সেডে সন্ধ্যার পরে হলুদ বাতির ব্যবস্থা করতে হবে। খুব বেশি যখন ঠান্ডা থাকবে, তখন তাপ বাতির( ইনফ্রারেড লাইট) ব্যবস্থা করতে পারে। এছাড়াও প্রাচীন পদ্ধতিতে কোন একটা উঁচু জায়গায় বা নিরাপদ জায়গায় টিনের কৌটার মধ্যে জ্বলন্ত কয়লা রেখে শেড গরম করা যেতে পারে।তবে এটা অনেক ঝামেলার এবং বিপদজনক
আসসালামু আলাইকুম আন্টি আপনার ভিডিও গুলো দেখে আল্লাহর ইচ্ছায় অনেক কিছু শেখা যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমারও একটা ছোট্ট খামার আছে তো আপনার ভিডিওগুলো প্রতিনিয়ত আমি দেখি কোন ঔষধের কি কার্যকারিতা এগুলো শিখতে পারি আমি বরিশাল থেকে বলছি আবারো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহর ইচ্ছায় ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন
ওয়ালাইকুম আসসালাম। শীতকালে মুরগি দিয়ে ব্রুডিং করলে ব্রেডিং এর জায়গায়১০০ ওয়াটের হলুদ একটা বাতি লাগান। মুরগির বাচ্চার যখন তাপ দরকার হবে বাতির নিচে এসে জড়ো হবে। আবার যখন গরম লাগবে তখন বাতির নিচ থেকে সরে যাবে।
ভাই, মুরগির বক শুকানোর পেছনে অনেকগুলো কারণ কাজ করে। দীর্ঘদিন পেটের সমস্যা থাকলে বুক শুকাতে পারে, ঠান্ডার সমস্যা বেশ কিছুদিন ধরে চললে সেক্ষেত্রেও বুক শুকিয়ে যায়। খাবার ঠিকমতো হজম না হলে বুক শুকায়। লিভার বা কিডনির সংক্রমণ হলে বুক শুকায়। ভাইরাস দ্বারা হালকাভাবে আক্রান্ত হলে অনেক সময় মুরগি মারা না গেলেও ধীরে ধীরে মুরগির বুক শুকিয়ে যেতে পারে। মুরগির পেটে দীর্ঘদিন গ্যাস জমে থাকলেও মুরগির বুক শুকাতে পারে।
আপু আসসালামু আলাইকুম, আমার মুরগির অনেক ঠান্ডা খক খক করে কিছু বাচ্চার নাকে পানি আসে কিছুর আসেনা, আমি কি লিভোফ্লক্সাসিন আর ফ্লোরোফিনিকল এর সাথে রেসপিটন একসাথে মিক্স করে দিতে পারবো? কাইন্ডলি জানাবেন? ধন্যবাদ
রেস্পিরন খাওয়ার ওষুধ। এটা স্প্রে নয়। ওষুধের মুখ একবার খুললে দেড় থেকে দুই মাস পর্যন্ত রাখা যায়। ভালো করে মুখ আটকে ছায়া জায়গায় যদি রাখতে পারেন, সেক্ষেত্রে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।
ওয়ালাইকুম আসসালাম। আমার শরীর বেশ কিছুদিন ধরে খারাপ।আর এ কারণে আমার খুব ছোট করে ফেলছি। এজন্য আমি আমার খাবার দেখাই না। আগামী মাসের ১৫ অথবা ১৬ তারিখে ইন্ডিয়া যাব ইনশাল্লাহ। ইন্ডিয়া থেকে এসে নতুন করে খাওয়ার বড় করব ইনশাল্লাহ। তখন আল্লাহ কবুল করলে প্রতিদিন আমার নিজের খামার দেখতে পাবেন ইনশাআল্লাহ
আপু দেশি মুরগি পালন করে ডিম বিক্রি করে কি লাভবান হওয়া যায় প্রতিটা মুরগি থেকে কত পারসেন্ট ডিম পেতে হবে। কত পারসেন্ট ডিম আসতে পারবো যে ডিম বিক্রি করে লাভবান হওয়া যায়
আমার মুরগি ডিমের খোসা ছাড়া ডিম পারে। আমাদের এই জায়গায় চাউম্মা ডিম বলে।নতুন মুরগি কিনেছি তিনটা ডিমই একিরকম পারছে।এখন এর সমাধান কি??এগুলা কি ঠিক হবে???
আসসালামু আলাইকুম। আপনি মুরগিকে ক্যালসিয়াম, ই সেলেনিয়াম, ভিটামিন এ ডি ই থ্রি দেন। মাসে দুইটা করে কোর্স করেন এক একটা কোর্স পাঁচ দিনের। এই সাপ্লিমেন্ট গুলোর ডোজ আমার ডিম সংক্রান্ত বিভিন্ন ভিডিওতে দেয়া আছে। একটু দেখে নেবেন প্লিজ। ইনশাআল্লাহ আল্লাহ চায় তো ঠিক হয়ে যাবে
আপু আমি বলছিলাম প্রতি কেজি ফিটের দাম এভারেজ যেইভাবেই হোক ৫৫ টাকা ফেলাইমু এবং একটা দেশি মুরগি এক বছরের সর্বোচ্চ কয়টা ডিম পাড়ে ওটা যদি বুঝতে পারতাম তাহলেই বুঝতে পারব জানি ৫৫ টাকার ফিট খাওয়ানোর পরে যে মুরগি ডিম বিক্রি করে লাভবান হব কিনা
ভাই আসসালামু আলাইকুম। এ ধরনের বিশ্লেষণধর্মী কমেন্ট না করার অনুরোধ করছি। এই কমেন্টের উত্তর দেয়া অনেক সময়ের ব্যাপার। পাশাপাশি কমেন্ট সেকশনে এত বড় উত্তর দেওয়া আসলে আমার জন্য কঠিন। এই ধরনের আলোচনা সরাসরি হতে হয়। আশা করি আপনি বুঝতে পারবেন বুঝতে পারছেন। আমারও কিছু পারিবারিক চাপ থাকে, এ কারণে এ ধরনের যদি না করেন খুব খুশি হব। কিছু মনে করবেন না ভাই
ভাই আমার ১৭৬ নাম্বার ভিডিওতে একজন ডাক্তারের ফোন নাম্বার দেয়া আছে। আমার রেফারেন্স দিয়ে উনাকে একটু ফোন করবেন প্লিজ। আশা করি আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ
আসসালামুয়ালাইকুম আন্টি এই শীতে মুরগির বাচ্চা ফুটাচ্ছি এই সপ্তাহে ফুটে যাবে। সবগুলো বাচ্চা যাতে বাঁচে তার জন্য কি করতে হবে।শিতে নাকি মুরগির বাচ্চা বাঁচে না। খুব টেনশনে আছি আন্টি।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। আমার ১৭৩ এবং ১৭৪ নাম্বার ভিডিওটা দেখবেন প্লিজ। আশা করি ব্রুডিং ব্যবস্থাপনা এবং ঔষধ সম্পর্কে ধারণা পাবেন। ভয় পেয়েন না। আল্লাহ ভরসা। অনেক দোয়া ও ভালোবাসা ❤️
আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার খামারের ডিম কিছু আমরা নিজেরা খাই আর কিছু সেল করি। পাশাপাশি অল্প কিছু বাচ্চা আমি ফুটিয়েছিলাম নিজেরা খাবার জন্য। আপুর শরীর তো ভালো না, তাই বাধ্য হয়ে খামার খুব ছোট করে ফেলতে হয়েছে। সামনের মাসের ১৫ অথবা ১৬ তারিখে ইন্ডিয়া যাব ইনশাআল্লাহ চিকিৎসার জন্য। আল্লাহ কবুল করলে ফিরে এসে নতুন করে খামার সাজাবো ইনশাল্লাহ
Oh my elder sister you ar so helpful and beatifull if i can love you two much it will be happy as a my elder sister, but if i can get your whatsaap no: for know about medician, if it's possible i will be most happy thank you so much, allah hafez
মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও। খামারীদের জন্য অনেক হেল্পফুল।
আলহামদুলিল্লাহ।
অনেক ধন্যবাদ ভাই
আপু আপনার ভিডিও ভাল লাগে অনেক কিছু শিক্ষা অর্জন হয়
❤️❤️❤️
মাশাআল্লাহ অনেক উপকারী ভিডিও। ধন্যবাদ আপু
আলহামদুলিল্লাহ।
অনেক দোয়া ও ধন্যবাদ
শীতকালে ডিমের মুরগির ঘর গরম রাখার উপায় জানতে চাই
সেডে সন্ধ্যার পরে হলুদ বাতির ব্যবস্থা করতে হবে। খুব বেশি যখন ঠান্ডা থাকবে, তখন তাপ বাতির( ইনফ্রারেড লাইট) ব্যবস্থা করতে পারে।
এছাড়াও প্রাচীন পদ্ধতিতে কোন একটা উঁচু জায়গায় বা নিরাপদ জায়গায় টিনের কৌটার মধ্যে জ্বলন্ত কয়লা রেখে শেড গরম করা যেতে পারে।তবে এটা অনেক ঝামেলার এবং বিপদজনক
@@jowarfarming ধন্যবাদ
আসসালামু আলাইকুম আপু।।।প্লিজ হেল্প করবেন।। সিক্স প্লাস মেডিসিন সম্পর্কে একটু জদি বলতেন অনেক উপকার হতো
ওয়ালাইকুম আসসালাম। সিক্স প্লাস টক্সিন বাইন্ডার। খাবারের ভেতর যদি কোন ছত্রাক জনিত সমস্যা থাকে, সেই সমস্যাটাকে দূর করাই টক্সিন বান্ডারের কাজ
সিক্স প্লাস কি লভোমেক্সের সাথে দেওয়া জাবি?
আসসালামু আলাইকুম আন্টি আপনার ভিডিও গুলো দেখে আল্লাহর ইচ্ছায় অনেক কিছু শেখা যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমারও একটা ছোট্ট খামার আছে তো আপনার ভিডিওগুলো প্রতিনিয়ত আমি দেখি কোন ঔষধের কি কার্যকারিতা এগুলো শিখতে পারি আমি বরিশাল থেকে বলছি আবারো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহর ইচ্ছায় ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। আপনার পরিবার ও খামারের জন্য অনেক দোয়া ও ভালোবাসা
Asslamu alaikum apu,( bronko vet) vs (respiton) which will be best? and two are আয়ুর্বেদ medician,thanks you (FAHIM VAI🥰)
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুটো ওষুধই ভালো। কারো সাথে কারো তুলনা হবে না।
@@jowarfarming thanks you apu,🥰love you two much
বুরডিংয়ে কি ব্যবহার করা যায়
জ্বি যাবে
দুইটা র যে কোন একটা খাওয়ালেই কি হবে
হবে আপু। যে কোন একটা খাওয়াতে হবে
আপু আপনার দেশের বাড়ি কোথায় ❤❤
আমার দেশের বাড়ি সাতক্ষীরা। তবে আমার জন্ম এবং বেড়ে ওঠা খুলনায়
আসসালামু আলাইকুম আপু আপনার কাছে জানতে চাই মা মুরগি দিয়ে বাচচা ব্রডিং করলে শিত কালে তাপ মা্ত্রা কত রাখতে হবে।
ওয়ালাইকুম আসসালাম। শীতকালে মুরগি দিয়ে ব্রুডিং করলে ব্রেডিং এর জায়গায়১০০ ওয়াটের হলুদ একটা বাতি লাগান। মুরগির বাচ্চার যখন তাপ দরকার হবে বাতির নিচে এসে জড়ো হবে। আবার যখন গরম লাগবে তখন বাতির নিচ থেকে সরে যাবে।
আসসালামু আলাইকুম। আপু ককসিকিউর ও সিপ্রোসিন এ ২ টা ওসুদ কি মিক্স করে একসাথে খাওয়ানো যাবে।রক্ত আমাশার জন্য।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ।
জ্বি দেয়া যাবে ভাই
আপু নেক্রনিল ঔষুধ টা কী নেক্রটিক এন্টারাইটিক এর কাজ করে।
ভাইয়া এই ওষুধটা সম্পর্কে আমি আসলে জানিনা
আপু মুরগীর বুক শুকায় কি কারনে।
ভাই, মুরগির বক শুকানোর পেছনে অনেকগুলো কারণ কাজ করে। দীর্ঘদিন পেটের সমস্যা থাকলে বুক শুকাতে পারে, ঠান্ডার সমস্যা বেশ কিছুদিন ধরে চললে সেক্ষেত্রেও বুক শুকিয়ে যায়। খাবার ঠিকমতো হজম না হলে বুক শুকায়। লিভার বা কিডনির সংক্রমণ হলে বুক শুকায়। ভাইরাস দ্বারা হালকাভাবে আক্রান্ত হলে অনেক সময় মুরগি মারা না গেলেও ধীরে ধীরে মুরগির বুক শুকিয়ে যেতে পারে। মুরগির পেটে দীর্ঘদিন গ্যাস জমে থাকলেও মুরগির বুক শুকাতে পারে।
আপু আমার মুরগি তে গুড়ের মতো পায়খানা করে এখন কি কি ঔষুধ দিবো বলবেন।
সারাদিনই কি গুড়ের মত পায়খানা করছে?
যদি সারাদিন গুড়ের মত পায়খানা করে সে ক্ষেত্রে পিএসবি ৩০ পারসেন্ট ভেট দিতে পারেন।
আপু আসসালামু আলাইকুম, আমার মুরগির অনেক ঠান্ডা খক খক করে কিছু বাচ্চার নাকে পানি আসে কিছুর আসেনা, আমি কি লিভোফ্লক্সাসিন আর ফ্লোরোফিনিকল এর সাথে রেসপিটন একসাথে মিক্স করে দিতে পারবো? কাইন্ডলি জানাবেন? ধন্যবাদ
জ্বি দেন
আমার কাছে রেসপিরন স্কয়ার কম্পানির টা আছে এটা কি স্প্রে করা যাবে এটা একবার খুললে কতদিন রাখা যায় একটু যানাবেন
রেস্পিরন খাওয়ার ওষুধ। এটা স্প্রে নয়। ওষুধের মুখ একবার খুললে দেড় থেকে দুই মাস পর্যন্ত রাখা যায়। ভালো করে মুখ আটকে ছায়া জায়গায় যদি রাখতে পারেন, সেক্ষেত্রে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।
আপু আসসালামু আলাইকুম। আপু আপনার খামারটা এখন আর দেখান না কেন। আপু রেসপিরন আর রেসপিটন কি একই ওষুধ। দুটোর কাজ কি একই।
ওয়ালাইকুম আসসালাম। আমার শরীর বেশ কিছুদিন ধরে খারাপ।আর এ কারণে আমার খুব ছোট করে ফেলছি। এজন্য আমি আমার খাবার দেখাই না। আগামী মাসের ১৫ অথবা ১৬ তারিখে ইন্ডিয়া যাব ইনশাল্লাহ। ইন্ডিয়া থেকে এসে নতুন করে খাওয়ার বড় করব ইনশাল্লাহ।
তখন আল্লাহ কবুল করলে প্রতিদিন আমার নিজের খামার দেখতে পাবেন ইনশাআল্লাহ
রেস্পিরন এবং রেসপিটনের কাজ একই। কিন্তু দুইটা আলাদা আলাদা ওষুধ
আপু শাকিল ভাই এর বই টা কি আপনার কাছে আছে কিনা আমি নতুন খামার দিতেছি ঘর বানিয়েছি মুরগি তুলব তাই বই টা পেলে ভালো হতো
আপু, এর সাথে কি এন্টিবায়োটিক দিয়ে ডোজ কমপ্লিট করবো।
টিলমিকোসিন ফসফেট গ্রুপের এন্টিবায়োটিক অথবা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক দিতে পারেন
মুরগী ১ দিন থেকে ৩০ দিন পযন্ত ওষুধের তালিকা দিলে উপকৃত হইতাম
আপু দেশি মুরগি পালন করে ডিম বিক্রি করে কি লাভবান হওয়া যায় প্রতিটা মুরগি থেকে কত পারসেন্ট ডিম পেতে হবে। কত পারসেন্ট ডিম আসতে পারবো যে ডিম বিক্রি করে লাভবান হওয়া যায়
ভাই এই বিষয় নিয়ে দেখা যাক কোন ভিডিও দেয়া যায় কিনা ইনশাআল্লাহ
মুরগির ওজন কমে যায় না?
ওজন কমবে কেন!
দাম কত এটার।
ভাই এটার দাম যে জানিনা!
দাম ১৪০-১৬৫ এর ভিতরে
আমার মুরগি ডিমের খোসা ছাড়া ডিম পারে। আমাদের এই জায়গায় চাউম্মা ডিম বলে।নতুন মুরগি কিনেছি তিনটা ডিমই একিরকম পারছে।এখন এর সমাধান কি??এগুলা কি ঠিক হবে???
আসসালামু আলাইকুম। আপনি মুরগিকে ক্যালসিয়াম, ই সেলেনিয়াম, ভিটামিন এ ডি ই থ্রি দেন। মাসে দুইটা করে কোর্স করেন এক একটা কোর্স পাঁচ দিনের। এই সাপ্লিমেন্ট গুলোর ডোজ আমার ডিম সংক্রান্ত বিভিন্ন ভিডিওতে দেয়া আছে। একটু দেখে নেবেন প্লিজ। ইনশাআল্লাহ আল্লাহ চায় তো ঠিক হয়ে যাবে
আমার ১৫১ নাম্বার ভিডিওতে এই সাপ্লিমেন্ট গুলোর ডোজ দেয়া আছে । দেখে নেবেন প্লিজ
আপু আপনার ফেসবুক লিঙ্ক টা জদি দিতে অনেক উপকার হতো
আমার ফেসবুক নাই 🤭
@@jowarfarming 😥😥😥😥
আপু আমি বলছিলাম প্রতি কেজি ফিটের দাম এভারেজ যেইভাবেই হোক ৫৫ টাকা ফেলাইমু এবং একটা দেশি মুরগি এক বছরের সর্বোচ্চ কয়টা ডিম পাড়ে ওটা যদি বুঝতে পারতাম তাহলেই বুঝতে পারব জানি ৫৫ টাকার ফিট খাওয়ানোর পরে যে মুরগি ডিম বিক্রি করে লাভবান হব কিনা
ভাই আসসালামু আলাইকুম। এ ধরনের বিশ্লেষণধর্মী কমেন্ট না করার অনুরোধ করছি। এই কমেন্টের উত্তর দেয়া অনেক সময়ের ব্যাপার। পাশাপাশি কমেন্ট সেকশনে এত বড় উত্তর দেওয়া আসলে আমার জন্য কঠিন। এই ধরনের আলোচনা সরাসরি হতে হয়। আশা করি আপনি বুঝতে পারবেন বুঝতে পারছেন। আমারও কিছু পারিবারিক চাপ থাকে, এ কারণে এ ধরনের যদি না করেন খুব খুশি হব। কিছু মনে করবেন না ভাই
দাম কতো
ভাই দামটা যে বলতে পারছি না!
১০০ মিলি, ৫০০/-
আপু আমার বয়লার বাচ্চার বয়স ৪/৫ দিন খাবার হজম হয় না কি ওষধ খাওয়াবে দয়া করে জানাবেন
ভাই আমার ১৭৬ নাম্বার ভিডিওতে একজন ডাক্তারের ফোন নাম্বার দেয়া আছে। আমার রেফারেন্স দিয়ে উনাকে একটু ফোন করবেন প্লিজ। আশা করি আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ
ব্যাংকোভেট রেসপিটন একই কাজ করে? মেডিসিন
জি একই ধরনের কাজ করে
আসসালামুয়ালাইকুম আন্টি এই শীতে মুরগির বাচ্চা ফুটাচ্ছি এই সপ্তাহে ফুটে যাবে। সবগুলো বাচ্চা যাতে বাঁচে তার জন্য কি করতে হবে।শিতে নাকি মুরগির বাচ্চা বাঁচে না। খুব টেনশনে আছি আন্টি।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। আমার ১৭৩ এবং ১৭৪ নাম্বার ভিডিওটা দেখবেন প্লিজ। আশা করি ব্রুডিং ব্যবস্থাপনা এবং ঔষধ সম্পর্কে ধারণা পাবেন।
ভয় পেয়েন না। আল্লাহ ভরসা।
অনেক দোয়া ও ভালোবাসা ❤️
@@jowarfarming❤❤❤ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আন্টি। আপনি অনেক ভালো মানের মানুষ। আল্লাহ তায়ালা আপনাকে দ্বীনি দাঈ হিসাবে কবুল করুন আমীন।
আপু ভালো আছেন ? আপনি যে খামার করছেন মুরগি ও ডিম কী করেন । বাচ্চা কী বিক্রি করেন ।
আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার খামারের ডিম কিছু আমরা নিজেরা খাই আর কিছু সেল করি। পাশাপাশি অল্প কিছু বাচ্চা আমি ফুটিয়েছিলাম নিজেরা খাবার জন্য। আপুর শরীর তো ভালো না, তাই বাধ্য হয়ে খামার খুব ছোট করে ফেলতে হয়েছে। সামনের মাসের ১৫ অথবা ১৬ তারিখে ইন্ডিয়া যাব ইনশাআল্লাহ চিকিৎসার জন্য। আল্লাহ কবুল করলে ফিরে এসে নতুন করে খামার সাজাবো ইনশাল্লাহ
আপু নামবার দেবেন
০১৫৭২০১৪৪৮৯
Oh my elder sister you ar so helpful and beatifull if i can love you two much it will be happy as a my elder sister, but if i can get your whatsaap no: for know about medician, if it's possible i will be most happy thank you so much, allah hafez
❤️❤️❤️
০১৫৭২০১৪৪৮৯