রাসবিহারী বসু র দাম্পত্য জীবনের অজানা কাহিনী | Rasbihari bose | বাংলা

Поділитися
Вставка
  • Опубліковано 27 тра 2024
  • Join this channel to get access to perks:
    / @amiavijitbolchi
    রাসবিহারী (১৮৮৫-১৯৪৫) ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক। দিল্লিতে গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ এর ওপর এক ব্যর্থ বোমা হামলায় নেতৃত্ব দানের কারণে পুলিশ তাঁকে গ্রেফতারের চেষ্টা করে। তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নজর এড়াতে সক্ষম হন এবং ১৯২৩ সালে জাপানে পালিয়ে যান।
    তাঁরই তৎপরতায় জাপানি কর্তৃপক্ষ ভারতীয় জাতীয়তাবাদীদের পাশে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় সমর্থন যোগায়। ১৯৪২ সালের ২৮-২৯ মার্চ টোকিওতে তাঁর ডাকে অনুষ্ঠিত একটি সম্মেলনে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে তিনি সেই সম্মেলনে একটি সেনাবাহিনী গঠনের প্রস্তাব দেন। ১৯৪২ সালের ২২ জুন ব্যাংককে তিনি লীগের দ্বিতীয় সম্মেলন আহবান করেন। সম্মেলনে সুভাষচন্দ্র বসুকে লীগে যোগদান ও এর সভাপতির দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ জানানোর প্রস্তাব গৃহীত হয়। যেসব ভারতীয় যুদ্ধবন্দি মালয় ও বার্মা ফ্রন্টে জাপানিদের হাতে আটক হয়েছিল তাদেরকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগে ও লীগের সশস্ত্র শাখা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগদানে উৎসাহিত করা হয়। কিন্তু দুভার্গক্রমে জাপানি সেনাকর্তৃপক্ষের একটি পদক্ষেপে তাঁর প্রকৃত ক্ষমতায় উত্তরণ ও সাফল্য ব্যাহত হয়।
    তাঁকে ও তাঁর সেনাপতি মোহন সিংকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতৃত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু তিনি বহিষ্কৃত হলেও তাঁর সাংগঠনিক কাঠামোটি থেকে যায়। রাসবিহারী বসুর প্রারম্ভিক সাংগঠনিক শ্রমের ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আজাদ হিন্দ ফৌজ নামেও পরিচিত) গঠন করেন। মৃত্যুর পূর্বে রাসবিহারী বসুকে জাপান সরকার সম্মানসূচক ‘Second Order of the Merit of the Rising Sun’ খেতাবে ভূষিত করে।
    রাসবিহারী বসুর জন্ম বর্ধমানের সুবলদহ গ্রামে। পিতা বিনোদবিহারী বসুর কর্মক্ষেত্র চন্দ্রনগরে তিনি শিক্ষালাভ করেন। জীবনের প্রথম দিকে তিনি নানা বিপ্লবী কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং আলীপুর বোমা বিস্ফোরণ মামলায় অভিযুক্ত হন (১৯০৮)। কারাগার থেকে মুক্তিলাভের পর তিনি দেরাদুনে যান এবং সেখানে বন গবেষণা ইনস্টিটিউটে হেডক্লার্ক হিসেবে কাজ করেন। দেরাদুনে তিনি গোপনে বাংলা, উত্তর প্রদেশ ও পাঞ্জাবের বিপ্লবীদের সংস্পর্শে আসেন। বহু বিপ্লবী কর্মকান্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতায় সরকারের সন্দেহের উদ্রেক হয় এবং শেষ পর্যন্ত তিনি দেশত্যাগে বাধ্য হন।
    #biography #information #rasbiharibasu
    #freedomfighters #bangla #indianhistory
  • Розваги

КОМЕНТАРІ • 24

  • @swapanchakraborty6196
    @swapanchakraborty6196 Місяць тому +2

    খুব ভালো লাগল প্রতিবেদন।

  • @snag434
    @snag434 Місяць тому +1

    রাজবিহারী বসু জীবন কাহিনী নিয়ে প্রতিবেদন খুব সুন্দর হয়েছে

  • @samirkumardey9797
    @samirkumardey9797 Місяць тому +1

    অতি সুন্দর প্রতি বেদন। অনেক ধন্যবাদ আপনাকে ❤

  • @subhashdutta3694
    @subhashdutta3694 Місяць тому +1

    Khub bhalo laglo. ❤👌

  • @sabitamajumder8808
    @sabitamajumder8808 Місяць тому

    অনেক কিছু জানতে পারলাম।ধন‍্যবাদ

  • @prasenjitbag1039
    @prasenjitbag1039 Місяць тому

    Khub valo

  • @arupkumarseal9157
    @arupkumarseal9157 Місяць тому

    Excellent freedom fighter,namaskar

  • @barunneogi985
    @barunneogi985 Місяць тому +2

    ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটি উজ্জ্বল নক্ষত্র শ্রদ্ধেয় চলমান বিপ্লবী রাসবিহারী বসু । মহান বিপ্লবী কে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম ।🙏🙏🙏

  • @akaisenpaitsubakihiganbana6706
    @akaisenpaitsubakihiganbana6706 Місяць тому

    JOGYO SADHAN SANGINI.👃MOHAN PREM.👃👃👃👃

  • @DrGorachandGhosh2710
    @DrGorachandGhosh2710 Місяць тому +1

    In my published books by Amazon worldwide since 18Sept2017 in English and by Notion press since 22June2022 in Bengali on Netaji Subhas Chandra Bose, I have included the beginning chapter with Rashbehari Bose.

  • @asitjanaasitjana9310
    @asitjanaasitjana9310 Місяць тому

    ❤❤❤

  • @siddiqurrahman9272
    @siddiqurrahman9272 20 днів тому

    রাসবিহারী বসু বাংগালীর গর্ব।