প্রজেক্ট নাম:- প্রিন্সেস কটেজ।

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2021
  • প্রজেক্ট নাম:- প্রিন্সেস কটেজ।
    ঠিকানা:- সিলোনীয়া, ফেনী।
    আয়তন:- নিচ তলায় ১৫৫০ স্কয়ারফিট, দ্বিতীয় তলায় ২০০০ স্কয়ারফিট এবং ছাদে ৪০০ স্কয়ারফিট।
    খরচ:- আনুমানিক ৯০ থেকে ৯৫ লক্ষ টাকার মতন৷
    এই অসাধারণ বাড়িটি তৈরী হতে হচ্ছে ফেনী জেলার সিলোনীয়া বাজারের পাশেই। বাড়ির মালিকের চাহিদা ছিলো খোলামেলা আধুনিক ও মর্ডান ডিজাইনের একটি ডুপ্লেক্স বাড়ি। তিনি এলাকার সুপরিচিত মুখ তাই বিভিন্ন ধরনের গেস্টের আশা-যাওয়া হবে সেটা মাথায় রেখে আমাদের টিম প্রথমে গিয়ে জমিটি ভিজিট করে আসে । তারপর বাড়ীটির ডিজাইন করা হয়। বর্তমানে বাড়ীটির স্ট্রাকচারাল কাজ মোটামুটি শেষের দিকে।
    ভবনটির ডিটেইলস :
    নিচতলাতে আছে -
    ১) একটি বেডরুম সাথে এটাচ বাথরুম।
    ৩) একটি ডাইনিং রুম।
    ৪) একটি কিচেন সাথে বারান্দা।
    ৫) একটি ড্রয়িং রুম।
    ৬) একটি কমন বাথরুম।
    দ্বিতীয় তলাতে আছে -
    ১) চারটি বেডরুম সাথে চারটি বাথরুম এবং চারটি বারান্দা।
    ২) একটি ফ্যামিলি লিভিং রুম।
    ৪) একটি পোর্চ/ট্যারেস।
    ছাদে একটি রিক্রিয়েশন রুম এবং ডিজিটাল ল্যান্ডস্ক্যাপিং এর কাজ করা হয়েছে।
    ডিজাইন টিম
    আর্কিটেক্টঃ কাজি তরিকুল ইসলাম(রবিন)
    স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারঃ এ এস এফ সিদ্দিকী, আয়শা সিদ্দিকা মুক্তি।
    থ্রিডি ডিজাইনারঃ ফয়সাল আহমেদ।
    এস্টিমেটরঃ আহমেদ সাবিল।
    ক্যাড ডিটেইলসঃ সুরঞ্জিত দাস,সাইফুল ইসলাম।
    পুরো প্রজেক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে কল করুন
    Engr. Boshor Siddiqe,
    01763851107

КОМЕНТАРІ •