আমি ৩১/১০/২০২৪ তারিখে বাবু শাহী পেঁপে চারা লাগিয়েছি।আপনার কথা শুনে বেশ গোছালো তথ্যবহুল মনে হচ্ছে। সবমিলিয়ে ভালো লাগলো।আশা রাখছি পরামর্শ চাইলে সহযোগিতা করবেন। ধন্যবাদ
ভাই আমি আপনার চ্যানেলে নতুন আমি পেপে চাষ করতে চাচ্ছি চারাও বানিয়েছি কিন্তু আমার চাষের মাটি ভালো না নতুন মাটি দেওয়ার মতোও কোনো পদ্ধতি নাই এমতাবস্থায় আমি কি করে মাটি প্রস্তুতি করতে পারি দয়া করে একটু জানালে খুব উপকৃত হতাম। মূলত আপনার চ্যানেল দেখেই পেপে চাষের উদ্যোগ নিয়েছি দয়া করে রিপ্লাই দিবেন।প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার নির্দেশনা নিয়ে চাষ করতে চাই।
গর্ত করে গর্তের মাটির সাথে বেশি করে গোবর সার ও জৈব সার মিশিয়ে মাটি ভরাট করে ১৫ দিন রেখে দিন। তারপর গাছ লাগান। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
NPKS স্প্রে করতে হবে গ্রোথের জন্য। পাতা কোকড়ানোর জন্য ভার্টিমেক + ইমিটাফ স্প্রে করতে হবে। এই গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
এখন তো বৃষ্টি হচ্ছে তবুও সার দিতে চাই.. কালো ও সাদা সার আছে।আমার কয়েক টা গাছ।একটা তে ফুল ও পেঁপের কড়া আসছে আর ২ টা তে আসছে না।আর একটা দূর্বল অর্থাৎ পাতাগুলো ফ্যাকাসে হয়ে গেছে।আমি কালো ও সাদা রাসায়নিক সার আছে তাই এখন একটু বলবেন কোনটা তে কিভাবে দিবো?মাটি ভিজা, বৃষ্টি হচ্ছে।
মাটী তৈরি করার সময় বেশি করে শুকনা গোবর সার বা জৈব সার দিতে হবে, পাশাপাশি প্রতি গর্তের জন্য ২০০ গ্রাম ইউরিয়া, ১৫০ গ্রাম টিএসপি, ১০০ গ্রাম পটাস সার দিতে হবে। অনু খাদ্য হিসাবে জিংক, ,ম্যাগনেশিয়াম, বোরন, সালফার দিতে হবে হবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
porothome jomi chas kore mati prostut korte hobe. ei bisoye amader channel a video ase, pepe chas A to Z. dekhe niben plz. bistarito jante parben. Thank you
গোবর, জিপসাম, টিএসপি, ইউরিয়া, ফসফেট সার, জিংক সালফেট, বোরিক এসিড দিতে হবে। কোন সার কি পরিমান দিবেন, এই বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডীও আছে দেখে নিন। পেপে চাষ প্লে-লিষ্ট দেখুন। ভিডীওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ভাই আমার ৪৫ টি দেশি ও হাইব্রিড পেঁপের চারা লাগিয়েছি ৪৫ টি গাছের জন্য কোন কোন সার কতটুকু কেনা দরকার দয়া করে বলুন। আর আমি শুনেছি টিএসপি সারও দিতে হয় এখন আপনার দেখানো সারের সাথে কি টিএসপি যোগ করে দিবো। আমি চারাই লাগিয়েছি ১ মাস আগে।
আপনার গাছে পুষ্টির অভাব আছে, গাছে নিয়মিত সার দিতে হবে। গাছের গোড়ায় ৫০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম পটাস দিতে হবে প্রতি মাসে। ফুল আসা শুরু হলে সলুবোর বোরন স্প্রে করতে হবে। ধন্যবাদ আপনাকে
ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি নার্সারি থেকে পেপের চারা এনে টবে রোপণ করেছি ১০ দিন হলো।কিন্তু লাগানোর ১ সপ্তাহ পর আমি ম্যানসার ও নাইট্রো একসাথে মিশিয়ে পাতায় স্প্রে করেছি।এখন দেখি পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে।এখন এটা কি ঔষধের কারণে নাকি গোড়ায় অতিরিক্ত পানি দেবার কারণে? আর এখন কি করলে পাতাগুলো সবল সতেজ হবে?
ওষধের পরিমান বেশি হলে এমন হয়, অথবা টবে বেশি সার দিলেও এমন হয়। গাছের গোড়ায় বেশি পানি দেওয়া বন্ধ করে শুকনো গোবর মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন। যে গাছ গুলোতে সমস্যা হচ্ছে সেগুলো তুলে ফেলে নতুন করে লাগাতে পারেন। ধন্যবাদ আপনাকে।
ভিডিওটি দেখে খুবই ভালো লাগলো। আমারও একটি পেঁপে বাগান আছে। আপনার ভিডিও হতে অনেক কিছু জানতে পারলাম।
ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আমি ৩১/১০/২০২৪ তারিখে বাবু শাহী পেঁপে চারা লাগিয়েছি।আপনার কথা শুনে বেশ গোছালো তথ্যবহুল মনে হচ্ছে। সবমিলিয়ে ভালো লাগলো।আশা রাখছি পরামর্শ চাইলে সহযোগিতা করবেন। ধন্যবাদ
বেশ সুন্দর একটি কৃষি । আপনাকে ধন্যবাদ ।
ভিডীওটি দেখার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ❤❤
Bhalo laglo
ভিডীওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাই আমি আপনার চ্যানেলে নতুন আমি পেপে চাষ করতে চাচ্ছি চারাও বানিয়েছি কিন্তু আমার চাষের মাটি ভালো না নতুন মাটি দেওয়ার মতোও কোনো পদ্ধতি নাই এমতাবস্থায় আমি কি করে মাটি প্রস্তুতি করতে পারি দয়া করে একটু জানালে খুব উপকৃত হতাম। মূলত আপনার চ্যানেল দেখেই পেপে চাষের উদ্যোগ নিয়েছি দয়া করে রিপ্লাই দিবেন।প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার নির্দেশনা নিয়ে চাষ করতে চাই।
গর্ত করে গর্তের মাটির সাথে বেশি করে গোবর সার ও জৈব সার মিশিয়ে মাটি ভরাট করে ১৫ দিন রেখে দিন। তারপর গাছ লাগান। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাই আমি পেপের বাগার করেছি ৭০ দিন হয়েছে কিছু কিছু গাছের পাতা হলুদ + কুকরানো হইছে এখন কি শার প্র্য়োগ করবো বা কি করতে হবে জানালে ইপকার হত
NPKS স্প্রে করতে হবে গ্রোথের জন্য। পাতা কোকড়ানোর জন্য ভার্টিমেক + ইমিটাফ স্প্রে করতে হবে। এই গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
এই জাতের বীজ লাগবে দিতে পারবেন দাদা
Patakokranokikarbo 6:11
ভাই পেঁপে জমিতে আগাছা নাশক বীষ দেওয়া যাবে
আসসালামু আলাইকুম
পেঁপে গাছ লাগোনোর পূর্বে কি কি সার দিতে হবে?
গোবর, টিএসপি, ড্যাপ, ইউরিয়া, সালফার, ও সামান্য পরিমান ট্রাইকোডার্ম। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ধন্যবাদ
পরিমান টা বলে দিলে ভালো হতো ভাই।
Green Lady & top lady লাগাইছি এক সপ্তাহ হলো এখন আমার করনিও কি সার একটু পরামর্শ দেন?
যদি কোনো সমস্যা না থাকলে তাহলে ১৫ দিন পর্যন্ত কিছু করার দরকার নেই৷ কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
শুধু পানি দিবেন
মূল বান কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ
ভিডীওটি দেখার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
ভাই পেপে গাছে সার দেয়ার কতো দিন পড় পানি দিতে হবে
ইউরিয়া সার থাকলে সেই দিনেই পানি দিতে হবে। আর না থাকলে পরের দিন। ধন্যবাদ
ছাদে পেপে গাছ লাগালে কি সার দিয়ে লাগাতে হবে?
এখন তো বৃষ্টি হচ্ছে তবুও সার দিতে চাই.. কালো ও সাদা সার আছে।আমার কয়েক টা গাছ।একটা তে ফুল ও পেঁপের কড়া আসছে আর ২ টা তে আসছে না।আর একটা দূর্বল অর্থাৎ পাতাগুলো ফ্যাকাসে হয়ে গেছে।আমি কালো ও সাদা রাসায়নিক সার আছে তাই এখন একটু বলবেন কোনটা তে কিভাবে দিবো?মাটি ভিজা, বৃষ্টি হচ্ছে।
নাইচ
কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ভাই গাছে ফুল আসছে এখন কোনো সার দেয়া জাবে?
১০০ গ্রাম টিএসপি, ৫০ গ্রাম পটাস ও ১০০ গ্রাম ইউরিয়া প্রতি গাছের জন্য। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ🙏💕 আপনাকে মুহতারাম, কম কথা য় বলার জন্য
ভিডীওটী দেখার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
ভাই চারা রোপণের 15 দিন পরপর কি ছএাকনাশক ঔষধ এক্সপে করতে হবে
জি, ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করে দিন। পরিমান একটু কম দিবেন। ধন্যবাদ আপনাকে
চমৎকার একটা ভিডিও দেখলাম তবে এর কার্যকারিতা কতটুকু জানিনা
কজ হবে ইনশাআল্লাহ। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ছএাক নাশক ভালো হবে কোনটা?
অটোস্টিন। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ইউরিয়া সার ও ফটাশ এর সাথে টিএসপি সার মিশিয়ে দেওয়া যাবে কিনা
দেওয়া যাবে ভাই,
আর কিছু না হলেও আপনার চ্যানেলের মেইন পেইজে এসে ভিডিওগুলির থাম্বনেইল দেখেই মনে ভরে যায় ♥♥♥♥
আপনাকে অসংখ্য ধন্যবাদ
Rl
❤ Good idea bro
Thank you so much for watching the video 😀
Well explained. Thank you.
You're welcome! and thanks a lot for watching the video
ফলের ঝুড়িতে পেপে গাছে কিভাবে সার দিবো?জানাবেন প্লিজ।
ভাই মাটি কিভাবে তৈরি করে লাগালেন কি সার দিলেন বললেননা।আমি সৌদি আরব থেকে দেখতেছি।
মাটী তৈরি করার সময় বেশি করে শুকনা গোবর সার বা জৈব সার দিতে হবে, পাশাপাশি প্রতি গর্তের জন্য ২০০ গ্রাম ইউরিয়া, ১৫০ গ্রাম টিএসপি, ১০০ গ্রাম পটাস সার দিতে হবে।
অনু খাদ্য হিসাবে জিংক, ,ম্যাগনেশিয়াম, বোরন, সালফার দিতে হবে হবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
@@ar2agro❤
আমাদের বাড়িতে পেঁপে গাছ আছে কিন্তু কেন ফুল ফল হয় না প্লিজ জানাবেন একটু আমাকে
পেপে গাছের ছবি আমাদের ফেসবুক পেজে দিবেন। কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Porosh gach
পেপে গাছ পাতা গুলো কুচকে গেছে এখন আমি কি দিব কি দিলে গাছ বেচে যাবে ভাই একটু ভিডিও করে বলবেন।
Pape kto bar fal fare 6:11
২ বছর। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ফাইন ❤️🌹
ভিডীওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
পেঁপে ধরা অবস্থায় কাছে কি সার প্রয়োগ করা যাবে
দেওয়া যাবে। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
কি কি সার দেওয়া যাবে কি পরিমানে এবং কতদিন পর পর।@@ar2agro
ভাইয়া গোলাপ ডাল থেকে চারা লাগানোর পদ্ধতি দিলে উপকৃত হবো
ওকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
@@ar2agro ami golap dal theke cara korte pari then boro korte pari naa more jai😪😪😪😪😪
Bokacho
Sir amadar jomi cilo...sai jomir mati diya cardika usu kora bad dici...ami papa lagata chai...amak a ki korta hoba?
porothome jomi chas kore mati prostut korte hobe. ei bisoye amader channel a video ase, pepe chas A to Z. dekhe niben plz. bistarito jante parben. Thank you
ভাই পেঁপেঁ বাগান করার জন্য কোন চারা ভালো হবে একটু জানাবেন
গ্রীনলেডী। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া
welcome
ভাইয়া পেঁপে গাছের যাতটার নাম বললে ভাল হত। কোন জাতের পেঁপের ফলন বেশি হয়
এই জাতটার নাম গ্রীনলেডী। আপনার যেকোনো কৃষি সমস্যার জন্য কমেন্ট করবেন। আমরা দ্রুত রিপ্লে দিব। ধন্যবাদ আপনাকে।
একটু হেল্প করবেন প্লিজ গাছ রোপন করার আগে গর্তে কি কি দিতে হবে জানালে উপকৃত হতাম
গোবর, জিপসাম, টিএসপি, ইউরিয়া, ফসফেট সার, জিংক সালফেট, বোরিক এসিড দিতে হবে। কোন সার কি পরিমান দিবেন, এই বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডীও আছে দেখে নিন। পেপে চাষ প্লে-লিষ্ট দেখুন। ভিডীওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ভালো হাইব্রিড বীজের নাম কি কি
গ্রীন লেডি, টপ লেডী, বাবু পেপে, ইত্যাদি। ভিডীওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
বাজারে বিভিন্ন কোম্পানির জৈব সার দিলে হবে তো?
জি ভাই দিতে পারবেন।
রেড লেডি গাছ দিয়ে বাগান করলে কেমন হবে ভাইয়া
ভালো হবে না। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ভাই আমার ৪৫ টি দেশি ও হাইব্রিড পেঁপের চারা লাগিয়েছি ৪৫ টি গাছের জন্য কোন কোন সার কতটুকু কেনা দরকার দয়া করে বলুন। আর আমি শুনেছি টিএসপি সারও দিতে হয় এখন আপনার দেখানো সারের সাথে কি টিএসপি যোগ করে দিবো। আমি চারাই লাগিয়েছি ১ মাস আগে।
পেপে গাছে ৩ ধাপে সার দিতে হবে। এই নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডীও আছে। পেপে চাষের প্লে-লিষ্ট থেকে দেখে নিন। ধন্যবাদ ভিডীওটি দেখার জন্য।
এই ছোট গাছে ২০ গ্রাম রাসয়নিক সার ডবল হয়েছে,এতে গাছের সার গ্রহন ক্ষমতা না হলে ক্ষতি হবে।
৫০ গ্রাম পর্যন্ত দেওয়া যায়। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Kon jat ata?
গ্রীনলেডী। ধন্যবাদ
Nice
Thanks for watching the video
nice video
Thanks for the visit our channel
ভাই ফল ধরা শুরু হয়েছে এখন কোকড়ে গেছে কিরব
Dubaite onk gorom oi somy ki korte hobe plz ekta video banan
gach valo rakhar jonno niyomito pani dite hobe, jokhon mati tanda thakobe. besi rasayonik sar deowa zabe na. compost sar dite hobe. dhonnobad
@@ar2agro dubaite dasi bag gas mara jai
আপনারা কি বিজ বিক্রি করেন?
❤❤❤❤
কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সার দেওয়ার পানি দিব,নাকি পানি দিয়ে সার দিব।কোটি করলে ভালো হয়।
সার দিয়ে পানি দিতে হবে। বিকেল বেলা
আমার টবে পেঁপে গাছের বয়স ১বছরের বেশি ফুল আসে ১টা ফল ধরে এবং ছোট অবস্থাতেই পড়ে যায় কি করতে হবে।
আপনার গাছে পুষ্টির অভাব আছে, গাছে নিয়মিত সার দিতে হবে। গাছের গোড়ায় ৫০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম পটাস দিতে হবে প্রতি মাসে। ফুল আসা শুরু হলে সলুবোর বোরন স্প্রে করতে হবে। ধন্যবাদ আপনাকে
বারান্দায় টবে কি হবে? ৩ ফিট উঁচু দেয়াল তারপর গ্রীল।
বারান্দায় হবে না। ভিডীওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
কম্পোস্ট কতখানি দেওয়া লাগবে?
গাছ প্রতি ৫০০ গ্রাম পর্যন্ত দিতে পারেন। ধন্যবাদ
ভাই ছত্রাক নাশক স্প্রে কিভাবে আর কই পাব বা কিভাবে তৈরি করব?
যেকোনো কীটনাশকের দোকানে ছত্রাকনাশক পাবেন। স্প্রে মেশিন দিয়ে বিকেল বেলা হালকা রোদে পস্প্রে করতে হবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
❤
ভিডীওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনি যে চারটাতে সার দিলেন এটার বয়স কত দিন
১ মাস বয়স। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি নার্সারি থেকে পেপের চারা এনে টবে রোপণ করেছি ১০ দিন হলো।কিন্তু লাগানোর ১ সপ্তাহ পর আমি ম্যানসার ও নাইট্রো একসাথে মিশিয়ে পাতায় স্প্রে করেছি।এখন দেখি পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে।এখন এটা কি ঔষধের কারণে নাকি গোড়ায় অতিরিক্ত পানি দেবার কারণে? আর এখন কি করলে পাতাগুলো সবল সতেজ হবে?
ওষধের পরিমান বেশি হলে এমন হয়, অথবা টবে বেশি সার দিলেও এমন হয়। গাছের গোড়ায় বেশি পানি দেওয়া বন্ধ করে শুকনো গোবর মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন। যে গাছ গুলোতে সমস্যা হচ্ছে সেগুলো তুলে ফেলে নতুন করে লাগাতে পারেন। ধন্যবাদ আপনাকে।
Which compost you use
Varnmi compost. Thank you for watching the video
Dafa Ei Saar Debar Samay Dap Bebohar Kara Jabe
Bebohar kora jabe. thank you
ইউরিয়া সার দিলে গাছ জদি পচে জায়
সার দিয়ে সাথে সাথে পানি দিবেন না, আর গাছের গোড়া থেকে একটু দূরে দিবেন তাহলে গাছ পচে যাবে না।, আপনাকে অসংখ্য ধন্যবাদ
স্যারের নাম গুলো লিখে দিলে ভালো হয়
টিএসপি ও পটাস। ভিডীওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এটা কি জাত পেঁপে
গ্রীন লেডী। আপনাকে অসংখ্য ধন্যবাদ
Vai chara paya jaba
amadr kase chara nei. Nasik plant theke nite hobe. Thank you
Tsp দেয়া??
দেওয়া যাবে। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ফুরাডন দেয়ার নিওম
জমির মাটি প্রস্তুতির সময় সারের সাথে দিতে হবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আপনার চ্যানেল থেকে কি টাকা ইনকাম হয়, জানাবেন
ধন্যবাদ
Tsp দিলেন কেন?
TSP সার গাছের শিকড় মজমুত করে, ফুল ও ফল আসা তড়ানিত্ব করে। ধন্যবাদ
পারলে জন সেবা অন্য ভাবে করেন। মানুষের সময় নষ্ট করে।
ভিডীওটি দেখার জন্য ও কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাই সব তোমাদের কী এগ্রিকালচার বিশ্ব বিদ্যালয়ের ডিগ্রি আছে?
মানুষ এই সমস্ত ভিডিওতে বিভ্রান্ত হয়। কাজের কেডিজে কিছু হয় না।
আছে। এসব প্রমানিত। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাই গাছের ফুল ফল ঝরে যাচ্ছে
সলুবর বোরন স্প্রে করুন। ধন্যবাদ
ভাই আপনাদের নাম্বার দিয়েন
Contact through our page or fb group
আপনার কথায় সার ব্যাবহার করে গাছ মরে গেচে
সারের কারনে মরার কথা নয়। অন্য কোনো সমস্যা হতে পারে। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।