আমি বাংলাদেশী, আন্দামানে ওনাদের সেটেলমেন্ট করার একটি প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়েছিলাম। দেশান্তরী মানুষের অনেক হাহাকার, দুঃখজনক ঘটনা শুনেছি, এখনো সেই দুঃখজনক ঘটনাগুলি ভুলতে পারিনা। স্মৃতিগুলি এখনো প্রসঙ্গ উঠলে সবাইকে বলি।
খুব ভালো লাগলো মা তৃষা তোমার সাক্ষাৎকার। আমিও খুলনার এখন কলকাতায়, আর তুমি বাংলার মেয়ে থাকো মেরিকায়, আর সাক্ষাৎকার নিচ্ছ সুদূর আন্দামানের ও এক প্রত্যেন্ত দ্বীপে এসে। খুব ইন্টারেষ্টিং তাই না? শুভ হোক।
আপনার অস্ট্রেলিয়ার ভিডিও গুলো দেখতাম, ভালো লাগতো। ধন্যবাদ আপনাকে, আজকে আন্দামানে একজন বাংলাদেশী উদবাস্তু মানুষকে উপস্থাপন করলেন, তাদের জীবন যাপন তুলে ধরলেন। আমাদের জানা মতে, আন্দামানসহ ভারতের অনেক রাজ্যে বাংলাদেশী উদবাস্তু মানুষ বসবাস করছেন। ভিডিওটা শেয়ার করতে চাই।
আপনি কি ভাবে এদের সাথী হলেন? আপনি কি উদ্বাস্তু? বোঝেন উদ্বাস্তুর বেদনা? আপনাদের জন্যই বাঙালি হিন্দুদের উদ্বাস্তু হতে হয়েছে। পৃথিবীর সব চেয়ে নিকৃষ্ট জাতের মানুষ বাংলাদেশী মুসলমান। আপনাদের ঘৃণা করি।
বাংলাদেশী নন ওঁরা! ভারত ভাগ হবার প্রাক্কালে, পূর্ব পাকিস্তানের জন্ম হবার সময় ওঁরা অবিভক্ত বঙ্গের পূর্বাঞ্চল থেকে ভারতে চলে আসতে বাধ্য হন মূসলমানদের অত্যাচারে। বাংলাদেশী বলে ওদের অপমান করবেন না। অনেক হিন্দু অবশ্য ১৯৭১-এ খানসেনা ও রাজাকারদের অত্যাচারে পূর্ব পাকিস্তান ত্যাগ করেছেন। সে সবই পূর্ব পাকিস্তানের আমলে ও বাংলাদেশের জন্মের আগে। সুতরাং, মূর্খের মত ওদের বাংলাদেশী বলবেন না!
আপনার প্রতিবেদন দেখুলুম। কত সালে এনারা এখানে আসে সেটা আপনার জিজ্ঞাসা করা উচিত ছিল। আপনি বারে বারে বাংলাদেশী বলেছেন। বাংলাদেশ তো ১৯৭১সালে ! এঁরা পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত হিন্দু! সব কিছু ফেলে উদ্বাস্তু পরিচয়ে নতুন করে জীবন শুরু করে। আজ এঁরা এই আন্দামানের স্থায়ী বাসিন্দা। ভালো থাকবেন।
১৯৬৪ সালে আইয়ুব খান, লাল বাহাদুর কাশ্মীরের যুদ্ধ হয়েছিল। মংলায় রায়ড হয়েছিল সেই সময় মাইগ্রেশন করে ভারতে বহু হিন্দু গিয়েছিল কারো পুনর্বাসন হয়েছে আন্দামানে। কারো পুরো পুনর্বাসন হয়েছে মহারাষ্ট্রে কারো পুনর্বাসন হয়েছে উড়িষ্যায় কারো পুনের বসন হয়েছে মধ্যপ্রদেশে। পূর্ব পাকিস্তানের অর্ধেক হিন্দু চলে গিয়েছিল।
খুলনার একটা গানের লাইন, " নাতি খাতি বেলা গেলো শুতি পারলাম না ওরে বকুলের মা" এই হলো আমাদের খুলনার ভাষা। অনেক স্মৃতি আছে আমার খুলনার সাথে। কলেজ লাইফ, ইস্কুল লাইফ। বিয়ে এমন অনেক কিছুই আজও তাড়া করে। ভাল থেকো সবাই। ধন্যবাদ তৃষা।
বাংলা থেকে অত্যাচারিত হয়ে, ঘর বাড়ি সব ছেড়ে উদ্বাস্তু হয়ে এসেও মনের মধ্যে কারো প্রতি কোনো প্রতিহিংসার প্রকাশ নেই, ভালো থাকুন গ্রামের সহজ সরল মনের মানুষেরা।
@@usermoon6695All relation teach Hannity. But why Indian some Hindu are terrorist? They kill other relegius people, specifically Muslim? Do you know? How many Hindu join with Israeli military only for kill Muslim children and women's?
বরিশাল জেলা বাংলাদেশ থেকে দেখলাম। আমি একজন মুসলমান। অনেক খারাপ লাগলো দাদুর কথা শুনে। আমাদের ক্ষমা করে দিও দাদু। আর যারা তোমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তাদেরকে ধিক্কার জানাই। এই বাংলাদেশটা হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান সবার। এই দেশে সবারই থাকার অধিকার আছে।
দিদি, আমি চাকমা সম্প্রদায়ের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে বলছি, ঠিক একই ভাবে হাজার হাজার চাকমা শরনার্থী হয়ে ১৯৬১ সালে আমার দাদাদের এক ভাই অরুনাচল প্রদেশে গিয়েছেন, তাদের সাথে আমাদের এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। যদি পারেন ওখানে গিয়ে আমাদের চাকমাদের অবস্থা একটু জানাবেন।
দিদি আমি খুলনা জেলা থেকে ভিডিওটি দেখছি। খুলনা জেলার পাইকগাছা উপজেলায় আমার বাড়ি, দাকোপ উপজেলা পাইকগাছার সাথেই আরেকটি উপজেলা। আমার নিজ জেলার লোকগুলো এত কষ্ট করে আন্দামানে চলে গেছে সত্যি দুঃখ হয় আমার নিজ জেলার লোক গুলা আমার জেলা ছেড়ে আজ কত দূরে তারা। শুভকামনা রইল ওই দাদা কাকাদের সবাই ভালো থাকুক সুস্থ থাকুক।
@@snehamoyroy2832 বাংলাদেশের মুসলমান বুঝতে পারছে তাদের কপালে ফিলিস্তিনিদের থেকেও খারাপ সময় অপেক্ষা করছে ।ভারতের হিন্দুদের পূর্ব পুরুষদের জমি ফেরত দিতে বাধ্য করা হবে ।
আন্দামান দ্বীপপুঞ্জে খুব ভালো লাগে। আমার পরিবার যদি ওখানে গিয়ে বসবাস করত খুব ভালো হতো।এখন আর সম্ভব নয়। আমার পূর্ব পূরুষ পাকিস্তানের বাসিন্দা ছিলেন।এখন আমার বয়স ৬৪ বছর। পশ্চিমবঙ্গ এবং রাজস্থান ব্যাবসা।
এই ধরনের ভিডিও অমূল্য সম্পদ। আজকের দিনে বহু মানুষ নীল দ্বীপ ভ্রমণ বিবরণীর উপর ভিডিও ক্লিপ তৈরি করছে, তাঁরা কেউ জানেন না কিভাবে কিছু সাধারণ মানুষ অসাধারণ কাজ করে বর্তমান ভারতের পর্যটন মানচিত্রে এক অমূল্য রত্নের সংযোজন করেছেন 🙏
ম্যাডাম আপনাকে এরকম একটি অজানা তথ্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ এই দ্বীপবাসীকে কি বলবো ওরা এত কষ্ট করে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে কিনা এ ব্যাপারে কোন তথ্য দিলেন না আশা করি পরবর্তী ব্লগে জানাবেন আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি আপনার কন্ঠ খুবই সুমধুর কন্ঠ আপনাকে অশেষ ধন্যবাদ।
'' ..@Chalnasports 2 days ago বাংলাদেশকে নিয়ে যে অভিযোগ উনি করলেন এরকম ঘটনা দেশ ভাগের সময় হতে পারে। খুলনা জেলার দাকোপ থানার চালনাতে আমার বাড়ি। লক্ষ্মীখোলা আমাদের পাশের গ্রাম এখানে কোনদিন এমন ঘটনা ঘটেছে এরকম কিছু কোনদিন শুনিনি। ''----- ?????????????????????????????????
আজ এই সাক্ষাৎকার সারা জীবন মনের মনিকোঠায় স্থান করে নিলো।ভাষা নেই কি ভাষায় তোমায় ধন্যবাদ দেব।মন সত্যিই ভারাক্রান্ত।ঈশ্বরের কাছে কামনা করি ভালো থেকো সবাই ।
এনারা অনেক কষ্ট করে বেঁচে আছেন।বস্তার জেলায় এই রকম অবস্থা ছিল। ওখানেও অনেক কিছু কষ্ট করে বেঁচে আছে।এখন অনেক ভালো আছে। উড়িষ্যায় ও এই অবস্থা ছিল।এই সব বাঙ্গালী হিন্দুদের জন্যেই এই সব ভয়ানক এলাকার সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে।আর এখন কোন কোন এলাকায় বনবিভাগের লোক এসে এদেরকে তাড়িয়ে দেওয়ার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই প্রতিবেদনটি আমি যুক্তরাষ্ট্রের ডাল্লাস-ফোর্টওয়ার্থ থেকে দেখিয়াছিলাম। উদ্বাস্তু মানুষ নতুন কোন দেশে আসিয়া কি যে সংগ্রাম করে টিকে থাকার জন্য তা আমি খুব ভালো করে জানি। আমি আজ থেকে ৪৩ বছর আগে এই যুক্তরাষ্ট্রে আসিয়া তা প্রতক্ষ করিয়াছিলাম।
@@Spiritsoulforspiritual আন্দামানের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আমার এই ভিডিওটা দেখতে পারেন..ধন্যবাদ আপনার মতামতের জন্য ua-cam.com/video/CsvLj_PECMs/v-deo.htmlsi=BtEtQSsdc-9KNwJQ
Ami Andaman er basinda Andaman a amar jonmo . Bhalo laglo video ti .amar thakurdada ke Bangladesh theke niye ashe ekhane bosoti deva hoi. Thakurdada ba jara. Onar boyeshi jara chilen tader mukhe anek katha sunechi ja sunle gaa siure uthto. 1947 a onara ekhane bositi paan tokhon amar babar age 11years chilo shei theke anek kosto kore tara aaj Andaman ke ei jaygay aneche . I proud of my father, grandfather and other. Bhalo laglo sabar comments dekhe aar ami sokol Andaman basi pokkho theke sobai ke dhonnobad jannchi. Aar sobai ke bolbo je ekbar Andaman eshe ghure jaan 🙏🙏
নমস্কার দিদি কেমন আছো আমি একজন ভারতীয় তোমার ভিডিওগুলো আমি নিয়মিত দেখি আমার খুব ভালো লাগে তুমি বিদেশে থাকা কালিঅ অনেক ভিডিও দিয়েছো এগুলো সবই আমি দেখেছি
জীবন যুদ্ধের ভয়ংকর একটি গল্প শুনলাম যা আপনার তৈরী করা অপূর্ব ভিডিওটির মাধ্যমে সম্ভব হয়েছে! মানুষের জীবন-মৃত্যুর এমন আরও গল্প শুনার প্রত্যাশায় রইলাম। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল❤😅
দিদি নমস্কার আমি বাংলাদেশ থেকে দেখছি চোখের জল ধরে রাখতে পারছিনা আপনার কাছে একটি অনুরোধ এই দ্বীপ নিয়ে কমপক্ষে 10 থেকে 20 টি সিরিজ তৈরি করুন কারণ বাংলাদেশের সরকার বলে হিন্দু নির্যাতন করেনি এই ভিডিওগুলো তার প্রমাণ তাই প্রমাণ হিসাবে আরো 10 থেকে ২০ সিরিজ তৈরি করলে আমরা শেয়ার করে মিডিয়াতে প্রচার করে দেখাতে পারবো অনেক অনেক ধন্যবাদ এরকম একটি নিউজ দেওয়ার জন্য
আমি বাংলাদেশী, আন্দামানে ওনাদের সেটেলমেন্ট করার একটি প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়েছিলাম। দেশান্তরী মানুষের অনেক হাহাকার, দুঃখজনক ঘটনা শুনেছি, এখনো সেই দুঃখজনক ঘটনাগুলি ভুলতে পারিনা। স্মৃতিগুলি এখনো প্রসঙ্গ উঠলে সবাইকে বলি।
kintu apnara bolen hindu der upor nirjaton hoy na... apni puro duniya ghure ekta musalman dekhan j nirjatito hoye bharat chareche..
kintu apnara bolen hindu der upor nirjaton hoy na... apni puro duniya ghure ekta musalman dekhan j nirjatito hoye bharat chareche..
মুসলিম স্থাপত্যের বিস্তারে পৃথিবীর অনেক অনেক মানুষের জাতি প্রজাতির সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য বিলুপ্ত হয়ে গিয়েসে।
ua-cam.com/video/lfV1DfkHGpA/v-deo.htmlsi=Jw8m6TxdugjuEWxB
বিষয়টা অনেক ভালো লাগলো
🇧🇩 দাদার সংগ্ৰামী জীবনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। অনেক ভালো থেকো।
- মানিকগঞ্জ , বাংলাদেশ।
এই সাক্ষাৎকারীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। খুবই দূঃখজনক ইতিহাস!
@@SamironSarkar-fj9pr অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখে আপনার মতামত দেওয়ার জন্য.
খুব ভালো লাগলো মা তৃষা তোমার সাক্ষাৎকার। আমিও খুলনার এখন কলকাতায়, আর তুমি বাংলার মেয়ে থাকো মেরিকায়, আর সাক্ষাৎকার নিচ্ছ সুদূর আন্দামানের ও এক প্রত্যেন্ত দ্বীপে এসে। খুব ইন্টারেষ্টিং তাই না? শুভ হোক।
পূর্ব বাংলার মানুষরা খুবই মেহনতি এই জন্য এনারা আন্দামানের টিকে গেছে অসাধারণ অনুভূতি
@@goutamchakraborty3376 অসংখ্য ধন্যবাদ
পূর্ব বাংলায় যখন এনাদের পূর্ব পুরুষও বসতি স্থাপন করে তখনও পূর্ব বাংলা জলা এবং জঙ্গল ছিল। আজকের অবস্থায় ছিল না।
Khub sundor comment korsen,, dua koiren bhaiya
Purbo bangla bolte kono kichu nei
আপনার অস্ট্রেলিয়ার ভিডিও গুলো দেখতাম, ভালো লাগতো।
ধন্যবাদ আপনাকে, আজকে আন্দামানে একজন বাংলাদেশী উদবাস্তু মানুষকে উপস্থাপন করলেন, তাদের জীবন যাপন তুলে ধরলেন। আমাদের জানা মতে, আন্দামানসহ ভারতের অনেক রাজ্যে বাংলাদেশী উদবাস্তু মানুষ বসবাস করছেন।
ভিডিওটা শেয়ার করতে চাই।
@@anuproy3772 অসংখ্য ধন্যবাদ আপনাকে
বাংলাদেশী হিসেবে আপনাদের জন্য রইল অফুরন্ত ভালবাসা। আপনাদের দেশান্তরী জীবনের আমিও সাথী। আপনাদের কষ্টের জীবনের জন্য সহমর্মিতা। কানাডা থেকে শুভেচ্ছা।
মুসলিম স্থাপত্যের বিস্তারে পৃথিবীর অনেক অনেক মানুষের জাতি প্রজাতির সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য বিলুপ্ত হয়ে গিয়েসে
তোদের জন্য আজ এত মানুষ কষ্ট , ইসলাম সভ্যতার পরিপন্থী। ইসলাম ধর্ম অশান্তির ধর্ম। ইসলাম ধ্বংস হোক।
আপনি কি ভাবে এদের সাথী হলেন? আপনি কি উদ্বাস্তু? বোঝেন উদ্বাস্তুর বেদনা? আপনাদের জন্যই বাঙালি হিন্দুদের উদ্বাস্তু হতে হয়েছে। পৃথিবীর সব চেয়ে নিকৃষ্ট জাতের মানুষ বাংলাদেশী মুসলমান। আপনাদের ঘৃণা করি।
বাংলাদেশী নন ওঁরা! ভারত ভাগ হবার প্রাক্কালে, পূর্ব পাকিস্তানের জন্ম হবার সময় ওঁরা অবিভক্ত বঙ্গের পূর্বাঞ্চল থেকে ভারতে চলে আসতে বাধ্য হন মূসলমানদের অত্যাচারে। বাংলাদেশী বলে ওদের অপমান করবেন না। অনেক হিন্দু অবশ্য ১৯৭১-এ খানসেনা ও রাজাকারদের অত্যাচারে পূর্ব পাকিস্তান ত্যাগ করেছেন। সে সবই পূর্ব পাকিস্তানের আমলে ও বাংলাদেশের জন্মের আগে। সুতরাং, মূর্খের মত ওদের বাংলাদেশী বলবেন না!
আপনার প্রতিবেদন দেখুলুম। কত সালে এনারা এখানে আসে সেটা আপনার জিজ্ঞাসা করা উচিত ছিল। আপনি বারে বারে বাংলাদেশী বলেছেন। বাংলাদেশ তো ১৯৭১সালে ! এঁরা পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত হিন্দু! সব কিছু ফেলে উদ্বাস্তু পরিচয়ে নতুন করে জীবন শুরু করে। আজ এঁরা এই আন্দামানের স্থায়ী বাসিন্দা। ভালো থাকবেন।
সহমত
Right 👍
১৯৬৪ সালে আইয়ুব খান, লাল বাহাদুর কাশ্মীরের যুদ্ধ হয়েছিল। মংলায় রায়ড হয়েছিল সেই সময় মাইগ্রেশন করে ভারতে বহু হিন্দু গিয়েছিল কারো পুনর্বাসন হয়েছে আন্দামানে। কারো পুরো পুনর্বাসন হয়েছে মহারাষ্ট্রে কারো পুনর্বাসন হয়েছে উড়িষ্যায় কারো পুনের বসন হয়েছে মধ্যপ্রদেশে। পূর্ব পাকিস্তানের অর্ধেক হিন্দু চলে গিয়েছিল।
1950 থেকে 1965 মধ্যে অনেককে পুনর্বাস দেওয়া হয়েছিল আন্দামানে ।
আমি বেনাপোল থেকে দেখতে ছিলাম
মাসে ৬০ টাকা বেতন। তার মানে বাংলাদেশ রাষ্ট্র গঠনের পূর্বের ইতিহাস।
রাষ্ট্র গঠন? ওটা তো ভারত দান করেছে।
হ্যাঁ, সম্ভবতঃ দেশভাগের সময়কার।
খুব ভালো লাগলো। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ।
অপূর্ব সুন্দর মাদকতা ভরা-মুগ্ধতায় জড়ানো কন্ঠ তোমার,
স্বচ্ছ সাবলীল তোমার বাচনভঙ্গী !!!
আমি শুধু অপলোক চেয়ে থাকি আর কান পেতে শুনি তোমার কথাগুলো !
ভাল থেকো, সুস্থ থেকো বহুকাল।
মুসলিম স্থাপত্যের বিস্তারে পৃথিবীর অনেক অনেক মানুষের জাতি প্রজাতির সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য বিলুপ্ত হয়ে গিয়েসে
কেন, হিন্দু মহিলা দেখলে চুলকানি ওঠে? চুলকানির দাওয়াই দিয়ে দেব?
খুলনার একটা গানের লাইন, " নাতি খাতি বেলা গেলো শুতি পারলাম না ওরে বকুলের মা" এই হলো আমাদের খুলনার ভাষা। অনেক স্মৃতি আছে আমার খুলনার সাথে। কলেজ লাইফ, ইস্কুল লাইফ। বিয়ে এমন অনেক কিছুই আজও তাড়া করে। ভাল থেকো সবাই। ধন্যবাদ তৃষা।
Vaidi mogo bari khulle
@@israilmunshi2049 একদা নাকি এই গানটা গাইতে গাইতেই মহিলারা খেয়া পারাপার করতো...অসংখ্য ধন্যবাদ আপনাকেও কিছু স্মৃতি শেয়ার করার জন্য. খুব ভালো থাকবেন .
'নাতি খাতি বেলা গেলো শুতি পাল্লাম না, আহা সদরুদ্দির মা'
যেদিন পৃথিবী মুসলিম শুন্য হবে তখন পৃথিবীতে শান্তি আসবে। ইসলাম অশান্তির ধর্ম।
Apni akhon kothay thaken?
খুব সুন্দর ইন্টারভিউ। সহজ সরল প্রশ্ন এবং অকৃত্রিম উত্তর।
বাংলা থেকে অত্যাচারিত হয়ে, ঘর বাড়ি সব ছেড়ে উদ্বাস্তু হয়ে এসেও মনের মধ্যে কারো প্রতি কোনো প্রতিহিংসার প্রকাশ নেই, ভালো থাকুন গ্রামের সহজ সরল মনের মানুষেরা।
হিন্দুরা সহনশীল কিন্তু মুসলিম???
@@usermoon6695ভাই ঐ সময় সবাই আক্রান্ত হয়ছে আমাদের চিত্রনায়ক রাজ্জাক, আবুল হয়য়াত এদের বাড়িও কিন্ত পশ্চিমবঙ্গে। বোঝলেন
@@usermoon6695তারাও সহনশীল।
Pagol ata britis amole ba pakistan thakar somoy gece ora
@@usermoon6695All relation teach Hannity. But why Indian some Hindu are terrorist? They kill other relegius people, specifically Muslim? Do you know? How many Hindu join with Israeli military only for kill Muslim children and women's?
বরিশাল জেলা বাংলাদেশ থেকে দেখলাম।
আমি একজন মুসলমান।
অনেক খারাপ লাগলো দাদুর কথা শুনে।
আমাদের ক্ষমা করে দিও দাদু।
আর যারা তোমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তাদেরকে ধিক্কার জানাই।
এই বাংলাদেশটা হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান সবার।
এই দেশে সবারই থাকার অধিকার আছে।
Khub valo laglo apnar chintadhara ato valo... Apni akjon valo manush. Manush agey... Dharmo pore.
Kichu bhalo lok ache bole prithibi ta tike ache.
Tobe besi din noi.
তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই।
তোমার এই চিন্তা ধারা খুব ভালো, বড় হও আরো বড় এই ভাবে প্রতিবাদ করো। তোমাকে অশেষ ধন্যবাদ
একেই বলে শিক্ষিত মানুষ। আপনাকে ধন্যবাদ
আমি হিন্দু বাংলাদেশী। বাংলাদেশ বরিশাল থেকে দেখছি। জয় শ্রীরাম।
Amar babar bari borishal... Ata jani... Konodin dekhi ni. Amader janmo India te. Ashob galpo shone boro hoyechi... Khubii dukhojanok ghatona
Amro same...@@HemlataBiswas-bz1fw
Barishal a kothaye thako? ?
অনেক কষ্টের গল্প নিয়ে নির্মিত অসাধারণ খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
দিদি, আমি চাকমা সম্প্রদায়ের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে বলছি, ঠিক একই ভাবে হাজার হাজার চাকমা শরনার্থী হয়ে ১৯৬১ সালে আমার দাদাদের এক ভাই অরুনাচল প্রদেশে গিয়েছেন, তাদের সাথে আমাদের এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। যদি পারেন ওখানে গিয়ে আমাদের চাকমাদের অবস্থা একটু জানাবেন।
সঠিক।
চাকমা, যারা ১৯৬১ সালে ভারতের পূর্ব রাজ্যগুলিতে গিয়েছিলেন, শুনেছি এখনও ভারতীয় নাগরিক হতে পারেন নি।
কেউ বিষয়টি জানলে, জানাবেন।
@@FerdausAlAmin অরুনাচল রাজ্য বাদে বাকীরা সবাই নাগরিকত্ব পেয়েছেন।
@@debashishkhisa9280 ধন্যবাদ
এমন কিছু না, এরা সবাই এখন ভারতীয় নাগরিক, বাংলাদেশি মুসলমানদের বর্বরতায় এরা ভারতে পালিয়ে এসেছিল, এখনো আসে। @@FerdausAlAmin
দেবহাটা সাতক্ষীরা বাংলাদেশ থেকে
প্রতিবেদন খুব ভাল লেগছে ধন্যবাদ।
Bengali good food চ্যানেল কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সুন্দর কন্টেন্ট তৈরী করার জন্য। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আপনার মতামত জেনে খুব খুশি হলাম..অসংখ্য ধন্যবাদ..আমার বাকি ভিডিওগুলি দেখার অনুরোধ রইলো আশাকরি ভালো লাগবে.
আমার বাড়ি নদীয়া জেলার ধুবুলিয়া,
কিন্তু আমার বাবার জন্ম খুলনা জেলার রূপসা থানার ডোবা গ্রামে
এই কষ্টেই বাংলাদেশ ছেড়েছিল।
আপনারা সবাই ভালো থাকুন নিরন্তর, শ্রদ্ধা এবং শুভ কামনা রইলো।💞
দিদি আমি খুলনা জেলা থেকে ভিডিওটি দেখছি। খুলনা জেলার পাইকগাছা উপজেলায় আমার বাড়ি, দাকোপ উপজেলা পাইকগাছার সাথেই আরেকটি উপজেলা। আমার নিজ জেলার লোকগুলো এত কষ্ট করে আন্দামানে চলে গেছে সত্যি দুঃখ হয় আমার নিজ জেলার লোক গুলা আমার জেলা ছেড়ে আজ কত দূরে তারা। শুভকামনা রইল ওই দাদা কাকাদের সবাই ভালো থাকুক সুস্থ থাকুক।
আপনি ভাল মানুষ বলেই মনে হয় পুনরায় হিন্দুধর্মে ফিরে আসুন।
@@snehamoyroy2832 বাংলাদেশের মুসলমান বুঝতে পারছে তাদের কপালে ফিলিস্তিনিদের থেকেও খারাপ সময় অপেক্ষা করছে ।ভারতের হিন্দুদের পূর্ব পুরুষদের জমি ফেরত দিতে বাধ্য করা হবে ।
Apnar matamater jonya dhanyabad.muslimder madye ai rakam manasikatar lok khub biral.ai rakam aubhuti thakar jonyai to aamra manush
সত্যি? আপনার দেশের বাকিদেরও তারান আরও সুযোগ পাবেন সহানুভূতি দেখানোর
Amar maa bolto tader gramer nam lakhi khola etuku mone ache
Okhane stone chilo jeta keo tulte partona kothay janen
খুলনা থেকে দেখলাম, ভালো মন্দ উভয় লাগলো।৮০ দশক দ্বীপটি যখন ভাসল তখন কথা মনে পড়ে।
বাঃ খুব সুন্দর,চালিয়ে যাও চালিয়ে যাও তৃষা খুবই ভাল অভিজ্ঞতা হচ্ছে তোমার দৌলতে। অসংখ্য অসংখ্য প্রিতি ও শুভেচ্ছা জানালাম। ⚘❤❤❤❤👌👍
@@somnathmitra2448 আমার ভিডিওগুলি নিয়মিত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ...খুব ভালো থাকবেন
হরে কৃষ্ণ দিদি আমি বাংলাদেশ খুলনা থেকে দেখছি তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে অসাধারণ
@@LitonSaha-zx4hf অসংখ্য ধন্যবাদ
Quite enjoyable. My aunt and her family , from ashasuni ,satkhira were there.
Thanks, Madam.
From NY, USA
আন্দামান দ্বীপপুঞ্জে খুব ভালো লাগে। আমার পরিবার যদি ওখানে গিয়ে বসবাস করত খুব ভালো হতো।এখন আর সম্ভব নয়। আমার পূর্ব পূরুষ পাকিস্তানের বাসিন্দা ছিলেন।এখন আমার বয়স ৬৪ বছর। পশ্চিমবঙ্গ এবং রাজস্থান ব্যাবসা।
এই ধরনের ভিডিও অমূল্য সম্পদ। আজকের দিনে বহু মানুষ নীল দ্বীপ ভ্রমণ বিবরণীর উপর ভিডিও ক্লিপ তৈরি করছে, তাঁরা কেউ জানেন না কিভাবে কিছু সাধারণ মানুষ অসাধারণ কাজ করে বর্তমান ভারতের পর্যটন মানচিত্রে এক অমূল্য রত্নের সংযোজন করেছেন 🙏
@@pralaybasu7 ua-cam.com/video/lfV1DfkHGpA/v-deo.htmlsi=BiISCU4MdUOgXTZw
Khub bhalo laglo.
Hatkey chhilo topic ta.
Pretty interesting.
Please bring such presentations more in the future.
Thank you so much 👍🙏
দিদি অনেক ধন্যবাদ নিল দিপের গল্প আসলেই অনেক সুন্দর এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ম্যাডাম আপনাকে এরকম একটি অজানা তথ্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ এই দ্বীপবাসীকে কি বলবো ওরা এত কষ্ট করে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে কিনা এ ব্যাপারে কোন তথ্য দিলেন না আশা করি পরবর্তী ব্লগে জানাবেন আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি আপনার কন্ঠ খুবই সুমধুর কন্ঠ আপনাকে অশেষ ধন্যবাদ।
ua-cam.com/video/lfV1DfkHGpA/v-deo.htmlsi=Jw8m6TxdugjuEWxB
ইতিহাস বড়ই করুন।বাংলাদেশ থেকে দেখছি।
গতানুগতিক ধারাবাহিকতার বাহিরে চমৎকার একটি সাক্ষাৎকার।মন দিয়ে উপভোগ করলাম। আশা করি পরবর্তীতে পুরো আন্দামানের জীবনযাত্রা আমাদেরকে দেখাবেন।
অসাধারণ অভিজ্ঞতা। মন দিয়ে শুনলাম। অনেক ভালো লাগলো।
'' ..@Chalnasports
2 days ago
বাংলাদেশকে নিয়ে যে অভিযোগ উনি করলেন এরকম ঘটনা দেশ ভাগের সময় হতে পারে।
খুলনা জেলার দাকোপ থানার চালনাতে আমার বাড়ি। লক্ষ্মীখোলা আমাদের পাশের গ্রাম এখানে কোনদিন এমন ঘটনা ঘটেছে এরকম কিছু কোনদিন শুনিনি। ''----- ?????????????????????????????????
ua-cam.com/video/lfV1DfkHGpA/v-deo.htmlsi=Jw8m6TxdugjuEWxB
Didi tomar voice ta anek sundor khub valo laglo dhannabad 🙏🧡
He told the truth. He's from my district Khulna. Good man❤. From 🇨🇦.
ভালো লাগললো আপনার এমন ব্যতিক্রম একটি উপস্থাপনা।
@@moukleshurrahman2961 অসংখ্য ধন্যবাদ
আজ এই সাক্ষাৎকার সারা জীবন মনের মনিকোঠায় স্থান করে নিলো।ভাষা নেই কি ভাষায় তোমায় ধন্যবাদ দেব।মন সত্যিই ভারাক্রান্ত।ঈশ্বরের কাছে কামনা করি ভালো থেকো সবাই ।
Ami Assam thekye Ananda kotha sune khub bhalu laglu 🎉
চমৎকার একটা সাক্ষাৎকার। অনেক কিছু জানলাম। কল্পনায় এখন ঐ দ্বীপে যেতে ইচ্ছে করে।
বাঙাল রা অনেক দিন আগেই এখানে এসেছে
উদ্বাস্তু হিন্দুদের সাক্ষাৎকার আরো দেখতে চাই। এগুলো ডকুমেন্টেড থাকা প্রয়োজন
@@gharghya ua-cam.com/video/lfV1DfkHGpA/v-deo.htmlsi=BiISCU4MdUOgXTZw
বাংলাদেশ থেকে দেখেছি, ভালো লাগলো
ফোট। এখানে ভিক্ষা পাবি না।
অনেক কিছু জানততে পারলাম। ধন্যবাদ।
অফুরন্ত ভালবাসা আপনাদের. আমি বাংলাদেশী সিলেটি
এনারা অনেক কষ্ট করে বেঁচে আছেন।বস্তার জেলায় এই রকম অবস্থা ছিল। ওখানেও অনেক কিছু কষ্ট করে বেঁচে আছে।এখন অনেক ভালো আছে। উড়িষ্যায় ও এই অবস্থা ছিল।এই সব বাঙ্গালী হিন্দুদের জন্যেই এই সব ভয়ানক এলাকার সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে।আর এখন কোন কোন এলাকায় বনবিভাগের লোক এসে এদেরকে তাড়িয়ে দেওয়ার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
@@milanbiswas4472 ua-cam.com/video/lfV1DfkHGpA/v-deo.htmlsi=BiISCU4MdUOgXTZw
এই প্রতিবেদনটি আমি যুক্তরাষ্ট্রের ডাল্লাস-ফোর্টওয়ার্থ থেকে দেখিয়াছিলাম।
উদ্বাস্তু মানুষ নতুন কোন দেশে আসিয়া কি যে সংগ্রাম করে টিকে থাকার জন্য তা আমি খুব ভালো করে জানি।
আমি আজ থেকে ৪৩ বছর আগে এই যুক্তরাষ্ট্রে আসিয়া তা প্রতক্ষ করিয়াছিলাম।
পুরোটা ভিডিও দেখলাম, সময়টা জানার খুব ইচ্ছা ছিল, কিন্তু জানতে পারলাম না
@@khandakerjaman5267 ua-cam.com/video/lfV1DfkHGpA/v-deo.htmlsi=BiISCU4MdUOgXTZw
Every struggling incident is teaching us to be brave.Thanks the programer.
বোন আপনার নামটা কি জানতে পারি ? আমি আপনার ভিডিও ইতালির রাজধানী রোম হতে উপভোগ করছি অনেক অনেক মায়া ও শুভেচ্ছা । ❤️
দাকোপের অবস্থা এখন অনেক ভালো। খুব ভালো জায়গা দাকোপ।
আপা আপনার খবর বা তথ্যগুলো খুবই ভাল লাগছে। আপনাকে ধন্যবাদ
Watching from Bangladesh. Nice content. Wish you all the very best.
খুব ভালো লাগলো 😊😊😊
একটু ঘুরে ঘুরে দেখালে খুব ভালো লাগতো।
খুব খারাপ লাগছে ওনাদের জন্য।
ধন্যবাদ প্রতিবেদককে।
@@Spiritsoulforspiritual আন্দামানের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আমার এই ভিডিওটা দেখতে পারেন..ধন্যবাদ আপনার মতামতের জন্য
ua-cam.com/video/CsvLj_PECMs/v-deo.htmlsi=BtEtQSsdc-9KNwJQ
@@Spiritsoulforspiritual ua-cam.com/video/lfV1DfkHGpA/v-deo.htmlsi=BiISCU4MdUOgXTZw
@bengaligoodfood2166 দেখলাম আমার খুব ভালো লাগলো এবারের ব্লগটা।
ধন্যবাদ
নিউইয়র্ক থেকে
Ami Andaman er basinda Andaman a amar jonmo . Bhalo laglo video ti .amar thakurdada ke Bangladesh theke niye ashe ekhane bosoti deva hoi. Thakurdada ba jara. Onar boyeshi jara chilen tader mukhe anek katha sunechi ja sunle gaa siure uthto. 1947 a onara ekhane bositi paan tokhon amar babar age 11years chilo shei theke anek kosto kore tara aaj Andaman ke ei jaygay aneche . I proud of my father, grandfather and other. Bhalo laglo sabar comments dekhe aar ami sokol Andaman basi pokkho theke sobai ke dhonnobad jannchi. Aar sobai ke bolbo je ekbar Andaman eshe ghure jaan 🙏🙏
আপনার সুমিষ্ট কন্ঠস্বর ভালো লাগলো।
নমস্কার দিদি কেমন আছো আমি একজন ভারতীয় তোমার ভিডিওগুলো আমি নিয়মিত দেখি আমার খুব ভালো লাগে তুমি বিদেশে থাকা কালিঅ অনেক ভিডিও দিয়েছো এগুলো সবই আমি দেখেছি
জীবন যুদ্ধের ভয়ংকর একটি গল্প শুনলাম যা আপনার তৈরী করা অপূর্ব ভিডিওটির মাধ্যমে সম্ভব হয়েছে! মানুষের জীবন-মৃত্যুর এমন আরও গল্প শুনার প্রত্যাশায় রইলাম। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল❤😅
@@dominicgomes7029 অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য
Onek vlo manush, tnx for all
Good video,, dua koiren apu ❤❤❤
সকল সনাতনীরা মাতৃভূমিকে মায়ের মতই ভালবাসে ৷ নির্মম অত্যাচারে দেশত্যাগে বাধ্য হতে হয় ৷
Khub valo laglo Khub sundor.
@@-puranpath dhonyobad
Presenter k khub valo laglo.
বেদনায়ক ঘটনা হলেও ভালো লাগলো আামদের এক ভায়ের স্বাক্ষাতকার। কারণ আমিও যে বাংলাদেশি মানুষ!
অসাধারণ সংগ্রামী জীবন
Shune khub Bhalo laglo. Amar babao 1951 sale esechhilo.West Bengale. Purono diner Kotha bhable bhalo lage. Sabai bhalo thakben
@@ashokkumarbar7537 ua-cam.com/video/lfV1DfkHGpA/v-deo.htmlsi=BiISCU4MdUOgXTZw
Khubbb sundor video
খুব ভাল লাগল। ধন্যবাদ জানাই।
দিদি অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর অনুষ্ঠানের জন্য।
Khub sundor... India..... 28.11.2024. Valo theko... Rinadi...
খুলনা জেলার, দকোপ থানা,লক্ষীখোলা গ্রাম, ঠিকানা -ঠিক আছে। আমার বাড়ি খুলনাতে বটিয়াঘাটার,দাউনিয়াফাঁদ(গুপ্তমারী)গ্রামে।আমাদের পাশ্ববর্তী থানা(উপজেলা) দাকোপ।শুভকামনা রইলো।
আমি গিয়েছি ঐ এলাকায়
আমার মামাবাড়ী খুলনার খালিশপুর। তাই দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ। অবনীন্দ্র নন্দী তেজপুর আসাম।
@@abanindanandy3335 অসংখ্য ধন্যবাদ
দিদি, খুবি ভালো লাগলো। আপনার ভিডিও টা।আমি নিয়মিত আপনার ভিডিও দেখি। খুব ভালো লাগে।
@@alomhossen7950 আমার ভিডিওগুলি নিয়মিত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ..
সুন্দর প্রতিবেদন ।
Dr. Trisha দিদি,তোমার ইউ টিউব কনটেন্ট আর প্রেজেন্টেশন দারুন। I am the pasionate lover of Your channel.
@@sudipdas8553 অসংখ্য ধন্যবাদ
খুব ভালো লাগলো।
অভিনন্দন থাকলো দাদার জন্য
দাদারা, ভালো থাকুন l অনেক দোয়া আর শুভেচ্ছা 🇧🇩 থেকে l
বাংলাদেশ থেকে দেখছি । খুব ভালো লাগলো
@@csmindworldwide অসংখ্য ধন্যবাদ
কাকা আপনাকে আমি আদাব জানাই 🎉 ভালো থাকবেন ❤
Good Content. ❤
DEDE-TOMAR-VOICE-VERY NICE.AMI-BANGLADESH THAKA DASE .
TUME ONK SMRAT & CUTE .
Ajke BD te ja hocce ta ageo hoyeche
Excellent story.
Excellent presentation 🎉
এদের জন্য চোখে অশ্রু ঝরছে। আমার বঙ্গের লোক!! চমৎকার কাজ আপনার দিদি।
দিদি এই ধরনের ব্লগ আরো দেখতে চাই।
@@amareshbiswas6895 চেষ্টা করবো..ধন্যবাদ মতামতের জন্য
ভয়েজ টা কি সুন্দর মা মনি তুমার
❤️
অসাধারণ লাগলো
অনুভূতিতে নাড়া দিচ্ছে। ভালো থাকবেন। ধন্যবাদ।
দিদি নমস্কার আমি বাংলাদেশ থেকে দেখছি চোখের জল ধরে রাখতে পারছিনা আপনার কাছে একটি অনুরোধ এই দ্বীপ নিয়ে কমপক্ষে 10 থেকে 20 টি সিরিজ তৈরি করুন কারণ বাংলাদেশের সরকার বলে হিন্দু নির্যাতন করেনি এই ভিডিওগুলো তার প্রমাণ তাই প্রমাণ হিসাবে আরো 10 থেকে ২০ সিরিজ তৈরি করলে আমরা শেয়ার করে মিডিয়াতে প্রচার করে দেখাতে পারবো অনেক অনেক ধন্যবাদ এরকম একটি নিউজ দেওয়ার জন্য
আরে অতিউৎসাহী হিন্দুওয়ালী উনারা বাংলাদেশ জন্মের অনেক আগে পাড়ী দিছে ওখানে বুঝে শুনে কথা কইয়েন মশাই
@@MyhouseBD ua-cam.com/video/lfV1DfkHGpA/v-deo.htmlsi=BiISCU4MdUOgXTZw
Many many Thanks.(From Indian ).
ভালো লাগলো
খুব খুব ভালো লাগলো ভিডিও টা।
অসাধারণ,, দারুণ ভালো লাগছে
Very good content, Thank you
@@SukumarDas-rx2mm thanks for watching
আন্দামানটা বাংলাদেশের খুবই কাছে।
! আমি সৌদি আরব থেকে দেখছি ।