ময়মনসিংহের লাবড়া। বাড়িতে এবার লক্ষ্মীপুজোর ভোগে বানিয়েই ফেলুন। স্বাদ যেখানে,লক্ষ্মীর বিরাজও সেখানেই।

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 683

  • @daliyabhattacharya6413
    @daliyabhattacharya6413 Місяць тому +5

    লক্ষী পূজো মানেই খিচুড়ি আর লাবড়া। 👌🏻👌🏻অসাধারণ।

  • @nabanitasengupta3296
    @nabanitasengupta3296 Місяць тому +3

    খুব লোভনীয় লাবড়া। খিচুড়ি আর এমন সুন্দর লাবড়া।

  • @indranisaha2116
    @indranisaha2116 Рік тому +3

    Khub bhlo laglo rannata..Amra Moimonsing so aro actu besi bhalo laglo..Thnx for Sharing

  • @sadanandabanerjee1072
    @sadanandabanerjee1072 Місяць тому +1

    খুব সুন্দর রান্নার রেসিপি । রান্নার রেসিপি পরিবেশন করারও খুব ভালো টেকনিক

  • @sumitasarkar9689
    @sumitasarkar9689 9 місяців тому +1

    দারুন লাগলো রেসিপি টা,, অবশ্যই ট্রাই করবো...

  • @amitdeb2449
    @amitdeb2449 Рік тому +17

    চমৎকার উপস্থাপন ---
    ভোগের খিচুড়ি সাথে লাবড়া,বাঙালির নিজস্ব, এ এক অনন্য সুন্দর স্বাদ, অতুলনীয় ---

    • @Bangalir_Rannaghor
      @Bangalir_Rannaghor Рік тому

      Ok ji

    • @moumachitune
      @moumachitune 4 місяці тому

      Hmm❤

    • @umabanerjee01
      @umabanerjee01 Місяць тому

      এক অপূর্ব রান্না শিখলাম শুধু তাই নয় লক্ষী পুজোতে করার ইচ্ছে রইলো এবার একটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গে কথা টা বলছি আপনি বললেন না যে ও দেশে তেজপাতা পাতে দেয় না সেরকম ই বলি আপনি যে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যাই বলুন হাতে হাতে নিতে নেই ভিডি ও তে দেখলাম হাতে করে শুকনো লঙ্কা নিলেন তাই বলছি তাতে নাকি ঝগড়া হয় শুনেছি 😅 বললাম বলে প্লিজ কিছু মনে করবেন না দাদা !

  • @rajarshi.adhikarichoton2792
    @rajarshi.adhikarichoton2792 Рік тому +31

    অসাধারণ এই তরকারি। আমরা ছিলাম পাবনা জেলার। ঠাকুমা ছিলেন ময়মনসিংহের।আমাদের বাড়িতে খুব ফেভারিট লাবরা।লক্ষী পূজা দিনে অবশ্য ই খিচুড়ি হবে।

    • @rajiajui7971
      @rajiajui7971 Рік тому +3

      পাবনা জেলার কোথায় ছিলো আপনাদের বাস?

    • @suptasarkar8029
      @suptasarkar8029 Місяць тому

      ​​@@rajiajui7971amar maa o pabna jelar manush chilen

    • @md.rakibulhasanrawnak8426
      @md.rakibulhasanrawnak8426 13 днів тому +1

      পাবনা থেকে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা 💐

  • @niharendudas5330
    @niharendudas5330 Рік тому +7

    খুব সুন্দর ভোগের লাবড়া রান্না টা হয়েছে। আমার খুব ভালো লাগলো।

  • @gopaghosh9654
    @gopaghosh9654 Рік тому +9

    অসাধারণ একটি লাবড়া রান্না শিখলাম। নিজে হাতে আজকে রান্নাটা করলাম ।দারুন দারুন হয়েছে।👌

  • @malayadas8271
    @malayadas8271 Рік тому +2

    Darun shundar lagloo labra।

  • @archanadebnath4240
    @archanadebnath4240 28 днів тому +1

    আনন্দে থাকুন ভালো থাকুন। রান্নাটা দেখে খুব ভালো লাগলো

  • @suklasharma3161
    @suklasharma3161 29 днів тому +3

    আমার বাবা ও ময়মনসিংহের তবে আজ আর তিনি নেই অনেক ভালো লাগলো এই রান্না টা দেখে, একদিন নিশ্চয়ই চেষ্টা করবো বানাতে,আমরা এখন ভারতের স্থায়ী বাসিন্দা, এখানে কিন্তু কাচা কলা, থোড় ও বিউলির ডালের বড়ি দিই সবশেষে একটা ভাজা মশলা ছড়িয়ে দিয়ে রান্না টা শেষ করি জিরে ধনে ও শুকনো লঙ্কা খালি কড়াই তে ভেজে নিয়ে উপরে ছড়িয়ে দিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে 🙏🙏

  • @ratnaballarigoswami8481
    @ratnaballarigoswami8481 Рік тому +17

    এটা একদম ঠিক কথা। ভোগের রান্না র একটা অপূর্ব স্বাদ হয়।

  • @ChandanaBhattacharya-o3h
    @ChandanaBhattacharya-o3h 9 місяців тому +2

    Asadharon laglo kore khabo nischoy.

  • @manjughose8363
    @manjughose8363 9 місяців тому +1

    Darun preparation,oh!apurbo

  • @nebeditabarua7285
    @nebeditabarua7285 9 місяців тому +4

    another excellent recipe.....waiting to try it soon. thanks to you all. God Bless

  • @tinkubasu4454
    @tinkubasu4454 Рік тому +5

    অনেকদিন ধরে এই রান্নাটা শেখার ইচ্ছা ছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভীষন ভালো রান্না শেখানোর পদ্ধতি। এবার শুক্ত শেখার অপেক্ষায় রইলাম।

  • @sutapabagchi2622
    @sutapabagchi2622 Місяць тому

    Darun preparation dekhei mon bhore gelo er khete icche korche.

  • @cookphilia4573
    @cookphilia4573 Рік тому +7

    ময়মনসিংহে র লাবড়ায় কচু নেই ! রান্না খুব ভালো হয়েছে , তবে কচু কিন্তু পড়ে । আর দুধও পড়ে । শেষে ভাঁজা মশলাও পড়ে ।

  • @rhythmic4681
    @rhythmic4681 Рік тому +15

    আমার বাবাও ময়মনসিংহ জেলার লোক ছিলেন। মা ও পূর্ব বাংলার। মায়ের হাতের রান্নার স্বাদ ই ছিল অতুলনীয়। খুব মিস করি মা চলে যাবার পর থেকে।

    • @srishtysaha8337
      @srishtysaha8337 Місяць тому

      সরিষা বাটা দিতো?

  • @shorosheedeysarkar2528
    @shorosheedeysarkar2528 Рік тому +1

    Dada r video gulo eto bhlo hou eto sundor Bengali n different typ er cuisine gulo dada sundor vbe dekhay

  • @monikaroy8223
    @monikaroy8223 Рік тому +2

    খুব সুন্দর। দারুন।

  • @anuradhasengupta7010
    @anuradhasengupta7010 Рік тому +1

    Awasome labra dekhlam, very nice ,thanks a lot dada.

  • @ranjanaroy8012
    @ranjanaroy8012 Рік тому +1

    Khub valo laglo dada labrar recipe ta saijonno apnake asonkho dhonnobad ❤️❤️

  • @samparoychowdhury3023
    @samparoychowdhury3023 Рік тому +2

    খুব সুন্দর একটি রান্না শিখলাম, অনেক ধন্যবাদ।

  • @santadasgupta3589
    @santadasgupta3589 Рік тому +1

    Khub bhalo laglo, try korbo

  • @mitalidatta8190
    @mitalidatta8190 Рік тому +2

    খুব সুন্দর রান্না হয়েছে। আমি ময়মনসিংহ থেকে বলছি, খুব খুব ভালো লাগল আমাদের একটা রান্না করার জন্য।

  • @SwatiBanerjee-h3n
    @SwatiBanerjee-h3n 24 дні тому

    Bah besh bhalo hobe mone hochhe..thx for sharing

  • @shyamalisahdev4565
    @shyamalisahdev4565 Рік тому +8

    আমার মা ময়মনসিংহের, আমরা না না রকম সুস্বাদু রান্না খাবার খেতে পেরেছি ❤❤❤

  • @malinasengupta8674
    @malinasengupta8674 Місяць тому

    Aamio Momonsingher... Khub bhalo laglo sabeki rannata. Yummy😋

  • @linadas6559
    @linadas6559 Рік тому +1

    Oshadharon laglo,👌👌👌👌

  • @ratnaballarigoswami8481
    @ratnaballarigoswami8481 Рік тому +5

    শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল। খুব সুন্দর রান্না টা । আমি ও এভাবে করে থাকি।

  • @Etie-q6j
    @Etie-q6j 5 місяців тому +1

    Khub khub darun hoyeche dada joy maa lokkhi 😊😊

  • @siktadhar815
    @siktadhar815 Рік тому +1

    খুব সুন্দর একটা রান্না শিখলাম 🙏

  • @S_Swpan
    @S_Swpan Рік тому +3

    খুব ভালো লাগলো দেখে মন ভরে গেছে লাইক দিলাম বন্ধু ❤❤❤❤❤❤

  • @jhumurbandyopadhyay5205
    @jhumurbandyopadhyay5205 3 місяці тому +1

    চেষ্টা করব দাদা।অসংখ্য ধন্যবাদ ।খুব সুন্দর শেখানোর ভঙ্গী।

  • @tandraroy4948
    @tandraroy4948 Місяць тому +1

    Dekhei mone hochhe khuub lobhonio swad . 😋😋😋

  • @kanikaarpaakshala2003
    @kanikaarpaakshala2003 Рік тому +11

    অসাধারণ একটি লাবড়া রান্না দেখলাম। ধন্যবাদ জানাই আপনাদের।

  • @TwistofCoupleRecipes
    @TwistofCoupleRecipes Рік тому +1

    অসাধারণ হয়েছে রেসিপি টা 😋😋দেখেই খেতে ইচ্ছে করছে।

  • @Aurora_mim
    @Aurora_mim Рік тому +2

    Wow...ami Mymensingh er meye...dekhe khub valo laglo...Bangladesh e ashben

  • @BAFPANCHLA
    @BAFPANCHLA Рік тому +1

    Rannata khub valo hoyeche

  • @jayantiauddy6134
    @jayantiauddy6134 Рік тому +4

    দারুন লাগলো রান্না 👌 । অনেক ধন্যবাদ আপনাকে।

  • @shailamannan6825
    @shailamannan6825 Рік тому +3

    এই রান্না টি খুব ভালো লাগলো। আশা করছি এই ধরনের আর ও কিছু সবজি রান্না দেখালে আমরা উপকৃত হবো। আপনাদের অনেক ধন্যবাদ !

  • @dipaksen5447
    @dipaksen5447 Рік тому +1

    খুব সুন্দর আপনার রেসিপি দিয়েছেন আমরা ও রান্না করব

  • @sabitaroy678
    @sabitaroy678 Рік тому

    Dada aje amader gharer ranna hoye gelo khub anandho hoch66e bangla desher ranna gulo tule dharar jonnoy

  • @supriyagupta7822
    @supriyagupta7822 5 місяців тому +1

    Khub bhalo laglo dada

  • @karabimitra1393
    @karabimitra1393 Рік тому +1

    Darun shikhlam

  • @sarbanihobisyashi5408
    @sarbanihobisyashi5408 Рік тому +24

    দাদা 🙏। আমার বাবা ময়মনসিংহের। ভুনা খিচুড়ি র সাথে লাবড়া must। তবে থোড় আর কাঁচা কলা দেওয়া হয়। ভালো থাকবেন আর অনেক হারিয়ে যাওয়া রান্না দেখাবেন।❤❤❤

    • @moumachitune
      @moumachitune 4 місяці тому

      ধন্যবাদ ❤️❤️🙏

  • @ritaganguly6040
    @ritaganguly6040 Рік тому +1

    Khub bhalo dekhlam

  • @kalyankumarsen742
    @kalyankumarsen742 Місяць тому

    খুনই ভালো লাগলো, আমার মা পাবনার,
    আমরা ময়মন সিংহের লক্ষী পুজোয় খিচুড়ি এবং লাবড়া must .

  • @diptimitra6201
    @diptimitra6201 Рік тому +1

    খুব ভালো লাগলো নতুন আবিষ্কার

    • @moumachitune
      @moumachitune 4 місяці тому

      Thank you so much 🧡🧡

  • @dr.shamimmatinchowdhury9315
    @dr.shamimmatinchowdhury9315 9 місяців тому +1

    Very nice recipe.surely try it.

  • @chadhiisalam1236
    @chadhiisalam1236 Рік тому +1

    আলহামদুলিল্লাহ খুব বালো লাগলো আমাদের ময়মনসিংহের লাবড়া

  • @mohuakundu2058
    @mohuakundu2058 Рік тому +1

    এটাই বানাবো কালকে,অসাধারণ লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটা রান্না উপহার দেওয়ার জন্য।

  • @shubhsgupshup7410
    @shubhsgupshup7410 Рік тому +1

    Awesome
    Laxmi pooja special

    • @arunaaich2451
      @arunaaich2451 Рік тому

      Amrao maimon singho jelar,mar hate Lakkhi pujor din ei labra khete onek e asto ,aj ma nei ,swad vule gechi,Dada apni purano sriti firie dieln, Pronam neben🙏🙏🙏🙏

  • @rebamandal5454
    @rebamandal5454 Рік тому +2

    ভালো লাগলো অনেক ধন্যবাদ ভাইয়া।

  • @sdm-dm6ow
    @sdm-dm6ow Рік тому

    Anek Anek shubheccha o shraddha janai Di Apurba Ranna o Mulyaban kathamalar Jonyo.

  • @ritadey3417
    @ritadey3417 Рік тому

    onek kichu shiklam.khub bhalo laglo.

  • @deepalipaul7485
    @deepalipaul7485 Рік тому +1

    Darooon laglo

  • @ranjanamallik1972
    @ranjanamallik1972 Рік тому +1

    খুব খুব ভালো এবং পুষ্টিকর একটি রান্না। ধন্যবাদ।

  • @tanushreebasu9626
    @tanushreebasu9626 Рік тому

    Try korar icche roilo... dekhe khub bhalo laagche.

  • @banibhattachrjee7784
    @banibhattachrjee7784 Рік тому +1

    Khub valo hoyeche calarful👌👌👌👌

  • @daisydey3756
    @daisydey3756 3 місяці тому +1

    Thank u for this lovely preparation.

  • @budhodebroy9863
    @budhodebroy9863 Рік тому

    Darun bhalo laglo. Bong east bengal ke dhanyavaad sundor rannar jannya.

  • @suparnachakraborty1971
    @suparnachakraborty1971 Рік тому +13

    সুন্দর লাগলো। বিশেষ অঞ্চলের লাবড়া এটি, প্রচলিত লাবড়ায় যে থোড়, কাঁচকলা, নারকেল ইত্যাদি দেওয়া হয় সেগুলো এখানে বাদ রাখা হলো। বদলে সর্ষের ব্যবহার জানলাম। নিজের বাড়িতে করে দেখার আগ্রহ রইলো।
    একটি বিষয়ে বলতে চাই যে ভোগের রান্না এই হিসেবে এটি যেমন চেখে দেখা হলো না তেমনই আরেকটি বিষয় হলো ভোগের রান্নার সময় রাধুনী কথা বলেন না। মুখের থুতু ছিটলে সেটি এঁটো বলে বিবেচিত হয়। তবে এটি একটি সাধারণ পরিচ্ছন্নতা ,কোনো রান্না বা খাবার সামনে থাকলে অনবরত কথা না বলাই ভালো, আবার রান্নার সময় চুল বেঁধে রাখা ভালো যদি লম্বা চুল হয়। হয়তো এরকম লাইভ অনুষ্ঠানে কথা বন্ধ রেখে রান্না অসুবিধাজনক।

    • @shahranhussain6037
      @shahranhussain6037 Рік тому

      ময়মনসিংহে এটাকে অবশ্য বিশেষ কোনো রান্না মনে করা হয়না ! খুবই সাধারণ পদ লাবড়া, প্রাত্যহিক জীবনে হয়তোবা সবসময় সব সবজি ব্যবহার করা হয়না, কাঁচকলা থোড় মূলা মিষ্টিকুমড়া ফুলকপি সবকিছুই ব্যবহার করা যায়; এখন হয়তোবা সর্ষের তেলের বদলে সয়াবিন তেল দিয়েই রান্না হয়। ঘরে নারকেল থাকলে নারকেল দেয়া হয়, সর্ষেদানা না থাকলে সর্ষেবাটা বাদ পরে। এই তো, সিম্পল রান্না !

  • @amitanath7134
    @amitanath7134 9 місяців тому +2

    Darun sundor

  • @maitrayee22
    @maitrayee22 Рік тому +2

    Excellent authentic recipe with a beautiful presentation !
    Thank you so much !

  • @gargeegoswami3661
    @gargeegoswami3661 5 місяців тому +1

    Apurbo laglo❤

  • @swapnaacharya7060
    @swapnaacharya7060 Рік тому

    Darun laglo rannata.Abar ekta recipi niye asben.Apnar sobranna khub valo hoye

  • @subratamojumder593
    @subratamojumder593 Місяць тому

    সত্যি দারুন। এর আগেও আপনার রান্না অনেক বার অনুসরণ করে আমার হেঁসেলে রান্না করে খেয়েছি। সত্যি অপূর্ব।

  • @gayatribanerjee5059
    @gayatribanerjee5059 Рік тому +1

    Remembering old days so thanku u very much " Jay MA Lakhhi"

  • @amalchakrabarti4647
    @amalchakrabarti4647 Рік тому +2

    Excellent. Simple and delicious recipe.

  • @TanushreeMithu
    @TanushreeMithu Рік тому +1

    Darun hoyacha dada ranna ta

  • @NigerianCanadianCooking
    @NigerianCanadianCooking Рік тому

    Thanks for sharing your recipes my friend, and have a great weekend, and stay connected

  • @abantimukherjee1235
    @abantimukherjee1235 Рік тому +1

    আমার শ্বশুর শাশুড়ী দুজনেই ময়মনসিংহের। শাশুড়ির প্রত্যেকটা রান্না সুন্দর। পাঁচ তরকারি তো অনবদ্য। লাবড়ার গল্প বহুবার হলেও, রান্নাটা খাইনি। এবার আবদার করবো, করে দিতেই হবে। ধন্যবাদ। খুব ভালো লাগলো।

  • @annapurnadeb6508
    @annapurnadeb6508 Рік тому

    Khub valo laglo. Anek dhanyabad.

  • @syedmasroor3924
    @syedmasroor3924 Рік тому +3

    I love labra, seeing you making such beautiful dish after so many years I couldn't stop the temptation. I started making myself now. Very nice presentation.

  • @indranisanyal7572
    @indranisanyal7572 9 місяців тому +1

    বাঃ চমৎকার।

  • @anuradhasamanta7091
    @anuradhasamanta7091 Рік тому

    Khub sundor hoyeche ranna ta

  • @sandhyabhattacharya3799
    @sandhyabhattacharya3799 Рік тому

    Khub bhalo laglo. God bless you🌹

  • @ranenbiswas587
    @ranenbiswas587 Рік тому

    দারুণ লাগলোএবং খুব সহজ ভাবে শেখানো হল আমাদের ধন্যবাদ আপনাকে স্যার । আমি বানাবো অবশ্যই ।

  • @user-bichitraofficial
    @user-bichitraofficial Рік тому

    দারুণ লাগলো এই রেসিপিটি। ময়মনসিংহের রান্নার কথা আমার শাশুড়িমার কাছে শুনেছি। পাশে আছি। আমন্ত্রণ রইল।❤❤

  • @kalpanamazumder1902
    @kalpanamazumder1902 Рік тому +2

    খুব ভালো লাগলো ভোগের লাবরা রান্না।

  • @monidipabanerjee5185
    @monidipabanerjee5185 Рік тому

    Dada dekhe Khub Valo laglo, try to kortei hobe 🙏🙏🙏

  • @syedashahreenzaman3998
    @syedashahreenzaman3998 Рік тому +4

    দাদা আপনাকে ধন্যবাদ জানাই অসাধারন রান্নাটি জন্য।

  • @mousumimajumdar9438
    @mousumimajumdar9438 Рік тому +1

    Ranna ta khub bhalo laglo 👍

  • @parthatripathi6357
    @parthatripathi6357 Рік тому +1

    Khub sundar laglo , actually amra epar Bangalr , Kolkata te jekane amr bari sekane opar Bangalar anek Manus ascen sei didimader ranna mane pore galo
    Kogagori Laxmi pujata khub mane porche
    Aaj Africa te Bose apnar rannata amake Abar sei jagate niye galo
    Thanks

  • @mahuasengupta523
    @mahuasengupta523 2 місяці тому

    বেশ ভালো লাগলা | 👌🏼👌🏼👌🏼👌🏼

  • @RunaMukherjee-b4z
    @RunaMukherjee-b4z Місяць тому +1

    Darun laglo

  • @nupurchakravorty7888
    @nupurchakravorty7888 Рік тому +1

    আমার বাপের বাড়ি ময়মনসিংহ এ ছিল। রান্নাটি খুব আগ্ৰহ নিয়ে দেখলাম ও খুব ভালো লাগলো। তবে আমরা পূজোর ভোগে সর্ষে বাটা দিই না। সেয়ার করার জন্যে ধন্যবাদ আপনাকে🙏

  • @jhumpapaul481
    @jhumpapaul481 Місяць тому

    Asadharon hoyeche

  • @saraswatidas8898
    @saraswatidas8898 Рік тому +1

    আমার বাবা মা মাসি মেসো কাকা কাকিমারা সবাই ময়মনসিংহের ছিল। এখন এই রান্না গুলো খুব মিস্ করি।

  • @swagatabanerjee1985
    @swagatabanerjee1985 Рік тому

    আমার ভীষণ প্রিয় একটি খাবার, যিনি রান্না করছেন পুরোটাই তিনি নিজে করলে মনে হয় ভালো হতো

  • @Best.cooking-shibani
    @Best.cooking-shibani Рік тому +1

    খুব সুন্দর রেসিপি ধন্যবাদ আপনাকে

  • @TRIPTI-s3r
    @TRIPTI-s3r Місяць тому

    হ্যাঁ ভাই খুব ভালো লাগলো আপনার লাবড়া

  • @nitaroychowdhury8412
    @nitaroychowdhury8412 Рік тому +1

    Darun laglo.

  • @aratimunshi4669
    @aratimunshi4669 Рік тому

    Labra ranna shklam.thank you.khub valo hoyeche.shuvo da aro ranna chi.👍👍👍👍👍👍👍👍

  • @ganesha947
    @ganesha947 Рік тому

    Nischoyi korbo dada rannata.Thank You from UK.

  • @KabitarRannaghorr
    @KabitarRannaghorr Місяць тому +1

    খুব সুন্দর ❤

  • @samparoy5973
    @samparoy5973 Рік тому +1

    Darun recipe ta 👌