"উদ্বাস্তুরা উড়িষ্যার রাজপথের দখল নিল"

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • "উদ্বাস্তুরা উড়িষ্যার রাজপথের দখল নিল"
    গতকাল ২৮ শে সেপ্টেম্বর ২০২৩ উদ্বাস্তু বাঙালিরা উচ্ছেদের প্রতিবাদে অস্তিত্ব রক্ষার দাবিতে উড়িষ্যার রাজপথে মিছিল ও অবস্থার আন্দোলন করে।
    কেন্দ্র পাড়া কোরাপুট ওমরকোট ভূসণ্ডপুর মালকানগীরি গ্রামীণ অঞ্চল থেকে শত শত কিলোমিটার পথ অতিক্রম করে বাঙালিরা প্রাত সকালে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর পৌঁছায়।
    নিখিল ভারত সমিতির" ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে বেলা সকাল ১০ টায় মাস্টার ক্যান্টিন থেকে বিধানসভা অভিমুখে মিছিল আরম্ভ হয়।বিধানসভা সম্মুখ পরিসর Lower PMG তে মিছিল শেষ হয়।বিকাল ৫ টা পর্যন্ত এখানে অবস্থান আন্দোলন চলে।
    জমির পাট্টা দিতে হবে, উচ্ছেদ করা - চলবে না চলবে না , বাংলা ভাষার অধিকার-দিতে হবে-দিতে হবে,নিখিল ভারত জিন্দাবাদ,বাঙালি একতা-জিন্দাবাদ। স্লোগানে মুখরিত হয়ে ওঠে উড়িষ্যার রাজপথ ।
    সমর্থনে এগিয়ে আসে কংগ্রেস বিজেপি এমপি, এমএল এ। সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকা,বিধায়ক আদিত্য মাডি ও বিধায়ক নিত্যনন্দ গণ্ড সমিতির দাবির সমর্থন বক্তব্য রাখেন।
    নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি শ্রীনিমাই সরকার, সম্পাদক শ্রী সুনীল বিশ্বাস, সহ-সভাপতি শ্রী মতী শিপ্রা হীরা সভায় বক্তব্য রাখেন।
    আন্দোলনের নিবেদিত প্রাণ শ্রী রতন কাঞ্জিলাল, অ্যাডভোকেট রনি হালদার ও সমিতির এক নিষ্ঠ কর্মীদের প্রচেষ্টায় নতুন ইতিহাস রচিত হয়। তাঁদের এই অবদান স্মরণীয় হয়ে থাকবে।
    যারা সুদূর গ্রাম থেকে এসে আন্দোলনকে সফল করেছেন তাঁদের সকল কে সমিতির পক্ষ থেকে প্রান ভরা অভিনন্দন। ধন্যবাদ জানাই ভুবনেশ্বর শহরের উপস্থিত সহমর্মী ভাই ও বন্ধুদের।
    সমিতির পক্ষ থেকে কালেক্টর কে ডেপুটেশন দেওয়া হয়।

КОМЕНТАРІ •