Recall - Dirghoshash (Album: Oporajito | Official Lyrics Video)
Вставка
- Опубліковано 7 лют 2025
- Recall's 5th track from their upcoming album, "Oporajito".
Links to the other tracks:
Track 1: Charidikey [ • Recall - Charidikey (A... ]
Track 2: Kokhono Ki? [ • Recall - Kokhono Ki? (... ]
Track 3: Ghum [ • Recall - Ghum (Album: ... ]
Track 4: Ekhono [ • Recall - Ekhono (Album... ]
Onnothay (EP) streaming:
[ tinyurl.com/y8... ]
Piano credits: Zahin Rahman [ tinyurl.com/y5... ]
Mixing Engineer: Josh G. Bowman [ www.bowmansoun... ]
Follow Recall
Spotify: spoti.fi/2QO3Sq6
Apple Music: apple.co/2s99bG1
recallbd
recallbd
www.soundcloud.com/recallbd
Please share and subscribe to our channel if you liked our song. Thank you!
Lyrics:
মাঝে মাঝে অভিমানে
নিজের কাছে আনমনে
বলে উঠি নির্জনে.
কেন ভালোবাস না আমায়?
কেন ভালোবাস না আমায়?
মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি.
দু'নয়নের বৃষ্টি চুমি.
তখনো সুধায় জগত ভূমি
কেন ভালোবাস না আমায়
?
কেন ভালোবাস না আমায়?
এমনই শত দীর্ঘশ্বাস
মনের ক্ষতয় থাকছে চাপা.
মাঝেতে শুধুই জ্বলছে প্রহাশ
কেন ভালোবাস না আমায়?
কেন ভালোবাস না আমায়?
Thank You
Recall best one👌❤
mp3 kivabe pabo,link den plz
ua-cam.com/video/NFKZDbI8lgw/v-deo.html
ভালবাসা দিবস উপলহ্মে 💘
আমাদের নতুন গান
মন আমার কথা শুনেনা,
বন্ধুরা গান টা শুনে দেখেন প্লিজ😊
I Love You
আলিফ লায়লার মত বা ৯০ দশকের সিনেমার মত আমারা দুজনও কি হারিয়ে গেছি মাত্র একটা সাক্ষরে। আমাদের সবার জীবনেই একটা ফেলে আসা মানুষ আছে। কোন যোগাযোগ নেই৷ সম্পর্ক নেই। কোথায় আছে কার সাথে আছে তাও জানা নেই। তবুও হঠাৎ কোথাও তার নামটা শুনলে ভেতর কেঁপে ওঠে। কিছুই নেই তবুও মনে হয় কিছু একটা এখনো আছে! জীবনের শ্রেষ্ঠ ক্ষতি ছিল তুমি চলে যাওয়াটা। আকাশী এই ক্ষতির কোনো ক্ষতিপূরণ হয় না, কোন দিনও না!
ডায়েরীর প্রতিটা পাতায় তার শুন্যতা অনুভব করব।💔🖤
ভাই লোম দারাই গেছে আপনার এই গল্প শুনে😥😥😥😥
আপনার মতো আমারও সেম হয়েছে সেম টু সেম এখন কথায় আছে কার সাথে আছে কিভাবে আছে কিছুই জানি না😥😥😥
@@yeasinarafat3903 আমার অনুপস্থিতি আর তার শহর রুদ্রশুন্যতায় ভোগায় না। এখন এতটাই দুরে গেছে যে সেখানে পৌছাতে আমার একহাজার বছর লাগবে😔
শুধু তিনটা বাক্য(তালাক)আমাদের ৩০ কোটি আলোকবর্ষ দূরে ঠেলে দিয়েছিলো। আমি জানি সে কোথায় কি করে কেমন আছে তবুও যেন কিচ্ছু জানিনা।
Well thats a beautiful comment...❤
শ্রুতিমধুরতার একটা সীমা থাকা উচিত। অপুর্বতাও তার সীমা লংঘন করেছে। বাকরুদ্ধ। অভিনন্দন রিকল।
কেমন আছো? -এইতো আছি।
কোথায় থাকো? -কাছাকাছি।
বদলে গেছো? -সবাই বলে।
তারপর সব? -যাচ্ছে চলে।
বিয়ে-সাদী? -লাভ কি শুনে?
কতদিন হলো? -রাখিনি গুনে।
ছেলে হয়েছে? -একটি মেয়ে।
কোথায় এখন? -খেয়ে ঘুমালো।
নাম কি ওর? -সোনা মা ডাকি।
এই নামটা তো... -এখন রাখি।
ব্যাস্ত খুবই? -একটুখানি।
বছর পাঁচেক.... -আমি জানি।
এড়িয়ে যাচ্ছো? -এমন টা নয়।
মনে পরে না? -পাইনা সময়।
সেদিন যদি.... -থাক সেসব।
ভুলেই গেছো? -যথা সম্ভব।
থাকতো যদি.... -থাকবে কি আর?
ভুলিনি আমি -যায় আসে কার.
রাখবো এখন? -কিছু কি বাকি?
ভালো থেকো!!! -ভালোই থাকি।
এত অভিমান? -রাখিনি মোটেই।
এখন কাঁদো? -অল্প চেটেই।
হ্যাঁ কাঁদো কি?? -না,কাঁদি না।
বেণি করা চুল..? -আর বাধীঁ না।
বৃষ্টিতে ছাদে?? -যাইনা এখন।
প্রিয় গানগুলো? -শুনি কিছুক্ষণ।
কখন শুনো? -মন খারাপে।
মন খারাপ হয়? -ভয় তে কাঁপে।
কিসের ভয়ে?? -থাক আপাতত।
কিছুটা আছো? -আগের মতো।
আবার যদি.... -চাই না আমি।
আপন কে খুব? -অন্তর্যামী।
চাইলে কি দোষ? -হবে বিপরীত।
আমি কেউ না? -শুধুই অতিত।
আমাদের জীবন এই কিছু লাইনের মধ্যে সীমাবদ্ধ। ভালো থাকুক সে।🖤🥀
নিষিদ্ধ করা হোক ফ্যামিলি প্রব্লেম বলে ছেড়ে যাওয়া
নইতো নিষিদ্ধ করা হোক ভালবাসা! 💔
ekdom thik😥😥
হু ভাই সহমত,,, একটা সময় ফ্যামিলি ঠিক মেনে নেয়,,কিন্ত প্রিয় মানুষটা কে হারিয়ে ফেললে আর ফিরে পাওয়া যায় না,,,এটা কয়জনে বুঝে বলেন ভাই,, দিনশেষে তোমার টাকা আছে অবস্থান ভালো তাহলে প্রিয় মানুষটা থাকবে নতুবা চলে যায়,,,, 😐😐🤫🤫
এ দারুণ নিস্তব্ধতা
খুব করুন এক হাহাকার
তীব্র আহাজারি....
মনের খুব গভীর থেকে ভেসে আসা এক চিলতে শূন্যতা।
ভালো থাকুক রিকল।
এভাবেই প্রতিরাতে প্লেলিস্টের মাঝে বেচে থাকুক আজীবন
বছরে ২-১ টা গানই যথেষ্ট 🙂 Recall 🔥
Bhaii ektuu kotha bolar cilo fb deoya jbe? 🙂❤️
@@saikatislam1877 😕
🤣
মাঝে মাঝে অভিমানে,
নিজের কাছে আনমনে
বলে উঠি নির্জনে।
কেন ভালোবাস না আমায়?
কেন ভালোবাস না আমায়?
মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি,
দু’নয়নের বৃষ্টি চুমি।
তখনো সুধায় জগত ভূমি
কেন ভালোবাস না আমায়?
কেন ভালোবাস না আমায়?
এমনই শত দীর্ঘশ্বাস
মনের ক্ষতয় থাকছে চাপা।
মাঝেতে শুধুই জ্বলছে প্রহাশ..
কেন ভালোবাস না আমায়?
কেন ভালোবাস না আমায়?
"কেন ভালোবাসো না আমায়?"
এই সিম্পল কথা এতো সুন্দর, দরদ দিয়ে বলা যায়! জানতাম না!
রিকল ইজ লাভ!!! নো ডাউট!!! ❤
গানটার সাথে অনেক বছরের পরিচয়, শুনেছিলাম ২০১৯ এ আজ ২০২৩ এ এসে কমেন্ট করছি বিষয়টা অদ্ভুত। আবার বহু বছর পর হয়তো বেচে থাকলে আবার আসবো দীর্ঘশ্বাস ফেলতে Recall এর কাছে।
মিরাজ ভাই এর ভোকাল বরাবরই আমাকে টানে।রিকলের সাথে অনেক পুরনো কিছু স্মৃতি আছে।সারাজীবনে হৃদয়ে থেকে যাবেন আপনারা ভাই।ভালোবাসি রিকল
কিছু কিছু ব্যান্ডের প্রতি ভালোবাসার টান টা অন্যরকম। Recall এর মধ্যে অন্যতম ❤ কেউ থাক বা না থাক, কিছু মানুষ আজীবন তোমাদের গানের অপেক্ষায় থাকবে, হয়তো একটু কম, কিন্তু সত্যিকারের ভালোবাসা নিয়ে অপেক্ষা করবে ❤❤ বেস্ট অফ লাক
Thanks for your comment and support :)
Keep listening
Hats off these guys knows how to make music . Pure classy . Best of luck for the album . Look forward for it :D
লাইফে এত্ত এত্ত 'অপ্রয়োজনীয়' মানুষ রাখার চেয়ে দুই একজন রাখা ভালো যাদের কে খুব দরকারের সময় পাওয়া যাবে,যারা অজুহাত দেখাবে না,যারা ডাবল ফেইস দেখাবে না,যাদের সাথে থাকলেই মন ভালো হয়ে যাবে! একশো স্বার্থপর মানুষ থাকার চেয়ে একজন স্বার্থহীন মানুষ থাকা ভালো ❤️
I can call myself the biggest fan of RECALL, didn't miss a single song yet and also suggest friends to listen to this awesome under-rated band of our country...
আমার কোন অতীত নেই, তাও এই গান গুলো শুনতেই ভালো লাগে। নিজেও জানি না কতবার শুনেছি একই গান। তবে ভালোবাসি একজনকে। ❤ Recall
বাংলাদেশের এক মাত্র ব্যান্ড যারা এখনো শুরু থেকে আজ অবধি একি স্টাইল ধরে রাখতে পেরেছে গানের সুরে, কথায়,গায়কিতে....'রিকল 'মানে যেন অদ্ভুত এক আবেগি মায়ায় চিরচেনা আবেশ।
স্টাইলটা কি ভাই?
@@arafadabhi5276 genre. তাছাড়া অনেক ব্যান্ড আছে যারা ভেংগে গেছে,কেউ গান নিয়ে এক্সপেরিমেন্ট চালাতে গিয়েও পুরনো ফ্যানদের হতাশ করছে। কিন্তু সে ক্ষেত্রে রিকল প্রত্যেকটা এলবামে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। শ্রোতাদের হতাশ করে নি।
Right bro
একমাত্র ব্যান্ড?
এতো সুন্দর কেন লিরিক?
কেন ভালোবাস না আমায়?
Star line of this song...
Recall এর এতো পপুলারিটির প্রয়োজন নেই... কিছু মানুষের প্লে লিস্টেই না হয় থাক গানগুলো ❤️❤️
@IRFAN RIFAT acjactly
Daily ekbar holeo shuni, month e ekbar holeo Channel ta ghure ashi, kono new song ashlo kina! This song hits differently ❤️
অপেক্ষায় নয়, প্রতিক্ষায় থাকি রিকলের গানের জন্য! ভালোবাসা রিকল ❤
রিকলের গানে সবসময় অন্যরকম একটা আবেদন কাজ করে।আপনি প্লে ব্যাকে শুনতে থাকেন,ফ্ল্যাশব্যাক কাজ করবেই।
যে আপনাকে ছেড়ে গিয়েছে তুচ্ছ কারণে,অথবা আপনি যাকে চেয়েও পাননি।তখন একমাত্র রিকলের গান আপনাকে সংগ দিতে থাকবে আর আপনি মনে মনে বলতে থাকবেন,কেন ভালোবাসো না আমায়?
বাংলা ভাষা প্রেম, বেদনা, আনন্দ সব ভাব প্রকাশ করার সবথেকে হৃদয়স্পর্শী মাধ্যম সেটা #recall er এই গান টা আর "এতটা ভালোবাসি" গান দুটো শুনলে সব থেকে ভালো বোঝা যায়।
শত গান দিয়ে শত বছর মানুষের মনে বেচে থাকার থেকে কয়েকটা অসাধারন গানই যদি হাজার বছর মনে রাখার কারন হয়, তাহলে সেটাই হোক।
আপনাদের অসাধারন একেক্টা সৃষ্টির জন্য না হয় অপক্ষাই করবো বছর ধরে।
অনেক ভালোবাসা আপনাদের জন্য
মাঝে মাঝে অভিমানে,
নিজের কাছে আনমনে বলে উঠি নির্জনে।
কেন ভালোবাস না আমায়?
excellent...
Onek din holo RECALL theke kichu paini....Onek oshohay eka lage but jokhon ei gaanta shuni,mone hoy I'm the luckiest person ever that I've heard this masterpiece...
Amio 🙂
What a masterpiece! No one can deny, this song takes you to another world where you can't help being sad for no reason. Such emotionally strong lyrics and tune! Blown Away!
নিষিদ্ধ এই শহরে ভালোবাসা বারণ🙂
ফ্যামিলির মতামত ছাড়া আগানো যায় না এটিই তার কারণ💔
একমাত্র ছেলে বলে সব সহ্য করে গেলাম
পরের জন্মে পাচ ভাইয়ের আদরের টুকরা হয়ে জন্ম নিতে চাই🙂
বছরে ১০ টা সস্তা গানের প্রয়োজন নেই । এমন গান একটা শুনেই ৫ বছর কাটিয়ে দেয়া যায় ।
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি জীবনটা সুন্দর করি,
আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন।
আলিফ লায়লার মত বা ৯০ দশকের সিনেমার মত আমরা দুজনও কি হারিয়ে গেছি মাত্র একটা সাক্ষরে।🙂
আমাদের সবার জীবনেই একটা ফেলে আসা মানুষ আছে। কোন যোগাযোগ নেই। সম্পর্ক নেই। কোথায় আছে কেমন আছে তাও জানা নেই।তবুও হঠাৎ কোথাও তার নামটা শুনলে ভিতর টা কেঁপে উঠে।কিছুই নেই তবুও মনে হচ্ছে কিছু একটা এখনো আছে ! জীবনের শ্রেষ্ঠ ক্ষতি ছিলো তুমি চলে যাওয়াটা । আকাশী এই ক্ষতির কোন ক্ষতিপূরণ হয় না,কোনো দিনও না।তবুও অপেক্ষায় আছি তোমার ফেরার আশায় 😭
Same vai🥺🥺
এই অসাধারন গানে এত কম লাইক। থাকগে কিছু গান অতি মাত্রায় পপুলার না হওয়াই ভালো, তাতে তা কেবলই নিজের মনে হয়। একান্তই নিজের।
Same feelings
সবাই কমেন্টে অনেক প্রশংসা করেছে,,,আমি আর কি করবো,,,
শুধু এতটুকু বলতে পারি,,,
গানটা শোনা শেষ হওয়ার পরক্ষণেই মনে হয় দূর ভালো গানগুলো এত ছোট হয় কেনো...??
এত তারাতারি শেষ হয়ে যায় কেনো😍😍
১ বছর পর হঠাৎ করেই প্রেয়সীর কথা মনে পড়ে গেল, তাই তো স্মৃতির ছেঁড়া পাতা থেকে Recall এর দীর্ঘশ্বাস শুনতে এলাম🖤
রাত দেড়টায়
একা ঘরে একা একা
গানটা শুনছি অজস্র বার
প্রতিবার ই নতুন লাগে
প্রতিবার ই একই রকম বুকে মোচড় মারে
তবু শুনি
তবু রাত জেগে থাকি
তবু গান শুনি...
কেন... ? কেন... কেন... কেন... ভালোবেসেছিলে আমায়... ?
😩
গিটার শুনে শিহরিত হয়ে গেল শরীরের সব কোষ।
এক কথায় অসাধারণ ❤️
ঘুম ভাঙ্গা মাঝ রাতের দীর্ঘশ্বাস টা রয়েই যাবে হয় তো আজীবন💔💔
"দীর্ঘশ্বাস" এই গানটার মাধ্যমে কিছুটা আক্ষেপ হয় তো পুরন হবে💔😊
বেস্ট সং 😍
কিভাবে কিভাবে 1 বছর হয়ে গেলো,
আজো প্রতি রাতে শুনি,এই বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে,
"কেনো ভালোবাসো না আমায়"
@@Yamin_Ahmed😢
বৃষ্টির সুর, রাতের নিস্তব্ধতা আর তোমার দেয়া অপূরন্ত দীর্ঘশ্বাস। তুমি আমার অভিমান।
যখন গানটা প্রথম শুনেছিলাম- তখন দেখেছিলাম মাত্র ৬হাজার ভিউ। আজ ৫বছর পর এসে দেখলাম নিঃসঙ্গতা শুধু আমার না। This song feels like a child to me.
Antidote of depression. It’s been almost 10 months varsity isn’t reopen yet. I was feeling like I lost everything & start thinking about future then start listening this masterpiece from the balcony with nicotine in hand. OMG! It’s a heavily feelings.
Hats off to recall much love
ফ্যামিলির জব প্রেসার আর চোখের সামনে ভালবাসার মানুষ অন্যের হতে দেখা কতটা কষ্টের
😞দীর্ঘশ্বাস
এমনই শত দীর্ঘশ্বাস
মনের ক্ষতয় থাকছে চাপা।
মাঝেতে শুধুই জ্বলছে প্রহাশ..🖤🖤🖤🖤
😐
গানটা রিলিজ হওয়ার পর থেকে প্রতি রাতেই গানটা শুনি। এ যেন এক অভ্যেসে পরিণত হয়েছে। যার প্রতিটি লাইন মাথায় ঘুরপাক খায়💙
Osadharon onuvuti,hariye jawa jay onayase👍👍👍👍well done😍😍😍😍😍😍😍
Thanks @Recall for gifting this song!! It's not just a song it's a feeling!! it's a masterpiece!!and that solo on 2:56 Pura hridoy venge churmar kore day bro!! Damn...
এমন অনেক না বলা অভিমান জেনে আমি আমারেই খুঁজি অপ্রাপ্তি আর অনিশ্চয়তা 'র
আল্লাহু আকবার। আলহাদুলিল্লাহ 🎉
কি আশ্চর্য! এক গানে কিভাবে পুরো জীবন তুলে আনা যায়!
এতো এতো এতো মিল হতে হবে!
ভালবাসা কি...??
আমি - ভালোবাসা মানে #Recall.. ❤️❤️
Love from 🇮🇳
🥀❣️❣️
স্মৃতি রেখে গেলাম, কেউ শুনতে এসে লাইক দিলে যেন আবার শুনতে পারি।
লাইক তোর পুটকী দিয়া ভরমু বাঞ্চোদ, ভিক্ষা করার এত শখ থাকলে রাস্তায় থালা নিয়া বস এইখানে বসিস না।
here is no word for RECALL .. I just listen and feel , this songs are written for me . thank you with love and bless ...
Recall is that fragrance of bangladeshi band music which you can't ignore no matter how you tried.
গানটা আমায় ভার্সিটির লাইফের পুরনো স্মৃতিতে নিয়ে যায়🖤
মাঝে মাঝে অভিমানে,
নিজের কাছে আনমনে।
মাঝে মাঝে অভিমানে,
নিজের কাছে আনমনে,
বলে উঠি, নির্জনে, .
কেন ভালোবাসো না আমায়?
কেন ভালোবাসো না আমায়?
মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি,
দু'নয়নের বৃষ্টি চুমি।
মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি,
দু'নয়নের বৃষ্টি চুমি।
তখনো সুধায় জগত ভূমি,
কেন ভালোবাসো না আমায়?
কেন ভালোবাসো না আমায়?
এমনই শত দীর্ঘশ্বাস।
মনের ক্ষতয় থাকছে চাপা।
মাঝেতে শুধুই জ্বলছে প্রহাশ,
কেন ভালোবাস না আমায়?
কেন ভালোবাস না আমায়?
][ সমাপ্ত ][
The guitar solo took this song to a whole new level.
গানের মধ্যে এত কিছু কেমনে সম্ভব? 😥😥😥
মন ছুয়ে গেল 😭
গান না শুনেই লাইক দিয়ে দিতে পারি! কেন জানেন?
এইটা বিশ্বাস যে Recall এর গান ভাল না হবার কোন ওয়ে নেই। ভালবাসা ❤
Really right bro,,
বিবেকহীন মানুষগুলোর কাছে হেরে যায় সত্যিকারের ভালবাসা
বলে উঠি নির্জনে,
কেন ভালোবাসো না আমায়। 😅
সেরা একটা লাইন।🤍
যতবার ইউটিউব এ আসি প্রথম এ এই গানটা শুনি।।বারবার শুনতে ইচ্ছা করে।❤❤
ভালোবাসা দিয়ে রিকলের কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না।যতদিন ভালোবাসা নামক কথাটা থাকবে ততদিন ভালোবাসা জমা করে রাখবো প্রিয় রিকলের জন্য। সবসময়ই ভালোবাসি রিকল তোমাদের।❤
কেন ভালোবাস না আমায়?
গান কিভাবে জীবনের সাথে মিলে যায় যানিনা..😔😔
গান টা শুনেছিলাম ফাস্ট যখন আসে,তার পরই পছন্দের প্লে লিস্ট কালেক্ট করেছি,দিনে যে কত বার রিপিড মুড এ শুনি হিসেব নেই।
সত্যি অসম্ভব সুন্দর একটি গান..😍😍😍
কিছু গান জীবনের কথা মনের অজান্তেই বলে ফেলে, অদ্ভুত লাগে তাও বারে বারে শুনতে মন চায়
এমনই শত দীর্ঘশ্বাস
মনের ক্ষতয় থাকছে চাপা.
মাঝেতে শুধুই জ্বলছে প্রহাশ
খুব কাছের একটা মানুষ গানটা ডেডিকেট করেছিলো। অনেক কিছু জানতে চেয়েছিলো হয়তো। গানটা যতবার শুনি ততবার ই তার কথা মনে পড়ে। তাকে জানানো ও হয় নি, হুট করে হারিয়ে গেলো।
ভালো থেকো সবসময় দীর্ঘশ্বাসে..
🙂🙂🙂
recall এর অন্য নাম ভালবাসা, এত আবেগ করে গান কেমনে গাইছেন?
এত ভালবাসা মিশ্রিত কেন??????😘😘😘😘😘😘
এত অল্প সময়ে ভালো একটা ব্যান্ড হারিয়ে গেল কিন্তু যে গান গুলো রেখে গেছে খুব বড় শুন্যতা নিয়ে সেগুলো শুনে যাচ্ছি ,,
হারিয়ে গেল কিভাবে? আমি জানতে চাই
রিকল অন্যরকম একটা ব্যান্ড অন্যরকম সব হাসন , সাউন্ড, সুর, লিরিক কোথায় যেনো নিয়ে যায়। লাইভ পারফরম্যান্স দেখার অপেক্ষায় রইলাম কোনো একদিন হবেই।
উচ্ছারনটা আর সেল হবে 👍
Band সহ হারায় গেছে... প্রতিদিন অপেক্ষা করি হয়তো তারা নতুন গান রিলিজ করবে... কিন্তু তারা America তে চলে গিয়েছে... যা জানতে পারলাম... আর আপনি লাইভ নিয়ে আছেন....
I was feeling empty hearted and I came to this song. From 7:10 AM to now(7:06 PM) I'm continuously listening this song in between my work now feeling great 🌺❤️
This is the first song of 2019 that touched me. Great job
One of the best song lyrics of Recall!
❤️ from canada 🇨🇦
Recall এর গানে ভাল না লাগার কোন কারণ নেই....❤❤❤❤
Recall এর কাছে আমাদের এক্সপেক্টেশান অনেক অনেক বেশি।
যখনই গানটি শুনি, মনের অজান্তেই মন খারাপ হয়ে যায়🙂। কেনো ভালোবাসো না আমায়💔। ধন্যবাদ জানাই মিরাজ মহসিন ভাই কে 💝 এত সুন্দর একটি গান উপহার দেয়ার জন্য🦋
No dislike.. Honest review, good people!!... Just loved the music... :)
For me, You guys are Bangladeshi Coldplay ❤️❤️❤️ lots of love for this band. ❤️❤️❤️
গানঃ দীর্ঘশ্বাস
ব্যান্ডঃ Recall
মাঝে মাঝে অভিমানে
নিজের কাছে আনমনে... (২)
বলে উঠি নির্জনে
কেন ভালোবাস না আমায়...? (২)
মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি
দু'নয়নের বৃষ্টি চুমি... (২)
তখনো সুধায় জগত ভূমি
কেন ভালোবাস না আমায়...(২)
এমনই শত দীর্ঘশ্বাস
মনের ক্ষতয় থাকছে চাপা
মাঝেতে শুধু জ্বলছে প্রহাশ
কেন ভালোবাস না আমায়...? (২)
Thanks for your comment and support :)
Keep listening
এই গান্টার মাজে এতো নিরবতা কই থেকে আসে। গানটা শুনলে
মনের মাজে অন্য রকম অনুভূতি জন্ম নেয়🤔😘🤔😍
একদিন হয়তো আমি থাকবো না, নতুন প্রজন্ম এই গান টা শুনবে আর শিউরে উঠবে... স্মৃতি হিসেবে কমেন্ট রেখে গেলাম....
🙂🖤
Firstly, I would say, again it's an wonderful song by our beloved "Recall". Lyrics and tunes are very good. I specially loved both guitar solos, though second solo was great, besides the tone you made on your guitar is really great. & lastly, Mixing and Mastering is on point. great job Josh (y). Thank you Recall for the song. Stay alive
Hi Recall.... missed you guys... lyrics ta xoss as always Meraz rocks .... lots of love... stay blessed and be happy ^_^
Jotobar suni chokher jol k atke rakhte parina😌😌❤️❤️😌😌❤️❤️
কতবার শুনেছি এই গানটা নিজে বলতে পারবনা,
প্রতিদিন ২/৩ বার,প্রায় ১ বছর ধরে শুনতেছি, 😌
Number 1 band of Bangladesh❤
You understand why they named their band “Recall” when you listen to their songs❤️
Plzz come back
Recall means love.❤️evergreen band in bangladesh
This song got me tears! After long time! Love this song from the heart! 💙
এমনই শত দীর্ঘশ্বাস
মনের ক্ষতয় থাকছে চাপা,
মাঝেতে শুধুই জ্বলছে প্রহাশ
কেন ভালােবাস না আমায়?
😢😢😢😢
Bhalobashi Recall ke! ❤️
Thanks for your comment and support :)
Keep listening
My fav band recall...what a comeback guys 💪💪💪💪♥♥♥
মাঝে মাঝে অভিমানে
নিজের কাছে আনমনে
মাঝে মাঝে অভিমানে
নিজের কাছে আনমনে
বলে উঠি নির্জনে
কেন ভালােবাস না আমায়?
কেন ভালােবাস না আমায়?
মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি
দু ' নয়নের বৃষ্টি চুমি
মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি
দু ' নয়নের বৃষ্টি চুমি
তখনাে সুধায় জগত ভূমি
কেন ভালােবাস না আমায়?
কেন ভালােবাস না আমায়?
এমনই শত দীর্ঘশ্বাস মনের ক্ষতয় থাকছে চাপা,
মাঝেতে শুধুই জ্বলছে প্রহাশ কেন ভালােবাস না আমায়?
কেন ভালােবাস না আমায়?
এতোটা ভালোবাসি'র পর আবারও অসাধারণ একটি উপহার। ভালোবাসাসহ নিরন্তর শুভকামনা 🤲💝
Eto abeg.......
Nistobdho ek abeg er alo adharir khela chilo puro gan ta jure.....
Valo thakuk #recall...
জীবন যতদিন থাকবে এমন গানগুলো মনের ছোট্ট কোণে জায়গা করে থাকবে আজীবন,,,
কারণ এগুলো হলো রুচিশীলদের পছন্দের গান।৷
Ami Recall er huge fan, apndr sob gan suni. Recall er ucit MP3 video theke beria ase vlo Music video kora, Because Recall j level song kore sei onupate viewing onk kom! I hope apnara samne vlo Music video nea vlo song anben.
যারা হারিয়েছেন আর যাদের আছে আমি মনে করি সবার এই গানটি শোনা উচিত। ভালোবাসার মর্ম টা বুঝিয়ে দেবে।
হেডফোনে ফুল ভলিউম দিয়ে আহা কি জোস লাগে যে।
যে পাবলিক ডিসলাইক দিছে সে রোবট।
কেনো যে এত শুনতে ইচ্ছে করে বুজিনা।দূর ছাই এত বুজে লাভ নাই শুধু শুনেই যাবো।
মাঝে মাঝে অভিমানে,
নিজের কাছে আনমনে (x2)
বলে উঠি নির্জনে।
কেন ভালোবাস না আমায়?
কেন ভালোবাস না আমায়?
মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি,
দু’নয়নের বৃষ্টি চুমি। (x2)
তখনো সুধায় জগত ভূমি
কেন ভালোবাস না আমায়?
কেন ভালোবাস না আমায়?
এমনই শত দীর্ঘশ্বাস
মনের ক্ষতয় থাকছে চাপা।
মাঝেতে শুধুই জ্বলছে প্রহাশ..
কেন ভালোবাস না আমায়?
কেন ভালোবাস না আমায়?
অন্ধকার নিস্তব্ধ রাতের নিঃসঙ্গতার সঙ্গী
এই গানগুলো 💛💛
রিকলের গানের একটা নিজস্বতা আছে একটা ডিফারেন্ট ক্লাস আছে।সবসময় এটা বজায় রাখবেন আশা রাখি। অবিরাম ভালোবাসা ❤
Love you RECALL ...
Back with another magical song...
Really amazing...
গানঃ দীর্ঘশ্বাস
ব্যান্ডঃ Recall
মাঝে মাঝে অভিমানে
নিজের কাছে আনমনে
বলে উঠি নির্জনে
কেন ভালোবাস না আমায়...? (২)
মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি
দু'নয়নের বৃষ্টি চুমি
তখনো সুধায় জগত ভূমি
কেন ভালোবাস না আমায়...(২)
(magical music part)
এমনই শত দীর্ঘশ্বাস
মনের ক্ষতয় থাকছে চাপা
মাঝেতে শুধু জ্বলছে প্রহাশ
কেন ভালোবাস না আমায়...? (২)
This song is something special to me. someone i loved so truely has dedicated this song to me & surprisingly left me saying he doesn't love me anymore. i listen this song every night, remembering him. everytime when it says, "কেনো ভালোবাসো না আমায়", i feel like run to him, hug him & ask. but maybe this pain is something i have to suffer alone...
same shit happened to me, was in a relationship for 2 years. once came to me and said she couldn't continue it anymore. I couldn't say anything nothing but cried. It's been 8 months since she left me now I am okay with it. If you get wound you would recover it sooner or later but the shitty thing is you cannot remove that wounded mark from yourself.
1:36 Wednesday night & my loneliness এক সময় সারাদিন আমাদের অনেক কথা হতো ; একে অপরকে সারাদিনের প্রতিটা ছোট ছোট বর্ণনা দিতাম!
কোথাও যাওয়ার হলে একবার হলেও বলে যেতাম;
অথচ! এখন কে কোথায় আছি,কি করছি,কেউ জানিনা!
14_08_2024🥀
এই একটাই ভয় আমার কথার অভ্যাস হওয়ার কারোর সাথে, যতটা খুশি মনের মাঝে জমা থাকে কথা হওয়ার সময়টায়, তার থেকেও বেশি ভয় কাজ করে হুট করে একদিন কথা না হওয়ার।😔
jibon ta erokom keno bolte paren?? vison kothin vison, sei purono kotha vable mone hoy eto ta jotil na holeo parto jibon ta..
তোমার সাথে পরিচয় হয়েছিল ২-৫-২০১৯ তারিখে। একটা স্প্যামিং গ্রুপের মাধ্যমে। একদিন হঠাৎ তুমি বলেছিলে আমার বন্ধু হতে চাও👫।তারপর ১৯-৫-২০১৯ তারিখে আমাদের বন্ধুত্ব হয়,তারপর বেস্ট ফ্রেন্ড। প্রতিদিন ই কথা হত আমাদের।আস্তে আস্তে হয়ে ওঠো প্রিয়জন। একদিন হঠাৎ বলে উঠলে তোমার জীবনে কেউ একজন আছে😔। আমি হাসিমুখে বলেছিলাম তাকে নিয়ে ভালো থেকো🙂। সেদিন থেকে আজো সারারাত ঘুমাতে পারিনা,এখন সুধু নিকোটিনের ধোঁয়া যানে আমি কেমন আছি🙂। আজও বলে হওয়া উঠলো না অনেক ভালোবাসি তোমায় প্রিয়😔। আজ হয়তো তাকে নিয়ে ভালই আছো🙂।কিন্তু আমি ভালো নেই😞। একতরফা ভালোবাসা গুলো হয়তো এমনই। ভালো থেকো প্রিয়🖤
আমার গল্পের সাথে মিল আছে আপনার
💕
@@EmonKhan-er1gs 🖤🖤