সাধুদের কথা, পর্ব -২৩ ( অঘোরী, তান্ত্রিক সম্প্রদায়ের কথা) (santo ki batein part-23)
Вставка
- Опубліковано 8 лют 2025
- সাধুদের কথা, পর্ব- ২৩
গুরু কৃপণ 7851
সাধুদের কথা-২৩, পবে আপনাদের সামনে তুলে ধরছি কম বয়স্ক সাধু বাবাকে। উনি একি স্থানে থাকেন না। এখানে সেখানে ঘুরে বেড়ায়। বর্তমানে পশ্চিম বর্ধমান জেলায় ইছাপুর পঞ্চায়েত এর নিকটবর্তী সরপী গ্রাম যাওয়ার রাস্তার পথে ডান সাইডে মালবেরা নামক স্থানে ছোট্ট আশ্রমে। ইটের উপর ইট সাজিয়ে অসম্পূর্ণ ছোট্ট একটা ঘরের মধ্যে উনার বর্তমান আশ্রয়। জনশ্রুতি এই স্থানে গুপ্তধন রাখা আছে। স্বয়ং নাগরাজ উনার সাঙ্গো পাঙ্গ নিয়ে রক্ষা করছেন। সু বৃহৎ শ্যাওড়া গাছের নিচে মায়ের ছাদ বিহীন দেবী। পাশেই উই ডিপি ওখানে গুপ্তধন রাখা আছে। রাতে সাধু বাবা অনেক অলৌকিক জিনিস দেখতে পান। বড় বড় সাপেদের ঘোরা ফেরাও চোখে পড়ে। নির্ভয়ে সাধু বাবা এখানেই বিরাজ করছেন।
উনার মুখে পঞ্চ মুন্দির আসন। অঘোরী সাধুদের, নাগা সাধু বাবাদের অনেক গোপন অজানা সাধন পদ্ধতি জানালেন।
যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার কমান্ড করবেন।
JOY MA
Ei sthane howrah station theke ki bhabe jabo bolle bhalo hoi.....
দুর্গাপুর স্টেশনে নেমে। মিনিবাসে প্রান্তিকা।প্রান্তরিকা থেকে পাণ্ডবেশ্বর বাসে চেপে সরসী গামে নেমে সামনে।
ফোন নাম্বার আমার দিয়ে রাখলাম। ফোনে ঠিকানা বলে। আপনাকে যেতে সাহায্য করতে পারি।৭৭৯৭৬০১০৫৬