Warning: যে ভিডিওগুলো Delete করবেন, সেই ভিডিওগুলোর Watch Time কিন্তু মনিটাইজেশন এর জন্য ধরা হবে না। এইটা বলতে ভুলে গিয়েছিলাম। আপনার আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে বলতে পারেন 💚
ভাই আমার একটি ইসলামিক ওয়াজের চ্যানেল আছে এখানে আমার প্রশ্ন হচ্ছে আমি যদি আমার একটি 2 ঘন্টার ভিডিও আপলোড দেওয়ার পরে আবার তা থেকে আকর্ষণীয় 2/4 মিনিটির ভিডিও আপলোড করি তখন আমার মনিটাইজেশনের কোনো সমস্যা হবে কী.? ভাই প্লিজ এই বিষয়ে কিছু বলুন।
দয়া করে সাহায্য করুন । ভাইয়া আমার চ্যানেল এর এডসেন্স এর বয়স ৪ চার মাস হয়ে গেছে, কিন্তু আমি মাত্র ২ দুইবার পিন আবেদন করেছি, এই মাসের ১১ তারিখ লাস্ট সময় ৪ চার মাস শেষ,আমি ভোটার আইডি দিয়ে ভেরিফাই করতে পারছিনা, three time pin sent= yes দিলে us themes আসছে না, এই লেখা আসতেছে, দয়া করে আমাকে সাহায্য করুন ভাইয়া We understand that due to postal service issues in your area your PIN can fail to reach you. That's why if you don't receive your first PIN, you can request 3 additional replacement PINs. Learn how to request a new PIN.You may send us a copy of your official identity document or domestic bill only if you've requested your maximum of 4 PINs and haven't received any of them within 4 weeks of your last PIN request. আর = No দিলে এই লেখা আসতেছে, You have three opportunities to enter the PIN correctly. Please make sure you enter the PIN as it appears on the card sent to you by Google. If you do not receive your first PIN, you can request 3 replacement PINs by following these instructions.
ভাই এমন কোনো ভিডিও যেটা অনেক আগের কোনো চ্যানেল যে চ্যানেলের সাবস্ক্রাইব ৫/১০ টা এরপর ওই চ্যানেল আর ব্যাবহার হয় নাই কিন্তু তার ভিডিও ও ডিলিট করে নাই এমন ভিডিও কি reused content হবে
ভাই আমার এই চ্যানেলটায় সব গুলো ভিডিও ওডিও সব আমার। এবং ভিডিও গুলো আমার নিজের কেমেরা দিয়ে মাহফিল থেকে করছি কিন্ত তাও রি ইউস কন্টেন্ট দেখাচ্ছে কিছু বুজতে ছিনা,plz ভাই কিছু বলবেন।
bhai ar 4000 hours watch time completed chilo video deleted kora hoiya se but akhon 4000 complete dakhate se na and reuse er jonne de monetization hoiya geshe. ki korbo
*ভাই আমার একটা ভিডিও দুইটা চ্যানেলে আপলোড করেছি এখন একটা থেকে ডিলেট করেছি আর একটাতে ভিডিও টি শুধু আছে তাহলে কি reused মধ্যে পরবে নাকি ভিডিও টি প্লিজ ভাই বলবেন*
ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখলাম আমার একটা প্রশ্ন আছে আশা করি রিপ্লাই দিবেন ধরুন আমি অন্য একজনের লেকচার বিশেষ করে বলে ডক্টর জাকির নায়েকের লেকচার আমি আমার চ্যানেলে আপলোড করব এবং সেই ভিডিওটি সম্পর্কে আমি নিজে প্রথমে দুই তিন মিনিট ফেইসক্যাম করি আমি নিজে পেজেন্ট করে ভিডিওটি সম্পর্কে কিছু বলে দেই তারপরে সেই লেকচার আমি দেখিয়ে দিই কোন সমস্যা হবে
আচ্ছা ভাই ধরেন আমার একটা ভিডিওতে ২ হাজার ওয়াজ টাইম তো এখন যদি রিএপ্লাই করার আগে ওই ভিডিও ডিলেট করি তাইলে কি আবার নতুন করে ওয়াচ পুরন করা লাগবে নাকি আগের ওয়াচ ই থাকবে
Vai, shob bujalm kintu akta video er title shob video te use kori tahole ki reuse ashbe, jemon, online incam bd payment bkash, ata Jodi onek incam video te use kori tahole ki reuse Hobe, plz janaben
ভাই আমার চ্যানেলে যে রি ইউস করা ভিডিও গুলো আছে সু গুলো কি প্রাইভেট করে রাখলে মনিটাইজেশন পাবো? বা রি ইউস করা ভিডিও গুলো ডিলিট না করে প্রাইভেট করে রাখলে মনিটাইজেশন পাবো???নাকি রি ইউস ভিডিও গুলো রিমোভ করতেই হবে??
ভাই অাপনার ভিডিও অামি নিয়মিত দেখি। অাপনার ভিডিও থেকে অনেক কিছু শিখা য়ায়। ভাই একই টাইটেল, ট্যাগ ভিন্ন ভিন্ন ভিডিওতে ব্যবহার করলে কি reused content কী অাসবে
vai... Ami sob video delet kore notun kore video upload korle ki kono problem hobe???oi khane j likha ace 30dener modde reapply korte hobe but 30dener bese somoy nele problem hobe kina???reply denna tar por o bolen comments korte.... Apnake onno der thake valo beve questions ta korce..reply den noy unsubscribe kore devo
Vaia ami StarMaker theke Music nie gan kore amar Channel a video upload koreci. Kintu videor niche download lelha asena tate ki oi videor views amar channel a jug hobena,ai kotha ki thik vaia janale khusi hobo
Dada Remix Song jodi korie tahola ki reused contain a pora juba. Mana original song ka nootun vaba music mana nootun music Diya Remix korie and UA-cam a upload korie tahola ki reused contain a pora juba. Please bolba
ভাই আমার একটা চ্যানেলে ভিডিও আপলোড করা ছিল সেটা প্রাইভেট করা ছিল আমি সেই চ্যানেল থেকে ভিডিও টা ডাউনলোড করে আমার অন্য চ্যানেলে আপলোড করছি তার পরে Reused Content ধরছে তারপর আমি আগের চ্যানেল থেকে ভিডিও টা ডিলিট করে দিছি এখন যদি রিএপলাই করি তাহলে কি আবারো Reused Content ধরবে প্লিজ ভাই একটু জানাবেন 🙏🙏🙏
*আমি re used video আপলোড করে মনিটাইজ উপযোগী করে তুলেছি, কিন্তু আমি video গুলি ডাউনলোড দিয়ে এডিট করে নিয়েছি, কোনো copyright claim আসেনি, সে ক্ষেত্রে কি আমি মনিটাইজ পাবো? প্লিজ কেউ জানিয়ে সাহায্য করুন* 🥺😭😭
হ্যালো ভাই আশা করি আপনি ভালো আছেন। আমার চ্যানেলে একটি সমস্যা হয়েছে আমি মূলত অন্য একজনের গান চুরি করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম এখন তারা আমার ইউটিউব চ্যানেলে এর মনিটাইজেশন বন্ধ করে দেয় মানে রিউজ কন্টেন্ট হিসেবে তারা ধরে নেয়। তারপর আমি ভুলবশত যে গানগুলো চুরি করে এনেছিলাম সেই গানগুলো প্রাইভেট করে তাদেরকে আমি আপিল করলাম। তারা আমার আপিলটি রিজেক্ট করে দেয়। এখন ইউটিউব পাটনার প্রোগ্রাম তারা আমাকে আবার 30 দিন পর রিআপিল করার জন্য একটা সুযোগ দিবে। এখন দয়া করে প্লিজ আমাকে একটা আইডিয়া দিন আমি কী যে গানগুলো চুরি করে এনে আমি আপলোড করেছিলাম সেগুলো ডিলিট করে আপিল করবো নাকি সেগুলো থাকাকালীন আমি আপিল করবো। আপনার জানা থাকলে প্লিজ আমাকে হেল্প করেন।
আমি টিউবমেট থেকে ভিডিও ডাউনলোড করি। সেই ভিডিও যেটুকুনি প্রয়োজন 5 থেকে 10 মিনিট আমি বের করে পাবলিশ করি। আমার এখন reused এসেছে। 5 মিনিটে একটা ভিডিও করে কিভাবে করি ইউটিউব কে পাঠাতে হবে। আমি কি টিউবমেট অ্যাপস টা দেখাবো? আমাকে পরিষ্কার করে একটু বুঝিয়ে দিন। ভিডিওটা কিভাবে করবো। এবং কি কি দেখাবো?
Creative commons এর ক্ষেএেত আমরা ভিডিও একটু পরিবর্তন করে আপলোড করি তার বেশির ভাগই হুবহু থাকে শুধু ঐ চ্যানেলের লগোটা পরিবর্তন করি। তাহলে কি আমার সমস্যা হবে?
আমার একটা চ্যানেল এ আমি আগে রি-ইউজ কন্টেন্ট আপলোড দিয়েছিলাম। এখন সব ভিডিও ডিলিট করে দিয়েছি। তারপরও দেখছি রি-ইউজ লেখা আছে কপিরাইট সেকশনে। এখন আবার অরিজিনাল ভিডিও আপলোড করলে কি মনিটাইজেশন পাব। না কোন সমস্যা হতে পারে। এরকম কারো অভিজ্ঞতা থাকলে দয়া করে জানান
বিভিন্ন দেশের তথ্য, সভ্যতা ও ইতিহাস নিয়ে ভিডিও বানাতে চাই। ভিডিও আমি কপিরাইট ফিরি ৪-৫ টা ভিডিও য়ার প্রতি টা ৪০-৫০ মিনিট এর ছিল, সব গুলো থেকে আমি ১০ মিনিট এর মতো ভিডিও দিয়ে, ncs মিউজিক দিয়ে আর নিজের ভয়েস ওভার করে ভিডিও বানাই তাহলে মনিটাইজেশন হবে?
ভাইয়া আমি তো বাঁশির বাজনা নিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডি ভিডিওর ভিতর আমার নিজের ভয়েসও থাকে এতে কোন প্রবলেম হবে রিউজকন্টনে কোন প্রবলেম হবে প্লিজ জানাবেন ❤❤❤❤❤
ভাাইয়া আমি আমার নিজের একটা সর্ট বিডিও আপলোডের পর ডিলেট করে পুনরায় আবার আপলোড করি এখন রিউজ আসছে, আমি বিডিওটা ডিলেট করে দিই, এখন চিন্তা হচ্চে মনিটাইজেশনের সময় কোন সমস্যা হবে কিনা
audio ki reused contact er mordhe porbe? doren ekta music UA-cam ye upload ache, copyright free, but eta youtube music library te nay. so ami jodi only music eta use kori tahole ki reused content hobe?
নমস্কার দাদা ভাই। আমার একটা বিষয় জানার ছিল। একটা স্টেজ এর অনুষ্ঠান আমি ও সুট করেছি আর ওন্যজন ও সুট করেছে,সে আমার আগে ইউটিউব এ আবলোড দিয়ে দিয়েছে। আমি কি আমার সুট করা ভিডিও টি আমার চ্যানেল এ আর আবলোড দিতে পারি?রি কনটেন আসবে কি? দুজোন তো আলাদা এঙ্গেল এ সুট করেছি। প্লিস যদি বলেন খুব ভালো হয়।
ভাই প্রথম প্রশ্ন হলো আমি কি একই গান দুইবার আপলোড করলে রি ইউজ ধরবে? নম্বর ২ আমরা ১০চ্যানেল মিলে ইস্টুডিও তে বিডিও করে থাকি তাহলেতো সবার ক্যামেরায় একই ভিডিও রেকর্ড করাহয় তাহলে কি রি ইউজ ধরবে? কিন্তু আমার ক্যামেরার ভিডিও আপলোড করে থাকি
ভাইয়া ২ চ্যানেলে থাকলে যেটাই মনিটাইজেশন করাবো ওটাই রেখে আরেই চ্যানেলে যদি প্রাইভেট করে দেই কোন সমস্যা হবে??নাকি যেটায় রি কন্টেন আসছে ওইটা থেকে ডিলিট করবো???? প্লিজ উওর টা দিন
ভাইয়া আমার একটা চ্যানেলে মনিটাইজেশন ছিল কিন্তু রিভিউজ ভিডিওর জন্য মনিটাইজেশন ক্যান্সেল হয়ে গেছে এখন এক বছর পর আমি আবার কাজ শুরু করলে কেউ এটি মনিটাইজেশন পাবো
ভাই এটা আমার ইসলামিক ওয়াজ চ্যানেল ,আমার প্রশ্ন সব ভিডিও আমার নিজের কানেকশন করা, তবুও Reused contend দেখাচ্ছে, এখন আমার করনীয় কি। আমি দুবার এপ্লাই করেছি তবুও মনিটাইজেশন পাইনি।
ভাই আমার একটা গেইমিং চ্যানেলে গেইম আপলোড করার সময় ইইন্টারনেট থেকে অডিও গান এড করি।এতে কি কোনো সমস্যা হবে? আমার নতুন চ্যানেল। প্লিজ ভাই একটু জানাবেন।🙏🙏🙏🙏🙏🙏
ভাই যে ভিডিও রেঙ্ক করছে যে ভিডিও থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইব আসছে ওই ভিডিও রেখে এসব ভিডিও প্রাইভেট করে মনিটাইজেশন এর জন্য এপ্লাই করলে কেমন হবে
ভাইয়া তাহলে মিউজিক চ্যানেল গুলো কি মারা যাবে।আমি গানটা আর থাম্বেইল টা দিয়ে পুরো গান টা কভার করেছি। reuse আসছে আমার।কিছু কিছু ভিডিও dirrect use korcilm but সে গুলো delete kore dichi... আমার গান আর থাম্বেইল টা কপি আছে delete korar por O 11thousand watchtime ache
আমার চ্যানেলে রিইউজড্ কনটেন্ট থাকায় আমাকে সেই ভিডিওগুলো ডিলিট করে ৩০ দিনের মধ্যে আবার রিএপ্লাই করতে বলেছে। তবে আমার ভিডিও ডিলিট করলে তো ওয়াচটাইম চলে যাবে। ৩০ দিনের মধ্যে যদি আবার ওয়াচটাইম ফিলআপ না করতে পারি তাহলে কি আমার চ্যানেল সারাজীবনের জন্য ডিজেবল হয়ে যাবে? নাকি আমি ৩০ দিন পার হয়ে যাওয়ার পরেও এপ্লাই করতে পারবো? ভাইয়া প্লিজ রিপ্লাই দিও, খুব বিপদে আছি।
>> ইন্ট্রু বা লগো এবং সাবস্ক্রাইবের অ্যাকশন বাটন রিইউজ কন্টেন্টের মধ্য পড়বে কিনা। >> আমার একটি তৈরি করা ভিডিও দুইভাবে ইডিট করে ফেসবুক এবং ইউটিউবে ব্যবহার করেছি। ভিডিওটি কিন্তু অরজিনাল। মানে ফেসবুক থেকে ডাউনলোড করে ইউটিউবে বা ইউটিউব থেকে ডাউনলোড করে ফেসবুকে আপলোড করা হয়নি। অরজিনাল ভিডিওটি দুইভাবে ইডিট করে ফেসবুক এবং ইউটিউবে ব্যবহার করতে পারবো?
ভাই এমন কোনো ভিডিও যেটা অনেক আগের কোনো চ্যানেল যে চ্যানেলের সাবস্ক্রাইব ৫/১০ টা এরপর ওই চ্যানেল আর ব্যাবহার হয় নাই কিন্তু তার ভিডিও ও ডিলিট করে নাই এমন ভিডিও কি reused content হবে
ভাই আমার একটি ইসলামিক ওয়াজের চ্যানেল আছে এখানে আমার প্রশ্ন হচ্ছে আমি যদি আমার একটি 2 ঘন্টার ভিডিও আপলোড দেওয়ার পরে আবার তা থেকে আকর্ষণীয় 2/4 মিনিটির ভিডিও আপলোড করি তখন আমার মনিটাইজেশনের কোনো সমস্যা হবে কী.? ভাই প্লিজ এই বিষয়ে কিছু বলুন।
ভাইয়া আমার চ্যানেলে ৪ টি গান ইত্যাদি থেকে কপি করচি কিন্তুু কোনো ক্লেইম নাই কপিরাইট স্টাইক নাই,, তবে আমি মনিটাইজেসন পাবো,, plz ans me plz biaa plz janaven..
Warning: যে ভিডিওগুলো Delete করবেন, সেই ভিডিওগুলোর Watch Time কিন্তু মনিটাইজেশন এর জন্য ধরা হবে না। এইটা বলতে ভুলে গিয়েছিলাম। আপনার আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে বলতে পারেন 💚
ভাই আমার একটি ইসলামিক ওয়াজের চ্যানেল আছে এখানে আমার প্রশ্ন হচ্ছে আমি যদি আমার একটি 2 ঘন্টার ভিডিও আপলোড দেওয়ার পরে আবার তা থেকে আকর্ষণীয় 2/4 মিনিটির ভিডিও আপলোড করি তখন আমার মনিটাইজেশনের কোনো সমস্যা হবে কী.?
ভাই প্লিজ এই বিষয়ে কিছু বলুন।
ধন্যবাদ ভাই। আমার CRT বেরে যায়।কি করতে পারি ভিউ ১০০,২০০ হয় কিন্তু CTR ১০.৯৫ এ্যাড বন্ধ করে রাখি এর পর ও ctr বেরে যায় ভাই এই সম্পর্কে কিছু বলেন
দয়া করে সাহায্য করুন ।
ভাইয়া আমার চ্যানেল এর এডসেন্স এর বয়স ৪ চার মাস হয়ে গেছে, কিন্তু আমি মাত্র ২ দুইবার পিন আবেদন করেছি, এই মাসের ১১ তারিখ লাস্ট সময় ৪ চার মাস শেষ,আমি ভোটার আইডি দিয়ে ভেরিফাই করতে পারছিনা, three time pin sent= yes দিলে us themes আসছে না, এই লেখা আসতেছে, দয়া করে আমাকে সাহায্য করুন ভাইয়া
We understand that due to postal service issues in your area your PIN can fail to reach you. That's why if you don't receive your first PIN, you can request 3 additional replacement PINs. Learn how to request a new PIN.You may send us a copy of your official identity document or domestic bill only if you've requested your maximum of 4 PINs and haven't received any of them within 4 weeks of your last PIN request.
আর = No দিলে এই লেখা আসতেছে, You have three opportunities to enter the PIN correctly. Please make sure you enter the PIN as it appears on the card sent to you by Google. If you do not receive your first PIN, you can request 3 replacement PINs by following these instructions.
Vaia amr ques. Chilo rosting cnl ar jno cattagory ki dibo?
ভাই এমন কোনো ভিডিও যেটা অনেক আগের কোনো চ্যানেল যে চ্যানেলের সাবস্ক্রাইব ৫/১০ টা এরপর ওই চ্যানেল আর ব্যাবহার হয় নাই কিন্তু তার ভিডিও ও ডিলিট করে নাই এমন ভিডিও কি reused content হবে
Thank you 😊
Vaiya Anek Kicu siklam 😊
ভাই ভিডিও লম্বা হোক সমস্যা নাই, কিন্তু আমরা যেন সঠিক ধারনা পাই, এটাই আপনার কাছে আমাদের আবেদন😍😍
vai khub valo
ভাই আমার এই চ্যানেলটায় সব গুলো ভিডিও ওডিও সব আমার। এবং ভিডিও গুলো আমার নিজের কেমেরা দিয়ে মাহফিল থেকে করছি কিন্ত তাও রি ইউস কন্টেন্ট দেখাচ্ছে কিছু বুজতে ছিনা,plz ভাই কিছু বলবেন।
আমার চ্যানেলে এই মাসের সেপ্টেবর ১ তারিখ reused content এসেছে এখন আমি কি আগস্ট মাসের পেমেন্ট পাবো জানাবেন প্লিজ
bhai ar 4000 hours watch time completed chilo video deleted kora hoiya se but akhon 4000 complete dakhate se na and reuse er jonne de monetization hoiya geshe. ki korbo
ভাই আপনার প্রত্যেকটা ভিডিও অনেক কার্যকরী ধন্যবাদ ভাই।
ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইছি না।
শুধুমাত্র শুভকামনা রইলো।
*ভাই আমার একটা ভিডিও দুইটা চ্যানেলে আপলোড করেছি এখন একটা থেকে ডিলেট করেছি আর একটাতে ভিডিও টি শুধু আছে তাহলে কি reused মধ্যে পরবে নাকি ভিডিও টি প্লিজ ভাই বলবেন*
অনেক ধন্যবাদ ভাই। পুরোটা খুব মনোযোগ দিয়ে দেখলাম।
vai ami videote onner copyrait free music use kori tahole ki amar minitaij problem hobe.
ভাইয়া, একজন কন্ঠশিল্পী পাচটি অনুষ্ঠানে একই গান গাইলো । এখন প্রশ্ন হলো ঐ পাচটি গান একটি চ্যানেলে আপলোড করা যাবে কিনা ? দয়া করে জানাবেন ।
ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখলাম আমার একটা প্রশ্ন আছে আশা করি রিপ্লাই দিবেন
ধরুন আমি অন্য একজনের লেকচার বিশেষ করে বলে ডক্টর জাকির নায়েকের লেকচার আমি আমার চ্যানেলে আপলোড করব
এবং সেই ভিডিওটি সম্পর্কে আমি নিজে প্রথমে দুই তিন মিনিট ফেইসক্যাম করি আমি নিজে পেজেন্ট করে ভিডিওটি সম্পর্কে কিছু বলে দেই
তারপরে সেই লেকচার আমি দেখিয়ে দিই কোন সমস্যা হবে
Ami jodi video delete na kori private kore di ba unlist kore di ta hole ki monitaizetion pabo
Nice bondu
Vai Ami onnar audio use krse.. audio remove kra UA-cam library thaak audio use krla monetization enable hbe
ভাই আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখলাম.....দোয়া করেন আমি জেন আপনার মতো ইউটিউবার হতে পারি💞💞💞
আচ্ছা ভাই ধরেন আমার একটা ভিডিওতে ২ হাজার ওয়াজ টাইম তো এখন যদি রিএপ্লাই করার আগে ওই ভিডিও ডিলেট করি তাইলে কি আবার নতুন করে ওয়াচ পুরন করা লাগবে নাকি আগের ওয়াচ ই থাকবে
creative Commons ভিডিও গানের অডিও যদি আমার নিজের ভিডিও তে ব্যবহার করি তাহলে সমস্যা হবে??? যেমন অডিও গান দিয়ে ভিডিও গান তৈরী করি
আপনার এই ভিডিওটি আমার খুব ভালো লেগেছে। রিপিটেশন কন্টেন সম্বন্ধে একটি ভিডিও করলে ভালো হয়। ধন্যবাদ
ধন্যবাদ ভাই পাশে আছি তোমার
Vai, shob bujalm kintu akta video er title shob video te use kori tahole ki reuse ashbe, jemon, online incam bd payment bkash, ata Jodi onek incam video te use kori tahole ki reuse Hobe, plz janaben
ami jodi protibar amar same ntro and outro video te use kori tahole ki sheta reuse content er mddhe porbe?? ans dile upokrito hobo
ভাই আমার চ্যানেলে যে রি ইউস করা ভিডিও গুলো আছে সু গুলো কি প্রাইভেট করে রাখলে মনিটাইজেশন পাবো? বা রি ইউস করা ভিডিও গুলো ডিলিট না করে প্রাইভেট করে রাখলে মনিটাইজেশন পাবো???নাকি রি ইউস ভিডিও গুলো রিমোভ করতেই হবে??
Ami drawing video upload kri... Reused audio content use kri tarjnno... Problem hbe monitaization pete tar jnno??.. Pls bolun
গুরুত্বপূর্ন একাটা ভিডিও
Vaih copy past video creta korle monetization pabo ki na???
ভাই অাপনার ভিডিও অামি নিয়মিত দেখি। অাপনার ভিডিও থেকে অনেক কিছু শিখা য়ায়। ভাই একই টাইটেল, ট্যাগ ভিন্ন ভিন্ন ভিডিওতে ব্যবহার করলে কি reused content কী অাসবে
Valo laglo
সত্যিই।ভাইয়া আপনার ভিডিও টি।খুবই উপকারী ছিলো।জানি না।ভাইয়া আপনার ভিডিও গুলো।আমার অনেক।ভালো।লাগে।ভাইয়া আমার জন্য।দোয়া করিয়েন। আর আমার জদি।কেউ।বন্ধু।হন।আমিও।হব ১০০%
vai... Ami sob video delet kore notun kore video upload korle ki kono problem hobe???oi khane j likha ace 30dener modde reapply korte hobe but 30dener bese somoy nele problem hobe kina???reply denna tar por o bolen comments korte.... Apnake onno der thake valo beve questions ta korce..reply den noy unsubscribe kore devo
Vaia ami StarMaker theke Music nie gan kore amar Channel a video upload koreci. Kintu videor niche download lelha asena tate ki oi videor views amar channel a jug hobena,ai kotha ki thik vaia janale khusi hobo
ভাই,আমি আমার বন্ধুর থেকে ভিডিও নিছি।সে তার চ্যানেল থেকে ওই ভিডিও টি ডিলিট করে দিছে।আমি কি এখন এই ভিডিওর জন্য Reused খাবো?Monitization problem hobe??
Dada Remix Song jodi korie tahola ki reused contain a pora juba. Mana original song ka nootun vaba music mana nootun music Diya Remix korie and UA-cam a upload korie tahola ki reused contain a pora juba. Please bolba
ভাই আমার একটা চ্যানেলে ভিডিও আপলোড করা ছিল সেটা প্রাইভেট করা ছিল আমি সেই চ্যানেল থেকে ভিডিও টা ডাউনলোড করে আমার অন্য চ্যানেলে আপলোড করছি তার পরে Reused Content ধরছে তারপর আমি আগের চ্যানেল থেকে ভিডিও টা ডিলিট করে দিছি এখন যদি রিএপলাই করি তাহলে কি আবারো Reused Content ধরবে প্লিজ ভাই একটু জানাবেন 🙏🙏🙏
ভাই একটি ভিডিও তৈরী করুন google adsense account কিভাবে ডিলেট করবো।
Bhai ami jodi nijer video te onner no copy wright song use kori tahole ki Reused content hoye jabe
আচ্ছা ভাই ২.৩০ সেকেন্ডের কপিরাইট ফ্রী অডিও আমার চ্যানেল এর একাধিক ভিডিওতে দিয়ে সেই ভিডিও ইউটিউবে আপলোড করলে কি রিয়োস কন্টেন্ট আসবে কি??
*আমি re used video আপলোড করে মনিটাইজ উপযোগী করে তুলেছি, কিন্তু আমি video গুলি ডাউনলোড দিয়ে এডিট করে নিয়েছি, কোনো copyright claim আসেনি, সে ক্ষেত্রে কি আমি মনিটাইজ পাবো? প্লিজ কেউ জানিয়ে সাহায্য করুন* 🥺😭😭
অসংখ্য ধন্যবাদ
Koto bar apply kora jai vaia
হ্যালো ভাই আশা করি আপনি ভালো আছেন। আমার চ্যানেলে একটি সমস্যা হয়েছে আমি মূলত অন্য একজনের গান চুরি করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম এখন তারা আমার ইউটিউব চ্যানেলে এর মনিটাইজেশন বন্ধ করে দেয় মানে রিউজ কন্টেন্ট হিসেবে তারা ধরে নেয়। তারপর আমি ভুলবশত যে গানগুলো চুরি করে এনেছিলাম সেই গানগুলো প্রাইভেট করে তাদেরকে আমি আপিল করলাম। তারা আমার আপিলটি রিজেক্ট করে দেয়। এখন ইউটিউব পাটনার প্রোগ্রাম তারা আমাকে আবার 30 দিন পর রিআপিল করার জন্য একটা সুযোগ দিবে। এখন দয়া করে প্লিজ আমাকে একটা আইডিয়া দিন আমি কী যে গানগুলো চুরি করে এনে আমি আপলোড করেছিলাম সেগুলো ডিলিট করে আপিল করবো নাকি সেগুলো থাকাকালীন আমি আপিল করবো। আপনার জানা থাকলে প্লিজ আমাকে হেল্প করেন।
Vaiya ami jodo Kono movie er comedy ongso and karo cartoon video Ami nije cartoon diye create kore nije voice dei ete ki monitization e problem hobe
আমি টিউবমেট থেকে ভিডিও ডাউনলোড করি। সেই ভিডিও যেটুকুনি প্রয়োজন 5 থেকে 10 মিনিট আমি বের করে পাবলিশ করি। আমার এখন reused এসেছে। 5 মিনিটে একটা ভিডিও করে কিভাবে করি ইউটিউব কে পাঠাতে হবে। আমি কি টিউবমেট অ্যাপস টা দেখাবো? আমাকে পরিষ্কার করে একটু বুঝিয়ে দিন। ভিডিওটা কিভাবে করবো। এবং কি কি দেখাবো?
Creative commons এর ক্ষেএেত আমরা ভিডিও একটু পরিবর্তন করে আপলোড করি তার বেশির ভাগই হুবহু থাকে শুধু ঐ চ্যানেলের লগোটা পরিবর্তন করি। তাহলে কি আমার সমস্যা হবে?
Thanks onek kicho jante parlam
আমার একটা চ্যানেল এ আমি আগে রি-ইউজ কন্টেন্ট আপলোড দিয়েছিলাম।
এখন সব ভিডিও ডিলিট করে দিয়েছি। তারপরও দেখছি রি-ইউজ লেখা আছে কপিরাইট সেকশনে।
এখন আবার অরিজিনাল ভিডিও আপলোড করলে কি মনিটাইজেশন পাব। না কোন সমস্যা হতে পারে।
এরকম কারো অভিজ্ঞতা থাকলে দয়া করে জানান
বিভিন্ন দেশের তথ্য, সভ্যতা ও ইতিহাস নিয়ে ভিডিও বানাতে চাই। ভিডিও আমি কপিরাইট ফিরি ৪-৫ টা ভিডিও য়ার প্রতি টা ৪০-৫০ মিনিট এর ছিল, সব গুলো থেকে আমি ১০ মিনিট এর মতো ভিডিও দিয়ে, ncs মিউজিক দিয়ে আর নিজের ভয়েস ওভার করে ভিডিও বানাই তাহলে মনিটাইজেশন হবে?
ভাইয়া আমি তো বাঁশির বাজনা নিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডি ভিডিওর ভিতর আমার নিজের ভয়েসও থাকে এতে কোন প্রবলেম হবে রিউজকন্টনে কোন প্রবলেম হবে প্লিজ জানাবেন ❤❤❤❤❤
tnx for uploading video
ভাাইয়া আমি আমার নিজের একটা সর্ট বিডিও আপলোডের পর ডিলেট করে পুনরায় আবার আপলোড করি এখন রিউজ আসছে, আমি বিডিওটা ডিলেট করে দিই, এখন চিন্তা হচ্চে মনিটাইজেশনের সময় কোন সমস্যা হবে কিনা
পেমেন্ট stock video এর ভিডিও কন্টেন্ট ক্রয় করে ব্যবহার করলে কী Reused content হিসাবে ইউটিউব ধরবে?
audio ki reused contact er mordhe porbe?
doren ekta music UA-cam ye upload ache, copyright free, but eta youtube music library te nay.
so ami jodi only music eta use kori tahole ki reused content hobe?
hmm amio jante cai
Vaiya Korean video cut kore hindi mix cover sing banabo sei khetre ki problem hobe. Atar opor akta vide banan plz
ভাই Free video footage দিয়ে মায়াজালের মত ভিডিও আপলোড করলে মনিটাইজ হবে কী? আর এভাবে ভিডিও আপলোড করলে কি সমস্যা আছে প্লীজ জানাবেন ভাই
Bhai Ami Lyrics video banai.ami ki kore ei somussas teke ber hobo.
ভাই ভিডিওটা দেখে অনেক কিছু শিখলাম
অনেক অনেক ধন্যবাদ ভাই
ভাই অন্য একটা ভিডিও আমি যদি সেম ভাবে তৈরিকারী কোন সমস্যা হবে
দয়া করে জানাবেন 🙏🙏🙏
ভাইয়া মনিটাইস পাত্তয়ার পর রিয়োজ কন্টেন ধরা হয়েছে। মনিটাইস চলে গেছে! এখন কি করবো হেল্প মী!
Kibabe ami google adsense account delete korbo akto bule den..
নমস্কার দাদা ভাই।
আমার একটা বিষয় জানার ছিল।
একটা স্টেজ এর অনুষ্ঠান আমি ও সুট করেছি আর ওন্যজন ও সুট করেছে,সে আমার আগে ইউটিউব এ আবলোড দিয়ে দিয়েছে। আমি কি আমার সুট করা ভিডিও টি আমার চ্যানেল এ আর আবলোড দিতে পারি?রি কনটেন আসবে কি?
দুজোন তো আলাদা এঙ্গেল এ সুট করেছি।
প্লিস যদি বলেন খুব ভালো হয়।
স্যর আমার একটা সাহায্য করুন
আমি যাত্রা পালা গান এর ভিডিও সুট করে আবলোড করি।এক ই যাত্রা পালা ওন্য অভিনেদের হলে কি রি ইউস কনটেন হবে?
আচ্ছা ভাই আমার এক চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে আমার অন্য চ্যানেলে ছাড়তে পারবো। এক্ষেত্রে কি কোন প্রবলেম হবে মনিটাইজ দেবে
ভাই প্রথম প্রশ্ন হলো আমি কি একই গান দুইবার আপলোড করলে রি ইউজ ধরবে? নম্বর ২ আমরা ১০চ্যানেল মিলে ইস্টুডিও তে বিডিও করে থাকি তাহলেতো সবার ক্যামেরায় একই ভিডিও রেকর্ড করাহয় তাহলে কি রি ইউজ ধরবে? কিন্তু আমার ক্যামেরার ভিডিও আপলোড করে থাকি
ভাইয়া ২ চ্যানেলে থাকলে যেটাই মনিটাইজেশন করাবো ওটাই রেখে আরেই চ্যানেলে যদি প্রাইভেট করে দেই কোন সমস্যা হবে??নাকি যেটায় রি কন্টেন আসছে ওইটা থেকে ডিলিট করবো????
প্লিজ উওর টা দিন
ভাইয়া আমার একটা চ্যানেলে মনিটাইজেশন ছিল কিন্তু রিভিউজ ভিডিওর জন্য মনিটাইজেশন ক্যান্সেল হয়ে গেছে এখন এক বছর পর আমি আবার কাজ শুরু করলে কেউ এটি মনিটাইজেশন পাবো
আসসালামু আলাইকুম আমার চ্যনেলে হুজুরদের পিক দিয়ে স্লাইড শো করে অন্যের ওয়াজের অডিও ইউজ করেছি এগুলো কি রি ইউজ এর আন্ডারে? দয়া করে জানাবেন ধন্যবাদ
Reused contact আমাকে দিয়েছে দশ মাস হয়ে গেছে তো এটা কি আর মনিটাইজ করা যাবে না প্লিজ ভাইজান রিপ্লাইটা দিবেন
Bhai amake o dice
আমার চ্যানেলের সব ভিডিও ডিলিট করার পর আমার চ্যাণেলের মনিটাইজেশন বন্ধ হয়েছে এখন কি করতে হবে
অন্যনের অডিও ব্যাবহার করলে যেন,, audio reused যে না দরে, এই নিয়ে ভিডিও বানান, প্লিজ ভাইয়া
Picture Style video gula ki resue content er odim pore???
Vaia page theke live video download korle ki Reused content porbe vaia plz bolben vaia।।।।
Vai Amar Kon Kon Gan a Reused Dhoreche Ami Dekhte Parbo Ki Kore Plzzz Janabe
google থেকে লেখা কপি করে মটিভেশনাল ভিডিও তৈরি করে ইউটুবে দিলে মনিটাইশেন দিবে?
প্লীজ বলবেন ভাই
ভাইয়া Pixabay থেকে ফটো বা ভিডিও ব্যবহার করলে কি কপিরাইট হবে? একটা ভিডিও দিবেন।
আমি তো সব নিজের কন্টেন ব্যবহার করেছি তারপরেও RUSED CONTENT বলছে। কি করে বুঝবো আমার কোনগুলো ভিডিও REUSED CONTENT একটু যদি বলেন তাহলে খুব উপকৃত হব
Thanks boro
ভাই এটা আমার ইসলামিক ওয়াজ চ্যানেল ,আমার প্রশ্ন সব ভিডিও আমার নিজের কানেকশন করা, তবুও Reused contend দেখাচ্ছে, এখন আমার করনীয় কি। আমি দুবার এপ্লাই করেছি তবুও মনিটাইজেশন পাইনি।
ভাই আমার একটা গেইমিং চ্যানেলে গেইম আপলোড করার সময় ইইন্টারনেট থেকে অডিও গান এড করি।এতে কি কোনো সমস্যা হবে? আমার নতুন চ্যানেল। প্লিজ ভাই একটু জানাবেন।🙏🙏🙏🙏🙏🙏
Tnx bro
Vai tahole vai Reaction vedio kamne korbo???? Okhane to Onno UA-cam channel theke naoa. Bro reaction vedio kamne korle Copyright pabo na. Ar kon vedio copyright free seta dekbo.
আমার ইউটিউবের মনিটাইজেশন চলে গেসে, রিইউজড এর জন্য। এখন কিভাবে কি করব একটু হেল্প করবেন?
ভাই যে ভিডিও রেঙ্ক করছে যে ভিডিও থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইব আসছে ওই ভিডিও রেখে এসব ভিডিও প্রাইভেট করে মনিটাইজেশন এর জন্য এপ্লাই করলে কেমন হবে
আমি অন্যর ভিডিও ১২ সেকেন্ড নিয়ে মিউজিক চেঞ্জ করে ভিডিও তৈরি করে আপলোড দিয়েছি তাহলে কি আমার মনিটাইজেশন এর সমস্যা হবে। জানাবে ধন্যবাদ
ভাইয়া তাহলে মিউজিক চ্যানেল গুলো কি মারা যাবে।আমি গানটা আর থাম্বেইল টা দিয়ে পুরো গান টা কভার করেছি। reuse আসছে আমার।কিছু কিছু ভিডিও dirrect use korcilm but সে গুলো delete kore dichi...
আমার গান আর থাম্বেইল টা কপি আছে
delete korar por O 11thousand watchtime ache
আমার চ্যানেলে রিইউজড্ কনটেন্ট থাকায় আমাকে সেই ভিডিওগুলো ডিলিট করে ৩০ দিনের মধ্যে আবার রিএপ্লাই করতে বলেছে।
তবে আমার ভিডিও ডিলিট করলে তো ওয়াচটাইম চলে যাবে। ৩০ দিনের মধ্যে যদি আবার ওয়াচটাইম ফিলআপ না করতে পারি তাহলে কি আমার চ্যানেল সারাজীবনের জন্য ডিজেবল হয়ে যাবে? নাকি আমি ৩০ দিন পার হয়ে যাওয়ার পরেও এপ্লাই করতে পারবো?
ভাইয়া প্লিজ রিপ্লাই দিও, খুব বিপদে আছি।
Educational Purpose e jodi kono reused contains use kori tahole ki copyright asbe ..Channel Monetize hobe ❓❓❓
>> ইন্ট্রু বা লগো এবং সাবস্ক্রাইবের অ্যাকশন বাটন রিইউজ কন্টেন্টের মধ্য পড়বে কিনা।
>> আমার একটি তৈরি করা ভিডিও দুইভাবে ইডিট করে ফেসবুক এবং ইউটিউবে ব্যবহার করেছি। ভিডিওটি কিন্তু অরজিনাল। মানে ফেসবুক থেকে ডাউনলোড করে ইউটিউবে বা ইউটিউব থেকে ডাউনলোড করে ফেসবুকে আপলোড করা হয়নি। অরজিনাল ভিডিওটি দুইভাবে ইডিট করে ফেসবুক এবং ইউটিউবে ব্যবহার করতে পারবো?
Dj গানের কি ভাবে reuse content ধরা হয়? প্লিজ ভাইয়া বলবেন কি??
ami apnar sob video dakhi
আপনার সব ভিডিও দেখি ভাই, কপিরাইট ফ্রি টিকটক ভিডিওতে রিইউজড ধরবে কি না? প্লিজ রিপ্লাই দেন বা একটা ভিডিও দেন এই বিষয়।
ভাই এমন কোনো ভিডিও যেটা অনেক আগের কোনো চ্যানেল যে চ্যানেলের সাবস্ক্রাইব ৫/১০ টা এরপর ওই চ্যানেল আর ব্যাবহার হয় নাই কিন্তু তার ভিডিও ও ডিলিট করে নাই এমন ভিডিও কি reused content হবে
ভাই আমার চেনেলটা মনিটাইজেশন অফ হয়ে গেছে ওরা যে ডেট দিছে তার সময় ও শেষ এখন আমি কি করতে হবে একটু বলবেন plz
ভাই আমার একটি ইসলামিক ওয়াজের চ্যানেল আছে এখানে আমার প্রশ্ন হচ্ছে আমি যদি আমার একটি 2 ঘন্টার ভিডিও আপলোড দেওয়ার পরে আবার তা থেকে আকর্ষণীয় 2/4 মিনিটির ভিডিও আপলোড করি তখন আমার মনিটাইজেশনের কোনো সমস্যা হবে কী.?
ভাই প্লিজ এই বিষয়ে কিছু বলুন।
ভাই আমার ডান্স চ্যানেল আছে , দুই টা মোবাইল দিয়ে একই ভিডিও রেকড করে দুই চ্যানেলে আপলোড করি তা হলে কী reused content ধরবে
Sir help me😭😭😭😭Instagram reels video voice UA-cam a use korte pari???
ভাই ভিবিন্ন সফটার থেকে
১০০০ সাবস্ক্রাইব প্রমট করলে
এবং ৪০০০ ঘন্টা প্রমট করে মনিটাইজের জন্য এপলাই করলে মনিটাইজ কি পাবো?
প্লিজ হেল্প মি ?
না
ভাইয়া আমার চ্যানেলে ৪ টি গান ইত্যাদি থেকে কপি করচি কিন্তুু কোনো ক্লেইম নাই কপিরাইট স্টাইক নাই,, তবে আমি মনিটাইজেসন পাবো,, plz ans me plz biaa plz janaven..
Bhai t series ba onno music company ba chhanel gulo eki gan bivinno vabe edit Kore onekbar upload Kore thahole oder monetization Jay na kano?