রাজা লক্ষণ সেন এর বর্ণময় জীবন কাহিনী | King Lakhsman Sen | জীবনী | Bangla

Поділитися
Вставка
  • Опубліковано 16 бер 2024
  • লক্ষ্মণসেন (আনু. ১১৭৮-১২০৬ খ্রি) সেন বংশের তৃতীয় শাসক। বল্লালসেনের উত্তরসূরী লক্ষ্মণসেন প্রায় ২৮ বছর রাজত্ব করেন। এ পর্যন্ত আবিষ্কৃত লক্ষ্মণসেনের সময়কার লিপিসাক্ষ্য হতে তাঁর ইতিহাস পুনর্গঠন করা হয়েছে।
    লক্ষ্মণসেনের সময়ের সাক্ষ্যপ্রমাণ হতে প্রতীয়মান হয় যে, তিনি ক্ষমতায় আরোহণের পূর্বেই গৌড় ও বারাণসীর (কাশী) রাজাকে পরাজিত এবং কামরূপ ও কলিঙ্গের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। উক্ত বিজয়গুলি লক্ষ্মণসেনের যুবা বয়সে অর্জিত বলে ধারণা করা হয় এবং সম্ভবত অভিযানগুলি ছিল তাঁর পিতামহ বিজয়সেনের সময়ের। কেননা বিভিন্ন সূত্রে জানা যায় বিজয়সেন গৌড়, কলিঙ্গ, কামরূপের রাজা এবং খুব সম্ভবত কাশীর গাহাড়বাল বংশের রাজার বিরুদ্ধেও যুদ্ধে লিপ্ত ছিলেন। লক্ষ্মণসেনের লিপি সাক্ষ্য হতে দেখা যায় যে, তিনিই সেনদের মধ্যে প্রথম রাজা যিনি ‘গৌড়েশ্বর’ উপাধি ধারণ করেন। বিজয়সেন ও বল্লালসেন কারো কোন তাম্রশাসনেই এ উপাধি ধারণের উল্লেখ পাওয়া যায় না। এ কারণে যুক্তি দেওয়া হয় যে, লক্ষ্মণসেনই শেষ পর্যন্ত গৌড় পদানত করেন এবং নিজে ‘গৌড়েশ্বর’ উপাধি গ্রহণ করেন। কিন্তু এ যুক্তি একান্তই দুর্বল, কারণ বিজয়সেনের শাসনকালেই সমগ্র বাংলার উপর সেনদের আধিপত্য স্থাপিত হয়েছিল। তাছাড়া সেনদের দলিলপত্রে এমন কোন ঘটনার উল্লেখ পাওয়া যায় না যে, লক্ষ্মণসেন গৌড় পুনর্দখল করার প্রয়োজন অনুভব করেন। তদুপরি বিজয়সেন ও বল্লালসেনের শাসনকালে সেনদের দ্বারা উত্তর বাংলা দখলের বিষয়টি প্রশ্নাতীতভাবেই প্রমাণিত।
    তাম্রশাসন সূত্রে জানা যায় যে, লক্ষ্মণসেন পুরী, বারাণসী ও এলাহাবাদে তাঁর বিজয়ের চিহ্ন হিসেবে সৌধমালা নির্মাণ করেন। কিন্তু তাম্রশাসনে লক্ষ্মণসেনের যে উচ্চ প্রশংসা করা হয়েছে তা থেকে এ সিদ্ধান্ত করা খুবই কঠিন যে, আলোচ্য সৌধমালা লক্ষ্মণসেনের শাসনকালে উপরোল্লিখিত এলাকায় সেনদের ক্ষমতা সম্প্রসারণেরই প্রমাণ দেয়। লক্ষ্মণসেনের সভাকবি উমাপতি ধর এবং শরণ একজন বেনামি রাজার বিজয়াভিযানের উল্লেখ করেছেন যিনি প্রাগজ্যোতিষ, গৌড়, কলিঙ্গ, কাশী, ও মগধ দখল এবং চেদি ও ম্লেচ্ছরাজকে পরাজিত করেছিলেন। চেদি এবং ম্লেচ্ছগণ ব্যতীত উল্লিখিত অন্যান্য প্রশংসা সম্ভবত লক্ষ্মণসেনের ওপরই আরোপ করা হয়েছে। রত্নপুরের কলচুরিরাজের (চেদি) সামন্ত বল্লভরাজ গৌড়রাজকে পরাভূত করেছিলেন, অকালতারা শিলালিপিতে (Akaltara inscription) এরূপ উল্লেখ আছে। অন্যদিকে লক্ষ্মণসেন দাবি করেন যে, চেদিরাজের বিরুদ্ধে তিনি বিজয় অর্জন করেছিলেন। যদিও এই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা মোটামুটিভাবে নিশ্চিত, তবে ফলাফল সম্বন্ধে সঠিক তথ্য জানা যায় না।
    এ বিষয়ে কোন সন্দেহ নেই যে, লক্ষ্মণসেন অতি বৃদ্ধ বয়সে সিংহাসনে আরোহণ করেন। উল্লেখযোগ্য সাহিত্যকর্মের জন্য তাঁর শাসনকাল বিখ্যাত। তিনি নিজেও অনেকগুলি সংস্কৃত কবিতা রচনা করেন যার বেশ কয়েকটি সংস্কৃত কাব্যসংকলন সদুক্তিকর্ণামৃত গ্রন্থে স্থান পেয়েছে। পিতার শুরু করা গ্রন্থ অদ্ভুতসাগর তিনি সম্পন্ন করেন। তাঁর রাজসভায় পন্ডিত ও জ্ঞানী ব্যক্তিবর্গের সমাবেশ ঘটেছিল। গীতগোবিন্দ রচয়িতা বিখ্যাত কবি জয়দেব, শরণ, পবনদূত রচয়িতা ধোয়ীএবং সম্ভবত গোবর্ধন আচার্য তাঁর সভা অলঙ্কৃত করতেন। বটুদাসের পুত্র শ্রীধরদাস সংস্কৃত কাব্যগ্রন্থ সদুক্তিকর্ণামৃত সংকলন করেন তাঁরই শাসনকালে। লক্ষ্মণসেনের প্রধানমন্ত্রী ও প্রধান বিচারক হলায়ুধ মিশ্র রচনা করেন ব্রাক্ষ্মণসর্বস্ব। দেওপাড়া প্রশস্তি রচয়িতা উমাপতি ধর লক্ষ্মণসেনের একজন মন্ত্রী এবং অন্যতম সভাকবি ছিলেন।
    #biography
    #viralvideo
    #history
    #information
  • Розваги

КОМЕНТАРІ • 71

  • @gnghosh1889
    @gnghosh1889 4 місяці тому +4

    এটি একটি অসাধারণ তথ্য সংগ্রহে সমৃদ্ধ সুন্দর প্রতিবেদন। অনেক অনেক না জানা তৎকালীন ইতিহাসের ঘটনার স্মৃতিতে যুক্ত হয়ে নিজেকে ধন্য মনে করলাম শুধুমাত্র আপনার ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায়।
    অপেক্ষায় রহিলাম পরবর্তী প্রতিবেদনের জন্য।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  4 місяці тому

      ধন্যবাদ।
      চ্যানেল ভিসিট এমন অনেক অনেক ভিডিও দেখতে

  • @snag434
    @snag434 4 місяці тому +4

    মহারাজা লক্ষণ সেনের জীবন কাহিনী আমরা কমবেশি সবাই জানি আর তোমার অসাধারণ দক্ষতায় আজকের প্রতিবেদন প্রাণবন্ত হয়ে উঠেছে

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  4 місяці тому

      সব টা জানতেন কি

    • @snag434
      @snag434 4 місяці тому

      @@amiavijitbolchi আমি আগেই বলেছি কমবেশি সবাই কিছু কিছু জানি সব জানি বলিনি

  • @shankarprasadchatterjee949
    @shankarprasadchatterjee949 3 місяці тому +3

    Khub bhalo itihaas barnona. Banglar itihas oneker jana darkar. Bhalo teko.

  • @swapanchakraborty6196
    @swapanchakraborty6196 4 місяці тому +3

    ভালো লাগল প্রতিবেদন।

  • @user-ub9kb2jz8k
    @user-ub9kb2jz8k 4 місяці тому +2

    অসাধারণ আপনার উপস্থাপনা।

  • @samhitabarman4118
    @samhitabarman4118 3 місяці тому

    Fantastic narration of well researched history

  • @samidu492
    @samidu492 3 місяці тому

    School history again remembering with your grt narration

  • @niloypatra3324
    @niloypatra3324 4 місяці тому +1

    Darun laglo

  • @nilimadey9738
    @nilimadey9738 4 місяці тому

    Bhalo laglo..bhalo theko

  • @user-vs7cp2pz6k
    @user-vs7cp2pz6k 4 місяці тому +2

    কোন ঐতিহাসিক ঘটনা নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে বর্ণনা পেলাম না। যে যে ধর্মের সে সেই ধর্মের দৃষ্টিতে বাংলার ইতিহাস বর্ণনা করেন।।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  4 місяці тому

      আচ্ছা

    • @fareaislam6681
      @fareaislam6681 4 місяці тому

      lokkhon sen onek birpurush chilen ar paliye jabar somoy uni bakhtiar khilji ke bolechilen bro catch me if you can .😄

    • @narayankar2284
      @narayankar2284 3 місяці тому

      ​@@fareaislam6681অতর্কিতে আক্রমণ করলে রেহাই পাওয়া মুশকিল। মোল্লাভাই, শিবাজী আফজন খাকে অতর্কিত আক্রমণ করে মেরে ফেলেছিল। তুই শুধু কুরান পড়ে ইতিহাস জানতে চাস, তাহলে তুই মুর্খ থেকে যাবি।

    • @samidu492
      @samidu492 3 місяці тому

      He is describing laxman sen as sen dynasty king..so stop stupid comment

  • @user-si1cc6fv8f
    @user-si1cc6fv8f 20 днів тому

    ভিত্তিহিণ কথা বার্তা ।গ্রহণ যোগ্র প্রমান আনুন

  • @Enlightenedpersona
    @Enlightenedpersona 4 місяці тому +1

    Bangla thekei sershah Delhi bijoy koresilen but lokkhon er birotto koi, delli dokhol koi ???

  • @Enlightenedpersona
    @Enlightenedpersona 4 місяці тому +1

    80 bosor boyesi somrat er putra Ra ki koresilo???

  • @user-pd2ye5ll7x
    @user-pd2ye5ll7x 21 день тому

    লক্ষ্মণ সেন যখন শুনলো ইখতিয়ারউদ্দিন খিলজি প্রাসাদে এসে যেছে, ধুতি ফেলে দৌড়ে গিয়ে নৌকায় উঠে পড়লো। 😂😂😂 এক মহা কাপুরুষ

  • @Enlightenedpersona
    @Enlightenedpersona 4 місяці тому

    Delhi bijoy Sindhu bijoy Punjab bijoy juddho hoyese but lokkhon sen Bangla Bina juddhe sere dilen???

  • @Enlightenedpersona
    @Enlightenedpersona 4 місяці тому

    Bangali lokkhon ba ayaz kaukei chinena

  • @panthergigs788
    @panthergigs788 4 місяці тому +2

    লক্ষণ সেন একজন ভীতু রাজা ছিলেন।
    এবং তিনি বাংলায় হিন্দু শাস্ত্রের অনেক কুসংস্কার রীতি শুরু করেছিলেন।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  4 місяці тому

      আচ্ছা

    • @charbakamunisrestha9557
      @charbakamunisrestha9557 3 місяці тому

      😂 সব রাজাই/ সুলতান নিজের ধর্মমত চালু করেছে।
      প্রত্যেক মতেই, আজকের দিনে গ্রহণযোগ্য নয়। এর ভালোটা আলোচনা করা হয়, বাজে টা করা হয় না।

    • @rakhimukerji7937
      @rakhimukerji7937 3 місяці тому

      BALLALSEN

    • @Thelegand-e5e
      @Thelegand-e5e 2 дні тому

      তার মধ্যেই কৌলীন্য প্রথার জন্যে হিন্দুরা ভাগ হয়ে যায়

  • @niharkusummajumdar4366
    @niharkusummajumdar4366 3 місяці тому +2

    পিছনে র দরজা দিয়ে পালিয়ে ছিল কেন?

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  3 місяці тому

      ভয়ে

    • @charbakamunisrestha9557
      @charbakamunisrestha9557 3 місяці тому +1

      ভাই যুদ্ধের প্রথম শর্ত হলো বেচে থাকা।
      সান জহু " আর্ট ওফ ওয়ার"
      ভারতীয়
      অর্থশাস্ত্র - কৌটিল্য

    • @mdmahasin8596
      @mdmahasin8596 3 місяці тому

      Kalpo history

    • @narayankar2284
      @narayankar2284 3 місяці тому

      ​@@mdmahasin8596কুরানে সব লিখা আছে, দেখে নে, মৌলবাদী মোল্লাভাই।

  • @kanchandas1211
    @kanchandas1211 3 місяці тому

    He was a coward. Why he fled away from his country.

  • @Enlightenedpersona
    @Enlightenedpersona 4 місяці тому

    Tabakat e nasiri shudhu noy Hindu mayabadi Ra keu history
    Book likhe nai

  • @mahbubrabbani1147
    @mahbubrabbani1147 3 місяці тому

    লক্ষণ সেন বাঙালি ছিলেননা। তারা কর্ণাটক থেকে এসেসেন। সেন বংশ পাল দের সেনাবাহিনী ছিলো

  • @user-co2sb5bw3z
    @user-co2sb5bw3z 4 місяці тому +2

    Lokkhon sen je Buddha der upor ze bivotsho ottyacar kore chen, r Buddha der ke goghonno hottya zoggo calan.