Neel Kagojer Ful- নীল কাগজের ফুল by Abhik Arjun Dutta
Вставка
- Опубліковано 26 лис 2024
- সম্পূর্ণ অডিও- টিম কাহন
উদ্দালকের চরিত্রে - তথাগত চৌধুরী
জিনিয়া - অপরূপা সরকার
সৌপ্তিক - অর্ণব
সুলগ্না - অলিভিয়া
মালতী - সোহিনী
অগ্নি - সুদীপ্ত
রোহিনী - রিয়া
আদিদেব - সোমক
সৌম্য - নীলাঞ্জন
পল্টু - মৌলিক
শম্ভু - প্রীতম
সুদেববাবু - কৃষ্ণময়
সুপ্রতিম - সিদ্ধার্থ
উদ্দালকের মা - কেয়া
উদ্দালকের বাবা - উজ্জ্বল
সদাশিব বাবু - অভিষেক
শোভনা - বর্ণালী
তপনবাবু - অর্পন কুমার শর্মা
**************************************
Music CreditsQuiet by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon... audionautix.com... Lazy Dally Comedy by Redafs.com, Licensed under Creative Commons: By Attribution 3.0 License Music By 'Song Title (s)''Jay Man - OurMusicBoxwww.our-music-... / ourmusicbox Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co...."Scott Buckley - Undertow" is under a Free To Use UA-cam license / musicbyscottb Music powered by BreakingCopyright: • Sad Piano Ambient Music (Copyright ... "Shane Ivers - Yearning" is under a Creative Commons (CC-BY 3.0) license / silvermansound Music promoted by BreakingCopyright: • Royalty Free Sober Sad Music (For V...
অভীক অর্জুন দত্ত বাবু কে আমার কুর্ণিশ। আপনার মধ্যেও যে এত গুলো সত্তা আছে তা বুঝতে পেরে খুব ভাল লাগছে। বাঙালী রা সত্যি অসাধারণ। আপনি তার এক অন্যতম প্রতিনিধি। আপনাকে কুর্ণিশ। আর কাহন এবং ক্যাফে কিছুক্ষণ কেও আমার কুর্ণিশ।❤
Asadharon ❤❤❤❤❤
@@mousumimaity581😅😊😮😊😮😅😮
বহু দিন পর সত্যি প্রেমের গল্পে মন ভরে গেছে। এক কথায় অসাধারণ ♥️♥️♥️।
উদ্দালকের আওয়াজ কথাবার্তা ব্যবহার অসাধারণ সব থেকে বেষ্ট লেগেছে আমার 👌💞🌹
Khub sundor sab kichu
শেষ হয়ে গেলো।খুব সুন্দর একটা মনস্তাত্ত্বিক গল্প।ভীষন ভালো লেগেছে।আর উদ্দালক ও জিনিয়ার তো প্রেমে পরে গেলাম।
।
অসাধারণ বললেও কম হয়ে যাই। কোনো গল্প এতো সুন্দরও হতে পারে!!! আমি জীবনে অনেক গল্প শুনেছি কিন্তু এইটার চাইতে ভালো কোনো গল্প কখনও শুনিনি। মনে হচ্ছে গল্পটা ফুরিয়ে গেলো কেনো?? এভাবেই চলতো, আমিও নিজেকে হারিয়ে ফেলতাম এই গল্পটার ভেতরেই….
একদম আমারো তাই কথা সত্যি অসাধারণ লেগেছে গল্প টা 💞
100% support korlam apnar boktobbo ❤
আহা ! লা জবাব গল্প। আর উপস্থাপনা, শুনতে শুনতে মনে হচ্ছিল যেন গল্পের চরিত্র গুলো সশরীরে উঠে এসেছে। উদ্দালকের অপূর্ব সুন্দর জীবনবোধ এবং জীবন দর্শনের কথাগুলো শুনতে শুনতে চোখে জল এসে গেল। আমার এই সুদীর্ঘ জীবনে এতো সুন্দর গল্প আমি খুব কমই পড়েছি এবং শুনেছি। সুপার্র। লেখক মহাশয়কে আমার বিনম্র নমস্কার এই শ্রদ্ধাহীন, কেজো এবং চরম স্বার্থপর সময়ে এইরকম মানবিক গল্প উপহার দেয়ার জন্য। আমি সত্যিসত্যিই একেবারে বিমোহিত। কাহন টিমকেও অসংখ্য ধন্যবাদ। সকলে ভাল থাকবেন।
বারবার কাহন-এর প্রেমে পড়ি, পড়ি না, উত্তোরোণ ঘটে।আলাদা করে কাউকেই কিছু বলার নেই, প্রত্যেকেই নিজ নিজ জায়গায় অসাধারণ, তথাগত আর অপরূপা অনবদ্য, আর শ্রদ্ধা জানাই অভীক আর্জুন দত্ত স্যার কে
বাই পোলার ডিসওর্ডার পেশেন্ট জিনিয়া কে নিয়ে লেখাটি অত্যন্ত চমৎকার লাগল । আর উদ্দালোকের চরিত্রে যিনি পাঠ করলেন সেটা অত্যন্ত শ্রুতিমধুর। নতুন আঙ্গিকে লেখা গল্প দেবার অনুরোধ। রাখলাম।
সত্যি বলতে ১ ঘন্টা মত গল্পটা শুনতে just বিরক্ত লাগছিলো। কিন্তু তাও শুনছিলাম। যখনই বাজ মানে উদ্দ্যালকের আওয়াজ শুনলাম মনটা চাঙ্গা হয়ে উঠলো। তারপর শেষ করলাম। দারুন লাগলো।আর ঐ ছাএ আর স্যারের সম্পর্কটা দারুন ছিল। সত্যি এধরনের ছাএর মন বুঝে পরানো , তারসাথে সহজ ভাবে মেশা এরকম যদি এখনকার শিক্ষক রা করেন, তাহলে পড়াশোনা টা আর বিরক্তিকর মনে হয় না। দারুন ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
সৌপ্তিক এর গল্প টা শুনে ভীষন মন খারাপ হয়ে গেছিল , কিন্তু উদ্দালক হলো মুক্ত বাতাস , হাসালো,মন ভালো করে দিলো । জিনিয়াও বাঁচার কারণ পেলো ।❤❤❤
অসাধারণ!!!!
কতটা ভালো লেগেছে তাই ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। শুনতে শুনতে সব চরিত্রের মাঝে যেন হারিয়ে গিয়েছিলাম। এইরকম আরও গল্পের অপেক্ষায় থাকলাম। সবাইকে জানাই শুভ দীপাবলীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। খুব ভালো থাকবেন।
Khubi valo golpo dada apnader sob golpo ami suni r sune mon ta puro bore jaye
শেষ কবে এমন একটি গল্প শুনেছি মনে করতে পারি না। তার জন্য প্রথমেই লেখককে কুর্নিশ আর আপনাদের ধন্যবাদ। স্মার্ট ও টানটান রেডিও রূপান্তর। অসাধারণ আবহ। প্রত্যেকেই নিখুঁত কন্ঠ অভিনয়ে। তারই মধ্যে তথাগত ও অপরূপা হৃদয় ছুঁয়ে যান। ভীষণ ভালো লাগে পল্টু রূপী মৌলিককে। সব মিলিয়ে প্রাপ্তির ঘর পরিপূর্ণ। চ্যানেল সাবস্ক্রাইব করে দিলাম। শুভেচ্ছা রইল।
আমি যদি জিনিয়া হতাম তাহলে উদ্দালকের মত এক মুক্ত বাতাস পেতাম। আমার কান্না পাচ্ছে। ভীষন মন ভালো করা একটা গল্প।
খুঁজতে থাকুন। নিশ্চয়ই দেখা হবে একদিন উদ্দালকের সাথে❤❤❤
@@Studywithme9026bakhon ranna korchi.pore kichu akta reply debo.
নিঃস্তব্ধ ভালোবাসা এভাবেই হয় উদ্যালোকের মতোন। ❤
সেরার সেরা গল্প শুনলাম 👌💞🥀🌹👍 বলে বোঝানোর ভাষা নেই জীবনের কাহিনি কিছুটা ৪ বছর হলো হাসবেন্ড মারা গেছে সেই মানুষটার কথা ১টা দিনের জন্য ভুলতে পারিনি আজ ও, এতটাই ভালো মানুষ ছিল সে স্মৃতি কখনো ভোলা যায় না, এই গল্প টা শুনে সাবস্ক্রাইব করে রাখলাম যাতে আরো এরকম সচ্ছ বাস্তব গল্প শুনতে পারি, প্রত্যেকের অভিনয় দারুন হয়েছে, নিশ্চয় পরের পাট আসবে অপেক্ষায় রইলাম 👍👌💞🥀🌹😇🌻💞 রাত ১,৩৩ বাজে এতটাই নেশার মতো গল্প টা ছিল যে পরে শোনার অপেক্ষা করে রেখে দিতে পারিনি, অসাধারাণ অপূর্ব 👍💞🌹🥀🌻😇💞
Romantic golpo je eto intersting hote pare aj bujhlam ❤
Khub bhalo laglo. Onekdin por ekta besh mishty golpo shunlam.
Thank you eto sundor ekti golper jonno.
Ei opurbo sundor golpo ta ami 12 times sunechi. Aro sunbo. Roj sunbo. ❤❤❤
এত সুন্দর করে গল্প বলা যায় সত্যি জানতাম না, কি যে একটা ভালোলাগার ঘোর লেগে আছে...আপনারা সব্বাই খুব ভালো থাকুন।
Onk din por akta kub touching base story sunlam....❤❤❤
আমার চোখে জল এসেছিল এই গল্প টা সুনতে সুনতে😢😢😢
Ki odbhut sundor..... Mon ta kanai kanai bhore galo.....
❤❤❤ ki bolbo bujhte parchhi na ... just mugdho hoye chhi ,, amar jibone sona sob theke sundor golpo ,, bazz series er bazz er personality theke 'avik arjun ' babur lekhar proti mugdho hoyechhilam aj " uddalok " er personality sune "avik arjun " babur lekhar proti asokto hoye porlam❤❤❤❤,, team" kahon " er kotha r notun kore ki bolbo😊😊😊 khub sundor kaaj Koren apnara ❤❤❤ ... avabei agiye cholun pasee achhi ❤❤❤❤❤❤
অপূর্ব, উদ্যালক , তথাগত da(বাজ) এর গলা বা পারফরমেন্স আমার ফেভারিট only on তথাগত দা ও অপরূপা দি my favourite
Aparupa'r voice bhishon bhishon mishti, Tathagata as usual excellent 👌apnader team durdanto,
Thank you, Dutta babu ke selam, onobodyo golpo
ভীষণ ভীষণ ভালো লাগলো। সবাই কে আন্তরিক ধন্যবাদ জানাই।
অপূর্ব একটা গল্প শুনলাম
ধন্যবাদ
খুব সুন্দর একটা মন ভালো করা গল্প আর কাহনের অসাধারন উপস্থাপনা❤❤
এই গল্পটা পড়ার পরে আমি অনেকক্ষণ থম মেরে বসে ছিলাম।
লেখনি যে এত সুন্দর হয় তার আরো একবার প্রমাণ পেলাম।
Khub sundor golpo
Mon bhore gelo
Thank you
মন্ত্র মুগ্ধের মত একটানা গল্পটা শুনলাম । লেখক সহ গোটা অডিও টিমকে কুর্নিশ ❤❤
Akdam mon vore geche sune , ato valo laglo golpota ,, ki r blbo❤❤❤❤anek vlo basa roilo sobar jnno🌹🌹
Eto din por ei golpo ta khub valo laglo. Thank you kahon eto sundor story ta deouar jnno r o erokom golpo sunte Chai.
Ek theke eksho porjonto sundor. Prottekta choritro asadharon. Superb avinoy. Uddalok, Jinia Poltu-- vulte parchina. Lekhok ke ajosro dhonnobad ei apurbo golpotir jonne. Sara monpran vore gelo. Abar o bolchi , asomvob valo laglo.
বাজ সিরিজের গল্পর মতোই অসাধারণ লাগলো যদিও এটা সম্পুর্ন ভিন্ন ধরনের। অভিক অর্জুন বাবু যেমন আপনার সৃষ্টি তেমনই সমানভাবে অসাধারণ উপস্থাপনা টিম কাহনের। সারারাত জাগিয়ে রাখার জন্য সত্যিই অসাধারণ কিছু দরকার হয়। আর সেটা ছিলো বলেই এখন ভোর ৫টা।সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা।
অনেক দিন পর গল্পটা শুনে খুব ভালো লাগলো।
খুব সুন্দর গল্প পল্টুর চরিত্র টা
অসাধারন লাগলো সবার গল্প পাঠ খুব জিবন্ত মনে হচ্ছিল
Ki misti ekta golpo... Aha erokom prem bondhutto besi kore sottie hok.. Prithibi sundor hoe uthbe
আবার প্রেমে পড়লাম তথাগতদার গলার স্বরের , এবং অভীক দত্তের লেখার❤❤❤
দারুন লাগলো গল্প টা, মনের মধ্যে অন্য রকম ভালো লাগা তৈরি করে দিলো ❤️❤️🇧🇩সত্যিই অসাধারণ
Khub bhalo laglo, onekdin por vala baser golpogulo onek bhalobese sunlam❤
Writer ke onk onk onk valobasa.....
Kahon team ke speechless valobasa.......❤❤❤❤❤❤
Ettto sundor golpo ar tar Uposthapona..... pujor modhye mn vari hoye thaka ta ek nimeshe ure gelo....... Uddalok rupi Tathagato Roy ke onk suve66a.... Jinia rupi Aparupa keo...... ta6ara nam na jana sobbai ke onk onk valobasa..........
Apuuuuuuuuurrrrbo...... bolle km Bola hoy.......❤ valobasa ar valobasa...... onk onk bo6or pore mn khule hese6i...... UDdalok rupi Hrishi er jonnyo ❤❤❤
IMPACT..... jeno sb sottyi ghotona.....
Darun sundor golpo khub bhalo laglo. Thanks a lot.
Oshadharon story! Avik Dutta sir apni genius!
Erokom love story age kokhono sunini.
Ar Baaz er voice er fan agei chilam. Ebar bujhlam kotota perfect casting hoyeche Uddalok character tar. Golpo ta sunte sunte mone hochilo jeno onar dialogue delivery style ta mathay rekhe ei character ta lekha hoyeche, just awesome match!!
গল্প টা খুব ভালো লাগলো 🥰
শোনা শেষ করলাম. ,এক কথায় অপূর্ব । সম্পর্কের টানাপোড়েন খুব সুন্দর বর্ণনা করেছেন. । আর পল্টুর চরিত্র অসাধারণ । মন ভরে গেলো । ধন্যবাদ টিম কাহন ।
ভীষণ ভালো একটা গল্প।❤ অভীক অর্জুন দত্তকে অনেক ধন্যবাদ।
Apnar protita golpo sune protibar osomvob vlo lage..Uddalok er preme pore gelam❤
গল্প এই রকম হয় কাহনের সবাইকে
ধন্যবাদ ❤❤❤❤❤❤❤😊
Apurba story .... Temon e valo abhinay......🙏
চমৎকার....
দারুন একটা গল্প শুনলাম।
সকল কলাকুশলীকে আমার উষ্ণ অভিনন্দন ও ভালোবাসা জানাই।
আপনাদের প্রত্যেক প্রতিবেদনে অসাধারণ কিন্তু গতানুগতিক গল্পের ছন্দ এড়িয়ে এমন একটা প্রতিবেদন জয়ের আগে কখনো শুনিনি অসাধারণ লাগলো
গল্পটা আমার খুব ভালো লাগলো, আপনাদের অনেক ধন্যবাদ টিম কাহন.
অসাধারণ গল্প,অপূর্ব পরিবেশনা,অন্তর থেকে শুভেচ্ছা জানাই টিম কাহন কে।
, অনেক অনেক ভালোবাসা রইলো...!,♥️♥️
কি ভালো হয়েছে যে,, বলার ভাষা নেই।।।
এত ভাল লাগল যে ধন্যবাদ না জানিয়ে পারলাম না -এত সুন্দর করেও ভাবা যায়। উদ্দালকের চরিত্র টি আদর্শ হওয়ার মত -বাচনিক ভঙ্গিও মনে দাগ কাটার মত ।
আবারও লেখক ও সকলকে ধন্যবাদ ।
ses ta sune...chokta jhapsa hoye gelo...khub khub sundor
Khub sundor laglo❤
কি অপূর্ব কাহিনী এত সুন্দর কবি অর্জুন দত্তের লেখা শক্তিশালী মন ভরে যাচ্ছে গল্প শুনতে শুনতে এক নেশার মধ্যে চলে যাচ্ছি এত ভালো অভিক অর্জুন দত্ত আরো গল্প চাই তোমার কলম অতি শক্তিশালী
Chamatkar laglo Golgotha eto sadharon Kittu ki touching .Thank you soooo much.
Award winning story..Akta matured story sunlam...r nijekeo smriddho korlam..Thank you for this excellent presentation...
ki daruuun uddaloker preme pore gelam😊
মা কালী আমি গে নই । তাও বলছি আই লাভ ইউ ❤ । এরকম আরো চাই ।
দারুন খুব সুন্দর। পরিবেশনা হেভি হয়েছে।❤❤❤❤❤❤❤❤❤❤। গল্পের শেষ টা এমন জায়গায় হলো খুব কষ্ট লাগছে মনে হচ্ছে কিছু ত বাকি থাকলো। গল্প টাও দারুন।
Darun darun
Golpo ta amar khub valo laglo thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏
অসম্ভব ভালো লেগেছে❤❤ অনেকদিন পর অনেক সুন্দর একটা গল্প শুনলাম।
Galpota khub mishti.... mon bhalo hoye gelo.. tar sathe tathagato babur awsome voice.... love you
কী দারুণ যে লাগলো , খুব সুন্দর গল্প।
অনবদ্য। এই উপন্যাসটি আমার পড়া। অভীকবাবুর সব লেখার মধ্যে এটি অন্যতম প্রিয় আমার। আর Team কাহনের কাজ তো আমার বরাবরই খুব পছন্দের। এই যুগলবন্দি unbeatable ❤
লেখক অভীক বাবুকে জানাই লাখো অভিনন্দন
গল্পের প্লট, লেখার স্টাইল, ঘটনার বিন্যাস, এগুলো নিয়ে কোন কথা হবে না
আর উপস্থাপনা নিয়ে তো কিছু বলার নেই
অসাধারণ
মন থেকে বলছি ১ম ১ঘন্টা -৫-১০মিনিট একটু বোরিং লাগছিলো সাইকো টাইপ কিছু তারপর গল্প just জমে গেলো তবে শেষ টা just অপরাজিতা ফুলের মতোই সুন্দর....... ❤️❤️❤️❤️
Amazing presentation amazing story Thanks Kahon
এই যুগে এ প্রেম বড়ই বিচিত্র .. তবে শুনে বেশ লাগলো .. অভিনয় শৈলীর প্রশংসা না করে পারছিনা
দাদার voice টা ভীষণ ভালো লাগলো।
এই গল্প টি শুনবো কিন্ত তার সাথে দয়া করে অপারেশন ট্রেডার গল্প টি সম্পূর্ণ করতে অনুরোধ করলাম এবং আর বেশী করে বাজ সিরিজ ও স্পাইথ্রিলার গল্প আনুন
অপারেশন ট্রেইটর পরে বই হয়েছে বিশ্বাসঘাতকের সন্ধানে নামে। অডিও স্টোরিটি আসতে কিছুদিন সময় নেবে। আপাতত কাহনে ব্লু ফ্লাওয়ার ৩ এবং তার কিছুদিন পর বাজ ও রাজকন্যা আসবে
@@Foodytravellerabhik🙏
ব্লু ফ্লাওয়ারের ৩ ও বাজ কবে আসছে অডিও রূপে
1st time sunchi
@@Foodytravellerabhikএই পুজোতে কি শুনতে পাবো? আগের পর্ব টা যেখানে শেষ হয়েছিল সেখানে তো সম্পূর্ণভাবে কনক্লুশন হয়নি। তৃতীয় পর্ব শোনার অপেক্ষায় তো বসে আছি।
@@Foodytravellerabhik
Asadharon
অপূর্ব লাগলো ❤️❤️।
Khub sundor lglo golpota sotti bolchi eto din por eto sundor premer golpo sunlam.
Osadharon❤
Khub moner moto galpoti, tabe bastabeo ki amon hoi ?! Dhanyabad puro team ke, kichu khaner janya to prithibi ta basjogya holo.🙏❤
নিশ্চয়ই
Sotti khub sundor hoyeche
Part 2 chai kintu
Monta halka hoye gelo
কেনো শেষ হলো ? কেমন ই হচ্ছে মনের ভিতর টা। ❤
eto sudor golpo Khub valo laglo
Ki sundor golpo. Mon valo koray delo.
Happy revival of this channel Arnab Da ,Aparupa di and Tathagata da ❤
গল্প টা শুনার পর আমাকে অনেক খানি ভাবতে বসিয়ে দিলো,, সত্যি দারুণ ❤❤❤❤
অসাধারণ অসাধারণ অসাধারণ..শেযটায় চোখে জল এসে গেলো...
ভীষন সুন্দর একটা গল্প।।
Darun darun darun ❤❤❤❤❤
গল্পটা শুনতে শুরু করেছিলাম শোকের আবহ নিয়ে। ধিরে ধিরে গল্পের সাথে একাত্মতা জন্মে গেল। একটানা শুনে গেলাম।জিনিয়ার মতো আমারও মনে হতে থাকলো উদ্যালকের মতো এমন ভালো মানুষও হতে পারে......
যাই আমিও দেশি মুরগির মাংস জোটে কিনা 🙂
শোক! কিসের শোক?
সমাজ থাকলে, ক্রিমিনাল থাকবে, ক্রিমিনাল থাকলে ক্রাইম ও থাকবে....
এটাই বাস্তব.....
Anyway, শোকটা লেখার জন্য লিখেছেন, দেশি মুরগিটা বাস্তব.....
অপুর্ব অনবদ্য
Ak kathai Darun ❤❤❤
খুব মন খারাপ করা গল্প। উদ্যালোকের জন্য অনেক ভালোবাসা। সব জিনিয়ারা ভালোবাসতে পারুক আবার ও।
কথায় হবে না, অসাধারণ
Galpo ta ei matro ses korlam dutyr majhei. Kan theke earbuds ta sarate-e parchilam na. R ekta katha ,mone hochche tomader sathe Avik babur o bhakto hoye giyechi....Galpo ta darun chilo, r upasthapona natun kore balar opekhya rakhena...thanks team kahon ❤❤❤❤❤❤❤❤❤❤❤
ভীষন ভালো লাগলো। এবার বাজ কে আনুন।