সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি যুগের অজানা কথা | Unknown facts of Satya, Treta, Dwapara and Kali Yuga

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • হিন্দু ধর্মে কাল চক্র চার টি যুগ নিয়ে গঠিত। যেমন সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি। আজ আমি এই চার টি যুগ নিয়ে আলোচনা করবো। আশা করি অনেক অজানা তথ্য এই ভিডিও থেকে জানতে পারবেন।
    In Hinduism, the Kalachakra consists of four eras. Such as Satya, Treta, Dwapar, and Kali. Today I will discuss these four eras. Hope you can find out a lot of unknown information from this video.
    Related Topics
    1) সত্য যুগ
    2) সত্য যুগের অবতার
    3) সত্য যুগের ঘটনা
    4) কলি যুগের লক্ষণ
    5) what will happen in kali yuga
    6) end of kalyug and rise of satyug
    7) কলি যুগের পর সত্যযুগ
    8) কলিযুগের শেষে কি ঘটবে
    9) কল্কি অবতার
    10) কল্কি অবতার কবে আসবে
    11) kalki avatar
    12) kalki avatar kab hoga
    13) treta yug
    14) treta yug ki kahani
    15) dwapar
    16) dwapar yug
    17) dwapar yug ka ant kaise hua
    18) death of krishna
    19) death of krishna in mahabharat
    20) শ্রী কৃষ্ণের মৃত্যু রহস্য
    21) শ্রী কৃষ্ণের মৃত্যু ভিডিও
    22) অজানা কথা
    23) শ্রী কৃষ্ণ
    24) শ্রী কৃষ্ণের গান
    25) vishnu
    #SatyaYug #KaliYug #DwaparYug #KaliYuga #সত্যযুগ #সত্যযুগেরঅবতার

КОМЕНТАРІ • 41

  • @nityagopalpoddar4026
    @nityagopalpoddar4026 3 роки тому +5

    অনেক কিছু জানতে পারলাম সার, ধন্যবাদ, আপনার অনেক গ্যন এই সব বিষয়ে।

  • @joygopinath1632
    @joygopinath1632 3 роки тому +2

    ঢালী দা দা আপনার কোথা শুনে বুজলাম আপনি সনাতন ধর্মের অনুসারী তাই আপনার তত্ত্ব ঠিক আছে আপনার কাছে আমার অনুরোধ যা ভিডিও ইউটিউবে আপলোড করবেন তত্ত্ব টা যেনো সঠিক তত্ত্ব হয় খোকন মণ্ডল 🙏🙏🙏

  • @miraseal6941
    @miraseal6941 Рік тому +1

    মহাশয় খুব ভালো লাগলো অনেক অজানা তথ্য জানতে পারলাম ধন্যবাদ আপনাকে পাঠক নমস্কার নেবেন ❤️🙏

  • @sonodnondon
    @sonodnondon 3 роки тому +3

    খুব ভালো দাদা

  • @JyotiPrakashHaldar
    @JyotiPrakashHaldar 3 роки тому +1

    Thank you Probodhbabu akdom perfect hisab/calculation, durdanto video.

  • @manisankarjana3617
    @manisankarjana3617 2 роки тому

    আপনাকে অসংখ‍্য ধন‍্যবাদ,এই তথ‍্য গুলো সত‍্যিই অমূল‍্য সম্পদ

  • @K.v.t
    @K.v.t Рік тому +1

    আমি বিশ্বাস করি 🙏 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম হরে হরে 🙏🙏🙏

  • @user-wj8yt7ec3d
    @user-wj8yt7ec3d 3 роки тому +3

    হরে কৃষ্ণ

  • @litondas7191
    @litondas7191 4 місяці тому

    হরে কৃষ্ণ... 🌹🌷🙏

  • @manabsarkar8835
    @manabsarkar8835 3 роки тому +3

    আপনার কাছে আপনার বিনীত অনুরোধ এই তথ্য গুলো তে সমস্ত বই থেকে পেয়েছেন তার যদি উল্লেখ করেন তবে খুব উপকৃত হব।

    • @probodhdhali
      @probodhdhali  3 роки тому

      মনুসংহিতা, কল্কি পুরান, মহাভারত, রামায়ণ ইত্যাদি। ভিডিও টি উল্লেখ করা হয়েছে তার কিছু কিছু।

  • @parimalmistri439
    @parimalmistri439 3 роки тому +3

    🙏🙏🙏💖💖💖🙏🙏🙏

  • @mdalam9068
    @mdalam9068 3 роки тому

    Hmmmmmmmmmm

  • @bahauddin2180
    @bahauddin2180 3 роки тому +1

    দাদা ঋৃক বেদের আগে সাম'বেদ কি ভাবে আসলো??

  • @AporbuHossain
    @AporbuHossain 9 місяців тому

    I miss satya yug

  • @tapankumardhar209
    @tapankumardhar209 2 роки тому +2

    সত্য যুগের ভগবান নারায়ণের গুরু কে? তিন যুগের ভগবানের গুরুর নাম জানি।

  • @ranjitsingha5680
    @ranjitsingha5680 Рік тому

    Radhe t

  • @dhantu5721
    @dhantu5721 2 роки тому +2

    আমার একটা প্রশ্ন আছে
    আজ থেকে 75000 থেকে 10 হাজার বছর আগে এই homo sepiens er উৎপত্তি
    আর বনমানুষ থেকে মানুষ হয় প্রায় 1 লক্ষ বছর আগে
    তাহলে এই সত্য যুগ কি করে এলো
    এটাই আমার প্রশ্ন

    • @probodhdhali
      @probodhdhali  2 роки тому

      তার আগেও হয়তো অন্য যুগ ছিল। যেমন ডাইনোসরের অস্তিত্ব এখন আর নেই। তাদের আগে হয়তো কেউ ছিল। আমরা কেউ জানি না। লক্ষ বা কোটি বছর আগের কোনো কিছুর অস্তিত্ত্ব থাকার কথা নয়। সব মাটিতে মিশে যায়। তাই কোনো আধুনিক গবেষণায় তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। 200 মিলিয়ন বছর আগে ভারত মহাসাগর এবং আরব সাগরের নীচে Gondwanaland নামে এক বিশাল মহাদেশ ছিল। যা এখন সমুদ্রের তলায় খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা। তার ইতিহাস বইয়ের পাতায় পাওয়া যায় না। যার ডাইনোসরের যুগের ও আগে। মাত্র 66 মিলিয়ন আগে ডাইনোসর বিলুপ্ত হয়েছে। পেরুর এক শিলা চিত্রে মানুষ এবং ডাইনোসরের ছবি এক সাথে পাওয়া গেছে তার বয়স এক লক্ষ বছরের কাছাকাছি। এর কারণ কেউ এখনো মানুষ খুঁজে পায়নি। তাই অনেক ইতিহাস এখনো মানুষের অজানা।

    • @dhantu5721
      @dhantu5721 2 роки тому

      @@probodhdhali ধন্যবাদ আমার প্রশ্নএর উত্তর দিয়ে আমার doubt টাকে cleaer করে দেবার জন্য

  • @chandrasekharbiswas2457
    @chandrasekharbiswas2457 3 роки тому +4

    ভগবান শ্রী কৃষ্ণ কোনো অবতার নয় শ্রী কৃষ্ণ স্বয়ং bhagwan

    • @probodhdhali
      @probodhdhali  3 роки тому +2

      বিষ্ণুর 10 জন অবতারের নাম নাম কি কি? সেখানে শ্রী কৃষ্ণের নাম আছে না নেই? ☺️

  • @bijoymondal6005
    @bijoymondal6005 3 роки тому

    I am Bengali nomo sudra from India

  • @Sanjitdas-yg2sg
    @Sanjitdas-yg2sg 11 місяців тому +1

    হরি বোল হরি বোল ।।।

  • @aa-ov2fd
    @aa-ov2fd 3 роки тому +2

    কলিযুগ কত বছর আগে শুরু হয়েছে?

    • @probodhdhali
      @probodhdhali  3 роки тому

      এই ভিডিও তে বলা আছে। ua-cam.com/video/kfn6xZ5-EzQ/v-deo.html

  • @user-bc6ds8in1h
    @user-bc6ds8in1h 3 роки тому +1

    এটা সর্বৈব মিথ্যে কথা বলা হয় সত্য যুগের পর ত্রেতা যুগ নয়,সত্য যুগের পরে দ্বাপর যুগ শ্রীকৃষ্ণের যুগ ছিলো, তারপর ত্রেতা,কলি যুগ বর্তমান।

  • @user-mz5rn2mf4f
    @user-mz5rn2mf4f 3 роки тому

    চারি যুগের হরিনাম মন্ত্র গুলি কোন গ্রন্থে পাওয়া যায়, অনুগ্রহ করে জানাবেন, রেফারেন্স গ্রন্থের নাম উল্লেখ করেন,

    • @probodhdhali
      @probodhdhali  3 роки тому

      সত্যযুগের মন্ত্রঃ- নারায়ণ পরা বেদা নারায়ণ পরাক্ষরা। নারায়ণ পরা মুক্তিঃ নারায়ণ পরা গতি॥
      ত্রেতা যুগের মন্ত্রঃ- রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন। কৃষ্ণ কেশব কংসারে
      হরে বৈকুণ্ঠ বামন॥
      দ্বাপর যুগের মন্ত্রঃ-
      হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ
      বিষ্ণো নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ॥
      কলিযুগের মন্ত্রঃ- হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

  • @subhendumarjit5609
    @subhendumarjit5609 3 роки тому

    আমার একটা কথা জানার ছিল যদি আপনি আমার sms টা দেখেন তো উত্তর দিবেন প্লিজ....
    দ্বাপর যুগে নাম ছিল "বৃন্দাবন"
    সত্য যুগে সেই জায়গার নাম কী ছিল????
    আর ত্রেতা যুগেই বা সেই জায়গার নাম কী ছিল???
    যদি আপনি জানেন তো প্লিজ উত্তর টা দিবেন স্যার।

    • @probodhdhali
      @probodhdhali  3 роки тому

      সম্ভাবত মধুবন ছিল ওই জায়গার নাম।

  • @prasenjitghosh8100
    @prasenjitghosh8100 3 роки тому

    Tumi vul bolcho sub

    • @probodhdhali
      @probodhdhali  3 роки тому +1

      Reference দেয় আছে description box এ দেখে নাও। ভুল শুনতে শুনতে মানুষের মধ্যে ভুলই ঠিক লাগে। এটা স্বাভাবিক।

  • @ashokehalder1959
    @ashokehalder1959 Рік тому

    যত সব গাল গল্প। ফালতু।

    • @Good00092
      @Good00092 Рік тому

      Tur allah sov golpo allah mane kicu ney joto sob ajguvi