গানটি ৬ বছর থেকে শুনছি তবে কমেন্ট করলাম ৬ বছর পর- আবার কেউ যদি লাইক দেয় তাহলে আমার কাছে নোটিফিকেশন যাবে- আবার শুনবো। গানটির সাথে মাধ্যমিক লাইফ এর মিল আছে- অনেক মিছ করি সেই সোনালী দিন গুলি
হয়তো আমরা এখন গানটার সম্পূর্ণ অর্থ বুঝতে পারছি না।কিন্তু আজ থেকে ঠিক ১০ বছর পরে যখন আমরা বন্ধুশূন্য হয়ে যাবো তখন গানটার প্রতিটি কথা আমাদের জীবনের সাথে মিশে যাবে।
বিনা সার্থের সম্পর্ক ছিলো বন্ধুত্ব কিন্তু এখন এই সম্পর্কটাও সার্থের কাছে তুচ্ছ, এই গানটা শুনলে সেই বন্ধুদের মনে হয় যাদের সাথে এখন কোনো যোগাযোগ নেই, শুধু হৃদয়ে রক্তক্ষরণ হয়
SSC Exam দিলাম ২০২০ সালে পরিক্ষার শেষ দিন পযন্ত ও আহ কি সুখ শান্তি কত আড্ডা,এর আগে এই গানের লিরিক্স গুলো বুঝতামই না, এখন চোখ দিয়ে একাই পানি বয়ে পড়ে, আমরা যে যেখানেই থাকি তখন তার মর্ম গুরুত্বপূর্ণ বুঝিই না, যখন দূরত্ব হয় তখন সব অনুভব হয়। দিন বেড়ে চলতে চলতে পুরোনো দিন পুরোনো সৃতি গুলো বড্ড ব্যাথা দিচ্ছে, গত ৩ বছর, ভিন্ন ভিন্ন কলেজ, এরপর ভিন্ন ইউনিভার্সিটিতে, কেউ বা বেকার, কেউ চাকরিতে আছে ৷ তবুও এখনও বছরের কয়েকবার এক সাথে আড্ডা হয় ক্ষণিকের জন্য, তবুও কি তৃপ্তি পাই আহ ❤ জানি না এভাবে কত বছর চলবে, তবে বয়স ৫০ এ ও এই গানটা শুনবো গানের রেশ কমবে না। যুগযুগ এই গানটি বেঁচে থাকবে। বন্ধুত্ব সুন্দর, ওরা যেখানেই থাকুক ভালো থাকুক, ভালোবাসা রইলো ❤️ কমেন্টে আপনার একটা লাইক দিলে আবার গান টা শুনে যাবো, গানের মাঝে বন্ধুদের ফিরে পাই ❤
Same batch...but i lost all my friends... I am in Canada, two in the UK and one in the USA. Some on BD but I don't know when i can go back to My Country. I have no idea 😢 I will miss you all man 😅
আগেও অনেক বার শুনেছি । আজকে যখন রাতে হেড ফোনে শুনলাম, গানের লাইন গুলো এতই ভারি ছিল যে চোখের জল আটকাতেই পারলাম না । ধন্যবাদ বহুব্রীহি এত অসম্ভব সুন্দর গান উপহার দেওয়ার জন্য ।
প্রাইমারি স্কুলের কলম খেলা ঝগড়া গ্রুপিং স্কুল ছুটির পর কে আগে বেড় হবে হাই স্কুলে উঠে মিস করতাম.. হাই স্কুলে পা রাখতেই প্রথম প্রথম খুব চুটিয়ে ক্লাস করতাম.. ক্লাস সেভেনে দুই প্রিয় বন্ধু একজনের প্রেমে গেছিলাম.. বন্ধু আমার তা জেনে গুটিবাজি শুরু করে দিল অনেক লম্বা কাহিনি 😊 টিফিনের সময় চুরি করে প্রায়ই চলে যেতাম আড্ডা দিতে...ক্রিকেট খুব পছন্দ করতাম স্কুল ফাকি দিয়ে বন্ধুদের নিয়ে কতো খেলতাম তার হিসেব নেই.. স্কুলে আমাদের গেং ছিল অন্য পক্ষেরও ছিল কতো ঝগড়া করতাম পাওয়ার দেখানোর জন্য.. ভালোবাসি বন্ধু তোদের💝💝 ক্লাস নাইনে প্রেমে সাক্সেস হয়ে যাই😍 তারপর থেকে টিফিনের সময় পালানো বন্ধ.. দোকান থেকে চকলেট বিস্কিট ব্লা ব্লা এনে আমরা শেয়ার করে খেতাম আরও কত'কি🤫সে এখন বিদেশি সাক্সেসফুল ছেলের বউ 😊 অনেক মজাদার কাহিনি ছিল স্কুল লাইফে বলতে থাকলে বোরিং হয়ে যাবেন🤐 তবে স্কুলে থাকতে প্রায়ই ভাবতাম কলেজে কখন উঠবো স্কুল ভালো লাগেনা... এসএসসি দিয়ে সেই আশাও পূরণ হলো মোটামুটি নাম্বার পেয়ে উঠে গেলাম কলেজে... প্রথম প্রথম অনেক বোরিং লাগত তেমন বন্ধু ছিলনা,, স্কুলের বন্ধুদের খুব মনে পরত.. আসতে আসতে বন্ধু হওয়া শুরু করলো। আমার কাছে কলেজ লাইফটা অনেক মজাদার ছিল.. কলেজের কেন্টিনে প্রতিদিন বন্ধু বান্ধব মিলে চা নাস্তা সিগারেট খুব চলত মামার কেন্টিনের চা না খেলে যেন কলেজটাই পানসা পানসা লাগতো.. ফ্রেন্ড লিস্টের গন্ডিটা অনেক বড় ছিল আমার কলেজে প্রচুর ঝগড়া হয়েছে মেয়ে নিয়ে সে অনেক লম্বা স্টুরি বুঝে নিবেন... আস্তে আস্তে কলেজ লাইফের'ও সময় ফুরিয়ে গেল.. তারপর ভার্সিটিতে এডমিটের পালা আমার সার্কেলের মধ্যে ইন্টারমিডিয়েটে আমার পয়েন্ট কম আসছিল .. পাব্লিক ভার্সিটিতে এপ্লাই করতে পারিনি সবাই কেমন ছড়িয়ে ছিটিয়ে গেলাম তখন খুব কষ্ট হয়েছে.. যাইহোক বাস্তবতার সাথে তাল মিলিয়ে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এডমিট হয়ে গেলাম.. তখন পড়াশুনা একদম করতাম না বললেই চলে... বন্ধ বান্ধব মিলে শুধু ঘুরাঘুরি করতাম নতুন নতুন জাইগায় যেতাম অনেক বেশি ট্যুর দিতাম পুরোপুরি এনজয় করতাম.. আমাদের সার্কেলের একটা ছিল হের কাজ ছিল মেয়েদের পিছু ঘুরঘুর করা অনেক গুলো রিলেশন করা আরেকটা ছিল ঝগড়াটে শুধু ঝামেলা করতো.. আমি ছিলাম অনেকটা ভদ্র মানে মেয়েদের সামনে অনেক লজ্জা পেতাম তেমন কথা বলতাম না.. তবে আমার সার্কেলের মেয়েরা যানে আমি কি🙄 ভাবতেছেন আমার জীবন বৃত্তান্ত তুলে ধরলাম 🙂 আসলে গানটা শুনে আমি আমার ভাবনায় অতীতে চলে গিয়েছিলাম তাই ভাবনাতেই লিখে ফেললাম 💝💝 বিবিএ ফাইনাল ইয়ার চলে কিন্তু অনুভব করতে পারতেছি কতটা মিস করবো 🙂 ভালো থাকবেন সবাই 💝
Khub valo laglo story ta. Amio ei bochor college uthlam 1st year, kintu coronar jonno college start hoini ekhono amr, ar bondu der sathe jhogra korar por kotha bola oh boddo, tai vabchilam new new college a jabo kono bondu hobe ki amr tarpor apnar comment dekhlam porlam khub valo laglo, gantar sathe porte 💟
গানটা যতবার শুনি ততবারি যেন সেই ক্লাস ৭-৮ এর কথা মনে পড়ে যায়।।আটজন বন্ধু, টিফিনের সময় দৌড়ে মীম রেস্টুরেন্টে গিয়ে আটটা চেয়ার বুক করে ফেলতাম,এক ঘন্টা আড্ডা, স্কুল ঘন্টার শব্দ শুনে দৌড়ে আবার স্কুলে ফিরতাম।।আর এখন আটজন ফ্রেন্ড এর মধ্যে বন্ডিং টাই নেই🥺
চাচ্চু কান্না ভেজা চোখে একদিন বলছিল টাকা সব না, সমস্ত অজুহাত বাদ দিয়ে বন্ধুদের সঙ্গ, লেখাপড়া দুইটাই ঠিক রাখবি, দেখবি যেদিন দাদুর মত হবি সেদিন তুর অনেককিছু ই থাকবে ❤❤ অাজ হাড়ে হাড়ে কথাটার মর্ম বুঝতে পারছি বলেই রাত ৩:৫৩ এ সার্চ দিয়ে এই গান শুনছি। করোনার এইদিনে হয়ত কাল নাও থাকতে পারি পরবর্তী প্রজন্মের কেউ হয়ত এসে দেখবে এই কমেন্ট ❤
প্রতিদিন গানটা শুনি আর চোখের জল আটকাতে পারি না।। প্রেমেতেও অতটা বেদনা নেই যতটা না বন্ধু বিচ্ছেদে।।। তাই এই গানের cover-এর মাধ্যমে সেই বেদনাকে কভার করার চেস্টা করে চলেছি প্রতিনিয়ত 😶
আসসালামুু-আলাইকুম।।। ♦ক্যামেরা দিয়ে গণিত প্রশ্নের ছবি তুল্লেই গণিত প্রশ্নের সমাধান!!!! ua-cam.com/video/2vsNDuBPhz0/v-deo.html ♦অপরিচিত জায়গায় যেতে গুগল আপনাকে সহায়তা করতে পারে মোবাইলে মাধ্যমে!!!! ua-cam.com/video/PsWfqkkKQB0/v-deo.html ♦Automatic ভাবে আপনার ছবির পিছনের স্থান বা সুন্দর ব্যাকগ্রাউন্ড chenge করুন সহজেই!!! ua-cam.com/video/Nyv3FTtqUOE/v-deo.html ♦Manike mage Hithe how make to Green-Screen video ua-cam.com/video/ilTMItPY0SM/v-deo.html&feature=share ♦Vpn ua-cam.com/video/Qay2qpzvszs/v-deo.html&feature=share
গান টা শুনার সাহস পাইনা । মন খারাপ হয়ে যায় , চোখের পানি ধরে রাখা যায় না । তবে মাঝে মাঝে সাহস করে এই গান টা শুনে মন খারাপ করতে ও ভালো লাগে। অসাধারণ গেয়েছেন ভাইয়া । বহুব্রীহি ❤️
জানি না কেন গান টা শুনলে চোখে জল আসে...সত্যি সেই সহজ সরল প্রাণখোলা হাসি আর নির্ভাবনায় কাটানো দিন গুলো ব্যস্ততায় যেন হারিয়ে ফেলেছি...সত্যি আজ আর নেই..
এই গানটার মর্ম বুঝতে আমার পাঁচ বছর সময় লাগে। এখন এই গানটা শুনলে পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যেগুলো কখনো ভোলার মতো নয়। জানিনা কার কি মনে হয় কিন্তু আমার এই গানটা শুনলে কলেজ লাইফের স্মৃতিগুলো মনে পড়ে। কমেন্টে রেখে গেলাম কোন এক সময় আবার স্টল করে যদি সামনে আসে স্মৃতিগুলো মনে পড়বে। ১৭/০৮/২০২৩
13 million views . Must be famous song Reminiscing about times, gossiping in the coffee house which is no more. Where did all golden twilight got lost; its not there anymore. Nikhilesh is in Paris and Moidul in Dhaka they don't feature in news anymore. The guitarist of Grand (Hotel) Goanese D'Souza is taking rest in sepulcher. Etc. Song by Manna Dey Good to know Goanese and Dsouza name exist in Bengali Song হুঁউম... উঁ... ম... উঁ... ম... উঁম উঁম উঁম... কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই লারা লাল লা লাল লা লা লা লা লা, লালা লা লা নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে নেই তারা আজ কোন খবরে গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায় অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে জীবন করে নি তাকে ক্ষমা হায় কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো লাখ্ পতি স্বামী তার হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে গাড়ীবাড়ী সবকিছু দামী তার আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই লারা লাল লা লাল লা লা লা লা লা, লা লা লা একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চারমিনারটা ঠোঁটে জ্বলতো কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলতো রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই লারা লাল লা লাল লা লা লা লা লা, লালা লা লা কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেলনা সে প্রতিভার দামটা অফিসের সোশ্যালে 'অ্যামেচার' নাটকে রমা রায় অভিনয় করতো কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো ওঃ ওঃ ওঃ কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই সেই সাত জন নেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি শুধু সেই সেদিনের মালী নেই কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে কত স্বপ্ন মেঘে ঢেকে যায় কত জন এল গেলো, কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায় কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই উঁহুহুঁ লা লাল লা লা লালা লা লালা, লা লা লা কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই
আজ বন্ধুরা একেক জন একেক জায়গায়। আগে এক সাথে সবাই বসে গানটা শুনতাম আর বলতাম আমরাও এক দিন ব্যস্ত হয়ে যাব। যতবার গানটা শুনি মনে অনেক স্মৃতিই ভেসে আসে। ধন্যবাদ মান্না দাদা ও আপনাদেরকে এত সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য।
আমি কমেন্ট করে যাচ্ছি! যাতে অনেক বছর পরে যখন কেউ এই কমেন্টে লাইক করবে আর আমার কাছে নোটিফিকেশন যাবে আর তখন আমি এই মাস্টারপিস গানটি আবার শোনার সুযোগ পাই & আজকে আমার ১৬ জন বন্ধু আছে যাদের ছাড়া আমার একটা দিন যায়না। হয়তো একদিন বয়স যখন ৩০+ হবে সবাই এমন গান শুনে একজন আর একজনকে মিস করব/
I really liked the fact of how you kept the traditional style and hookup point of this original song yet made it in your own way.... Really a absolutely fantastic combination of modern and old taste and you people blended it fairly awesome
আমাদের বন্ধুদের দলটি সেই স্কুল থেকে , ২০ টি বছর আমাদের প্রাণবন্ত আড্ডা, হাসি আনন্দ, সুখে দুঃখে পাশে থাকা যেন আমাদের নিয়ম রুটিন হয়ে গিয়েছিল। একটা সময় কেউ দেশের বাইরে চলে গেল, আর যারা দেশে আছে চাকরি জীবনের ব্যস্ততার কারণে হয়ে উঠেনা একসাথে পথ চলা। কিন্তূ সবাই মিশে আছে প্রাণে। আশা নিয়ে পথ চলেছি, হয়তো একদিন আবার আমরা এক হব, আবার হবে সেই প্রানের আড্ডা, হাসি, আনন্দ। সেই অপেক্ষায় রইলাম আমি - চট্টগ্রাম, বাংলাদেশ থেকে।
बहुब्रीही का समर्पण, एक सुंदर उपहार, मन्ना डे की विरासत का सम्मान हर बार, कॉफी हाउस की अदाओं में बसी है यादों की मिठास, बहुब्रीही की धुनों में है प्रेम और भक्ति का सुवास।
এই পৃথিবীতে যত মানুষ আসোক না কেন, সবার জীবনের সাথে এই গানটির বাস্তবতা মিলে যাবে। কমন্ট করে গেলাম, ১০০ বছর পর নতুন প্রজন্ম যখন আসবে তখন আমিও এই গানের প্রেমে পরেছিলাম, আমি শাহ কামরুল হাসান জিহাদ ২৬ বছর বয়সে এই গান ১০০+ শুনেছি ১১:১১ পি এম
অনেক প্রিয় একটা গান 💙 যখন একা থাকি মন খারাপ থাকে তখন এই গানটাই শুনি। মনের অজান্তেই চোখের কোনায় পানি জমা হয়ে যায়। কিছুক্ষণের জন্য হারিয়ে যাই সেই পুরনো স্মৃতির গহব্বরে।
এই নিয়ে অনেক বার গানটা শুনলাম। হোট করেই গানটার কথা মনে হয় তখন দেখি, তাই আজকে স্মৃতি হিসেবে রেখে গেলাম। একদিন হয়তো আমার লাইফেও এমন দিন আসবে, সেদিন হয়তো আজকের এই কমেন্টটা দেখে অনেক কিছুই মনে পড়বে 😊
আপাতত লকডাউন । মনে পড়ে সেই দিনগুলো কলেজ শেষে বন্ধুদের সাথে কফি হাউস এ বসে আড্ডা কত্তো আনন্দ 🙃🌼। আবারও কি আসবে সেই দিনগুলি ! নাকি জীবন্ এখানেই শেষ ! ❤️🌻
অসাধারণ একটি গান বারবার শুনতে ইচ্ছে করে হারিয়ে যাওয়া দিন গুলো তে ফিরতে মন চায় কিন্তু ভাগ্যের পরিহাস সবাই যার যার কাজে ব্যস্ত,,একসাথে আড্ডা দেওয়া শত দুষ্টুমি আজকে সবকিছুই স্মৃতি। এক কথায় গানটি শুনলে শৈশবে ফিরে যাই এবং হৃদয় কম্পিত হয়
Just wow!!..Nice Voice... সবাই শুধু তাদের পুরনো দিনের কথা মনে করছে।।।কিন্তু আপনাদের নিয়ে কেউ কিছু বলে নাই।।কন্ঠ টা।।।বাজনা গুলা।।।একেবারে পারফেক্ট লেগেছে।।। খুব সুন্দর।।মাঝ রাতে কানে হেডফোন দিয়ে শুনলে খুব লাগছে😊😇
Bahubrihi is a Bangladeshi Acoustic Band.. আমি জাস্ট google করে জানলাম.. band র গায়ক র ফ্যান হয়ে গেলাম(name jnina)... দুর্দান্ত গেয়েছো.. #❤❤❤❤ from INDIA..
আসলে পৃথিবীর নিয়মটাই এমন। ছোটবেলাই ২০ টাকার বল কিনতে সব বন্ধুদের থেকে টাকা নিতাম।কিন্তুু আজ এই রকম হাজারখানেক বল কিনার টাকা থাকলেও সব বন্ধুদের এক সাথে জর কারার ক্ষমতা আজো আমার হয় নাই।
যখনি তার কথা খুব মনে পড়ে আমি এই গানটা শুনতে চলে আসি। প্রথম যেদিন তার সাথে দেখা সেদিন এই গান টা বাজছিল রেস্টুরেন্টে। মুহুর্তটা এত ম্যাজিকেল ছিল। গানটার মতই, আমার ভালবাসাও কোথায় যেনো হারিয়ে গেছে। 😓
You seems to be from Bangladesh..all of you did a great job brothers...come to Kolkata..I want to give you a treat in coffee house...love from Kolkata❤️
@@BohubrihiTheBand অসাধারণ গেযেছেন গায়ক। গান টা শুনে মনে হয় জিবন টা কে আবার যদি সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারতাম নতুন করে কতোইনা ভালো হতো। শুভকামনা রইল #বহুব্রীহির গায়ক ও টিমের সকলের জন্য।।।
I am not a Bengali but from the moment I heard the song and searched for translation.....I have tears in my eyes as of the song is about me....I am 53 now and only have some rich, precious 💕 and priceless memories of loved friends of mine.😢
একদিন আমরা ও কালের গর্ভে হারিয়ে যাবো!!কিন্তু স্মৃতিগুলো থেকেই যাবে! বুড়ো বয়সে স্মৃতিগুলো মনে করে বার বার শিহরিত হবো,আর ইডিয়ট গুলোরে মিস করে দু-এক ফোঁটা চোখের জল ফেলবো!! আহ্,একদিন এ সময়গুলো হারিয়ে যাবে আমার সাথে করে!! আর ভাবতে পারছি নাহ!!উফ্,নিশ্বাস বন্ধ হয়ে আসে!!
ধন্যবাদ সবাই কে!! আমাদের জীবনের সময়কাল যেহেতু খুবই কম,তাই আমাদের সবার সাথে মিলেমিশে থাকা দরকার!!সবার মাঝে ভালোবাসা বিলানো এবং অন্যের উপকার করাই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া ঊচিত!!
আমিই মনে হয় সবচেয়ে কম বয়সেই(১৬-১৭) এই গানের মানের অনেকটা বুঝেছি। কারণ জীবনের এই অতি অল্প সময়েই কয়েকবার ছেড়ে আসতে হয়েছে আমার আবেগ-মায়া-অনুভূতি গুলোকে।কারণ একটাই বাবার চাকরির কারণে কখনো রয়েছি দেশের দক্ষিণে কিংবা উত্তরে। খুব মিস করি বন্ধু নামক ওই প্রাণীগুলারে। মিস করি চায়ের দোকানে আড্ডায় তোলা ঝড়টাকে।🙂
Listen to Bohubrihi's new album: ua-cam.com/video/p3FQDlMfRNM/v-deo.htmlsi=-QSUoqvouKdMSsUL
M😅
4:55 😅😅
@bidita😅sart2150
গানটি ৬ বছর থেকে শুনছি তবে কমেন্ট করলাম ৬ বছর পর- আবার কেউ যদি লাইক দেয় তাহলে আমার কাছে নোটিফিকেশন যাবে- আবার শুনবো। গানটির সাথে মাধ্যমিক লাইফ এর মিল আছে- অনেক মিছ করি সেই সোনালী দিন গুলি
Hi vai
হয়তো আমরা এখন গানটার সম্পূর্ণ অর্থ বুঝতে পারছি না।কিন্তু আজ থেকে ঠিক ১০ বছর পরে যখন আমরা বন্ধুশূন্য হয়ে যাবো তখন গানটার প্রতিটি কথা আমাদের জীবনের সাথে মিশে যাবে।
Hehhrjd
100% মনে পড়বে এবং দুচোখ দিয়ে পানি ঝরে পড়বে
@@mdfaisalahmedfoisal2065
বিনা সার্থের সম্পর্ক ছিলো বন্ধুত্ব কিন্তু এখন এই সম্পর্কটাও সার্থের কাছে তুচ্ছ,
এই গানটা শুনলে সেই বন্ধুদের মনে হয় যাদের সাথে এখন কোনো যোগাযোগ নেই,
শুধু হৃদয়ে রক্তক্ষরণ হয়
SSC Exam দিলাম ২০২০ সালে পরিক্ষার শেষ দিন পযন্ত ও আহ কি সুখ শান্তি কত আড্ডা,এর আগে এই গানের লিরিক্স গুলো বুঝতামই না, এখন চোখ দিয়ে একাই পানি বয়ে পড়ে, আমরা যে যেখানেই থাকি তখন তার মর্ম গুরুত্বপূর্ণ বুঝিই না, যখন দূরত্ব হয় তখন সব অনুভব হয়। দিন বেড়ে চলতে চলতে পুরোনো দিন পুরোনো সৃতি গুলো বড্ড ব্যাথা দিচ্ছে, গত ৩ বছর, ভিন্ন ভিন্ন কলেজ, এরপর ভিন্ন ইউনিভার্সিটিতে, কেউ বা বেকার, কেউ চাকরিতে আছে ৷ তবুও এখনও বছরের কয়েকবার এক সাথে আড্ডা হয় ক্ষণিকের জন্য, তবুও কি তৃপ্তি পাই আহ ❤ জানি না এভাবে কত বছর চলবে, তবে বয়স ৫০ এ ও এই গানটা শুনবো গানের রেশ কমবে না। যুগযুগ এই গানটি বেঁচে থাকবে। বন্ধুত্ব সুন্দর, ওরা যেখানেই থাকুক ভালো থাকুক, ভালোবাসা রইলো ❤️
কমেন্টে আপনার একটা লাইক দিলে আবার গান টা শুনে যাবো, গানের মাঝে বন্ধুদের ফিরে পাই ❤
Same batch...but i lost all my friends... I am in Canada, two in the UK and one in the USA. Some on BD but I don't know when i can go back to My Country. I have no idea 😢 I will miss you all man 😅
"একই সে বাগানে আজ এসেছে নতুন কুরি তবু সেদিনের তো মালি নেই " ।।। masterpiece.....line...❤❤❤
2052 সালের জন্য একটা কমেন্ট করে গেলাম,আজ থেকে 30 বছর পর কোনো এক সন্ধ্যায় একাকি বসে যখন এই গানটি শোনব,তখন মনে পড়ে যাবে জীবনের ফেলে আসা কিছু স্মৃতি🍁🥀🖤
Sotti onek din por abar sunlam
Jibon er shomoi forea ashche
Jodi keo ei comment er reply dei beche thakle dekbo😢😢😢
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আগেও অনেক বার শুনেছি । আজকে যখন রাতে হেড ফোনে শুনলাম, গানের লাইন গুলো এতই ভারি ছিল যে চোখের জল আটকাতেই পারলাম না । ধন্যবাদ বহুব্রীহি এত অসম্ভব সুন্দর গান উপহার দেওয়ার জন্য ।
এই গান বুকে এসে আঘাত করার জন্য বৃদ্ধ বয়সের অপেক্ষা করতে হয় না😊😅
ছাত্র জীবন শেষ হলেই বোঝা যায়🥺❤️
Hmm vai
হুম
𝓡𝓲𝓰𝓱𝓽
যতোই বয়স বাড়ছে আমাদের, পুরোনো হচ্ছে গান টা
ততই যেনো এই গানের কথাগুলো বেশি স্পষ্ট হয়ে উঠছে আমাদের কাছে🙂
eta ekdom thik blechen chotobelai ei gan sunte bhalo lagto na atota but ekhan chok dia jol pore
😊❤
akdom dada 😢
প্রাইমারি স্কুলের কলম খেলা ঝগড়া গ্রুপিং স্কুল ছুটির পর কে আগে বেড় হবে হাই স্কুলে উঠে মিস করতাম..
হাই স্কুলে পা রাখতেই প্রথম প্রথম খুব চুটিয়ে ক্লাস করতাম.. ক্লাস সেভেনে দুই প্রিয় বন্ধু একজনের প্রেমে গেছিলাম..
বন্ধু আমার তা জেনে গুটিবাজি শুরু করে দিল অনেক লম্বা কাহিনি 😊
টিফিনের সময় চুরি করে প্রায়ই চলে যেতাম আড্ডা দিতে...ক্রিকেট খুব পছন্দ করতাম স্কুল ফাকি দিয়ে বন্ধুদের নিয়ে কতো খেলতাম তার হিসেব নেই..
স্কুলে আমাদের গেং ছিল অন্য পক্ষেরও ছিল কতো ঝগড়া করতাম পাওয়ার দেখানোর জন্য.. ভালোবাসি বন্ধু তোদের💝💝
ক্লাস নাইনে প্রেমে সাক্সেস হয়ে যাই😍
তারপর থেকে টিফিনের সময় পালানো বন্ধ.. দোকান থেকে চকলেট বিস্কিট ব্লা ব্লা এনে আমরা শেয়ার করে খেতাম আরও কত'কি🤫সে এখন বিদেশি সাক্সেসফুল ছেলের বউ 😊
অনেক মজাদার কাহিনি ছিল স্কুল লাইফে বলতে থাকলে বোরিং হয়ে যাবেন🤐
তবে স্কুলে থাকতে প্রায়ই ভাবতাম কলেজে কখন উঠবো স্কুল ভালো লাগেনা...
এসএসসি দিয়ে সেই আশাও পূরণ হলো
মোটামুটি নাম্বার পেয়ে উঠে গেলাম কলেজে... প্রথম প্রথম অনেক বোরিং লাগত তেমন বন্ধু ছিলনা,, স্কুলের বন্ধুদের খুব মনে পরত.. আসতে আসতে বন্ধু হওয়া শুরু করলো।
আমার কাছে কলেজ লাইফটা অনেক মজাদার ছিল..
কলেজের কেন্টিনে প্রতিদিন বন্ধু বান্ধব মিলে চা নাস্তা সিগারেট খুব চলত
মামার কেন্টিনের চা না খেলে যেন কলেজটাই পানসা পানসা লাগতো..
ফ্রেন্ড লিস্টের গন্ডিটা অনেক বড় ছিল আমার কলেজে প্রচুর ঝগড়া হয়েছে
মেয়ে নিয়ে সে অনেক লম্বা স্টুরি বুঝে নিবেন... আস্তে আস্তে কলেজ লাইফের'ও সময় ফুরিয়ে গেল..
তারপর ভার্সিটিতে এডমিটের পালা
আমার সার্কেলের মধ্যে ইন্টারমিডিয়েটে আমার পয়েন্ট কম আসছিল ..
পাব্লিক ভার্সিটিতে এপ্লাই করতে পারিনি
সবাই কেমন ছড়িয়ে ছিটিয়ে গেলাম
তখন খুব কষ্ট হয়েছে.. যাইহোক বাস্তবতার সাথে তাল মিলিয়ে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এডমিট হয়ে গেলাম.. তখন পড়াশুনা একদম করতাম না বললেই চলে...
বন্ধ বান্ধব মিলে শুধু ঘুরাঘুরি করতাম নতুন নতুন জাইগায় যেতাম অনেক বেশি ট্যুর দিতাম পুরোপুরি এনজয় করতাম.. আমাদের সার্কেলের একটা ছিল হের কাজ ছিল মেয়েদের পিছু ঘুরঘুর করা অনেক গুলো রিলেশন করা আরেকটা ছিল ঝগড়াটে শুধু ঝামেলা করতো.. আমি ছিলাম অনেকটা ভদ্র মানে মেয়েদের সামনে অনেক লজ্জা পেতাম তেমন কথা বলতাম না.. তবে আমার সার্কেলের মেয়েরা যানে আমি কি🙄
ভাবতেছেন আমার জীবন বৃত্তান্ত তুলে ধরলাম 🙂 আসলে গানটা শুনে আমি আমার ভাবনায় অতীতে চলে গিয়েছিলাম তাই ভাবনাতেই লিখে ফেললাম 💝💝
বিবিএ ফাইনাল ইয়ার চলে কিন্তু অনুভব করতে পারতেছি কতটা মিস করবো 🙂
ভালো থাকবেন সবাই 💝
Khub valo laglo story ta. Amio ei bochor college uthlam 1st year, kintu coronar jonno college start hoini ekhono amr, ar bondu der sathe jhogra korar por kotha bola oh boddo, tai vabchilam new new college a jabo kono bondu hobe ki amr tarpor apnar comment dekhlam porlam khub valo laglo, gantar sathe porte 💟
সত্যিই শীতের দুপুরে সেই আচার চুরি করে খাওয়ার মজাটা কোথাও যেন হারিয়ে গেছে ☺️ এখন শুধু বাঁচার জন্য বাঁচা ,যান্ত্রিক জীবনে ভীড়ে সব হারিয়ে গেছে☺️
Mane basically meyebazz chilen. 😂😂
Super vai
same life
গানটা যতবার শুনি ততবারি যেন সেই ক্লাস ৭-৮ এর কথা মনে পড়ে যায়।।আটজন বন্ধু, টিফিনের সময় দৌড়ে মীম রেস্টুরেন্টে গিয়ে আটটা চেয়ার বুক করে ফেলতাম,এক ঘন্টা আড্ডা, স্কুল ঘন্টার শব্দ শুনে দৌড়ে আবার স্কুলে ফিরতাম।।আর এখন আটজন ফ্রেন্ড এর মধ্যে বন্ডিং টাই নেই🥺
চাচ্চু কান্না ভেজা চোখে একদিন বলছিল টাকা সব না,
সমস্ত অজুহাত বাদ দিয়ে বন্ধুদের সঙ্গ, লেখাপড়া দুইটাই ঠিক রাখবি, দেখবি যেদিন দাদুর মত হবি সেদিন তুর অনেককিছু ই থাকবে ❤❤
অাজ হাড়ে হাড়ে কথাটার মর্ম বুঝতে পারছি বলেই রাত ৩:৫৩ এ সার্চ দিয়ে এই গান শুনছি।
করোনার এইদিনে হয়ত কাল নাও থাকতে পারি পরবর্তী প্রজন্মের কেউ হয়ত এসে দেখবে এই কমেন্ট ❤
আমি রাত 11.45 এ শুনছি
@I am a Bangladeshi protidin e ei gaan shuni onk vhalo lge
😃
11.33 ami choto kintu premar bedona feel korchi..khub bhlo lglo tr comment ta
Sundori maay tah toh adda enjoy kore lakhpati saami pe gelo bechara chele gulo chok sekhte sekhte oikhani rohi gelo 🤪
২৪ সালেও কে সার্চ দিয়ে শুনছেন? তাদের রুচির প্রতি সম্মান জানাই
Ami🥰
আমিও
আমি
Ami ✋
অনুভূতি বদলাই না
প্রতিদিন গানটা শুনি আর চোখের জল আটকাতে পারি না।। প্রেমেতেও অতটা বেদনা নেই যতটা না বন্ধু বিচ্ছেদে।।।
তাই এই গানের cover-এর মাধ্যমে সেই বেদনাকে কভার করার চেস্টা করে চলেছি প্রতিনিয়ত 😶
Yes
Bai thik ,,kintu shobai bujena
Yes
Like
Q1tuiyydueyrwef
সত্যিই সেই আড্ডাটা নেই, সেই বন্ধুরাও নেই। আছে শুধু বুক ভরা হাহাকার। মান্না দের কালজয়ী গানটা আপনার কন্ঠে খুব ভালো লাগলো।
বাংলার জগতে আজীবন এই গানটি স্মরনীয় হয়ে থাকবে 😊
Hae
@@mohammadjubayerdewan4962 খুব ভালো লেগেছে
🥰🥰🥰🥰🥰🥰🥰
👍 Right 👍😊
আমাদের বাংলা ইতিহাসের একটি প্রমান
এই সেই গান যেটা কখনই পুরাতন হওয়ার মত না। প্রিয় গানের লিস্টে জায়গা করে নিয়ে সারাজীবন থেকে যাবে।
এমনি কালজয়ী গান যে সবাই কাভার করতে পারেনা। কিন্তু বহুব্রীহি চূড়ান্ত সফল।
ভালো লাগলো .ধন্যবাদ .
আজকে আমার ১৬ জন বন্ধু আছে যাদের ছাড়া আমার একটা দিন যায়না। হয়তো একদিন বয়স যখন ৩০+ হবে সবাই এমন গান শুনে একজন আর একজনকে মিস করব
ua-cam.com/video/6KSJA9pEKys/v-deo.html 💚💙
আসসালামুু-আলাইকুম।।।
♦ক্যামেরা দিয়ে গণিত প্রশ্নের ছবি তুল্লেই গণিত প্রশ্নের সমাধান!!!!
ua-cam.com/video/2vsNDuBPhz0/v-deo.html
♦অপরিচিত জায়গায় যেতে গুগল আপনাকে সহায়তা করতে পারে মোবাইলে মাধ্যমে!!!!
ua-cam.com/video/PsWfqkkKQB0/v-deo.html
♦Automatic ভাবে আপনার ছবির পিছনের স্থান বা সুন্দর ব্যাকগ্রাউন্ড chenge করুন সহজেই!!!
ua-cam.com/video/Nyv3FTtqUOE/v-deo.html
♦Manike mage Hithe how make to Green-Screen video
ua-cam.com/video/ilTMItPY0SM/v-deo.html&feature=share
♦Vpn
ua-cam.com/video/Qay2qpzvszs/v-deo.html&feature=share
Amder 11yers ar frd ship ajke akjon arek jon sera akek jaygay cole jaitaci onnak ta kosto hocca💔
Good rendition, well sung young man. Great going.
@@learnworkappsandothere2839 প
হৃদয়ে আঘাত করে গানের বাক্যগুলো,,, মান্না দের সাথে গানটাও অমর হয়ে রয়ে যাবে।।।।সত্যি গানটার তুলনা হয় না,,, যত শুনি তত ভালো লাগে
Just Wow..❤🎉🎉❤
গান টা শুনার সাহস পাইনা ।
মন খারাপ হয়ে যায় , চোখের পানি ধরে রাখা যায় না ।
তবে মাঝে মাঝে সাহস করে এই গান টা শুনে মন খারাপ করতে ও ভালো লাগে।
অসাধারণ গেয়েছেন ভাইয়া ।
বহুব্রীহি ❤️
উফফ... এই গানটা শুনলেই মনের ভেতর কেমন একটা হয়... সত্যিই সেই সোনালী বিকেল আর কোনোদিন ফিরবে না... tmdr bander fan hye gelam ei ekta gan sunei❤️❤️❤️
আমি কমেন্ট করে যাচ্ছি! যাতে অনেক বছর পরে যখন কেউ এই কমেন্টে লাইক করবে আর আমার কাছে নোটিফিকেশন যাবে আর তখন আমি এই মাস্টারপিস গানটি আবার শোনার সুযোগ পাই
আসেন সুনে জান আবার🥀
vai abar ekbar sunen,,,😊
কমেন্টে লাইক দিলে তো নোটিফিকেশন যায় না ভাই!🙄
ua-cam.com/video/6KSJA9pEKys/v-deo.html 💚💙
আবার শুনেন
হাজার বার শুনলে ও এই গান "চির নুতন" থাকবে।।। ধন্যবাদ মান্না দে স্যার কে এবং আপনাদের।।।
স্বপ্ন মানুষকে জাগায়,স্মৃতি মানুষকে কাঁদায়! ভূল মানুষকে শেখায়!প্রেম মানুষকে ভাষায় কিন্তু বন্ধুত্ব মানুষকে পাল্টায়।।🤟🥰
Nice 🙂
Excellent 👍
Darun 👍
Right
Correct
জানি না কেন গান টা শুনলে চোখে জল আসে...সত্যি সেই সহজ সরল প্রাণখোলা হাসি আর নির্ভাবনায় কাটানো দিন গুলো ব্যস্ততায় যেন হারিয়ে ফেলেছি...সত্যি আজ আর নেই..
তুমুল উল্লাসে ভরা শহর আজ নিস্তব্দ। কানে হেড ফোন ফুল সাউন্ড বাজছে, "কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই" 💔
🌸
কপি করলাম ভাই❣️
এই গানটার মর্ম বুঝতে আমার পাঁচ বছর সময় লাগে। এখন এই গানটা শুনলে পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যেগুলো কখনো ভোলার মতো নয়। জানিনা কার কি মনে হয় কিন্তু আমার এই গানটা শুনলে কলেজ লাইফের স্মৃতিগুলো মনে পড়ে। কমেন্টে রেখে গেলাম কোন এক সময় আবার স্টল করে যদি সামনে আসে স্মৃতিগুলো মনে পড়বে।
১৭/০৮/২০২৩
মান্না দে থাকলে আজ নিশ্চয়ই গর্বিত হত...
Old is gold, yes agree
But this one is also diamond
🎧🎧🎧 right
Ei gan tar talons hoyna
@@santanukarmakar9792 বাংলার সেরা কালজয়ী গানগুলোর মধ্যে একটা 💓
ঠিক বললেন 👍👍❤️
😅😅😅🤐❣️
13 million views . Must be famous song
Reminiscing about times, gossiping in the coffee house which is no more.
Where did all golden twilight got lost; its not there anymore.
Nikhilesh is in Paris and Moidul in Dhaka they don't feature in news anymore.
The guitarist of Grand (Hotel) Goanese D'Souza is taking rest in sepulcher. Etc. Song by Manna Dey
Good to know Goanese and Dsouza name exist in Bengali Song
হুঁউম... উঁ... ম... উঁ... ম... উঁম উঁম উঁম...
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
লারা লাল লা লাল লা লা লা লা লা, লালা লা লা
নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে
নেই তারা আজ কোন খবরে
গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা
ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে
জীবন করে নি তাকে ক্ষমা হায়
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখ্ পতি স্বামী তার
হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে
গাড়ীবাড়ী সবকিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে
নির্বাক শ্রোতা হয়ে
ডিসুজাটা বসে শুধু থাকতো
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
লারা লাল লা লাল লা লা লা লা লা, লা লা লা
একটা টেবিলে সেই তিন চার ঘন্টা
চারমিনারটা ঠোঁটে জ্বলতো
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়
এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক
কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে
সাড়ে সাতটায় ঠিক উঠতাম
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
লারা লাল লা লাল লা লা লা লা লা, লালা লা লা
কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলো না কোথাও ছাপা
পেলনা সে প্রতিভার দামটা
অফিসের সোশ্যালে 'অ্যামেচার' নাটকে
রমা রায় অভিনয় করতো
কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ
কি লিখেছে তাই শুধু পড়তো ওঃ ওঃ ওঃ
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
সেই সাত জন নেই আজ টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা আজও খালি নেই
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালী নেই
কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কত জন এল গেলো, কতজনই আসবে
কফি হাউসটা শুধু থেকে যায়
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
উঁহুহুঁ লা লাল লা লা লালা লা লালা, লা লা লা
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
গানটা কখনো পুরানো হবে নাহ। যত শুনি মন ভরে নাহ। best cover song ever...
2k19 a কে কে শুনছ.??
Thanks brother 💚
aami
Alamio....
Ami maje maje soni
ঠিক কথা ভাই
আজ বন্ধুরা একেক জন একেক জায়গায়। আগে এক সাথে সবাই বসে গানটা শুনতাম আর বলতাম আমরাও এক দিন ব্যস্ত হয়ে যাব। যতবার গানটা শুনি মনে অনেক স্মৃতিই ভেসে আসে। ধন্যবাদ মান্না দাদা ও আপনাদেরকে এত সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য।
আগামী প্রজন্মকে বলে গেলাম যে গানটা আমাদেরও ভালো লাগতো like pz
কি বলবো,,, হ্যাঁ ভাই চিল্লাইয়া কান্না করতে মন চায়,,,, এ গানটা শুনলে,,,,ইস শুধু আপসছ করতে হয় এখন,,,, মিস ইউ সেই বন্ধুদের কে 😭😭😭😭😭
এই গানটি অনেক বার শুনেছি, সত্যি অসাধারণ করেছেন। আরো কিছু এমন গানের অপেক্ষায় রইলাম।
আমি কমেন্ট করে যাচ্ছি! যাতে অনেক বছর পরে যখন কেউ এই কমেন্টে লাইক করবে আর আমার কাছে নোটিফিকেশন যাবে আর তখন আমি এই মাস্টারপিস গানটি আবার শোনার সুযোগ পাই & আজকে আমার ১৬ জন বন্ধু আছে যাদের ছাড়া আমার একটা দিন যায়না। হয়তো একদিন বয়স যখন ৩০+ হবে সবাই এমন গান শুনে একজন আর একজনকে মিস করব/
I really liked the fact of how you kept the traditional style and hookup point of this original song yet made it in your own way.... Really a absolutely fantastic combination of modern and old taste and you people blended it fairly awesome
আমাদের বন্ধুদের দলটি সেই স্কুল থেকে , ২০ টি বছর আমাদের প্রাণবন্ত আড্ডা, হাসি আনন্দ, সুখে দুঃখে পাশে থাকা যেন আমাদের নিয়ম রুটিন হয়ে গিয়েছিল। একটা সময় কেউ দেশের বাইরে চলে গেল, আর যারা দেশে আছে চাকরি জীবনের ব্যস্ততার কারণে হয়ে উঠেনা একসাথে পথ চলা। কিন্তূ সবাই মিশে আছে প্রাণে। আশা নিয়ে পথ চলেছি, হয়তো একদিন আবার আমরা এক হব, আবার হবে সেই প্রানের আড্ডা, হাসি, আনন্দ। সেই অপেক্ষায় রইলাম আমি - চট্টগ্রাম, বাংলাদেশ থেকে।
😪😪
আর চার মাস পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনটা শেষ হয়ে যাবে। আজ গান টা সুনে চোখে জল এল। সব ই যেন শেষ হতে চলেছে।
Ttik Bolacho
So sad
Tokhon bujba bondu ra kmon chilo
Bondhu ra almada hoyea galea kihobea time milia debea valothako
Humm ata bastob jibon
बहुब्रीही का समर्पण, एक सुंदर उपहार, मन्ना डे की विरासत का सम्मान हर बार, कॉफी हाउस की अदाओं में बसी है यादों की मिठास, बहुब्रीही की धुनों में है प्रेम और भक्ति का सुवास।
যতদিন পৃথিবী বেঁচে থাকবে ততদিন এই গানটি বেঁচে থাকবে
BITTER TRUTH- তিতা সত্য
💜
Aj onak miss kore ...scholl ar college life taa..abar jode omon hoto
School, High school, PU, University.
All those golden memories.
Cheers to life...
কত শতবার গানটা সুনেছি নিজেও জানি না।গানটা ছোটবেলার সৃতি মনে পরিয়ে দেয়।
এই পৃথিবীতে যত মানুষ আসোক না কেন, সবার জীবনের সাথে এই গানটির বাস্তবতা মিলে যাবে। কমন্ট করে গেলাম, ১০০ বছর পর নতুন প্রজন্ম যখন আসবে তখন আমিও এই গানের প্রেমে পরেছিলাম, আমি শাহ কামরুল হাসান জিহাদ ২৬ বছর বয়সে এই গান ১০০+ শুনেছি ১১:১১ পি এম
সত্যি, অসাধারণ গলা সাথে মিউজিকও।
মনের সুপ্ত অনুভূতিগুলো কয়েক মুহূর্তের জন্য প্রাণ খুঁজে পেল ।
ধন্যবাদ 🙏
Ujjwal Dutta
thanks brother 💜
স্মৃতিগুচ্ছ একটি গান, সব জেনারেশনে এই গান কালজয়ী হয়ে থাকবে। ❤️❤️
যুগ যুগ কেটে গেলেও এই গানটি নতুন ভাবেই বেচে থাকবে সবার মাঝে,🥰
গানটা যতবারই শুনি, ততই ছোটবেলার কথা মনে পড়ে। সময়ের সাথে সাথে বন্ধুগুলোও হারিয়ে যায়। খুব মিস্ করি সেই সোনালী বিকেলগুলো। ❤
Same to bhai
জীবনটা তখনি সুন্দর ছিলো জখন পকেটে টাকা ছিলোনা কিন্তু বন্ধু ছিলো পকেট ভর্তি এখন টাকা আছে বন্ধু গুলো সবাই যে যার মতো ব্যাস্ত
Hmm ✔
Akon Amar taka nai tar mane amar life ta👻👻😍😍😀😀🏇🏇🛌🛌🛌⛹️⛹️🚴🚴🚴👨❤️💋👨✍️✍️🤝🤝🤝
Hmm akdom
I This one
1k dom thike kotha bole cho
ভাইজান এত্ত সুন্দর গলা!!!
মান্না দে'র অভাব ঘুচাতে না পারলেও, মনটা পুরো ভরিয়ে দিলেন!!!
# vhalobasha
thank u vaijan
in sha Allah
গানটা শুনলে নিজের জীবনের কথা মনে পরে যায়,,,, খুব মিস করি সেই জীবনটা,,,,😭😭😭
Here on 2023 ❤️
Yes❤
Yes
Yup me too
2023🥰
অনেক প্রিয় একটা গান 💙
যখন একা থাকি মন খারাপ থাকে তখন এই গানটাই শুনি। মনের অজান্তেই চোখের কোনায় পানি জমা হয়ে যায়। কিছুক্ষণের জন্য হারিয়ে যাই সেই পুরনো স্মৃতির গহব্বরে।
Being an introvert I never spent quality time with my friends,,now I realised that I had lost so precious moments,,it's make me cry,,
My friends always ignored me
Me too a introvert
Sad too that why me...🙂🙃😶
It’s never too late to connect with friends of our past; especially when we have so much social media at our fingertips. ♥️
গান টা শুনলেই চোখে ভাসে ফেলে আসা হাজারো স্মৃতি, সোনালি সেই মুহূর্ত গুলো।
এই নিয়ে অনেক বার গানটা শুনলাম। হোট করেই গানটার কথা মনে হয় তখন দেখি, তাই আজকে স্মৃতি হিসেবে রেখে গেলাম। একদিন হয়তো আমার লাইফেও এমন দিন আসবে, সেদিন হয়তো আজকের এই কমেন্টটা দেখে অনেক কিছুই মনে পড়বে 😊
আপাতত লকডাউন ।
মনে পড়ে সেই দিনগুলো কলেজ শেষে বন্ধুদের সাথে কফি হাউস এ বসে আড্ডা কত্তো আনন্দ 🙃🌼। আবারও কি আসবে সেই দিনগুলি ! নাকি জীবন্ এখানেই শেষ ! ❤️🌻
নস্টালজিয়া।
বাঙালির ইমোশন।
মান্না বাবুর জন্য ❤❤❤
খুব ভাল লাগার একটি গান। অত্যন্ত দরদভরা কন্ঠে গেয়েছেন গায়ক।
নির্মম বাস্তবতা এটাই..
আমরা আর কখনোই সেই পুরনো শৈশব ফিরে পাবো না😔😕
ভালো লাগে যখন পুরনো গান শুনতে পাই 😍 হারিয়ে যেতে দিও না পুরনো গান গুলো ❤
রাত ২.৫০ মিনিটে বুকফাটা কান্না নিয়ে গানটা শুনতেছি আর পুরোনো দিনের কথা ভাবতেছি। সেই সোনালী বিকেল গুলো আর কখনই আসবেনা।
❤️
উফফ কি গাইলেন দাদা 🙏🏻❤️ দারুন হয়েছে মন ছুঁয়ে গেলো ❤️❤️
Darun
Kk
যুগ যুগ ধরে প্রিয় হয়ে থাকবে এ গান। সকল তরুণ তরুণী বৃদ্ধ সকলের মাঝে।
অসাধারণ একটি গান বারবার শুনতে ইচ্ছে করে হারিয়ে যাওয়া দিন গুলো তে ফিরতে মন চায় কিন্তু ভাগ্যের পরিহাস সবাই যার যার কাজে ব্যস্ত,,একসাথে আড্ডা দেওয়া শত দুষ্টুমি আজকে সবকিছুই স্মৃতি।
এক কথায় গানটি শুনলে শৈশবে ফিরে যাই এবং হৃদয় কম্পিত হয়
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤘🤘🤟🤟🤟🤟🤟
দূভাগ্য আমার আপনাদের গান এতোদিন পরে পেলাম, ভক্ত হয়ে গেলাম বহুব্রহি ব্যান্ডের।
ভালোবাসা নিও ভাই💚
@@BohubrihiTheBand ❤❤❤
@Psycho Hoon জানি এটা মান্নাদে এর গান, এই গান কভার করার অনেক পরে শুনেছি তাই বুজাতে চাইছি।
Aj r nei
Aj r nei
that's old songs
২০২১ সালে এসেও কে কে শুনছো,
জানিয়ে দাও পরবর্তী প্রজন্মকে 🤩
ami asi vai
Me too
ami
Hi...!
Ami a6hi dada
Just wow!!..Nice Voice...
সবাই শুধু তাদের পুরনো দিনের কথা মনে করছে।।।কিন্তু আপনাদের নিয়ে কেউ কিছু বলে নাই।।কন্ঠ টা।।।বাজনা গুলা।।।একেবারে পারফেক্ট লেগেছে।।।
খুব সুন্দর।।মাঝ রাতে কানে হেডফোন দিয়ে শুনলে খুব লাগছে😊😇
২০২০ এর আধুনিক গান এর থেকে আমাদের এই গানটা বেশি প্রিয় ছিলো!
পরবর্তী প্রজন্মের জন্য কমেন্ট টা রেখে গেলাম!💙
৩১শে মার্চ ২০২০!
Bahubrihi is a Bangladeshi Acoustic Band.. আমি জাস্ট google করে জানলাম.. band র গায়ক র ফ্যান হয়ে গেলাম(name jnina)... দুর্দান্ত গেয়েছো.. #❤❤❤❤ from INDIA..
Thanks dear.
💚 for you also.
Thank you for giving me d reply.. ☺☺😍🤗
Darun sundor melody 🎶 I am so glad you so loved this song 🎶❤️❤️♥️♥️❤️❤️🎶🎶🎶❤️♥️♥️♥️♥️♥️❤️🎶🎶🎶
Nice
Amadar Ind re onak song Bangladesh chola ata thik
২৭ মে ২০২১ নির্ঘুম রাত পেরিয়ে সকাল ৬টায় শুনছি,
লিখে গেলাম আজ ভবিষ্যৎ প্রজন্মের কাছে,
তোমরাও এই গানের প্রেমে পড়বে,
সাক্ষী রইলো আমার এই লেখা।
True
Me 2 bro
ua-cam.com/video/6KSJA9pEKys/v-deo.html 💚💙
Akdom sotti 👍
Hm bro
Cajon এ বাজিয়ে ছিলাম ,,2020 তে,,খুব প্রিয় মাইল্ড মিউজিক 2024 এ দাঁড়িয়ে বার বার শুনি ♥️
অসাধারন একটি গান... মান্না দের সাথে গানটাও অমর হয়ে থাকবে 💕
This song is never going to be old....its a masterpiece ❣️❣️❣️
কমেন্টটা গানের বয়স হিসেবে অনেক বছর পরে ২০২২ এ করলাম। হয়তো এই গানটা আরো ২০ বছর পরের প্রজন্ম ও শুনবে। তাদের বলছি গানটি আমাদের কলিজায় ছিল ভাই। ❤️❤️❤️
Ami akta comment kore jaschi । Jokhoni keu like করবে আবার শুনতে চলে আসবো 😢
শুনে যাও ভায়া
Bro eshe shune jaw ei ganta abr
Like korsi,shuina jao ebar🙃
আসলে পৃথিবীর নিয়মটাই এমন।
ছোটবেলাই ২০ টাকার বল কিনতে সব বন্ধুদের থেকে টাকা নিতাম।কিন্তুু আজ এই রকম হাজারখানেক বল কিনার টাকা থাকলেও সব বন্ধুদের এক সাথে জর কারার ক্ষমতা আজো আমার হয় নাই।
right
😔
Really bro
Arafat Tarek m sad
Right bro...
“Coffe House" is not just a song
It's an emotion ❤️
যে গান শুনলে মনের মাঝে অন্যরকম অনুভুতি হয়😐😘😘😍
যখনি তার কথা খুব মনে পড়ে আমি এই গানটা শুনতে চলে আসি। প্রথম যেদিন তার সাথে দেখা সেদিন এই গান টা বাজছিল রেস্টুরেন্টে। মুহুর্তটা এত ম্যাজিকেল ছিল। গানটার মতই, আমার ভালবাসাও কোথায় যেনো হারিয়ে গেছে। 😓
কেউ মরে যায়, কেউ ঝরে যায়! কেও বা আবার নিজ থেকেই দূরে চলে যায়!
অসাধারণ!!! ♥
Munia R Jannat
:)
Wow...😭💖
Till now best cover ....jstt darun laglo ......😍❤ nd voice jst 💓
You seems to be from Bangladesh..all of you did a great job brothers...come to Kolkata..I want to give you a treat in coffee house...love from Kolkata❤️
Thank you brother 💚
we would love to have that treat one day.
@@BohubrihiTheBand you're welcome brother..#love from Kolkata
@@BohubrihiTheBand অসাধারণ গেযেছেন গায়ক। গান টা শুনে মনে হয় জিবন টা কে আবার যদি সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারতাম নতুন করে কতোইনা ভালো হতো। শুভকামনা রইল #বহুব্রীহির গায়ক ও টিমের সকলের জন্য।।।
@@BohubrihiTheBand Thank you for your presenting
ua-cam.com/video/6KSJA9pEKys/v-deo.html 💚💙
I am not a Bengali but from the moment I heard the song and searched for translation.....I have tears in my eyes as of the song is about me....I am 53 now and only have some rich, precious 💕 and priceless memories of loved friends of mine.😢
What a cover ... 🎉🎉🎵🎵 Thank you.. keep it up 🇧🇩
Beautiful cover of a legendary song. Well done my brothers, well done indeed 🙏
কোনো এক গভীর রাতে কোনো লাইক এর notification পেয়ে আবার শুনতে আসব....🔔😔❤️🥀🍂
Asen
😊
1 December 2024 , 11:42 pm sune jan gan ta 💔
এটা শুধু গান নয় হাজারো আবেগ, ভালোবাসা, মায়া, সৃতি মনে করিয়ে দেয় আমাকে
এটা গান না, বাঙ্গালীর ইমোশন। অসাধারণ!! জানি না তোমাদের ব্যান্ড কোথাকার। বাট ফ্যান হয়ে গেলাম।
Shubhadip Roy
thanks brother 💜
we r from Bangladesh 😊
tnx vai
Ami ooo
Akdom right...
A
স্কুল, কলেজ , ইউনিভার্সিটি ওই সময়ে হারিয়ে যাই যখনি এই গানটা শুনি..❤️
কমেন্টে টা করে গেলাম
পরের প্রজন্মের কাছে রেখে গেলাম
যে গানটা আমাদের ও প্রিয় ছিল 😍😍❤✌
So nice dadavhi
এটা সেরা ছিল।✍️
@PNT CREATIONS ok
হম bro
Right bro
Onk valo hoiche song ta... Love you,❤️❤️❤️
একদিন আমরা ও কালের গর্ভে হারিয়ে যাবো!!কিন্তু স্মৃতিগুলো থেকেই যাবে!
বুড়ো বয়সে স্মৃতিগুলো মনে করে বার বার শিহরিত হবো,আর ইডিয়ট গুলোরে মিস করে দু-এক ফোঁটা চোখের জল ফেলবো!!
আহ্,একদিন এ সময়গুলো হারিয়ে যাবে আমার সাথে করে!!
আর ভাবতে পারছি নাহ!!উফ্,নিশ্বাস বন্ধ হয়ে আসে!!
ভাই আপনি অনেক সুন্দর লিখেন
Salman Ahmed yhad
আমি তো পড়তে পড়তে feel করেই শিয়রে উঠছি...
ধন্যবাদ সবাই কে!!
আমাদের জীবনের সময়কাল যেহেতু খুবই কম,তাই আমাদের সবার সাথে মিলেমিশে থাকা দরকার!!সবার মাঝে ভালোবাসা বিলানো এবং অন্যের উপকার করাই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া ঊচিত!!
@@salmanahmed2781 smoke and be tention less person or gaja to asei chinta sarun chigarate dhorun
এত সুন্দর করে গাইল যে একেবারে মুগ্ধ আমি। ধন্যবাদ "বহুব্রীহি"।
❤❤❤
প্রেমিকার বিচ্ছেদের চেয়ে ভালো বন্ধুত্বের বিচ্ছেদ বেশি ভয়ংকর 🥺
২০২১ সালের ১৫ ডিসেম্বর শুনছি গানটা 🖤
আমিই মনে হয় সবচেয়ে কম বয়সেই(১৬-১৭) এই গানের মানের অনেকটা বুঝেছি। কারণ জীবনের এই অতি অল্প সময়েই কয়েকবার ছেড়ে আসতে হয়েছে আমার আবেগ-মায়া-অনুভূতি গুলোকে।কারণ একটাই বাবার চাকরির কারণে কখনো রয়েছি দেশের দক্ষিণে কিংবা উত্তরে। খুব মিস করি বন্ধু নামক ওই প্রাণীগুলারে। মিস করি চায়ের দোকানে আড্ডায় তোলা ঝড়টাকে।🙂
আমার 89
অসম্ভব রকম সুন্দর লাগল,,, অনিক ভাইয়ার প্রথম দিকের হাসিটা এক কথায় অসাধারণ...👌👌👌
Amena Akter
💜
গানটা শুনে যদি অতীতে ফিরে যান তবেই আপনি শ্রোতা..😍
voice টা পুরাই ধারালো...!
supper ✌👌👏
ধন্যবাদ