ভারত থেকে বৈধভাবে পণ্য ক্রয়ের নিয়ম | কি কি পণ্য কতটুকু কেনা যাবে | Flying Bird |

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 324

  • @MDRashedKhan-g3w
    @MDRashedKhan-g3w 2 місяці тому

    খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেটা পরবর্তীতে আমাদের কাজে লাগতে পারে ধন্যবাদ।।

  • @sangidaakhterdoly4492
    @sangidaakhterdoly4492 Рік тому +10

    খুব সুন্দর ভাবে গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম ভাই।

    • @MdMaruf-zj2by
      @MdMaruf-zj2by 9 місяців тому

      বয়কট ইন্ডিয়া পণ্য ❤❤❤❤দেশি পণ্য কিনা হও ধন্য ❤❤❤

    • @ayoushdas5552
      @ayoushdas5552 5 місяців тому

      Bhai ami akjon Indian Bhai ami Bangladesh er satha cosmatic jinis business korte chai

  • @md.anwarulazim
    @md.anwarulazim Рік тому +6

    মাশাআল্লাহ খুব সুন্দর কথা বলেছেন।

  • @csmindworldwide
    @csmindworldwide Рік тому +3

    এই ভিডিওটির অপেক্ষায় ছিলাম ।।

  • @shahidulalamnaim6721
    @shahidulalamnaim6721 Рік тому +10

    আপনার ভিডিওতে দেখানো কি পণ্য আনলে কি পরিমাণ ট্যাক্স দিতে হবে সেই চার্টটি কোথায় পাবো?

  • @mdfaisal2110
    @mdfaisal2110 Рік тому +6

    খুব সুন্দর ভিডিও শুনে মুগ্ধ হলাম
    অনেক তথ্য পেলাম আপনাকে অনেক ধন্যবাদ

  • @shahadathossen6939
    @shahadathossen6939 Рік тому +6

    ভাই অনেক অনেক ধন্যবাদ। অনেক কিছু শিখতে পারলাম। এরকম আরো সুন্দর এবং শিক্ষনীয় ভিডিওর আশা করছি।

  • @kbshanto6313
    @kbshanto6313 Рік тому +3

    তথ্য গুলা জানা ছিলো না। জেনে উপকৃত হলাম।আপনাকে অনেক ধন্যবাদ।

  • @md.fahimfazalbosunia1560
    @md.fahimfazalbosunia1560 Рік тому +6

    অসাধারণ। আপনার প্রত্যেকটি ভিডিও আমাকে নতুন কিছু শেখায়।

  • @Anik-mq2zd
    @Anik-mq2zd 7 місяців тому +1

    পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ

  • @girlsschool9312
    @girlsschool9312 10 місяців тому +1

    THANK YOU FOR YOUR GOOD INFORMATION

  • @AmitRoy-rs2zv
    @AmitRoy-rs2zv Рік тому +3

    নতুন বাজেট অনুযায়ী সম্পদের হিসাব কাদের কে দিতে হবে? বিস্তৃত জানাবেন।

  • @rajatmazumder4773
    @rajatmazumder4773 Рік тому +3

    ধন্যবাদ ভাই। আপনার দেয়া প্রায় সকল ভিডিও শিক্ষণীয় এবং তথ্যবহুল।যেমন: পাসপোর্ট আবেদনের ভুলের বিষয়।

  • @jonyscreativeshow4090
    @jonyscreativeshow4090 Рік тому +5

    অনেক ধন্যবাদ। সুন্দর বলেছেন

  • @JoynalAbedinTalukder1997
    @JoynalAbedinTalukder1997 11 місяців тому +1

    অনে সুন্দর উপকারী ভিডিও

  • @samiamahbub204
    @samiamahbub204 Рік тому

    অনেক ধন্যবাদ, কিছু ইনফরমেশন অনেক হেল্পফুল

  • @nurulanwar8373
    @nurulanwar8373 Рік тому +1

    ধন্যবাদ। ভালো ধারনা দিয়েছেন। ❤❤

  • @shishirahmed8154
    @shishirahmed8154 Рік тому +4

    অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে

  • @nazmulalam2680
    @nazmulalam2680 Рік тому +2

    অনেক ভাল লাগে আপনার ভিডিও

  • @MDAman-on2tg
    @MDAman-on2tg Рік тому

    Vhaiya ami jodi amr akta bro Android phone nea jai satha ar asar somoy jodi arakta phone kina nea asi tahla ki nea asta parbo.kindly jnala vlo hba

  • @AMITBISWAS-op5vo
    @AMITBISWAS-op5vo Рік тому

    ভাই এর জন্য অনেক ভালবাসা ❤

  • @syedmahmudhasan6087
    @syedmahmudhasan6087 6 місяців тому

    Thank you for this helpful video about shopping in India. You have nicely described many important pieces of information. I need to know two things- 1. How much weight can an adult carry by train? 2. How much Indian Rupees legal new product with receipt can an adult carry in his bag ( same item not more than 2 pieces)? Example- One can buy a maximum of 5000 Rupees products from Kolkata to bring in Bangladesh by train. Please reply URGENTLY.

    • @FlyingBirdAlimurReja
      @FlyingBirdAlimurReja  6 місяців тому

      1. Adult 35kg, Children 20kg.
      2. No limit but can not exceed your endorsement amount.

    • @syedmahmudhasan6087
      @syedmahmudhasan6087 6 місяців тому

      @@FlyingBirdAlimurReja Excellent. Grateful. Thank you so much.

  • @nazmakhatun-ej1ny
    @nazmakhatun-ej1ny 5 місяців тому

    ভাই, ভারত থেকে কৃষিকাজ করার জন্য স্প্রে মেশিন ( যেমন ডাবল বুল স্প্রে মেশিন) ভ্যাট ট্যাকস না দিয়ে বাংলাদেশে আনা যাবে কিনা??

  • @qutubuddin1503
    @qutubuddin1503 Рік тому

    ভাই সাহেব,
    আপনাকে জানাই অভিনন্দন,এমন পরামর্শ দেয়ার জন্য। দঃ কোরিয়ার কুচিয়ার খাবার তৈরির A to Z ভিডিও যদি দিতে পারেন, তবে কৃষক ও শ্রমিক পরিবার গুলো খুব উপকৃত হবে। তারা কুচিয়ার মোটাতাজা খামার চালু করতে চায়। কৃত্রিম খাবার তৈরির ফর্মুলা তাদের জানা নেই। ইহা জানা খুব দরকার।

  • @nurhossain2949
    @nurhossain2949 Рік тому +34

    আপনি আহেতুক ভিডিও লম্বা করেছেন আপনি মুল কথা কিছুই বলেননি কি কি পন‍্য কতটুকু আনতে পারবো তা আপনি নিজেই জানেননা।

    • @banglavoice3756
      @banglavoice3756 11 місяців тому +1

      ভারত হতে বাংলাদেশ যা পেয়েছে বলে গলা ফুলিয়ে বলা হয় তা হল বাংলাদেশের প্রাপ্য অধিকার কিন্তু ভারত যা বাংলাদেশ হতে আদায় করে তা হলো বাংলাদেশের পক্ষ হতে দেয়া স্বার্থবিসর্জন দেয়া নিঃস্বার্থ ভাবে ভারতের জন্য সুযোগ এবং সুবিধা।
      ভৌগলিক এবং অর্থনৈতিক এবং সীমান্ত বর্বোরোচীত অনৈতিক হত্যাকান্ড এবং দেশের সব নদীর পানি উত্তোলন ভারতের কাছে উজাড় করে দেয়ার বিপরীতে গংগা-তিস্তার পানি ব্যাবহার করে বাংলাদেশকে উজাড় করে দেয়ার শত্রুতা করার কারণ ছাড়াও নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে ভোলাতে ৭জনকে হত্যা, ব্রিকসে এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বিরোধিতা এবং উল্টো মায়ানমারকে সাহায্য প্রদান, বুয়েটে আবরার ফাহাদের আর সীমান্তে শিশু ফেলানীর ঝুলানো লাশ, বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করে বাংলাদেশের বুকচিরে করিডোর প্রদান, বাংলাদেশের সেনাবাহিনী ব্যাবহার করে ভারতীয় সীমান্ত সুরক্ষা প্রদান পূর্বক ভারতের বিলিয়ন ডলারের খরচ বাঁচানো, ভারতীয় শতখানেক সব বস্তাপচা চ্যানেলের বিপরীতে বাংলাদেশের একটি চ্যানেলও ভারতে চালানোর অনুমতি প্রদান না করা, উত্তর পূর্ব রাজ্যের অসন্তোষ লাঘবে করিডোরের পাশাপাশি প্রায় বিনা শুল্কে দেশীয় ব্যাবসায়ীদের চাইতেও অগ্রাধিকার চুক্তিতে চট্রগ্রাম বন্দর ব্যাবহারের সুযোগ এবং তার বিনময়ে সামান্য নেপাল ভুটানে ট্রানজিট প্রদানে ভারতের সরাসরী অনিহা, বাংলাদেশকে সম্পুর্ণ ভাবে ভারতীয় রপ্তানীবাজারের সুবিধা প্রদানের পরেও বাংলাদেশের সামান্য রপ্তানীতে ভারতের ছোটলোকী শুল্ক অশুল্ক বাঁধা এবং কথায় কথায় এন্টিডাম্পিং ডিউটি আরোপ, ভারতীয়দের বাংলাদেশ প্রবেশে নিজদেশের অন্যজেলায় যাওয়ার মতো সুবিধা থাকলেও বাংলাদেশী ভ্রমনপিপাসু মানুষ যাদের অবদান ভারতের পর্যটনে সর্বোচ্চ সেইসব ভিসাপ্রত্যাশীদের সাথে অসৌজন্যমূলক এবং শত্রুজ্ঞ্যান করে বিমাতাসুলভ ব্যাবহার , দেশের স্বার্থ উপেক্ষা করে আদানীর সাথে ৪ ডবল দামে কয়লাক্রয় এবং বিদ্যুত চুক্তি, করোনার টিকা দেয়ার নামে বাংলাদেশের ৬০০ কোটি টাকা মেরে দিয়ে আবার বাংলাদেশকে ফ্রীতে করোনার টিকা দিয়েছে বলে ভারতীয় মিডিয়ার গগণবিদারী চিৎকার, সুন্দরবন ধ্বংসে রামপালের মত দেশবিরোধী ভারতীয় বিনিয়োগ, বাংলাদেশের প্রতিটি সেক্টরে সরকারী মদদে বেসরকারি হিসাবে প্রায় ২০লক্ষেরও অধিক ভারতীয়দের আধিপত্য থাকলেও ভারতীয় আতি-পাতি নেতা থেকে শুরু করে সরকারী এবং ক্ষমতাসীন বিজেপির সর্বোচ্চ নেতৃবৃন্দের পক্ষ হতে হরহমেশা বাংলাদেশ দখলের হমকি সহ বাংলাদেশীদের অপমানজনক তুচ্ছতাচ্ছিল্য ভরা বয়ানপ্রদান, উপরে উপরে কলিজা নিংড়ানো বন্ধুত্ব দেখিয়ে ভেতরে ভেতরে ইডেনের মাঠে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন প্রদান, সন্ত্রাসী প্রধানমন্ত্রী মোদি -বিজেপি-আর-এস-এস কতৃক ভারতে মুসলমান এবং ইসলাম নিশ্চিহ্নকরণ অভিযান এবং বাংলাদেশী হিন্দুদের জন্য মিথ্যে মায়া কান্না, ভারতীয় সরকার কতৃক CAA- NRC এর মত বাংলাদেশ এবং ইসলামবিদ্বেষী বিল পাশ, রাজনীতিতে জনগণের স্বার্থ উপেক্ষা করে মাফিয়া অবৈধ সরকারকে বিগত ১৫ বছর ধরে সমর্থন প্রদান সব মিলিয়েই বাংলাদেশ মানুষ যৌক্তিকভাবেই ভারতবিরোধী। শুধুমাত্র নিজেদের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতার সাহায্যের নামে স্বাধীনতার মাত্র তিন দিন আগে মুক্তিবাহিনীর মারখেয়ে প্রায় নেতিয়ে পড়া পাকিস্তানীদের বিরুদ্ধে বীরবিক্রমে ঝাঁপিয়ে পড়া ভারত এই যুদ্বে তার অংশগ্রহণ করার খরচ বাংলাদেশ হতে লুটে নিয়েছে তার হাজার গুণে বেশি।
      অতএব দুইপয়সার কলিকতার বইমেলায় বাংলাদেশী ষ্টলের সুযোগ আর রিজওয়ানা চৌধুরীর মত কিছু ভারতীয় দালালদের পুরুস্কৃত করার মাধ্যমে এইসব মনভোলানো বিভ্রান্তীমূলক চেষ্টা বাংলাদেশের সাধারণ জনগণের ভারতবিদ্বেষ প্রশমিত করার জন্য যথেষ্ট নয়। বাংলাদেশের মানুষ বহুদিন ধরেই ভারতীয় এইসব অনায্য অন্যায় আবদারের খেসারত দিয়ে এসেছে যেগুলা অর্জন করার কোনো যোগ্যতাই ভারতের নেই শুধুমাত্র ভারতীয় গোয়েন্দা সংস্হাকে ব্যাবহার করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে আওয়ামীলীগের মত কিছু রাজনৈতিক আজ্ঞাবহ দালাল দল তৈরি করা ছাড়া। ঐসব রেজওয়ানা চৌধুরীদের যদি সামান্যতম ও দেশপ্রেম থাকতো তাহলে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে দাড়িয়ে এইসমস্ত বাল-ছাল পুরুস্কার প্রত্যাখ্যান করে ভারতের মুখে ছুঁড়ে মারত।🤬
      #BoycottIndia#BoycottIndia#BoycottIndia✊✊✊✊

  • @gopalsarker8695
    @gopalsarker8695 2 місяці тому

    ভাই আমি নিয়মিত আপনার ভিডিও দেখি। ভারত গেলে মোট কয়টি সিল পাসপোর্ট এর মধ্যে দেয়।বাংলাদেশ আসলে কয়টি সিল।

  • @jitelecom9062
    @jitelecom9062 Рік тому +3

    অনেক দিনের চাওয়া পূরণ হয়েছে।

  • @nickichandan7761
    @nickichandan7761 Рік тому +2

    খুব সুন্দর লাগলো

  • @MDMAMUNAAMDMAMUN
    @MDMAMUNAAMDMAMUN Рік тому +3

    HE ALLAH APNIE KUBOL KUBOL KORVEAN INSHALLAH AMEN AMEN ALHAMDULILLAH ALHAMDULILLAH the first class INSHALLAH ❤❤❤❤

  • @rebeka2
    @rebeka2 7 місяців тому

    Vai গৃহিণীর যে সব পন্য ওগুলো কি নেওয়া যাবে যেমন করাই তাওয়া ডিস চামচ , আয়রন এসব

  • @salamsarker8266
    @salamsarker8266 Рік тому

    ভাই, আমি প্রতিবন্ধী,এক্সিডেন্টে পা খারাপ হয়ে গেছে, আমি কি ইন্ডিয়া থেকে তিন চাকা বিশিষ্ট স্কুটার আনতে পারবো? পেট্রোল চালিত মডিফাইড স্কুটার? টেক্স দিয়ে আনা যাবে কিনা জানালে খুব ই উপকৃত হবো, দয়া করে অবশ্যই জানাবেন

  • @funkyfun365
    @funkyfun365 Рік тому +2

    Kashmir trip ba somomaner onno kon place better hobe arr setar bepare idea ache?

  • @DhakaLisbon
    @DhakaLisbon Рік тому +4

    মাশা আল্লাহ

  • @mannamollick6878
    @mannamollick6878 Рік тому +11

    আপনার কথা ঠিক আছে। মোট কথা বিবেক

  • @mdnuralamofficial6551
    @mdnuralamofficial6551 Рік тому +1

    Gold 🪙 niye kichu information den plz

  • @KalamTraveleryt
    @KalamTraveleryt Рік тому

    ক্রেডিট/ডেবিট কাট দিয়ে যখন বুথ থেকে টাকা তুলে তারপর ক্রয়করো সেত্রে ডকুমেন্ট ?

  • @learnquranwithsaiful
    @learnquranwithsaiful Рік тому +4

    ধন্যবাদ ভাই

  • @shubashdhor8816
    @shubashdhor8816 Рік тому +2

    আমি মিতালি এক্সপ্রেস এ নিউ জলপাইগুড়ি যাব, ভিসা তে আরো চারটা বর্ডার পেয়েছি, এখন কথা হচ্ছে বাংলাদেশের ফিরার পথে চারটা বর্ডার দিয়ে আসতে পারবো কিনা,?
    জানাবেন ভাইয়া

  • @salamsarker8266
    @salamsarker8266 Рік тому

    ভাই, আমি কার এক্সিডেন্টে পা নষ্ট হয়ে গেছে, আমি তিন চাকা বিশিষ্ট একটি স্কুটার কিনে আনতে চাই, টেক্স দিয়ে কি আমি আনতে পারবো? সম্ভব হলে দয়া করে আমাকে জানাবেন,খুবই উপকৃত হবো।

  • @MdShakil-t3f4w
    @MdShakil-t3f4w 7 місяців тому +1

    ভারত থেকে চন্ডালের হাড় আনা যাবে কিনা? যেটা তান্ত্রিকরা নিজে প্রয়োজনীয় কাজে ব্যবহার করে। দয়া করে এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন তাহলে খুব উপকার হতো।

    • @Rahul56986
      @Rahul56986 6 місяців тому

      যোগাযোগ করুন ইনবক্সে

  • @mahaburrahman6731
    @mahaburrahman6731 Рік тому +4

    টুরিস্ট ভিসায় গিয়ে ইন্ডিয়া থেকে ১০/২০ গ্রাম স্বর্ন নেওয়া যাবে কি??

  • @uttamadhikary379
    @uttamadhikary379 Рік тому +1

    ভাই সরিসার তৈল ও জিরা কি আনা যাবে। তবে কি পরিমান আনা যাবে।

  • @mdakter5282
    @mdakter5282 2 місяці тому

    দারুন তথ্য

  • @SumanDas-zj7nl
    @SumanDas-zj7nl Рік тому +4

    Excellent!!🌹

  • @mdmonirul2009
    @mdmonirul2009 Рік тому +1

    আমি অকিড গাছ(ফুল গাছ) আন্তে চাই আন্তে পারবো ২০/৩০ টার মতন?

  • @mehedihasanshahed7334
    @mehedihasanshahed7334 Рік тому +1

    টেক্স কেমন ভাবে দিতে হবে ভাই??

  • @jonydasgupta9044
    @jonydasgupta9044 Рік тому

    ভারত থেকে যাওয়ার সময় রান্না করার গ্যাস সিলিন্ডার । ৫ কেজি ওজনের খালি গ্যাস সিলিন্ডার নেওয়া যাবে কি। একটু জানাবেন।

  • @HabibiOfficial-qi1tl
    @HabibiOfficial-qi1tl Рік тому

    ৩০/৪০ গ্রাম স্বর্ণের বার বা অলংকার নেওয়া যাবে কি?

  • @shovanhalder6026
    @shovanhalder6026 Рік тому

    অনলাইনে পন্য ক্রয় করলে সেটার রশিদ পাওয়া যায়না।
    মানি রিসিট দেখতে চাইলে কি মোবাইলে অনলাইন পেমেন্ট এর ডিটেইলস ছবি দেখালে হয়?

  • @MehediHasan-we4wu
    @MehediHasan-we4wu 6 місяців тому

    Informative video

  • @avradip3298
    @avradip3298 10 місяців тому

    ভাইয়া বিয়ে বা পূজা উপলক্ষে কিছু অাতশবাজি আনা যাবে। যে গুলা ভারত সরকারের অনুমোদিত এখন,যে গুলো পরিবেশ দূষণ করে না।দোকানদার রা বলছিল রসিদে আমাদের লাইছেন্স নাম্বার, নাম ও এড্রেস থাকে।

  • @samsuzzamanrasel4104
    @samsuzzamanrasel4104 Рік тому +1

    ভাই আমি এই প্রথম তিন মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পেয়েছি , এখন আমি প্রথম বার ভ্রমণে গিয়ে সর্বনিম্ন কতো ঘন্টা থাকলে পরবর্তীতে ভিসা সহজে পাব জানাবেন প্লিজ।
    অগ্রিম ধন্যবাদ ❤️❤️

  • @ashiQ600
    @ashiQ600 Рік тому +3

    আমি যদি ওখান থেকে ১ টা মোবাইল কিনে আনি তাইলে কি ঝামেলা হবে?

  • @atowerislam8942
    @atowerislam8942 8 місяців тому

    বড় ভাই আর একটা বিষয় জানার ছিলো সেটা হলো আমি একটা ছোটো খাটো ব্যবসায়ী আমি ভ্রমণ ভিসায় ইন্ডিয়াতে যদি যায় সেখান থেকে আসার সময় ধরেন দুটা ডিজাইনের সারি১০পিচ তারপর থ্রীপিচ দুই আইটেমের ১০ পিচ তারপর ১কেজি সাদা এলাস ১কেজি কালো এলাছ, তারপর কিছু কসমেটিক আইটেম কিনলাম এ মিলে ৩০ কেজি পন্য কিনে কি আনা জাবে দয়া করে বলবেন

  • @samiulsamiul7168
    @samiulsamiul7168 Рік тому +1

    ভাইয়া আমি আপনার ভিডিও দেখি এবং আপনার কথা বুঝে ৬ বার ভারত গেছি তবে আমার প্রশ্ন এখন কি দর্শনা বর্ডার খোলা আছে কি আর এখন কি করোনা রিপোট লাগে❤❤❤

    • @FlyingBirdAlimurReja
      @FlyingBirdAlimurReja  Рік тому +1

      খোলা আছে। লাগেনা

    • @samiulsamiul7168
      @samiulsamiul7168 Рік тому

      @@FlyingBirdAlimurReja ভাই গেদে বর্ডারে কি চকলেট বা শন পাপড়িবা শুকনো আইটেম জিরা পাওয়া যাবে কোন দিকে

  • @Razibulislamrazib777
    @Razibulislamrazib777 Місяць тому

    আসসালামুয়ালাইকুম কেমন আছেন? বাংলাদেশ থেকে কিনে নিয়ে এসেছেন না বলবেন ভারত থেকে কিনে নিয়ে এসেছেন।

  • @salamsarker8266
    @salamsarker8266 Рік тому

    ভাই আমি ডিজেবল পার্সন, আমি কি তিন চাকা বিশিষ্ট মডিফাইড স্কুটার টেক্স দিয়ে আনতে পারবো? দয়া করে জানালে উপকৃত হবো।

  • @frbirdhouse3247
    @frbirdhouse3247 Рік тому

    ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগলো

  • @solaimanmohammed1747
    @solaimanmohammed1747 Рік тому +1

    আসছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । রেজা ভাই কেমন আছেন আশা করি ভালই আছেন ।যাই হোক রেজা ভাই দুই বা আরাই বছরের বাচ্চা নিয়ে ভারতে গেল কি পাশপোরট বা ভিশা বানাতে হবে কিনা জানাইবেন। আর যদি কোন লিঙ্ক থাকলে দয়া করিয়া দিবেন ।

  • @NurTelecomJamurki-uq1er
    @NurTelecomJamurki-uq1er Рік тому +1

    সিংগেল এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হবে ১২.৮.২৩,ইতোমধ্যে ভ্রমণ করে ফেলেছি।এখন আবার ভিসা এপ্লাই কখন করতে হবে।?

  • @humayunkabir528
    @humayunkabir528 Рік тому +1

    ১টি একটি মোটরবাইক আনা যাবে কি ?

  • @gautammagumdar5277
    @gautammagumdar5277 Рік тому +3

    কত দিন সময় লাগছে ভিসা দিতে?

  • @MdAktar-in3fj
    @MdAktar-in3fj 4 місяці тому

    Bag khule ki check kore

  • @JuiSarkar-k5v
    @JuiSarkar-k5v 9 місяців тому

    দোয়েল কারেন্সি ডেভিট কার্ডে বাংলাদেশে এটিএম বুথে টাকা শূন্য দেখায়। কিন্তু উত্তরা ব্যাংক বলে ভারত গেলে রুপি এটিএম বুথে ডলার থেকে রুপি হবে।কথাটা সঠিক কি?

  • @shamsunnahar8564
    @shamsunnahar8564 Рік тому

    আমি কি আমের চারা আনতে পারি। পারলে, কয়টা গাছ আনতেপারব মেহেরবানি করে একটু জানাবেন প্লিজ।

  • @mozammelhaquekhandoker2797
    @mozammelhaquekhandoker2797 Рік тому

    চিকিৎসার বই আনা যাবে কি না। যেমন আয়ুর্বেদ, হোমিওপ্যাথি বই।

  • @KAMALAHMED-pr6sy
    @KAMALAHMED-pr6sy Рік тому +2

    ভাই IPS Box আনা যাবে?

  • @MdNazirLipu
    @MdNazirLipu 9 місяців тому

    দয়া করে বাংলাবান্দা ফুলবাড়ি বর্ডারের আপডেট দেন। ওই বর্ডার দিয়ে কি এখন ভিসা দিচ্ছে। এই বর্ডার নিয়ে ইন্ডিয়ান হাই কমিশনারের বক্তব্য কি। যদি পারেন জানান

  • @muhammadrajonraj01
    @muhammadrajonraj01 6 місяців тому

    কোলকাতা থে‌কে ঢাকা‌তে নগদ কত টাকা পর্যন্ত সা‌থে নি‌য়ে যাওয়া যায় ?

  • @jahidhassantalib7267
    @jahidhassantalib7267 Рік тому

    হাত ঘড়ি আনা যাবে কি ৪ থেকে ৫ টি box সহ

  • @কৃষিওকৃষকেরকথা-থ৬ঝ

    মেডিকেল ভিষায় গিযে কোন জিনিস পত্র আনা যাবে কি

  • @Kamrul-222
    @Kamrul-222 Рік тому

    Thanks to good video

  • @md.jahangiralam2305
    @md.jahangiralam2305 Рік тому +4

    ধন্যবাদ 🌹

  • @palashsil6848
    @palashsil6848 Рік тому +1

    Dada India thake Bangladesh e alcohol niye aste parbo

  • @MizanurRahman-mu2cq
    @MizanurRahman-mu2cq 7 місяців тому

    ভাই, ১টা সাইকেল নিয়ে আসা যাবে কি?

  • @muzzal57
    @muzzal57 Рік тому +1

    ভারত থেকে ব্যবিসার জন্য গাছ আনা যাবে কি?

  • @EbadotSheikh-v7b
    @EbadotSheikh-v7b Рік тому

    Amar tho bank account ni thole Ami ki baroti visa Korte parbo na

  • @mdSabbir-vy9hp
    @mdSabbir-vy9hp 10 місяців тому

    ভাই আমি একটা এয়ারগান কিনতে চাচ্ছি এক্ষেত্রে কি আমাকে ধরা হবে

  • @ajoysaha3814
    @ajoysaha3814 Рік тому +2

    Tnq

  • @kneditz6443
    @kneditz6443 Місяць тому

    ভাই আমি ভারত ত্রিপুরা থেকে বলি আমার একখান থেকে কুমিল্লা খুব পাশে আমি হালকা জেকনো প্রোডাক্ট দিতে পারবো কিও নগদ ব্যবসা করতে চাইলে যোগাযোগ করো

  • @neowajsunny7626
    @neowajsunny7626 Рік тому

    Koto kg maximum India theke ante parbo?

  • @atowerislam8942
    @atowerislam8942 8 місяців тому

    ভাই ইন্ডিয়া থেকে কি মসলা জাতীয় কিছু আনা জাবে

  • @MDAmirItaly1989
    @MDAmirItaly1989 9 місяців тому

    বাংলাদেশ থেকে যাবার সময় কি মেডিসিন নেয়া যাবে???

  • @RasomoyMondal-ez1be
    @RasomoyMondal-ez1be 4 місяці тому

    দাদা একটা বেগ ও চেক করে।

  • @afiqrezareza8414
    @afiqrezareza8414 Рік тому +1

    1 rokom product maximum koita niye asha jabe India thecke.🇮🇳

    • @Mdratanujjaman
      @Mdratanujjaman Рік тому

      এটা আমিও জানতে চাই।

  • @tahminmahmud
    @tahminmahmud Рік тому +1

    tab ana jabe?

  • @sagorsagor4229
    @sagorsagor4229 Рік тому

    ভাইয়া ভারত থেকে আমি একটা হারমোনিয়াম আনতে চাই কিভাবে আনব একটু বলবেন। আর আনতে গেলে কি কাস্টম সার্ভিস দেওয়া লাগবে।

    • @UNAS2000
      @UNAS2000 Рік тому +1

      দক্ষিণ কলকাতায় রাসবিহারী এভিনিউ তে ট্রাঙ্গুলার পার্কের কাছে "হেমেন অ্যান্ড কো" এর হারমোনিয়াম সব থেকে ভালো

    • @bdmusic8309
      @bdmusic8309 Рік тому

      @@UNAS2000 আস‌লেই ? কে বলে‌ছে ? এটার রি‌ভিউ আ‌ছে ? আমার দরকার ।

  • @allahordan2520
    @allahordan2520 Рік тому

    ভাই সাইকেল কিনে আনা যাবে কি। আমাকে জানাবেন

  • @rayhome69
    @rayhome69 Рік тому +1

    Graphics card ki ana jabe?

  • @SobitaRani-z4b
    @SobitaRani-z4b 4 місяці тому

    চমৎকার

  • @kamolchandrabarman9950
    @kamolchandrabarman9950 11 місяців тому

    ব্যক্তিগত মোটরসাইকেল এর পার্টস নেওয়া যাবে

  • @KabitaKhan-p2u
    @KabitaKhan-p2u Рік тому +1

    Vai pdf ta dile Valo hoto

  • @sirajulislam3018
    @sirajulislam3018 Рік тому

    ভাই যৌন মিলনের কোন ট্যাবলেট আনলে কি সমস্যা হবে।

  • @hasibiswas-xu2do
    @hasibiswas-xu2do 4 місяці тому

    বাংলাদেশ থেকে বৈধভাবে কি কি নিয়ে যেতে পারবো

  • @parvezahmed_1
    @parvezahmed_1 Рік тому +1

    ভারত থেকে ব্যবহারের জন্য আইফোন কিনে আনলে ভ্যাট দিতে হবে বাংলাদেশে বা ভারতে?

  • @Rtzvlog
    @Rtzvlog 6 місяців тому

    ভাই আমি তো একা যাবো আমি একটা পিঠের ব্যাগ নিয়ে যাবো ।কিন্তু কলকাতায় গিয়ে ফ্যামিলির জন্য কিছু সপিং করবো তাহলে কি আমি এক্সট্রা বাগ এ করে ওই সব আনতে পারব কি ।প্লিজ একটু জানান ভাই

    • @FlyingBirdAlimurReja
      @FlyingBirdAlimurReja  6 місяців тому

      পারবেন

    • @Rtzvlog
      @Rtzvlog 6 місяців тому

      @@FlyingBirdAlimurRejaধন্যবাদ ভাই আরো কিচ্ছু কথা ছিলো ভাই

  • @kukijaan9346
    @kukijaan9346 Рік тому +2

    ৮/১০ কেজি ওজনের লিথিয়াম ব্যাটারি আনতে পারব কিনা দয়াকরে জানান।

  • @farukalom0076
    @farukalom0076 Рік тому

    ভাই স্বর্ন আনার নিয়ম কি

  • @sagorgps1952
    @sagorgps1952 Рік тому +1

    Ekta smartphone ana jabe?

  • @shema1140
    @shema1140 5 місяців тому

    বেলেনডার কি আনা যাবো,ভারত থেকে বাংলাদেশ