগুড়িতে যখন তখন বেখাপ্পা যান জটে ফেঁসে যেতে পারেন 😊
খুব ভালো, খুব সুন্দর। কিন্তু এটা তো কিছুদিনের পুরনো, বোধহয় miss করে গিয়েছিলাম। ধোতরে গ্রামটা দারুণ সুন্দর। কি জানি হয়ত আপনাদের photography -র কল্যানে এত সুন্দর লাগলো। অত সুন্দর কাঞ্চণজঙ্ঘা দেখে একদম flat, হয়ত অনেকদিন পর দেখছি বলে !!!! সব মিলিয়ে খুবই enjoy করলাম।
দুধিয়া তে মিনিট ১৫র একটা হল্ট দেয়। আমরা ওখানে নেমে পায়ে পায়ে ওই নদীটা দেখে এসেছিলাম ওই সময়ের মধ্যেই। এছাড়া বিশেষ কোনো হল্ট নেই। ফেরার সময় অবশ্য পশুপতি তেও একবার চায়ের জন্য দাঁড়িয়েছিল।
ধোতরে যাওয়ার শেয়ার গাড়ি সকাল ক'টার থেকে পাওয়া যায় , জানলে জানাবেন প্লীজ । আর ধোতরে থেকে দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ি কি পাওয়া যায় বা যাওয়ার অন্য কোনো উপায় আছে কি ? খুব সুন্দর ফোটোগ্রাফি , অভিনন্দন রইলো । ধন্যবাদ ।
অসংখ্য ধন্যবাদ। দার্জিলিং মোড় থেকে ধোত্রে যাওয়ার গাড়ি সকাল ১০টা থেকে ১২ টার মধ্যে পাবেন। দু থেকে তিনটি গাড়ি এই সময়ের মধ্যে ছাড়ে। ধোত্রে হয়ে এরা রিমবিক যায়। আর ধোত্রে থেকে দার্জিলিং এর গাড়ি একটা যায় সকাল সাতটায় দিকে। আর তারপর ১২ টা থেকে ১.৩০র মধ্যে আরো এক/দুটো গাড়ি যায় দার্জিলিং। যেদিন ধোত্রে পৌঁছবেন সেদিন ই কথা বলে রাখবেন। আগে বুক না করলে জায়গা পাবেন না যেহেতু গাড়ি কম আর লোকাল লোকজনেরাও ওই একই গাড়িতে যান। মার্কেটের কাছে দোকান গুলোতে খোঁজ নিলেই ওরা ড্রাইভারের সাথে যোগাযোগ করিয়ে দেবে।
দেখুন, আমরা যখন গেলাম ওরা একটা গাড়িতে ৫ জনের বেশি তুলছিলো না। করোনা পরিস্থিতিতে এটা নতুন নিয়ম। ৪ থেকে ৬ হাজারের মধ্যে পুরো গাড়ি রিসার্ভ করে নিতে পারবেন। কিন্তু সমস্যা হতে পারে ওরা যদি ৫ জনের বেশি না নেয়, তাহলে আপনাদের দুটো গাড়ি রিসার্ভ করতে হতে পারে।
ধোত্রে থেকে টুংলু সান্দাকফু যাবার অনুমতি পত্র কোথায় থেকে নিতে হবে যদি জানাতেন? একটু ভেংগে ভেংগে শেয়ার গাড়িতে আসলে ৫০০ তে হবার কথা দার্জিলিং সুখিয়া বা দার্জিলিং ধোত্রে। দার্জিলিং থেকে সুখিয়া ৮০/১০০ টাকা সুখিয়া থেকে ১২০/১৫০ আনুমানিক।
@@Ghuranchandi মানেভঞ্জন থেকে পারমিশন নিতে হয় আমি জানি, কিন্তু ধোত্রে থেকে টুংলু বা টামলিং যেতে কোনো পারমিশন নিতে হয় কি-না। ধন্যবাদ। আমি দুবার মানেভঞ্জন পরযন্ত গিয়ে ফিরে এসেছি ওয়েদার ভিষণ খারাপ ছিলো।
ধন্যবাদ দাদা 💐। সত্যি অসাধারণ একটি গ্রাম। সান্দাকফু ট্রেক রুটের দৌলতে ধোত্রে নামটি পরিচিত অনেকের। কিন্তু যাঁরা ট্রেকিং এ যান, তাঁরা হয়তো সেইভাবে এই গ্রামটিকে উপভোগ করার সময় পান না। তাই শুধু ধোত্রে নিয়েই আমাদের এই ভিডিও 😊
Sherpa Nivas Contact Nos: 9733048579 / 9733005191 / 9476386379 / 8371918192. There is network problem in that place, so you might have to try repeatedly 🙂
তাই নাকি? দয়া করে পুরো ভিডিও টা দেখবেন। এতক্ষণের ভিডিওতে মনে হয় মাত্র ১-১.৫০ মিনিট শেরপা হোম স্ট র ব্যাপারে বলা আছে। কমেন্ট করার আগে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো।
Wait, bollen first halt dudhiya,, mane apnara mirik hoye gechen..simana teo daralen jacchen dhotrey,,tahole Simana theke baa dike chole jaben,,manebhanjan,,,sukhiya aslen kotha diye,, darjeeling er dike Ulto aslen to ektu abr,,, Eta to apnar Route er moddhe holo na,,, Byapar ta thik bujhlam na
Khub bhalo laglo.. Sherpa niwas a wooden furnish kora bhalo room er number ki? Ami ki kore bojhabo oder j amar room ta chai.. Oder to purono room o ache dekhchi..
Sherpa Nivas Contact Nos: 9733048579 / 9733005191 / 9476386379 / 8371918192. There is network problem in that place, so you might have to try repeatedly 🙂
1975-76 ...I was posted in Dhotry, Selimbong area. From the nice videography I am feeling nostalgic. Surrounding area was almost devoid of habitation except 2/3 tea shops. Really nice place to live in.
Kalyan Kumar Ghosh, IFS(RETD.)
Thank you so much, Sir 🙏🏼🙏🏼🙏🏼 The years you were posted there, was before my birth ☺️
It's must be a very clean and beautiful presentation.
Ami 4 times gechi and Sherpa Lodge e chilam Aunty and Uncle khub e bhalo. Akhn renovated hoyeche dekhchi aro. Khub e bhalo laglo dekhe.
অনেক ধন্যবাদ। জায়গাটা সত্যিই খুব সুন্দর 💐
Video surutei like dite badhyo holam..........khub sundar presentation..............thank you
Thank you so much 💐💐💐
Dhotrey average temperature koto thake .... Specially may ..June.
Khub khub sunder uposthapona
অসংখ্য ধন্যবাদ 💐
Thanks for enlightening the dark sides of homestays and travel agents.
Thank you ☺️
জায়গা তো খুব সুন্দর , আর অসাধারণ ফটোগ্রাফি।
Thank you so much 💐
খুব ভালো লাগলো আপনার ভ্রমণ বৃত্তান্ত। একটা জিজ্ঞাস্য আছে। আমরা ছয় দিনের জন্য নর্থ বেঙ্গল যাবো। ধোত্রেতে অবশ্যই থাকবো এবং শেষে দার্জিলিং যাবো। দার্জিলিং থেকেই ফিরবো। এখন এর মাঝে আর কোনো সুন্দর জায়গা আছে কি যেখানে একটা ফিন থাকতে পারি। ট্যুরটা কীভাবে সাজাবো বুঝতে পারছি না। যদি একটু হেল্প করেন খুব উপকৃত হই।
ধন্যবাদ। ৬ দিন কি কোলকাতা থেকে যাতায়াত ধরে বলছেন?
@@Ghuranchandi আমরা 27th মে NJP পৌঁছব , আবার 1st জুন দার্জিলিং থেকে রওনা দেব NJP থেকে ট্রেন ধরার উদ্দেশ্যে। ধোত্রে তে 27 ও 28 বুকিং করেছি। আর একটা জিজ্ঞাস্য আছে , ধোত্রে তে কি জলের ভীষণ সমস্যা ?
জলের সমস্যা আমরা তো কিছু পাইনি।
খুব সুন্দর ভিডিওটি! ভালো লাগলো!
ধন্যবাদ ☺️
Khubi sundor lg6e.. Uncle
Thank you 😊
@@Ghuranchandi welcome
Very good presentation & helpful for us.
Thank you so much for watching 💐
Bhalo laglo vdo ta.
ধন্যবাদ দাদা 💐
বাহঃ দারুণ সুন্দর.... 👍💖 👌 বিশেষ করে শুরুটা অনবদ্য.... ধন্যবাদ টিম ঘুড়নচন্ডী 💖
অনেক অনেক ভালোবাসা দাদা। ঘুরণচন্ডী আপনিও। এভাবেই উৎসাহ আর অনুপ্রেরণা দিয়ে যাবেন আমাদের 💐
দারুণ জায়গাটা। ভিডিওটা খুব ভালো হয়েছে। ২ দিনের ছুটি কাটানোর জন্য একেবারে আদর্শ।
অসংখ্য ধন্যবাদ 💐
Great presentation. Awesome. Khub bhalo laglo. Amra Sherpa Niwas e 19th e jachhi. 25 heads er group. Kichu tips pele khub upokrito hobo. 2 nights Dhotrey tei thakbo.
প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ। টিপস একটাই - সবসময় মোবাইল নেটওয়ার্ক পাবেন না আর তাই দুদিন সব কিছু ভুলে শান্ত রূপসী গ্রামটিকে প্রাণ ভরে উপভোগ করুন। আর ফেরার দিন হাতে অফুরন্ত সময় নিয়ে পাহাড় থেকে নামবেন কারণ শিলিগুড়িতে যখন তখন বেখাপ্পা যান জটে ফেঁসে যেতে পারেন 😊
@@GhuranchandiSherpa Niwas er babosta ki rokom. Beds toilets clean to..
I got those things clean.
Opurbo...
ধন্যবাদ
Kon month?
Amra 2to din Darjeeling thrke thrn Dhortey jete chaichi. Konta valo hobe? Darjeeling thke Dhotrey koto somoy lagbe? R ki ki dekha jabe?
Dhotrey te ki ki dekhben, kothay thakben...sob e deowa ache video te
Bhalo vdo.
ধন্যবাদ 💐
Excellent exploration and photography.
Thank you so much 💐
খুব ভালো, খুব সুন্দর। কিন্তু এটা তো কিছুদিনের পুরনো, বোধহয় miss করে গিয়েছিলাম। ধোতরে গ্রামটা দারুণ সুন্দর। কি জানি হয়ত আপনাদের photography -র কল্যানে এত সুন্দর লাগলো। অত সুন্দর কাঞ্চণজঙ্ঘা দেখে একদম flat, হয়ত অনেকদিন পর দেখছি বলে !!!! সব মিলিয়ে খুবই enjoy করলাম।
অশেষ ধন্যবাদ। গ্রামটি সত্যি খুব মিষ্টি 😊
@@Ghuranchandi ❤️
Beautiful nature and beautiful photography.
Thank you so much
👌👌👌
ধন্যবাদ
❤
Apnara kothai hotel neyachilen
বুঝলাম না?
Khub bhalo laglo video ta❤ apnara ki top floor a chilen? R apnader room no ta bolle bhalo hoe.
ধন্যবাদ। হ্যাঁ ওপরের ফ্লোরে ছিলাম দুটো ঘরে। রুম নং মনে নেই।
did u book the sherpa lodge in advance??? if yes then how? what was the advance amount given for booking?
I didn't do any advance booking
Khub sundor. Home stay r phone no paoya jabe? Description ba vdo te chokhe porlo na.
ধন্যবাদ। ভিডিওতেই দেওয়া আছে।
gari niye gele kono homestayr saamne gari park kora jabe?
আমরা যেখানে ছিলাম, সেখানে গাড়ি পার্ক করার কোন সমস্যা নেই
@@Ghuranchandi Thanks for your reply.
Apnara ki new building na old building e chilen...
তখন একটাই building ছিলো, একতলা আর দোতলা
January te ki snowfall hoy ei jaygay?
কোনো কোনো বছরে হয়েছে, তবে প্রত্যেক বছরে নয়
NJP to Dhotrey shared gari ki majh e halt korte korte jaaye? Usually sight seeing korate korate jaaye naki apnara specially kichu pay korechilen? Thank you!
দুধিয়া তে মিনিট ১৫র একটা হল্ট দেয়। আমরা ওখানে নেমে পায়ে পায়ে ওই নদীটা দেখে এসেছিলাম ওই সময়ের মধ্যেই। এছাড়া বিশেষ কোনো হল্ট নেই। ফেরার সময় অবশ্য পশুপতি তেও একবার চায়ের জন্য দাঁড়িয়েছিল।
ধোতরে যাওয়ার শেয়ার গাড়ি সকাল ক'টার থেকে পাওয়া যায় , জানলে জানাবেন প্লীজ । আর ধোতরে থেকে দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ি কি পাওয়া যায় বা যাওয়ার অন্য কোনো উপায় আছে কি ? খুব সুন্দর ফোটোগ্রাফি , অভিনন্দন রইলো । ধন্যবাদ ।
অসংখ্য ধন্যবাদ। দার্জিলিং মোড় থেকে ধোত্রে যাওয়ার গাড়ি সকাল ১০টা থেকে ১২ টার মধ্যে পাবেন। দু থেকে তিনটি গাড়ি এই সময়ের মধ্যে ছাড়ে। ধোত্রে হয়ে এরা রিমবিক যায়। আর ধোত্রে থেকে দার্জিলিং এর গাড়ি একটা যায় সকাল সাতটায় দিকে। আর তারপর ১২ টা থেকে ১.৩০র মধ্যে আরো এক/দুটো গাড়ি যায় দার্জিলিং। যেদিন ধোত্রে পৌঁছবেন সেদিন ই কথা বলে রাখবেন। আগে বুক না করলে জায়গা পাবেন না যেহেতু গাড়ি কম আর লোকাল লোকজনেরাও ওই একই গাড়িতে যান। মার্কেটের কাছে দোকান গুলোতে খোঁজ নিলেই ওরা ড্রাইভারের সাথে যোগাযোগ করিয়ে দেবে।
অনেক ধন্যবাদ ।
@@nandinibasu3020 স্বাগতম
Amra 7-8 jon jacchi 2022 er January te
Reserved car a koto taka lagte pare aktu bolle valo hoto
দেখুন, আমরা যখন গেলাম ওরা একটা গাড়িতে ৫ জনের বেশি তুলছিলো না। করোনা পরিস্থিতিতে এটা নতুন নিয়ম। ৪ থেকে ৬ হাজারের মধ্যে পুরো গাড়ি রিসার্ভ করে নিতে পারবেন। কিন্তু সমস্যা হতে পারে ওরা যদি ৫ জনের বেশি না নেয়, তাহলে আপনাদের দুটো গাড়ি রিসার্ভ করতে হতে পারে।
Ok
Nice video with lots of important information.👍
Thank you so much 💐
দারুন দারুন, খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ দাদা পাশে থাকার জন্য। এভাবেই আমাদের অনুপ্রেরণা দিয়ে যাবেন 💐
Dhotrey theke Darjeeling jete gele share gari ki paowa jabe?
হ্যাঁ, একটা গাড়ি যায় সকালের দিকে ধোত্রে থেকে। যেদিন ধোত্রে পৌঁছবেন সেদিনই কথা বলে বুক করে রাখবেন না হলে জায়গা পাওয়া মুশকিল
Siliguri theke kotokhon lagbe?
৬ ঘণ্টা ধরে রাখুন সব নিয়ে
bike niye ki jawa jai?
হ্যাঁ
ধোত্রে থেকে টুংলু সান্দাকফু যাবার অনুমতি পত্র কোথায় থেকে নিতে হবে যদি জানাতেন?
একটু ভেংগে ভেংগে শেয়ার গাড়িতে আসলে ৫০০ তে হবার কথা দার্জিলিং সুখিয়া বা দার্জিলিং ধোত্রে।
দার্জিলিং থেকে সুখিয়া ৮০/১০০ টাকা সুখিয়া থেকে ১২০/১৫০
আনুমানিক।
অনুমতি মানেভঞ্জন চেকপোস্ট থেকে হয়। আমরা post covid গেছিলাম। তখনও ৫০% সিটিং ক্যাপাসিটি নিয়ে শেয়ার গাড়ি চলতো। সেই খরচ ই ভিডিওতে দেওয়া আছে।
@@Ghuranchandi
মানেভঞ্জন থেকে পারমিশন নিতে হয় আমি জানি,
কিন্তু ধোত্রে থেকে টুংলু বা টামলিং যেতে কোনো পারমিশন নিতে হয় কি-না।
ধন্যবাদ।
আমি দুবার মানেভঞ্জন পরযন্ত গিয়ে ফিরে এসেছি ওয়েদার ভিষণ খারাপ ছিলো।
জানুয়ারি মাসে যাওয়া যাবে।
যদি আপনার ঠান্ডায় খুব কষ্ট না হয়, নিশ্চই যাওয়া যাবে। কোন কোন বছর এখানে ওই সময় snowfall হয়েছে ( সব বছরে হয়না)
Sherpa Homestay te ki 24x7 jol ache? shamne gari jay? Heater dae? Geyser ache? janale khuub upokar hoy janale.
রুম হিটার আছে কিনা জানা নেই। বাকি সব গুলোই আছে।
@@Ghuranchandi arekbar disturb korchi, gari ki shamne obdhi jae (boyoshko lok ache sathe), ar feb er shesh temperature kamon hobe?
@@Ghuranchandi Thank you
@@nilarunm গাড়ি সামনে অবধি যাবে। ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি ভালোই ঠান্ডা থাকে।
Borof?
Is there bike allowed
There is no restriction for biking
Beautiful presentation
Thank you so much
Darun videography 👌👌👌
Thank you so much ☺️
Dhotrey যেতে share car কোথায় পাবো
আপনি ভিডিও টা দেখেছেন ?
Lovely
Thank you 😊
Car theykey neney sherpa homestay kotota?
10 feet
Thank you
Welcome
Amar paye ligament akta problem achey, tai ask korlam, kichu money korben na,ami baratey khub bhalobhasi
No issues. Thank you 👍
ভালো লাগল
অসংখ্য ধন্যবাদ দাদা 😊
14 members er accomodation achhe to?
হ্যাঁ আছে
Video ta khub Bhalo Laglo. Amara dujan ei month r end e Dhotrey jabo. Apnar Kache Dhotrey Jabar Share garir ph no thakle ektu share Kaben pl?
ধন্যবাদ দাদা। শেয়ার গাড়ির ফোন নম্বর তো রাখিনি, কারন ড্রাইভার চেঞ্জ হতে থাকে।
@@Ghuranchandi no problem. Paye gechi Ek Janer no. Thanks
@@ShampayanDey Welcome. ঘুরে আসুন খুব ভালো করে 😊
@@ShampayanDey jadi possible hoe amk no ta provide karun...amra jabo
ভ্রমণ কাহিনী পড়ার থেকেও এইভাবে ভিডিও সরাসরি দেখাটা আরও বেশি আনন্দের। চালিয়ে যাও অরিজিৎ বাবু, সাথে আছি।
একেবারে আমার মনের কথা বললে গো অনুপম বাবু। অনেক ভালোবাসা 💐
❤️❤️❤️ দারুন 👌👌
ধন্যবাদ ☺️
খুব ভালো লাগলো
অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন 💐
Shared গাড়ি পেতে গেলে njp স্টেশন থেকে কোথায় যাবো? দার্জিলিং মোড় বলতে কি শিলিগুড়ি বাস স্টপ এর কথা বললেন?
দার্জিলিং মোড় আলাদা একটি স্টপেজ আছে। NJP থেকে অটো পেয়ে যাবেন। আমাদের ভিডিওটি তে সব দেওয়া আছে 😊
Asadharon arijit da...
ধন্যবাদ 😊
❤❤❤
😊
খালি লাভ রেযাক্ট করলে হবে? বেরোতে হবে তো আমাদের সাথে 👍
ধত্রে গ্রাম টার প্রেমে পড়ে গেলাম।
ধন্যবাদ দাদা 💐। সত্যি অসাধারণ একটি গ্রাম। সান্দাকফু ট্রেক রুটের দৌলতে ধোত্রে নামটি পরিচিত অনেকের। কিন্তু যাঁরা ট্রেকিং এ যান, তাঁরা হয়তো সেইভাবে এই গ্রামটিকে উপভোগ করার সময় পান না। তাই শুধু ধোত্রে নিয়েই আমাদের এই ভিডিও 😊
darun sundar jayga, sherpa homestay r ph no ta jodi ektu share korten tahole bhalo hoto
ধন্যবাদ। এটার মানে হলো আপনি ভিডিও টা পুরো দেখেন নি ☺️ প্রতিটি নম্বর দেওয়া আছে ভিডিওতে
@@Ghuranchandi একদম ঠিক, আমি ঐ জায়গাটা মিস করেছি | ধন্যবাদ |
Welcome
Sherpa Homestay er phone number switched off hoye ache...apnader kache jodi kono onno phone number thake seta ki pawa jabe?
Sherpa Nivas Contact Nos: 9733048579 / 9733005191 / 9476386379 / 8371918192. There is network problem in that place, so you might have to try repeatedly 🙂
@@Ghuranchandi Thanks a lot
Apni jodi dhotrey jan tahole room theke na dekhe baire giye explore korun…eta apni serpa homestay promote korchen
তাই নাকি? দয়া করে পুরো ভিডিও টা দেখবেন। এতক্ষণের ভিডিওতে মনে হয় মাত্র ১-১.৫০ মিনিট শেরপা হোম স্ট র ব্যাপারে বলা আছে। কমেন্ট করার আগে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো।
Hi, can you please send me map location and contact details of sherpha homestay?
Contact details of Sherpa Homestay has already been given in the video
Wait, bollen first halt dudhiya,, mane apnara mirik hoye gechen..simana teo daralen jacchen dhotrey,,tahole Simana theke baa dike chole jaben,,manebhanjan,,,sukhiya aslen kotha diye,, darjeeling er dike Ulto aslen to ektu abr,,,
Eta to apnar Route er moddhe holo na,,,
Byapar ta thik bujhlam na
Khub bhalo laglo.. Sherpa niwas a wooden furnish kora bhalo room er number ki? Ami ki kore bojhabo oder j amar room ta chai.. Oder to purono room o ache dekhchi..
অসংখ্য ধন্যবাদ 😊 তিন তলার রাস্তার দিকের রুম গুলো wooden furnishing. আপনি wooden furnished room বললেই ওনারা বুঝে যাবে।
Private car er rent kemon 4 seater vehicle
কোথা থেকে কোথায়?
@@Ghuranchandi njp to dhortey
Around 6k
6k ki return niye ?
Dada aapni ki video ta puro dekhecgen skip na kore?
Sir where is part 2?
But there's is no 2nd part
@@Ghuranchandi Oh I thought after reaching tonglu by this hike there ....... sorry
😊
গত বছরের 2019 শে মার্চ এ আমরা 32 জন গিয়েছিলাম সান্দাকফু থেকে ফেরার পথে দু দিন ছিলাম ধোতড়ে তে । খুবই সুন্দর আবার যেতে মন চায় ।
সত্যিই অসাধারণ জায়গা। আমরা চেষ্টা করেছি শুধুমাত্র ধোত্রে গ্রামতাকেই তুলে ধরতে।
অসাধারণ, দলে আরও বেশী লোক থাকলে আরও হৈচৈ., আরও ভাল লাগত
অসংখ্য ধন্যবাদ ☺️ দল বেশ ভারী ছিল, কিন্তু ব্যক্তিগত কারণে তারা ক্যামেরার সামনে আসেনি।
Dada,dekhechi.but oi number e income call facility nei. Onno kono number thkle pathaben
Sherpa Nivas Contact Nos: 9733048579 / 9733005191 / 9476386379 / 8371918192. There is network problem in that place, so you might have to try repeatedly 🙂
Eto vari vari bangla vasa use na kore cholti bangla vasa use korlei valo hoy madam
Ok
Next blog gulo male voice tai jodi thake tahole beshi valo lagbe
আপনার উপদেশ নিশ্চই মাথায় রাখবো 👍
Please give number of sherpa homestay
That means you haven't seen the video?
Apni kono contact no share koren ni...
শুধু কন্টাক্ট নং দিয়েছি তাই নয়, owner এর ইন্টারভিউ পর্যন্ত নেওয়া আছে। দয়া করে ভিডিও গুলো স্কিপ করে দেখবেন না
Dada Home stay phone number bin plz
পুরো ভিডিও টা দেখেছেন?
Sherpa home stay r ph no ta deben pl
ভিডিওতে সব দেওয়া আছে। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখুন, না হলে এরকম অনেক কিছুই মিস করে যাবেন।
Please ektu Sherpa Home stay er contact number ta deben.
দিদি, ভিডিওতেই তো দেওয়া আছে। পুরো ভিডিওটি তার মানে আপনি দেখেননি 😊
❤️
Thank you 😊
❤️❤️❤️
Thank you so much ☺️
@@Ghuranchandi খুব ভালো কাজ হচ্ছে দাদা... এগিয়ে যাও❤️
@@biprokhan7490 Thank you so much