বইয়ের কথা-Ritwik Ghatak a book Review | Punardarshanay Cha Ritwikkumar Ghatak by Sanjay Mukhopadhyay
Вставка
- Опубліковано 2 гру 2024
- বইয়ের_কথা
"সম্প্রতি পুনর্দর্শনায় চ : ঋত্বিককুমার ঘটক" বইটি পড়লাম। এই বইটির পরিকল্পনা ও প্রকাশ একদম আলাদা। ঋত্বিক ঘটক বিষয়ে আগ্রহী কয়েকজন তাঁর ছবি ও জীবন নিয়ে এখানে প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায়ের সঙ্গে যেন আড্ডা দিচ্ছেন। বইটি সেই আড্ডার লিখিত রূপ যেন।
বাঙালির আড্ডা সম্পর্কে আগন্তুক ছবিতে সত্যজিৎ রায় একটা ছবি আমাদের দিয়েছিলেন। মনে করে দেখুন রবি ঘোষ দীপঙ্কর দে কে প্রশ্ন করেছিলেন, "হ্যাঁ রে, রবীন্দ্রনাথ কি আড্ডা দিতেন?" কথায় কথায় উৎপল দত্ত বলেছিলেন সক্রেটিসের আড্ডার কথা। বলেছিলেন, নো পরনিন্দা নো পরচর্চা শুধুমাত্র বিষয় নিয়ে আলোচনা। এই বইটা পড়তে পড়তে আমার মনে হল, যে আড্ডা এখানে ছাপা হয়েছে সেখানে যেন আমিও রয়েছি।
ঋত্বিক ঘটককের একটা কথা অনেকেই Facebook এ লেখেন তাঁর জন্মদিন কিংবা মৃত্যু দিনে। ভাবো ভাবা প্র্যাক্টিস করো। অনেক টি শার্ট-এ ছাপা হতে দেখেছি কথাটা। কিন্তু ঋত্বিক ঘটক কে নিয়ে কত জন ভাবেন? তাঁর কাজ নিয়ে কতজন চিন্তা করেন? এই বইটি আপনার সেই চিন্তা উস্কে দেবে। বইটা পড়ার পর আপনার মনে হবে মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, কোমল গান্ধার, যুক্তি তর্ক গল্পো, তিতাস একটি নদীর নাম, অযান্ত্রিক ইত্যাদি ছবি গুলো আবার দেখি।
UA-cam ভিডিও তে বইটার একটা look and feel দেওয়ার চেষ্টা করেছি। কিছু কিছু জায়গা পড়েছি। যা শুনতে এবং দেখতে ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।
বইটি এই বছরের বইমেলায় (২০২৩ জানুয়ারি) প্রথম প্রকাশিত হয় এবং কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যায়। আমি চেষ্টা করেও তখন এটা কিনতে পারিনি। সম্প্রতি আবার ছেপে বাজারে এসেছে। আগ্রহীদের বলবো, তাড়াতাড়ি সংগ্রহ করে নিন। বইটা আমি দুইবার পড়েছি। আপনিও বারবার পড়ার রসদ পাবেন।
প্রকাশক: লোক সেবা শিবির
চিত্র ভানু চক্রবর্তী
D 9/5 Karunamoyee Housing Estate
Saltlake Kolkata 91
website: www.lokesevashibir.org
ফোন 9433128555
মূল্য- ২২৫ টাকা
ভালো লাগলো ভিডিওটি।
বইটা খুব ভালো
এটা ভালো কাজ। পাঠকের আগ্রহ তৈরি হয়। নতুন পাঠক তৈরি ও হয়।
ঠিক কথা
বেশ মনোজ্ঞ আলোচনা। আলো, অ্যাঙ্গেল, শব্দক্ষেপ এইসবগুলো বোঝার চেষ্টা করি। সব সময় বুঝতে পারি না।
সময় লাগবে