রজনীকান্ত সেন এর ব্যাক্তিগত জীবনের অজানা কাহিনী | Rajanikanta Sen | বাংলা
Вставка
- Опубліковано 25 січ 2025
- রজনীকান্ত সেনের জন্ম ১২৭২ বঙ্গাব্দের ১২ই শ্রাবণ, বুধবার ভোররাতে (২৬ জুলাই, ১৮৬৫ খ্রিস্টাব্দ)। রবীন্দ্রনাথের চার বছরের ছোট। অর্থাৎ তিনি রবীন্দ্রনাথের সমসাময়িক। দ্বিজেন্দ্রলাল রায়েরও সমসাময়িক কবি তিনি। রজনীকান্তের জন্মস্থান বর্তমান বাংলাদেশের পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমাতে। তার মা মনমোহিনী দেবী সঙ্গীতানুরাগী ছিলেন। বাবা গুরুপ্রসাদ সেন পেশায় ছিলেন আইনজীবী। তিনি বৈষ্ণব ব্রজবুলি ভাষায় রচিত প্রায় ৪০০টি বৈষ্ণব পদাবলির একটি সংকলন প্রকাশ করেন ‘পদচিন্তামণিমালা’ নামে। এই ‘ব্রজবুলি’ নামের মিষ্টি কৃত্রিম কবি ভাষাটি মিথিলার কবি বিদ্যাপতি বাংলা সাহিত্যের মধ্যযুগে উদ্ভাবন করেন। কিন্তু, বাংলা সাহিত্যের আধুনিক যুগে এসে সেই ভাষা প্রায় বিলুপ্ত হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্য তাঁর বিখ্যাত ‘ভানু-সিংহ ঠাকুরের পদাবলী’ গ্রন্থে ব্রজবুলি ভাষায় সাহিত্য রচনা করেছেন। ছোটবেলায় রাজশাহী কলেজিয়েট স্কুলে (তৎকালীন বোয়ালিয়া জেলা স্কুল) ভর্তি হন। কুচবিহার জেনকিন্স স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা, রাজশাহী কলেজ থেকে এফএ, কলকাতার সিটি কলেজ থেকে বিএ ও বিএল (ব্যাচেলর ইন ল’) পাস করেন।
রজনীকান্তের পিতা আইনজীবী হওয়ায় সংসারে স্বচ্ছলতা ছিলো। কিন্তু সাব-জজ পদে অধিষ্ঠিত হবার অল্প দিনের মাথাতেই অসুস্থতাজনিত কারণে অবসর নিতে বাধ্য হন গুরুপ্রসাদ সেন। আর্থিকভাবে স্বচ্ছল পরিবারে নেমে আসে দারিদ্র্যের কষাঘাত। বিএল পাশ করে রজনীকান্তও পিতার মতো আইন ব্যাবসায় নামেন। ইতোমধ্যেই তাঁর কাকা আইনজীবী হিসেবে সুনাম অর্জন করেছেন। ওকালতি পেশায় কাকার সুনাম আর গান-বাদ্যে নিজের নামযশের কারণে মক্কেল যোগাতে রজনীকান্তের বেগ পেতে হতো না। কিন্তু ক্রমেই তিনি গানে এতটা নিমগ্ন হয়ে পড়েন যে, মক্কেলদেরকে তিনি সময় দিতে পারতেন না। ফলে, আইন ব্যবসায় তিনি আর খুব একটা সুবিধে করে উঠতে পারেননি। সে কথাও তিনি অবশ্য স্বীকার করেছেন, বলেছেন, “আমি আইন ব্যবসায়ী, কিন্তু ব্যবসায় করিতে পারি নাই।”
#biography
#viralvideo
#jiboni
#bangla
#rajanikantasen
#bengalisong
#abpananda
Antorik bhalobasa roilo ektu deri holo video dekhte..khub bhalo laglo bhalo theko.. pronam roilo kobi shilpir proti
ধন্যবাদ দিদি
আপনি ও একজন ভালো কবি,
কথার গাঁথুনিতে জানালেন রজনীর রবি।
Thanks
প্রনাম জানাই কান্ত কবিকে তার আত্মার শান্তি কামনা করি । ধন্যবাদ জানাই তোমাকে ভিডিওর জন্য ।
Songe thakun
Pseudo Feminism is the cancer of the society and only promoting women and insulting men is a kind of Pseudo Feminism that everyone should keep in their mind
@@amiavijitbolchiPseudo Feminism is the cancer of the society and only promoting women and insulting men is a kind of Pseudo Feminism that everyone should keep in their mind
Deep Regards to the Legendary Kanta kabi. Excellent explanation.
Thanks
ওঃফ কি অভূতপূর্ব উপস্থাপনা,চোখে জল চলে আসে। ঐ কিংবদন্তী মহান কবির শ্রীচরনে শত শত কোটি প্রনাম ।🍁🍁🍁🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾আর তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ❤❤❤❤
Thanks
Songe thakun
Etoi anondo Valo na, emon onek Hindu kobi asen Jara entire life e ektao British birodhi kobita likhen nai
Jemon jibonanondo das, tader biruddhe kolkatar so called Hindu kobira darate paren ni...fole banglay desh prem gore utheni, Ekta question mark hoyei ASE...
Pseudo Feminism is the cancer of the society and only promoting women and insulting men is a kind of Pseudo Feminism that everyone should keep in their mind
Pseudo Feminism is the cancer of the society and only promoting women and insulting men is a kind of Pseudo Feminism that everyone should keep in their mind
@@amiavijitbolchiPseudo Feminism is the cancer of the society and only promoting women and insulting men is a kind of Pseudo Feminism that everyone should keep in their mind
ভালো লাগল প্রতিবেদন।
ধন্যবাদ
অপূর্ব
Thanks
Sudhu uni poncho kobir i ekjon non banglar sanskritik itihas e enong banglar sangeet jagate tar abiswaraniya rochona guli enong gaan guli jemon swadhinata purba yuge enong aaj swadhinatar 76 bichor poreo aaj o somanbhave montromugdha kore rakhe apamor janamanas je. Sato koti pronam janai take.
ধন্যবাদ
প্রণাম জানাই মহান ব্যক্তিত্ব কে❤
Thanks
Greatest poet of all time.......unlimited devotion ......
Thanks
বাংলার কবি কূলের অনত্যম কবি ছিলেন শ্রদ্ধেয় কবি রজনীকান্ত কান্ত সেন । শেষের দিনগুলো সত্যি ই বেদনা দায়ক । শ্রদ্ধেয় কবিকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম 🙏 🙏🙏 ।
Thanks
রজনীকান্ত সেন তার প্রাপ্য সন্মান টুকু দেওয়া হয়নি একাধারে তিনি গীতিকার এবং অসামান্য কবি ছিলেন
ধন্যবাদ।
সঠিক
ধন্যবাদ
Songe thakun
A source of gigantic positive energy.
ধন্যবাদ
God bless him.
ধন্যবাদ
Like to read some analysis of his works.
Ok
❤❤❤
,🙏🙏🙏🙏
কান্তকবি প্রণাম করি , পঞ্চ কবির
আর চার জনার নাম জানতে
পারলে আরও ভালো লাগতো।
রবীন্দ্রনাথ ঠাকুর
নজরুল ইসলাম
অতুলপ্রসাদ সেন
দ্বিজেন্দ্রলাল রায়
রজনীকান্ত সেন