Anirban Bhattacharya Interview | Part 2 | Speaking of Cinema
Вставка
- Опубліковано 5 лют 2025
- Listen to one of the most skilled, versatile and talented Actor of this generation, Anirban Bhattacharya as he opens up on his movies, deep love for acting and his experiences as an Actor in Bangla cinema.
আমাদের এই প্রজন্মের অন্যতম অভিনেতাদের মধ্যে এক অনির্বাণ ভট্টাচার্য কথা বললেন তার সিনেমা নিয়ে, অভিনয়ের প্রতি তার ভালোবাসা নিয়ে এবং বাংলায় অভিনয় করার নানান অনুভব নিয়ে।
#AnirbanBhattacharya #Gumnaami #GhawreBaireyAaj #dawshomawbotaar
For more such videos subscribe to Cybertalkies at: bit.ly/CyberSu...
Follow us on:
Website: cybertalkies.com
Facebook: / cybertalkies
Twitter: / cybertalkies
Instagram: / cybertalkies
Cybertalkies is a web channel intended to promote cinema of India and particularly Cinema of Bengal through video essays on films, interviews and discussions on films. It is intended primarily for the purpose of stimulating informed discussions and criticism of cinema and towards such purpose the programs use short extracts of cinematograph films, sound recordings and photographic works. These clips and extracts are of a minimal nature and the use is not intended to interfere in any manner with their commercial exploitation of the compete work by the owners of the copyright. The use of works are in compliance with the fair dealing exception provided under Sec. 52 of the Copyright Act, and we asset our use of the works under the exception provided for criticism and review.
দুটো পর্বই দেখলাম just মুগ্ধ হয়ে গেলাম ❤️
Anirban bhattacharya ❤️❤️
Asadharan interview...mughdhota moneprane Cheye roilo
Erokom interview ajkal hoi! Aha mon bhorey gyalo... Ato bhalo toiri interviewer.. Amazing. Anirban... bolai bahulyo
খুব ভালো লাগলো। অনেক ভালো করার মধ্যে একটা দারুণ কথা শুনলাম, নাটকে বারবার এক্স পেরিমেন্ট করা যায় কিন্তু ছবির ক্ষেত্রে ডিসিশন নিতে হয়।
অসাধারণ অসাধারণ
Thank you anindya..onek kichu sikhlam ekhan theke!
Protiti proshno r protiti uttorer porote porote osadharom sikkha ekta uttejok prapti holo...
1st stage of acting learning, God bless you.
অনির্বান❤
Loved it.
Osm love you anirban da
কী ভালো সারগর্ভ সাক্ষাৎ কার শুনলাম এবং কতো কিছু জানলাম।দু'জনকেই আন্তরিক ধন্যবাদ।
❤️❤️❤️❤️
🙏🙏🙏
I personally know the interviewer.he is a very good and telented guy.he is very very knowledgeable.after quiet a very long time seen such a good interview.and for Anirban Bhattacharya he can be described as "Lamba Recer Ghora"
Core actor speaking
Oshaaadharon laaaglo....Shottie mone holo Ekta Acting Workshop korlam.Anindya darun interviewer and well framed questions.Poran Bandopadhyay ba Kharaj Mukherjee er interview er opekhai roilam
আবার প্রমাণিত হলো, একটা ইন্টারভিউ নেওয়ার আগে পড়াশুনা টা কতটা জরুরী।
চটকদারির যুগে এরম Rich Interview অনেকদিন পর দেখলাম। ধন্যবাদ... আরো ভালো কাজের অপেক্ষায় রইলাম।
একদম ঠিক বলেছেন
সত্যিই তাই
Apurbo anirban eibhabe egie jao ..tomar bachon vongi anobaddo. Sabtheke bhalo lage tomar satti katha bolte para ..sarno juger avineta ba avinetrider majhkhane parospathor tule ana khub muskil ..kothae gele ba kon Hale anirbaner avinae dekhte pabo ..bolben pls..
মানুষের মত মানুষ ❤️
Anirban dadar last kotha gulo sudu acting r khetre noi...jiboner sob khetre successful hote gele proyojon.... asol holo kaj bakita fatbaji...kajei asol focus thaka ta dorkar....hats off dada...thank u so much for giving a realistic advice
বহুদিন পর একটা বাংলা ইন্টারভিউ দেখলাম , যা আসলে আমাদের জন্য একটা অভিনয়ের ক্লাস ছিল ❤
Akdomi tai! ❤
Khub khub valo interview. Ami subscribe agei kore nilam. Anchor ke onek ovinondon,,ekjon truly talented actor rather,artist ke sothik aloy tule dhorar jonno.
Je interviews nicche seo darun .... Akhon ki korche se ?
Anirban asdharan actor
Tmr kotha bolar dhoron j vabe interview koro amr sob valo .jothesto tumi porasuno kore aso karor interview nebar somoy...kin2 akta jns ku jkhn kotha blche.. hm hm ha ha ta aktu kom krle bettr hoy.....ata sompurno amr bektigoto motamot. Mone holo just share krlm❤️
Stti abr bangla cinemar upore alada akta intereste as6e....thanks to anirban da,abir da etc.
(6:58- 7:34) .... 👍👍🔥❤️
Sotti osadharon ak interview dekhlam onekdin por...
Brand er reference ta kete dite paren, bhalo presentation by the way!
Ritwick babur ekta interview ki pabona????
ভাই অনিন্দ্য, আপনি কি কখনো থিয়েটার গ্রুপ এ ছিলেন, ( নান্দ্বিমুখ) । তাহলে আমি রাজা দা বলছি। আপনার ইন্টারভিউ নেওয়া টা এতো ভালো লাগলো এটা না বলে থাকতে পারলাম না।
যদি আমি ঠিক হই একটু জানাবেন। ভালো থাকবেন।
২ টো ইন্টারভিউ ই দেখলাম অনবদ্য ❤️❤️❤️❤️
অনেক দিন পর একটা ভালো ইন্টারভিউ দেখলাম। এরম আরো অভিনতার চাই।
অসাধারণ একটা ইন্টারভিউ দেখলাম। ইন্টারভিউ নেওয়ার আগে রীতিমতো পড়াশোনা করেছেন ইন্টারভিউয়ার। তাই এত দারুণ লাগল। অনির্বাণের চিন্তাভাবনা ও কথাবার্তা সুন্দর লাগল।
24:00
আমি একজন অভিনেতা হতে চাই। অনেক কিছু শিখলাম।
একদম চেনা ছকের বাইরে একটা ইন্টারভিউ...খুব ভালো প্রশ্ন...তার চেয়েও ভালো ভীষণ বুদ্ধিদীপ্ত উত্তর...ধন্যবাদ চ্যানেলকে..
অনির্বাণ কে যতই দেখি মুগ্ধ হই প্রত্যেক বার এবার.. ওনার বুদ্ধিমত্তাকে কুর্ণিশ...
অনেক ভালোবাসা অনির্বাণ কে ❤❤❤❤❤
প্রশ্নকর্তা এবং উত্তরদাতা দুজনের প্রতিই মুগ্ধ।
Legendary Actor of bengal,,,anirban
Not only Director, ekjon valo Interviewer o je Actor er theke onek kichu ber kore nite paren, tar proman ei video ta, Anirban ke niye to kichu bolar e nei, amader ei time e one of the talented actors, osadharon intelligent bolleo kom bola hoy, but also really big thanks to the learned Interviewer as well for these rich questions. Wish you all the best.
Sotti interviewer porasona kore ese6en tai jotharto prosno kor6en ar anirban toh durdanto actor ki knowledge acting niye hats off
এরকম শিক্ষিত ইন্টার্ভিউয়ার থাকলে ইন্টারভিউ ভালো হবে সন্দেহ কি? অনেক শুভেচ্ছা, সাইবারটকিস কে..
Bengali industry onekdin por khub sikkhito actor ... Opor deke bhalo host Pete choleche ..
I do feel the same .
অসংখ্য ধন্যবাদ। এই সময়ে দাঁড়িয়ে যেখানে আলাপ আলোচনার পরিসরটা কমেছে, সেখানে এই কথোপকথনটা ব্যতিক্রম। প্রিয় শিল্পীকে cliche questionsএর বাইরে গিয়ে অনেকটা প্রাণ খুলে কথা বলতে দেখে ভীষণ ভালো লাগলো 🙂 আপনাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
Eto intellectual interview first time dekhlam.. Acting class /discussion lagche, rather than interview... Really Great!!
ইন্টারভিউয়ারের প্রশ্নগুলো রীতিমত ভাবাচ্ছে। এর ধরণের রেফারেন্স আসছে বাংলা, ইংরাজী সব সংস্কৃতি মিশিয়ে অভিনয়ের যে আলোচনা হয়েছে। অতুলনীয়। সমৃদ্ধ হওয়ার মত।
Outstanding interview. The interviewer is extremely knowledgeable on world cinema. A show with outstanding actors that comes very close to the standards of 'Guftagoo' from the rajyasabha TV.
রীতিমত জ্ঞানী একটা মানুষ, ওইরকম অভিনয় কি এমনি এমনি হয়...
ইন্টারভিউ যিনি নিলেন তিনিও কম যান না। সমৃদ্ধ হলাম এমন দুটো মানুষ এর কথোপকথন শুনে। একে জাস্ট একটা ইন্টারভিউ বলে ছোটো করবো না।
❤️
Mandar ar ballavpurer roopkotha dekhar pore abaro ei interview ta shunben.
Darun Darun interview .Anirban da r ei personality sotty Darun .vision down to earth .eto simple bolei ovinoye tar ETO success......unar ovinoy tai Mon chue Jai...opurbo opurbo ...
অনির্বনের মধ্যে একটি ভারসাম্য আছে, পূর্ণতা ,আভিজাত্য ও maturity আছে, যা ওকে অন্যদের থেকে আলাদা করেছে,
Very much compact, intellectual character....
Brilliant actor after a long time....
অনেক দশক পর এমন একটা শিক্ষিত,পরিণত, মেধাবী, পরিশ্রমী ছেলেকে অভিনয় করতে দেখছি, খুব খুব ভাল লাগছে, বাঙালি হিসেবে গর্ব অনুভব করছি।
U r the jewel of Bengali industry....'Mohanayok' of future....keep working....
And I hv a humble request to you- pls don't be attached to any kind of political issue....
Pray 30 min er video kintu mone holo jeno boroi alpo smy holo eto sundor kothopokothon j eto alpe mon bhorlo na♥️
খুব ভালো লাগলো ❤️❤️❤️
Durdanto interview. Actor hisebe noi...j kno profession er manush er Joanneo eta ekta class.thanks to anirban n the host. Both are splendid.
খুব ভুল যদি না করি এর আগে অনিন্দ্য কে "আমার শহর" বলে একটি অনুষ্ঠানে দেখি সঞ্চালক হিসাবে । সেখানে এই শহরের বিভিন্ন অনুষ্ঠান তথা কর্মকাণ্ডের কথা উঠে আসত । আজ অনেকদিন পর সত্যিকারের একটা মননশীল সাক্ষাত্কার হল ।খুব ঋদ্ধ হলাম। বৌদ্ধিক আদান প্রদান ইদানীং হয়না বললেই চলে।চ্যানেল এবং পত্র পত্রিকাগুলিতে কিছু মাত্রায় স্তাবকতা চলে তা কহতব্য নয়। এ সাক্ষাত্কার ব্যতিক্রম । দূরদর্শনের "কথায় কথায় " অনুষ্ঠানের কথা মনে পড়ে গেল। অনেক ধন্যবাদ cybertalkies আর অনিন্দ্য আপনাকে ।
25.40 সেরা
Ami ae interview ta face book live e dekhe6ilm....abr you tube e o dekhlm......eto sundor......bar bar dekhte valo lage......Anirban r fan to ami onk din theke e ......Aj Anindo r question presentation ta o darun lglo......
Ei interview ta ami 6 bar dekhlam purota..ki darun alochona
এতো সুন্দর আর বুদ্ধিদীপ্ত কথা.. অথচ ২ বছরে এতো অল্প ভিউস.. মানুষ ঘুরে কিসের পিছনে..? 73 k
Interview tay Mr. Interviewer Anirban ke puro capture kore niyechilo.. mone hochhe jeno just casually adda dichhe 2jon.. sobtai cinema oriented.. kichu kichu jaygay Anirban sir keo puro confused kore diyeche.. Eto sundor homework kore ajkal interview nite khub kom e dekha jaye.. rong choriye, aal bal bokar interview er dine erom interview ajker dine দুর্বল! Darun laglo.. onek kichu janlam, sikhlam..
Amar dekha sera interview....osadharon explanation
সেরা ইন্টারভিউ। যিনি জিজ্ঞাসা করলেন প্রশ্ন গুলো ওনার ( নাম টা আমার জানা নেই কেউ বলবেন?) তারিফ না করে পারছিনা। অনির্বাণ দাদা তুমি তো সেরার সেরা।
এটাকে বলে প্রোডাক্টিভ কথাবার্তা।
Extraordinary থেকেও যদি কিছু বড়ো থাকে তাহলে।
Worth subscribing😍😍😍😍😍😍
অনিনদ্য দা
প্রতিভা এবং অনুশীলনের অসাধারণ সংমিশ্রণ। অনির্বাণ দা অসাধারণ ❤️। আর অনিন্দ্য দা দুর্দান্ত ইন্টারভিউ নিয়েছ দাদা। এতটা সম্পৃক্ত আলোচনা অনেক অনেক অনেক দিন বাদে দেখলাম। এই ধরনের চর্চা গুলো বন্ধ করে দিও না। অভিনয়ের জগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে তুমি ❤️।
e to motivation speech, welldone anirban, ki poriman homework osadharon, anindo well done
এই মানুষটাকে যত দেখি ততই inspire হই ....এই রকম ভালো channel খুব দরকার ছিল....অনেকটা ভালোবাসা রইল....আর অনির্বান তোমাকে চিরকালই ভালোবাসি ❤ এইরকম ভালো video আশায় আছি
Impeccable. I couldn't stop without hearing the whole thing. There may be controversy over many of his words. But there is no doubt that there is food for thought in every word. Stimulates the mind.
শেষ কথাটা অসাধারন।
Best actor
I randomly bumped into this interview and I am so impressed!Hats off to the interviewer ! One great stimulating conversation!
Ek ghor👏👏👏👏👏👏👏👏👍
eta acting er lecture e porinoto hoe geche..interview ar nei...too enjoyable..interviewer cheleti darun...
Oshadharon laaglo. Kotokichu Jaana gelo.
Ki knowledge go Anirban daa woww i am getting goosebumps , tumi ekdin onek onek boro star hobe
তুমি কেন আমার কাছ থেকে দূরে দূরে থাকো ☺️☺️☺️👌👌👌👌 অনবদ্য অনির্বান
অনেকদিন বাদে কোনো অভিনেতার উদ্দীপক একটা সাক্ষাৎকার শুনলাম। খুব ভালো লাগলো।
এখনো কিছুই তেমন কিছু পারফর্ম করতে দেখিনি, বাতেলা বাজিতে অনেক এগিয়ে গেছে, দেখা যাক এর দৌড় কতটা?
Natok dekhen?
Again.. Very practical..Shudhu acting niye noye, apni practical life er onek drishtibhongi alokpat korlen.. Thank you..
খুব ভালো 👌👌👌👌
অসাধারণ সঞ্চালনা। বেশ মুগ্ধ হলাম। আরো এই রকম অনুস্ঠান চাই।
Successor of Soumitra Babu has arrived
😂😂😂
Even I do feel so
One of the Most inspirational talk and interview on internet ..
বাংলা সিনেমার মাপকাঠি বদলে দেওয়ার ক্ষমতা রাখে অনির্বাণ দা ।
Thanks for sharing this.
অসাধারণ একটা interview ❤️ যে interview দিচ্ছে আর যে interview নিচ্ছে তাদের interview এর subject এর উপর এত দক্ষতা.... সত্যি দারুণ....
নয়তো আজকাল অভিনেতা এর কাছে অভিনয় বাদে যতো উল্টাপাল্টা qstn করা হয়!! আর তারাও অভিনয়(better to say jst hero) বাদে অন্য বিষয় নিয়ে কথা বলতে বেশি আগ্রহী!
#savesoil
অসাধারণ... Knowledge always matters.. সত্যি একটা বাইরের চাটুকারিতা ব্যতিরেকে একটা সাক্ষাৎকার দেখলাম.. প্রশ্ন ও উত্তর খুব সার যুক্ত.. অসংখ্য ধন্যবাদ
Onoboddo
বহুদিন পর বাংলা ভাষায় একটা আন্তর্জাতিক মানের ইন্টারভিউ দেখার সুযোগ হল, এরকম ভাল ভাল কাজ হোক cybertalkies ধন্যবাদ! #greatcontent
অভিনয়ের প্রতি আমার শৈশব থেকেই খুব আগ্রহ। কিন্তু কখনো সুযোগ হয়নি করার। যদি কখনো সুযোগ পাই তাহলে অনির্বাণের কাছে অভিনয় শেখার খুব ইচ্ছা রইলো।
Outstanding interview . This was like a 101 acting master class ! What a knowledgeable and articulate actor ! Must compliment the interviewer as well for being so well prepared and well researched as well as knowing what the audience would like to know about an actor of the calibre of Anirban Bhattacharya .
প্রশ্নকর্তার হোমওয়ার্ক প্রশংসার দাবি রাখে।
Dustu jishu koi?❤️❤️❤️❤️❤️
Khub bhalo laglo. Onekdin por valo interview shunlam. Apnader onk dhonnobad o shubhe6a.
We talk about standards about everything. Well every interviewer should learn something from Anindya. A very well structured interview rather than asking some lame and cliché questions to an actor or artist like Anirban Bhattacharya. Very thankful for both the parts. Cybertalkies, a very very great job. Will be waiting for more contents.
Very true.
অনির্বাণ কে নিয়ে বলার যোগ্যতা নেই আমার ।
তবে ইন্টারভিউ নিতে হলে পড়াশোনা করতে হয়। এইরকমই চেয়েছিলাম। আ পারফেক্ট ইন্টারভিউয়ার! Take love bro 💜
অনেকদিন পর বুদ্ধিদীপ্ত সাক্ষাৎকার দেখলাম।মুগ্ধ হয়ে গেলাম।অসাধারণ একটা আলোচনা।
A surprisingly refreshing interview. Anirban is at his usual charismatic best. But the show stealer, to me, was the interviewer. A properly structured interview.
Keep an eye out for this guy, folks. We can expect big things from him!
So true man, it has been really refreshing watching the anchor.
Darun interview ar Anirban fatafati ... sotti etto knowledgeable actor khubi kom ekhon
Both are educated enough...Rather than asking brainless questions,the only thing I can go through is a 'PURE CONVERSATION'....Carry on
বাঙালি জাতি, বাংলা প্রদেশ ,এসব অত তাড়াতাড়ি standard হবে না । আপনি হয়েছেন, আপনার talent. . দিনকাল দ্রুত বদলাচ্ছে, সব ঠিক হবে , একটু দেরী হবে ।ততদিন আপনি তালমিল করে থাকুন অনির্বাণ ।।।।।।। no 1 interview. . Outstanding anirban