I am now 46..my Bela is now 40...our daughter is now 14....if there was no job @@"CHAKRI"##.. I surely would have lost my Bela 20 years back...thank Anjan da for this immortal tune...and bring me back to my struggle life when I was on the brink of losing my Bela...and congratulation to you Rishi for this awesome recreation❤❤❤❤❤❤
বিয়ে তো রোজই হচ্ছে মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে ক্যারিয়ারের । যেটা বেলা বোসের সাথেও হয়েছিলো । কিন্তু এখন তো শুধু চাকরী পেলেই হয়না, সেটা আবার সরকারী হওয়াও জরুরী।
এত দিন পরে কেন আবার বেলাকে মনে করাচ্ছ ভাই? যেখানেই থাকুক ভালই আছে, আগামিতে ও ভালো থাকবে। হয়তো আমি এত ভালো রাখতে পারতাম না। থ্যাংক ইউ ঋষি ভাই। বেলাকে আবার অনেক দিন পর মনে করিয়ে দেওয়ার জন্য।
হয়ত বেলা পায়নি তার বুস কে। কিন্ত তার নিঃসঙ্গ চুপ থাকাটাই জন্যই গানটার রচনা হয়েছে। কিছু অপূর্ণতার প্রাপ্তি পূর্ণতার থেকেও বেশি মূল্যবান। ধন্যবাদ বেলা,,,,, ২০২৪ সালের মার্চ মাসের কোনও এক বৃহস্পতিবার গানটি প্রথম শুনা। স্মৃতি রেখে গেলাম যতবার নোটিফিকেশন আসবে আমি ততবার ইই মনে করবো গানটি কে।
চাকরির জন্যেই বেলাকে হারিয়ে ফেলতে বসেছিলাম। শেষে চাকরি পাবার আগেই বেলাকে বিয়ে করে ফেলি ফ্যামিলির অমতে। এখন চাকরি আছে, বেলাও আছে, পরিবারও সাথে আছে। আলহামদুলিল্লাহ ♥
আর এভাবেই হাজার বেলা বোস হারিয়ে যায় একটা সরকারী চাকরির অভাবে অথবা পরিস্থিতির চাপে। আর হাজার হাজার অঞ্জন আজও অপেক্ষারত; তাদের কানের কাছে 'ভালোবাসা' কথাটা বেজে উঠলে, চোখের সামনে সেই প্রিয় বেলা'র মুখটা আজও ভেসে ওঠে। ❤😟
এখন হারে হারে, বুঝতেছি! এই গানের প্রতিটা লাইন! এতো বছর শুধু শুনেই গেলাম, এখন বোঝলাম এই গানের লাইনের প্রতিটা শব্দে কি পরিমান আঘাত! কি এক অদ্ভূত জীবন নিয়ে আমরা পৃথিবীতে আসি, মানুষের ভালোলাগা গুলোকে নিয়তি কিভাবে নিয়ন্ত্রণ করে কোত্থেকে কোথায় নিয়ে যায়! অভাগা যেইদিন তাকাই ওইদিক পানি শুকায় যায়!
প্রতিটা চাকরিপ্রার্থী পুরুষের বিপরীতে একজন বেলা অপেক্ষায় থাকে..কিছু বেলা'রা এমন ফোন পায় আর কিছু বেলা'রা পায় না...🖤 সব বেলা'দের ফোনে এমন ফোন আসুক,তাদের কেউ খুঁজুক এভাবে আকুল হয়ে..🤎🤎
আমার বেলাকে আমিও পাইনি। ৯ বছরের সম্পর্কের পরে।আজ আমার সেই ছোট্ট বেলা মা হতে চলেছে। হ্যা আজ ভালোবাসি আমার সেই ছোট্ট বেলা কে।হোক না সে অন্যকারো।তবু ভালোবাসি। অনেক ভুল করেছিলাম হয়তো। তবু সেই ৯ বছরের স্মৃতি গুলো আমার কাছে অনেক দামি। শুন্যতায় বেঁচে থাকুক ভালোবাসা প্রাপ্তিতে বড় অবহেলা।🙂😌
বেলা শুধু একটা গান নয়। এটা প্রতিটি ভালোবাসার মানুষদের আবেগের জায়গা , প্রতিটি শব্দ যেন নিজেদের সাথে জড়াতে ভালোলাগে। প্রতিটি শব্দ যেন মায়ায় জড়ানো।। 💙 ভালোবাসা অবিরাম 💙💙💙🇧🇩
ঠিক এই গানটার অনুভূতি গুলো আমাদের মত কিছু কিছু মেয়েদের জীবনে ঘটে চলেছে।সেই বেকার প্রেমিকের চাকরি পাওয়ার আশায় কত বেলা বসে আছে। এক প্রকার অপেক্ষা করছে। কিন্তূ সবশেষে খুব তাড়াতাড়ি চাকরি না পাবার জন্য কত প্রেমিক বেলার মতো কত প্রেমিকাকে 😒🌼 হারাচ্ছে
এভাবেই বেলা বোসে রা শুধু কথা দিয়ে যায় ছেড়ে না যাবার কিন্তু সময় হলে তারা ঠিক ছেড়ে চলে যায় শুধু অঞ্জনের চাকরি টা হয় না বলে।। এভাবেই অসংখ্য অঞ্জন শহরের বুকে হারিয়ে যায় তাদের বেলা কে হারিয়ে।।🖤
জীবনের বড় ভুল হলো নিম্ন মধ্যবিত্ত পরিবারের হয়ে নিজের ক্লাসমেটকে ভালোবাসা 🥺💔🥺। তবে কাল শেষে সব অঞ্জন দত্তরায় চাকরি পায়,😎 হারিয়ে যায় শুধু তার বেলা বোস 🥺🥺💔🥺💔🥺💔🥺💔
Is it just me or the pain of this song just hits the right chords..Its not whether you relate to this song or not, but how beautifully the song has described like an entire lifetime in these few lines.. You can imagine the plight of the lover right infront of your eyes..It captures you, moves you to the core.. I have recently listened to this song and have come back to this time and again... Hats off to the power of storytelling through music !! What terrific rendition! !!And of course what a voice!!!
দারুন কাভার করেছেন। অঞ্জন তো অঞ্জন, তাকে তুলে রেখে শুনলে খুবই ভালো লেগেছে। কিন্তু একটা মিস্টেক, "কান্নাকাটির ঝগড়াঝাঁটির না হয়ে কান্নাকাটির হললাহাটির" হবে বোধহয়। ❤
যাকে ভালোবাসি তাকে বলতে পারি না তবে এখন আর বলতেও চাই না। ভুল বুঝে যদি ভুলতে পারে তবে এতে তো কোনো ক্ষতি নেই । থাকুক না কিছু অপূর্ণ। শুধু মানুষ টা ভালো থাকুক এই দোয়া করি ❤️❤️
এই গান টার প্রতি আমি এতোটাই আসক্ত হয়ে গেছি🙂 মন ভালো থাকলেও এই গান টা শুনি মন খারাপ থাকলেও এই গান টা শুনি, ২৪ সালে এসেও আমার মতো কে কে এই গান টা শুনেন সারা দিয়ে যাবেন😇😇
Jokhon e gaan ta shuni , ami feel kori sei bela bose er jayga ta mone hoy jeno keo amakei ei kotha gulo bolche . The song is so heart touching just loved it ❤️
প্রতিটা অলিতে গলিতে হাজার হাজার বেলা বোস তাদের সংসার চালিয়ে যাচ্ছে, এরকম গান শত সহস্র রচিত হচ্ছে। এটার ধারাবাহিকতা বজায় থাকবে যত দিন পৃথিবী দৃশ্যমান আছে।
যতদিন যাবে বেকারত্বের হার বাড়তে থাকবে! অনেক বেলা অবেলায় হারিয়ে যাবে। হাজাও বেলা হারিয়ে যাবে। সেই সাথে গানটাও জনপ্রিয়তা পাবে বেশ! কেউ যেনো বেলা কে না হারায়। বেলাকে নিয়ে সুখে থাকুক সবাই। 💔💔
I was mesmerized by ur song..No words..U brought out all the emotions through the song , which was needed..Ur voice & the music both were outstanding..God bless u...
Rishi apnar shob gaani motamoti ami shuni ebong ekbat shuni bohubaaar shuni apnar presentaione onek gaaner proti bhalolagar tibrota onek barie o dieche Kintu eita BelaBose Ei gaanta 90 's er aloron ,biplob,bhalobasha aro koto ki r ekhanei Anjan is Anjan Eta bodhoy o chara r jst kaoke bhaba jaena.Thanks Anjan
আমি ভেবেছিলাম শুধু আমার জীবনে এমন ঘটনা ঘটেছে। কিন্তু এখানকার commentপড়ে বুঝতে পেরেছি না এটাই স্বাভাবিক। আমি যটা ভেবেছিলাম ওটাই অস্বাভাবিক,,,,,, কেউ কথা রাখেনি,,,,,
I am now 46..my Bela is now 40...our daughter is now 14....if there was no job @@"CHAKRI"##.. I surely would have lost my Bela 20 years back...thank Anjan da for this immortal tune...and bring me back to my struggle life when I was on the brink of losing my Bela...and congratulation to you Rishi for this awesome recreation❤❤❤❤❤❤
চাকরি ছেড়েছি, পেয়েছি, পাবো আরো আগামীতে
বেলাকেও হারিয়ে ফেলেছি এক অজানা গোধুলিতে
কিন্তু বেলা একজনই হয়;
অনন্য, অপূরণীয়...
ua-cam.com/video/5TnX7pa1ITQ/v-deo.html
Ai gaan ta sune dekhben please....
...are bondhu kandiye dile. !!
😪😣😣😫😫😖😖😔😔😔hmmmm
World Jahan একদম ঠিক বেলা একজনই হয়............................
bela aase jibon e... chole jai sobtuku valabashar abeg taake chiniye niye... theke jai shudhu obastob opekha ☺️
২১ সালে এসেও শুনছি.... কতো অপেক্ষা আর কষ্টের পর দুজনে অবশেষে ২১ সালের মার্চের ২ তারিখ পরিবার কে সাথে নিয়ে এক হয়েছি ❤️❤️❤️
Bah.
অভিনন্দন রইল
Congratulations
Happy belated anniversary didi
@@joydeepdutta4141 ধন্যবাদ দাদা /ভাই🙂❤️❤️
"সাদা কালো এই জঞ্জালে ভরা
বাস্তবতার শহরে,
অর্থের কাছে প্রেমের সমাপ্তি।"
👏👏👏👏
Wgjshjsmsmmsnnzn🏜🏖
👏👏
দারুন লিখছেন ভাইয়া। একেবারে মনের আবেগ থেকে, একবুক ভালোবাসা নিয়ে।
😓😓😓
বিয়ে তো রোজই হচ্ছে মানুষের সাথে মানুষের নয়,
রূপের সাথে ক্যারিয়ারের ।
যেটা বেলা বোসের সাথেও হয়েছিলো ।
কিন্তু এখন তো শুধু চাকরী পেলেই হয়না, সেটা আবার সরকারী হওয়াও জরুরী।
@@হৈচৈ 127 জন সহমত ❤️
@@হৈচৈ yes
😁😁
Hmm...😔
এটা দারুন বলেছেন ।।আমাদের সমাজ এর নিয়ম টাই এখন ওরকম হয়ে গেছে ।।
দায়িত্ব কি শুধুই অঞ্জন দত্তের ছিলো?
বেলা বোসও তো পারতো চাকরী করে অঞ্জনের হাত ধরতে!🥀
bhai buke eso
Vai valo laglo apnar kotha
Hmmmm
Darun bolecho
তোমার প্রশ্নটা যথাযথ কিন্তু মেয়েরা এখন পুরুষতান্ত্রিকতার শিখলে আবদ্ধ। তোমার মতো সবাই ভাবলে পৃথিবীটা আরো সুন্দর হতো।☺️
শূন্যতায় বেচে থাকুক ভালবাসা
প্রাপ্তিতে তো শুধু অবহেলা বাড়ে
Vai tor comment ta puro gan tar thekeo valo
Vai tui ki likli ??vai jibone ar cheye valo comment r kuno dino porbona
Tapos Kumer Wow, well said!
Ata tomar nijer lekha hole....👍👍
100% 😍
এত দিন পরে কেন আবার বেলাকে মনে করাচ্ছ ভাই? যেখানেই থাকুক ভালই আছে, আগামিতে ও ভালো থাকবে। হয়তো আমি এত ভালো রাখতে পারতাম না। থ্যাংক ইউ ঋষি ভাই। বেলাকে আবার অনেক দিন পর মনে করিয়ে দেওয়ার জন্য।
susovan pandit khub kanna pache apnar koshto dekhe
Dada apnar lekha ta copi kore FB te EY ganta te comment korlam Kichu mone korben Na,apnar motoi Amar sey Eki obosta
Same thing happened with me...as Mr. Susovan.
Risi vai balar kotha mona pora galo
Tomar comnt tai amio akmot dada abar mone pore ja66e🙂🙂😓
হয়ত বেলা পায়নি তার
বুস কে। কিন্ত তার নিঃসঙ্গ চুপ থাকাটাই জন্যই গানটার রচনা হয়েছে।
কিছু অপূর্ণতার প্রাপ্তি পূর্ণতার থেকেও বেশি মূল্যবান।
ধন্যবাদ বেলা,,,,,
২০২৪ সালের মার্চ মাসের কোনও এক বৃহস্পতিবার গানটি প্রথম শুনা।
স্মৃতি রেখে গেলাম যতবার নোটিফিকেশন আসবে আমি ততবার ইই মনে করবো গানটি কে।
Apnake mone koranor jonno
চাকরির জন্যেই বেলাকে হারিয়ে ফেলতে বসেছিলাম। শেষে চাকরি পাবার আগেই বেলাকে বিয়ে করে ফেলি ফ্যামিলির অমতে। এখন চাকরি আছে, বেলাও আছে, পরিবারও সাথে আছে।
আলহামদুলিল্লাহ ♥
amar tao akoi
M I Munna. Vhalobasha obiram vhai.
❤️❤️❤️❤️❤️
Darun bhai tomar moto sahoshi cheleyder dorkar ei banglatey.
😍😍
বেকার ছেলেটাও একদিন চাকরি পায়,শুধু বেলা বোসেরা হারিয়ে যায়.....
md Mazba It's true
Kotha taa osadharon
boser banan moshers moto hole bela palabei to
Right bro
especially in a society where women are not independent and are controlled by men, aka, 'family values'...
মাঝে মাঝে বেলা বসের মতো মেয়েদেরও একটা চাকরী পেতে হয়.. তার প্রিয় কাউকে পাওয়ার জন্য...
Keno noi.?
hmm🙂
Exactly
Plot Twist ;)
True.....
এ গানটার এরকম কভার শুনে সত্যি অবাক হলাম, এত চমৎকার করে কেউ আরও সুন্দর ভাবে গলা মিলিয়ে সুর তুলে দিতে পারে তা অতুলনীয়, অবিরাম চালিয়ে যান Rishi Panda
আর এভাবেই হাজার বেলা বোস হারিয়ে যায় একটা সরকারী চাকরির অভাবে অথবা পরিস্থিতির চাপে।
আর হাজার হাজার অঞ্জন আজও অপেক্ষারত; তাদের কানের কাছে 'ভালোবাসা' কথাটা বেজে উঠলে,
চোখের সামনে সেই প্রিয় বেলা'র মুখটা আজও ভেসে ওঠে। ❤😟
💔
Raj Kumar Das... Tomr reply ta ami fb te 'Das Ariya' acnt theke post krechhi..
Reply ta অসাধারণ
rajkumar dass ..
Sobai bela hoy na .
💙💙💙💙💝💝💝💝💝💞💞💞💞💖💖💖💖💖💕💕💕💕💕💗💗💗💘💘💘💘💘💞💞💞💝💝💝💞💞💟💟💟💟💞💝💘💘💓👍👍👍👍👍👍👍👍👍👍👍
বেলাদের হারিয়ে কিছুটা উন্নতি করার পর যখন এই গানগুলো সামনে আসে,,,কিছুক্ষণের জন্যে অতিতে পিরে যাই।
আহ কত শত আবেগ ছিলো
এখন হারে হারে, বুঝতেছি!
এই গানের প্রতিটা লাইন!
এতো বছর শুধু শুনেই গেলাম, এখন বোঝলাম এই গানের লাইনের প্রতিটা শব্দে কি পরিমান আঘাত!
কি এক অদ্ভূত জীবন নিয়ে আমরা পৃথিবীতে আসি, মানুষের ভালোলাগা গুলোকে নিয়তি কিভাবে নিয়ন্ত্রণ করে কোত্থেকে কোথায় নিয়ে যায়!
অভাগা যেইদিন তাকাই ওইদিক পানি শুকায় যায়!
প্রত্যেক ছেলের জিবনে এরম দিন আসে যারা নিজের class mate কে ভালোবেসেছে । 🖤🖤🖤🖤
hmmm
Right bro...
mey der jibon a oo amon ase.. and it is a best feeling❤🌼😊😊
@@shampabiswas6349 yess🌼❤️
ভালোবেসে আজ আমি তাকে হারিয়ে একাকী জীবন কাটাচ্ছি
প্রতিটা চাকরিপ্রার্থী পুরুষের বিপরীতে একজন বেলা অপেক্ষায় থাকে..কিছু বেলা'রা এমন ফোন পায় আর কিছু বেলা'রা পায় না...🖤
সব বেলা'দের ফোনে এমন ফোন আসুক,তাদের কেউ খুঁজুক এভাবে আকুল হয়ে..🤎🤎
এই গান কোনদিন পুরাতন হবে না , যতদিন যাবে বেলা বোস তৈরী হবে এবং হাজার ও অন্জন তার বেলাকে হারাবে।🙂🙂🙂🙂
Are bela sunte peleo kichu korte parbe na ...
বেলা বাংলাদেশও 🇧🇩বেশ জনপ্রিয়। প্রতিটি তরুণের চেতনায় বসবাস তার। 💔
@Mahmudul Akash 😂😂😂
@Mahmudul Akash p
Bela k bai?
😎😎
যারা বেলাকে চিনে না তারা এই যুগের লুতুপুতু প্রেম করে এবং প্রিয় মানুষকে হারানোর ফিলিংস জানে না।
ভেবে ছিলাম গান টা অধেক শুনবো বাট কত বার যে শুনলাম জানি না।।।। ভালো থাকুক সব বেলা বোস রা🥰🥰
morning, boyhood, love, heartbreak and this song!!! ♥️♥️♥️
চাকরি পেয়েছি অক্টোবরে
বেলার বিয়ে ডিসেম্বরে 😊
Ha ha ha
😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑 kosto bujhlen naa madam 🙄
@@SaurabhSikdar ..Bujhlam...Try again another...
চাকরি ছেড়েছি, পেয়েছি, পাবো আরো আগামীতে
বেলাকেও হারিয়ে ফেলেছি এক অজানা গোধুলিতে
কিন্তু বেলা একজনই হয়;
অনন্য, অপূরণীয়...
বেলার কি অন্য কারো সাথে বিয়ে হয়েই গেলো?
কেন করতে দিলেন???
আমার বেলাকে আমিও পাইনি। ৯ বছরের সম্পর্কের পরে।আজ আমার সেই ছোট্ট বেলা মা হতে চলেছে। হ্যা আজ ভালোবাসি আমার সেই ছোট্ট বেলা কে।হোক না সে অন্যকারো।তবু ভালোবাসি।
অনেক ভুল করেছিলাম হয়তো। তবু সেই ৯ বছরের স্মৃতি গুলো আমার কাছে অনেক দামি। শুন্যতায় বেঁচে থাকুক ভালোবাসা প্রাপ্তিতে বড় অবহেলা।🙂😌
এখনকার বেলাদের জীবন থেকে অঞ্জনরা হারিয়ে যায়.... আর বেলারা অঞ্জন ফিরে আসবে এই আশায় বসে থাকে.....😊🖤
উল্টো টাই হয় 🥺
বেলা শুধু একটা গান নয়। এটা প্রতিটি ভালোবাসার মানুষদের আবেগের জায়গা , প্রতিটি শব্দ যেন নিজেদের সাথে জড়াতে ভালোলাগে। প্রতিটি শব্দ যেন মায়ায় জড়ানো।। 💙
ভালোবাসা অবিরাম 💙💙💙🇧🇩
অসাধারণ ঋষি বেলা বোস তোমার গানে পুনর্জন্ম নিলো. অঞ্জনদার এই গান একটা legendary contribution
You’re right bro.
My girlfriend was 5yrs older than me. And we got married. I sang this song at our our wedding. I love her.
You're the man's man, a dream for many you should inspire more bengali youths.
Best wises for u and ur wife🥰🥰🥰
best Wishes for both of you...😃❤
God Bless You Both❤❤❤
Congratulations!!!! Have a very happy and peaceful life .
ঠিক এই গানটার অনুভূতি গুলো আমাদের মত কিছু কিছু মেয়েদের জীবনে ঘটে চলেছে।সেই বেকার প্রেমিকের চাকরি পাওয়ার আশায় কত বেলা বসে আছে। এক প্রকার অপেক্ষা করছে। কিন্তূ সবশেষে খুব তাড়াতাড়ি চাকরি না পাবার জন্য কত প্রেমিক বেলার মতো কত প্রেমিকাকে 😒🌼 হারাচ্ছে
এই গান টার সাথে আমাদের জীবনের অনেক অনেক অনুভূতি খুঁজে পাই।।❤️❣️
2:14 "Kichu te dibona harate" this line touches the soul. Such an amazing rendition. Kudos❤️
😢😢😢
04:25 এর দিকে.....
" চুপ করে কেন,একী বেলা তুমি কাঁদছো?
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি-ই " - এই করুন আর্তনাদ টা বুকে লাগে গো ঋষি দা ! বছর দুয়েক হলো গানটা শুনছি,আজকে কমেন্ট করলাম !
ভালো থেকো..... ❤
Dadavai ektu time pele ekbar ei video ta dekhben plz 😊 asha kori bhalo lagbe 😊
ua-cam.com/video/UZfCjxmBvPg/v-deo.html
Dekhe janaben kmon laglo 😁
এভাবেই বেলা বোসে রা শুধু কথা দিয়ে যায় ছেড়ে না যাবার কিন্তু সময় হলে তারা ঠিক ছেড়ে চলে যায় শুধু অঞ্জনের চাকরি টা হয় না বলে।। এভাবেই অসংখ্য অঞ্জন শহরের বুকে হারিয়ে যায় তাদের বেলা কে হারিয়ে।।🖤
সত্যিই....সম্পর্কে 2 জনের সমান ভালবাসা থাকলেও অনেকসময় শুধুই একটা চাকরির জন্য অনেক সম্পর্কে ভেঙে যায় 🥺🥺🥺🥺🥺
একদিন আমরা থাকবো না কিন্তু আমাদের কমেন্ট গুলো থেকে যাবে।যখন আমাদের ছোট ভাই বোনেরা কমেন্ট গুলো এসে পড়বে বুঝবে বড় ভাইয়াদের কত 😍 প্রিয় ছিলো গানটি ❤️❤️❤️
Thik bolacho dada ❤️🙂😌
🖤🖤
Hmm Dada
Herat touching comment bhai......
হ্যাঁ দাদা ঠিক বলেছেন ☺
১৪ বছর বয়সে এই গানটা প্রথম স্কুলের একটা অনুষ্ঠানে শুনলাম
কেন জানি না তবে আমার প্রিয় বান্ধবীর। কথা খুব মনে পড়ছে ❤
চাকরি পাওয়া সত্ত্বেও বেলা'দের কষ্টটা 'কষ্ট হয়েই রয়ে যায় বরং সীমাহীন কষ্ট আর যন্ত্রনা নিয়েই একদিন চির বিদায় নেয়💔
একটি মন্তব্য করে গেলাম। কেউ যদি দেখে নোটিফিকেশন এলে আবার আসবো শুনতে। ভালো থাকবেন সবাই 🙂
আরেকবার শুনে যান।
Ahaa ek brishtir bikele gan ta mone a ek onnorokom i onubhuti jagolo. Onk dhonnobad ai version tar jonno❤
জীবনের বড় ভুল হলো নিম্ন মধ্যবিত্ত পরিবারের হয়ে নিজের ক্লাসমেটকে ভালোবাসা 🥺💔🥺।
তবে কাল শেষে সব অঞ্জন দত্তরায় চাকরি পায়,😎
হারিয়ে যায় শুধু তার বেলা বোস 🥺🥺💔🥺💔🥺💔🥺💔
এই গানটা কেন জানি আমার এত ভালো লাগে প্রতিদিন একবার হলেও শুনি।
বিশেষ করে ভাইয়ের কন্ঠে। ♥️♥️♥️♥️
চাকরি হয়তো একদিন ঠিক পেয়ে যাব...
কিন্তু বেলা বস ততদিনে থাকবে না!!!
কিছু মানুষ চাকরি পাওয়ার পরে পরিবর্তন হয়ে যায় আপন করে নিতে হবে বলে,,, কিছু বেলা এইভাবেই ঠকে যায় ভাগ্যের কাছে🙂
Is it just me or the pain of this song just hits the right chords..Its not whether you relate to this song or not, but how beautifully the song has described like an entire lifetime in these few lines.. You can imagine the plight of the lover right infront of your eyes..It captures you, moves you to the core.. I have recently listened to this song and have come back to this time and again... Hats off to the power of storytelling through music !! What terrific rendition! !!And of course what a voice!!!
প্রতিটা লাইন একদম যেনো জীবনের সাথে মিলে যায়💚
দারুন কাভার করেছেন। অঞ্জন তো অঞ্জন, তাকে তুলে রেখে শুনলে খুবই ভালো লেগেছে। কিন্তু একটা মিস্টেক, "কান্নাকাটির ঝগড়াঝাঁটির না হয়ে কান্নাকাটির হললাহাটির" হবে বোধহয়। ❤
This song is a story of a boy who works hard to get his love. Every word describes his struggles throughout..
Aaaw.
valo engles boleco
"আর কিছুদিন পরে বেলা মুক্তি"
এই মুক্তিটাই আমরা ছেলেরা পেয়ে উঠি না, তাই তো প্রিয় বেলা হারিয়ে যায়.... :)
Onek khetre amar moton meye rao peye othe na ei mukti ta ..!! 🙃🙃🙃
গানটা বাঙালী ছেলেদের একাংশে চাকরী পাওয়ার জেদটাও বাড়িয়ে তোলে ❤️
আমার বেলা বোষটিকে আমি হারিয়ে ফেলেছি বেশ কিছু মাস হলো.. তাকে হারিয়ে ফেললেও তার দেয়া সৃতিগুলো আজীবন রয়ে যাবে আমার সাথে। ভালো থেকো আমার বেলা।
বেলা আর শুনবে না এই অসহায় কান্না
বেলারা হারিয়ে যায়
চাকুরীটাও একদিন আসে শুধু বেলারা হারিয়ে যাওয়ার পর।
আমি নিজেও জানি না এই গান টি আমি কতবার শুনেছি গানটা সত্যি অনেক HEART TOUCHING SONG❤️
দাদা, কি দারুণ গলা তোমার।বেশ অন্যরকম গলা।অসাধারণ লাগলো গানটা।আরোও দারুণ দারুণ গান শুনতে চাই।
ei bela
@@rimehedi4981 rbyngbjjdh
Mhg ifl cjc blog jkvmvjbmckfkfkxjhhgkhhh... Kkhkckvn.
কখনো কখনো বেলা বোস অপেক্ষায় থাকে,কিন্তু তার অন্জনের নম্বরে কানেক্ট হয়না। হারিয়ে যায় সংযোগ।
যাকে ভালোবাসি তাকে বলতে পারি না তবে এখন আর বলতেও চাই না। ভুল বুঝে যদি ভুলতে পারে তবে এতে তো কোনো ক্ষতি নেই । থাকুক না কিছু অপূর্ণ। শুধু মানুষ টা ভালো থাকুক এই দোয়া করি ❤️❤️
প্রতিটি মুহূর্তে এখন এই গান টা সঙ্গী হয়ে গেছে । 💝
এই গান টার প্রতি আমি এতোটাই আসক্ত হয়ে গেছি🙂 মন ভালো থাকলেও এই গান টা শুনি মন খারাপ থাকলেও এই গান টা শুনি, ২৪ সালে এসেও আমার মতো কে কে এই গান টা শুনেন সারা দিয়ে যাবেন😇😇
দারুণ অসাধারণ 👌👌👌👌 নতুন করে আবার বেলা বোসের প্রেমে পরে গেলাম thanks to u love u অনেক অভিনন্দন 👍👍👍👍
Bela bose song is extremely real, but really Bela amar jannye apekkha kore chilo. Thanks anjan da for your phycological view.
চাকরিটা নেই বলে তোমাকে আর পাওয়া হলো না 🙂 দুজনই হেরে গেলাম পরিবার আর বাস্তবতার কাছে। তবে তুমি আছ, তুমিই থাকবে 💚
Jokhon e gaan ta shuni , ami feel kori sei bela bose er jayga ta mone hoy jeno keo amakei ei kotha gulo bolche . The song is so heart touching just loved it ❤️
শুধু চাকরির জন্য,নয় পরিবারের অসস্মতির জন্যেও অনেক বেলা বোস হারিয়ে যায় তার প্রিয় মানুষটার জীবন থেকে ।।❤️
Hmm just like us😭😭😭
প্রতিটা অলিতে গলিতে হাজার হাজার বেলা বোস তাদের সংসার চালিয়ে যাচ্ছে,
এরকম গান শত সহস্র রচিত হচ্ছে।
এটার ধারাবাহিকতা বজায় থাকবে যত দিন পৃথিবী দৃশ্যমান আছে।
এক কথায় তোমার সুরে জাদু আছে ।মন ছুঁয়ে গেলো❤️💖
যতদিন যাবে বেকারত্বের হার বাড়তে থাকবে! অনেক বেলা অবেলায় হারিয়ে যাবে। হাজাও বেলা হারিয়ে যাবে। সেই সাথে গানটাও জনপ্রিয়তা পাবে বেশ! কেউ যেনো বেলা কে না হারায়। বেলাকে নিয়ে সুখে থাকুক সবাই। 💔💔
10 years relation then বিয়ে 🤭 এরম ভাগ্য কয় জনের থাকে ,,, এরম ভাগ্য সবার আসুক লাইফ এ
Onek kichui mone pore jay.. ganer kothate.. jegulo khub e sottie ... kintu prokash kora jay na sudhu.. ghumer moddhei theke jay sob.
কতো কর্মময় ধ্বনির সংকেত
ধুক্ ধুক্ ওঠা নামায়
ফেলে এসেছি যাকে
তরঙ্গের উৎসমূলের দিকে,
ফেলে এসেছি তোমাকে
মোহনার কাছাকাছি এসে।
কতো চেনামুখ প্রশ্বাসে মিশে আছে
কতো অমরত্ব নিরাকার হ'য়ে গেছে
অসংখ্য সময়ের স্রোতে--,
স্মরণ হাঁতরে চলি
'তোমাতে' 'আমাতে'।
অনবদ্য গান। ভালো থাকুক সুরেরা।। 🌿
চাকরী + ব্যবসা দু'টোই আছে কিন্তু আমার সেই বেলা আজ আর বেচে নেই.... সবাই দোয়া করবেন.... 😭😭😭😭😭😭
😪😭
😅😅😅😅😅😅
এটা কোনো ভাবেই গান হতে পারে নাহ,! এটা তো এক বুক হতাশা,কষ্ট আর সামান্য একটা চাকরির জন্য প্রিয়তমাকে হারানো অসহ্য যন্ত্রনার রক্তক্ষরন😔
গান শুনলেই চোখ দুটো জলে ভিজে যায় নিজের অজান্তেই ♥️♥️♥️♥️
I was mesmerized by ur song..No words..U brought out all the emotions through the song , which was needed..Ur voice & the music both were outstanding..God bless u...
অনেক কঠিন সত্যি চাকরি না পেলে বেলা ছেড়ে যাবেই 🥺💔
অসাধারণ!অঞ্জন দা কে এভাবে কাউ কে এক্সপেরিমেন্ট করতে দেখিনি!
দারুন...... ❤❤❤
২০২০ তে এই গানটি কেউ শুনছেন।
হ্যালো.. এটা কি 2 44 11 39 ....?? ❤❤❤
Ami
Ganta jotoi Puraton holeo amar moner moddhe ei gantar Jonno alada jayga
Me
ajkei sunlam
❤❤❤
একটা চাকরির জন্য এরকম কত বেলা বস, হারিয়ে গেছে, হারিয়ে যাচ্ছে।
আহ্ বেলা বোস!🥺🖤
একজন বেকার প্রমিকের চাকরি হওয়ার সম্ভাবনা যতো কমতে থাকে.
তার প্রেমিকের বিয়ে হওয়ার সম্ভাবনা ততো বাড়তে থাকে😊💔
Rishi Panda, you have a fantastic voice and excellent control over your voice. What a wonderful acoustic treat
Rishi apnar shob gaani motamoti ami shuni ebong ekbat shuni bohubaaar shuni apnar presentaione onek gaaner proti bhalolagar tibrota onek barie o dieche
Kintu eita BelaBose
Ei gaanta 90 's er aloron ,biplob,bhalobasha aro koto ki r ekhanei Anjan is Anjan
Eta bodhoy o chara r jst kaoke bhaba jaena.Thanks Anjan
আজ করা করা TET Exam টা দিয়ে গানটা শুনতে!!আর বলতে ইচ্ছে করছে...বেলা তোমার অপেক্ষার প্রহর শেষ!!!!🩷🩷🩷
I just cried..... Thank you for the tears, I needed them
বেলা এখন আমার সাথে❤❤❤
😍😍😍😍... Er pore 'sei tumi keno ochena' r cover expect korchi...
You have an amazing voice. I hope you will sing “Ei Raat Tomar Amar” some day.
Rishi da always darun ❤lots of love dadavai onk valobasa roilo dadavai❤❤
সবার জীবনেই একটা বেলা বোস ছিলো ❤️
আমি ভেবেছিলাম শুধু আমার জীবনে এমন ঘটনা ঘটেছে। কিন্তু এখানকার commentপড়ে বুঝতে পেরেছি না এটাই স্বাভাবিক। আমি যটা ভেবেছিলাম ওটাই অস্বাভাবিক,,,,,, কেউ কথা রাখেনি,,,,,
Darun Mon bhore galo
felt good... chords were quite impressive 👌🏻 and that 'hello' 😍
দিন না ডেকে বেলাকে একটি বার-That line touches many hearts.
Khub sundor ashadharon ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
এই শহরে প্রতিনিয়ত বিয়ে হচ্ছে..🥀
তবে মানুষের সাথে মানুষের না..🤣
ক্যারিয়ারের সাথে সাদা চামড়ার🦧
👌👌
নতুন আঙ্গিক। তবে অঞ্জন দত্তের গানের উত্তেজনাটা নেই। বড় বেশি শান্ত, সুশীল ভাব।
এই গানটায় তো এই আবেগটাই আসল।
যতো শুনি ভালোই লাগে,,
একটা চাকুরীর অভাবে বেলাকে হারিয়ে ফেলতে পারি,
আল্লাহ সহায়।
Chakri ta toh pe gechi..
Belaa o acchae...
kintu Surnaame ta change hoegech...
taai ar distrub korlamna
Besh toh !
Oh😔
😢
😭😭😭😭😭
Disturb korley r ki jay ase ekhon to hordom i divorce
বেলা রাও অপেক্ষা করে, খাঁচা থেকে বের হয়ে প্রেমিকের সাথে চড়ুই পাখির ঘর বাঁধতে চায়।নিজের মানুষ টাকে নিজের করে পেতে চায়❤️
সত্যি কী তাই হয়?😔
সম্পুর্ন গানটি এইমাত্র শুনলাম। চমৎকার একটি সৃষ্টি।
I love this song .just osamm kono kotha hoba Na...☺️
Darun ...
প্রতিটা মেয়ে যে এক জনকে খুব করে চেয়ে থাকে। সে অধীর অপেক্ষা করে হয়তো তার প্রিয়তম একদিন বলে উঠবে,,,, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি 🥀
Ato sundor Ai gaan💙💚💜●●●●●● R Tmr Voice O ❤❤❤❤Lovely💛💛💛💛
-1 years later, If you're still watching this you're a legend.
আমি হারাতে চাই না, আমার জন্য দোয়া করবেন একটা জব যেন হয়ে যাই।
অবশ্যই পাবেন