আচার্য শঙ্কর এবং ভারতবর্ষের মুক্তি সংগ্রামের ইতিহাস// -পর্ব-২

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024

КОМЕНТАРІ • 1

  • @debabratadas9704
    @debabratadas9704  2 місяці тому +1

    👆 ভারতবর্ষের মুক্তি সংগ্রামের ইতিহাস এবং আচার্য শঙ্কর//পর্ব -(২) শ্রী দেবব্রত দাশ
    এক গভীর দূরদৃষ্টি ও প্রখর রাজনৈতিক সচেতনতা এবং সার্বিক কল্যাণ ভাবনা হতে আচার্য শঙ্কর যে ভাবে আসমুদ্র হিমাচলকে এক উদার অনন্য ধর্মীয় পরিবেষ্টনে আবদ্ধ করেছেন, সেখানে তাঁর এই গভীর তাৎপর্যবাহী কর্মধারাকে নিরপেক্ষ দৃষ্টিকোণ হতে বিশ্লেষণ করলে এর নিহিত তাৎপর্য বোঝা সম্ভব। দশনামী সম্প্রদায়, ভারতের চার কোণে চারটি মঠ, আখড়া, তার সংবিধান ও প্রশাসনের বিভিন্ন স্তর, গৃহস্থ গোঁসাই বর্গ এবং শাস্ত্রধারী ও অস্ত্রধারী সন্ন্যাসী - প্রতিটি বিভাগের অবস্থান বহুমাত্রিকতায় এবং বহমুখীনতায় নির্দিষ্ট। আমরা অবসরের কথা-বাসরের কয়েকটি পর্বে অত্যন্ত গুরুত্ব দিয়ে আচার্য শঙ্করের মঠ প্রতিষ্ঠা তথা এই সকল মঠের কার্যক্রমের ইতিহাস সহ দশনামী অস্ত্রধারী সন্ন্যাসীদের ইতিহাস বিশ্লেষণ করে ভারতবর্ষের মুক্তি সংগ্রামের ইতিহাসে আচার্য শঙ্করের প্রভাব বর্তমান সময়েও কতোটা গভীর, তার একটা পরিচয় তুলে ধরার চেষ্টা করছি। আজ তার দ্বিতীয় পর্ব 🌷