Food-stall owner displays loyalty to consumers by returning a heavyweight gold necklace.
Вставка
- Опубліковано 11 лис 2024
- Popular food stall in Udaipur, Chalk Bazar named 'Amar Piyaji' owner displays loyalty to consumers by returning a heavyweight gold necklace.
মানবিকতার পরিচয় দিয়েছে উদয়পুরের এক রেস্টুরেন্টের মালিক রাখি সাহা। দীর্ঘদিন ধরে উদয়পুর চকবাজার এলাকায় "অমর পিঁয়াজি" নামে এক রেস্টুরেন্ট চালিয়ে আসছিল রাখি সাহা নামে এক ভদ্র মহিলা। গত রবিবার উদয়পুর কাঁকড়াবন এলাকার কল্পনা দেব নামে এক মহিলা তার পরিবার নিয়ে রাখি সাহার রেস্টুরেন্টে এসেছিল খাবারের জন্য। খাওয়া দাওয়া করে কোন এক সময় কল্পনা দেবীর গলার এক ভরি ওজনের উপর একটি গলার চেইন পড়ে যায় রেস্টুরেন্ট দোকানে। রাত্রিবেলা দোকান বন্ধ করার সময় হঠাৎ রাখি সাহা দেখতে পায় একটি গলার চেইন পড়ে রয়েছে তার দোকানে। তিনি দোকান বন্ধ করে গলা চেইন টিকে বাড়ি নিয়ে নিজের ছেলে এবং আত্মীয়দের দেখিয়ে ঘটনা সম্পর্কে অবহিত করার পর রাখি সাহা ছেলে মাকে এটি উদয়পুর রাধা কিশোর পুর থানায় পুলিশের কাছে জমা দেবার জন্য রাতেই মাকে থানায় পাঠিয়ে দেন। যথারীতি রাখি সাহা তার দোকানে পাওয়া স্বর্নের চেইনটি পুলিশের হাতে জমা দিয়ে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁকড়াবনের কল্পনা দেব রাধা কিশোর পুর থানায় এসে তার গলার স্বর্ণের চেইন হারিয়ে যাওয়ার কথা থানায় জানানোর পর পুলিশের কাছে সমস্ত কিছু বলার পর পুলিশ তদন্ত করে সত্যতা যাচাই করেন রাখি সাহা কে থানায় এনে তার হাত দিয়ে কল্পনা দেবীর হাতে হারানো স্বর্ণের চেইন তুলে দেওয়া হয়।এই স্বর্ণের চেইন পেয়ে খুশি কল্পনা দেবী ও তার পরিবার। সাধুবাদ জানিয়েছে রাখি সাহা কে। আমি জনতা রাখি সাহা এই মানবতা কে অভিনন্দন জানিয়েছে।
TIWN Video Nov 7, 2024
Honesty is really hard to see these days... salute to her