দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এর দাম্পত্য জীবনের কাহিনী | Chittaranjan das | বাংলা

Поділитися
Вставка
  • Опубліковано 29 тра 2024
  • Join this channel to get access to perks:
    / @amiavijitbolchi
    দাশ, চিত্তরঞ্জন (১৮৭০-১৯২৫) সি.আর দাশ নামে সমধিক পরিচিত এবং সাধারণ্যে দেশবন্ধু বলে আখ্যায়িত। তিনি বিশ শতকের বাংলার সবচেয়ে প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দের অন্যতম। মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে চিত্তরঞ্জন দাশ ১৮৭০ সালের ৫ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ভূবনমোহন দাশ কলকাতা হাইকোর্টে ‘সলিসিটা’র ছিলেন। প্রথম জীবনে সি আর দাস ভবানীপুরের (কলকাতা) লন্ডন মিশনারি সোসাইটির ইনস্টিটিউশনে শিক্ষা লাভ করেন। ১৮৮৫ সালে তিনি এন্ট্রান্স পরীক্ষা পাস করেন এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ১৮৯০ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর ইংল্যান্ডে গিয়ে ইনার টেম্পলে যোগদান করেন এবং ১৮৯৪ সালে ব্যারিস্টার হন। ঐ একই বছর তিনি ভারতে ফিরে আসেন এবং কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে নিজের নাম তালিকাভুক্ত করেন। ১৯০৮ সালে অরবিন্দ ঘোষের বিচার সি.আর দাশকে পেশাগত মঞ্চের সম্মুখ সারিতে নিয়ে আসে। তিনি এমন চমৎকারভাবে কেসটির পক্ষসমর্থন করেন যে অরবিন্দকে শেষ পর্যন্ত বেকসুর খালাস দেওয়া হয়। তিনি ঢাকা ষড়যন্ত্র মামলার (১৯১০-১১) বিবাদি পক্ষের কৌশলী ছিলেন। সি আর দাস দীউয়ানি ও ফৌজদারি উভয় আইনে দক্ষ ছিলেন।
    বিশ শতকের প্রথম দিকে সি.আর দাশ রাজনীতিতে প্রবেশ করেন। অনুশীলন সমিতির মতো বিপ্লবী সংগঠনের সাথে তিনি যুক্ত ছিলেন। এস.এন ব্যানার্জী, বি.সি পাল ও অরবিন্দ ঘোষের সহকর্মী হিসেবে তিনি বঙ্গভঙ্গ (১৯০৫)-কে বাংলায় বিপ্লবী কর্মকান্ড বিস্তৃত করতে সদ্ব্যবহার করেন। ১৯১৭ সালে ভবানীপুরে অনুষ্ঠিত বাংলার প্রাদেশিক সম্মেলনে সভাপতিত্ব করেন তিনি। অসহযোগ আন্দোলন চলাকালে এম. কে গান্ধীর আহবানে সাড়া দিয়ে আইনজীবীর পেশা পরিত্যাগ করেন এবং ১৯২১ সালে প্রিন্স অব ওয়েলসের কলকাতা সফর বর্জনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। সরকার তাঁকে অনেকবার কারাগারে অন্তরীণ করে। গান্ধী যখন অসহযোগ আন্দোলন স্থগিত ঘোষণা করেন তখন সি.আর দাশ তার তীব্র সমালোচনা করেন এবং বিষয়টিকে গুরুতর ভুল বলে নিন্দা করেন। তাঁর মতে, গান্ধীর এ কাজ রাজনৈতিক কর্মীদের মনোবল বহুল পরিমাণে কমিয়ে দেয়। ঐ চরম সংকটপূর্ণ সময়ে তিনি পরিষদে প্রবেশ কর্মসূচি অর্থাৎ পরিষদের অভ্যন্তরে অবস্থান নিয়ে অসহযোগ চালিয়ে যাবার সূত্র নিয়ে এগিয়ে আসেন। কংগ্রেসের আইন পরিষদ বর্জনের নীতিকে তিনি দৃঢ়ভাবে বিরোধিতা করেন। তিনি মনে করতেন যে, সরকারকে অবিচল, অবিচ্ছিন্ন ও দৃঢ়ভাবে বাধাদানের উদ্দেশ্যে আইন পরিষদে প্রবেশাধিকার অর্জন করা অবশ্যই প্রয়োজন।
    #biography #bangla #history #viralvideo #chittaranjandas
  • Розваги

КОМЕНТАРІ • 20

  • @hironroy7987
    @hironroy7987 Місяць тому +2

    THANKS THANKS THANKS THANKS

  • @rokonmia1909
    @rokonmia1909 Місяць тому +1

    অনেক ভালো লাগলো।
    ধন্যবাদ আপনাকে -
    ❤❤❤❤❤❤❤❤

  • @swapanchakraborty6196
    @swapanchakraborty6196 Місяць тому +1

    খুব ভালো লাগল প্রতিবেদন।

  • @jyotidas2734
    @jyotidas2734 Місяць тому +2

    Thanks to channel for the video.

  • @sabitamajumder8808
    @sabitamajumder8808 Місяць тому +1

    Apurbo protibedon

  • @user-ub9kb2jz8k
    @user-ub9kb2jz8k Місяць тому +1

    এক কথায় অসাধারণ।

  • @atreyimukherjee4753
    @atreyimukherjee4753 Місяць тому +1

    ❤❤❤❤

  • @srideepchakraborty
    @srideepchakraborty Місяць тому +1

    সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর বর্ণময় জীবন সম্পর্কে একটি video বানান

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  Місяць тому

      Korechi
      Anek agge
      Dekhun
      Sahityo saanskriti playlist

  • @kamalendubiswas3951
    @kamalendubiswas3951 Місяць тому

    দূর্গা মোহন দাসের জীবনী জানতে চাই।

  • @snag434
    @snag434 Місяць тому +1

    চিত্তরঞ্জন দাশ বাংলার গর্ব বাঙালির অলংকার ভারতবর্ষের আইকন ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সম্পর্কে তোমার আজকের বিশ্লেষণ খুব সুন্দর