চার বছর হুমায়ুন আহমেদ একা একা ঈদ করেছেন । ঈদের দিন খাবার দেবার মত লোক ছিলোনা ।

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 3 тис.

  • @RedoanLucky
    @RedoanLucky 11 місяців тому +28

    মিডিয়া জগতে আমার সবচেয়ে গৃণার মানুষ শাওন।

  • @BILKISMukti
    @BILKISMukti 11 місяців тому +21

    গুলতেকিন একজন ভালো মানুষ তাই নিজের দুঃখের কথা অন‍্যদের শেয়ার করেন নি চরম দুঃসময়েও।আল্লাহ তালা উনাকে ধৈর্য্য দিয়েছিলেন তাই আজ উনার সন্তানদের কাছে প্রিয় শ্রদ্ধেয় মাতা।উনার সন্তানদের আজ ইউটিউবে সাক্ষাৎকার দিয়ে সম্মানিত হতে হয় না বরংচ আমরা অনেক মানুষ মন থেকে ই তাদের উচ্চ প্রতিভাবান হয়ে উঠা দেখে শ্রদ্ধা জানাই ।

  • @deepaa05
    @deepaa05 Рік тому +33

    হুমায়ুন আহমেদ অসম্ভব জনপ্রিয় একজন লেখক, সংস্কৃতিমনা একজন মানুষ। ১৪/১৫ বছরের একজন বালিকা / underaged girl এর সাথে চিরকুট চালাচালি, প্রেম আবেদন, এটা শুধু বাংলাদেশে বলে উনি উনার সম্মান বজায় রাখতে পেরেছেন। যুক্তরাষ্ট্রে হলে সব কিছু অন্য রকম হতো।

    • @IslamSaid-hw5mg
      @IslamSaid-hw5mg 7 місяців тому +1

      বাংলাদেশেও সম্মান বজায় রাখা সম্ভব হতো না, যদি গুলতেকিন চাইতো , তাছাড়া সময়টাতে যোগাযোগের মাধ্যম এত সহজ ছিল না‌ ।

  • @sabinasvlog4302
    @sabinasvlog4302 3 роки тому +32

    হুমায়ুন আহমেদের চরম ভক্ত ছিলাম এই শাওনের সাথে বিয়ের আগে। সে যখন এই সম্পর্কে জরায় তারপর থেকে হুমায়ুনের কোন উপন্যাস কিনিনি। একজন ভক্ত হিসেবে আমার যেমন অনুভুতি সেক্ষেত্রে তার পরিবারের অবস্হা কেমন হতে পারে!

    • @shreeparnachanda1090
      @shreeparnachanda1090 Рік тому

      Kono biddan gyani ba lekhok jodi dus choritro hoy choritro hin hoy..tobe take tyag korai uchit sastre bole...take r sonman kora jai na... onar bia kno onar sompoke jokon sune chilm tokon tekei r onar boi kinte mon chay ni...

    • @AjantaSharmin
      @AjantaSharmin 6 місяців тому

      ঠিক আমিও

  • @sirajunnehar8944
    @sirajunnehar8944 3 роки тому +70

    আমি গল্পটা খুব মন দিয়ে শুনছি এবং গুলতে কিনের কথা ভাবছি। অনেকটা শাওনের সাইকলজি নিয়ে ও ভাবছি! উপসংহারে আমি কোন সিদ্ধান্তে উপনিত হতে পারিনি। তখন গুলতে কিনের অবস্থাটা আমাকে ভাবিয়ে তুলল _

  • @humiramahjabinnabila553
    @humiramahjabinnabila553 8 місяців тому +19

    ১৯৯৯ থেকে হুমায়ুন আহমেদ একাকী থেকেছেন,,,আপনার সাথে পরিচয় ১৯৯১ থেকে, আপনিও যে তার একাকী থাকার পেছনে দায়ী ছিলেন এটা তো স্বীকার করতেই হয়। হুমায়ুন আহমেদ যদি আসলেই দোষী হয়ে থাকেন,, তবে ওনার মত মানুষদের সারাজীবন একাই থাকা উচিত।

  • @parijat478
    @parijat478 5 років тому +58

    ব্যাক্তি হিসেবে হুমায়ূন আহমেদকে অত্যন্ত অপছন্দ করি আর সাহিত্যিক হিসেবে তার সৃষ্ট কর্মগুলো অসম্ভব পছন্দ করি।

  • @lavenderflower6353
    @lavenderflower6353 5 років тому +63

    ৪২ মিনিট শোনার পর কয়েকটা কথা বলতে ইচ্ছে হচ্ছে...
    উমম.. শাওন এর বয়স তখন ১৪-১৫ কি ১৬ সেই সময় টা কে আমরা বয়সন্ধিকাল বলে থাকি। এই বয়স এ আবেগ টা অনেক বেশি ও থাকে। শাওন বল্লেন "একজন গুরুত্বপূর্ণ মানুষ তাকে গুরুত্ব দিত সেটাই তার ভাল্লাগতো" আমার কাছে মনে হয় এই অনুভূতি টা খুব অন্যরকম যেটা ভালবাসায় পরিণত হওয়া টা খুব স্বাভাবিক ওই বয়সে যদিও সব বয়সেই এই অনুভূতি টা অন্যরকম ই মনে হওয়ার কথা।অন্তত 'হুমায়ুন আহমেদের' মতো একটা মানুষ এর কাছ থেকে গুরুত্ব পাওয়া টা মনে হয় সবাই অনেক বড় ব্যাপার ই ভাবত!!! ওই বয়সে সবাই বয়স এর ভুল ই করে আবেগ টা বেশি থাকার কারণ এ। আমি বলছি না শাওন ভুল করেছে কিন্ত যেটা হয়েছে সেটা যতটা অস্বাভাবিক আমরা মনে করি ততটাও অস্বাভাবিক না।
    এদিক শাওন ও আর ১০ টা মেয়ের মতো না যেটা তার কথা বার্তাতেই বোঝা যায়। প্রেমে পড়ে যাওয়ার মতোই একটা চরিত্র শাওন আমার মনে হয়।
    প্রেম-ভালবাসার ব্যাপার টা আসলে অন্যরকম। এতকিছু ভাবতে ইচ্ছা করে না তখন।
    এই ব্যাপার গুলো বুঝতে পারলে আসলে আমরা কাউকেই এভাবে blame করতে পারব না....
    আর সত্যি বলতে আমাদের কাজ ও না কারোর ব্যাপারে না জেনে মন্তব্য করা যদিও আমরা বাঙালিরা সেটা করতে খুব ভালবাসি হাহা :')

    • @dhusorp
      @dhusorp 2 роки тому

      ঠিক!

    • @Sumaya-e6t
      @Sumaya-e6t Рік тому

      Ekdom

    • @sharifulekramjulu9975
      @sharifulekramjulu9975 5 місяців тому

      yes

    • @nurjahanbegum8047
      @nurjahanbegum8047 4 місяці тому +1

      বিবাহিত ছেলেরা ঘরে বৌ রেখে অন্য মেয়েকে বিয়ে করতে গেলেই বলে আমার বৌ এর সাথে সম্পর্ক ভালো না।

  • @sp9671
    @sp9671 3 роки тому +98

    আসলে শাওন হুমায়ুন আহমেদের জীবনে এক অভিশাপ

    • @rayhanhossain.original
      @rayhanhossain.original 7 місяців тому +4

      এই কথাটা খুবই যুক্তিহীন।

    • @women_iconiz
      @women_iconiz 7 місяців тому +1

      😢সত্যি. বাট হুমায়ূন আহমেদের এর চরিত্রেরও সমস্যা অনেক

    • @meherunnesadola19
      @meherunnesadola19 5 місяців тому

      রাইট

    • @MerryRedRose-zv9ki
      @MerryRedRose-zv9ki 3 місяці тому

      ঠিক বলেছেন,
      বউ বাচ্চা থাকতেও আলাদা বাসা নিয়ে থাকতো না খেয়ে থাকত এগুলো কারন কি সব থাকা অবস্থায় শাওনের সাথে সময় কাটানোর জন্য এগুলো করত

  • @ridoychandraray2413
    @ridoychandraray2413 Рік тому +6

    শীলা আমাদের খুবই পছন্দের অভিনেত্রী😊

  • @ashishchakraborty6984
    @ashishchakraborty6984 Рік тому +2

    অনবদ্য আলাপচারিতা । সঞ্চালক ও শিল্পী উভয়ে সমান স্বচ্ছন্দ । অনেক কথা জানতে পারলাম সেই হুমাউন স্যার সম্পর্কে । বর্তমানে ওনার নাটক দেখাই চলছে । ওনাকে প্রণাম ।

  • @aslambiswas1405
    @aslambiswas1405 Рік тому +104

    একরকমই হয় আসলে পুরুষগুলো যখন অর্থ খ্যাতি পায় তখন তার নিজের স্ত্রীর কথা ভুলে যায় , তখন অন্য নারী লাগে জীবনের সুখগুলো তার সাথে ভাগ করতে চায় আর যে ব্যাচারী স্ত্রী কষ্টের দিনেও পাশে ছিল তার কোন দাম নেই। এরা সত্যই অকৃতজ্ঞ।

    • @মোঃফরিদুলইসলাম-জ৫জ
    • @stm9640
      @stm9640 Рік тому

      অর্থ খ্যাতি তো হুমায়ুন আহমেদ নিজের যোগ্যতায় পেয়েছে,এমন না যে গুলতেকিন উনাকে ভিক্ষে দিয়েছে। হুমায়ুন আহমেদ উনার সাথে সুখী ছিলেন না,এইজন্যই উনি শাওনকে চেয়েছেন,পরকীয়া করেছেন,গুলতেকিনকে ঠকিয়ে রেখেছেন,এরকম ও না,যথারীতি নিয়ম মেনেই বিয়ে করেছে শাওনকে।হুমায়ুন আহমেদ সাংসারিক জীবনে সুখী না হলেও গুলতেকিনকে নিয়ে পুরো জীবন কাটিয়ে দিলেই উনি আদর্শ মানুষ হয়ে যেতেন!!

    • @Humayraanjum.
      @Humayraanjum. Рік тому +4

      বাদ দেন পুরুষ মানুষ।🙂

    • @sajibsaha3026
      @sajibsaha3026 Рік тому

      হুমায়ূন আহমেদ শ্রেষ্ঠ উপন্যাসিকেএটা যেমন ঠিক। অন্যদিকে আবার সে একজন চরিত্রহীন লম্পট ও লোভী।

    • @isratdipa25
      @isratdipa25 Рік тому +1

      হুম

  • @mohammadsirajulhaque6163
    @mohammadsirajulhaque6163 Рік тому +4

    আমার জীবনটাও এই মুহূর্তে প্রায় এভাবেই কাটে। তবে বাচ্চাদের মানুষ করার প্রয়োজনে আমার এখন একা থাকা।

  • @zahirrayhan5094
    @zahirrayhan5094 3 роки тому +274

    শ্রদ্ধেয় গুলতেকিন এবং তার ছেলে মেয়েদের নিয়ে আসলে বুজতে পারবেন তাদের জীবন কেমন দুঃখের ছিল।

  • @tahisev5756
    @tahisev5756 3 роки тому +38

    কালজয়ী একজন ব্যাক্তি সুস্থ্য-স্বাভাবিক ছিলেন, খেলাচ্ছলে চেক আপ করতে গিয়ে হঠাৎ জানলেন তিনি ৫/৬ মাসের বেশি বাঁচবেন না। খুবই মর্মান্তিক।

  • @japanrahman7216
    @japanrahman7216 2 роки тому +3

    আমার কাছে একটা সময়ে তাঁকে সবচেয়ে নিষ্ঠুর মানুষ বলে মনে হয়েছে!

  • @farzanavasha8149
    @farzanavasha8149 4 роки тому +15

    শাওনকে অনেক অভিবাদন যে একজন সহধর্মীনি হিসেবে নিজের স্বামীকে উনি এতটা ভালবাসতে পেরেছেন, আমিও একজন বিবাহিত নারী, আপনার এই অভ্যর্থনা হাজারো বিবাহিতা নারীর অনুপ্রেরণা হবে, আর জন্য আপনাকে অবশ্যই বিশাল একটা ধন্যবাদ।

    • @habibajesmin4317
      @habibajesmin4317 11 місяців тому

      অন্যের সংসার ছিনিয়ে নেয়া একটা বিশাল যোগ্যতা?

    • @TanvirAhmed-iv2vd
      @TanvirAhmed-iv2vd 3 місяці тому

      আপনিও কি দ্বিতীয় বিবাহ করেছেন।

  • @echoecho8472
    @echoecho8472 5 років тому +19

    উপস্থাপক বেশ স্মার্ট! শাওনের কথাও ভালো লেগেছে!

  • @jibonmia8345
    @jibonmia8345 2 роки тому +1

    এমন দারুণ একজন কে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোতে ধন্যবাদ
    রাসেল ভায়ের সকল কলা-কৌশলিদের প্রতি।

  • @ratonsukumar2374
    @ratonsukumar2374 3 роки тому +48

    জীবন নাটকের চেয়েও নাটকীয়। আমরা অনেকেই একজনের কথা শুনে অন্য জনদের বিচার করি কিন্তু সত্যি বলতে সকলেই জীবনে বিভিন্নভাবে, বিভিন্ন অবস্থায় অসুখী।হুমায়ূন স্যারের পুরো পরিবারের জন্য শুভকামনা রইল।

  • @MoonLight-tf2xh
    @MoonLight-tf2xh 3 роки тому +8

    আপু তোমাকে আমার ভীষণ-ভালো লাগে ।
    হুমায়ূন স্যার কেও ভীষণ ভালো লাগত, এখনো লাগে। যে যাই বলুক; আমি প্রথম থেকেই তোমাদের সম্পর্কটা নিয়ে ভীষণ উৎসাহি ছিলাম। তোমার প্রতি respect এবং ভালোবাসা, ভালো-লাগা আরো বেড়ে গেল।
    সবসময় এমনি থেকো। love you💕

  • @MDHabib-ht8lv
    @MDHabib-ht8lv 2 роки тому +1

    শুনতে অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ কিবরিয়া ভাই কে শাওন কে নিয়ে এপিসোড করা জন্য

  • @khokikhoki1531
    @khokikhoki1531 2 роки тому +6

    কথা গুলো শুনতে খুব ভালো লাগছিলো।হয়তো আপনি স্বাবলম্ভি বলে ছোট ২ বাচ্ছা কে খুব যত্ন করে মানুষ করতেছেন।

  • @Kathika
    @Kathika 5 років тому +66

    এই জায়গায় যদি গুলতেকিন ম্যাম কিংবা তার কোন সন্তানকে দেখতে পেতাম এবং জানতে পারতাম তাদের বাবার সাথে বাবার জন্মদিনের সময়গুলো কেমন ছিল এবং বাবা পরকিয়া করে দ্বিতীয় বিয়ের পরে বাবাকে মিস করার অনুভূতি তাহলে বোধহয় আরো মন ছুয়ে যেত। আসলে শাওনের চেয়েও গুলতেকিন ম্যাম এবং তার সত্নানদের আরো বেশি ভালো লাগে। কেউ অন্যভাবে নিবেন না প্লিজ। আমি শাওনকে খারাপ বলছি না। তিনিও তার মত তবে তাকে তো অনেক দেখেছি, অনেক শুনেছি তার মুখ থেকে। কিন্তু উনাদের কথাগুলো জানার সুযোগ সেই অর্থে হয়ে ওঠেনি।

    • @asifsiddique4210
      @asifsiddique4210 5 років тому +8

      ওদের বুকে বাবার জন্য চাপা একটা কষ্ট, আর না বলা অনেক অভিমান জমে আছে যা আজ পর্যন্ত তারা কোন মিডিয়ায় প্রকাশ করেনি।

    • @মায়ারগল্পবিলাস
      @মায়ারগল্পবিলাস 4 роки тому +2

      সহমত,,,

    • @sharminsami84
      @sharminsami84 2 роки тому

      thik asob baal onner songsar nosto koreche

    • @মুহাম্মাদমিন্টুমিয়া9by
      @মুহাম্মাদমিন্টুমিয়া9by 2 місяці тому

      তিনি তো অন্যের বউকে বিয়ে করেননি, তাহলে পরকিয়া কিভাবে হলো?

  • @entertainmentnews616
    @entertainmentnews616 3 роки тому +3

    শাওন আপনি ধৈর্য ধরুন যা হািরয়েছেন তার চেয়ে উত্তম কিছু পাবেন এটা আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাআল্লাহ

  • @almansur4981
    @almansur4981 4 роки тому +26

    Very talented and smart too. She knows how to speak smartly before the media. I like the way she narrate everything so logically and intelligently. Presenter was excellent as usual.

  • @rubyislam1730
    @rubyislam1730 4 роки тому +5

    মেধাবী শাওন আমার কাছে মনে হয় সে খুব ভালো একটা মেয়ে৷৷ .....

  • @bitastachanda2499
    @bitastachanda2499 8 місяців тому

    অনেক ধন্যবাদ এই সাক্ষাৎকারটির জন্য।
    শাওনকে নিজের মনোবল থেকে ভাগ দিতে রাজি ওনার প্রয়োজনে🙏

  • @sabinaferdous9809
    @sabinaferdous9809 4 роки тому +166

    Gultekin is not an actress like Shaon. May be that is why she could not save her family.
    Such a nice person who never raise her voice against her husband. Lots of Love and respect for Gultekin.

    • @abdulmazed9163
      @abdulmazed9163 3 роки тому +11

      কথাটা যুক্তিসংগত। ধন্যবাদ

    • @rebekasultana1714
      @rebekasultana1714 2 роки тому +2

      @@abdulmazed9163 Truely explained!

    • @Tahasinafatema
      @Tahasinafatema Рік тому

      Why are you taking Actresses here? Motherf*

    • @Tahasinafatema
      @Tahasinafatema Рік тому

      ​@@abdulmazed9163Hu bal

  • @shamimunnessa6983
    @shamimunnessa6983 11 місяців тому +12

    আমি শাওনকে সবসময়ই পছন্দ করি। এ-ই ভিডিও টা দেখার পর সম্মান আর ভালোবাসা বেড়ে গেছে বহুগুণ।। ভালো রাখুন আল্লাহ। ❤

    • @EnbFeed-th1tj
      @EnbFeed-th1tj 10 місяців тому

      Saidi shahab r mrittor por ai Maya ullash koresa

    • @famasFashionSohelchowdhury
      @famasFashionSohelchowdhury 10 місяців тому +5

      সতীনের সংসার করতে চান নাকি

  • @shamimunnessa6983
    @shamimunnessa6983 11 місяців тому +1

    ভালোবাসার কোন বয়স নেই। কোন সময় নিয়ে আসেনা ভালোবাসা।এটা হৃদয় দিয়ে হয়!হুমায়ূন আহমেদ স্যারের মতো অসাধারণ লেখকের জীবনে যখন ভালোবাসার অভাব হয়;তখনই তিনি শাওনের মাঝে ভালো বাসা খুঁজে পেয়েছিলেন। আর শাওন সেই ভালোবাসার যোগ্য সন্মান রেখেছেন। শেষ দিন পর্যন্ত পাশে ছিলেন এবং আজো একাকী আছেন বাচ্চাদের জন্য। দোয়া রইলো ❤

  • @mohammadsulyman1242
    @mohammadsulyman1242 4 роки тому +8

    শাওন যে ভাবে হুমায়ুন আহম্মেদ কে ভালোবেসেছেন আর পারবে না, সে শেষ পযন্ত ভালোবেসেছেন এখনো ভালোবাসেন, স্যালুট শাওন ম্যাডাম কে

  • @najninnaher3246
    @najninnaher3246 4 роки тому +76

    সবাই শাওন কে দোষারোপ করছেন কেন।
    হুমায়ুন আহমেদ কে তো কেউ কিছু বলছেন না কেন। তিনি তো যথেষ্ট matured ছিলেন

    • @azmiraakter9370
      @azmiraakter9370 4 роки тому +4

      U r r8

    • @rezaurrahman4220
      @rezaurrahman4220 Рік тому +6

      পুরুষ মানুষ সবসময় মেয়েদের দিকে আগেই আগ্রহ প্রকাশ করে।মেয়ে যদি ভাল হয় তাহলে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখবে এটাই নিয়ম। আর আপনার অনুষ্ঠানে তার কথা শুনে বোঝা যাচ্ছে অনেক কিছুতেই তার সমস্যা আছে

    • @raziasultanamukta3137
      @raziasultanamukta3137 Рік тому +2

      সবই সম্ভব যাদের ভিতরে ধর্মীয় ইসলামের কোন জ্ঞান থাকে না সবকিছুই করতে পারে

    • @gopabagchi62
      @gopabagchi62 Рік тому

      @@rezaurrahman4220 ও

    • @anthonycosta128
      @anthonycosta128 Рік тому

      ​@@azmiraakter9370 Humayun Ahmed Falthu

  • @muslesumon6122
    @muslesumon6122 3 роки тому +6

    সকল প্রশংসা একমাত্র আল্লাহর যিনি সকল কিছু সৃষ্টি করেছেন এবং ধংস করার ক্ষমতা রাখেন

  • @ahonaanny4925
    @ahonaanny4925 5 років тому +439

    শাওন এর পরিবর্তে গুলতেকিন আহমেদ এর কথা শুনতে চাই।উনার হাসব্যান্ড এর পরকিয়ার কারনে উনার মনের কষ্টের কথা জানতে চাই।কিভাবে শক্ত হয়ে নিজের ছেলে মেয়ে গুলাকে মানুষ করেছে তা জানতে চাই।

  • @fjfoysal7197
    @fjfoysal7197 5 років тому +121

    প্রত্যেকটা কথা কত মনোযোগ দিয়া শুনলাম সম্পুর্ন শুধুমাত্র হুমায়ূন স্যার বলে কথা।।

  • @FaridAhmed-u6e
    @FaridAhmed-u6e 11 місяців тому

    অনেক তথ্যবহুল আলোচনা শুনতে খুব ভালো লাগলো।

  • @susanfarabi7745
    @susanfarabi7745 5 років тому +258

    একটা কথা বলব শুধু,যতই ভালবাসুক,যতই স্মৃতি চারন করুক,হুমায়ুন আহমেদ এবং শাওন ব্যক্তি জীবনে পরকীয়া করেছেন এবং বিয়ে টাই এর ফল। হুমায়ুন আহমেদ ক্লাস নাইন এর একটা মেয়েকে প্রপোজ করে
    এটা একজন বিবাহিত পুরুষের জন্য কতটা যুক্তি সংগত!!! গুলতেকিন, তাদের সন্তানের
    কথা না ভেবেই শুধু নিজের প্রেম, নিজের জন্য ভেবেছেন। যদিও তিনি একজন সফল ও জনপ্রিয় লেখক।গুলতেকিন কেও তিনি ভালবেসেই বিয়ে করেছিলেন।

    • @mostlygenius4623
      @mostlygenius4623 5 років тому +13

      গুলতেকিন এর সমস্যা ছিলো অন্য কিছু নিয়ে। পরকিয়া নিয়ে নয়। হুমায়ুন সার একা ছিলেন বলেই প্রপোজ করেছেন

    • @mushraatjfahmida6623
      @mushraatjfahmida6623 5 років тому

      So true

    • @kazimuskan4087
      @kazimuskan4087 5 років тому +15

      humayun ahmed er moto apnar baba korle nijer ma k niye emon bolte parten na

    • @mostlygenius4623
      @mostlygenius4623 5 років тому +16

      আমার মা অবশ্যই গুলতেকিন এর মত নন। এই মহিলা হুমায়ুন আহমেদ কে নিজের মত চালাতে চেয়েছিলো। যা সে পারেনি। এত দরদ দেখাতে হবেনা এই মহিলার জন্য। ডিভোর্স এর আগে কয়েকবছর হুমায়ুন আহমেদ কে নিঃসঙ্গ জীবন যাপন করতে হয়েছে। আমার মা কখনও এভাবে বাবা কে তো নিঃসঙ্গ করে দেননি। এত উদহরণ টানতে যাবেননা।সত্য ঘেটে দেখুন।গুলতেকিন এর দুষগুলো বেশিই পাওয়া যাবে।।

    • @mostlygenius4623
      @mostlygenius4623 5 років тому +4

      এত বছর পরে হলেও বিয়ে করেছেন তো গুলতেকিন। হাহাহা। অহংকারী মহিলা।

  • @rupachakraborty5911
    @rupachakraborty5911 3 роки тому +11

    আপনাদের, দুজনের ই,বিশুদ্ধ বাঙলা ভাষা র
    কথা, মুগ্ধ হয়ে শুনি

  • @ratnadas6247
    @ratnadas6247 2 роки тому +1

    Bhishon bhalo laglo.Apnader key amar salute

  • @musfikamou6541
    @musfikamou6541 5 років тому +1731

    তো এবার গুলকেতিন বা শীলাকে নিয়ে আসেন।।।তাহলে দেখবেন দুঃখ কথা ওদের ও কম নেই

  • @mdzla4141
    @mdzla4141 4 роки тому +8

    সাহিত্যিক হুমায়ুন আহম্মেদ আমার খুবই শ্রদ্ধেয় একজন ব্যক্তি ৷ কিন্তু মানুষ হিসেবে জগন্য ৷ নিলজ্জ শাওনের কারনে আমরা একজন গুনবতী ,রুপবতী ,মায়াবতী প্রিয় অভিনেত্রী শিলা আহম্মেদ এর অভিনয় থেকে বন্চিত ৷

  • @dancewithemotionbybidisha930
    @dancewithemotionbybidisha930 4 роки тому +2

    কেন জানিনা এই মহিলার কথা আমার সত্যি মনে হচ্ছে.....অনেক কঠিন সিদ্ধান্ত ছিল একটা মেয়ের পক্ষে ....অনেক শ্রদ্ধা আপনার প্রতি ভালো থাকবেন.....

  • @karamotali4130
    @karamotali4130 2 роки тому +71

    অন্য কাউকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না

  • @syedasohanabakht5144
    @syedasohanabakht5144 5 років тому +475

    আহারে কেউ জানতে চায় না ঐ সময়ে (2nd বিয়ের সময় )গুলতেকিন আর উনার বাচ্চাদের মনের অবস্হা কেমন ছিলো !!?

    • @gazimohammadrasal9247
      @gazimohammadrasal9247 5 років тому +9

      ঠিক বলছেন

    • @babykhatun760
      @babykhatun760 5 років тому +6

      1ta vul diya 1ta manusher puro jibon take justyfy kora motew thik na. Karon amader maximum manusher jibonew emn kichu vul ase ja onnor samne Ashle amrao onkey emn bitorkito hobo. So don't be apologise any person.

    • @sarfarafi1675
      @sarfarafi1675 5 років тому +53

      উনার ভিমরতি পিরিতের কারনে গুলতেকিন আলাদা হল।উকিল নোটিশের পর তিন মাস গুলতেকিন হাজির হলেও হুমায়ন সাহেব আসেন নাই।ফলে তালাক।সেই সময় চার সন্তান আর গুলতেকিনের কি অবস্থা হয়েছিল।কেউ কি ভাবে।

    • @sarfarafi1675
      @sarfarafi1675 5 років тому +19

      তিন সালে তালাক পাচ সালে ২য় বিয়ে একা থাকল কেম্নে।।

    • @arobiakter7364
      @arobiakter7364 5 років тому +16

      thik bolsen..sir k onek like kortam but unar ei vhul er jonno unar natok boi kicui pori na..

  • @awalfaria4685
    @awalfaria4685 5 років тому +12

    এত সাবলীল আর শালীন কথাবার্তা।।। সত্যি beuty with brain❤

  • @sohrabhossain2354
    @sohrabhossain2354 Рік тому +3

    শাওন, বোন আমার, শেষের 1:04:00 এর কথাগুলোর জন্য তোমার প্রতি শ্রদ্ধা বেড়ে গেলো। আল্লাহ তোমার ও তোমার সন্তানদের সহায় হোন। পাশাপাশি স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি। ভালো থেকো..., বোন।

  • @salinachowdhury4718
    @salinachowdhury4718 Рік тому +68

    উনি যে একা একা ঈদ করেছেন ওনার ওয়াইফ তো ওনাকে ছেড়ে অন্য কারো সাথে তখন যাননি তবে কেন একা একা ঈদ করেছেন

    • @joyaabc1732
      @joyaabc1732 Рік тому +2

      Thik

    • @raziasultanamukta3137
      @raziasultanamukta3137 Рік тому +9

      একটা সংসারে সর্বনাশের মুল হচ্ছে শাওন

    • @didianjuman
      @didianjuman Рік тому

      ​@@joyaabc1732shawon trader jibone dhuke poarer jonno.

    • @estiaqhasan5396
      @estiaqhasan5396 Рік тому

      😅😊.l.kind kind affection 😅😅😅😅😅😅😅😅😅😅😊😊o.p

    • @LadlyBegum-sm2lx
      @LadlyBegum-sm2lx Рік тому +3

      শাওনের কারনে

  • @romanshopnochari739
    @romanshopnochari739 5 років тому +18

    শাওন,
    আল্লাহ আপনাকে ধৈর্য ধারনের তৌফিক দান করুন, আমিন।
    এই ক্যান্সার আমার প্রিয় একজন মানুষ, আমার আব্বুকে কেড়ে নিয়েছে।
    প্রিয় মানুষকে হারানোর এই কষ্ট প্রকাশ করার মত না।
    শুধুই দীর্ঘশ্বাস।

  • @krishnatalukdar5871
    @krishnatalukdar5871 9 місяців тому

    অনেক ধন্যবাদান্তে জানাই, আপনা দের এই channel গুলো আমাকে হুমায়ুন আহমেদের সঙ্গে পরিচিত করিয়ে দারুনভাবে উপকৃত করেছে ন, আমি এই পরিণত বয়সে তাঁরই রচনার মধ্যে ডুবে আছি.

  • @Tasmia-ot8mm
    @Tasmia-ot8mm 5 років тому +274

    এসব ফালতু কাহিনী শুনতে আর ভালো লাগেনা।এগুলো শুনলে গুলতেকিনের না যানি কেমন লাগবে?।বৌ থাকা অবস্থায় অন্য নারীর প্রতি husband-এর এত ভালোলাগা-ভালোবাসা।I don’t expect that।

    • @TheBelawal
      @TheBelawal 5 років тому +3

      liar

    • @R.F.K89
      @R.F.K89 5 років тому +8

      I can't imagine her sorrow! I hope she overcomes this dark chapter of her life

    • @মায়ারগল্পবিলাস
      @মায়ারগল্পবিলাস 4 роки тому +18

      হাসব্যন্ড এর পাশে অন্য কোন মেয়ের ছায়া ও সহ্য হয় না,,,আর চারটা বাচ্চা হওয়ার পর গুনকেতিন আপুর হাসব্যন্ড এমন করল,,, না জানি কত চাপা কান্না লুকিয়ে আছে ওনার বুকে,,,,

    • @zamankhan13
      @zamankhan13 4 роки тому +3

      Right

  • @rimakhan4531
    @rimakhan4531 5 років тому +281

    সব থেকে ভালো হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার আত্মার শান্তি কামনা করেন

    • @asifsiddique4210
      @asifsiddique4210 5 років тому +10

      এটা বললে সে ফাসি খেয়ে ফেলবে।বদমাইশী এখন ও শেষ হয়নি তো,আরো বাকী আছে।

    • @fahadbinsakhawat3669
      @fahadbinsakhawat3669 5 років тому +2

      Rima Khan valo bolechen bonn. Sob bad diye sudhu dua kora uchit.

    • @dawwnn4506
      @dawwnn4506 2 роки тому

      Uni Valo kaj kore gele tar fall tini paben r na korle tar fall paben.....

    • @nasreenzinia8664
      @nasreenzinia8664 2 роки тому

      @@asifsiddique4210 Ekdom thik bolsen

    • @uddinmahbuba7939
      @uddinmahbuba7939 2 роки тому

      @@asifsiddique4210 ¹

  • @nittanandadas2453
    @nittanandadas2453 2 роки тому +2

    শাওনের কথা গুলো খুব মনোযোগ দিয়ে শুনেছি,হুমায়ুন আহমেদ পর পারে ভাল থাকুন, মহান প্রভু উনার আত্মা কে বেহেশতে সর্বত্তম স্থানে অধীষ্ঠান করুন কামনা করি।

  • @shilpyferdous5753
    @shilpyferdous5753 4 роки тому +7

    আমার বই পড়ার অভ্যাস টা হয় হুমায়ন আহমেদ এর বই য়ের হাত ধরে।সম্ভবত ১৯৯৯ সালে প্রথম আমরা জানতে পারি শাওনের সাথে সম্পর্কের কথা।এরপর থেকে আমি হুমায়ন আহমেদ এর আর বই পড়েনি।

    • @imnoob1822
      @imnoob1822 4 роки тому

      আপা তার ব্যক্তিগত জীবন এর জন্য তার অসাধারণ লেখাগুলো থেকে নিজেকে দুরে ঠেলে দেয়া ঠিক না।।তাছাড়া কোনো বই তেই শাওন এর ছিটেফোটাও পাইনি এ পরযন্ত।।আপনি স্যার এর লেখা পরের দিকের বইগুলো পইরেন।।ভালো লাগবে

    • @tanzinasharmin7539
      @tanzinasharmin7539 4 роки тому +1

      Se Na Porle Na Poruk tate Apnar Ki ??? Apnar Somossa Ki ??? Apnar ato Chulkani Kano ???????

    • @imnoob1822
      @imnoob1822 4 роки тому

      @@tanzinasharmin7539 ভুল কিছু বলে থাকলে আমি একান্তই দুঃখিত

  • @evanaalamtasha3909
    @evanaalamtasha3909 4 роки тому +41

    শাওনের কথা বলার ধরণ খুবই সুন্দর...

    • @raziasultanamukta3137
      @raziasultanamukta3137 Рік тому

      এটাকেই বলে নারী স্বাধীনতা এভাবে একজনের সংসার ভাঙ্গে আরেকজনের সংসার গড়ে,

  • @sadiyaislammumu7369
    @sadiyaislammumu7369 3 роки тому +2

    হুমায়ুন আহমেদ এর প্রথম যেই বইটি আমি পড়েছি সেটির নাম
    আমার আছে জল ❣️
    কিভাবে জানি মিলে গেল।

  • @mozibalap8248
    @mozibalap8248 Рік тому +12

    ১২ বছর আপনি একা এজন্য আপনার প্রতি রইল শ্রদ্ধা। আজীবন যদি একা থাকেন,আপনার জন্য স্যালুট থাকবে।

  • @LopasTastyPieces
    @LopasTastyPieces 5 років тому +501

    শাওন এর জায়গায় গুলতেকিন এর কথা শুনতে চাই।তাদের বাচ্চাদের কথা শুনতে চাই।

    • @Legend-ur9gg
      @Legend-ur9gg 5 років тому

      (

    • @Legend-ur9gg
      @Legend-ur9gg 5 років тому +1

      ' ' Saracens

    • @Tukipakhi123
      @Tukipakhi123 5 років тому +7

      Ata possible na amrai nirloojo jati je tar sontader gunina tare niya cipay kobor diche jate kaw jete na pare

    • @fatemahaque2247
      @fatemahaque2247 5 років тому +5

      গুলতেকিন এখন অন্য লোকের স্ত্রী

    • @homeminister2532
      @homeminister2532 5 років тому +1

      Khub valo point dhorechen...

  • @paulrozario6967
    @paulrozario6967 Рік тому +1

    খুবই ভালো হয়েছে দারুন দারুন

  • @samsunnahar7859
    @samsunnahar7859 Рік тому +6

    শাওন খালার সংসার ভাঙ্গার গল্পটা শুনে চখে জল চলে আসলো, what a skilled actress she is!

  • @tamjidislam5763
    @tamjidislam5763 5 років тому +9

    Humaun Ahmed sir...he is my favourite writer in my life...And my birthday the same day of Humaun sir...i like this so much

  • @agrotechcustomercare7482
    @agrotechcustomercare7482 2 роки тому +1

    শাওন আমার খুব পছন্দের একজন মানুষ, খব আগ্রহ নিয়ে সব গল্পটা শেষ করলাম!

  • @-tepantor7578
    @-tepantor7578 Рік тому +54

    এতদিন যানতাম নাটক শুধুই দেখা যায় আজকে দীর্ঘ সময় ধরে নাটক শুনলাম😆

    • @raziasultanamukta3137
      @raziasultanamukta3137 Рік тому +3

      আমরা মুসলমান হিসেবে দাবি করি কিন্তু মুসলমানের কিছুই আমাদের ভিতরে নেই এই ব্লাউজ পরা না পরাই সমান আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুন

    • @nafisatuna5731
      @nafisatuna5731 Рік тому

      Qàà😊

    • @LadlyBegum-sm2lx
      @LadlyBegum-sm2lx Рік тому +1

      রাইট

    • @LadlyBegum-sm2lx
      @LadlyBegum-sm2lx Рік тому

      হা হা হা

  • @ohihosierygarments133
    @ohihosierygarments133 4 роки тому +5

    আমি শাওন আপাকে তার জীবন কাহিনি শুনে তাকে ধন্যবাদ এবং আমিন

  • @banglabhumi8061
    @banglabhumi8061 Рік тому

    Rj kibriya vhai এমন শক্ত একটা মানুষকেও না কান্দাইয়া ছাড়লেন না ৥ সেলুট ভাই ৥

  • @BDBloggerLucky
    @BDBloggerLucky 4 роки тому +22

    শাওনের মধ্যে একটা আকর্ষণীয় বিষয় আছে,,,যা অনেক কে ই টানে,,অথচ সে তেমন সুন্দরী না,,

  • @artisticeti339
    @artisticeti339 2 роки тому +17

    কত সুন্দর পরকিয়ার গল্প 🙂

  • @drnoorealam8213
    @drnoorealam8213 4 роки тому +6

    Excellent Meher Afroz Shaon
    আপনি আপনার স্বামীকে সুখি রেখেছেন।
    নিশ্চয় মহান আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন।

  • @macdadsami8177
    @macdadsami8177 5 років тому +425

    ভাইয়া অনুরোধ করছি আপনি একবার শুধু গুলতেকিন আহমেদ কে নিয়ে এসে তার কথা গুলো শুনেন এবং শিলা আহমেদ এর কথা শুনেন আর আমাদের কেউ শুনান । তখন সবাই বুঝবে ..........

  • @straightOtalk
    @straightOtalk 5 років тому +168

    শাওনের কথা শুনে মনে হয় উনি শক্ত মনের বদ মেয়ে।

    • @nusrathalam2944
      @nusrathalam2944 5 років тому +4

      I agree with u

    • @nsultana6423
      @nsultana6423 5 років тому +2

      Absolutely right .

    • @kazikazi9566
      @kazikazi9566 5 років тому +2

      Moner kotha bolsen vai

    • @tmahbub8241
      @tmahbub8241 5 років тому +2

      Haaa. Akdom khati kotha bolsen

    • @sabrinasahnaz1795
      @sabrinasahnaz1795 5 років тому +6

      শাওন যখন ক্লাস ৯এ তখন সবাই আমরা হুমায়ুন আহমেদ এর ভক্ত। সবাই তাকে প্রচণ্ড পছন্দ করে। অভিনেতারা তার নাটক বা movie তে কাজ করতে পারলে ধন্য হয়ে যেত আর শা্ওন তাকে পাত্তা দেয় না। এটা আমাদের বিশ্বাস করতে হবে!!!
      পুরো গল্পটাই কেমন আজগুবি না ???

  • @rakhighoshshaw952
    @rakhighoshshaw952 2 роки тому

    খুবই honest একটি কথোপকথন শুনলাম। যত শুনছি জানছি শাওন কে ততই শ্রদ্ধা করছি, কলকাতা থেকে আতিপাতি করে খুঁজি শাওনের অনুভূতি হুমায়ুন আহমেদ কে নিয়ে আর পড়ছি প্রায় হুমায়ুন আহমেদের সব বই। কলকাতা থেকে ভালোবাসা শাওনের জন্য। দেশ পত্রিকা তে যে কটি গল্প পড়া একজন কাছে কৃতঞ্জতা জানাই গল্প কথন বাই কল্লোল ওর গল্প শোনা আর হুমায়ুন আহমেদ কে জানার আকুতি

  • @krishnabhattacharya1653
    @krishnabhattacharya1653 4 роки тому +6

    একটা কথা কিন্তু সত্যি , যে বিবাহিত ও সন্তান আছে, সব সময় দায়িত্ব তারই বেশি থাকে , সে মহিলা হোক বা পুরুষ, তাই হুমায়ুন আহমেদের দোষ ই বেশি দেয়া উচিৎ, আজ উনি থাকলে বোঝা যেত কি সত্যি কি মিথ্যে, একজন সতী স্ত্রীর মনে কষ্ট দিয়ে ওরাও তো শান্তিতে বেশিদিন থাকতে পারে নি

  • @juliaakterittutorialinbang7954
    @juliaakterittutorialinbang7954 5 років тому +429

    ছোট ছিলে তাই বলে কি এটাও বুঝোনি যে যার স্ত্রী আছে সন্তান আছে তাদের রেখে শেষ বয়সে তোমার সাথে কাটাতে চায় আর তুমি রাজি হয়ে গেলে?

    • @juliaakterittutorialinbang7954
      @juliaakterittutorialinbang7954 5 років тому +49

      @@Tanjina984 u r rubbish.... that's why u say this....& U also like same... what do understand the wife & children... shame..😃

    • @juliaakterittutorialinbang7954
      @juliaakterittutorialinbang7954 5 років тому +1

      @Radio Amber 102.4 FM

    • @Life_after_45
      @Life_after_45 5 років тому +26

      Zei bura loker wife aar baccha ase shei buzhlo na, choto meyetar dosh ki loktar chaite beshi. Very sexist.

    • @juliaakterittutorialinbang7954
      @juliaakterittutorialinbang7954 5 років тому +22

      @@Life_after_45 Bura loktakeo Kew Valo bolse na ... Se to Boro bodmais. Tali kokhono ak hate baje na.

    • @smollasmolla9189
      @smollasmolla9189 5 років тому

      আমিও চাই

  • @mrinal1962
    @mrinal1962 3 роки тому

    আমি কলকাতায় থাকি। হুমায়ূনের অনেক গল্প এবং উপন্যাস পড়েছি। আমি ওঁর ভক্ত। দু-একটা নাটক ইউটিউবে দেখেছি। কিন্তু প্রধানত লেখক হিসেবেই ওঁকে চিনি। এই ইন্টারভিউ খুব ভাল লাগল। শাঁওনকে আমি অভিনেত্রী হিসেবে চিনি না, কিন্তু ওঁর কথা বলার ধরন এবং স্পষ্টতা আমাকে মুগ্ধ করল। আমি এই অনুষ্ঠানকে অভিনন্দন জানাই, অবশ্যই অ্যাংকরকেও।

  • @tabassumakterbristy4514
    @tabassumakterbristy4514 3 роки тому +7

    আপনাকে অনুরোধ প্রাণপ্রিয় ভাইয়া গুলকেতিনের একটা সাক্ষাৎকার দেন আমাদের,,,আপনার খুবই শুভাকাঙ্ক্ষী একজন বোনের আবদার।।

  • @1453-w2p
    @1453-w2p 5 років тому +17

    শাওনের গান, অভিনয়, নাচ আসলেই সুন্দর। হুমায়ূন আহমেদ একজন সাহিত্যিক মানুষ যিনি শাওনের সৃজনশীলতায় মুগ্ধ হয়েছিলেন। একজন সাহিত্যিকের জন্য চমৎকার গানেরকন্ঠ,অভিনয় এসব মনের খাদ্য। এই চাহিদা হয়তো গুলতেকিন ম্যম মিট করতে পারছিলেন না। তারপরও যদি শাওনের প্রতি মুগ্ধতা আর বাড়তে দেওয়া না হত হয়তো সংসারটা টিকতো।মেয়েদের আসলে অনেক ক্ষমতা। যেকোনো মেয়ে চাইলেই মুগ্ধতার জায়গা থেকে সরে যাওয়ার ক্ষমতা রাখে। এটা মেয়েরাও ভালো করে জানে। শাওন চাইলেই পারত দূরে যেতে, কিন্তু সেভাবে চায়নি। আর পরবর্তিতে হুমায়ূন আহমেদের নিঃসঙ্গ থাকা, একা ঈদ করা, এই কষ্টগুলো শাওনের সূত্র ধরেই এসেছে। কিন্ত মানুষ যখন ভালোবাসতে পারে সে তখন দুখি থাকে না আর। হুমায়ূন আহমেদ মোটামুটি ভালো ছিলেন শাওনকে নিয়ে। কিন্ত গুলতেকিন মনের দিক থেকে মরে গিয়েছিলেন, নতুন করে ভালোবাসার ক্ষমতা হারিয়েছিলেন। আর যে ভালোবাসতে ভুলে যায় সেই দুখি থাকে।

  • @mahbuberabbeesakib9639
    @mahbuberabbeesakib9639 2 роки тому +1

    বল পয়েন্ট বই টি আমার খুব প্রিয়।। সেই বই টি তে হুমায়ুন স্যার তার সমাধির এপিটাপ এর কথা বলেছেন।। বই টি আমি দুই/তিন বার পড়েছি।।।

  • @anunahar6235
    @anunahar6235 5 років тому +159

    শাওনের বাতি ধরার পরের গল্প গুলা কি ততোটা জনপ্রিয়তা পেয়েছে যা উনি বাতি ছাড়া লিখেছেন!!!!!

    • @noorunnaher3842
      @noorunnaher3842 5 років тому +6

      You are right.

    • @riri_.
      @riri_. 5 років тому +4

      🤣🤣🤣🤣

    • @janipajahan3911
      @janipajahan3911 5 років тому +2

      হাহা

    • @ummehabiba9514
      @ummehabiba9514 5 років тому +1

      Right

    • @sabinasiraji5457
      @sabinasiraji5457 4 роки тому +12

      দারুন বললেন। ২য় বিয়ের পর বাতি আরো নিবে গেছে।

  • @iffattasnim6569
    @iffattasnim6569 4 роки тому +70

    গুলতেকিন খানের জীবনের গল্প শুনতে চাই।

    • @jesminasuchem775
      @jesminasuchem775 3 роки тому +1

      Gultekin er points of view ta jantey chai... Same time er

  • @LearnFrenchwithMaria
    @LearnFrenchwithMaria 4 роки тому +2

    কারো ব্যাক্তিগত ব্যাপার না দেখে। শাওনের নিজস্ব অনেক ভালো গুণ আছে। আমরা তার গুনকে মূল্যায়ন করি

    • @SharminSultana-22
      @SharminSultana-22 4 роки тому

      ঠিক বলছেন।ব্যাক্তিগত জীবনের জন্য আমরা কারো প্রতিভাকে অস্বীকার করতে পারিনা।

    • @montisarkar1061
      @montisarkar1061 4 роки тому +1

      আপনার কমেন্টটা ভাল লাগলো।তাই কমেন্ট করলাম।ধন্যবাদ।

    • @SharminSultana-22
      @SharminSultana-22 4 роки тому

      Apnake o dhonnobad

  • @moriummunni4756
    @moriummunni4756 5 років тому +8

    ২৩ মিনিট আপনার কথা শুনেছি, এতো সুন্দর একটা মানুষের সাথে জীবনের কি সুন্দর মূহুর্ত কাটলো আপনার 😊😊

  • @nuryjoyjoy2720
    @nuryjoyjoy2720 Рік тому +9

    আমি হুমায়ুন আহমেদের বড় ফ্যান ছিলাম ,যেদিন থেকে জেনেছি ওনার চরিত্রে সমস্যা ও বেঈমান সেদিন থেকে তার কোনো বই আর পড়িনি

    • @s.s.j9657
      @s.s.j9657 Рік тому +1

      হুমায়ুন আহমেদের দ্বিতীয় বিয়ের পর থেকে ওনাকে আমি ঘৃনা করি, কেউ উনার প্রশংসা করলেও মেজাজ খারাপ হয়। একটা ছোট মেয়েকে বিবাহিত হয়ে বুড়ো বয়সে কোন জ্ঞানে বিয়ে করতে পারে?

  • @tanjinaakhter94
    @tanjinaakhter94 Рік тому +1

    এই ভিডিওটা কয়েকবার দেখেছি তারপরও দেখতে মনে চায়। আর শাওন আপুর প্রতি অনেক অনেক অনেক সম্মান ও শ্রদ্ধা চলে আসে। কি লিখবো তা ভাষায় প্রকাশ করতে পারি না। চোখে পানি আসে।

  • @লালপাহাড়েরঠিকানায়-ছ৮ণ

    আমি বুঝিনা বৃদ্ধ মানুষ গুলো কিভাবে বয়সে এতো মেয়েদের দিকে তাকায়,তাদের মানসিকতা কেমন???আর একটি বাচ্চা মেয়ের মনে কোন রুচিতে বৃদ্ধ মানুষের প্রতি অনুভূতি জাগে....ভাবলেই গা ঘিনঘিন করে🤔🤔🤔

    • @TutanchandraSaha-bo2dy
      @TutanchandraSaha-bo2dy Рік тому +7

      টাকা রে ভাই টাকা আর দক্ষিণ হাওয়া

    • @vallagena574
      @vallagena574 Рік тому

      Akdom thik kotha bolsen, faltu jotosb bou baccha rekhe meyer boyosi meyer proti nojor

    • @rajibhaider551
      @rajibhaider551 Рік тому

      যেমন নবী মুহাম্মদ আর আয়েশা! ৫৩ বছরের বুইড়ার সাথে ৬ বছরের শিশুর বিয়ে!😢

    • @LadlyBegum-sm2lx
      @LadlyBegum-sm2lx Рік тому +1

      টাকা র জন্য সব হয়

    • @jakiahaque1553
      @jakiahaque1553 Рік тому

      অতি পাকনা মেয়ে এগুলো

  • @zakirhosen2899
    @zakirhosen2899 5 років тому +17

    আমি মিসির আলী পড়েছি।আমার খুব ভাল লেগেছিল ।আমি ক্লাস 11এ পড়েছি।আমি হুমায়ুন আহমেদ স্যার কে খুব খুব খুব পছন্দ করি ।

    • @paulkhan698
      @paulkhan698 5 років тому

      Love does not have any boundaries. But unusual love comes from mental sickness. Young girls sometimes fall in love with older person it has some mental craziness. Because little girl always have lots of magnetically attachment With their father. From that aspect they want to Marry someone like idol father. But someone has wife n child n they want to fall in love with a little girl like their daughter this is completely sickness. He was a completely psychopath. Sorry to say that. When they got married I stop reading his book.i will never read his book again. Paul khan. Newyork

  • @pradyutdatta7269
    @pradyutdatta7269 2 роки тому +1

    Thank you madam . Your conversation is so very beautiful and every lovely and authentic also
    God bless you. Take care. Bye pkdatta calcuta.

  • @stpagliamar3915
    @stpagliamar3915 5 років тому +18

    জননী,,,, নাটক টা কাল রাতে আমার ভাই-বোন সবাই মিলে দেখেছি।খুব ভালো লাগে।

  • @avijitchaudhury9649
    @avijitchaudhury9649 4 роки тому +84

    I am from Kolkata. This entire interview was so rich, so beautiful, so frank and lot more that I am simply overwhelmed. I pray for peace of the departed soul of genius Humayun Ahmed.

    • @dancewithemotionbybidisha930
      @dancewithemotionbybidisha930 4 роки тому +5

      Exactly same here

    • @abdulmazed9163
      @abdulmazed9163 3 роки тому +12

      ভাল বলেছেন। আমি বাংলাদেশ থেকে বলছি। আমি জানি না কলকাতায় আপনার মতো হুমায়ুন আহমেদ ভক্ত কি পরিমাণে আছে। তবে আমাদের দেশে হুমায়ুন আহমেদের কলকাতার পাশাপাশি সমরেশ মজুমদার, সুনিল ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অনেক পাঠক আছে। ধন্যবাদ ভাল থাকবেন।

    • @bilkise
      @bilkise 2 роки тому +2

      ​@@dancewithemotionbybidisha930

  • @sumonanaznin8617
    @sumonanaznin8617 2 роки тому

    Ai shakkhatkar ta ami pray e dekhi ba siuni amar eto valo lage, shawon er bachonvongi, gusia kotha bola ar sundor bornona sai sathe sonchalok er pranobonto uposthapona sob kisu milea khub sundor,

  • @আবৃত্তিকুঞ্জ
    @আবৃত্তিকুঞ্জ 3 роки тому +28

    সবাই শাওন শাওন করে।গুলকেতিনকে কেন সামনে আনা হয়না!তার কথাওতো সাধারণ মানুষ শুনতে চাই।

  • @beautykitchenhouse7939
    @beautykitchenhouse7939 3 роки тому +12

    আপনার জন্য হুমায়ূন আহমেদ স্যার ৪ বছর আলাদা থেকেছেন

  • @farukhosain3051
    @farukhosain3051 3 роки тому +2

    আমি কোনোদিন নাটক সিনেমা দেখতাম না।
    কিন্তু ওরে যায় বক পক্ষী নাটক দেখার পর থেকে খুঁজে খুঁজে শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার এর অমর সৃষ্টি কর্ম শালীন নাটক গুলো দেখি। আর ভাবি স্যারের নাটক তো দেখা প্রায় শেষ হয়ে এলো এরপর দেখবো কি?

  • @malihasultana6360
    @malihasultana6360 5 років тому +12

    আপনি যে কি সুন্দর করে কথা বলেন ১ ঘন্টা কখন চলে গেল টের পাই নি। যাই হোক, হুমায়ুন আহমেদের একা থাকা টা কে প্রশ্রয় দিয়েছেন শাওন। এতো ছোট বয়সে কিভাবে এমন ভারাক্রান্ত প্রশ্নের জবাব উনি দেন তা আমার বোধগম্য নেয়। আর এতো ছোট বয়সেও উনি ভালই পাকনা ছিলেন। তিনি আবেগ থেকে ডীপ ভালোবাসায় চলে গেছেন হয়ত। মানুষ যে বলে হুমায়ুন আহমেদের মেয়ের বান্ধবী তা ভুল আজকে শাওনের চোখে মুখেই বোঝা যাচ্ছে। আমি বলবো না খুব ভালো কাজ করেছেন আপনারা, গুলতেকিনের সাথে খুব অন্যায় করেছিলেন। কিন্তু আসলে সিচুয়েশনে যে পরে সেই বুঝে আমরা যেহেতু ছিলাম না তাই বলতেও পারবো না আপনাদের ভালো লাগার জায়গাটা। তারপরেও আপনি আমার প্রিয় একজন লেখক আর নির্মাতার পাশে ছিলেন সবসময় তাই আপনার কথা গুলো শুনলাম। সত্যি আপনি হুমায়ুন আহমেদের স্মৃতি নিয়ে সারাজীবন কাটাবেন আশা করি। শুভ কামনা।

  • @zannatejumara572
    @zannatejumara572 5 років тому +38

    অবশ্য ব্যাক্তি হুমায়ুন খুবই নির্লজ্জ ছিলে।

  • @salildas1232
    @salildas1232 2 роки тому

    Khub bhalo laglo ei interview,intelligent kothabarta

  • @maysharahman3377
    @maysharahman3377 5 років тому +78

    হুমায়ুন আহমেদের নাটক খুব সুন্দর ছিল,এতো সুন্দর সুন্দর বাংলাদেশে আর হবে না।

    • @meshkatsharif7761
      @meshkatsharif7761 5 років тому

      Ai bokachoda kibria akhono kano media jogote????ata ata ata kivabe somvhob🤔🤔🤔🤔🤔

    • @asifsiddique4210
      @asifsiddique4210 5 років тому

      @@meshkatsharif7761 কিবরিয়া কি কোন ঘটনা করেছে ভাই?আগে মনে হয় এবিসি রেডিও তে ছিল এখন নাই,শুনেছি কি যেন ঘটনা হয়েছে কিন্তু কি ঘটনা জানি না।

    • @meshkatsharif7761
      @meshkatsharif7761 5 років тому +1

      @@asifsiddique4210 vai ader moto kichu dhandabaz sob jaygay ei thake jara manush ka boka banay fame and tk income korte cay.haa ai lok ta ABC radio te akjon ka ane tar sathe plan kore manush ka boka banay tk income korto ar ai motherschod kichukhhon por por ata ki kore somvhob bole chitkar korto...oi lok to jail khatce but ai khankir pola polaychilo....

    • @waltonprimo5380
      @waltonprimo5380 5 років тому

      Abal kothakar.

    • @asifsiddique4210
      @asifsiddique4210 5 років тому

      @@meshkatsharif7761 ki jonno jail khatche vai?

  • @sharmeextcarudra2415
    @sharmeextcarudra2415 4 роки тому +68

    Shaon is very clever and can talk nicely. She is an actress, so can acting everywhere.

  • @sabirh5046
    @sabirh5046 3 роки тому +3

    হুমায়ূন আহমেদ অন্য দুনিয়ার মানুষ

  • @dresscuttingfashion2876
    @dresscuttingfashion2876 2 роки тому +59

    গুলতেকিন টাকা দেখে ভালোবাসেননি ।আর মানুষের তখন টাকা হয় তখন দুরত্ব বেড়ে যায়।৪ বছর দুরত্ব হলেই যে সেই ফাঁকে কেউ অন্যের সাজানো গোছানো ঘরে ঢুকে পড়বে এটা ঠিক না।

    • @nadiraparvin1151
      @nadiraparvin1151 Рік тому +6

      সবকিছুর জন্য শাওনই দায়ী

    • @arundhatisen2391
      @arundhatisen2391 Рік тому

      খুব সুন্দর লাগল শাওন ও হুমায়ুন আহমেদের এই শেষের কবিতা।

    • @RuubelHossen
      @RuubelHossen Рік тому +1

      গুলতেকিন টাকা দেখে বিয়ে করেনি ঠিক আছে।উনি তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন,বিয়ে করার জন্য এটা কি যথেষ্ট নয়?

    • @TutanchandraSaha-bo2dy
      @TutanchandraSaha-bo2dy Рік тому +1

      ​@@RuubelHossenকিন্তু একটা পরিবারকে ধংস করে নয়।

    • @mrsfaizunnesa8344
      @mrsfaizunnesa8344 Рік тому

      ​@@arundhatisen2391❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1

  • @naimulhaq9626
    @naimulhaq9626 4 роки тому +30

    Shaon is a person with great talent and a worshiper of talent with unnerving conviction. Very pragmatic and brave. This is not the end, it is the beginning of a new life, only Shaon can live.

    • @nasrinsultana482
      @nasrinsultana482 3 роки тому +3

      গুলতেকিনের মুখে শুনতে চাই।তাকে আনুন।

    • @nasreenzinia8664
      @nasreenzinia8664 2 роки тому

      Cunning lady number one