বাংলাদেশে এই পডকাস্ট গুলো হয় আমি জানতাম না আমি শুধু ইন্ডিয়ার পডকাস্ট গুলোতে দেখতাম,, এনার কথাগুলো একদম সত্য এবং অনেক deep কথা, সবাই বুঝতে পারবে না❤❤ এটা rakhi universal শক্তির দ্বারা করা যায়।
wow. আমার এগুলো বিষয় খুব ভালো লাগে। কিন্তু এতো গভিরে যেতে পারছিনা। অনেক গভির বিষয়। বুঝতে অনেক কষ্ট... জানি না কি জেনো হয়েছে। যাই হোক বিষয় গুলো বুঝতে চাই। খুবই ইন্টারেস্টিং।
উন্নত বিশ্বে অনেক অনেক আগে থেকেই এই বিষয়গুলো নিয়ে বিস্তর আলাপ আলোচনা হয় আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি শুরু করলেন অনেক বেশি শুভকামনা। কোন বাধা যাতে বাধা না হয়ে দাঁড়ায় সজাগ থাকবেন।
wow. আমার এগুলো বিষয় খুব ভালো লাগে। কিন্তু এতো গভিরে যেতে পারছিনা। অনেক গভির বিষয়। বুঝতে অনেক কষ্ট... জানি না কি জেনো হয়েছে। যাই হোক বিষয় গুলো বুঝতে চাই। খুবই ইন্টারেস্টিং।
এই অনুষ্ঠানের ভাষা সবাই বুঝবে না যাইহোক গোপন কথা সব প্রকাশে বলে দিল সাধারণ মানুষ কিছুই বুঝতে পারছে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ধন্যবাদ যে আল্লাহ পাক আমাকে যোগ্য বানাইছে এগুলা বোঝার জন্য
3rd eye, প্যারালাল universe তথ্য সায়েন্সর বিষয় হলেও এটা আমাদের হিন্দু ধর্মে আছে।।।। কিন্তু আপনাদের ধর্মে এসব নেই তাই আপনাদের এই বিষয়ে মাথা না ঘামানোই উচিত
@moulisa-kar1405 আপনাকেও যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সে আল্লাহর সৃষ্টি করেছে এটা ভুলে গেলে চলবে না ঘোরে কিন্তু আমরা সবাই একসাথে আদি পিতার ছেলে সন্তান আমরা
@@moulisa-kar1405 ধর্মে না থাকলে মাথা ঘামিয়ে জ্ঞানার্জন না করার কথা কি আপনার ধর্মের কোথাও লেখা আছে?নাকি জ্ঞানার্জনের সবই আপনার ধর্মের পৈতৃক সম্পত্তি।সব কথায় ধর্মকে টেনে আনার বদ অভ্যাসের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
হিন্দু ধরমে আপনারা যাকে ইউনিভার্স বলেন, সেই ইউনিভার্স এর সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ। তিনি আমাদের কথা শুনেন, আমরা যা চাই তাই দেন। আপনারা এফারমেশন করেন আর বিশ্বাস করেন। আমরা দোয়া করি আর পূর্ণ বিশ্বাস রাখি আমি যেটা চেয়েছি সেটা পাবোই। বিশ্বাস করতে না পারলে আমি মুসলিম-ই হতে পারলাম না। তোমরা গ্রেটিটিউড ফিল করো, আমরা শুক্রিয়া আদায় করি। সব কিছুই আমাদের কাছে ক্লিয়ার আলহামদুলিল্লাহ@@moulisa-kar1405
যার চেতনা যতোটুকু প্রস্তুত সে ততোটুকুই গ্রহণ বা বর্জন করবে এই পর্বটি থেকে। গত ১২/১৩ বছর এইসব বিষয়ে পড়াশুনা করেছি , করছি ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে কিন্তু বাংলাদেশে এই সব বিষয়ে এতো সুন্দরভাবে গুছিয়ে publicly প্রকাশ আপনার আগে কেউ পারেনি । অনেক ধন্যবাদ ও শুভ কামনা।
ভাই আমি আপনার নিয়মিত দর্শক, আমি সম্মানের সাথেই বলছি এই মেয়েটি হয়তো কুফরীর সাথে জড়িত নয়তো মেন্টালি সিক Note:- সে আপনার গেস্ট হওয়ার যোগ্যতা রাখেন না , এই সমস্ত বিষয়ে ক্লিয়ার করতে হলে এক্সপার্টের মন্তব্য নিবেন| 18:47 (চাপাই জোর আছে) 17:16 (আন্দাজে ঢিল) 21:00 ( সম্পূর্ণ ইলুমিনাতির থিওরি প্রমোট করতেছে মেয়েটি)
You are my soul brother too. Right now I am 32 years old. I am a doctor, at once I was a religious preacher, I studied astrology and human behaviour psychology, learned photography, now working in plants and gardening, I am also a pet lover, I always enjoy philosophical discussion, daily read more than 20 newspaper, love geopolitics, enjoy to learn history in every nation. Overall I am a knowledge seeker person like you.
#Abdul_Karim_Khan এই ভাইটি কিন্তু তোমাদেরই মুসলমান ধর্মের 💝 ua-cam.com/video/qj-qVHej3Ts/v-deo.htmlsi=_y2n0dV5EGkK3m0Z ইনারও কিন্তু শুরুটা ছিলো হিন্দুধর্মকে #উপহাস করার দিয়ে । সে #জাকির_নায়েকের ভিডিও দেখত আর হিন্দুদের গালিগালাজ করে বেড়াত। এবং হিন্দু ধর্মীয় নোংরা গল্পগুলো আরও জানতে জব্দ করবে এমন উদ্দেশ্যেই বিভিন্ন গ্রন্থগুলো পড়াশোনা শুরু করে শাস্ত্র, পুরাণ, তন্ত্র সব । তারপর ইনার আগ্রহ বশত নিজে চেষ্টা করে এবং তারপর নিজের মধ্যে কিছু উপলব্ধি করতে পেরে এক #গুরুর সান্নিধ্যে যাওয়া শুরু করে। ইনাকেও কিন্তু এর #মাওলানা উনার মাথায় বিষ ঢেলেছিলো যে, এসব থেকে দূরে থাকতে এগুলো নাকি #শয়তানী কাজ কর্ম। কিন্তু সে তার ভুল বুঝতে পারে যখন হিন্দু রীতি এবং গুরুর শেখানো ক্রিয়ার চর্চা করে। তারপর হিন্দুধর্মের হাজারটা প্রশ্ন যা উনার মনে ছিলো,,, কিভাবে হয়েছিলো, কেন হয়েছিলো,,, এই সব কিছুর উত্তর সে পেয়ে যায় এবং তা এখন সবাইকে জানাচ্ছে 💝 সৃষ্টি আর দেব-দেবীর রহস্য বোঝা কোন সাধারণ মানুষের কম্ম নয়,,,তবে বুঝতে পারবে,, যদি তুমি অসাধারণ হও এবং এই অসাধারণ হওয়ার পদ্ধতিও আমাদের সনাতন ধর্মেই আছে,,,, জানো, শেখো, বোঝো 🙏🙏🙏 তবে এটুকু বিশ্বাস রাখতে পারো, সনাতন ধর্মে কোথাও #হেদু_মোছলা বা একছত্র বিশ্বাসের ভার চাপানো এসব #হিংসার লেশমাত্র নেই। মানুষকে ভালবাসতে ও তার উপকারার্থে কাজ করতে পারার উপযুক্ত করে গড়ে তোলাই শেখায় সনাতন ধর্ম 💝💝💝 #Abdul_Karim_khan এর ২ টা UA-cam চ্যানেল দিলাম দেখে নিওঃ youtube.com/@spiritualkarimoldyoutube?si=m1y9WJPEarJ1GjAd youtube.com/@spiritualkarimoldyoutube?si=C7mxoEZeN5qguGxv এই #Abdul_karim_khan ভাই এর থেকেও বিখ্যাত আর বয়োজ্যেষ্ঠ একজন আধ্যাত্মিক মুসলিম বাক্তি আছেন যিনি সনাতন ধর্মের এমন এমন জ্ঞান ধারণ করেছেন যা জ্ঞানী বাহ্মণ-পন্ডিতকেও টক্কর দেবে। এরকম একজন বিখ্যাত ব্যাক্তি হলেঃ #Sri_M এটা #Sri_M এর UA-cam চ্যানেলঃ youtube.com/@thesatsangfoundation?si=iOCAoYWt_OApCHnG
@@HabibaAkter-f3w9uআমারও তাই মনে হচ্ছে। আমার সাথেও জ্বীন আছে। অনেক কষ্টে এর শয়তানি কিছু কমিয়েছি। কিন্তু পুরাপুরি যায় না। কত ভডং যে জ্বীনেরা জানে। কত উত্তক্ত যে করে এরা! কোনটা যে আত্মার সাথে যোগাযোগ আর কোনটা যে, জ্বীনের দুষ্টামী বোঝা কঠিন হওয়ার কথা। আর জ্বীনরা অনেক প্লাস-মাইনাস করে ভবিষ্যতবানী করে এবং এরা অধিকাংশ সময় মিথ্যা কথা বলে। এবং বিভিন্ন ধারণা-চিন্তার উদ্ভব ঘটায়। বুজুর্গব্যক্তি ছাডা এদের চাল-চক্কর বোঝা মুশকিল। তবে যাই বলেন, জটাংকের প্রতিটা ভিডিও-তে কিছু নতুন জানতে পারি।
১৮ মিনিট পর্যন্ত শুনলাম। উনার কথা ভালো লাগলো মুটামুটি, কিন্তু উনি বারবার জন্মের ব্যপারে যা বললেন তা সঠিক নয়। আমার বিনীত অনুরোধ- উনি যেন গাছদের কাছে যান এবং প্রশ্ন করেন যে তার কথা সঠিক কিনা!!
তিনি সত্য বলছেন। কিন্তু এই সত্য প্রমাণ করা খুব কঠিন। আমরা এখান থেকে অনেক পিছিয়ে আছি। বলা যায় আমাদের মূল থেকে পিছিয়ে আছি। এবিষয়ে কথা বলার মত মানুষিকতা এই মুহুর্তে যথেষ্ট নয়।
আল্লাহ মানুষ কে একবার দুনিয়ায় পাঠান তারপর মৃত্যু। আর মৃত্যুর পরে আছে পরকালের জীবন। মানুষ কখনো গাছ ছিল না।আর মৃত্যুর পরে আছে পরকালের জীবন। আখিরাত হিসাব নিকাসের দিন মানুষ কে আবার জীবিত করা হবে তারপর জান্নাত আমলনামা ভালো হলে আর জাহান্নাম পাবে আমল নামা খারাপ হলে। এতদিন কত কিছু নিয়ে গবেষণা করছেন আজ আমি আপনাকে ইসলামের দাওয়াত দিলাম। কুরআন পাঠ করুন আপনার অন্তরের চোখ খুলে যাবে। আর আপনি বলে সব কিছু বুঝতে পারেন তাহলে এটাও বুঝতে পারবেন ইসলাম সত্য ধর্ম। আর আল্লাহ কাফের লোক কে হেদায়েত দান করেন না কারন আল্লাহ কুরআনে বলেন তাদের কানি ছিপি দিয়ে দিছি অন্তরে মহর মেরে দিছি।আপনার থার্ড আই বলছেন কপালে সম্পূর্ণ ভুল।কুরআন বলছে অন্তরে। যাই হোক আল্লাহ আপনাকে সঠিক পথে আসার তৌফিক দান করুক।
আপনি যদি কোরান হাদিস সম্পর্কে আরো ভালো ব্যাখ্যা জানতে চান, তাহলে, ইউটিউবে আসিফ মহিউদ্দিন তার ভিডিওগুলো শুনবেন। ইসলামের গভির ব্যাখ্যা জানতে পারবেন ইনশাআল্লাহ।
ভালো লাগলো। ঠিক যায়গায় শেষ করেছেন। ধন্যবাদ। অপেক্ষায় থাকলাম পরের অংশ শোনার...❤ আসলে বাস্তবতা ও পূর্ব বিশ্বাস সব সময় নাও মিলতে পারে এটা অনেকেই মানতে চান না। অনেকে আবার তার পুরোনো বিশ্বাসের বাইরে কিছু শুনতেই চান না। যাই হউক খোলা মনে বাকীটুকু শুনতে চাই। পরে না হয় কিছু বলার থাকলে বলা যাবে। দু’জনকেই অভিনন্দন। "সোল ব্রাদার" কথাটা ভালো লেগেছে।
এই বিষয়গুলো নিয়ে আমি নিজেও গবেষণা করি। এখন থেকে পরের দিন আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম মানুষের স্পিরিট তথা আত্মা একটা আলোকরশ্মি বা একটা এনার্জি। বিস্তারিত কথা বলেছিলাম ঐদিন। যাক এতদিন পরে আমার কথাবার্তার সাথে কোন একজনের মিল পেলাম দেখে ভালো লাগলো। ❤
আধ্যাত্মিক কথাওবার্তা যা সবাই বুঝবে না। কিছু নেতিবাচক কমেন্ট দেখলাম আমন্ত্রিত অতিথির বিরুদ্ধে। তাদেরকে বলবো দয়া করে ভিডিও টা খুব নিরিবিলি পরিবেশে আবার দেখুন। অনেককিছু বুঝতে পারবেন আশা করি।
উনি এতোকিছু শিখলেন জানলেন অথচ কথা বলার সময় নিজের নার্ভাসনেস কন্ট্রোল করতে শিখলেন না। আগে ত কথা বলতে শিখুন, তারপর না হয় পাবলিক প্লাটফর্মে নিজের "অনুভূতি/মতামত" প্রকাশ করতে আইসেন।
আপনারা দুজনকেই অনেক ধন্যবাদ, এখানে অনেক ভালো ভালো কথা ছিল, কেউ যদি মেট্রিক্স নিয়ে থাকে তাহলে তার চোখে কথাগুলো পাগলের, আবার কেউ যদি 5D থেকে থাকেন তাহলে তার জন্য ছিল অনেক মেসেজ আধ্যাত্মিকতা সবার জন্য না বাছাইকৃত কিছু পুরনো আত্মাদের জন্য, তাদের লাইফ পারপাস শেষ করার জন্য ,এই 3D বড় বড় সার্টিফিকেট অর্জন করার জন্য না তাদের মাধ্যমে সমাজের মানুষ অনেক উপকৃত হয়। কিন্তু তাদের এই জীবনটিও খুব সুখের হয় না তাদের অনেক কষ্ট যন্ত্রণার ভিতরে যেতে হয় আধ্যাত্মিকতা অনেক কঠিন (ধন্যবাদ)
আমি বাংলাদেশ এই বিষয়ে এত সুন্দর আলোচনা আপনাদের ভিডিও তে দেখেছি শুধুমাত্র, আমার ছোট থেকে ভীষণ ভালো লাগে এরকম আধ্যাত্মিক বিষয় সম্পর্কে জানতে। আমি আপনার ভিডিও সবসময় দেখি। আসা করি এ ধরনের ভিডিও আরো আনবেন। আর পূনজন্ম আছে বলেই আমারা নিজেদের কর্মফলের জন্যই কেউ ধনী/ গরীব ঘরে বা কেউ সুস্থ/ অসুস্থ হয়ে জন্ম নি। যদি পূনজন্ম না থাকে তাহলে সবাই সমান ভাবেই সৃষ্টি হওয়ার কথা।
@@Naturalbabu4083 আপনিও উনার কথা বুঝেন নি।যেটা সত্য সেটা হলো মানুষের এই জগতের কাজকর্মের প্যারালালি আলমে বারযাখের ডাইমেনশন তৈরি হয়, যেটা এই জগতের কামাই, মৃত্যুর পর সেই জগতে যাবে এবং সেই বানানো জগতে কেয়ামত পর্যন্ত কমফল পাবে । এটাই সত্য, রাসূলের কথা।
@@khairunnesamim8040 আপনিও উনার কথা বুঝেন নি।যেটা সত্য সেটা হলো মানুষের এই জগতের কাজকর্মের প্যারালালি আলমে বারযাখের ডাইমেনশন তৈরি হয়, যেটা এই জগতের কামাই, মৃত্যুর পর সেই জগতে যাবে এবং সেই বানানো জগতে কেয়ামত পর্যন্ত কমফল পাবে । এটাই সত্য, রাসূলের কথা।
This is just a hypothesis about thinking. If you think in deep mind you are talking with sun, you can feel that too. But literally that is just occurs inside our brain. And about the trees signals to prevent from elephant is different things, trees has their own signal passing mechanism but it's not acceptable to directly talk with them by human brain, though there are infinity numbers of things exist but we are unable to understand, observe even feel. Rest of things seems acceptable.
wow. আমার এগুলো বিষয় খুব ভালো লাগে। কিন্তু এতো গভিরে যেতে পারছিনা। অনেক গভির বিষয়। বুঝতে অনেক কষ্ট... জানি না কি জেনো হয়েছে। যাই হোক বিষয় গুলো বুঝতে চাই। খুবই ইন্টারেস্টিং।
কিন্তু আমি গত শত বা হাজার বছর পূর্বে বা ভবিষ্যতে টাইম ট্রাভেল করে সেই সময়ের সাথে কানেক্ট করতে পারি। এটা কি আমার কল্পনাশক্তি? কিন্তু তার উৎকৃষ্ট প্রমাণ হলো ২০০৮ বা ২০০৯ সালে যে সময়টাতে আমি বিচরণ করতাম এখন আমি সেসময়গুলো,মুহূর্তগুলো পার করি।এবং পারিপার্শ্বিক অবস্থার সাথে, পরিস্থিতির সাথে তা মিলে যাওয়ার রেটিং ৯৭%..। এবং পৃথিবীর যেকোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনার সাথে মিলে যাওয়ার রেটিং ৯৫%...।
In Bangladesh, 99% people do not bother spirituality. People only conscious of their religion. Most religious people are not even spritual I found. I hope this kind of show can spread spirituality among mass people. Go ahead bhai. Great work. Appreciating a lot.
আল্লাহর পরেই আল্লাহর হাবিবের স্থাণ পরে অন্যান্য নবী ও ফেরেশতাদের স্থাণ। সুতরাং এই মহিলাটি স্টাডি করে বা ভিন্ন ধর্মীয় আধ্যাত্মিক বই পড়ে বলছেন।উনার আধ্যাত্মিক কিছু নাই কিছু মেডিটেশনের ফলে অল্প একটু ভিন্ন অনুভূতি অনুভব করেন বা ফ্রেশ অনুভব করেন বা গভীর চিন্তা করতে পারেন আর কিছু না।....
I don't understand je islam e bola ase je manush akbar jonmo ney r akbar more...tahole ai information apni koi pailen?? Or kon dhorme pailen je manush akbar gach hoye jonmay abar manush hoye jonmay??
আপু অনেক সুন্দ্র বলেছে, কিছু জিনিসে উনার বুঝ উনার নিজের মত। এটা একেক জনের একেক অভিজ্ঞতার উপর নির্ভর করে, কারন, সবার সোল স্পিরিট এক না। এই আপু কি শিখায়? ফেবু আইডি দেয়া যাবে
আমার মনে হয় পূর্ব জন্ম জিনিস টা ঠিক না। কিন্তু আমাদের আত্মা একটা এনার্জির মতো। আর ফিজিক্স থেকে আমরা জানতে পারি, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। তাই আমাদের আত্মার কোনো সৃষ্টি বা ধ্বংস নেই । শুধু আমাদের শরীরের শুরু ও শেষ আছে। সে হিসেবে আমাদের পৃথিবীর জন্মের অনেক আগে থেকেই আমরা exist করি। সেটা কে আগের জন্ম না বললেও আগের জীবন বলা যেতে পারে। এবং আমরা মৃত্যুর পর আবার সেই জীবনে ফেরত যাবো আর আল্লাহ জান্নাত আর জাহান্নামে আমাদের ভাগ করে দেবেন।
জন্মান্তরবাদ সত্য। এমন কী কুরআন এ অনেক ইঙ্গিত আছে এই সম্পর্কে। এমন কী হাদিস ও আছে যেখানে এই সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে : আমিও জন্মান্তরবাদে বিশ্বাস করি। একটি হাদিসে রাসূল( সাঃ) বলেনঃ- আমি আদম সন্তানদের প্রত্যেক যুগের উত্তম শ্রেনীতে যুগের পর যুগ প্রেরিত হয়েছি।অতঃপর এই যুগে প্রেরিত হয়েছি।যে যুগে বর্তমানে আমি আছি। (বোখারী শরীফ, ১ম খন্ড৫০৩ পৃষ্ঠা, মেশকাত শরীফ, ৫১১ পৃষ্ঠা । মুসনাদে আহম্মদ৯ম খন্ডের২৫ও ৯৬ পৃষ্ঠা। তাফসীরে মাজহারীর ১ম খন্ডের ১৩৪ পৃষ্ঠা) সহীহ: বুখারী ৩৫৫৭, মুসনাদে আহমাদ ৮৮৪৪, শুআবুল ঈমান ১৩৯২, আবু ইয়া'লা ৬৫৫৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ৮০৯।
Kotha gulu scientific mone hocche na,,,,,,onekei emon ache jara nijeke extra ordinary mone kore,,,tara odhikangsho somoy mental disorder a voge,,,,so amar mone hoy tar o emn kuno problem thakte pare,,,eita valo vabe identify howa dorkar,,,,aager video ta valo legeche eitar tulonay,,,,,
বিষয় গুলো আপনার বই পড়া, আর মানুষিক ধারণা, স্রস্টা থেকে সরাসরি পাওয়া না। যে জানে, সুনে, দেখে সরাসরি ও সপ্নে, আগাম বলতে পারে, জাকে বোঝানো হয় কোনো না কোনো ভাবে, তার কোনো সময় বা দিন ক্ষন মিডিয়া কিসুই লাগেনা,
ভাইয়া, আপনার প্রশ্নগুলো খুব সুন্দর ছিল। তবে, আরো পরিষ্কারভাবে জানতে চাচ্ছিলাম। মনের মধ্যে প্রতি সেকেন্ডে তৈরি হওয়া প্রশ্নগুলো অনেক সহজেই আপনি করেছেন। আপনার সাথে কখনো দেখা করার সৌভাগ্য হলে হয়তো এসব বিষয়ে অনেক কথা বলা হতো এবং অনেক কিছু জানতে পারতাম। তবে, আপনার এই অনুষ্ঠানটির সাথে সব সময় আছি এবং থাকবো আশাকরি। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো।
গেস্ট আলোচনায় যা বললেন সব ওনার পড়াশোনার মাধ্যমে জানা কিছু বিষয়,,,,,,,, ওনার নিজের স্পিচুয়াল কোন অভিজ্ঞতা নাই,নিজের অভিজ্ঞতার বিষয় বলতে যেয়ে মিথ্যার আশ্রয় নিয়েছেন।
সহমত, উপস্থাপকের প্রশ্নে ভদ্রমহিলা যেভাবে উত্তর দিচ্ছিলো, আমি ঠিক আনকমন প্রশ্নে এইভাবে পরীক্ষার খাতায় এককথা বারেবার লিখতাম। উনি যে আত্নীয় মারা যাওয়ার বিষয়ে যে অভিজ্ঞতার কথা বললো, আমি এর চাইতেও বেশি ফীল করতে পারি, এবং স্বপ্নেও দেখতাম। এখন বেশি বেশি আল্লাহর আশ্রয় চাওয়াতে এসব থেকে অনেকটাই দূরে আছি।
মনোযোগ দিয়ে সব কিছু শুনলে বা বুঝলে কিছু না কিছু পাওয়া যায়, যদিও সব কিছু সত্য বা গ্রহন যোগ্য নয়! এখানে গড বা এঞ্জেল বিষয় না যোগ করলেও চলতো! তবে চমকপ্রদ ছিলো!
I can believe every single word of her.. It's a experience.. Without experience no one can feel... It's not for everyone... Spiritual awakening bole ekta kotha ache.. ei journey er moddho diye jara giyeche.. etai ekmatro ei bishoyta bujhte parbe... Ekya probad ache.. "If someone find anything beyond his body, then death is nothing for him" ... Ei bishoyta.. o eikhan theke esheche
আমিও ছোট থেকেই গাছ ভালোবাসি। মোটা গাছকে জড়িয়ে ধরতাম ঠিক মায়ের মতো মনে হতো। এখনও মন খারাপ হলে গাছের সাথে কথা বলি। অসুস্থ হলে গাছের কাছে বসে থাকি। গাছের সাথে কথা বললে গাছ দ্রুত বড় হয়। শুনেছি লতানো গাছ মিউজিক পছন্দ করে। হুমায়ুন আহমেদ স্যার ও গাছ খুব পছন্দ করতেন। গাছের শেকড় দারুণ নেটওয়ার্ক, গাছের যোগাযোগের মাধ্যম।
উনি ৮৪ লক্ষ জন্মের তথ্য কোথায় পেলেন? প্রমাণ কি? ৭২ হাজার এঞ্জেলের তথ্য কোথায় পেলেন? উনার মধ্যে স্পেশাল কিছু পেলাম না। আফসোস। উনার থেকে রাকিব হাসান নিজেই অনেক বেশি জানেন।
She is trying to contact with jin but not human..doya kore ay gulaa dekhe keo abar planchet kora shuru korbena na.and opening 3 Rd eye it's almost impossible..
কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি উনি যে বিষয় গুলোর উপর কথা বলছে এই বিষয়ে এনার জ্ঞান প্রাথমিক পর্যায়ে,,এনাকে নিয়ে,,এমন একটা জনপ্রিয় চ্যানেলে আলোচনা করলে হতাশ হতে হয়.. এমন একটা গুরুপ্ত পূর্ন টপিক্স নিয়ে, আলোচনা করতে হলে প্রকৃত জানা লোক নিয়ে বসতে হয়,,এই বিষয়ে উনি নিজেই ভাল জানেন না আর আপনি ওনাকে প্রশ্ন করছিলেন না আপনার মনে কি চলছে সেটা জানার জন্য,,,আসলে সেই সময় আপনি অসত্বি ফিল করছিলেন৷ কারন আপনার সোল ঠিকই বুঝতে পারছিলো,,ওনি আসলে ঠিক ঠাক কিছুই বলতে পারছিলো না,, সঠিক হলে রিপ্লাই দেবেন
ভাই এই জন্য অধির অপেক্ষায় ছিলাম না অামরা। এর কথা দ্বারা অামরা কোন উপকৃত হইনি। ওনিতো দুরের কথা অনার মতো অার অন্য কাইউকেই যেন অাপনার এপিসোডে না দেখি। আমাদের সময়ের দাম অাছে। দয়া করে আমারা সতিই উপকৃত হতে পারি এমোন লোক নিয়া অাসবেন। আসাকরি আপনিও ভালো বুঝছেন অনার সম্পর্কে।
বাংলাদেশের মানুষ এখনো অনেক কিছু জানি না কিন্তু জানার সময় হয়েছে আমরা অনেক পিছিয়ে আছি সত্য জানার চেষ্টা করুন......... এখনই সময়.......... নিজেকে তৈরি করতে হবে।
Relative mara jawa ba kono khrp kisur age amio feel korte pari eta onker shathei hoy shunsi but valo kisu howar age ter paina r amr life a valo kisu hoy o na🙂
এসব ব্যাপারে আগে কেউ কথা বলে নাই। আপনিই শুরু করেছেন সেজন্য সাধুবাদ জানাই।অসংখ্য ধন্যবাদ। তবে অতিথিদের পূর্ণ পরিচয় দিবেন আশা করি। ফলে দর্শকরা স্পষ্ট ধারনা পায়, যে কথা বলছে তার কথা কতটা গ্রহনযোগ্য হবে।
ছোট ভাই, আপনার এই এপিসোডটির কিছু জায়গায় আমি বারবার টেনে টেনে দেখে সেটা আত্মস্থ করার চেষ্টা করেছি। মিষ্টি এশার এসব কথা শুনে কখনো তাকে নিছক মানসিক অসুস্থ বলে মনে হচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না, তার সম্পর্কে। তবে, কথাগুলো বেশ এনজয় করছিলাম। কিন্তু আপনার মতো ঝানু মিডিয়া ব্যক্তিত্বের সামনে বসে তাকে একটু বেশিই নার্ভাস লাগছিলো। পরের পর্বটি দেখার আশায় রইলাম। তবে ভালো লেগেছে যে মিষ্টি এশার মতো আমিও একজন প্রকৃতি প্রেমিক কৃষিবিদ। সরকারের উচ্চপদে (সাবেক মহাপরিচালক, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি, কৃষি মন্ত্রণালয়) চাকরি করে এখন অবসরে। এশাকে আমার অনেক শুভেচ্ছা। এশার পেশা কী? কোথায় থাকে? সেটা জানার ব্যাপারে আমার একটা আগ্রহ আছে। পারলে সেটা আগামী পর্বে জানিয়েন। আপনাকে আবারো ধন্যবাদ আজব আজব সব প্রশ্নের জট খুলবার কাজে নিয়োজিত থাকার জন্য। আমার সামনে পড়লে আপনার সবগুলো এপিসোড মন দিয়ে দেখি এবং আমার কিছু স্বজনদেরকে সেটা দেখতে উৎসাহিত করি। ভালো থাকুন ছোটভাই। অফুরান শুভকামনা।
আমি সাইকিক কি না জানি না।কিন্তু প্রকৃতির অনেক কিছু বুঝতে পারি বা আমার অনুভূতিকে নাড়া দেয়।গাছের ভাষাটা আমার কাছে খুবই সহজ হয়ে গেছে।এজন্য কোনো সাধনা করিনি।হয়তো প্রকৃতির প্রতি ভালোবাসার কারণে।
আপনার চ্যানেল বেশ জনপ্রিয়তা পাচ্ছে। দোয়া থাকছে এগিয়ে যান আপনাকে কয়েকটা চ্যানেল রিকমেন্ড করছি আপনি তাদেরকে শুনতে পারেন। আপনার কনটেন্ট ক্রিয়েশনে সাহায্য হতে পারে। ১. next level soul podcust ২. innerinfinity
বাংলাদেশে এই পডকাস্ট গুলো হয় আমি জানতাম না আমি শুধু ইন্ডিয়ার পডকাস্ট গুলোতে দেখতাম,, এনার কথাগুলো একদম সত্য এবং অনেক deep কথা, সবাই বুঝতে পারবে না❤❤ এটা rakhi universal শক্তির দ্বারা করা যায়।
wow.
আমার এগুলো বিষয় খুব ভালো লাগে। কিন্তু এতো গভিরে যেতে পারছিনা।
অনেক গভির বিষয়।
বুঝতে অনেক কষ্ট... জানি না কি জেনো হয়েছে।
যাই হোক বিষয় গুলো বুঝতে চাই। খুবই ইন্টারেস্টিং।
উন্নত বিশ্বে অনেক অনেক আগে থেকেই এই বিষয়গুলো নিয়ে বিস্তর আলাপ আলোচনা হয় আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি শুরু করলেন অনেক বেশি শুভকামনা। কোন বাধা যাতে বাধা না হয়ে দাঁড়ায় সজাগ থাকবেন।
ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। চেষ্টা থাকবে অবশ্যই
ব্লাক ম্যাজিক বলে একটা জিনিস আছে। আর ইসলাম ধর্মেও সেটার কথা বলা আছে।
@@JotangkoBrand-1.618ua-cam.com/video/nix36Fs2HfY/v-deo.htmlsi=BrJSc8nyGamWXbbc
wow.
আমার এগুলো বিষয় খুব ভালো লাগে। কিন্তু এতো গভিরে যেতে পারছিনা।
অনেক গভির বিষয়।
বুঝতে অনেক কষ্ট... জানি না কি জেনো হয়েছে।
যাই হোক বিষয় গুলো বুঝতে চাই। খুবই ইন্টারেস্টিং।
এই অনুষ্ঠানের ভাষা সবাই বুঝবে না যাইহোক গোপন কথা সব প্রকাশে বলে দিল সাধারণ মানুষ কিছুই বুঝতে পারছে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ধন্যবাদ যে আল্লাহ পাক আমাকে যোগ্য বানাইছে এগুলা বোঝার জন্য
3rd eye, প্যারালাল universe তথ্য সায়েন্সর বিষয় হলেও এটা আমাদের হিন্দু ধর্মে আছে।।।। কিন্তু আপনাদের ধর্মে এসব নেই তাই আপনাদের এই বিষয়ে মাথা না ঘামানোই উচিত
@moulisa-kar1405 আপনাকেও যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সে আল্লাহর সৃষ্টি করেছে এটা ভুলে গেলে চলবে না ঘোরে কিন্তু আমরা সবাই একসাথে আদি পিতার ছেলে সন্তান আমরা
@@moulisa-kar1405 ধর্মে না থাকলে মাথা ঘামিয়ে জ্ঞানার্জন না করার কথা কি আপনার ধর্মের কোথাও লেখা আছে?নাকি জ্ঞানার্জনের সবই আপনার ধর্মের পৈতৃক সম্পত্তি।সব কথায় ধর্মকে টেনে আনার বদ অভ্যাসের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
হিন্দু ধরমে আপনারা যাকে ইউনিভার্স বলেন, সেই ইউনিভার্স এর সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ। তিনি আমাদের কথা শুনেন, আমরা যা চাই তাই দেন। আপনারা এফারমেশন করেন আর বিশ্বাস করেন। আমরা দোয়া করি আর পূর্ণ বিশ্বাস রাখি আমি যেটা চেয়েছি সেটা পাবোই। বিশ্বাস করতে না পারলে আমি মুসলিম-ই হতে পারলাম না। তোমরা গ্রেটিটিউড ফিল করো, আমরা শুক্রিয়া আদায় করি। সব কিছুই আমাদের কাছে ক্লিয়ার আলহামদুলিল্লাহ@@moulisa-kar1405
@@nasirAli-pf6cq islamic study ase ki adew? nafs ki bolte parben?
যার চেতনা যতোটুকু প্রস্তুত সে ততোটুকুই গ্রহণ বা বর্জন করবে এই পর্বটি থেকে।
গত ১২/১৩ বছর এইসব বিষয়ে পড়াশুনা করেছি , করছি ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে কিন্তু বাংলাদেশে এই সব বিষয়ে এতো সুন্দরভাবে গুছিয়ে publicly প্রকাশ আপনার আগে কেউ পারেনি । অনেক ধন্যবাদ ও শুভ কামনা।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
APU APNAR SHATE AMIO EKMOT JANAI
@@JotangkoBrand-1.618Vaiya next episode kobe diben, Apnake Dhonnobad Janai vaiya
❤
same,,
ভাই আমি আপনার নিয়মিত দর্শক,
আমি সম্মানের সাথেই বলছি এই মেয়েটি হয়তো কুফরীর সাথে জড়িত নয়তো মেন্টালি সিক
Note:- সে আপনার গেস্ট হওয়ার যোগ্যতা রাখেন না , এই সমস্ত বিষয়ে ক্লিয়ার করতে হলে এক্সপার্টের মন্তব্য নিবেন|
18:47 (চাপাই জোর আছে)
17:16 (আন্দাজে ঢিল)
21:00 ( সম্পূর্ণ ইলুমিনাতির থিওরি প্রমোট করতেছে মেয়েটি)
You are my soul brother too. Right now I am 32 years old. I am a doctor, at once I was a religious preacher, I studied astrology and human behaviour psychology, learned photography, now working in plants and gardening, I am also a pet lover, I always enjoy philosophical discussion, daily read more than 20 newspaper, love geopolitics, enjoy to learn history in every nation. Overall I am a knowledge seeker person like you.
বেশি না অল্পই বলি।
উনি জিন এফেক্টেড। কিন্তু উনি নিজেও জানে না। আফসোস। আল্লাহ হেফাজত করুন।
#Abdul_Karim_Khan এই ভাইটি কিন্তু তোমাদেরই মুসলমান ধর্মের 💝
ua-cam.com/video/qj-qVHej3Ts/v-deo.htmlsi=_y2n0dV5EGkK3m0Z
ইনারও কিন্তু শুরুটা ছিলো হিন্দুধর্মকে #উপহাস করার দিয়ে । সে #জাকির_নায়েকের ভিডিও দেখত আর হিন্দুদের গালিগালাজ করে বেড়াত। এবং হিন্দু ধর্মীয় নোংরা গল্পগুলো আরও জানতে জব্দ করবে এমন উদ্দেশ্যেই বিভিন্ন গ্রন্থগুলো পড়াশোনা শুরু করে শাস্ত্র, পুরাণ, তন্ত্র সব । তারপর ইনার আগ্রহ বশত নিজে চেষ্টা করে এবং তারপর নিজের মধ্যে কিছু উপলব্ধি করতে পেরে এক #গুরুর সান্নিধ্যে যাওয়া শুরু করে। ইনাকেও কিন্তু এর #মাওলানা উনার মাথায় বিষ ঢেলেছিলো যে, এসব থেকে দূরে থাকতে এগুলো নাকি #শয়তানী কাজ কর্ম। কিন্তু সে তার ভুল বুঝতে পারে যখন হিন্দু রীতি এবং গুরুর শেখানো ক্রিয়ার চর্চা করে। তারপর হিন্দুধর্মের হাজারটা প্রশ্ন যা উনার মনে ছিলো,,, কিভাবে হয়েছিলো, কেন হয়েছিলো,,, এই সব কিছুর উত্তর সে পেয়ে যায় এবং তা এখন সবাইকে জানাচ্ছে 💝
সৃষ্টি আর দেব-দেবীর রহস্য বোঝা কোন সাধারণ মানুষের কম্ম নয়,,,তবে বুঝতে পারবে,, যদি তুমি অসাধারণ হও এবং এই অসাধারণ হওয়ার পদ্ধতিও আমাদের সনাতন ধর্মেই আছে,,,, জানো, শেখো, বোঝো 🙏🙏🙏
তবে এটুকু বিশ্বাস রাখতে পারো, সনাতন ধর্মে কোথাও #হেদু_মোছলা বা একছত্র বিশ্বাসের ভার চাপানো এসব #হিংসার লেশমাত্র নেই। মানুষকে ভালবাসতে ও তার উপকারার্থে কাজ করতে পারার উপযুক্ত করে গড়ে তোলাই শেখায় সনাতন ধর্ম 💝💝💝
#Abdul_Karim_khan এর ২ টা UA-cam চ্যানেল দিলাম দেখে নিওঃ
youtube.com/@spiritualkarimoldyoutube?si=m1y9WJPEarJ1GjAd youtube.com/@spiritualkarimoldyoutube?si=C7mxoEZeN5qguGxv
এই #Abdul_karim_khan ভাই এর থেকেও বিখ্যাত আর বয়োজ্যেষ্ঠ একজন আধ্যাত্মিক মুসলিম বাক্তি আছেন যিনি সনাতন ধর্মের এমন এমন জ্ঞান ধারণ করেছেন যা জ্ঞানী বাহ্মণ-পন্ডিতকেও টক্কর দেবে। এরকম একজন বিখ্যাত ব্যাক্তি হলেঃ #Sri_M
এটা #Sri_M এর UA-cam চ্যানেলঃ
youtube.com/@thesatsangfoundation?si=iOCAoYWt_OApCHnG
এরকমই মনে হচ্ছে
গাছ ইহ জন্মে মানুষ হয় আবাল এরা পথহারিয়েছে
একদম।উনি লিমিট ক্রস করে ফেলেছেন।যার কারণে এখন উনি নিজেই ভিক্টিম হয়ে গেছেন।এই কারণে ইসলামে গুপ্তবিদ্যা চর্চা নিষেধ
@@HabibaAkter-f3w9uআমারও তাই মনে হচ্ছে। আমার সাথেও জ্বীন আছে। অনেক কষ্টে এর শয়তানি কিছু কমিয়েছি। কিন্তু পুরাপুরি যায় না। কত ভডং যে জ্বীনেরা জানে। কত উত্তক্ত যে করে এরা! কোনটা যে আত্মার সাথে যোগাযোগ আর কোনটা যে, জ্বীনের দুষ্টামী বোঝা কঠিন হওয়ার কথা। আর জ্বীনরা অনেক প্লাস-মাইনাস করে ভবিষ্যতবানী করে এবং এরা অধিকাংশ সময় মিথ্যা কথা বলে। এবং বিভিন্ন ধারণা-চিন্তার উদ্ভব ঘটায়। বুজুর্গব্যক্তি ছাডা এদের চাল-চক্কর বোঝা মুশকিল।
তবে যাই বলেন, জটাংকের প্রতিটা ভিডিও-তে কিছু নতুন জানতে পারি।
এতদিন ইংলিশে হিন্দিতে পডকাস্ট দেখতাম এসব বিষয়ে এখন বাংলায় এমন কাজ দেখার সুযোগ করে যেওয়ার ধন্যবাদ।
Name ki podcast er or channel
আমি দেখতে পাচ্ছি উনার মেন্টাল বডিতে প্রবলেম আছে।
১৮ মিনিট পর্যন্ত শুনলাম।
উনার কথা ভালো লাগলো মুটামুটি, কিন্তু উনি বারবার জন্মের ব্যপারে যা বললেন তা সঠিক নয়।
আমার বিনীত অনুরোধ- উনি যেন গাছদের কাছে যান এবং প্রশ্ন করেন যে তার কথা সঠিক কিনা!!
right
তিনি সত্য বলছেন। কিন্তু এই সত্য প্রমাণ করা খুব কঠিন। আমরা এখান থেকে অনেক পিছিয়ে আছি। বলা যায় আমাদের মূল থেকে পিছিয়ে আছি। এবিষয়ে কথা বলার মত মানুষিকতা এই মুহুর্তে যথেষ্ট নয়।
আল্লাহ মানুষ কে একবার দুনিয়ায় পাঠান তারপর মৃত্যু। আর মৃত্যুর পরে আছে পরকালের জীবন। মানুষ কখনো গাছ ছিল না।আর মৃত্যুর পরে আছে পরকালের জীবন। আখিরাত হিসাব নিকাসের দিন মানুষ কে আবার জীবিত করা হবে তারপর জান্নাত আমলনামা ভালো হলে আর জাহান্নাম পাবে আমল নামা খারাপ হলে। এতদিন কত কিছু নিয়ে গবেষণা করছেন আজ আমি আপনাকে ইসলামের দাওয়াত দিলাম। কুরআন পাঠ করুন আপনার অন্তরের চোখ খুলে যাবে। আর আপনি বলে সব কিছু বুঝতে পারেন তাহলে এটাও বুঝতে পারবেন ইসলাম সত্য ধর্ম। আর আল্লাহ কাফের লোক কে হেদায়েত দান করেন না কারন আল্লাহ কুরআনে বলেন তাদের কানি ছিপি দিয়ে দিছি অন্তরে মহর মেরে দিছি।আপনার থার্ড আই বলছেন কপালে সম্পূর্ণ ভুল।কুরআন বলছে অন্তরে। যাই হোক আল্লাহ আপনাকে সঠিক পথে আসার তৌফিক দান করুক।
আপনি যদি কোরান হাদিস সম্পর্কে আরো ভালো ব্যাখ্যা জানতে চান, তাহলে, ইউটিউবে আসিফ মহিউদ্দিন তার ভিডিওগুলো শুনবেন। ইসলামের গভির ব্যাখ্যা জানতে পারবেন ইনশাআল্লাহ।
ভালো লাগলো। ঠিক যায়গায় শেষ করেছেন। ধন্যবাদ। অপেক্ষায় থাকলাম পরের অংশ শোনার...❤ আসলে বাস্তবতা ও পূর্ব বিশ্বাস সব সময় নাও মিলতে পারে এটা অনেকেই মানতে চান না। অনেকে আবার তার পুরোনো বিশ্বাসের বাইরে কিছু শুনতেই চান না। যাই হউক খোলা মনে বাকীটুকু শুনতে চাই। পরে না হয় কিছু বলার থাকলে বলা যাবে। দু’জনকেই অভিনন্দন। "সোল ব্রাদার" কথাটা ভালো লেগেছে।
ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য
এই বিষয়গুলো নিয়ে আমি নিজেও গবেষণা করি। এখন থেকে পরের দিন আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম মানুষের স্পিরিট তথা আত্মা একটা আলোকরশ্মি বা একটা এনার্জি। বিস্তারিত কথা বলেছিলাম ঐদিন। যাক এতদিন পরে আমার কথাবার্তার সাথে কোন একজনের মিল পেলাম দেখে ভালো লাগলো। ❤
আলহামদুলিল্লাহ, নামাজ আদায়ের সময় আমার চোখে লাইট চলে আসে অর্থাৎ জায়নামাজে সেজদার জায়গায় আলো চলে আসে আবার চলে যায়। সুবহানআল্লাহ।
আমারও এমন হয়েছে
মানুষের রুহ আল্লাহ নিকটবর্তী হতে থাকার লক্ষন আল্লাহর মোহাব্বত বৃদ্ধি পেতে থাকা, এবং অন্তর আলোকিত হতে থাকা, এটা তাহাজ্জুদ নামাজে বেশি ঘটে।
Aj thake ami suru korbo@@abdul_ohab844
আপনার third eye অথবা pineal gland সক্রিয় হতে যাচ্ছে। এই জন্যই আপনি আলো দেখতে পান।।
@@abdul_ohab844 রাইট
এই Podcast ta আপনার চ্যানেল এর মানের সাথে যায় না,,,topic selection ঠিক আছে কিন্তু guest সঠিক না,,,
আধ্যাত্মিক কথাওবার্তা যা সবাই বুঝবে না। কিছু নেতিবাচক কমেন্ট দেখলাম আমন্ত্রিত অতিথির বিরুদ্ধে। তাদেরকে বলবো দয়া করে ভিডিও টা খুব নিরিবিলি পরিবেশে আবার দেখুন। অনেককিছু বুঝতে পারবেন আশা করি।
Era tobuo bujhbena oi brain eder nai
💁♂️ প্লিজ কেও নিজে থেকে এসব করতে যাবেন না পাগল হয়ে যাবেন, শয়তান আসবে ভালো কেও না। যারা ভালো তাদের কাছে এক্নেই আসে, আল্লাহর পক্ষথেকে হেল্পার ❤
উনার কথা শুনলাম,সবই তার পড়াশুনা থেকে নেয়া।উনার নিজের কোনো অভিজ্ঞতা নেই এ বিষয়ে।যাদের আসলেই এরকম অভিজ্ঞতা হয় তাদের লাইফস্টাইলে উনার মত থাকে না।
তার super power নিয়ে পৃথিবীতে আসে নাই, যখন তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন তখন আল্লাহ তাদের সেই ক্ষমতা পৃথিবীতে সাময়িকভাবে প্রদান করেন। 29:31
উনি এতোকিছু শিখলেন জানলেন অথচ কথা বলার সময় নিজের নার্ভাসনেস কন্ট্রোল করতে শিখলেন না। আগে ত কথা বলতে শিখুন, তারপর না হয় পাবলিক প্লাটফর্মে নিজের "অনুভূতি/মতামত" প্রকাশ করতে আইসেন।
কিছু দিন পর সুজা পাবনা যাবার রাস্তা সহজ হবে তোমার জন্য, 37:38
আপনারা দুজনকেই অনেক ধন্যবাদ, এখানে অনেক ভালো ভালো কথা ছিল, কেউ যদি মেট্রিক্স নিয়ে থাকে তাহলে তার চোখে কথাগুলো পাগলের, আবার কেউ যদি 5D থেকে থাকেন তাহলে তার জন্য ছিল অনেক মেসেজ
আধ্যাত্মিকতা সবার জন্য না বাছাইকৃত কিছু পুরনো আত্মাদের জন্য, তাদের লাইফ পারপাস শেষ করার জন্য ,এই 3D বড় বড় সার্টিফিকেট অর্জন করার জন্য না তাদের মাধ্যমে সমাজের মানুষ অনেক উপকৃত হয়। কিন্তু তাদের এই জীবনটিও খুব সুখের হয় না তাদের অনেক কষ্ট যন্ত্রণার ভিতরে যেতে হয় আধ্যাত্মিকতা অনেক কঠিন (ধন্যবাদ)
খুব চমৎকার মন্তব্য করলেন । অনেকের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা
You are right 👍
আমি বাংলাদেশ এই বিষয়ে এত সুন্দর আলোচনা আপনাদের ভিডিও তে দেখেছি শুধুমাত্র, আমার ছোট থেকে ভীষণ ভালো লাগে এরকম আধ্যাত্মিক বিষয় সম্পর্কে জানতে। আমি আপনার ভিডিও সবসময় দেখি। আসা করি এ ধরনের ভিডিও আরো আনবেন। আর পূনজন্ম আছে বলেই আমারা নিজেদের কর্মফলের জন্যই কেউ ধনী/ গরীব ঘরে বা কেউ সুস্থ/ অসুস্থ হয়ে জন্ম নি। যদি পূনজন্ম না থাকে তাহলে সবাই সমান ভাবেই সৃষ্টি হওয়ার কথা।
বিস্ময়কর তথ্য, তবে আগ্রহী হয়েই শুনছি।
উনার বিস্তারিত পরিচয়টা জানার প্রয়োজন বোধ করছি, মোহিত হয়ে গেলাম উনি আমার আত্মার আত্মীয় ❤
এই অতিথিকে আনার ফলে আপনার অনুষ্ঠানের মান অনেক নিম্নে চলে গেছে সেটা কি আপনি বুঝতে পারছেন?
অপেক্ষায় আছি এই পডকাস্টের পরের অংশ দেখার জন্য, আজ ১২ দিন ধরে অপেক্ষা করছি প্রতিদিন একবার আপনার চ্যানেল চেক করে যাই।
অনেক ধন্যবাদ। আজ ৮ থেকে ৮.৩০ এর মধ্যে পাবেন আশাকরি
ভালই লাগছিল কিন্ত যখন বলা হলো এই গাছটিও কোনদিন হয়তো বড় বিজ্ঞানি হয়ে যেতে পারে পুনর্জন্মের মাধ্যমে তখন আর বিশ্বাস হলোনা
আমার ও।
এটা বুঝার শক্তি আপনার নাই।।।।মেডিটেশন করেন বুঝে যাবেন।।।।
Reincarnation is real you believe or not that doesn't make it unreal!
@@Naturalbabu4083 আপনিও উনার কথা বুঝেন নি।যেটা সত্য সেটা হলো মানুষের এই জগতের কাজকর্মের প্যারালালি আলমে বারযাখের ডাইমেনশন তৈরি হয়, যেটা এই জগতের কামাই, মৃত্যুর পর সেই জগতে যাবে এবং সেই বানানো জগতে কেয়ামত পর্যন্ত কমফল পাবে । এটাই সত্য, রাসূলের কথা।
@@khairunnesamim8040 আপনিও উনার কথা বুঝেন নি।যেটা সত্য সেটা হলো মানুষের এই জগতের কাজকর্মের প্যারালালি আলমে বারযাখের ডাইমেনশন তৈরি হয়, যেটা এই জগতের কামাই, মৃত্যুর পর সেই জগতে যাবে এবং সেই বানানো জগতে কেয়ামত পর্যন্ত কমফল পাবে । এটাই সত্য, রাসূলের কথা।
"সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য সুপথ না চিনিলে পাবিনি মানবের দর্শন "
This is just a hypothesis about thinking. If you think in deep mind you are talking with sun, you can feel that too. But literally that is just occurs inside our brain. And about the trees signals to prevent from elephant is different things, trees has their own signal passing mechanism but it's not acceptable to directly talk with them by human brain, though there are infinity numbers of things exist but we are unable to understand, observe even feel. Rest of things seems acceptable.
এই পর্বটার ২অংশ কখন আপলোড করবেন?? অপেক্ষায় আছি
wow.
আমার এগুলো বিষয় খুব ভালো লাগে। কিন্তু এতো গভিরে যেতে পারছিনা।
অনেক গভির বিষয়।
বুঝতে অনেক কষ্ট... জানি না কি জেনো হয়েছে।
যাই হোক বিষয় গুলো বুঝতে চাই। খুবই ইন্টারেস্টিং।
অনেক গভির বিষয়।
বুঝতে অনেক কষ্ট... জানি না কি জেনো হয়েছে।
যাই হোক বিষয় গুলো বুঝতে চাই। খুবই ইন্টারেস্টিং।
100% জিন এফেক্টেড।
Vondami chara kichui na.free te Nijer branding korlo r ki.
কিন্তু আমি গত শত বা হাজার বছর পূর্বে বা ভবিষ্যতে টাইম ট্রাভেল করে সেই সময়ের সাথে কানেক্ট করতে পারি।
এটা কি আমার কল্পনাশক্তি?
কিন্তু তার উৎকৃষ্ট প্রমাণ হলো ২০০৮ বা ২০০৯ সালে যে সময়টাতে আমি বিচরণ করতাম এখন আমি সেসময়গুলো,মুহূর্তগুলো পার করি।এবং পারিপার্শ্বিক অবস্থার সাথে, পরিস্থিতির সাথে তা মিলে যাওয়ার রেটিং ৯৭%..।
এবং পৃথিবীর যেকোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনার সাথে মিলে যাওয়ার রেটিং ৯৫%...।
আমার এসব বিষয়ে খুব আগ্রহ
ফাউল একটা এপিসোড! অন্তত এই চ্যানেল থেকে এই ফালতু এপিসোডটা এক্সপেক্ট করিনাই।
In Bangladesh, 99% people do not bother spirituality. People only conscious of their religion. Most religious people are not even spritual I found. I hope this kind of show can spread spirituality among mass people. Go ahead bhai. Great work. Appreciating a lot.
Thanks and Regards
Exactly agree with you
Heart touching.... Amio psychic...❤❤❤
আল্লাহর পরেই আল্লাহর হাবিবের স্থাণ পরে অন্যান্য নবী ও ফেরেশতাদের স্থাণ।
সুতরাং এই মহিলাটি স্টাডি করে বা ভিন্ন ধর্মীয় আধ্যাত্মিক বই পড়ে বলছেন।উনার আধ্যাত্মিক কিছু নাই কিছু মেডিটেশনের ফলে অল্প একটু ভিন্ন অনুভূতি অনুভব করেন বা ফ্রেশ অনুভব করেন বা গভীর চিন্তা করতে পারেন আর কিছু না।....
উনি যা জানেন আপনি তার অর্ধেক ও জানেন না কারণ আপনি নিজেকে ওই পর্যায়ে নেন নাই।।।সবাইকে ওই geyan দেওয়া হয় নাই।।।যদি দিত সবাই বুঝে যেতো
Shohomot
Gach Pala Allah er name e jikr Kore.So eder language ache,certainly.ei Jonno punorjonmo believe korar Kono karon nai
I don't understand je islam e bola ase je manush akbar jonmo ney r akbar more...tahole ai information apni koi pailen?? Or kon dhorme pailen je manush akbar gach hoye jonmay abar manush hoye jonmay??
আপু অনেক সুন্দ্র বলেছে, কিছু জিনিসে উনার বুঝ উনার নিজের মত। এটা একেক জনের একেক অভিজ্ঞতার উপর নির্ভর করে, কারন, সবার সোল স্পিরিট এক না। এই আপু কি শিখায়? ফেবু আইডি দেয়া যাবে
রাকিব ভাই
টপিক্স টা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু গেষ্ট সম্পর্কে কনফিউজড। অনুরোধ থাকলো আরো ভালো কাউকে গেষ্ট হিসেবে আনার জন্য। ধন্যবাদ
এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আমার অসম্ভব ভালো লাগে।
কিন্তু এই পর্বটি হতাশা জনক।
Will try to better for next.
ua-cam.com/video/yjbIdxnob5s/v-deo.htmlsi=I7YWl106X4SuQVFf
@@JotangkoBrand-1.618.. ua-cam.com/video/yjbIdxnob5s/v-deo.htmlsi=I7YWl106X4SuQVFf
You're making beautiful show , Proud of you bro !!💙
porer episode kobe asbe?
আমি দুঃখিত স্যার মেয়েটির সাথে আমি একমত হতে পারলাম না তার কথার মাঝে পূর্বজন্মের সরাসরি ইঙ্গিত পাওয়া গেছে
আমার মনে হয় পূর্ব জন্ম জিনিস টা ঠিক না। কিন্তু আমাদের আত্মা একটা এনার্জির মতো। আর ফিজিক্স থেকে আমরা জানতে পারি, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। তাই আমাদের আত্মার কোনো সৃষ্টি বা ধ্বংস নেই । শুধু আমাদের শরীরের শুরু ও শেষ আছে। সে হিসেবে আমাদের পৃথিবীর জন্মের অনেক আগে থেকেই আমরা exist করি। সেটা কে আগের জন্ম না বললেও আগের জীবন বলা যেতে পারে। এবং আমরা মৃত্যুর পর আবার সেই জীবনে ফেরত যাবো আর আল্লাহ জান্নাত আর জাহান্নামে আমাদের ভাগ করে দেবেন।
জন্মান্তরবাদ সত্য। এমন কী কুরআন এ অনেক ইঙ্গিত আছে এই সম্পর্কে। এমন কী হাদিস ও আছে যেখানে এই সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে :
আমিও জন্মান্তরবাদে বিশ্বাস করি।
একটি হাদিসে রাসূল( সাঃ) বলেনঃ-
আমি আদম সন্তানদের প্রত্যেক যুগের উত্তম শ্রেনীতে যুগের পর যুগ প্রেরিত হয়েছি।অতঃপর এই যুগে প্রেরিত হয়েছি।যে যুগে বর্তমানে আমি আছি।
(বোখারী শরীফ, ১ম খন্ড৫০৩ পৃষ্ঠা, মেশকাত শরীফ, ৫১১ পৃষ্ঠা । মুসনাদে আহম্মদ৯ম খন্ডের২৫ও ৯৬ পৃষ্ঠা। তাফসীরে মাজহারীর ১ম খন্ডের ১৩৪ পৃষ্ঠা)
সহীহ: বুখারী ৩৫৫৭, মুসনাদে আহমাদ ৮৮৪৪, শুআবুল ঈমান ১৩৯২, আবু ইয়া'লা ৬৫৫৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ৮০৯।
ua-cam.com/video/yjbIdxnob5s/v-deo.htmlsi=I7YWl106X4SuQVFf
অনেক গভীরের বিষয় যা আমি বুঝতে পারছি কিন্তু শুনতে শুনতে ঘুম আসি যায় 😅
She is making connection with Jin soul. Not human soul.
Felt so..
Not only Jin but also human soul.
Next video kabe asbe ?
Dekhar jonno opekkha korchi
I tried to find the 1st episode. May I get the link please?
অন্তরচক্ষুই আসল চক্ষু!অন্তর চক্ষু দিয়েই আধ্যাত্মিক মানুষ আশেপাশের মানুষ ও মানুষরূপী অমানুষদের পার্থক্য করতেন!
Kotha gulu scientific mone hocche na,,,,,,onekei emon ache jara nijeke extra ordinary mone kore,,,tara odhikangsho somoy mental disorder a voge,,,,so amar mone hoy tar o emn kuno problem thakte pare,,,eita valo vabe identify howa dorkar,,,,aager video ta valo legeche eitar tulonay,,,,,
বিষয় গুলো আপনার বই পড়া, আর মানুষিক ধারণা, স্রস্টা থেকে সরাসরি পাওয়া না। যে জানে, সুনে, দেখে সরাসরি ও সপ্নে, আগাম বলতে পারে, জাকে বোঝানো হয় কোনো না কোনো ভাবে, তার কোনো সময় বা দিন ক্ষন মিডিয়া কিসুই লাগেনা,
Thank you so much ❤
মেয়েটার ঢং টা একটু বেশিই। তো সে এত কিছু জানে তাইলে সে কয়েকশো বছর আগে সে কি ছিল সেটা বলুক শুনি।।।।
ভাইয়া, আপনার প্রশ্নগুলো খুব সুন্দর ছিল। তবে, আরো পরিষ্কারভাবে জানতে চাচ্ছিলাম। মনের মধ্যে প্রতি সেকেন্ডে তৈরি হওয়া প্রশ্নগুলো অনেক সহজেই আপনি করেছেন। আপনার সাথে কখনো দেখা করার সৌভাগ্য হলে হয়তো এসব বিষয়ে অনেক কথা বলা হতো এবং অনেক কিছু জানতে পারতাম। তবে, আপনার এই অনুষ্ঠানটির সাথে সব সময় আছি এবং থাকবো আশাকরি। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো।
ধন্যবাদ মন্ত্যবের জন্য । এ বিষয়ে বিস্তারিত জানাতে এবং কথা বলতে চাইলে মেইল করুন : roman4hasan@gmail.com
গেস্ট আলোচনায় যা বললেন সব ওনার পড়াশোনার মাধ্যমে জানা কিছু বিষয়,,,,,,,, ওনার নিজের স্পিচুয়াল কোন অভিজ্ঞতা নাই,নিজের অভিজ্ঞতার বিষয় বলতে যেয়ে মিথ্যার আশ্রয় নিয়েছেন।
100% এই মহিলা কোন ভাবেই অ্যাস্ট্রাল প্রজেকশনের অভিজ্ঞতা লাভ করে নি। সব শোনা আর পড়া নলেজ।
আমার অভিজ্ঞতা থেকে বলছি উনি সত্য বলছেন। যার চেতনা যেমন সে তেমন বুঝতে পারছে।
সহমত, উপস্থাপকের প্রশ্নে ভদ্রমহিলা যেভাবে উত্তর দিচ্ছিলো, আমি ঠিক আনকমন প্রশ্নে এইভাবে পরীক্ষার খাতায় এককথা বারেবার লিখতাম। উনি যে আত্নীয় মারা যাওয়ার বিষয়ে যে অভিজ্ঞতার কথা বললো, আমি এর চাইতেও বেশি ফীল করতে পারি, এবং স্বপ্নেও দেখতাম। এখন বেশি বেশি আল্লাহর আশ্রয় চাওয়াতে এসব থেকে অনেকটাই দূরে আছি।
দিদিভাই আপনি যা বললেন খাঁটি সত্য কথা কিন্তু অনেকেই বুঝবে না ধন্যবাদ আপনাকে
অনেক সুন্দর আলোচনা হয়েছে, নতুনরা এগুলো বুঝবে না। বাংলাদেশে এমন স্পিরিচুয়াল বিষয়ে কথা কেউ বলে না। আপনি সঠিক একটা বিষয় চয়েস করেছেন।
মনোযোগ দিয়ে সব কিছু শুনলে বা বুঝলে কিছু না কিছু পাওয়া যায়, যদিও সব কিছু সত্য বা গ্রহন যোগ্য নয়! এখানে গড বা এঞ্জেল বিষয় না যোগ করলেও চলতো! তবে চমকপ্রদ ছিলো!
আলহামদুলিল্লাহ, আমি অনেক কিছুই আন্তাজ করতে পারছি💚🙏
I can believe every single word of her.. It's a experience.. Without experience no one can feel... It's not for everyone... Spiritual awakening bole ekta kotha ache.. ei journey er moddho diye jara giyeche.. etai ekmatro ei bishoyta bujhte parbe...
Ekya probad ache.. "If someone find anything beyond his body, then death is nothing for him" ...
Ei bishoyta.. o eikhan theke esheche
Thanks
আসসালামুয়ালাইকুম, আপনার চ্যানেলর প্রায় প্রতিটি পর্ব দেখার ও বোঝার চেষ্টা করি। কিন্তু এই ধরনের অনভিজ্ঞ অতিথি এনে চ্যানেলর মান নষ্ট করবেন না pls....
আমিও ছোট থেকেই গাছ ভালোবাসি। মোটা গাছকে জড়িয়ে ধরতাম ঠিক মায়ের মতো মনে হতো। এখনও মন খারাপ হলে গাছের সাথে কথা বলি। অসুস্থ হলে গাছের কাছে বসে থাকি। গাছের সাথে কথা বললে গাছ দ্রুত বড় হয়। শুনেছি লতানো গাছ মিউজিক পছন্দ করে। হুমায়ুন আহমেদ স্যার ও গাছ খুব পছন্দ করতেন।
গাছের শেকড় দারুণ নেটওয়ার্ক, গাছের যোগাযোগের মাধ্যম।
তুইও পাগল
We want more video cast like this. Thanks for this knowledgeable video.
উনি ৮৪ লক্ষ জন্মের তথ্য কোথায় পেলেন? প্রমাণ কি?
৭২ হাজার এঞ্জেলের তথ্য কোথায় পেলেন?
উনার মধ্যে স্পেশাল কিছু পেলাম না। আফসোস।
উনার থেকে রাকিব হাসান নিজেই অনেক বেশি জানেন।
সবই মানলাম কিন্তু পুনর্জন্ম বলে কিছুই নেই ।আমরা মুসলিম এটা আমরা জানি।
পুনর্যর্ম আছে কর্মফল অনুযায়ী।।।।
অনেক উপকৃত হলাম। ধন্যবাদ।
আহারে নতুন পাগলি, ২০ বছর এসব নিয়ে ঘাটাঘাটি করে কিছুই পাইনি। এক কথায় সব ভুয়া।
She is trying to contact with jin but not human..doya kore ay gulaa dekhe keo abar planchet kora shuru korbena na.and opening 3 Rd eye it's almost impossible..
আমি নিজের মধ্যে কিছু কিছু
জিনি দেখি,, আমি কিছু কথা আগে বলে দিতে পারি কিন্তুু কেনো হয় জানি না 🧘♂️
কিছু ব্লেক মেজিগ আর কি কিছু আন্তাজি পাগল এর প্রালব
কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি
উনি যে বিষয় গুলোর উপর কথা বলছে এই বিষয়ে এনার জ্ঞান প্রাথমিক পর্যায়ে,,এনাকে নিয়ে,,এমন একটা জনপ্রিয় চ্যানেলে আলোচনা করলে হতাশ হতে হয়.. এমন একটা গুরুপ্ত পূর্ন টপিক্স নিয়ে, আলোচনা করতে হলে প্রকৃত জানা লোক নিয়ে বসতে হয়,,এই বিষয়ে উনি নিজেই ভাল জানেন না
আর আপনি ওনাকে প্রশ্ন করছিলেন না আপনার মনে কি চলছে সেটা জানার জন্য,,,আসলে সেই সময় আপনি অসত্বি ফিল করছিলেন৷ কারন আপনার সোল ঠিকই বুঝতে পারছিলো,,ওনি আসলে ঠিক ঠাক কিছুই বলতে পারছিলো না,,
সঠিক হলে রিপ্লাই দেবেন
ভাই এই জন্য অধির অপেক্ষায় ছিলাম না অামরা। এর কথা দ্বারা অামরা কোন উপকৃত হইনি। ওনিতো দুরের কথা অনার মতো অার অন্য কাইউকেই যেন অাপনার এপিসোডে না দেখি। আমাদের সময়ের দাম অাছে। দয়া করে আমারা সতিই উপকৃত হতে পারি এমোন লোক নিয়া অাসবেন। আসাকরি আপনিও ভালো বুঝছেন অনার সম্পর্কে।
আমার মা সবসময় বলে , গাছের পাতা ছেড়ার আগে, তার থেকে পারমিশন নিতে হয় । নাহলে সে কষ্ট পায় ।
অজানা বিষয়ে আলোকিত হলাম। অদ্ভূত কিছুও জানলাম। ধন্যবাদ।
বাংলাদেশের মানুষ এখনো অনেক কিছু জানি না কিন্তু জানার সময় হয়েছে
আমরা অনেক পিছিয়ে আছি সত্য জানার চেষ্টা করুন......... এখনই সময়..........
নিজেকে তৈরি করতে হবে।
ঠিক বলছেন।
আপুটা ঠিকই বলেছে আপনি একমাত্র মানুষ যে জট খুলতে নেমেছে,
Is it related to illimunity??
Nope 🙂↔️ related to spirituality. Something beyond the things we see and know.
Illuminati is related to satan. Worshiping satan. But it’s actually not like that.
খুব অসাধারণ আলোচনা ❤️❤️❤️❤️
Numerology ,angel number ei related full podcast rakhben plz
কিছু দিন পর সুজা পাবনা যাবার রাস্তা সহজ হবে তোমার জন্য,
আমিকি আপনাদের সাথে যোগাযোগ করতে পারি? ❤❤❤
Next Episode Kobe Diben Vaiya.
Relative mara jawa ba kono khrp kisur age amio feel korte pari eta onker shathei hoy shunsi but valo kisu howar age ter paina r amr life a valo kisu hoy o na🙂
অনেক কিছু অজানাকে জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে।
প্রথম পর্ব কোথায়?
Waiting for next third eye episode, as early as possible. Thanks
এসব ব্যাপারে আগে কেউ কথা বলে নাই।
আপনিই শুরু করেছেন সেজন্য সাধুবাদ জানাই।অসংখ্য ধন্যবাদ।
তবে অতিথিদের পূর্ণ পরিচয় দিবেন আশা করি।
ফলে দর্শকরা স্পষ্ট ধারনা পায়, যে কথা বলছে তার কথা কতটা গ্রহনযোগ্য হবে।
ছোট ভাই, আপনার এই এপিসোডটির কিছু জায়গায় আমি বারবার টেনে টেনে দেখে সেটা আত্মস্থ করার চেষ্টা করেছি। মিষ্টি এশার এসব কথা শুনে কখনো তাকে নিছক মানসিক অসুস্থ বলে মনে হচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না, তার সম্পর্কে। তবে, কথাগুলো বেশ এনজয় করছিলাম। কিন্তু আপনার মতো ঝানু মিডিয়া ব্যক্তিত্বের সামনে বসে তাকে একটু বেশিই নার্ভাস লাগছিলো। পরের পর্বটি দেখার আশায় রইলাম। তবে ভালো লেগেছে যে মিষ্টি এশার মতো আমিও একজন প্রকৃতি প্রেমিক কৃষিবিদ। সরকারের উচ্চপদে (সাবেক মহাপরিচালক, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি, কৃষি মন্ত্রণালয়) চাকরি করে এখন অবসরে। এশাকে আমার অনেক শুভেচ্ছা। এশার পেশা কী? কোথায় থাকে? সেটা জানার ব্যাপারে আমার একটা আগ্রহ আছে। পারলে সেটা আগামী পর্বে জানিয়েন। আপনাকে আবারো ধন্যবাদ আজব আজব সব প্রশ্নের জট খুলবার কাজে নিয়োজিত থাকার জন্য। আমার সামনে পড়লে আপনার সবগুলো এপিসোড মন দিয়ে দেখি এবং আমার কিছু স্বজনদেরকে সেটা দেখতে উৎসাহিত করি। ভালো থাকুন ছোটভাই। অফুরান শুভকামনা।
ভালোই লাগলো এ-ই ভিডিওর নেক্সট ভিডিও চাই
Next Episode Kobe ?
আমি সাইকিক কি না জানি না।কিন্তু প্রকৃতির অনেক কিছু বুঝতে পারি বা আমার অনুভূতিকে নাড়া দেয়।গাছের ভাষাটা আমার কাছে খুবই সহজ হয়ে গেছে।এজন্য কোনো সাধনা করিনি।হয়তো প্রকৃতির প্রতি ভালোবাসার কারণে।
Same
চমৎকার আলোচনা ❤
আলোচনাটি খুবই সুন্দর, তবে যদি ইংলিশ শব্দ গুলা কম ব্যবহার করা হয় তাহলে হয়তো আমার মত সাধারন মানুষরা খুব সহজভাবে বুঝতে পারতো।
কিছু কিছু কথা ছাড়া সবই আজাইরা.... খুবই ফালতু.... এই সাইকির কথায় কনফিডেন্ট কম, অভিনয় বেশি।
গুরুত্বপূর্ণ আলোচনা অনেকদিন দরে খোঁজে চলেছি পাইনি
আমি আপুর সাথে কথা বলতে চাই
আপনার চ্যানেল বেশ জনপ্রিয়তা পাচ্ছে। দোয়া থাকছে এগিয়ে যান
আপনাকে কয়েকটা চ্যানেল রিকমেন্ড করছি আপনি তাদেরকে শুনতে পারেন।
আপনার কনটেন্ট ক্রিয়েশনে সাহায্য হতে পারে।
১. next level soul podcust
২. innerinfinity
369 freemasonry symbol. 3th eye