How to grow Hoya Pubicalyx//হোয়া পিউবিক্যালিক্স বা মোম ফুলের যত্ন কিভাবে নেবেন//In love with soil

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024

КОМЕНТАРІ • 269

  • @somnathsarkar624
    @somnathsarkar624 3 роки тому +3

    I loved the name of your channel. If one does not love soil, one cannot grow great plants.
    I also appreciate the fact that this is the first time I saw a Bangla video on Hoya in container.

  • @JayantaSarkar-cr9ds
    @JayantaSarkar-cr9ds 8 місяців тому +1

    Nice

  • @krishnamohanta3267
    @krishnamohanta3267 3 роки тому +2

    আমার একটি Hoya carnosa আছে, সেটির মাটি উপযুক্ত না থাকায় টব পরিবর্তন করতে চাইছিলাম, ঠিক এই সময় আপনার দেওয়া তথ্য পেয়ে আমি খুবই উপকৃত হলাম। অনেক অনেক ধন্যবাদ।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +1

      আপনাকে সাহায্য করতে পেরেছি জেনে সত্যিই খুব ভালো লাগছে।☺️

  • @newlooks6208
    @newlooks6208 3 роки тому

    Just now I saw a new beautiful flowering plant in your garden sir..

  • @snehalataswain5669
    @snehalataswain5669 2 роки тому

    A very nice informative video👍thanks for sharing. I was searching a video like this..

  • @pamelahalder8780
    @pamelahalder8780 11 місяців тому

    Beautifully explained...soothing and calming voice.❤❤

  • @ranjanamallik1972
    @ranjanamallik1972 Рік тому

    খুব ভালো লাগলো। সুন্দর করে বুঝিয়ে দিলেন।

  • @paprisvlog1372
    @paprisvlog1372 Рік тому

    কি মিষ্টি করে বললে ভাই--same গাছ রয়েছে আমার এতকিছু জানা ছিল না--খুব ভাল থেকো।

  • @sharavatikulkarni7145
    @sharavatikulkarni7145 2 роки тому

    Lovely explained... Couldn't understand but your expression n by title can understand very well...

  • @amenaaktermunny
    @amenaaktermunny 3 роки тому +1

    অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এতো সুন্দর করে বুঝানোর জন্য।আমার কাছে ৩ টা হয়া আছে,আপনি যেটা দেখিয়েছেন,আর হয়া কারনোসা আছে,আরেকটার নাম জানিনা।

  • @pamelahalder8780
    @pamelahalder8780 Рік тому

    Beautiful voice

  • @mdsami6661
    @mdsami6661 3 роки тому

    Sotti khub valo laglo vaia. Presentation is too good.. Keep it up...

  • @masudabegum1332
    @masudabegum1332 2 роки тому

    আপনি এতো সুন্দর করে কথা বলেন,সত্যি অসাধারণ। ভাইয়া আমার এই গাছটি আছে।সেটি নারিকেল এর ছোবাতে আছে।সেটি এখন রিপটিং করতে হবে।এই ছোবা মিডিয়া থেকে রিপটিং করে মাটির মিডিয়াতে দিতে পারবো?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому +1

      হ্যাঁ কোনো অসুবিধে হবে না। তবে বেশি শিকড় যেনো না ছিঁড়ে যায়। আর প্রথম এক - দু সপ্তাহ মাটি যেনো সবসময় ভিজে থাকে।তাতে শিকড় ভালো বাড়বে।

  • @lanibora2084
    @lanibora2084 2 роки тому

    Khub valo laglo tumar advice

  • @shyamalbiswas1470
    @shyamalbiswas1470 2 роки тому

    Beautiful, lot of information

  • @ronodeepsarkar601
    @ronodeepsarkar601 2 роки тому

    Khub valo v very nice

  • @nashrah3046
    @nashrah3046 3 роки тому

    Excellent.

  • @abbasaskitchen2619
    @abbasaskitchen2619 2 роки тому

    Amar dutoi ache ful o dichche ... trimming kori na tobe bhabchilam korbo tomar kothay r korbo na bhai r buds o katbona jodio katini kono din...onek information pelam tomar theke ei bhabe dite thako khub valo laglo thank you 👍

  • @sushamasarkar9542
    @sushamasarkar9542 Рік тому

    যদিও আপনি আমার ছেলের বয়সী কিন্তু গাছের তথ্যগুলো অত্যন্ত সমৃদ্ধ।অনেক ধন্যবাদ।
    আমার একটা প্রশ্ন ছিল বাবা, এই হয়ার পটিং মিডিয়াতে নিম খোল দেওয়ার প্রয়োজন আছে কি ?আর কোকোপিট ব্যবহার না করলে কোন ক্ষতি হবে কি না ?
    অনেক শুভেচ্ছা রইল!

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  Рік тому +1

      নিম খোল ব্যবহার করার দরকার নেই।
      কোকোপিট ব্যবহার না করলে কোনো ক্ষতি হবে না।
      ভালো থাকবেন। 🙏🏻

    • @sushamasarkar9542
      @sushamasarkar9542 Рік тому

      @@Inlovewithsoil ❤️❤️

  • @creativehomegardensumana9245
    @creativehomegardensumana9245 2 роки тому

    খুব ভালো লাগলো তোমার এই ভিডিও 👍

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому

      অসংখ্য ধন্যবাদ 🙏

  • @raining_houseplants2646
    @raining_houseplants2646 4 роки тому

    Beautiful plant you have got!

  • @Aslamkhan-ie4bh
    @Aslamkhan-ie4bh 10 місяців тому

    খুব ভাল উপস্থাপন ❤

  • @krishnakumarmandal7322
    @krishnakumarmandal7322 2 роки тому

    Darun dada

  • @benukar9139
    @benukar9139 Рік тому

    Amazing !

  • @sushamasarkar9542
    @sushamasarkar9542 Рік тому

    অত্যন্ত মূল্যবান তথ্য পেলাম।অনেক ধন্যবাদ আপনাকে।
    আমার একটা প্রশ্ন হলো হয়ার পটিং মিডিয়ায় যদি কোকোপিট না দিতে পারি তাহলে কি গাছ করা যাবে ?অথবা কোকোপিটের বিকল্প কি আছে ?
    প্রসঙ্গত বলি ,আমি তিনটে হয়া কিনেছি কিন্তু এদের গোত্র বা পরিচয় লোকাল নার্সারীর মালিক বলতে পারেন নি। তাহলে একই রকম পরিচর্যায় গাছ করা যাবে কি? জানালে উপকৃত হবো।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  Рік тому +1

      আপনি সমান পরিমাণে বালি মাটি ও কম্পোস্ট দিয়ে মাটি তৈরী করতে পারেন।
      সব হয়া কম বেশি একই পরিচর্যা প্রত্যাশা করে, কাজেই নাম না জানা থাকলেও ভিডিওতে যেভাবে পরিচর্যা করার কথা বলেছি সেভাবে করুন। অসুবিধা হবে বলে মনে হয় না আমার।
      তবে একটা কথা, অনেক সময় হয়া বলে অন্য গাছ দিয়ে দেয় দোকান থেকে, সেটা আশা করছি আপনার ক্ষেত্রে হয়নি। কারণ সেক্ষেত্রে পরিচর্যা সম্পূর্ণ অন্যরকম হবে।

    • @sushamasarkar9542
      @sushamasarkar9542 Рік тому

      আন্তরিক ধন্যবাদ
      খুব কনফিউজ ছিলাম খুব উপকৃত হলাম।❤

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  Рік тому +1

      ভালো থাকবেন 🙏🏻

  • @ronodeepsarkar601
    @ronodeepsarkar601 2 роки тому

    Very very nice

  • @upamabhattacharjee3792
    @upamabhattacharjee3792 3 роки тому

    গলার কন্ঠস্বর খুব সুন্দর।

  • @subhadeepdas2964
    @subhadeepdas2964 Рік тому

    অবশেষে সপ্তাহ দুয়েক আগে দু'টি হয়া এনেছি 😊

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  Рік тому +1

      বাহ্, এই বর্ষায় খুব ভালো বাড়বে

  • @nashrah3046
    @nashrah3046 Рік тому

    Amar hoya gulo te spike e monjuri asar por abr jhore jacche kno bolben pls. Ami majhe moddhe pani spray kori.

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  Рік тому

      মাঝে মাঝে এরকম হয়, বিশেষ করে বর্ষায়, একটু সময় দিন ঠিক হয়ে যাবে

  • @travelbee140
    @travelbee140 2 роки тому

    ভাল তথ্য হয়া নিয়ে।

  • @assessorgaming1m274
    @assessorgaming1m274 Рік тому

    vaiya amr baranday shudu dupurer rod ase to ami ekta cara enechi, ekhon gachtaki grill er baire kore dile valo hobe?, shudhu dupurer rod pele hobene?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  Рік тому +1

      হ্যাঁ, গ্রিলের বাইরে দিতে পারলে ভালো হয়

    • @assessorgaming1m274
      @assessorgaming1m274 Рік тому

      thanks vaiya

  • @sampadebdas2788
    @sampadebdas2788 Рік тому

    Amr hoya peubichalicalisk ache .. gach ta te kichu millibag akromon koreche ... ki bhabe oi millibag removed korbo.... ?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  Рік тому

      বাড়িতে স্প্রে মেশিন থাকলে ভালো করে ফ্রিজের বরফ গলা জল প্রতিদিন একবার করে স্প্রে করুন রাতে, যেখানে যেখানে পোকা দেখবেন, সেই জায়গায় পোকার গায়ে স্প্রে করবেন।
      Ectara পারলে কিনে নিয়ে ঠাণ্ডা জলে মিশিয়ে সন্ধ্যায় স্প্রে করুন। তাতেও খুব ভালো কাজ হবে।

  • @indranimallik527
    @indranimallik527 2 роки тому

    অনেক ভালো লাগলো। আমি যে গাছটি কিনেছি ওটি কেবল নারকেল খোলা মিডিয়ায় ঝুলন্ত টবে লাগানো। পূবের জানালয় রেখেছি। কিন্তু নারকেলের খোলার মিডিয়ায় জল খাবার দেবার নিয়ম জানা নাই। যদি জানাতেন খুব উপকৃত হবো।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому +1

      প্রতি এক দিন অন্তর জল দেবেন, মাসে একবার NPK 19 19 19 এক লিটার জলে এক চা চামচ মিশিয়ে সারা গাছ ও নারকেল খোলায় স্প্রে করতে হবে। এছাড়া প্রতি একমাসে একবার seaweed fertilizer স্প্রে করতে পারলে ভালো হয়।

  • @surovimahmuda7773
    @surovimahmuda7773 3 роки тому

    অনেক ভালো লাগলো। তারপর ও জানতে চাই মাটি ভালো নাকি নারকেল এর খোসা এই গাছের জন্য?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +1

      আমি নারকেল এর খোসা ব্যবহার করিনি কখনও, তবে নারকেল এর খোসা ব্যবহার করলে একটু যত্ন প্রয়োজন কারণ গাছ কোনো খাবার মিডিয়া থেকে পাবে না। সে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে।

  • @staracoustic6943
    @staracoustic6943 2 місяці тому

    Charcoal r it er moddhye kora jabe orchid er moto !??

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 місяці тому +1

      করতে পারেন, সেক্ষেত্রে কাঠকয়লার টুকরো খুব ছোটো ছোটো হওয়া দরকার, মটর দানার কাছাকাছি।

  • @rrajjesshh
    @rrajjesshh Місяць тому

    Great info. Apni eta kothay theke kinechen jodi ektu bolen. Online kono site thakle?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  Місяць тому

      আমি লোকাল একটু দোকান থেকে কিনেছিলাম। আপনি অনলাইনে পেয়ে যাবেন plantwagons.com/products/hoya-pubicalyx-small-3-pot?srsltid=AfmBOoqcV8gZVCrMtYws86Ap4NDrhpI-NZR1RKbi9iSFB34UoinEjXtiCVU

    • @rrajjesshh
      @rrajjesshh Місяць тому

      @@Inlovewithsoil thanks for the info

  • @sabinaasker3650
    @sabinaasker3650 2 роки тому

    Salam.Videoya görə cox təşəkkür edirəm.Çox o qədər çox sevdim ki bu gülləri.Mən bu gülləri nevə əldə edə bilərəm.Sahib ola bilsəm cox xoşbəxt olaram.

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому

      Rica ederim. Beğendiğine sevindim.

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому

      Bu bir gül bitkisi değil. Bu bitkinin adı Hoya'dır.

  • @dreamer1516
    @dreamer1516 9 місяців тому

    Hoya finlaysonii নিয়ে 1 টা video বানালে সুবিধা হয়। Specifically এই variety নিয়ে detailed কিছুই পাইনি।

  • @alammumu-it5wl
    @alammumu-it5wl 5 місяців тому

    Amr kace akta ace,r choto patar aro akta ace

  • @soniasdreamgarden3549
    @soniasdreamgarden3549 2 роки тому

    দাদা নমস্কার আমি বাংলাদেশ থেকে বলছি। আমার ৭ রকমের হয়া আছে। দুটো আম গাছে। বাকি গুলো নারকেলের ছোবরায়। আপনার মাটির প্ল্যানিংটা খুব ভাল লেগেছে। প্লিজ আমায় মাটিতে কিভাবে লাগাবো পরিমানটা অনুপাতে বুঝিয়ে দিন এবং গাছ আমি বড় ঝোপালো করার ইচ্ছে তাই কতোটুকু টবে দিবো জানাবেন।চারা ৬" হবে। সব ধরনের হয়াই কি মাটিতে লাগানো যাবে। আমার পারলাইট নেই সেটা বাদে বাকি কিভাবে মিতিয়া তৈরি করবো জানাবেন প্লিজ 🙏

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому

      একটু সময় দিন, বলছি।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому

      ua-cam.com/video/CwBCNIHIV_A/v-deo.html
      এখানে হোয়ার মাটি তৈরি করবেন কীভাবে তা নিয়ে একটি ভিডিও আছে, দেখে নিতে পারেন।
      পার্লাইটের বদলে কাঠকয়লা ভেঙে নিয়ে ব্যবহার করতে পারেন।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому

      ৬" টব হোয়ার জন্য আদর্শ।সব হোয়া মাটিতে বসানো যায়। তবে মিডিয়াতে জল যেন না জমে সেদিকে খেয়াল রাখতে হবে।

  • @aditibhattacharya3984
    @aditibhattacharya3984 2 роки тому

    My hoya pubicalyx is nearly 2 years old but it has not yet flowered, the health of the plant is quite well, it has geen in a semi shade area in a hanging pot....

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому

      Try to keep it in full sun at least for 5-6 hours, it will flower for sure.
      One more thing, add one handful of compost once a month.

  • @susmitabanerjee3538
    @susmitabanerjee3538 Рік тому

    তুমি খুব ভালো থেকো বাবা তোমার কথা শুনতে খুব ভালো লাগে

  • @pradiproy3508
    @pradiproy3508 Рік тому

    Bristir jol ki haya plants er jonno kono khoti kara

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  Рік тому

      নির্ভর করছে কি ধরনের হয়া তার উপর। টানা বৃষ্টিতে ভিজতে দিলে অনেক সময় শিকড় পচে যায়। এক-দু পশলা বৃষ্টি দিতে পারেন।
      তবে বৃষ্টির জমানো জল অবশ্যই হয়া তে ব্যবহার করা যায়।

  • @ushabhimji2115
    @ushabhimji2115 2 роки тому

    Bhaiya hindi nhi to English m atleasr lyric rakho, sako samaj aaye.
    Thanks nice video..

  • @sangeeta1971
    @sangeeta1971 3 роки тому

    Amar ae Hoya plant ti ki type er ektu janaben..pataguli ektu suru dhoroner...

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому

      facebook.com/inlovewithsoil
      আমাদের ফেসবুক পেজ আছে, আপনার গাছের ছবিটি একটু পাঠাতে পারলে ভালো হয়। না দেখলে গাছের নাম বলাটা মুশকিল।

  • @sreejachowdhury1283
    @sreejachowdhury1283 3 роки тому +1

    Amar hoya plant e buds eleo segulo jhore jache. Ami partial sunlight e rekhechi. Ki kora uchit?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +1

      Gache ki prothombar ful elo? Amar gachheo prothombar sob kurhi jhore gechhilo..Aneke bolen eta raat e him porhar jonno hoy,ami er kono jukti khuje paini. Patay laal spot achhe ki? Tahole fungal infection hote pare. Fuler monjori kete deben na,oi monjori tei kichudin pore abar ful ashbe. Kono osudh die ei kurhi jhore jaoar samosyar samadhan samvob noy. Nirdishto karon jana na thakle osudh proyog na korai valo. Ektu samay dite hobe,basanter shurutei dekhben oi monjorigulotei kurhi eshechhe.

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +1

      October er por theke gach saradin rod e rakhle valo hoy. Aste aste roder porimaan barhaben,hothat sorasori rod e rakhle pata purhe jete pare.Rod e rakhle akdin antor jol deben,mati jeno sukie na jaay. Sitkal e aneksamay fungal infection dekha dite pare karon era sitkal e nishkrio thake..ektu khol vejano jol dite parle valo hoy. Echharha kono slow release fertilizer o deoa jaay ei samay. November er por theke saar deoar dorkar nei.

    • @sreejachowdhury1283
      @sreejachowdhury1283 3 роки тому

      @@Inlovewithsoil ha. Prothom bar kuri eseche. Patay kono spots nei. Otherwise very healthy plant

    • @sreejachowdhury1283
      @sreejachowdhury1283 3 роки тому

      @@Inlovewithsoil Ok. Thanks a lot

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +1

      @@sreejachowdhury1283 ashole eita ei gacher baishisto hote pare. Hoyto prothom bar ful fotanor moto energy sangroho korte pare na bolei hoyto kurhi jhore jaay..
      Gach jakhon healthy tahole chintar kichui nei.😊

  • @assessorgaming1m274
    @assessorgaming1m274 Рік тому

    ভাইয়া হয়া পেডাংগেল থেকে ফুল আশতে কত দিন লাগে। একবার ফুলের কলি আশার পরে, মানে আমার গাছে কলি এসেছিল খুব ছোট ছিল তারপর আমি কোরিয়ার থেকে এনে চারা বশাইচি এরপর আজকে দেখলাম কলি ঝরে গেছে। এখন আবার ফুল কবে পেতে পারজ ভাইয়া?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  Рік тому +1

      ফুল যখন একবার এসেছে তখন নিশ্চয়ই ফুল আসবে। কিছুদিন সময় দিতে হবে

  • @sabinaasker3650
    @sabinaasker3650 2 роки тому

    Sifariş vermək olarmi və necə etmək olar

  • @user-yi3vo3qi2m
    @user-yi3vo3qi2m 6 місяців тому

    আমার কাছে হয়া প্রায় তিন বছর দরে আছে, গাছ মোটামুটি বেশ হেলদি কিন্তু এখনো ফুল আসে নাই, ফুল পেতে কি ব্যবহার করতে পারি???

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  6 місяців тому

      গাছ কতক্ষণ রোদ পায়? হয়ার নামটা একটু জানাবেন প্লিজ, কারণ সব হয়া খুব সহজেই ফুল দেয় এমন নয়।

  • @touhidhasan2282
    @touhidhasan2282 3 роки тому

    সায়ন্তনদা, অনেক প্রশ্ন আছে!
    ১/আমার অনেকগুলি লোকাল হয়া (হয়া ভার্টিসিলাটা) আছে। দুটো হয়া অর্কিডপটে কাঠকয়লা আর নারকেল ছোবড়ায় পটিং করে আমগাছে ঝোলানো আছে। একই আমগাছে আরেকটা হয়া সরাসরি গাছে সেট করা আছে। এরা সকাল ১১টা পর্যন্ত সরাসরি রোদ পায়। আমার কুরচি গাছে আরেকটা হয়া সেট করা আছে, এটা ব্রাইট লাইট পায় তবে সরাসরি রোদ পায় না। আবার ছাদে বালিমাটিতে একটা হয়া লাগানো আছে, সেটি ১২/১টা পর্যন্ত সরাসরি রোদ পায়। সবগুলোর গ্রোথ ভালো, ম্যাচিওর গাছ তবে একটাতেও ফুলের দেখা পেলাম না। কি করবো?
    ২/ আমি আজকেই একটা হয়া পিউবিক্যালিক্স,,কিউমিঞ্জিয়ানা আর কার্নোসা অর্ডার করেছি। এদেরকে বারান্দায় রাখবো ভাবছি।পশ্চিমমুখী বারান্দা। মোটামুটি ১/২টা থেকে ৪ টা পর্যন্ত সরাসরি রোদ পড়ে। এখানে কি এই তিনটে হয়া রাখা যাবে?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +1

      আবহাওয়ার অবস্থা খুব খারাপ, উওর দিতে দেরী হতে পারে।☺️
      অর্কিডের মিডিয়াগুলো ঠিক আছে। তবে তুমি কোনো সারের কথা লেখোনি দেখলাম। সার কিন্তু দিতে হবে। মাসে একবার হলেও। কিছু হোয়া আছে যারা পরিণত হওয়ার পরই ফুল দেয়। তুমি যেসব প্রজাতির কথা লিখেছ তার বেশিরভাগ প্রজাতি আমি কোনদিন বড় করিনি, তাই নির্দিষ্ট ভাবে বলা মুশকিল যে কেন ফুল হচ্ছে না, তবে সার প্রয়োগ করতেই হবে।
      রোদের পরিমাণও ঠিক আছে।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +1

      শেষ যে ৩টে নতুন গাছের কথা বলেছ, কিউমিঞ্জিয়ানা ছাড়া বাকিরা রোদ ভালোবাসে আর সারও পছন্দ করে। গাছ বসানোর সময় হাড় গুঁড়ো ও শিং কুচি এক চামচ করে মিশিয়ে নিও । ৬-৭ ঘন্টা সরাসরি রোদ সকালে ও বাকি সময় indirect bright light দিতে পারলে খুব ভালো হয়।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +1

      কিউমিঞ্জিয়ানা আমি কখনও বড় করিনি, তবে আমার অভিজ্ঞতা বলছে সব হোয়া কম বেশি রোদ আর সার ভালোবাসে।

    • @touhidhasan2282
      @touhidhasan2282 3 роки тому

      @@Inlovewithsoil দাদা, অর্কিড মিডিয়াতে কি সার দেবো? অসমোকট চলবে?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +1

      হ্যাঁ অবশ্যই সার দিও, Osmocot ভালো শুনেছি।

  • @dr.pamelanayak7499
    @dr.pamelanayak7499 3 роки тому

    Today I bought these tow hoya, Hoya pubicalyx and Hoya carnosa, from local nursery. Hope they will grow beautifully...... Incontrast to rest of South bengal my area is quite dry...... So what should I do? Keep them in indoor or outdoor?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому

      Keep it indoor for now, provide morning light for at least 3-4 hours, soak it in the rain water as much as possible. Gradually increase the amount of light. Protect from the afternoon sun. Misting is a great solution for dry weather condition. Mist 2-3 times a day.

    • @dr.pamelanayak7499
      @dr.pamelanayak7499 3 роки тому

      @@Inlovewithsoil ok

    • @dr.pamelanayak7499
      @dr.pamelanayak7499 3 роки тому

      @@Inlovewithsoil Thank you

  • @assessorgaming1m274
    @assessorgaming1m274 Рік тому

    vai hoya gacher lota holud hoyar karon ki? ekdom uporer 3,4 inc lota ekdom lalce holud hoye geche karonta bujhtesina

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  Рік тому

      খুব বেশি রোদ পেলে এরকম হয়।

    • @assessorgaming1m274
      @assessorgaming1m274 Рік тому

      vaiya sudhu 3 hour ee rod pay duure tatei erokom hoise naki!?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  Рік тому +1

      পারলে একটা ছবি পাঠাবেন

    • @assessorgaming1m274
      @assessorgaming1m274 Рік тому

      vaiya kothay pathabo apnar sathe kivabe jogajog korbo vaiya🙂

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  Рік тому

      ফেসবুকে inlovewithsoil পেজ আছে, সেখানে ছবি পাঠাতে পারেন।

  • @assessorgaming1m274
    @assessorgaming1m274 Рік тому

    ভাইয়া অনেকে বলে সকালের রোদ ছাড়া নাকি হয়া হয়না?🙂আমার বারান্দায় ১২ -৩ টা অব্দি রোদ থাকে এর পর আর রোদ থাকেনা আমার বারান্দায় হয়া হবেনে ভাইয়া অনেকের পরামর্শ সুনে আমার খারাপ লাগতেসে আমি নতুন হয়া লাগাইসি আপনার কথা মত বারান্দার গ্রিল এর বাইরে🙂প্লিজ রিপ্লে দিয়েন🙂আপনার পরামর্শ গুলা আমার হেল্প হয় ভাইয়া 🥰🥺😊

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  Рік тому +1

      ঠিক ফুল আসবে, আপনি উজ্জ্বল আলো আসে এরকম জায়গায় রাখুন, সরাসরি রোদ সারাদিন দেওয়ার দরকার নেই, ১২ টা থেকে ৩ টে যথেষ্ট আলো। আর একটু ধৈর্য ধরুন, ঠিক ফুল আসবে।

    • @assessorgaming1m274
      @assessorgaming1m274 Рік тому

      ভাইয়া আনেক অনেক ধন্যবাদ ❤️আপনার উপদেশ টা পেয়ে আমি অনেক খুশি এমন ভাবে যদি কেও বলত। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আবারো🥺❤️❤️❤️❤️

  • @sukantasikder3483
    @sukantasikder3483 2 роки тому

    ❤️👌

  • @OxygenOtobi
    @OxygenOtobi 2 роки тому

    পারলাইট এর বদলে কোন ধরনের বালি ব্যবহার করতে হবে ? মোটা কনষ্ট্রাকশন বালি না নাদীর চিকন বালি? নাকি ছোট পাথর দানার যে বালি সেটা?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому +1

      মোটা দানার বালি , ছোটো পাথর ব্যবহার করতে পারেন।

  • @dr.robinbhattacharjee5248
    @dr.robinbhattacharjee5248 Рік тому

    দাদা হয়ার জন্য কোন ফাংগিসাইড ব্যাপার করা যেতে পারে প্লিজ জানাবেন।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  Рік тому

      আমি Amistar top ব্যবহার করি।

  • @shamsunnaharshapla7529
    @shamsunnaharshapla7529 2 роки тому

    দাদা প্লিজ প্লিজ হেল্প হয়ার ছএাক নাশক দমনে,ম্যানকোজেব৮০%ডব্লিউ,পি (Emthane-45)এনেছি,কিন্তুু ব্যবহার বিধিতে আলু মকর নাবিধধসার কথা বলা হয়েছে, এখন কি করবো

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому

      ৬ ফোঁটা ১লিটার জলে মিশিয়ে ভোর বেলা বা সন্ধ্যায় গাছে স্প্রে করতে হবে, ঠাণ্ডা জলে মিশিয়ে নেবেন।

    • @shamsunnaharshapla7529
      @shamsunnaharshapla7529 2 роки тому

      @@Inlovewithsoil দাদা পানিতে মিশিয়ে স্প্রে না করে কি,সরাসররি মাটিতে ব্যবহার করা যাবে,

    • @shamsunnaharshapla7529
      @shamsunnaharshapla7529 2 роки тому

      এটা পাউডার জাতীয়,

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому

      না, গাছ মারা যেতে পারে

  • @avinavghosh7917
    @avinavghosh7917 3 роки тому

    ❤️❤️❤️❤️

  • @chandandas3838
    @chandandas3838 3 роки тому

    Amar akta jinis janar chilo. Amar kache total 5 types hoya plant ache. Hoya carnosa krimson queen, hoya australis, hoya kerrii, hoya finlaysonii, hoya pubicalyx. Aader jonno soil mix korechi 40% garden soil + 25% cocopeat + 25% compost + 5% charcoal chips + 5% perlite. Ei soil mix a ki grow kora jabe?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +2

      40% garden soil এর অনুপাতটা একটু কম হলে ভালো হত। 🙂
      20% garden soil, 20% charcoal, 25% cocopeat, 25% compost & 10% perlite এই অনুপাত টা আপনার উপকরণের জন্য আদর্শ অনুপাত বলেছেন আমার মনে হয়।

  • @jhumabiswas192
    @jhumabiswas192 3 роки тому

    I ordered one Hoya carnosa, problem is I have no idea about orchid growing, at the same time I personally don't like to use cocopeat much...is it possible to plant in a medium consisting of grit like material, stone, compost, perilte and charcoal?
    Or what might be used to replace cocopeat... please reply 🙏

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому

      Use 30%perlite 40%compost 20% garden soil 10% charcoal

    • @jhumabiswas192
      @jhumabiswas192 3 роки тому

      অনেক ধন্যবাদ ভাই। বড্ড dependent হয়ে পড়ছি 😀, একদম নতুন ধরণের গাছ তো, তাই তোমার মতামত টা ভীষণ দরকারি 🙏

    • @jhumabiswas192
      @jhumabiswas192 3 роки тому

      Tomar recipe onusare mati tairi korlam,gacho bosalam...gach ti 3 inchi moto, 6 inchi tobe bosiyechi... Se bristir jol pochondo kore bole chadei rakhlam, tobe anek gacher majhe....kichu koroniyo thakle janio 🙏

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому

      আপাতত কিছু করণীয় নেই, বেড়ে উঠুক, বেশিক্ষণ চড়া রোদ যেন না পায়।

  • @parnachakraborty4669
    @parnachakraborty4669 5 місяців тому

    আমার হোয়া ফাইলা আর পিউবিক্যালিস আছে। কিন্তু ফুল আসছে না

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  5 місяців тому

      আলোর পরিমাণ বাড়াতে হবে, আর মাসে দুবার সার ব্যবহার করুন, NPK 20 20 20, দেখুন কোনও পরিবর্তন আসে কি না।

  • @bhagyashreedas4381
    @bhagyashreedas4381 3 роки тому

    Only Bali te dile kharap hobe?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому

      আমি কখনও করে দেখিনি তবে না হওয়ার কোনো কারণ নেই। আরও একটি বিষয় হল বালিতে গাছ বড় করলে ভালো মত সার প্রয়োগ যদি না করা হয় তবে গাছে ফুল আসতে দেরী হতে পারে। আর বালি উষ্ণ আবহাওয়ায় খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, সেদিকে খেয়াল না রাখলে গাছের শিকড় তাপমাত্রার ওঠানামা সহ্য করতে পারবে না।

  • @bhagyashreedas4381
    @bhagyashreedas4381 2 роки тому

    Akhon to thandar din
    Hoya ke kothay rakhbo?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому +1

      ছায়ায় রাখুন, আর পাতায় দিনে অন্তত একবার জল স্প্রে করতে পারলে ভালো হয়।

    • @bhagyashreedas4381
      @bhagyashreedas4381 2 роки тому

      @@Inlovewithsoil leaf compost diye potting korechi ... Kharap hobe??

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому

      অসুবিধার কিছু নেই। আশা করি বেশি জল ধরে রাখবে না।

  • @jayantikadutta7035
    @jayantikadutta7035 2 роки тому

    এই hoya টাই কিনবো কিন্তু কোন month এ কিনবো ও লাগাবো।। এই গাছ টা কি লতানো?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому +1

      হ্যাঁ, লতানো। এখন কিনে নিতে পারেন।

  • @upamabhattacharjee3792
    @upamabhattacharjee3792 3 роки тому

    সুপ্রভাত দাদা। আপনার গাছ দেখে ফলো করেছি। এবার আমার প্রথম কুঁড়ি এসেছে কি করণীয় যদি একটু বলেন। কোনো সার কি দিতে হবে জানালে উপকৃত হব। আগাম ধন্যবাদ।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому

      বাহ্! কুঁড়ি আসার পর বিশেষ কিছু করার দরকার নেই, ফুল ঝরে যাওয়ার পর আপনি চাইলে ১ চামচ steamed bone meal fertilizer দিতে পারেন।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому

      সুপ্রভাত ☺️

    • @upamabhattacharjee3792
      @upamabhattacharjee3792 3 роки тому

      @@Inlovewithsoil অনেক ধন্যবাদ ও ভালোবাসা।

  • @maishaislammegha5646
    @maishaislammegha5646 2 роки тому

    বছরে কতোবার ফুল ফোটে

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому

      বসন্ত ঙ বর্ষায় মূলত ফুল আসে।

  • @debobrotodhali9226
    @debobrotodhali9226 2 роки тому

    Amar plant a fuler kuri asche kintu segulo sukiye jacche atar samadhan ki ach jodi aktu bolen khub upokar hoy

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому +1

      প্রথমবার কুঁড়ি এসে ঝরে পড়লো কি? তাহলে সেটা স্বাভাবিক, চিন্তা করবেন না, ফুল হবে।
      যদি এটা না হয় তবে বুঝতে হবে খুব বেশি জল পাচ্ছে বা পর্যাপ্ত আলো গাছ পাচ্ছে না তাই কুঁড়ি ফোটার আগেই ঝরে যাচ্ছে।
      গাছ কিরকম খাবার পাচ্ছে সেটাও এখানে গুরুত্বপূর্ণ, হাড় গুঁড়ো ও শিং কুচি এক চামচ করে নিয়ে এক মুঠো compost এর সঙ্গে মিশিয়ে মাটিতে দিতে হবে।
      সব সময় বৃষ্টিতে গাছ রাখবেন না, মাঝে মাঝে বৃষ্টির জল দেবেন, সপ্তাহে একদিন যথেষ্ট।
      গাছ কেমন থাকে জানাতে ভুলবেন না। 😊

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому

      কোন প্রজাতির hoya আপনি বড় করছেন সেটা একটু জানাবেন, সব প্রজাতির পরিচর্যা কিন্তু এক নয়।

    • @debobrotodhali9226
      @debobrotodhali9226 2 роки тому

      আসলে কি প্রজাতি সেটা বলতে পারবো না, পাতা গুলো লম্বা আর মোটা, আপনার ভিডিও তে যা গাছটি দেখাচ্ছেন ফুল ফুটে আছে সেই গাছ। আর কুড়ি দুতিন বার দেখা দিয়েছে একই বৃন্তে কিন্তু ছোট হয়ে ঝরে যাচ্ছে

    • @debobrotodhali9226
      @debobrotodhali9226 2 роки тому

      একটা Flower spike এ চার বার কুড়ি এসে শুকিয়ে যাচ্ছে কুড়ি গুলো বড়ো হচ্ছে না

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому

      কত দিনের পুরোনো গাছ?

  • @chandandas3838
    @chandandas3838 3 роки тому

    Amake akta jinis aktu bolte parbe j Hoya pubicalyx & hoya carnosa red er moddhe difference ta kii

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +1

      মূল পার্থক্য পাতার গঠনে । Pubicalyx এর পাতাগুলো বেশ লম্বা হয় , Carnosa এর পাতা একটু গোলাটে লম্বা।

    • @chandandas3838
      @chandandas3838 3 роки тому

      @@Inlovewithsoil flowers a ki kono difference hoy ki?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому

      খুব একটা পার্থক্য আমি তো দেখিনি।

  • @debjanimukhopadhyay3676
    @debjanimukhopadhyay3676 2 роки тому

    ভাই,ভারি সমস্যায় পড়েছি,সবে হোয়া কিনে এনেছি, 2/3 দিন যেতে না যেতেই দেখছি সারা গাছ জুড়ে সাদা সাদা ফাঙ্গাস হয়ে গেছে… স্ট্রিং এ ফুলের গোছা ছিল,সেটা খসে খসে পড়ে গেলো, গাছ টা কি বাঁচাতে পারবো, উপায় বলো

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому +1

      Transportation এর জন্য এটা হয়েছে। কোন প্রজাতির গাছ একটু জানাবেন।
      কী করবেন :
      ভালো হাওয়া চলাচল হয় এরকম জায়গায় রাখবেন।
      উজ্জ্বল আলো আসে এরকম জায়গায় রাখুন।
      মাটি যদি শুকিয়ে যায় তবে হাল্কা জল দেবেন।
      শুকিয়ে, নষ্ট হয়ে যাওয়া ডাল, পাতা কেটে দেবেন ।
      রাতে ঠান্ডা জায়গায় গাছ রেখে দেবেন।
      কী করবেন না
      রোদ এখন দেবেন না, অন্তত ১৫ দিন তো নয়।
      কোনো সার দেবেন না ।
      কোনো fungicide এখন আপাতত দেবেন না, কয়েক দিন দেখুন যদি গাছ আরও খারাপ হয়ে যায় তখন জানাবেন আমাকে।
      পাতা ডালে জল স্প্রে করবেন না।
      রিপট করবেন না।
      আমায় ছবি পাঠাতে পারেন Facebook - In love with soil পেজে।
      ☺️ চিন্তা করবেন না, গাছ সুস্থ হয়ে উঠবে। হোয়া খুব শক্ত গাছ।

    • @debjanimukhopadhyay3676
      @debjanimukhopadhyay3676 2 роки тому

      Facebook এ তো আমি নেই,
      এখানেই ছবি পাঠাবো কি.!!
      পট এ cocopit আছে দেখলাম .

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому

      contact.inlovewithsoil@gmail.com
      এখানেও পাঠাতে পারবেন।

  • @upamabhattacharjee3792
    @upamabhattacharjee3792 3 роки тому

    কোন মাসে ফুল হয়। আমার গাছ টা ভালো বড়ো হয়েছে কিন্তু বাড়ান্দায় আছে। রোদ খুব অল্প পরে। আমি নতুন বাগানি। কতদিন পর সার দেবো একটু জানাবেন। খুব ভালো পোস্ট। আমি সাবস্ক্রাইব করে দিয়েছি।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +1

      শীতকাল ছাড়া প্রায় সারা বছর কম বেশি ফুল হয়। ৪-৫ ঘন্টা সরাসরি রোদ দিতে পারলে খুব ভালো, তাতে গাছে ভালো ফুল আসে।
      মাসে একবার খোল পচানো জল, আর দু মাসে একবার একমুঠো কম্পোস্ট মাটিতে ছড়িয়ে দেবেন, তাতেই গাছ ভালো থাকবে।
      বৃষ্টির জল দিতে পারলে খুব ভালো হয়। মাঝে মাঝে বৃষ্টিতে গাছকে ভিজতে দেবেন।

    • @upamabhattacharjee3792
      @upamabhattacharjee3792 3 роки тому

      @@Inlovewithsoil অনেক ধন্যবাদ। আমার ছোবড়ার মধ্যে আছে। তবে ভাবছি মাটিতে একটা ডাল বসাবো। ছাদের উপর রাখবো।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +1

      আচ্ছা, সাধারণ মাটিতে বসাবেন না কিন্তু, পচে যাবে!

    • @upamabhattacharjee3792
      @upamabhattacharjee3792 3 роки тому

      @@Inlovewithsoil তাহলে কিভাবে মাটিটা তৈরি করবো বললে খুব ভালো হয়। আমি একটাই গাছ কিনেছিলাম। ফুলটা দেখে খুব পছন্দ হয়েছিল।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому

      কোকোপিট ৪০% ভার্মি কম্পোস্ট ৪০% বালি ২০% bone meal fertilizer ২ চামচ

  • @swagataswarnakar1449
    @swagataswarnakar1449 2 місяці тому

    Dada pubicalyx er smell hoi ki?? Janio please

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 місяці тому +1

      হ্যাঁ খুব চড়া গন্ধ, দূর থেকে পাওয়া যায়

    • @swagataswarnakar1449
      @swagataswarnakar1449 2 місяці тому +1

      @@Inlovewithsoil yess...tahole ekta kinte hobe...bolchi ami new Hoya suru korbo... pubicalyx diye suru kori?? Ki bolo??

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 місяці тому +1

      @swagataswarnakar1449 pubicalyx বেস্ট

  • @lanibora2084
    @lanibora2084 2 роки тому

    Ai flowers cost koto

  • @upamabhattacharjee3792
    @upamabhattacharjee3792 3 роки тому

    আর একটা কথা বলার ছিল কেনার সময় কোকোপিটে ছিল। ঐ ভাবেই আছে। এবার কুঁড়ি এসেছে। এটা কি এখন রিপোট করবো না থাকবে। আর কখন রিপোট করবো একটু জানাবেন।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +1

      ফুল হয়ে যাক, তারপর রিপট করে দেবেন অবশ্যই, কারণ বর্ষায় রিপট করা সবচেয়ে ভালো।

    • @upamabhattacharjee3792
      @upamabhattacharjee3792 3 роки тому

      @@Inlovewithsoil তাহলে এই বছরই কি রিপোর্ট করা যাবে? ফুল হলে কতদিন গাছে থাকবে। আমাকে একটু বলে দেবেন।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому

      ফুল কমবেশি ৪-৫ দিন থাকে, সব ফুল ফুটে ঝরে যাওয়ার পর আপনি রিপট করে দেবেন। এ বছর করে দিন, তাহলে গাছ এই বর্ষায় ভালো মত বেড়ে উঠবে।

    • @upamabhattacharjee3792
      @upamabhattacharjee3792 3 роки тому

      @@Inlovewithsoil Thanks

  • @hasibulhasan7253
    @hasibulhasan7253 3 роки тому

    একদম বেবি প্ল্যান্টে ফুল আসতে কত সময় লাগতে পারে ?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +1

      সঠিক তাপমাত্রা, ভালো মাটি, পর্যাপ্ত পরিমাণে আলো ও বৃষ্টির জল পেলে মোটামুটি ১ বছরের মধ্যেই ফুল আসার কথা।

  • @sumantahazra3539
    @sumantahazra3539 3 роки тому

    Dada amar hoya pubicalyx ache kintu barchei na.... R bes koek mas hoe galo kintu aki rokom ache... Nursery theke anar por theke repot kora hoini okhane cocopeat e bosano ache r may be overwatered.... Ami ki puro tule repot korbo?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому

      যত তাড়াতাড়ি পারো রিপট করে দাও। ভালো করে বৃষ্টির জলে ভিজতে দিও, খুব তাড়াতাড়ি বাড়বে। মাঝে মাঝে খোল ভেজানো জল দিও।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому

      সকালের দিকে ৪-৫ ঘন্টা সরাসরি রোদ দিতে পারলে খুব ভালো হয়।

    • @sumantahazra3539
      @sumantahazra3539 3 роки тому

      Onek dhonnobad dada.... R akta jinis bolchilam... Dhoro ami akta pot e lagalam otake ami balcony te lagalam... Brishtir jol pabe na rod sokaler pabe.... Tahole ki bristi hole ami pot take chad e die asbo?

    • @sumantahazra3539
      @sumantahazra3539 3 роки тому

      R dada tomar ki fb ba onno kono id paoa jabe jekhane emni alochona kora jai?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому

      হ্যাঁ, অবশ্যই বৃষ্টির সময় ছাদে রেখে দিও। খুব বড় টবে বসিও না যেন, ৫" যথেষ্ট, আগে বড় হোক, তারপর বড় টবে বসিও।

  • @sumanghosh7377
    @sumanghosh7377 3 роки тому

    Cost kamon porbe?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +1

      ছোট গাছ (৪" আনুমানিক) ২০০-৪০০ টাকার মত দাম হতে পারে।

  • @jannatulmawamithila4719
    @jannatulmawamithila4719 2 роки тому

    ভাইয়া,
    আমার হয়া ভার্টিসিলাটি এটা আমি বারান্দায় নারিকেল ছোবা দিয়ে টবে রেখেছে রোদ পায় মোটামুটি ভালো।কিন্ত গাছটা গ্রোথ একদম কম।একটা ছোট পাতা দিতে অনেক সময় নেয়।আমার গাছাটা চারা গাছ।২ মাস হবে এনেছি তেমন কোনো পরিবর্তন দেখছি না
    ।দুই মাস পর ছোট একটা পাতা দিয়েছে। যার কাছে কিনেছে সে বলেছে সামনে বর্ষায় ফুল দিবে কিন্ত এমন গ্রোথ থাকলে মনে হয় ফুল দেখা পাবো😭

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому +1

      কী করবেন বলছি। একটু সময় দিন।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому +1

      প্রথমে মিডিয়াটা বদলে নেওয়া দরকার। আমি যেরকম ভাবে মাটি তৈরি করতে বলেছি সেভাবে তৈরী করে গাছ রিপট করে দিন। বৃষ্টির জল দিতে পারেন, খুব তাড়াতাড়ি বাড়বে গাছ।

    • @jannatulmawamithila4719
      @jannatulmawamithila4719 2 роки тому

      okk vaiya❤️

  • @kakalighsh8
    @kakalighsh8 3 роки тому

    আমি সদ্য একটি pubicalyx, আর incrassata কিনেছি। এখনি কি রিপট করব? 2 ইন্চি পটে আছে। 4 ইন্চি তে দেব? আর সেলার লিখেছিল কোকোচিপ্স, কোকোপিট আর গোবর সার দিয়ে পটিং করতে। সেরকমই করব? একটু জানাবেন প্লিজ।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +2

      Pubicalyx এর জন্য গোবর সার বা vermicompost দুটোই ব্যবহার করা যায়। পাশাপাশি cocopeat আর perlite যথাক্রমে ৩০% ও ৩০% ( বাকি ৪০% গোবর সার বা vermicompost) মিশিয়ে নিয়ে মাটি তৈরি করতে পারেন। Cocochips খারাপ নয়, তবে খুব বেশি জল ধরে রাখায় ও ফাঁপা হওয়ার ফলে পোকা মাকড় বা পিঁপড়ে বাসা বাঁধতে পারে। সেটা খেয়াল রাখবেন।
      Incrassata species আমার কাছে নেই,তাই সে বিষয়ে খুব একটা তথ্য আপনাকে দিতে পারব না, তবে যে মিশ্রণের কথা বললাম সেটা ব্যবহার করে আপনি যে কোনো প্রজাতির Hoya ভালো ভাবে বড় করতে পারবেন।
      ৪" টব ভালো তবে যদি আপনি তাড়াতাড়ি গাছ বড় করতে আগ্রহী হন, তবে ৫"- ৬" টব আদর্শ। টব একটু ছড়ানো হলে ভালো হয়। অর্থাৎ বাটির মতো।
      টব ঝুলিয়ে রাখতে পারলে ভালো। তাতে হাওয়া চলাচল হওয়ার সম্ভাবনা বাড়ে ও গাছ ভালো থাকে। Repotting এর পর যদি বৃষ্টিতে গাছ রাখতে পারেন তবে গাছ খুব ভালো ভাবে বেড়ে উঠবে।
      Repotting এর পর গাছ কেমন থাকে অবশ্যই জানাবেন।☺️
      ধন্যবাদ 🙏

    • @kakalighsh8
      @kakalighsh8 3 роки тому

      @@Inlovewithsoil ধন্যবাদ অবশ্যই জানাব

    • @kakalighsh8
      @kakalighsh8 3 роки тому

      আর একটা প্রশ্ন, বোনডাস্ট আর ফাঙ্গিসাইড কি দেব?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +1

      Bone dust দিতে পারেন, অসুবিধা নেই। খুব অল্প পরিমাণে(১/২ চা চামচ)ব্যবহার করলেই চলবে।
      Fungicide আমি বলব ব্যবহার না করাই ভালো। গাছের সামগ্রিক স্বাস্থ্য যদি ভালো থাকে তবে fungicide প্রয়োগের দরকার নেই।

    • @kakalighsh8
      @kakalighsh8 3 роки тому

      @@Inlovewithsoil আচ্ছা ।ধন্যবাদ।

  • @tandrimachaudhuri9166
    @tandrimachaudhuri9166 Рік тому

    ফুল কখন হয়?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  Рік тому

      শীতকাল ছাড়া মোটামুটি সারা বছর ফুল হয়। তবে বর্ষা থেকে শরৎ এই সময় সবচেয়ে বেশি ফুল হয়।

    • @tandrimachaudhuri9166
      @tandrimachaudhuri9166 Рік тому

      @@Inlovewithsoil প্রথম আজ ফুল হল

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  Рік тому

      @tandrimachaudhuri9166 হুম, এই সময় ফুল আসে, আমার গাছে কুঁড়ি ভরে গেছে।

  • @arpanbose9999
    @arpanbose9999 3 роки тому

    Ei gach er Ki onek dam vai

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +1

      না না! আপনি ছোট গাছ ১০০ টাকাতেই পেয়ে যাবেন। তবে আমি দু বছর আগে কিনেছিলাম। এখন খুব ছোট গাছও ২৫০ টাকা দাম চায়। তবে এই হোয়ার প্রজাতিটি খুব সহজে পাওয়া যায়, তাই দাম ১৫০-২০০ টাকার বেশি হওয়া উচিত নয়।

    • @arpanbose9999
      @arpanbose9999 3 роки тому

      @@Inlovewithsoil thank u dada... Kinbo ei time e dada... Ek tu bolun pls

    • @arpanbose9999
      @arpanbose9999 3 роки тому

      Ei November e Kinbo... Gach ta dada

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому +1

      হ্যাঁ অসুবিধা নেই। শুধু মনে রাখবেন শীতে এই গাছ নিষ্ক্রিয় থাকে, সেজন্য নতুন গাছে ছত্রাকের সংক্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। একটু নজর রাখতে হবে। বসন্তের শুরুতে গাছ প্রতিস্থাপন করতে পারলে ভালো হয়। ☺️

    • @arpanbose9999
      @arpanbose9999 3 роки тому

      আচ্ছা মানে শীতে এই গাছ ঘুমিয়ে থাকে আমি তালে শীতের পর কিনবো
      জানো দাদা তোমার video দেখে নীলমণি লতা কিনেছি

  • @RajeshPatel-pg3pm
    @RajeshPatel-pg3pm 2 роки тому

    Hi there ! A very Good video on Hoya. But where to find this Hoya. In Gujarat, don't find it . Tell me from where I can get it. Don't bother if you haven't any contact no. Of seller.

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 роки тому +1

      If you have a Facebook account you can search for "my hoya garden". For some reason, I can't share the link.

  • @salinakhan2788
    @salinakhan2788 5 місяців тому

    Why my hiya is not blooming....😂

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  5 місяців тому

      There may be several reasons, inadequate light, fertilizer, and media. Also, there are some varieties that will not bloom easily.

    • @salinakhan2788
      @salinakhan2788 5 місяців тому

      My one is hoya carnosa ,l bought it with flower, it was in only coconut cubes and after seeing ur vedio I just follow ur one,the plant seems to be very happy but not blooming

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  5 місяців тому

      May be the plant is suffering from inadequate lighting. Hoya carnosa enjoys a lot of bright light, and it takes time to bloom.

  • @ratnachatterjee2302
    @ratnachatterjee2302 Рік тому

    হোয়া মাটি ছাড়া আর একটা মিডিয়া টা বলে দিন না🙏💐

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  Рік тому

      কোকোপিট, ভার্মিকম্পোস্ট, বালি সমান পরিমাণে মিশিয়ে মিডিয়া তৈরী করতে পারেন

  • @bhagyashreedas4381
    @bhagyashreedas4381 3 роки тому

    Pot ta ki orchid er moto side a hole thaka nite hobe??

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 роки тому

      আপনি যদি বালিতে বড় করতে চান তাহলে অর্কিডের পটের ফুঁটো বড় হওয়ায় বালি বেরিয়ে যাবে। যদি কাঠকয়লা বা নারকেলের ছোবড়া ব্যবহার করেন তাহলে অর্কিডের পট ব্যবহার করতে পারেন।