ইউরোপে আসার আগে পাঁচটি অত্যাবশ্যকীয় কাজ গুলো কি কি জেনে নিন।

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • ইউরোপে আসার আগে পাঁচটি অত্যাবশ্যকীয় কাজ গুলো কি কি জেনে নিন।
    #ইউরোপ #পাঁচটি অত্যাবশ্যকীয় কাজ #পর্তুগালেরনাগরিকত্ব
    ইউরোপে আসার আগে পাঁচটি অত্যাবশ্যকীয় কাজ গুলো অনুসরন করলে ইউরোপে সেটেল হইতে আপনাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
    ইউরোপ যাওয়ার আগে অত্যাবশ্যকীয় ৫ টি কাজঃ
    1. ড্রাইভিং শিখে যাওয়া এবং ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে যাওয়া । ড্রাইভিং এমন একটি স্কিলস যেটা একজন মানুষের দৈনন্দিন জিবনের জন্য খুবই অত্যাবশ্যকীয় হয়ে পরে। আপনে যদি ইউরোপে সেটেল হতে ইচ্ছুক থাকেন তাহলে একটা সময় আসবে আপনে ভালো টাকা পয়সা ইনকাম করবেন ফেমিলি নিয়ে থাকবেন ঘুরবেন তখন যদি ড্রাইভিং না জানা থাকে তাহলে আপ্নার ঘুড়ার আনন্দ বিগ্নিত হতে পারে আর অন্য ট্রান্সপোর্টেশন ইউজ করলে খরচও একটু বেশি হতে পারে। তাই ড্রাইভিং জানা টা খুবই জরুরী । আবার ধরুন আপনে ড্রাইভিং জানেন বা কোন বন্ধুর গাড়ি দিয়ে শিখে ফেলেছেন কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স নাই এক্ষেত্রে আপনে যদি ইউরোপে ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে এটা আপনার জন্য খুবই ঝুকিপূর্ণ কারন ইউরোপে ড্রাইভিং লাইসেন্সের টেস্ট লিখিত এবং প্রাক্টিক্যাল দুইটাই খুবই কঠিন। আরেকটা সমস্যা হলো অনেক ব্যয় বহুল ও বটে। তাহলে কি করবেন ভাবছেন? হ্যা ঠিকই ধরেছেন । আপনি যদি নিজের দেশে থেকে ড্রাইভিং শিখে লাইসেন্স বের করে নিয়ে ইউরোপে ডুকতে পারেন তাহলে আপনে লাকী। কারন ইউরোপে কয়েক্টি দেশে আপ্নে কোন থিউরি এবং প্রাক্টিক্যাল পরিক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ করে ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্সে রুপান্তরিত করতে পারবেন। কিন্তু শর্ত হলো যে দেশে চেঞ্জ করার জন্য আবেদন করবেন আপনাকে অইদেশের রেসিডেন্ট কার্ড হোল্ডার বা লিগাল ইমিগ্রান্ট হইতে হবে। আমি যেহেতু পর্তুগালে আছি সেহেতু আমি পর্তুগালের কথাই রিকমেন্ড করবো। কারন আপনে এখানে খুওবই ইজিলি ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন করতে পারবেন।
    2. যেকোনো একটা ইউরোপিয়ান ল্যাংগুয়েজ এর বেসিক বা মিডিয়াম লেভেল শিখে আসা। ইউরোপিয়ান রা যার যার নিজের ভাষার উপর খুবই কন্সার্ন। এরা নিজেদের ভাষার বাহিরে কিছু বুঝেও না আর কেউ বুঝলেও বলতে বা সহ্য করতে চায় না। এক্ষেত্রে যদি আপনি কোন একটা জবের জন্য চেস্টা করেন আর যদি আপনি অইদেশের ভাষা মুটামুটি জানেন তাহলে আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে।
    3. ইংরেজি ভাষার দক্ষতা আরো বাড়ানো । যেহেতু আমাদের মাতৃভাষা ইংরেজি না সেহেতু আমাদের ইংরেজি দক্ষতা স্বাভাবিক ভাবেই কম। যদি আপনে এই দক্ষতা বাড়িয়ে নেটিভ লেভেলে নিয়ে যেতে পারেন তাহলে ইউরোপের মত দেশেও আপনে হাইস্কিল সেলারিতে বিভিন্ন কল সেন্টারে জব করতে পারবেন।
    4. যেকোনো একটা ট্রেড স্কিল দক্ষতা থাকা। অর্থাৎ আপনে দরেন ইলেক্ট্রনিক , ইলেক্ট্রিক্যাল , কম্পিউটার রিলেটেড , কুকিং শেফ এই জাতীয় কোন স্কিল যদি আপনার থাকে এবং আগে যেটা বলেছিলাম সাথে অইদেশের ভাষা মুটামুটি জানেন তাহলে আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট।
    5. নিজেকে মেন্টালি প্রিপার্ড করে নেওয়া । অনেকেই হয়তো ভাবছেন ইউরোপের জীবন অনেক আনন্দের জীবন অনেক উপভোগের জীবন হবে । আসলে তা নয়। বিষয়টা বুজতে পারবেন যেদিন দেশের বাহিরে পা রাখবেন তারপর থেকেই । নিজের দেশ নিজের পরিবার থেকে দুরে থাকারটা আসলে সহজ কাজ নয়। তারপর দেশের বাহিরে গেলে সব কিছু নিজের করে নিতে হবে কেউ আপনার কাজ করে দিবে না। স্টাডি, কাজ, রান্নাবান্না, ঘর গোছানো , ঘুম , ফেমিলি টাইম সব কিছু একসাথে একা একা ম্যানেজ করার জন্য নিজেকে মেন্টালি প্রিপার্ড করে নিয়ে আশা।
    __________________________________________
    Tags:
    ইউরোপে আসার আগে পাঁচটি অত্যাবশ্যকীয় কাজ জেনে নিন ,
    ইউরোপে যাওয়ার আগে ৫টি বিষয় ভালো করে জেনে নিন,
    Five Important things to do before going to europe,
    বিদেশ যাওয়ার জন্য করনীয়,
    বিদেশ যাওয়ার সহজ উপায়,
    বিদেশে চাকরির ভিসা,
    ইউরোপে যেতে চাই,
    ইউরোপে কাজের ভিসা ২০২১,
    ফ্রান্স কাজের ভিসা ২০২১,
    পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা,
    ওয়ার্ক পারমিট ভিসা পোল্যান্ড,
    পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা ২০২১,
    study and work in europe,
    Driving license Exchange in Europe,
    Portugal Residency a to z,
    going to europe for the first time,
    things to do before traveling,
    things to know before traveling to europe,
    things to know about europe,
    how to get residency in portugal,
    how to obtain residency in portugal,
    how to gain residency in portugal,
    how to get permanent residency in portugal,
    how to get temporary residency in portugal,
    how to get residency card in portugal,
    how easy is to get residency in portugal,
    how to get citizenship in portugal for bangladeshi,
    how long does it take to get citizenship in portugal,
    portugal temporary residence,
    portugal residence permit for illegal,
    immigrants in portugal,
    work visa in portugal,
    residency in portugal for eu citizens,
    portugal residency program,
    portugal immigration news 2021,
    portugal visa processing time,
    portugal citizenship,
    পর্তুগাল রেসিডেন্স পেতে কি কি করনীয়,
    পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা 2020,
    পর্তুগালের নাগরিকত্ব,
    পর্তুগাল ভাষা,
    পর্তুগাল স্টুডেন্ট ভিসা,
    সেনজেন ভিসা প্রাপ্তি,
    পর্তুগাল লিগ্যাল এন্ট্রি,
    পর্তুগাল ভিজিট ভিসা,
    ফ্রান্সে বৈধ হওয়ার উপায় সমূহ,
    ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে,
    ইউরোপে কাজের ভিসা 2020,
    ইউরোপের কোন দেশে যাওয়া সহজ,
    ইতালি যেতে কত টাকা লাগবে,
    ইউরোপে সহজে কাগজ পাবেন যে দেশে,
    Get Residence Permit Easily in Europe,
    ইউরোপ ভিসা প্রাপ্তির সবচেয়ে সহজ দেশগুলো 2020;

КОМЕНТАРІ • 19

  • @taraphdmidea120
    @taraphdmidea120 8 місяців тому

    ধন্যবাদ ❤

  • @totamiatotamia5444
    @totamiatotamia5444 3 роки тому +1

    Helpful information.Thank you so much

  • @habibullahofficial5720
    @habibullahofficial5720 3 роки тому +1

    চমৎকার বিষয়

  • @udaysarkarud
    @udaysarkarud 3 роки тому +1

    Apnak ami 1st dekhlam, apner videos onek ag theke dekhi. Khub e helpful information share koren apne. Dhonnobad

    • @PtOnline
      @PtOnline  3 роки тому

      অনেক ধন্যবাদ ভাই। এতদিন ক্যামেরার পিছনে ছিলাম এই প্রথম সামনে আসলাম।

    • @udaysarkarud
      @udaysarkarud 3 роки тому

      @@PtOnline oooh acha , na apne information gula sei hoi ajonno e apner subscriber . Anyway apne kono page ba profile er link kivabe paoya jabe . I mean jodi share kore thaken tahole.

  • @HowToBangla
    @HowToBangla 3 роки тому

    Go Ahead.

  • @tonmoyahmedvlogs
    @tonmoyahmedvlogs Рік тому

    Respect 👍

  • @shahbazsahab4937
    @shahbazsahab4937 3 роки тому +1

    Nice bro

    • @PtOnline
      @PtOnline  3 роки тому

      অনেক ধন্যবাদ ভাই ।

  • @mdrifathassan1664
    @mdrifathassan1664 2 роки тому

    well done man. ✌️

  • @rumanahmed1200
    @rumanahmed1200 3 роки тому +1

    hellw bai plz ans me portugal student visay wife sate kore sami ke nite parbe ki bai plz ans me

    • @PtOnline
      @PtOnline  3 роки тому +1

      Na bhai age tar eka aste hobe tarpor se dependent er jonno apply korte parbe . But kisu terms and conditions follow korte hobe.

    • @rumanahmed1200
      @rumanahmed1200 3 роки тому

      @@PtOnline tnx you bai

  • @mdshantohasan9988
    @mdshantohasan9988 Рік тому

    ভাই

  • @MOHAMM243
    @MOHAMM243 2 роки тому

    ভাই সবছে সহজ দুইটা বিষয় বলে দিলেইতো হয় লিভিয়ার সাগর হাতরাইয়া ইতালি ডুকবো এর পর পরতুগালে আইসা এগ্রিকোলার কামে লাইগা পরবো কাহিনী খতম🤣😂😅

  • @Dream-World333
    @Dream-World333 2 роки тому

    Vai apnar phone numberta akto diben ami portugale thaki akto information lagbe