Bhalobasha Megh | Shironamhin | 25th Anniversary concert

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 659

  • @shironamhin
    @shironamhin  Рік тому +108

    দেখে ফেলুন এই কনসার্টের অন্যান্য গান গুলো এবং আমাদেরকে জানান কোন গানটি আপনার সবচেয়ে ভালো লাগলো 🙂
    Instrumental
    ua-cam.com/video/PK8dFlXj90Q/v-deo.html
    জাদুকর
    ua-cam.com/video/C_6I4oilinA/v-deo.html
    পাখি
    ua-cam.com/video/YL0V_fTGx4I/v-deo.html
    ভালোবাসা মেঘ
    ua-cam.com/video/dk4WCxr_b3w/v-deo.html
    নিশ্চুপ আধার
    ua-cam.com/video/ncU43_Di1IM/v-deo.html
    বন্ধ জানালা
    ua-cam.com/video/x0idGvjG7ho/v-deo.html
    জাহাজী
    ua-cam.com/video/uCdMWVB6uic/v-deo.html
    বাংলাদেশ
    ua-cam.com/video/tXjljNyuOqw/v-deo.html
    ইচ্ছেঘুড়ি
    ua-cam.com/video/XlNSOUfO-NA/v-deo.html
    বারুদ সমুদ্র
    ua-cam.com/video/R3zNWNWe7TA/v-deo.html
    বুলেট কিংবা কবিতা
    ua-cam.com/video/GZ9YKfXeMXQ/v-deo.html
    এ রাতে
    ua-cam.com/video/-avtx8Lh9rM/v-deo.html
    পারফিউম
    ua-cam.com/video/yExgFBJhq84/v-deo.html
    ক্যাফেটেরিয়া
    ua-cam.com/video/l9o3eOf0AJ0/v-deo.html
    কাশফুলের শহর দেখা
    ua-cam.com/video/xYxVZhKD4lA/v-deo.html
    পুরানো সেই দিনের কথা
    ua-cam.com/video/SiHil7ZtqKo/v-deo.html
    আমার সোনার বাংলা
    ua-cam.com/video/sS0fFUFWI24/v-deo.html
    আবার হাসি মুখ
    ua-cam.com/video/RluxXndasKM/v-deo.html
    বোহেমিয়ান
    ua-cam.com/video/kYtdP1kPjAg/v-deo.html
    এই অবেলায়
    ua-cam.com/video/4c7ztZ0sIDo/v-deo.html

    • @RaihanIslam-go7xp
      @RaihanIslam-go7xp Рік тому +3

      ইচ্ছেঘুড়ি - বাপ্পা দা' র অসাধারন ভয়েস, কোরাস আর এন্টায়ার টিম মিউজিক কন্ট্রিবিউশন।
      ভালোবাসা মেঘ - ইশতিয়াক ভাইয়ের পাওয়ারফুল ভয়েস 🤘

    • @rblinfinity2146
      @rblinfinity2146 Рік тому +2

      ভালোবাসার মেঘ/নিশ্চুপ আঁধার

    • @rifathasib8621
      @rifathasib8621 Рік тому

      স্নিগ্ধ গাংচিল ।😮 কিছু কিছু ওয়ার্ড ব্যাবহারের জন্য মন ছুঁয়ে যায় । শিরোনামহীন । ভালোবাসা রইলো শিরোনামহীন এর সকলের প্রতি । ইশতিয়াক ভাই ❤❤❤❤

    • @naimmollick464
      @naimmollick464 Рік тому

      তুমি কি দেখছো পভু

    • @ezone..
      @ezone.. Рік тому

      এটা ভালো কমেন্ট

  • @iamabdulajim
    @iamabdulajim Рік тому +40

    গান তেমন বেশী শুনি না, কিন্তু আবার শিরোনামহীন এর গান ও মিস করিনা।
    শিরোনামহীন শব্দটার সাথে অনেক আবেগ জড়িয়ে আছে..!!

  • @sumonroy6076
    @sumonroy6076 Рік тому +23

    ভালবাসা মেঘ তুহিনের কন্ঠে অসাধারণ..

  • @tonmoy7335
    @tonmoy7335 Рік тому +8

    এই কনসার্ট দেখতে গিয়ে মজার কিছু মুহুর্তের সাক্ষী হতে পেরেছিলাম। কনসার্ট শুরু হওয়ার কয়েকঘন্টা আগে মুষলধারে বৃষ্টি হচ্ছিল থামার কোন নাম নিচ্ছিল না। একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম আমার অপেক্ষার প্রহর কিছুতেই শেষ হচ্ছিল না। ২০ অধিক গান গেয়েছে শিরোনামহীন মুম্বাই অর্কেস্ট্রা দুর্দান্ত বাজিয়েছিল।

  • @mdnazim9903
    @mdnazim9903 Рік тому +116

    সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক
    ভালবাসা মেঘ হয়ে যাক....
    লিরিক্স নয় যেন "রক্তক্ষরণ' ❤️‍🔥

    • @mehrazchowdhury20
      @mehrazchowdhury20 Рік тому

      সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক ভালবাসা মেঘ হয়ে যাক...

    • @mdSujon-uu1yh
      @mdSujon-uu1yh Рік тому

      ?😅

    • @mogbulhossain
      @mogbulhossain Рік тому +1

      @@mehrazchowdhury20 Lol😂😂😂😐

    • @mehrazchowdhury20
      @mehrazchowdhury20 Рік тому

      @@mdSujon-uu1yh 🥴🙄

    • @shakibhossain2861
      @shakibhossain2861 Рік тому

      ​@@mdSujon-uu1yhpp p
      Pplp pp pppl pp lol pp pp p lolppppppplppppp pp pp pp p ppl pp ppppp pp ll lookpplpplpl
      Pppppppppplpppp
      Pp lol pp ll pp pp p
      P pp l pp p pppppp p😊

  • @ahamedrazon3565
    @ahamedrazon3565 Рік тому +21

    ❝ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
    যেমন থাকে স্নিগ্ধ গাংচিল❞
    This lines 🥰🔥

    • @shopanahammed9754
      @shopanahammed9754 10 місяців тому

      **ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাংচিল**

  • @Tanvir_Emon
    @Tanvir_Emon Рік тому +36

    ফেলে চলে আসা শৈশব।
    হারিয়ে ফেলা অনুভূতি।
    শিরোনামহীন এর প্রতি ভালোবাসা। ❤️

  • @aaravbarman8278
    @aaravbarman8278 Рік тому +6

    এই গানটি যখন ২০১৭ সালে প্রথম তুহিন ভাই এর ভয়েস এ শুনেছিলাম । এতোটা ভালো লাগছিলো যে তখন থেকেই শিরোনামহীন ব্যান্ডের ফ্যান হয়ে গেছিলাম 🤍
    আবার ও গানটি শেখ ইশতিয়াক ভাই এর কন্ঠে শুনে ভালো লাগলো 😇
    ভালোবাসা অবিরাম 🥀

  • @wonderworld3715
    @wonderworld3715 Рік тому +31

    সেই ছোটবেলা থেকে আজঅবদি ভালোবাসি প্রিয় ব্যান্ড শিরোনামহিন কে।

  • @ChinmoyDutta-cv6fs
    @ChinmoyDutta-cv6fs Рік тому +33

    ইশতিয়াকের গলায় ভালোবাসা মেঘ অন্য রুপে রুপান্তর হয়েছে ❤️
    শুভ কামনা ভালোবাসার শিরোনামহীন 🥰

  • @nayemhasan9143
    @nayemhasan9143 Рік тому +10

    সংলাপ পড়ে থাক বৃষ্টিতে মন ভিজে যাক
    ভালোবাসা মেঘ হয়ে যাক
    রিলিক্স নয় যেন বয়ে যাওয়া এক "রক্তক্ষরণ"

  • @bidyuthdebapu8843
    @bidyuthdebapu8843 Рік тому +24

    এইগুলো শুধু গান নয়, এইগুলো ভালোবাসার আরেক অনুভূতি ❤️

  • @sameersaikat
    @sameersaikat Рік тому +11

    আহা! কি চমৎকার কথার ব্যঞ্জন আর সুরের মূর্ছনা 💖 রাহুল দাদার বাঁশি গানটিকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে, মুগ্ধ হয়ে শুনছিলাম শুধু। ধন্যবাদ শিরোনামহীন। হাজার বছর বেঁচে থাকুক তাদের অনবদ্য সৃষ্টিগুলো 💖💖💖

  • @shaonsarker3020
    @shaonsarker3020 6 місяців тому +1

    শিরোনামহীন বাংলাদেশের সেরা ৫ ব্যান্ডের একটা। ব্যাতিক্রমধর্মী লিরিক আর দুর্বোধ্য কম্পোজিশন গানগুলির স্রষ্ঠা আর শ্রোতার রুচিকে অনন্য সাধারণ উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু পুরানো গানগুলি গাওয়ার দক্ষতা বর্তমান ভোকালের নেই বললে ভুল হবে না। নতুন গানগুলি ঠিক আছে। ঐগুলিই চলুক।

  • @mehedigaming8331
    @mehedigaming8331 Рік тому +21

    যখন থেকে বুঝতে পেরেছি ঠিক তখন থেকেই শিরোনামহীন ব্যান্ডের মায়ায় পড়ে গেছি ❤️🌸

  • @mdeusufhasannayeem9848
    @mdeusufhasannayeem9848 Рік тому +5

    কি অদ্ভুত না,
    কোনো একজনের প্রেম না পেয়ে কেউ গান লিখে ফেলে,
    আর সেই গান শুনে সবাই তাকে ভালোবাসতে শুরু করে!

  • @MDRASEL-jn9ir
    @MDRASEL-jn9ir Рік тому +20

    আহা সুর,, 🥰
    রিলিক্স গুলোর তুলনা হয় না,,🙂 ভালোবাসার শিরোনামহীন 💖
    এই সব গান সবার জন্য না,,
    কমেন্ট রেখে গেলাম,,ভালোবাসি শিরোনামহীন দলের সকল কে 😘🥰

  • @matchblaster9602
    @matchblaster9602 Рік тому +8

    ধন্যবাদ শিরোনামহীন কে ❤️ ২৫ বছর ধরে গানগুলো শোনার পরও মনে হয় নতুন ভাবে শুনছি

  • @mohonamukta190
    @mohonamukta190 Рік тому +17

    What a sound quality with the perfect environment ..

  • @omisultanabithe9502
    @omisultanabithe9502 Рік тому +5

    এই বসন্তে তুমি আমার কাছে, হয়তো পরের বসন্তে আমাদের মাঝে এক আকাশ দূরত্ব সৃষ্টি হবে!!!💔
    কখনো আমায় বুঝতে না চাওয়ার আক্ষেপ তোমাকে আফসোস করাবেই!!
    কাছে থাকো বা দূরে থাকো,,
    সব সময় আমার মুখের হাসির কারন হয়ে থেকো,
    তোমার ভালো থাকাটাই আমার মনে প্রশান্তি বয়ে আনে🌿

  • @sevenstar4172
    @sevenstar4172 Рік тому +552

    তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গান শোনা হতো না প্রিয়। সৃতি রেখে গেলাম প্রিয় ,যদি কেউ কমেন্ট টা পড়ে লাইক দেয় তাহলে নোটিফিকেশন গেলে আবারো শুনবো গান টা প্রিয় 🙂🙂🙂

    • @mohammadshohan8603
      @mohammadshohan8603 Рік тому +12

      কমেন্ট আর হাগু কইরেন না

    • @nayoknayok8183
      @nayoknayok8183 Рік тому +3

      soboi sritti vai 🖤

    • @lalcokh9949
      @lalcokh9949 Рік тому

      কিছু আবাল আছে সব গানে কমেন্ট করে যাই,,তার মধ্যে তুমি একজন,এই একি রকম কমেন্ট অনেক বার দেখেছি,,,বালের ভাব নিয়া দেখাও

    • @sonnetrajeeb5010
      @sonnetrajeeb5010 Рік тому +2

      আহারে

    • @mdnayanmdnayan5616
      @mdnayanmdnayan5616 Рік тому +7

      শিরোনামহীন এর প্রতিটা গান জেন আমার জন্য লেখা 😍

  • @riyadtomal6963
    @riyadtomal6963 4 місяці тому +2

    তোমাকে না পাওয়ার বেদনায় এই গান বার বার শুনতে চাওয়া আমার মন,,আবার কখনো কেউ কমেন্ট লাইক বা রিপ্লাই দিলে আবারো গানটা শুনবো,,স্মৃতিতে রেখে দিলাম প্রিয়

  • @KishoreBasak
    @KishoreBasak Рік тому +32

    এই প্রথম কোনো concert এর video তে এত ভালো quality sound শুনলাম। অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের গান সবসময়ই অসাধারণ।

    • @shironamhin
      @shironamhin  Рік тому +1

      Thanks for your feedback. Please subscribe for exclusive Shironamhin videos, including live performances, interviews, official videos, behind-the-scenes footage & more - rebrand.ly/Subscribe2shironam...

    • @moolfghh
      @moolfghh Рік тому +1

      Consert er sounds better Hoi na
      Ata different vhabe kora, prearranged

    • @AffectionateBasket-zz9kc
      @AffectionateBasket-zz9kc 2 місяці тому

      Right 👍

  • @tariqulbsl5300
    @tariqulbsl5300 Рік тому +3

    ধন্যবাদ প্রিয় প্রাক্তন,তুমি ছেড়ে চলে গিয়েছিলে বলেই আজ এত সুন্দর গানের সাথে আমি পরিচিত হতে পেরেছি,,,

  • @joyuzzal1.618
    @joyuzzal1.618 Рік тому +4

    ইচ্ছে হলে ভালোবাসিস, না হয় থাকিস
    যেমন থাকে স্নিগ্ধ গাংচিল। অসাধারণ লিরিক্স ছিলো... 🤍🤍
    ভালোবাসার, ভালো লাগার শিরোনামহীন💖

  • @md.mostafijur329
    @md.mostafijur329 Рік тому +11

    স্মৃতি রেখে গেলাম,যদি কেউ কমেন্ট পরে লাইক দেয়,তাহলে আবার ও শোনা হবে গানটা?

  • @emonnahid9
    @emonnahid9 Рік тому +6

    ইচ্ছে হলে ভালোবাসিস,
    না হয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাঙচিল । ❤️

  • @ghnaturallifevlogs2854
    @ghnaturallifevlogs2854 Рік тому

    #Shironamhin , তুহিন ভাই চলে যাওয়ার পর আর শুনতে ইচ্ছে হচ্ছিলো না গান শিরোনামহীনের, আনেকটা সময় পরে আবার শুনে চোখের কোণে জল চলে আসলো।ভালোলাগার একটা সন্দর অনুছায়া।

  • @wanderersantosh001
    @wanderersantosh001 Рік тому +4

    জীবনে বসন্ত আসুক,, প্রেম নই...! এক বুক ভরা ভালোবাসা নিবেন শিরোনামহীন... 💚☘️

  • @avoidniloy
    @avoidniloy Рік тому +10

    ইশতিয়াক ভাইয়ের ভয়েস অসাধারণ সুন্দর ❤️

  • @rayapu3054
    @rayapu3054 Рік тому +6

    যখন থেকে গান বুঝতে শিখেছি তখন থেকেই শিরোনামহীন আমার সাথে মিশে গেছে ❤️ভালোবাসা অবিরাম ❤️

  • @muhammadtanvir9736
    @muhammadtanvir9736 Рік тому +13

    আহ! বাশির সুর অন্তরের গভীরে প্রবেশ করলো। 🖤

  • @rafinalaraf5778
    @rafinalaraf5778 Рік тому +11

    আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তার পরেও কোথাও একটা কিন্তু থেকেই যায়। ইশতিয়াক ভাইয়ের গলা অসাধারণ। বর্তমানে যে গান গুলো সে গাইছে সবগুলা অসাধারণ মানিয়েছে তার গলায়। মনেই হয় এটা সে ছাড়া আর কেউ এতো সুন্দর করে গাইতে পারতো না। সমস্যাটা হচ্ছে ওই সেই "কিন্তু" টাতে। অনেক ভালো গায়ক হওয়ার পরেও শিরোনামহীনের বিশেষ করে "জিয়া" ভাইয়ের অনেক আগের লেখা বা সৃষ্টি কিছু অসাধারণ গান যা " তুহীন" ভাই গেয়ে গিয়েছেন এবং যা শুনতে শুনতে আমরা দিন রাত কাটিয়েছি সেই গানের কিছু গান এমন আছে যা মনে হয় এটা শুধু তুহীন ভাইয়ের গলাতেই ভালো মানিয়েছিল। হাজার চেষ্টা করেও আমার মত হয়তো অনেকে থাকবে যাদের মনে সেই গান গুলোর শিল্পী মনেই "তুহীন " ভাই এবং তার গলাতেই সেই গান গুলো অনেক বেশি ফোটে। কিন্তু "ইশতিয়াক" ভাইয়ের গলাও অবশ্যই সুন্দর সেটা অস্বীকার করার কিছু নাই। আর "জিয়া" ভাইয়ের লেখা নিয়ে যতই বলবো ততই কম বলা হবে। তাকে তার লেখা দিয়ে অনেক সম্মান করি আমি। এমন লেখার ধরণ আমি যতবার শুনি ততবার মুগ্ধ হয়। অনেক অনেক ভালোবাসা শিরোনামহীনের সকলের জন্যে। ❤❤❤

    • @shakilkhan7729
      @shakilkhan7729 Рік тому

      Ji vai tik bolsen.

    • @zakariaraju2857
      @zakariaraju2857 Рік тому

      সবই পারফেক্ট অসাধারণ জেলিভারি তারপরেও “একটা কিন্তু থেকে যায়!”কথাটার ওজন অনেক গভীরে।

    • @NHNMEDIA-ol5cm
      @NHNMEDIA-ol5cm 11 місяців тому

      ভাই আপনি সঠিক কথা বলেছেন

    • @mdmoktadir6983
      @mdmoktadir6983 6 місяців тому

      Tor moto boxod ei deshe ache bolei aj ei obostha amader....kothay Alhamdulillah bolte seta na janle bolish madarcod..... Gu kha sala

  • @ParthaPratimSamanta-ss5tx
    @ParthaPratimSamanta-ss5tx Місяць тому +1

    ইচ্ছেগুলো ভবঘুরে হয়ে চেনা অচেনা হিসেবে মেলায়😔 ভালোবাসা তাই ভিজে একাকার, ভেজা মুখ থাকে রোদের আশায়😌❤️‍🩹... পুরো জীবনের সাথে মিলে যাচ্ছে লাইন টা 😢

  • @mdrabbihossan6712
    @mdrabbihossan6712 Рік тому +5

    যারা বুঝে গেছে ভালোবাসা কি, তারা আর কখনো কাউকে ভালোবাসেনি!'🌸

  • @mdkawsarahammed5482
    @mdkawsarahammed5482 Рік тому +6

    শিরোনামহীন ব্যান্ডের জন্ম, আমার জন্মের ৫ বছর আগে, তার পরও আমি তাদের গান শুনি, মনে হয় না যে এই টা পুরোনো ব্যান্ড, আমার মনে হয় এই সব ব্যান্ড না থাকলে আমাদের মত জেনারেশন সব সময় হিন্দি গান-ই শুনত। love you Shironamhin Brand 🥰🥰🥰

  • @asrafali4918
    @asrafali4918 Рік тому +1

    এই কমেন্টটা যদি বেঁচে থাকতে মনে পড়ে তাহলে আবার গান সার্চ দিয়ে শুনতে এসে কমেন্টটা দেখে যাবো।
    সৃতি হয়ে থাকবে গানের প্রতিটি সুর।

  • @hiraaraaf1863
    @hiraaraaf1863 Рік тому +4

    ইচ্ছে হলে ভালোবাসিস না হয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাঙচিল..... ❤️❤️❤️❤️❤️✌️✌️✌️✌️✌️......
    ...............সংলাপ সব পড়ে থাক...
    বৃষ্টিতে মন ভিজে যাক ভালোবাসা মেঘ হয়ে যাক...❤️❤️❤️❤️❤️✌️✌️✌️

  • @sojunahmedbabu
    @sojunahmedbabu Рік тому +4

    ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে
    চেনা অচেনা হিসেব মেলায়,
    ভালোবাসা তাই ভিজে একাকার
    ভেজা মন থাক রোদের আশায়।
    ❤️

  • @biggdrive
    @biggdrive Місяць тому +1

    How majestic! The best in Bangladesh

  • @10minutestimes51
    @10minutestimes51 Рік тому +7

    কি গাইলেন দাদা❤️❤️অসাধারণ এক কথায়। ইচ্ছে হলে ভালোবাসিস,না হয় থাকিস,যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

    • @mdsagorsheikh2920
      @mdsagorsheikh2920 Рік тому

      ইচ্ছে হলে ভালোবাসিস , না হয় থাকিস, যেমন থাকে স্নিগ্ধ গাংচিল ৷

  • @arpons2003
    @arpons2003 Рік тому +2

    কতটা সৃষ্টিশীল হলে এসব শিল্প রচনা সম্ভব,,,,,,,, ❤ শিরোনামহীন

  • @hasansadi5461
    @hasansadi5461 Рік тому +6

    😍3:20-3:31😍
    Uf their Lyrical Conversation and Expression..
    GOOSEBUMPS 😍

  • @shahedmurad5646
    @shahedmurad5646 Рік тому +3

    ইশতিয়াক ভাইয়ার বয়েসে ভালোবাসার মেগ অফিসিয়াল মিউজিক শুনতে চায় বাংলার মানুষ৷ এবং আমি বিশ্বাস করি ইশতিয়াক ভাইয়ার বয়েসে ভালোবাসার মেঘ গান টা নতুন করে প্রান ফিরে পাবে৷ এবং বাংলার মানুষ এটা খুব পছন্দ করবে৷ অফিশিয়াল মিউজিক ভিডিও চাই এই গান টার 🥰🥰৷ শিরোনামহীন ভালোবাসা ❤

  • @ther.k9101
    @ther.k9101 Рік тому +1

    যখন বুঝতাম না ব্যান্ড দল কি শিরোনামহীন কি। সেই ছোট বেলায় সেই সময় এই গান গুলো শুনতাম বুঝতামো না এই গানের কথা গুলোর মানে এই ২৬ বছরের জীবনের সাথে এত এত মিলে যাবে

  • @ahmedjewel6602
    @ahmedjewel6602 Рік тому +7

    আজ থেকে অনেক গুলো বছর পর হয়তো চেয়ারে বসে কোনো এক সময় গানগুলো শুনবো আর ভাববো কেমন ছিলো আমাদের কৈশোর 😍

  • @ranak8596
    @ranak8596 Рік тому +2

    মনের কোনে অতি যতনে তুলে রাখা ভালোবাসার একটি হলো 'শিরোনামহীন'।
    শুভ কামনা নিরন্তর।।

  • @sanjuda007
    @sanjuda007 Рік тому +3

    রাহুল আনন্দ বাংলার সংগীত অঙ্গনের এক অলরাউন্ডারের নাম ❤🎧🙏

  • @khrupom2389
    @khrupom2389 Рік тому +4

    হৃদয়ে আচড় দেওয়ার মত গান,,....কষ্ট গুলো আরও বাড়িয়ে দেয়

  • @sumonahamed1810
    @sumonahamed1810 Рік тому +4

    ভালোবাসা হলো এক অসমাপ্ত উপন্যাস, যার কোন শেষ নেই। 🌸

  • @JubairAhamedTanvir
    @JubairAhamedTanvir Рік тому +4

    অবুজ থেকে বুজ হওয়া কিংবা আমৃত্যু অবধি মনের গহিনে শিরোনামহীন থাকবে🖤

  • @najrulislam8643
    @najrulislam8643 9 місяців тому +2

    ইচ্ছে হলে ভালোবাসিস,না হয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাঙচিল।
    আর আমার মন রক্তক্ষরণে ভিজে থাক।

  • @kanakhimu9035
    @kanakhimu9035 Рік тому +6

    আমিও ছিলাম সেখানে। স্বচক্ষে দেখেছি ইতিহাস

  • @MdShuvo-xu3ws
    @MdShuvo-xu3ws Рік тому +2

    Priyo band..Ei obelay theke shironamhin er preme pore gechi🥰

  • @mehedihasanmaruf358
    @mehedihasanmaruf358 Рік тому +1

    তুমাকে হারিয়েছি বলে এই গানগুলো খুজে পাওয়া। তুমাকে ফিরে পাওয়া আর হবেনা ।এই গানগুলোর মাঝে তুমাকে খুজে পাওয়ার প্রত্যাশা

  • @mdminhaz3980
    @mdminhaz3980 9 місяців тому

    কমেন্ট টা আমার ভবিষ্যৎ সন্তানের জন্য রেখে গেলাম হয়তো কোনো এক দিন চোখে পরবে তাদের। আর তখন তারা বুঝতে পারবে আমি কোন লিজেন্ড এর কত রুচিশীল গান শুনতাম ❤️❤️

  • @AiMonster17
    @AiMonster17 Рік тому +3

    Happy 25 Anniversary Shironamhin love from Sylhet Moulvibazar Barlekha Dimaibazar 5no punjee, ❤️❤️❤️❤️ keep rocking

  • @YousufAli-kw6hv
    @YousufAli-kw6hv 6 місяців тому +1

    ইশতিয়াক খুব ভালো গাইছে | অনেক অনেক অনেক শুভ কামনা ভালোবাসার এই ব্যান্ডটির প্রতি |

  • @MA-hh1mc
    @MA-hh1mc Рік тому +1

    😢😢আসলেই শিরনামহীনের গানের এক একটা লাইন যেন বুকের ভিতরের জমাট কষ্টগুলো কে বের করে দেয়

  • @mdfoysalhossain7326
    @mdfoysalhossain7326 Рік тому +2

    Hayre valobasha tor janno aj ato sundor song sunte hoy

  • @IshtiaqueahmadSohag-o6v
    @IshtiaqueahmadSohag-o6v Рік тому +1

    তারিখ টা ছিল ১৮/৩/২০২৩
    যে দিনটাতে আমার ইচ্ছে পুরন হয়েছিল!!
    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস আ্যডমিনিসট্রেসন এর মাঠে ইশতিয়াক ভাইয়ের সাথে চিৎকার করে বলতে পেরেছিলাম 🙂
    ইচ্ছে হলে ভালবাসিস নাহয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাংচিল 😅🙂🖤
    ভালোবাসা অবিরাম শিরোনামহীন এর জন্য 🖤👏👏

  • @ShabnoorAkter-x3i
    @ShabnoorAkter-x3i 11 місяців тому +2

    Art design light design and background were phenomenally superb

  • @MahmudAntim
    @MahmudAntim Рік тому +5

    শিরোনামহীনের গান শুনার পর অবেগ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন,,,

  • @SaifulIslam-eh9dx
    @SaifulIslam-eh9dx Рік тому +4

    নলেজ ফ্যাক্টঃ এই গানের ওরিজিনাল ফ্লুট প্লেয়ার রাহুল আনন্দ ❤️❤️

  • @noman9789
    @noman9789 Рік тому +3

    ইচ্ছে হলে ভালোবাসিস ,না হয় থাকিস যেমন থাকে স্নগ্ধ গাংচিল🥰

  • @offline4247
    @offline4247 Рік тому +2

    সত্যি,,, 😥😥😥
    ভালোবাসার আর এক নাম ❣️❣️❣️শিরোনামহীন ❤️❤️
    love u,,,, শিরোনামহীন,,,,❣️❣️❣️
    love u,,,জিয়া ভাই----❣️❣️❣️

  • @kanakhimu
    @kanakhimu Рік тому +6

    কমেন্ট রেখে গেলাম । সেদিন আমিও ছিলাম এই চমৎকার লাইভ কনসার্টে🔥🔥🔥🤞🏻

  • @risurrifat-mv2ms
    @risurrifat-mv2ms Рік тому +4

    গানটা শুনে গা সিংরে উঠলো, আহা কত সুন্দর
    গান 🖤🌸

  • @pritamhaldar4000
    @pritamhaldar4000 Рік тому +4

    ভেঙে পড়া মানুষদের ধরে রাখে এই গান গুলি💪

  • @kibs_universe
    @kibs_universe 10 місяців тому +1

    এগুলা গান দশ হাজার বারের বেশি শোনা হয়ে গেছে, আহা শিরোনামহীন ❤️🙏🏼

  • @kartik5737
    @kartik5737 Рік тому +4

    প্রিয় একটা গান, বাঁশিটার সুরটা অসাধারণ ছিল। প্রিয় মানুষ যদি গানটা কখনো শুনে থাকো। আমায় মনে করো।@ ইচ্ছে হলে ভালোবাসিস, না হয় থাকিস, যেমন থাকে স্নিগ্ধ গাংচিল। 🥰২১/০২/২০২৩

  • @ranachowdhury4251
    @ranachowdhury4251 Рік тому +5

    শিরোনামহীনের গানের প্রতিটা লাইন শরীরের পশম দাঁড় করিয়ে দেয়

  • @sojeeb163
    @sojeeb163 Рік тому +5

    শিরোনামহীনদের সত্যিই তুলনা হয় না 💯❤️

  • @S.H.Akash.
    @S.H.Akash. Рік тому +2

    শিরনামহীনের হিসাব না মেলাই থাক। মন্ত্রমুগ্ধ হয়ে গানের মধ্যে ডুবে যেতে চাই।

  • @ujjalmixband4070
    @ujjalmixband4070 Рік тому +2

    অসাধারণ,,,, 👌👌👌👌
    প্রতি টা লাইন যেন হৃদয় ছুয়ে যায়।।। 💘💘💘💘

  • @harazuzzaman4409
    @harazuzzaman4409 Рік тому +1

    ধন্যবাদ শিরনামহীন ব্র‍্যন্ড

  • @mrmonir6341
    @mrmonir6341 Рік тому +6

    রাহুল ভাইয়ের বাঁশির সুর কলিজায় টান মারে 💚🍁
    জিয়া ভাইয়ের কী লিরিক ...!!
    যেন হৃদয়ে রক্তক্ষরণ 😢🥀
    _ইচ্ছে হলে ভালোভাসিস নাহয় থাকিস যেমন থাকে সিগ্ধ গাংচিল 🍂♠️
    _সংলাপ সব পড়ে থাক,বৃষ্টিতে মন ভিজে যাক,ভালোভাসা মেঘ হয়ে যাক 🍁🖤
    I Really fell this line 🙃
    আমার না হয়ে ও ভালো থেকো ..(S)🙂

  • @tanmoydhar3224
    @tanmoydhar3224 Рік тому +5

    অসাধারণ লিরিক ❣️
    ভালোবাসা অবিরাম শিরোনামহীন💞

  • @md.saddamsikder
    @md.saddamsikder Рік тому +1

    তোমাকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই,
    তোমাকে পাইনি বলেই গানগুলো ওয়াইন এর মতো স্বাদ লাগে। 🥀

  • @MOKBULHOSSEN
    @MOKBULHOSSEN Рік тому +2

    Bah অসাধারণ, না লেখে পারলোনা মন।
    হয়তো দেখবে আরোও অনেক জন।বেঁচে থাকলে পেলে নোটিফিকেশন আবারও শুনে যাবো নিশ্চয়ই

  • @rifathasib8621
    @rifathasib8621 Рік тому

    এত এত কমেন্ট। সবাই নিশ্চয় একজনের মায়ায় আটকে আছে । হয়তো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওই একজনের মায়ায় আটকে থাকবে ।

  • @abedinminar4380
    @abedinminar4380 Рік тому +5

    গান যখন থেকেই শুনা শুরু করছি তখন থেকেই শিরোনামহীনের গান শুনছি💐
    ভালোবাসা অবিরাম 🎉🎉❤

  • @shrakib20
    @shrakib20 Рік тому +2

    ভালোবাসার আরেক নাম শিরোনামহীন।

  • @mdnayanmdnayan5616
    @mdnayanmdnayan5616 Рік тому +1

    সুরের তালে এক অনন্ত মায়ার আবেগে ডুবে যায়, গায়ের লোম ও কারা হয়ে যায়
    শেষে 2টা লাইন সেরার চেয়েও সেরা🥀❤️
    ভালোবাসা অবিরাম 😘

  • @mdsagorsheikh2920
    @mdsagorsheikh2920 Рік тому +1

    ইচ্ছে হলে ভালোবাসিস , না হয় থাকিস, যেমন থাকে স্নিগ্ধ গাংচিল ৷ অসাধার দাদা ❣️🖤

  • @skarafatmim9772
    @skarafatmim9772 Рік тому +3

    রাহুল দাদা দুর্দান্ত

  • @emlyricsbangla1100
    @emlyricsbangla1100 7 місяців тому

    আজ ২ বছর হল সে চোখের জ্বলের সামনে দিয়ে চলে গেছিল পায়ে পর্যন্ত পড়েছিলাম ভালোবাসার জন্য,,,,,,,যার জ্বর হলে আমি ঘুমাতে পারতাম না,, সারারাত তার বাসার সামনে বসে থাকতাম,,,,
    দুজনার ভালোবাসাতে কোন খুঁত দেখতে পেতাম না,, কিন্তু কখন যখন সম্পর্কের ভিড়ে গর্ত করে হারিয়ে দিল,,,তাকে কথা দিয়ে দিয়েছিলাম জীবনে কাউকে তার জায়গায় বাসাব না,,,আজ আমি সবচেয়ে বড় প্রতিষ্ঠিত একজন মানুষ টাকা পয়সা বলেন সম্মান বলেন সব আছে কিন্তু হারিয়ে পেলা সেই ভালোসাকে খুঁজি তার অস্তিত্ব নিয়ে এখনো বেঁচে আছি,,, সারা জীবন ওই ভালেবাসা নিয়ে বাঁচতে চাই,,,,,পরিবার,,,,সমাজ,, কলিক সবাই মেয়ে খুঁজে সবাই একেক দিন একেকটা পাত্রী খুজে আনে কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল,,,, 😢😢😢।।। ভালোবাসা সত্যি সুন্দর তবে সেই ভালোবাসাকে যারা কলুষিত করে তারা শুধু একটি জীবনটা একটা সংসারকে শেষ করে দে,,,,,ভালো থাকুক আমার সেই মহিয়সি নারী,,,,,
    তবে মজার কথা হল সে আবার আসতে চায় আমার জীবনে আবার আমাকে নিয়ে নাকি হারাতে চাই,,,,
    তাকে একটাই কথা বলেছি,,,
    বিশ্বাস আর জীবন একবার হারালে কখনো ফিরে পাওয়া যায় না,,,,
    তুমি আসতে পার তবে আগের মত তোমাকে ভালোবাসতে পারব না,,,,😢😢😢

  • @kabirhossainkazol8855
    @kabirhossainkazol8855 Рік тому +3

    ভালবাসা তাই ভিজে একাকার, ভেজা মন থাক রোদের আশায়.....💕💕

  • @nitharxaid5656
    @nitharxaid5656 Рік тому +2

    শিরোনামহীন তুমি সেই শৈশবের পথ চলার সঙ্গী ছিলে 🖤🖤🖤

  • @bachelorpointfunnyscene
    @bachelorpointfunnyscene Рік тому +2

    শিরোনামহীন ব্যান্ডের গান মানে ভালোবাসার আরেক নাম 🥰🥰🥰

  • @senorita3765
    @senorita3765 Рік тому +2

    না করেছি রিলেেশন, না খেয়েছি ছ্যাকা।৷ তবুও কেন জানি না , প্রতিটা কথা উপলব্ধি করতে পারি।।,🤗 🥰☺️🥰🥰

  • @aziz.ssmc.46
    @aziz.ssmc.46 Рік тому +1

    ইচ্ছে হলে ভালো বাসিস
    নাহয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাঙচিল" অন্তরাটা তুহিনময় হয়ে থাকুক

  • @rashedmahmud5036
    @rashedmahmud5036 Рік тому +4

    ভালোবাসা মেঘ হয়ে যাক ❤️
    এক একটা লিরিক্স যেন তোমার ভালোবাসার চেয়ে ও দামী🥰
    শিরোনামহীন 🖤

  • @senorita3765
    @senorita3765 Рік тому +5

    ভালোবাসার আর এক নাম শিরোনামহীন 🥰🥰🥰

  • @siamchowdhury1819
    @siamchowdhury1819 Рік тому +5

    শিরোনামহীন আপনারা সেরা🔥🔥
    শুভ কামনা আপনাদের জন্য🖤🖤🖤
    Love u🥀❤️

  • @BDROCKzzz1122
    @BDROCKzzz1122 Рік тому +6

    ইশতিয়াক ভাই সেরা। তুহিন ভাইয়ের জায়গা পূরণের যোগ্য কেউ যদি থেকে থাকে সেটাই ইশতিয়াক। ভালোবাসি শিরোনামহিন

  • @MdArafat-ho8zx
    @MdArafat-ho8zx 6 місяців тому +3

    তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গান শোনা হতো না প্রিয়। সৃতি রেখে গেলাম প্রিয় ,যদি কেউ কমেন্ট টা পড়ে লাইক দেয় তাহলে নোটিফিকেশন গেলে আবারো শুনবো গান টা প্রিয় Arafat + Nury

  • @sobujbosunia651
    @sobujbosunia651 Рік тому +2

    অসাধারণ এক কথায়.....

  • @susmanvlog6134
    @susmanvlog6134 Рік тому +1

    অনেক জলন্ত লাশের কমেন্ট দেখে মনে হচ্ছে এখনো ভালোবাসা নামক মিথ্যা অভিনয় একটা জীবন ধংশ করে দিতে পারে কিছু মুহুর্তের মাঝে

  • @MuhammadShajib__B
    @MuhammadShajib__B Рік тому +1

    ভালোবাসা সে তো মুগ্ধতায় ভরপুর।
    ইচ্ছে হলে ভালোবাসিস❤️