খুব ভালো লাগলো আপনার এই লেখাটি । আমি এর সাথে দুটো কথা যোগ করতে চাই । 1, শ্যামাপ্রসাদ না থাকলে আজ পাকিস্তানে বসে আমাদের এই ভিডিওটি দেখতে হত । 2, যোগেন মন্ডলের( তখন বলা হতো যোগেন আলী মন্ডল) হঠকারী জাতপাতের রাজনীতির জন্যই জিন্নাহ ওঁকে ব্যবহার করেছিলেন । ফলস্বরূপ বলির পাঁঠা হতে হয়েছে ৩,৪ টি জেলার আপামর হিন্দু সম্প্রদায়কে । এমনকি সিলেটে গণভোটেও জিন্নাহ যোগেনবাবুকে ব্যবহার করেছিলেন । যোগেনবাবু অবশ্যই উচ্চাকাঙ্ক্ষী কিন্তু অদুরদর্শী ছিলেন ।
Late Jogen mondol jamon dolit somproday tamon , gobet , tamon e gan-du type er chilen 🙏☹️ Sei sob bhul steps gulor jonnei amader ajke 2024 e eirokom din ese gache
যে কারনে হিন্দু নেতাগন ১৯০৫ এ বাংলা ভাগের বিরোধিতা করেছেন সেই একই কারণে ১৯৪৭ এ যুক্ত বাংলার বিরোধিতা করেছেন (বাংলাকে ভাগ করেছেন)। যুক্ত ভারতে হিন্দুরা majority, শাসন ক্ষমতা থাকবে হিন্দুদের হাতে। অতএব,বাংলা ভাগ চাই না। আবার বিভক্ত ভারতে শুধু বাংলায় মুসলমান majority, শাসন ক্ষমতা থাকবে মুসলমানদের হাতে। অতএব, বাংলা ভাগ করে ভারতের সাথে থাকব। মূল উদ্দেশ্য ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া - বাংলা প্রেম কিংবা ভারত প্রেম থেকে নয় । হিন্দু নেতৃত্ব ১৯০৫ বাংলা ভাগের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছিল । আবার এরাই ৪৭-এ বাংলা ভাগের জিকির তুলে পুরো ভারতবর্ষে মহা শোরগোল পাকিয়েছে । কারন তখন শ্যামা প্রসাদ বাবুরা দেখলেন বাংলা ভাগের দাবী আদায় না হলে সংখ্যাগরিষ্ঠ এম.এল.এ. দের মতামতের ভিত্তিতে পুরো বাংলার নেতৃত্ব মুসলমানদের হাতে চলে যাবে । এমনকি পুরো বাংলাই মুসলিদের জন্যে আলাদা অন্য একটি রাষ্ট্র অথবা পাকিস্থানে অন্তর্ভুক্ত হয়ে যাবে । সুতরাং এবার বাংলা ভাগ করো । এই হচ্ছে চাণক্যবাদী হিন্দুদের মুনাফেকীর নমুনা ।
আজ যদি পাকিস্তান না হত আমরা বাংলাদেশ পেতাম না। আমাদের West Bengal এর মত ভারতের একটি রাজ্যে পরিনত হতে হত।কিন্তু আজ আমরা সাধীন বাংলা ভাষা এবং culture বলতে আজ বাংলাদেশকে বুজায় ভারতকে না অর্থনৈতিক দিক থেকেও আমরা উন্নতি করছি।আসল কথা আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেই West Bengal এর মত দিল্লির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হয় না। আর যদি হিন্দুদের কথা বলেন বাংলাদেশে দেড় কোটি হিন্দু রয়েছে যাদের অধিকাংশ নিম্ন বর্নের তারা বাংলাদেশের নাগরিকদের মতোই সমান অধিকার ভোগ করে ভারতের মত উঁচু নিচু ভেদ বাংলাদেশে নেই বাংলাদেশে হিন্দুরা সরকারি চাকরি ও অন্নান্য কাজে মুসলমানদের মতই সমান অধিকার পায়।আজকের বাংলাদেশ পূর্বের পাকিস্তান নয়। কিন্তু ভুলে যাবেন না পূর্বের West Bengal কাদের হতে উন্নত হয়েছিল পূব বাংলার মুসলিম কৃষকদের শোষন করা হিন্দু জমিদার শ্রেনিই west Bengal এ শিল্পকারখানা গড়ে তুলেছিল।তাই আজ আমরা সাধীন না হলে পূর্বের মতোই west Bengal বা দিল্লির দারা শোসীত হতে হতো।
মুসলিম লীগের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কথাটা একতরফা হয়ে গেল --- অপরপক্ষের হিন্দু সাম্প্রদায়িক দলগুলোও যে খুবই সক্রিয় ছিল , বক্তব্যে তার কিছুই বলা হয়নি। সাধারণ খেটে খাওয়া হিন্দু মুসলিমদের মধ্যে কোনো সংঘাত কোথাও কখনোই তেমন ভাবে প্রকট ছিলনা, এমনকি এখনও নেই। সমস্ত সংঘাতের মুলে উভয় সম্প্রদায়ের উচ্চবর্গীয় শিক্ষিতদের কিছু অংশই সবসময়ই দায়ী। এমন কি সাহিত্য সম্রাট বন্কিমচন্দ্রও তাঁর বিভিন্ন রচনায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়েছেন, আনন্দমঠ উপন্যাস ই প্রধান উদাহরণ। শিক্ষিত বুদ্ধিজীবীরা নিজ নিজ ধর্মীয় সম্প্রদায় নিয়েই ব্যস্ত থেকেছে, ভাষাভিত্তিক সাম্প্রদায়িকতা অর্থাৎ বাঙালি বাঙালি বা বাঙলাভাষী জনগনের জন্য বৃহত্তর বাঙলা ভূখন্ড নিয়ে একটি সার্বভৌম দেশ গঠনের জোরালো আন্দোলন কখনোই গড়ে ওঠেনি।
@Probodh Dhali আপনি ইতিহাস এর গুরুত্বপূর্ণ তথ্য/শব্দ বাদ দিয়ে এই ভিডিও ছোট করেছেন এবং ইতিহাসের মধ্যে অতিরঞ্জিত কথা বলছেন। আশা করছি আপনি ইতিহাস টা সঠিক ভাবে উপস্থাপন করবেন। কারণ মানুষ ইতিহাস জানতে চায় যাতে পরবর্তী সময়ে ভুল এর পুনরাবৃত্তি না ঘটে।
আমি কোন ভাগাভাগির মধ্যে নেই ❤❤❤। আমি গোটা পৃথিবী কে একটি দেশ মনে করি ❤❤❤। ধর্ম বর্ণ বৈষম্য জাত পাত মানি না মানবো না ❤❤❤❤। এগুলো কিছু মানুষ স্বার্থে জন্য তৈরি করছে ❤, তাই এতো ঝামেলার সৃষ্টি হয়েছে,। ❤❤❤। সবাই যদি মানুষ ধর্ম নিয়ে চিন্তা করতেন তাহলে এতো বিভেদ সৃষ্টি হতো না 😢😢😢❤। তাই আমার মত পুরো দুনিয়া থেকে পৃথিবী থেকে এই কুসংস্কার দূর করে ধর্ম জাত পাত বর্ন ইত্যাদি তুলে দেওয়া দরকার আছে ❤❤❤। তবেই হবে সুন্দর এই পৃথিবী ❤❤❤। সুন্দর হবে এই জীবন ❤❤❤। কোন দাঙ্গা হবে না। ❤❤❤। যা করবে প্রশাসন তাদের বিচার করবে ❤❤❤। শাস্তি দেবেন ❤❤❤।
নির্জলা মিথ্যাচার করলেন। ১৯৪৭ এ বাংলায় মুসলমান ছিল ৫৪ %। হিন্দু দলিত সহ হিসাব করলে ৪১%। সোহরাওয়ার্দির নেতৃত্বে অবিভক্ত স্বাধীন বাংলার দাবি উঠলেও পশ্চিম বাংলার হিন্দু নেতারা রাজি না হওয়ায় এই দাবি টিকে নাই। আর উলটো সোহরাওয়ার্দিকেই কাটগড়ায় দাড় করানো হল।
হিন্দু জমিদার দের বাড়িঘর সব পরিত্যক্ত হয়ে পড়ে আছে বেশির ভাগ কমে বিক্রি করে চলে গেছে। তোরা হলি ঘটি অবাঙালি জাত। বাঙাল হিন্দু আর তোরা আলাদা জাতি। এখনো তোরা ইস্ট বেঙল কে গালি দিস মোহনবাগান কে সাপোর্ট করিস।।তোদের কাছে বাঙাল দের অনেক অপমানিত হতে হয়। হিন্দুত্বের দোহাই দিবি না।
প্রত্যেকে তার নিজের মতো করে ইতিহাস লেখেন, এটা ঠিক নয়। এই ভিডিও তে উগ্ৰ হিন্দুত্ববাদ প্রকাশের সুড়সুড়ি আছে। দয়া করে এই অপচেষ্টা থেকে দূরে থাকুন। সাম্প্রদায়িকতা একটা মানসিকতা, সেটা শুধু মুসলমানদের থাকে তা নয়, হিন্দুদের মধ্যেও তার কমতি নেই। অতীত ইতিহাস আমরা সকলেই কমবেশি জানি। কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে সেই অন্ধকার অতীতকে আর ডেকে আনার চেষ্টা করবেন না।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মুসলিম লীগের সাথে বাংলায় সরকার গঠন করেছিল এটা কেন বললেন না?দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা যে সভাড়কার এটা কেন বললেন না?দেশভাগের মূল তো দ্বিজাতি তত্ব। তা যে কত বড় ভুল তার প্রমাণ স্বাধীন বাংলাদেশ গঠন।
প্রাচীনকাল থেকেই ভারত কোন দেশ নয় উপমহাদেশে। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্ব থেকেই ষোড়শ জনপদ বা ১৬টি স্বাধীন সার্বোভৌম রাষ্ট্র অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ ইত্যাদি রাষ্ট্রে বিভক্ত ছিলো। এখনও ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অংশের, রাজ্যের, দেশের ভাষার বিভিন্নতা, খাদ্যাভাসের বিভিন্নতা তাই প্রমান করে। আপনার বর্ননার কিছু সঠিক কিছু বেঠিক। সম্প্রতি এ বিষয়ে পশ্চিম বাংলার এক ইতিহাসের শিক্ষকের বক্তব্য ইউটিউবে দেখার সৌভাগ্য হয়েছে। আপনার বক্তব্য আরও উদার হতে পারতো।
ভারতবরষ তথা বাংলায় হিন্দু ধর্ম রক্ষা করেছে তথাকথিত নিম্ন জাতের দলিত হিন্দুরাই... উচ্চ বরনের হিন্দুরা তো ছদ্ম সেকুলারিজম আর মুসলিম তোষণ করেই ব্যাস্ত ছিল এবং আছে।
Dr Shyamaprasad Mukherjee did partition of Bengal under guidance of my great guru Swami Satyananda Saraswati, 142nd guru of Ananda Math Order and founder of Saktibad Doctrine
সেই বাংলাভাগ হয়ে ও লাভ নাই । আরেক টা মুসলিম জনবহুল প্রদেশ হতে যাচ্ছে,, পশ্চিমবঙ্গ ও আসাম। এর জন্য দায়ী হিন্দুরাই , কথায় আছে একটা গরুর থেকে শূন্য গোয়াল ভালো। ঔ ১টা করে সন্তান জন্ম দিলে এটাই হবে । আর মুসলিমরা ৬' ৭ টা করে ওরাই সংখ্যাগরিষ্ঠ জাতি হবে,, ইশ্বর আমাদের জন্ম দেওয়া ক্ষমতায় দিয়েছে আর এদের পেটের খাবার যোগানের জন্য ক্ষমতা অবশ্যই দিবে কিন্তু আমরা হিন্দুরা তো সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখি না,, আর মুসলিমরা আল্লাহ্ উপর বিশ্বাস রাখে ,,, পশ্চিমবঙ্গের 2011 সালের 27% মুসলিম আজ 2021 এ 35% ,, ,, আসামে 2011 তে 34% মুসলিম ছিলো আজ সেটা 40% ,,, এটাই হবে হিন্দুরা আগুল চুসো,, কম কম করতে করতে আর এ পশ্চিমবঙ্গে থাকাও লাগবে না,,,
22 Jan 2021 #EastPakistan #1971 #BritishIndia অনেকের অনুরোধে আজ আমি 1947 সালে বাংলা ভাগের সঠিক ইতিহাস আপনাদের বলবো। আজকের যুব সমাজ বাংলা ভাগের সঠিক ইতিহাস জানে না বললেই চলে। At the request of many, today I will tell you the exact history of the partition of Bengal in 1947. Today's youth do not know the exact history of the partition of Bengal. Other Videos 1. বাংলাদেশে হিন্দুদের অতীত ও বর্তমান অবস্থা : • বাংলাদেশে হিন্দুদের অতীত ও বর্তমান অব... 2. নমঃশূদ্রদের অসহায়তার কারন যোগেন মণ্ডলের ভুল সিদ্ধান্ত : • নমঃশূদ্রদের অসহায়তার কারন যোগেন মণ্ডল... 3. সনাতন ধর্ম অনুসারে গোত্র নিয়ে কিছু অজানা কথা : • সনাতন ধর্ম অনুসারে গোত্র নিয়ে কিছু অজ... 5. নমঃশূদ্র সম্প্রদায়ের প্রাচীন ইতিহাস : • নমঃশূদ্র সম্প্রদায়ের প্রাচীন ইতিহাস |... #BanglaVag #JogenMandal #SyamaPrasadMukherjee #CalcuttaRiots #CalcuttaKilling #1946 #BritishIndia #HistoryOfIndia #HistoryOfCalcutta #WestBengal #EastPakistan #1971 Reference 1. bn.wikipedia.org/wiki/%E0%A6%... 2. bn.wikipedia.org/wiki/%E0%A6%... 3. bn.wikipedia.org/wiki/%E0%A6%... 4. bn.wikipedia.org/wiki/%E0%A6%...
বাংলা এক হয়ে ভাগ হলে বাংলা আলাদা দেশ হতো তাহলে আর পাকিস্তানের সাথে থাকতে হতো না। 😒আর সেটা না করে ব্রামনরা নিজেদের ভোগ লালসা করার জন্য বাংলা কে দুই ভাগ করে। সুদু সুদু চুতিয়া ভিডিও না দিলে ভাল হয়।
মুসলিম রাষ্ট্র ভেঙ্গে টুকরো টুকরো হচ্ছে। তাহলে হিন্দু রাষ্ট্র হলে আপনারা কি একত্রে থাকতে পারবেন? না নিম্ন বর্ণের হিন্দু আর উচ্চ বর্ণের হিন্দুদের ঝগড়া জাটি লেগে থাকেবে।
হিন্দু রাষ্ট্র ভাঙার জন্যে হিন্দু রাষ্ট্রের কি সম্পর্ক? ইসলামিক রাষ্ট্রে 1400 বছর আগে থেকেই ভাঙ্গন দেখা যায়। এটা নতুন কিছু নয়। নিজের পরিবারের লোক কে হত্যা করে ক্ষমতায় আসার ঐতিহ্য আছে ইসলামিক রাষ্ট্রে। আমার মনে হয় ইরাইনের ঘটনাও ক্ষমতার লোভে ঘটেছে। আর হিন্দুদের মধ্যে জাত পাতের বৈষম্য আগের মতো নেই।
হিন্দুদের মতো হিংসা ও নিন্দিত আর কোন জাতি নাই,পৃথিবীতে একমাত্র হিন্দু মানে আমরা জাত পাত নিয়ে এখনো পরে আছি,আর একটা সত্য বলি পৃথিবী ধংশের আগ মুহূর্তেও কেউ হিন্দুদের একত্র করতে কেউ পারবে না,হিন্দুরা নিজের মায়ের পেটের ভাইয়ের সাতে পযন্ত মিলেমিশে থাকতে পারে না
Before british empire muslim and Hindu peoples living in peace in united Bengal. Great bengal may be divided from India as independent country. Higher cast hindu political leaders were responsible for separation of Bengal.
যোগেন মণ্ডল তো দলিত শ্রেণীর মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। একার সিদ্ধান্তে কখনোও এতবড়ো কার্য করা সম্ভব নয়। উনার সব থেকে বড় ভুল মুসলিমলীগে যোগদান করা। যোগেন মণ্ডলের এই ঐতিহাসিক ভুলের মাসুল দলিত শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের মানুষদের এখনও দিতে হচ্ছে। আমরা এইসব কথা ইতিহাস থেকে জানতে পেরেছি। আপনার এই ঐতিহাসিক তথ্যসমূহ জানানোর জন্য ধন্যবাদ।
The question of partition can be blamed on mistrust among Muslims and Hindus.Hindu leaders and Muslim leaders are to blamed for this.The Hindu Bramins are the real culprits.If discrimination among Hindus and Muslims exist their cannot be any unification.
সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য। যে সোহরাওয়ার্দী অখণ্ড বাংলার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাকে অাপনি অপরাধীর কাঠগড়ায় দাঁড় করালেন আর বাংলা ভাগের জন্য দায়ী সাম্প্রদায়িক শ্যামাপ্রসাদ মুখার্জিকে হিরো বানালেন। সব দোষ মুসলমানদের আর হিন্দুরা ধোঁয়া তুলসী পাতা।
বর্তমানে বাংলাদেশের হিন্দুরা সবচেয়ে ভালো আছে। এখানে উচু নিচু কোন ভেদাভেদ নাই। নাই কোন হিন্দু মুসলিম ভেদাভেদ।কারন হিন্দু মুসলিম সবাই এদেশের জনগন। আমরা সব ধর্ম মিলেমিশে থাকি যা অন্য কোন দেশে কমই পাওয়া যায়।
খুবই ভালো লাগলো আপনার এই ভিডিও
আগামী দিনে আরো এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাবার আশায় রইলাম
ধন্যবাদ
খুব ভালো লাগলো আপনার এই লেখাটি । আমি এর সাথে দুটো কথা যোগ করতে চাই ।
1, শ্যামাপ্রসাদ না থাকলে আজ পাকিস্তানে বসে আমাদের এই ভিডিওটি দেখতে হত ।
2, যোগেন মন্ডলের( তখন বলা হতো যোগেন আলী মন্ডল) হঠকারী জাতপাতের রাজনীতির জন্যই জিন্নাহ ওঁকে ব্যবহার করেছিলেন । ফলস্বরূপ বলির পাঁঠা হতে হয়েছে ৩,৪ টি জেলার আপামর হিন্দু সম্প্রদায়কে । এমনকি সিলেটে গণভোটেও জিন্নাহ যোগেনবাবুকে ব্যবহার করেছিলেন । যোগেনবাবু অবশ্যই উচ্চাকাঙ্ক্ষী কিন্তু অদুরদর্শী ছিলেন ।
Late Jogen mondol jamon dolit somproday tamon , gobet , tamon e gan-du type er chilen 🙏☹️
Sei sob bhul steps gulor jonnei amader ajke 2024 e eirokom din ese gache
Or to budhi chilo na
প্রবোধ বাবুকে প্রাণঢালা ধন্যবাদ 'সত্য ঘটনা তুলে ধরার জন্য। আরো সত্য জানানোর জন্য অনুরোধ রইল।
ধন্যবাদ
Khub bhalo laglo video. Onek tothyo jana gelo
সত্য কথা তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা অনেক ভালো হইছে
Probodhbabu, apnar video-ta otibo sototar sathe toiri, dhonnyobad.
খুবই সুন্দর বিশ্লেষণ এখনকার ছেলেমেয়েরা এই ইতিহাস জানেনা
যে কারনে হিন্দু নেতাগন ১৯০৫ এ বাংলা ভাগের বিরোধিতা করেছেন সেই একই কারণে ১৯৪৭ এ যুক্ত বাংলার বিরোধিতা করেছেন (বাংলাকে ভাগ করেছেন)। যুক্ত ভারতে হিন্দুরা majority, শাসন ক্ষমতা থাকবে হিন্দুদের হাতে। অতএব,বাংলা ভাগ চাই না। আবার বিভক্ত ভারতে শুধু বাংলায় মুসলমান majority, শাসন ক্ষমতা থাকবে মুসলমানদের হাতে। অতএব, বাংলা ভাগ করে ভারতের সাথে থাকব। মূল উদ্দেশ্য ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া - বাংলা প্রেম কিংবা ভারত প্রেম থেকে নয় ।
হিন্দু নেতৃত্ব ১৯০৫ বাংলা ভাগের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছিল । আবার এরাই ৪৭-এ বাংলা ভাগের জিকির তুলে পুরো ভারতবর্ষে মহা শোরগোল পাকিয়েছে । কারন তখন শ্যামা প্রসাদ বাবুরা দেখলেন বাংলা ভাগের দাবী আদায় না হলে সংখ্যাগরিষ্ঠ এম.এল.এ. দের মতামতের ভিত্তিতে পুরো বাংলার নেতৃত্ব মুসলমানদের হাতে চলে যাবে । এমনকি পুরো বাংলাই মুসলিদের জন্যে আলাদা অন্য একটি রাষ্ট্র অথবা পাকিস্থানে অন্তর্ভুক্ত হয়ে যাবে । সুতরাং এবার বাংলা ভাগ করো । এই হচ্ছে চাণক্যবাদী হিন্দুদের মুনাফেকীর নমুনা ।
মুসলমান বাঙ্গালীদের ও আস্তে আস্তে আমরা শেষ করবো আর একটু অপেক্ষা করুন। শেষ মানে মেরেফেলার কথা বলিনি।
@@tornedoayela4899 চাণক্য নীতি প্রয়োগের প্রচেষ্ঠা ... ... আসেন, খেলা হবে !!!
bad den vai matribumir sathe beimani ki jinis oita ora hare hare terpace.(downfall Kolkata) leikha sarch korle bujte parben😅
bad den vai matribumir sathe beimani ki jinis oita ora hare hare terpace.(downfall Kolkata) leikha sarch korle bujte parben
মেধা তো আপনাদের আগেও ছিলো না এখনো ও নাই, শুধু আরেকজনের মাথায় কাঠাল রেখে খাওয়ার দান্দা, @@tornedoayela4899
অনেক ধন্যবাদ আপনাকে ভাল লাগল।
অনেক কিছু জানা গেল,,,,
Sir আপনার ভিডিও গুলি খুবই ভালো, জ্ঞানবারধক, আগুলো নিয়ে যদি একটা বই প্রকাশ করেন খুব ভালো হবে।
আপনার তথ্য সম্পূর্ণ সত্য🙏
ভালো লাগল ভিডিও দেখে ধন্যবাদ আপনাকে ঠিক তথ্য দেওয়ার জন্য ❤❤🇧🇧🇩🇧🇩
ঠিক বলছেন
অনেক ভালো লাগলো
যখন আব্বাস সিদ্দিকীর মতো নেতারা নতুন দল ঘোষণা করেন এবং দলিতদের সমর্থন আবেদন করেন তখন দলিতদের এই ভিডিও দেখা উচিত এবং এর থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত
@ব খ তী য়া র ফ য় সা ল [BAN] ভুল ইতিহাস বলবেন না।
জেটা খুবই ভালো বলছেন.
ধন্যবাদ দাদা
আজ যদি পাকিস্তান না হত আমরা বাংলাদেশ পেতাম
না। আমাদের West Bengal এর মত ভারতের একটি
রাজ্যে পরিনত হতে হত।কিন্তু আজ আমরা সাধীন
বাংলা ভাষা এবং culture বলতে আজ বাংলাদেশকে
বুজায় ভারতকে না অর্থনৈতিক দিক থেকেও আমরা
উন্নতি করছি।আসল কথা আমরা নিজেদের সিদ্ধান্ত
নিজেরা নেই West Bengal এর মত দিল্লির সিদ্ধান্তের
জন্য অপেক্ষা করতে হয় না। আর যদি হিন্দুদের কথা
বলেন বাংলাদেশে দেড় কোটি হিন্দু রয়েছে যাদের
অধিকাংশ নিম্ন বর্নের তারা বাংলাদেশের নাগরিকদের
মতোই সমান অধিকার ভোগ করে ভারতের মত উঁচু
নিচু ভেদ বাংলাদেশে নেই বাংলাদেশে হিন্দুরা সরকারি
চাকরি ও অন্নান্য কাজে মুসলমানদের মতই সমান
অধিকার পায়।আজকের বাংলাদেশ পূর্বের পাকিস্তান
নয়। কিন্তু ভুলে যাবেন না পূর্বের West Bengal কাদের
হতে উন্নত হয়েছিল পূব বাংলার মুসলিম কৃষকদের
শোষন করা হিন্দু জমিদার শ্রেনিই west Bengal
এ শিল্পকারখানা গড়ে তুলেছিল।তাই আজ আমরা সাধীন
না হলে পূর্বের মতোই west Bengal বা দিল্লির দারা
শোসীত হতে হতো।
এখোনো আমরাই শাষন করি বাংলাদেশ কে ভবিষ্যতেও করবো।
@@tornedoayela4899 তোমার ধোন
@@tornedoayela4899 ধোন করবে
সমগ্র বাংলা একটি দেশ হবে। এই হিন্দু মুসলিম বিভাজন কে সৃষ্টি করলো? তা নিশ্চয় বৃটিশ।
বাংলা ভাগ ছিল এ-ই ভূ খন্ডের জন্য
অভিশাপ। যা-ই বলেন
@@tornedoayela4899আয় বাপ দাদার নামও মনে থাকবে না তোদের জারক বলে সবাই চিনবে
আপনি একদম ঠীক কথা বলেছেন।
@ব খ তী য়া র ফ য় সা ল [BAN] 46 er danga ki Hindura korachilo... Abal kothakar
মুসলিম লীগের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কথাটা একতরফা হয়ে গেল --- অপরপক্ষের হিন্দু সাম্প্রদায়িক দলগুলোও যে খুবই সক্রিয় ছিল , বক্তব্যে তার কিছুই বলা হয়নি। সাধারণ খেটে খাওয়া হিন্দু মুসলিমদের মধ্যে কোনো সংঘাত কোথাও কখনোই তেমন ভাবে প্রকট ছিলনা, এমনকি এখনও নেই। সমস্ত সংঘাতের মুলে উভয় সম্প্রদায়ের উচ্চবর্গীয় শিক্ষিতদের কিছু অংশই সবসময়ই দায়ী। এমন কি সাহিত্য সম্রাট বন্কিমচন্দ্রও তাঁর বিভিন্ন রচনায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়েছেন, আনন্দমঠ উপন্যাস ই প্রধান উদাহরণ। শিক্ষিত বুদ্ধিজীবীরা নিজ নিজ ধর্মীয় সম্প্রদায় নিয়েই ব্যস্ত থেকেছে, ভাষাভিত্তিক সাম্প্রদায়িকতা অর্থাৎ বাঙালি বাঙালি বা বাঙলাভাষী জনগনের জন্য বৃহত্তর বাঙলা ভূখন্ড নিয়ে একটি সার্বভৌম দেশ গঠনের জোরালো আন্দোলন কখনোই গড়ে ওঠেনি।
Think s
১৯২৫ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বেঙ্গল প্যাক্ট চুক্তি বাস্তবায়ন করলে এবং নেতাজি সুভাষ বসু বেচে থাকলে বাংলা কখনো ভাগ হতো না -জয়বাংলা
Ekdom real ei history ageo onek bar sunechi
Thanks sir , as new generation do not get opportunity to know really history
এই ভিডিও দেখে মানুষের শিক্ষা নেয় দরকার, তবে ভারতের বেশির ভাগ মানুষ চালক কিন্তু ,নিজে থেকে নয়, ভুক্লিবাজ নেতাদের কোথায় চলে। দুক্ষ এখানেই।
শুধু। ভিডিও দেখ ইতিহাস পড়তে হবেনা আর মুর্খ হয়ে থাক
আপনাকে অনেক ধন্যবাদ দাদা সত্য ইতিহাস প্রকাশ করার জন্য। যে যুগে প্রকৃত ইতিহাস প্রকাশ করার সূত্রের এত অভাব সেখানে আপনার চ্যানেল মরুদ্যানের মত।
@Probodh Dhali আপনি ইতিহাস এর গুরুত্বপূর্ণ তথ্য/শব্দ বাদ দিয়ে এই ভিডিও ছোট করেছেন এবং ইতিহাসের মধ্যে অতিরঞ্জিত কথা বলছেন।
আশা করছি আপনি ইতিহাস টা সঠিক ভাবে উপস্থাপন করবেন।
কারণ মানুষ ইতিহাস জানতে চায় যাতে পরবর্তী সময়ে ভুল এর পুনরাবৃত্তি না ঘটে।
সমস্ত কথা বলতে গেলে কয়েক দিন লাগবে। 10 মিনিটে যতটা বলা সম্ভব বলেছি। আসল ঘটনা বাংলা ভাগ। এতে কোনো ভুল নেই। reference দেওয়া আছে description box এ
ভাগ না করলে আজ আমরা দুই বাংলা মিলে কত বড় রাষ্ট্র হতো..এই পলিটিক্স করেছিলেন.বড় বড় হিন্দূ নেতারা ও মুসলমান নেতারা।
সোহরাওয়ার্দী পাকিস্তানের সাথে কখনোই যুক্ত হতে চান নি বরং তিনি সমগ্র বাংলাকে স্বাধীন রাখতে চেয়েছিলেন। আশা করি সঠিক ইতিহাস জেনে ভিডিও বানাবেন।
রেফারেন্স দেওয়া আছে দেখব নেবদন।
Partition khubi voyonkor chilo
এর মাধ্যমে আমাদের ধ্বংস করে দিয়েছে। আমাদের বাংলা ছিলো সমৃদ্ধ অনেক
বাংলা ভাগ কেন হয়েছিল? সঠিক ইতিহাস জানুন | Why was Bengal divided? Know the real history
সুন্দর লাগল
ধর্ম মানুষ তার স্বার্থে সৃষ্টি করেছে। ধর্ম, বর্ণ জাতপাত তুলে দিয়ে একটি সুন্দর পৃথিবীর কামনায়।
সিয়া সুন্নি দুটো জাতি মিশে গেলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে।বল তার আগে নয়।
আমি কোন ভাগাভাগির মধ্যে নেই ❤❤❤। আমি গোটা পৃথিবী কে একটি দেশ মনে করি ❤❤❤। ধর্ম বর্ণ বৈষম্য জাত পাত মানি না মানবো না ❤❤❤❤। এগুলো কিছু মানুষ স্বার্থে জন্য তৈরি করছে ❤, তাই এতো ঝামেলার সৃষ্টি হয়েছে,। ❤❤❤। সবাই যদি মানুষ ধর্ম নিয়ে চিন্তা করতেন তাহলে এতো বিভেদ সৃষ্টি হতো না 😢😢😢❤। তাই আমার মত পুরো দুনিয়া থেকে পৃথিবী থেকে এই কুসংস্কার দূর করে ধর্ম জাত পাত বর্ন ইত্যাদি তুলে দেওয়া দরকার আছে ❤❤❤। তবেই হবে সুন্দর এই পৃথিবী ❤❤❤। সুন্দর হবে এই জীবন ❤❤❤। কোন দাঙ্গা হবে না। ❤❤❤। যা করবে প্রশাসন তাদের বিচার করবে ❤❤❤। শাস্তি দেবেন ❤❤❤।
আপনারা কমিউনিস্টরা কল্পনার জগতে বাস করেন। এবং বাস্তবে আপনাদের মূল লক্ষ্য হিন্দুদের বিনাশ করা।
তুমি সত্যিটা মানতে রাজি নন 😅
আপনার এই উচ্চ বিচার ইউটিউব কমেন্ট এ ঠিক আছে 😅
আপনি কমিউনিস্ট। একজন মুসলিম কমিউনিস্টকে কথাগুলো বলে দেখুনতো কি বলে? আর এটাও জিজ্ঞাসা করবেন তার এবং তার পরিবারের পুরুষ সদস্যদের লিঙ্গ কেন কাটা আছে?
রবীন্দ্রনাথ ঠাকুর ❤
Dada ak dom tik bolachen
ভারতীয় সভ্যতায় ইসলামিক আক্রমণ নিয়ে ভিডিও করবেন।
সঠিক বিশ্লেষণ
কৃতগ্যতা শ্যামাপ্রসাদকে । WBengal e Hinduder banchanor jonye.
অপূর্ব
ভিডিওটি পক্ষপাতদুষ্ট নয়, অনেকটাই ঐতিহাসিক তথ্যনির্ভর। তবে উভয় সম্প্রদায়ের নিরীহ দুর্বল লোকদের বঞ্চনার ইতিহাস দীর্ঘ মেয়াদি এবং এখনও চলমান।
ধন্যবাদ
সহমত
নির্জলা মিথ্যাচার করলেন। ১৯৪৭ এ বাংলায় মুসলমান ছিল ৫৪ %। হিন্দু দলিত সহ হিসাব করলে ৪১%। সোহরাওয়ার্দির নেতৃত্বে অবিভক্ত স্বাধীন বাংলার দাবি উঠলেও পশ্চিম বাংলার হিন্দু নেতারা রাজি না হওয়ায় এই দাবি টিকে নাই। আর উলটো সোহরাওয়ার্দিকেই কাটগড়ায় দাড় করানো হল।
আপনি যেটা বললেন তা পূর্ব বাংলার কথা। অবিভক্ত বাংলার নয়। reference description box এ দেওয়া আছে। দেখে নিন।
উইকিপিডিয়ার রেফারেন্স এ ইতিহাসের ভিডিও বানাচ্ছেন!! উইকিপিডিয়ায় চাইলে আপনিও লগইন করে ২০২০ সালে ভারতে মুসলমান জনসংখ্যা ১২০% করে দিতে পারবেন।
আমি এখানে 2020 সালের জনসনকার কথা বলিই নি। তা আপনি চেঞ্জ করে দিন। দেখি কত দিন সেটা থাকে ওই সাইটে।
@@saddamhosan9881Wikipedia te ei vave edit kora jay?
@@probodhdhaliব'লদ উইকিপিডিয়া কে রেফারেন্স দিচ্ছে।😅😅
বাংলাদেশ কে আবার ভাজ্ঞবো অপেক্ষা করুন। বাংলাদেশের একর একর জমি হিন্দু জমিদারদের। সেই জমি আমরা আদায় করেই ছাড়বো। জয় চানক্য জয় পরশুরাম।
হিন্দু জমিদার দের বাড়িঘর সব পরিত্যক্ত হয়ে পড়ে আছে বেশির ভাগ কমে বিক্রি করে চলে গেছে।
তোরা হলি ঘটি অবাঙালি জাত।
বাঙাল হিন্দু আর তোরা আলাদা জাতি।
এখনো তোরা ইস্ট বেঙল কে গালি দিস মোহনবাগান কে সাপোর্ট করিস।।তোদের কাছে বাঙাল দের অনেক অপমানিত হতে হয়।
হিন্দুত্বের দোহাই দিবি না।
তোমার মাথা
তাই না কী?
আসো সোনা নিয়ে যাউ তোমার জন্য বসে আছি।
Good
🙏🙏🙏
প্রত্যেকে তার নিজের মতো করে ইতিহাস লেখেন, এটা ঠিক নয়। এই ভিডিও তে উগ্ৰ হিন্দুত্ববাদ প্রকাশের সুড়সুড়ি আছে। দয়া করে এই অপচেষ্টা থেকে দূরে থাকুন। সাম্প্রদায়িকতা একটা মানসিকতা, সেটা শুধু মুসলমানদের থাকে তা নয়, হিন্দুদের মধ্যেও তার কমতি নেই। অতীত ইতিহাস আমরা সকলেই কমবেশি জানি। কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে সেই অন্ধকার অতীতকে আর ডেকে আনার চেষ্টা করবেন না।
অনেকটা সঠিক,,
❤❤❤❤❤❤❤❤❤
হাজার 946 সালে বিহার কলকাতা নোয়াখালীতে দাঙ্গা হয় ভারত ভাগ করা নিয়ে আর সেখানে হাজার হাজার হিন্দুরা মারা যায় এটা কেমন কথা হলো একতরফা হলো না।
ua-cam.com/video/CzMCCGfGZps/v-deo.html
এটাই সত্যি
ঠিক বলেছেন, বাস্তব কথা বলেছেন।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মুসলিম লীগের সাথে বাংলায় সরকার গঠন করেছিল এটা কেন বললেন না?দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা যে সভাড়কার এটা কেন বললেন না?দেশভাগের মূল তো দ্বিজাতি তত্ব। তা যে কত বড় ভুল তার প্রমাণ স্বাধীন বাংলাদেশ গঠন।
এটা বাংলা ভাগ নিয়ে বানানো ভিডিও। কে কার সাথে সরকার গঠন করেছে এটা আমার বিষয় নয়।
দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা চৌধুরী রহমত আলী এবং সৈয়দ আহমদ খান।
ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করবেন না
প্রাচীনকাল থেকেই ভারত কোন দেশ নয় উপমহাদেশে। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্ব থেকেই ষোড়শ জনপদ বা ১৬টি স্বাধীন সার্বোভৌম রাষ্ট্র অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ ইত্যাদি রাষ্ট্রে বিভক্ত ছিলো। এখনও ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অংশের, রাজ্যের, দেশের ভাষার বিভিন্নতা, খাদ্যাভাসের বিভিন্নতা তাই প্রমান করে। আপনার বর্ননার কিছু সঠিক কিছু বেঠিক। সম্প্রতি এ বিষয়ে পশ্চিম বাংলার এক ইতিহাসের শিক্ষকের বক্তব্য ইউটিউবে দেখার সৌভাগ্য হয়েছে। আপনার বক্তব্য আরও উদার হতে পারতো।
আমরা সেই নমশূদ্র জাতি,,এখনো নিপড়িত হয়ে আছি
Na bhai, apni amar bhai, amar Bangladesh er manush
এই আপনার সঠিক ইতিহাসের ব্যাখা!? আপনি তো আস্তো একজন সাম্প্রতিক ব্যাক্তি।
সমৃদ্ধ হলাম
ভারতবরষ তথা বাংলায় হিন্দু ধর্ম রক্ষা করেছে তথাকথিত নিম্ন জাতের দলিত হিন্দুরাই...
উচ্চ বরনের হিন্দুরা তো ছদ্ম সেকুলারিজম আর মুসলিম তোষণ করেই ব্যাস্ত ছিল এবং আছে।
একদম সঠিক ইতিহাস তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সত্য ঘটনা
Dr Shyamaprasad Mukherjee did partition of Bengal under guidance of my great guru Swami Satyananda Saraswati, 142nd guru of Ananda Math Order and founder of Saktibad Doctrine
সেই বাংলাভাগ হয়ে ও লাভ নাই । আরেক টা মুসলিম জনবহুল প্রদেশ হতে যাচ্ছে,, পশ্চিমবঙ্গ ও আসাম। এর জন্য দায়ী হিন্দুরাই , কথায় আছে একটা গরুর থেকে শূন্য গোয়াল ভালো। ঔ ১টা করে সন্তান জন্ম দিলে এটাই হবে । আর মুসলিমরা ৬' ৭ টা করে ওরাই সংখ্যাগরিষ্ঠ জাতি হবে,, ইশ্বর আমাদের জন্ম দেওয়া ক্ষমতায় দিয়েছে আর এদের পেটের খাবার যোগানের জন্য ক্ষমতা অবশ্যই দিবে কিন্তু আমরা হিন্দুরা তো সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখি না,, আর মুসলিমরা আল্লাহ্ উপর বিশ্বাস রাখে ,,, পশ্চিমবঙ্গের 2011 সালের 27% মুসলিম আজ 2021 এ 35% ,, ,, আসামে 2011 তে 34% মুসলিম ছিলো আজ সেটা 40% ,,, এটাই হবে হিন্দুরা আগুল চুসো,, কম কম করতে করতে আর এ পশ্চিমবঙ্গে থাকাও লাগবে না,,,
Kicu Hindu brahma Chari hoy be a kora na...be a korla salara 1 ta bacca nay
22 Jan 2021 #EastPakistan #1971 #BritishIndia
অনেকের অনুরোধে আজ আমি 1947 সালে বাংলা ভাগের সঠিক ইতিহাস আপনাদের বলবো। আজকের যুব সমাজ বাংলা ভাগের সঠিক ইতিহাস জানে না বললেই চলে।
At the request of many, today I will tell you the exact history of the partition of Bengal in 1947. Today's youth do not know the exact history of the partition of Bengal.
Other Videos
1. বাংলাদেশে হিন্দুদের অতীত ও বর্তমান অবস্থা :
• বাংলাদেশে হিন্দুদের অতীত ও বর্তমান অব...
2. নমঃশূদ্রদের অসহায়তার কারন যোগেন মণ্ডলের ভুল সিদ্ধান্ত :
• নমঃশূদ্রদের অসহায়তার কারন যোগেন মণ্ডল...
3. সনাতন ধর্ম অনুসারে গোত্র নিয়ে কিছু অজানা কথা :
• সনাতন ধর্ম অনুসারে গোত্র নিয়ে কিছু অজ...
5. নমঃশূদ্র সম্প্রদায়ের প্রাচীন ইতিহাস :
• নমঃশূদ্র সম্প্রদায়ের প্রাচীন ইতিহাস |...
#BanglaVag #JogenMandal #SyamaPrasadMukherjee #CalcuttaRiots #CalcuttaKilling #1946 #BritishIndia #HistoryOfIndia #HistoryOfCalcutta #WestBengal #EastPakistan #1971
Reference
1. bn.wikipedia.org/wiki/%E0%A6%...
2. bn.wikipedia.org/wiki/%E0%A6%...
3. bn.wikipedia.org/wiki/%E0%A6%...
4. bn.wikipedia.org/wiki/%E0%A6%...
১৯৪৭ সালে বঙ্গদেশে 56% মুসলিম আর 44% অমুসলিম। আর আপনি বলছেন বঙ্গদেশ মুসলিম প্রধান ছিল না।
বাংলা এক হয়ে ভাগ হলে বাংলা আলাদা দেশ হতো তাহলে আর পাকিস্তানের সাথে থাকতে হতো না। 😒আর সেটা না করে ব্রামনরা নিজেদের ভোগ লালসা করার জন্য বাংলা কে দুই ভাগ করে। সুদু সুদু চুতিয়া ভিডিও না দিলে ভাল হয়।
পোর্ক খা মাদ্রাসাছাপ
ওয়ার্ল্ড স্টুডেন্ট তরুণ প্রজন্ম সাংবাদিক পুলিশ ব্যবসায়িক চেম্বার অফ কমার্স পরিবহন শ্রমিক ফেডারেশন সাংবাদিক গার্মেন্টস শ্রমিক বৃন্দ দিনমজুরি কৃষক ওয়ার্ল্ড ধর্মবর্ণ নিবিশেষে একতাই🌹 শক্তি🌹 শান্তি🌹
Amar ata Valo bhabe cliyar chilo na onkta jante parlam
Radcliff ki Jogen Mondol er songe alap kore Bangla bhag koresilo amar jananei.
সত্য ইতিহাস কেনো বিলীন হয়েছে আপনি তার প্রকৃষ্ট উদাহরণ।
প্রকৃতির নীতিমালা অনুযায়ী হয়েছে এখানে যা হয়েছে মেনে নেওয়ায় শ্রেয়
মুসলিম রাষ্ট্র ভেঙ্গে টুকরো টুকরো হচ্ছে। তাহলে হিন্দু রাষ্ট্র হলে আপনারা কি একত্রে থাকতে পারবেন? না নিম্ন বর্ণের হিন্দু আর উচ্চ বর্ণের হিন্দুদের ঝগড়া জাটি লেগে থাকেবে।
হিন্দু রাষ্ট্র ভাঙার জন্যে হিন্দু রাষ্ট্রের কি সম্পর্ক? ইসলামিক রাষ্ট্রে 1400 বছর আগে থেকেই ভাঙ্গন দেখা যায়। এটা নতুন কিছু নয়। নিজের পরিবারের লোক কে হত্যা করে ক্ষমতায় আসার ঐতিহ্য আছে ইসলামিক রাষ্ট্রে। আমার মনে হয় ইরাইনের ঘটনাও ক্ষমতার লোভে ঘটেছে। আর হিন্দুদের মধ্যে জাত পাতের বৈষম্য আগের মতো নেই।
হিন্দুদের মতো হিংসা ও নিন্দিত আর কোন জাতি নাই,পৃথিবীতে একমাত্র হিন্দু মানে আমরা জাত পাত নিয়ে এখনো পরে আছি,আর একটা সত্য বলি পৃথিবী ধংশের আগ মুহূর্তেও কেউ হিন্দুদের একত্র করতে কেউ পারবে না,হিন্দুরা নিজের মায়ের পেটের ভাইয়ের সাতে পযন্ত মিলেমিশে থাকতে পারে না
@@probodhdhaliএবার বুঝতে পারলাম কেন এই ভিডিও তে হিন্দুদের কেই এগিয়ে রেখেছেন কারণ তুমি নিজেই হিন্দু😂
মাদ্রাসার বিশেষঅজ্ঞ😂
EX- Muslim since ,1993.
🌹 WORLD 🌹 WELCOME 🌹 STUDENT 🌹TRUN PAOJONMO🌹 POLITICS 🌹 MEDIA, TV CHANNEL 🌹 POLICE 🌹 BUSINESS CHAMBER AND COMMERCE 🌹WORLD🌹AKOTA 🌹SOKTE 🌹 WELCOME 🌹 WORLD 🌹 THANKS 🌹 WELCOME 🌹 WORLD 🌹
make new videos.. the new generation doesn't know the real history..
আমারও মনে অনেক প্রশ্ন জাগে বাংলা ইতিহাস নিয়ে কাকা ??
বাঙলা জন্মলগ্ন থেকেই স্বাধীন ভূখণ্ড ছিল বাঙলা এখন ও স্বাধীন
একতরফা ভিডিও, দাঙা কারা শুরু করেছিল আগে?
লুঙ্গি পরা আতংক বাদি রা এইটাই তো ইতিহাস বলে।
Muslim
Video te voice ta kar
Before british empire muslim and Hindu peoples living in peace in united Bengal. Great bengal may be divided from India as independent country. Higher cast hindu political leaders were responsible for separation of Bengal.
যোগেন মণ্ডল তো দলিত শ্রেণীর মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। একার সিদ্ধান্তে কখনোও এতবড়ো কার্য করা সম্ভব নয়। উনার সব থেকে বড় ভুল মুসলিমলীগে যোগদান করা। যোগেন মণ্ডলের এই ঐতিহাসিক ভুলের মাসুল দলিত শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের মানুষদের এখনও দিতে হচ্ছে। আমরা এইসব কথা ইতিহাস থেকে জানতে পেরেছি। আপনার এই ঐতিহাসিক তথ্যসমূহ জানানোর জন্য ধন্যবাদ।
Jogen mondal ke brahmin der pa shute hoto?..
জিন্নাহ , গান্ধী, সিনেমা দেখেছি
জীবনী পড়েছি
Bangla bag korthe poshim pakisthan daie
১৯৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল শেষ হয়েছিল কতো শালে
2024 সালে😂😂
The question of partition can be blamed on mistrust among Muslims and Hindus.Hindu leaders
and Muslim leaders are to blamed for this.The Hindu Bramins are the real culprits.If discrimination among Hindus and Muslims exist their cannot be any unification.
এখন হিসেব কষেন, বাংলাদেশ কোথায় আর পশ্চিম্বঙ্গের কী হাল।।
বাংলাদেশের হল তো দেখলাম 5 তারিকে। পাকিস্থানী রাজাকারে ভরে গেছে। 🤣😂 তারা স্বাধীনতার চেয়ে লুট করতে বেশি পছন্দ করে। 🤣😂
বাংলা ভাগ ছিল এই ভূখন্ডের অভিশাপ।
পাকিস্তান অথবা ভারত কেন?
বাংলা কি স্বাধীন দেশের মর্যাদা দেয়া যেতো না?
Ami kno jat pat mani na,,,,, we r all hindus
ত্রিপুরা কোনোদিন বাংলায় ছিলনা। ত্রিপুরা সবসময় স্বাধীন ছিল তারপরেও মানচিত্রে ত্রিপুরাকে দেখানো ভুল।
Takhan Tripura ekta district chila under bengal presidency
@@shekardas9172 এই তত্ত্বটি কোথায় পেলেন যদি বলেন খুব উপকৃত হব।
@@discover124 এখন যেটি কুমিল্লা তখন সেটা ত্রিপুরা জেলা ছিল
❤❤❤❤❤❤
জাতপাতই সব কিছুর জন্য দায়ী।
কী সুন্দর বলে গেলেন মুহাম্মদ আলী জিন্নাহ এর কারণে দাংগা হয়? এতোটা বায়াসড চোখে খারাপ দেখায় দাদা!
আপনারা মুসলিম বলে মনে হচ্ছে মুসলিমরা খুব ভালো। আসলে আমরা জানি তারা কারণ। আপনার ওর উল্টো ভিডিও বানান দেখি কজন দেখে। 😁
পাকিস্তানের খান কীর বাচ্চা রা ভাল নয় ,জয় সনাতন ধর্ম,জয় ভারত
ইতিহাস ভালো করে জানেন এ চাটুকারিতা করছে। বাংলার মুসলিম নেতারা এটা ভাগ চায় নাই এটা যুক্তবঙ্গ চেয়েছে। হিন্দুনেতা আর উগ্রবাদী হিন্দুদের জন্য এটা হয়েছে।।।
সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য।
যে সোহরাওয়ার্দী অখণ্ড বাংলার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাকে অাপনি অপরাধীর কাঠগড়ায় দাঁড় করালেন আর বাংলা ভাগের জন্য দায়ী সাম্প্রদায়িক শ্যামাপ্রসাদ মুখার্জিকে হিরো বানালেন। সব দোষ মুসলমানদের আর হিন্দুরা ধোঁয়া তুলসী পাতা।
বর্তমানে বাংলাদেশের হিন্দুরা সবচেয়ে ভালো আছে। এখানে উচু নিচু কোন ভেদাভেদ নাই। নাই কোন হিন্দু মুসলিম ভেদাভেদ।কারন হিন্দু মুসলিম সবাই এদেশের জনগন। আমরা সব ধর্ম মিলেমিশে থাকি যা অন্য কোন দেশে কমই পাওয়া যায়।
আর জোর করে পদত্যাগ করানোর ব্যাপারে কিছু বলুন।
পক্ষপাত দুষ্ট বয়ান
তা আপনার আসল বয়ান তুলে ধরুন। আমি যা বলেছি তা ইতিহাস বইতে লেখা আছে।
One mukherjee vs another mukherjee ,ab to aya.
শ্যামাপ্রসাদ west bengal কে ভারত এর থাকে আলাদা একটি হিন্দু প্রধান রাষ্ট্র এর দাবি জানিয়ে ভাইসরয় কে চিঠী দিয়েছিলেন
শ্যামাপ্রসাদ ভারত কে হিন্দু রাষ্ট্র করতে চেয়েছিলেন। পশ্চিম বঙ্গ কে নয়। মুসলিমরা আলাদা রাষ্ট্র করলে দোষ নেই। হিন্দুরা করতে চাইলে দোষ?
Mursidabad,,Garaimarai,,,W,B,india
ভিত নেই সার বততা কোথায়?
তুমি কোন কলেজে পড়াশোনা করছ
ইতিহাস আমরাও পরছি দাদা 😡
কি মাদ্রাসা
দুই বাংলা যদি একসাথে থাকা যাই তো
আহ্ বাংলা যদি ধর্মের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতো কতোই না ভালো হতো!
আপনাার এই ভিডিওর অনেকাংশ কাল্পনিক এবং একচোখা হিসাবে আমার মনে হয়।
মনে হলে অতিহাশ পাল্টে যায় না। যা ইতিহাস তাই বলা হয়েছে।