Anirban Bhattacharya Interview | Part 1 | Speaking of Cinema

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 329

  • @rajashreekundu9819
    @rajashreekundu9819 4 роки тому +24

    এখনো পর্যন্ত একজন বাঙালি অভিনেতা কে এত পরিষ্কার বাংলায় কথা বলতে দেখে সত্যি অবাক হলাম। আর এমন ইন্টারভিউ দেখে তো মন ছুয়ে গেছে।দুজনের জন্যে ই রইলো শুভেচ্ছা।।

  • @TheKrishanuMukhoti
    @TheKrishanuMukhoti 5 років тому +270

    মাত্র ৬মিনিট এখনও অবধি দেখছি৷ তার মাঝেই কমেন্ট করতে বাধ্য হলাম। বহুদিন বাদে একটা যথাযথ ইন্টারভিউ দেখলাম যাতে ইন্টারভিউয়ার পড়াশুনা করে এসেছেন এবং পর্যাপ্ত সময় দিচ্ছেন। আর অনির্বাণের কথা নতুন করে বলার কিছু নেই, নিজে সমৃদ্ধ হওয়া যায়৷ বাকিটা শুনতে থাকি।

    • @indiancitizen4334
      @indiancitizen4334 4 роки тому +2

      jotharto bolechen.

    • @AnglingIndia
      @AnglingIndia 4 роки тому +2

      Ek Dom thik kotha

    • @keka4958
      @keka4958 4 роки тому +2

      Right

    • @tanusridebnath5036
      @tanusridebnath5036 4 роки тому +2

      Porasuna Na kore gele anirban jere kapoor poriye debe.... 😂😂😂😂😂

    • @dsgp85
      @dsgp85 4 роки тому +1

      6 minute baade comment korlen maane apni impatient

  • @tanmoybauri7493
    @tanmoybauri7493 3 роки тому +26

    "বাংলা ছবির বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ অভিনেতা" ♥️😊

  • @surajitdutta9740
    @surajitdutta9740 4 роки тому +80

    অনির্বান অনন্যসাধারণ। এটা আমার ব্যক্তিগত দুর্ভাগ্য যে প্রিয় ঋতুপর্ণের সাথে অথবা ওনার পরিচালিত কোন ছবিতে অনির্বানকে পাবো না। মনে হয় এটা সকল বাংলা সিনেমাপ্রেমীরই আক্ষেপ।

  • @dipanwitasamanta277
    @dipanwitasamanta277 5 років тому +11

    বেশ লাগে অনির্বাণ আপনার অভিনয় .. ভীষণ ক্যাজুয়াল আর পারফেক্ট অভিনয়..

  • @susmitapaul887
    @susmitapaul887 4 роки тому +9

    অনির্বাণ ❤️....tomar ato sundor কথা

  • @foisalswarup1067
    @foisalswarup1067 5 років тому +87

    বাংলাদেশ থেকে ভালবাসা অবিরাম প্রিয় অনির্বাণ, ভরসা রাখি পেটের দায়ে আজেবাজে কাজ করে প্রতিভা আর অনুশীলনে গড়া দুর্দান্ত শিল্পস্বত্তা না হারাক।

    • @kekaghosh6074
      @kekaghosh6074 3 роки тому +1

      কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিনা।খুব খুব খুব সুন্দর লাগলো ।

    • @arunimabanerjee6512
      @arunimabanerjee6512 3 роки тому +1

      শিল্পসত্ত্বা ছাতা বা রুমাল নয় দাদা, যে হারিয়ে যাবে। সেটা আজেবাজে কাজ করুক, আর না করুক। আর কাজ টা যে কোনো কর্মীর কাছে কাজ ই, সেটার আজেবাজে বা আজেবাজে নয়, এরকম কোনো দেওয়াল হয় না।

  • @sharmibhattacharyya3610
    @sharmibhattacharyya3610 5 років тому +75

    By far the best interview of an actor in recent times... Kudos to the person taking the interview...

  • @Rana-j2t8z
    @Rana-j2t8z Рік тому +2

    অনির্বাণ এর ভারি গলার স্বর আমায় পাগল করে দেয়❤️ খুব ভালোবাসি তাঁর অভিনয়, ব্যক্তিত্ব, গান এমনকি প্রযোজনাও🔥

  • @sahebbera6676
    @sahebbera6676 3 роки тому +2

    খুব ভালো interview কি সুন্দর যুক্তিভরা সব প্রশ্ন আর প্রতি প্রশ্নের কি সুন্দর ও যথাযথ উত্তর

  • @deyargha
    @deyargha 2 роки тому +2

    এত সুন্দর বাংলা শব্দ আর এত সুন্দর বাংলা উচ্চারণ করা একজন প্রকৃত অভিনেতা অনির্বাণ

  • @swiyadutta4655
    @swiyadutta4655 3 роки тому +1

    First of all, asadharon interviewer , he's such talented, well educated ebong thikthak proshno koreche thikthak somoye r ei interview er jonno ba er baaire se j ritimoto porasona kore seta tar kothai bojha jachhe , r Anirban mneh just awesome, down to earth, educated, onk kichu sekha jai enar kache

  • @hojaifaalmamduh
    @hojaifaalmamduh 4 роки тому +8

    অসম্ভব ভালো একটা ইন্টারভিউ হইছে এটা। গত ৪ বছর ধরে ইন্টারভিউ করে বেড়াই, এই পূর্ব প্রস্তুতিটা আমাকে আনন্দ দিলো।

  • @anuecon9989
    @anuecon9989 4 роки тому +5

    ভীষণ রকম ভালোবাসা অনির্বাণের জন্য

  • @gunjanrasha
    @gunjanrasha 4 роки тому +6

    Very soon the entire bengali film industry will recognised by name of this gentleman ... What. A actor ..

  • @rahulspeaking
    @rahulspeaking 5 років тому +198

    অনেকদিন বাদে কোনো বাংলার ইন্টারভিউয়ারকে দেখলাম ভাঁড়ামি না করে ইন্টারভিউ নিতে

  • @aryaroy194
    @aryaroy194 5 років тому +7

    বাইরের দারুন বৃষ্টির সাথে, গল্প যখন জমে যায় চা টাও ভুলে যাও, তার মানে পর্যায় টাই আলাদা ❤️

  • @sultanmohammadarif5370
    @sultanmohammadarif5370 4 роки тому +12

    অনির্বাণ দা আমি তোমায় অনেক ভালোবাসি এত অল্প সময়ে নিজের জায়গা পাকা পোক্ত করার সহজ কাজ নয় যেটা তুমি খুব স্বল্প সময় করিয়ে দেখিয়েছো। তুমি সর্বকালের সেরা বাঙালি অভিনেতা হতে পারো সেই দোয়া করি আমি আমার মন থেকে।

    • @samyakdas2074
      @samyakdas2074 4 роки тому

      Ha akdom

    • @EMONEeowja
      @EMONEeowja 3 роки тому

      তার পার্সোনালিটি বেশ ভালো লাগে।।
      ৮/১০ টা অন্যান্য অভিনেতাদের মত না।। ❤️

  • @AS-pk4by
    @AS-pk4by 5 років тому +19

    This is how an interview needs to be conducted. Such an enriching experience for all of us hearing Anirban opening his heart. Kudos to both of you.

  • @NilanjanGhosal
    @NilanjanGhosal 5 років тому +136

    ইন্টারভিউয়ার কে কুডোস। পাল্লা দিয়ে প্রশ্ন করে প্রসঙ্গ তুলে এনেছেন নানা দিকের।
    নিখুঁত কাজ।

  • @rahulmukherjee7431
    @rahulmukherjee7431 3 роки тому

    অসম্ভব ভালো একটা ইন্টারভিউ দেখলাম। প্রত্যেকটা প্রশ্নের ধরন এবং অনির্বাণ দাস সাবলীল উত্তর এককথায় অনবদ্য ।

  • @phinix8819
    @phinix8819 8 місяців тому

    দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা। অসাধারণ বক্তব্য সব

  • @sksakawatzahid
    @sksakawatzahid 3 роки тому +3

    অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় দেখেই তার ইন্টারভিউ দেখতে আসলাম। একজন শিল্পী হচ্ছে সেই ব্যক্তি যিনি খুব দুরন্ত ভাবে চরিত্রে ঢুকে পড়েন। এজন্যই তার ফ্যান হয়ে গেলাম।
    ভালোবাসা রইল 🇧🇩🇧🇩 বাংলাদেশ থেকে৷

  • @Thank_Me_Later
    @Thank_Me_Later 4 роки тому +16

    Great actors originate from theater. ❤❤❤

  • @ayanmitra6863
    @ayanmitra6863 5 років тому +28

    his thoughts demonstrate how much efforts he puts on his acting...actor with an honest soul

  • @manidipasenhalder5083
    @manidipasenhalder5083 5 років тому +24

    Asombhob valo interview. Anchor ke onek dhonyobaad emon ekta interview conduct korar jonno.

  • @sutapajana9685
    @sutapajana9685 4 роки тому +1

    Anirban er kotha sab samay amake apluto kore,samhridho kore.... r prashno gulo khub strong and real.

  • @mausumibhattacharya2079
    @mausumibhattacharya2079 4 роки тому +2

    দুর্দান্ত লাগল। এত high profile interview বহুদিন পর দেখলাম। অনির্বানের থেকে জানলাম অনেক কিছু অভিনয় সম্বন্ধে। আর সেটা জানতে সাহায্য করল যে intervew নিল তার knowledgable and judicious প্রশ্ন। খুব ভাল লাগল program টা। যে interview নিল তার নামটা জানার ইচ্ছা রইল।

  • @kasfizamanshama2136
    @kasfizamanshama2136 4 роки тому +1

    অনির্বান তুমি অনন্য, অসাধারণ!
    মুগ্ধতা বিরামহীন.......

  • @somnathkonar9628
    @somnathkonar9628 5 років тому +5

    Gumnaami te Tomar acting amr khub khub khub bhalo lagcha dada ❤️❤️❤️

  • @ndy6
    @ndy6 10 місяців тому

    অরিত্র 'র ইন্টারভিউ নেবার ভঙ্গি, তারসঙ্গে বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়গুলোকে আত্মস্থ করা,সব মিলিয়ে এক ঝলক তাজা হাওয়া। অণির্বান বরাবরের মতই অসাধারণ!

  • @sucharitasamajdar4801
    @sucharitasamajdar4801 5 років тому +60

    Kothai sharmila showhouse er Moto faultu channel r kothai erom enriching interviews very nice attempt. Keep going guys. love Anirban♥️

    • @jerinsultanarij
      @jerinsultanarij 4 роки тому +2

      Sharmila question ar theke baje boke besi r onk oil dei

    • @SamGeet
      @SamGeet 4 роки тому +3

      সঠিক প্রসঙ্গ উত্থাপন করেছেন। একটু আগেই এটাই আমি ভাবছিলাম মনে মনে।

  • @bitanray6839
    @bitanray6839 4 роки тому +2

    One of the wittiest interview. Talking from the western aspects, starting from British to American film history, to the adaptation in incomparable Bengali film industry. শিক্ষাটা সত্যি important, acting এর পরিপ্রেক্ষিতে তো নিঃসন্দেহে

  • @subho2553
    @subho2553 4 роки тому +2

    Best interview , oshadharon obhineta ..
    Oshadharon point of views ....
    Oshadharon explanation ....
    Hats off to you Anirban babu .....

  • @SubhashBhadra-m3j
    @SubhashBhadra-m3j Рік тому

    Asadharan,anabadya Bangla vashar dakhal er interview. Dujon Kei asonkhya dhonyabad specially hat's off to super star anirban

  • @sharmisthabanerjee154
    @sharmisthabanerjee154 3 роки тому

    Osadharon laglo Anirban er interview dekhe.

  • @jayatidutta6900
    @jayatidutta6900 4 роки тому

    One of the best interviews I have ever had!!!!!!....really....jekono kajer gurutyo k khub valo vabe ...govir vabe.. Anirbaan ekhane ullekh korechen ...r jini interview ti nichhen...uni o khub porashona korei esechen...

  • @sanhtiachatterjee4088
    @sanhtiachatterjee4088 4 роки тому

    খুব সুন্দর সাক্ষাৎকার । যিনি নিয়েছেন তিনি অসম্ভব ভালো ।

  • @saikatbanerjee369
    @saikatbanerjee369 5 років тому +4

    Onekdin por dekhlam Anindya da..Darun hoyeche..Chaliye Jao..

  • @ananyadeysarkar3058
    @ananyadeysarkar3058 5 років тому +3

    Asadharon interview.. Eto valo interview niyechen bhai . Apnake congraz....

  • @SmartBengali
    @SmartBengali 4 роки тому +1

    অনেকদিন বাদে একটা যথাযত ইন্টারভিউ দেখলাম । ইন্টারভিউয়েরকে ধন্যবাদ ,এতো সুন্দর সুন্দর প্রশ্ন করে ইন্টার্ভিউটি উপস্থাপনা করার জন্য । সব থেকে যেটা ভালো লাগলো উপস্থাপক অনির্বাণকে বলতে দিচ্ছেন , আজকাল বেশিরভাগ সঞ্চালকই যাঁকে ইন্টারভিউ করছেন তাঁকে আসলে তাঁর কথা বলতেই দেন না ,কথার মধ্যে কথা বলে ইন্টারভিউয়ের ছন্দ কেটে দেন । একটা অদ্ভুত দেখনদারি ভাব দেখি তাঁদের মধ্যে । একটা প্রপার ইন্টারভিউ নেওয়ার জন্য যিনি নিচ্ছেন তাঁকেও যথেষ্ট পড়াশোনা করতে হয় মানুষটি সম্পর্কে ,তাঁর কাজ সম্পর্কে। এক্ষেত্রে সেটা যে যথাযত হয়েছে তা বলাই বাহুল্য ।ব্যক্তিগত ভাবে আমি মনে করি , থিয়েটার ব্যাকগ্রউন্ডের জন্যই অনির্বান ভট্টাচার্য আজকে এই জায়গায় এসেছেন ।

  • @LittlestarSG
    @LittlestarSG 4 роки тому +2

    Onakdin por akta darun interview daklam.. Ar thake onak kichu sekhar ache🧡🧡

  • @satyapriyapati335
    @satyapriyapati335 5 років тому +80

    Ai prothom dekhlam kono Bangali abhineta ke ato kom ingraji sobdo bybahar korte..khub bhalo laglo..nato bhulbal bangla ar engraji mesano kotha sune sune birakti dhore gachlo..

    • @SamGeet
      @SamGeet 4 роки тому +5

      যথাযথ বলেছেন। বাঙালী হয়েও আজ আমরা নিজেরাই বাংলা ভাষার মর্যাদা খর্ব করতে উঠে পড়ে লেগেছি।

    • @sb-oo8oc
      @sb-oo8oc 3 роки тому +1

      একদমই। ইনি বাঙালির গর্ব❤️❤️

  • @nilotpalchatterjee8778
    @nilotpalchatterjee8778 4 роки тому +4

    One of the most versatile actor of Bengali film industry

  • @soumitabhattacharya4515
    @soumitabhattacharya4515 4 роки тому

    khub i productive interview, bortomane jara interview ney, prio ful bolo, priyo rong bolo, eto obantor kotha ar byaktigoto prosne bhorano thake, tar jaygay eta ekta sotti onno class.

  • @sudipamondal4827
    @sudipamondal4827 4 роки тому +24

    অনবদ্য ইন্টারভিউ ..... কোন রকম ফাজলামি নেই.... আর তার কথা থেকে প্রমাণিত যে সে কতটা দিয়ে অভিনয় করে থাকেন..... আর সব থেকে ভালো লাগলো পুরোটাই বাংলা বলেছেন .....

  • @stringsntones
    @stringsntones 5 років тому +13

    Wow.. So humble and well educated the interviewer is..Good job brother..

  • @malaynayak7714
    @malaynayak7714 5 років тому +3

    One of the best interview....khub valo laglo

  • @swagatabanik6580
    @swagatabanik6580 4 роки тому +1

    Sera Sera Anirban da ...good personality ...Ei Jonyoi film e apni onobodyo.. .....apnar interview self confidence barie dei.....valo thakun apni

  • @anirbansarkar9375
    @anirbansarkar9375 5 років тому +23

    kudos to the interviewer.

  • @Thesparkofficial-p5f
    @Thesparkofficial-p5f 4 роки тому

    Akta kothai bolbo apurbo interview ... Mon bhore gelo.. eto gyan best actor

  • @mistimukherjee7607
    @mistimukherjee7607 3 роки тому

    Interviewer ke osonkho dhanyabaad et bhalo ekta interview neoar jonyo . Eto bhalo bhabe seta neoar jonyo .

  • @prantikbose2158
    @prantikbose2158 5 років тому +4

    Anek din bde akta valo interviewer k dekhlm.. keep it up..good work

  • @avirupbasu3277
    @avirupbasu3277 5 років тому +3

    khubi bhalo interview ta, very insightful.

  • @mysticsounds3178
    @mysticsounds3178 4 роки тому +1

    Is it me only....or u all also can hear his heartbeat????

  • @MsDX1990
    @MsDX1990 4 роки тому +7

    Extremely well conducted and controlled interview🤗🤗

  • @saeedhasan7363
    @saeedhasan7363 4 роки тому +1

    অসম্ভব গুণী একজন অভিনেতা।

  • @dilkibaatnew
    @dilkibaatnew 4 роки тому +12

    চরিত্রের সাথে প্রসেসিং হবার সময় "দাদা, চিনিতে চা দেবো? " কিংবা "এগরোলে লঙ্কা দেবো? " এটা অনির্বাণ দা সেরা বলেছেন।। 😂

  • @swagotoghosh8524
    @swagotoghosh8524 4 роки тому +1

    Interview is more than a experience. Movie niye passion r valobasha thaklei eto valo interview hoy. Ajebaje kotha gossip kichhu nei, just. Awesome. Subscribed.

  • @dr.chiranjib8889
    @dr.chiranjib8889 4 роки тому +1

    Anekdin por akhon valo bangali interviewr ke dekhlam.... Amar khub valo laglo...

  • @kmoobin
    @kmoobin 4 роки тому +6

    The Interviewer is awesome!

  • @mehabubhasan6045
    @mehabubhasan6045 4 роки тому +1

    এক কথায় বলতে গেলে অসাধারণ..

  • @subhajyotidas2127
    @subhajyotidas2127 5 років тому +17

    Great content, quality of questioning and as usual enriching answers by the talented actor

  • @sayandeychaudhuri8588
    @sayandeychaudhuri8588 4 роки тому

    anirban er kotha e khub e depth ache..acting teacher hisebe darun hobe future e....kintu host chele tio darun...well read...sensible...nije na boke anirban ke boliyeche...great interview

  • @Rana-j2t8z
    @Rana-j2t8z Рік тому +1

    Anirban is the best actor in bengali industry nowadays ❤️🌻

  • @jaydipdas4852
    @jaydipdas4852 2 роки тому

    This interview is good because the interviewer asked all pertinent questions without trying to sensationalise it and brought out the wisest best in Anirban. Highly admire the actor so can't tolerate he being asked irrelevant questions.

  • @FoodpaletteYT
    @FoodpaletteYT 4 роки тому

    Sotti bomkesh dakhar por badhho holam tomar fan hote🤗 seriously ato sundor tomar ovinoy koto sundor Bangla language tomar...just osadharon... extremely talented Anirban tumi

  • @diyadritabhowmik590
    @diyadritabhowmik590 4 роки тому

    Just asadharon kaj korecho cybertalkies, sotti eto guni hoa sotteo eto ta sabolil vaba jai na, 1st part ta dekhe e 2nd ta dekhte baddho holam, somoy ta valo jinis dekhate dite pere anondito bodh korchi, keep going, all the best fr Actor anirban da

  • @spanditamukherjee
    @spanditamukherjee 4 роки тому +1

    একটাই কথা বলব অনির্বান তুমি অসাধারণ । দারুণ সাক্ষাৎকার। তোমরা বাংলাতেই বেশির ভাগ কথা বললে আমিও বাংলায় বললাম । আরও একটা কথা আমিও রবীন্দ্রভারতী থেকে M.A. করেছি।😊
    ভালো লাগল।

  • @ohyesabhi2938
    @ohyesabhi2938 5 років тому +2

    It's a fantastic interview..kono vaat boka nei..khub enriched holam..

  • @askarnab
    @askarnab 4 роки тому +10

    this interview sets as the interview model.

  • @razinsk2714
    @razinsk2714 4 роки тому +5

    Really you are very talented actor.

  • @jyonaya003
    @jyonaya003 2 роки тому +3

    Great job Anindya❤️🙌
    Loved the conversation 😊

  • @chaitichakraborty8385
    @chaitichakraborty8385 2 роки тому

    অনিন্দ্য যে ইন্টারভিউয়ার সে আজ নিজেই একজন অভিনেতা, পুরো ইন্টারভিউটাই অনবদ্য, আদতে কোনরকম ন্যাকাপনা ছাড়া "ইন্টারভিউ" ❤️

  • @gopalbhawal
    @gopalbhawal 4 роки тому +6

    The Interview was awesome , as the interviewer and Anirban both are Superb in their individual capacity and skill. Brilliant Articulation and Questions with relevant discussion. Loved it . A special Shoutout for the interviewer, amazing job done.

  • @abyutb
    @abyutb 3 роки тому

    He is one of the most versatile actor. Keep on making grate movies.

  • @sroy2078
    @sroy2078 4 роки тому

    Jini interview nichhe take boddo bhalo laglo. Otyonto Bhodro sikhhito ekjon interviewer. Onekdin por eto shundor representation dekhlam. 🙏
    R ANIRBAN to ANIRBAN e hoy❤

  • @somabose9651
    @somabose9651 5 років тому +6

    Interviewer awesome. . Anirban কে নিয়ে একটা কথা বলি, কয়েক সেকেন্ড মনে হলো, টালিগঞ্জ industry র atmosphere নিয়ে ওনার অপছন্দের ইঙ্গিত করলেন উনি । কিন্তু উনি তৌ সেখানেই ...

  • @subhadeepdhar2350
    @subhadeepdhar2350 4 роки тому +2

    Interviewer and Anirban, both are❤️❤️

  • @srbhanja
    @srbhanja 5 років тому +10

    U got a subscriber only because of this fine actor. I am fascinated to see his portrayal of Anuj Dhar in Gumnami! Thank you.

  • @snehasisdas3779
    @snehasisdas3779 4 роки тому +7

    A productive interview...discussion in utmost excellence

  • @bzdasgupta
    @bzdasgupta 5 років тому +6

    Lovely interview..really impressed..

  • @BishalSarkarSpeaking
    @BishalSarkarSpeaking 4 роки тому +9

    Educated interviewer. Stunned by your listening skills. You reminded me of Tom Bilyeu of Impact Theory.

  • @shuvendughosh6310
    @shuvendughosh6310 5 років тому +8

    Best interviewer

  • @indranilchatterjee5324
    @indranilchatterjee5324 5 років тому +5

    Tumi osadharon anirban da. Daarun 🤘🤘

  • @debmalya2632
    @debmalya2632 4 роки тому +2

    What a knowledged person Anirban is !

  • @sutapasarkar9779
    @sutapasarkar9779 4 роки тому +1

    বাহ্.... এরকম সাক্ষাৎকার সম্প্রতি দেখেছি বলে মনে পড়েনা!!! দুটো পর্ব শেষ হয়ে যাওয়ার পরও মনে হচ্ছে কেনো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলো!! সাইবার টকিজ কে অনেক শুভেচ্ছা জানাই....

  • @dipakbanerjeetourtravels7933
    @dipakbanerjeetourtravels7933 4 роки тому +1

    Anirban er voice ta darun

  • @hasibulmondal4497
    @hasibulmondal4497 3 роки тому

    This is a actor because of whom you go to watch acting and which is very rare now a days

  • @AnglingIndia
    @AnglingIndia 4 роки тому +7

    Darun interview and good questions

    • @swagatabanik6580
      @swagatabanik6580 4 роки тому +1

      Ekdom..Anirban da. Darun Darun Darun....simple but good personality...AR sonchalok .Tara music ER tea break e korten..vision valo laglo.

  • @WrikYT
    @WrikYT 4 роки тому +1

    Ami akhn midnapore e thaki. Abong anirban da amader moto chhelera jara acting korte chai tader ka6e inspiration.
    Legend manush tumi...salute......
    Amio 12 er por theatre korte chai...akdin tomar moto hote chai ...☺
    Ato valo actor hoe jaoar por o tumi ato down to earth ja a.ar sobcheye valo lage...

  • @amlanjsarkar9583
    @amlanjsarkar9583 2 роки тому

    অনির্বাণ ভট্টাচার্য আমার পছন্দের অভিনেতা, আমার inspiration, আমি নিজের অভিনয়কে ভালোবাসি, এবং আমি রবীন্দ্র ভারতী তে থিয়েটার নিয়ে পড়ার ইচ্ছে পোষণ করি এবং সেই মত আমি এবছর এপ্লাই করতে চলেছি, আমি জানি না আমি নিজেকে যোগ্য প্রমাণিত করে রবীন্দ্র ভারতী তে শিক্ষার্থী হিসেবে নিজের স্থান করে নিতে পারবো কি না, তবে অনির্বাণ ভট্টাচার্য হলেন আমার সবসময়ের inspiration, আমার স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার শক্তির ইন্ধন...আমি থিয়েটার এবং সিনেমায় অভিনয় করা নিয়ে এত আগ্রহী সেটা অনেকেই বিশেষত আমার পরিবার ভালো চোখে দেখে না এবং সমর্থনও করে না, তার কারণ তাদের একটা বদ্ধমূল ধারণা অভিনয়, থিয়েটার, সিনেমা জগৎ অত্যন্ত কুরুচিপূর্ণ এবং নোংরা- তাদের এই ধারণা আমি বদলাতে চাইলেও পারি নি আমি বহু চেষ্টা করেও, এবং এই মনোভাবের জন্য আমাকে প্রতিনিয়তই নানারকম নেতিবাচক মন্তব্য শুনতে হয় আমার সিদ্ধান্তের কারণে...আর প্রায়শই এইরকম negative reaction পেতে পেতে খুব অসহায় লাগে, confused লাগে, হতাশ লাগে যে আমার ভালোলাগা হয়তো সত্যি এমন কিছুর প্রতি যার কোনো value নেই জীবনে...কিন্তু এই মুহূর্তগুলোতে এত কিছুর পরেও সবসময়ে আমাকে আমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেন অনির্বাণ ভট্টাচার্য, তার অভিনয়, তার এই অভিনয় জীবনের যাত্রা। আমি জানি না আমি আমার স্বপ্নের পথে সফলতা অর্জন করতে পারবো কিনা, তবে আমার একটাই বড় আশা- আমি যাতে কোনোদিন অনির্বাণ ভট্টাচার্য Sir আপনার সান্নিধ্যে আসতে পারি, আপনাকে যাতে কোনোদিন আমার শিক্ষক হিসেবে পেতে পারি, নিজেকে ধন্য মনে করবো।

  • @arpobiswas1164
    @arpobiswas1164 4 роки тому +1

    Aaj i prothom channel ta dekhlam..Interviewer is just wow ❤️❤️❤️..dada apni apnar channel e regular video upload korun please..channel ta onek beshi grow korbe..Banglai emn intellectual youtuber vison vabe dorkar..jali actors ar overrated youtuber e vore giyeche..please dada apni regular upload korun..movie review korun

  • @Rana-j2t8z
    @Rana-j2t8z Рік тому +1

    Anirban is a living legend 💥

  • @sambitasartcraft8369
    @sambitasartcraft8369 4 роки тому +1

    Sob cheye sera interview... anek kichu janlam

  • @gadgetxi8795
    @gadgetxi8795 5 років тому +3

    Ei na holo actor!!! Kotha batra r level ar tar explanation...ufff ..
    Choromm!!!

  • @abhishekghosh4817
    @abhishekghosh4817 5 років тому +12

    A very educative and intellectual interview. Being an Actor myself, this interview is just another short course for me. So many references have been mentioned. Looking forward to more such productions.

  • @haimantikundu1252
    @haimantikundu1252 4 роки тому +1

    Khuub valo akjon manush...kotha sunei boja jae..

  • @surachandrababu576
    @surachandrababu576 4 роки тому

    অসম্ভব সুন্দর ইন্টারভিউ!

  • @Withlovemunmun
    @Withlovemunmun 5 років тому +97

    একজন অভিনেতার ইন্টারভিউ এরমই হওয়া উচিৎ। এত জ্ঞান আছে তাও কতটা স্বাভাবিক আর সাবলীল। অঙ্কুশ হাজরা ও নিজেকে অভিনেতা দাবি করেন, হাসি পায়।

    • @DAlexStore
      @DAlexStore 4 роки тому

      😢😢😊😊

    • @swagatabanik6580
      @swagatabanik6580 4 роки тому +3

      Ekdom thik kotha ..sotty ki opurbo personality .AR depth....

    • @ThESoaiBAbdullaH
      @ThESoaiBAbdullaH 4 роки тому +2

      Gyan a6e bolei ato swavabik sabolil