দশ বছর আগে সপরিবারে আন্দামান গিয়েছিলাম। দুর্ভাগ্যবসতঃ সেই সময় আন্দামানে একটা দুর্ঘটনা ঘটার জন্য কিছু জায়গা বন্ধ ছিল - দেখা হয় নি। এই পর্বটা খুব উপভোগ্য লাগল। আগামী পর্বগুলো দারুণ লাগবে আশা করছি। অপেক্ষায় রইলাম।
এখন আমি ক্লাস 12 এর ছাত্র । ক্লাস 7 এবং 8 পর পর দু- বছর little andaman (hutbay) গেছিলাম । জীবনে প্রথম প্লেনে চড়া, প্রথম island 🏝 সব মনে পরে গেলো । ধন্যবাদ শিবাজী sir.... 💙
যে সব স্থান আমার মধ্যে শিহরণ স্মৃষ্টি করে আন্দামান নিকোবর তাদের অন্যতম। ১৯৭৯ সালে প্রকাশ পেয়েছিল তপন সিন্হার প্রথম কাকাবাবুর ছবি - সবুজ দ্বীপের রাজা। আমি তখন ক্লাস ২ এর ছাত্র কিন্তু সেই ছবির প্রথম দর্শন আমার আজও মনে আছে । পৃথ্বী বাবুর মতন আমারও সেই প্রথম দেখা আন্দামানের বিভিন্ন অংশ । আমি একবারই কর্মসূত্রে আন্দামান গেছি । শিবাজী ও পৃথ্বী বাবুর এর চোখে আন্দামান দেখা এক বিশাল সৌভাগ্যের ব্যাপার । এই সিরিজ যে কতখানি উপভোগ্য হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না । আজ প্রথম পর্বে তার নিশ্চয়তা পেয়ে গেলাম । অসাধারণ লাগলো Ross এবং North Bay Island । অধীর আগ্রহে অপেক্ষা করব পরের পর্বে সেলুলার জেল ও অন্যান্য দ্রষ্টব্য দেখতে । অনেক নমস্কার ।
অনেক দিন বাদে আবার আমাদের শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা। ❤❤ ২০২২ ডিসেম্বরে আমরা সপরিবারে মোট ১৬জন আন্দামান গেছিলাম। Port Blair থেকে শুরু করে Havelock, Neil island, diglipur সব ঘুরেছিলাম। শুধু তাই নয়, north bay তে snorkeling আর Havelock এ scuba activity ও করেছিলাম। দারুন অভিজ্ঞতা ছিল। দারুন আনন্দ করেছিলাম। ❤❤❤❤ (বেলঘরিয়া নিমতা থেকে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার অভিক মজুমদার বলছি)
কর্মসূত্রে Port Blair এ থাকি. প্রকৃতির মাঝে এ এক সুন্দর শহর... For common people also, Port Blair খরচের দিক থেকে কলকাতার চেয়ে অনেক costly, আবার সেই line ধরে মানুষের average income ও একটু বেশি।। Flag point to jetty যে রাস্তা রয়েছে ওখানে একটা সন্ধ্যা কাটান বেশ ভালো লাগবে ।।
@@muktipadamanna543 Port Blair কে বিদায় জানিয়েছি বেশ কিছু দিন হলো, এখন নিজের রাজ্যে।। আর sorry, এমন open public forum এ phone number দিতে পারবো না, কোনো প্রশ্ন থাকলে এখানেই করুন, সাধ্য মত উত্তর দেবো
এত সুন্দর করে কথা বলেন হেসে হেসে, আমার খুব ভাল লাগে। আপনার প্রায় প্রতিটি কন্টেন্ট আমি দেখার চেষ্টা করি। আপনার কন্টেন্টে অনেক কিছু দেখা যায় এবং শেখা যায়। আপনি ভাল থাকবেন এই প্রত্যাশা করি।
শিবাজীদা আমি আপনাদের extended পরিবারের সদস্য। আমি কর্মসূত্রে ২০১১ থেকে ২০১২ একবছর আন্দামানে ছিলাম এবং চষে বেড়িয়েছি। আবার সেই জায়গা গুলো দেখতে অসম্ভব ভালো লাগছে। স্মৃতিমেদুর হয়ে পড়ছি। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
দাদা দের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏 শিবাজী দা, আমার মায়ের কাছথেকে জানা কথা---যে নারিকেলের চোখ আছে ,তাই কখনও মানুষের মাথায় পড়েনা! আন্দামান প্রথম দিন খুব সুন্দর লাগলো।👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏💐💐💐💐💐
আপনাদের দেখে কিভাবে সম্মানের সাথে যে কোনো কাজকে একটা প্রতিষ্ঠান তৈরি করা যায় সেটা অন্যদের কাছে উদাহরণ। রিসেন্টলি যা সব দেখছি JIM BROWNING , pierogi এবং আরো অন্যদের চ্যানেলে খুবই দুঃখের। আপনাদের মতন সৎ শিক্ষিত লোকদের থেকে অনেক কিছু শেখার আছে। Hats off!🥇🥇🥇🥇🥇
We visited Andaman in 2012. Now more new recreation programs came into being.As far as I remember sea walk was not available. But we did Snorkelling which was very very interesting.Airport was not so modern as of now. Learned that state animal of A&N is sea cow.Andaman is undoubtedly a nice touring spot.Thanks to both of you for sharing a nice video.❤❤
আন্দামান দ্বীপপুঞ্জের কথা শুনলেই মনে হয় ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক জায়গা যেখানে এক সময় স্বাধীনতা সংগ্রামী দের নির্বাসিত করা হতো। আন্দামান যেখানে মৌসুমী বায়ু প্রথম প্রবেশ করে, তারপর মূল ভূখণ্ডে প্রবেশ করে। ভাল লাগল শিবাজী দা আপনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সহ আন্দামান ভ্রমনের প্রথম পর্ব। পৃথ্বীজিৎ দার অসাধারণ রসবোধ এর প্রমান, ইডলী খাওয়া হল পিত্ত নিবারন। আমার যতবার মনে পড়ছে ততবার হাসি পাচ্ছে।👍👍
এ তো শুধু ভ্রমণ নয়, পুরোপুরি Adventure tour... সমুদ্রগর্ভে নেমে হাত নেড়ে অভিবাদন জানানো, একইসঙ্গে রোমহর্ষক ও অনবদ্য। এরকম সবকিছুতে এগিয়ে যাবার মানসিকতার জন্যেই শিবাজী-পৃথ্বিজিৎ জুটির Explorer Shibaji তুলনাহীন!! আজকে নেতাজির জন্মদিন। সেই পবিত্র দিনেই ঐ বীরসন্তানের বীরগাথার অন্যতম ক্ষেত্র পোর্ট ব্লেয়ারের রস আইল্যান্ডের চিত্র ফুটে উঠে, আপনাদের ভিডিওকে এক অন্য মাত্রা দিয়েছে। এই আন্দামান ভ্রমণে আরও কত রোমাঞ্চ অপেক্ষা করছে, তার নমুনা প্রথম পর্বেই নিশ্চিত হয়ে গেছে। ভালো থাকুন। এগিয়ে চলুন। Explorer Shibaji আরও আরও বর্ণময় হয়ে উঠুক।
দুর্দান্ত লাগলো ভিডিও....আগের বছর ডিসেম্বর মাসে গেছিলাম।ভিডিও দেখতে দেখতে সেই সময় তে চলে যাচ্ছিলাম।অনেক জার্নি র মধ্যে এটা একটা মনে রাখার মত জার্নি।seawalk সত্যি বড়ো সুন্দর অভিজ্ঞতা।এখন থেকে সব ভিডিও তে আগের অভিজ্ঞতা ফিরে ফিরে পাবো।❤❤❤❤❤
খুব ভালো লাগলো রস আইল্যান্ড আর নর্থ বে তার সঙ্গে সি ওয়াক। আমিও গত ২০২২ এর ডিসেম্বর আন্দামান ঘুরে এসেছি। কিন্তু জলের নিচে নামার অভিজ্ঞতাটা করতে পারিনি। ❤
Prithvijit 3 things: 1. Andaman & Nicobar islands have been renamed as Sahid & Swaraj islands. 2. There was a old lady called Anuradha who offered free guide services in Ross islands. She used to feed the dears from whatever tourists donated her. Is she still alive? 3. Adi Bengali Hotel in Port Blair is a must try for Bengalis. Very good Bengali food and fish.
1. Shaheed and Swaraj Dweep , are new names of Neil and Havelock Islands , not Andaman and Nicobar. 2. I have seen her in my last trip in Oct'23 . 3. Yes , That restaurant is a hidden gem for Bengalis . :D
আন্দামান ও নিকোবারে ৫৭৮টা দ্বীপ আছে, যার মধ্যে খুব পপুলার দুটো দ্বীপ - হ্যাভলক ও নীল। এদের নাম যথাক্রমে শহীদ ও স্বরাজ দ্বীপ নাম হয়েছে। গোটা আন্দামান ও নিকোবারের নয়।
উফ্ কী যে আনন্দ হচ্ছে , আবার বেড়াতে বেরিয়ে পড়া গেল। আপনাদের video কয়েকদিন না পেলে সত্যিই মনে হয় কি যেন নেই । জানি অন্যায় আবদার হয়ে যাচ্ছে আমাদের । জানি আমাদের এই ভ্রমণের আনন্দ দিতে আপনাদের অনেক sacrifice করতে হয় । অনেক ঝুঁকি নিয়ে বেশ কিছু জায়গায় যেতে হয়। তবু আশায় থাকি , এই বৈচিত্র্যময় পৃথিবীর আবার কোনো নতুন সৌন্দর্য কে আপনাদের চোখ দিয়ে উপভোগ করবো । আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
প্রথমেই, আপনাকে ধন্যবাদ এই সুন্দর ভিডিওটির জন্য। আন্দামানের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার চোখ জুড়িয়ে গেল। আপনি যে বলেছেন আন্দামানে সবকিছুই ব্যয়বহুল, তা একদম ঠিক। বিশেষ করে খাবার এবং থাকার খরচ খুবই বেশি। তবে, আমি মনে করি আন্দামানের সৌন্দর্য এই খরচের তুলনায় অনেক বেশি। আপনার ভিডিওটি দেখে আমি আন্দামানে ভ্রমণের ইচ্ছা আরও বেশি করে জাগ্রত হয়েছে। আমি আশা করি, একদিন আমিও আপনার মতো আন্দামানের সৌন্দর্য উপভোগ করতে পারব। আপনার ভবিষ্যতের ভিডিওগুলির জন্য শুভকামনা রইল।
Anek din pare tomader video dekhlam, mon vore galo, Andaman sambondhe ja shunechhi, mone holo jeno ami nijei chokher samna sab dekhlam, thank you so much Shibaji & Prithwijit.
Dada ek kothai osadharon...seawalk ta durdanto laglo....seawalk er video ta ar ektu besi hole r o bhalo lagto..mukjiye achi ei trip ta upobhog korar jonno.
খুব খুব ভালো লাগলো, আমার Andaman যাবার সুযোগ হয়ে ছিল 1983 সালে, তখন জাহাজে ভাড়া ছিল 100 টাকা তখন এত কিছু ছিল না, যাই হোক, ভালো থাকবেন, পরের epishord জন্য অপেক্ষা রইলো।
আগেও গেছি -- 2013 তে । তখন সেলুলারে Light &Sound show ছিল অপুর্ব এবারও দেখলাম --- পুরটাই রাজনৈতিক রঙে রাঙ্গা ,,,,, সাভারকারের ভজনা --- আমার ব্যক্তিগত মতামত // ক্রুজে চড়ে যাতায়াত,,,, সমুদ্র ভ্রমনের আনন্দ অনেকটাই কম পেলাম,,,, উড়ুক্কু মাছ দেখলাম না।
Darun lagche video ta. Idli amaro pochondo na kintu dosa darun lage khete. Boat ride ta darun chilo Coral er. Jama ta darun ami recently same color er Popeye design er ekta t-shirt nilam. Prothom jara jabe tara ei video dekhle onek information peye jabe. Sea walk ta nischoi khub mojadar hobe. Andaman gele eta kortei hobe.
দুর্দান্ত একটি এপিসোড দেখলাম। মন ভরে গেল। পরের পর্বের অপেক্ষায় রইলাম। ভাল থাকবেন।
দশ বছর আগে সপরিবারে আন্দামান গিয়েছিলাম। দুর্ভাগ্যবসতঃ সেই সময় আন্দামানে একটা দুর্ঘটনা ঘটার জন্য কিছু জায়গা বন্ধ ছিল - দেখা হয় নি। এই পর্বটা খুব উপভোগ্য লাগল। আগামী পর্বগুলো দারুণ লাগবে আশা করছি। অপেক্ষায় রইলাম।
আপনাদের বাংলার ডিসকভারি চ্যানেল বলা যাক এবার। আফ্রিকার জঙ্গলের পর আন্দামানে জলের নিচের দৃশ্য, খুব সুন্দর। ভালো থাকবেন দাদারা ❤️🙏
এখন আমি ক্লাস 12 এর ছাত্র । ক্লাস 7 এবং 8 পর পর দু- বছর little andaman (hutbay) গেছিলাম । জীবনে প্রথম প্লেনে চড়া, প্রথম island 🏝 সব মনে পরে গেলো । ধন্যবাদ শিবাজী sir.... 💙
Little Andaman আমিও যেতে চাই
করবিন্স কোভ ভালো লাগে নি
যে সব স্থান আমার মধ্যে শিহরণ স্মৃষ্টি করে আন্দামান নিকোবর তাদের অন্যতম। ১৯৭৯ সালে প্রকাশ পেয়েছিল তপন সিন্হার প্রথম কাকাবাবুর ছবি - সবুজ দ্বীপের রাজা। আমি তখন ক্লাস ২ এর ছাত্র কিন্তু সেই ছবির প্রথম দর্শন আমার আজও মনে আছে । পৃথ্বী বাবুর মতন আমারও সেই প্রথম দেখা আন্দামানের বিভিন্ন অংশ । আমি একবারই কর্মসূত্রে আন্দামান গেছি ।
শিবাজী ও পৃথ্বী বাবুর এর চোখে আন্দামান দেখা এক বিশাল সৌভাগ্যের ব্যাপার । এই সিরিজ যে কতখানি উপভোগ্য হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না । আজ প্রথম পর্বে তার নিশ্চয়তা পেয়ে গেলাম । অসাধারণ লাগলো Ross এবং North Bay Island ।
অধীর আগ্রহে অপেক্ষা করব পরের পর্বে সেলুলার জেল ও অন্যান্য দ্রষ্টব্য দেখতে ।
অনেক নমস্কার ।
অসাধারণ ! Egypt, Africa, Sri Lanka, Bhutan- এতগুলো বিদেশের ভিডিও দেখলাম কিন্তু আপনাদের দেশের ভিতরের ভিডিও গুলো best. খুব আনন্দ পেলাম। আপনাদের সাথেই আছি, থাকব।
মনে পড়ে গেলো। ❤ কাকাবাবু এবং সন্তু সেই সাথে সবুজ দ্বীপের রাজা 😊
অনেক দিন বাদে আবার আমাদের শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা। ❤❤ ২০২২ ডিসেম্বরে আমরা সপরিবারে মোট ১৬জন আন্দামান গেছিলাম। Port Blair থেকে শুরু করে Havelock, Neil island, diglipur সব ঘুরেছিলাম। শুধু তাই নয়, north bay তে snorkeling আর Havelock এ scuba activity ও করেছিলাম। দারুন অভিজ্ঞতা ছিল। দারুন আনন্দ করেছিলাম। ❤❤❤❤ (বেলঘরিয়া নিমতা থেকে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার অভিক মজুমদার বলছি)
Apnara kono doler songe giechilen ta hole phone no deben jodi osubidha na hoy
আগে Port Blair এবং Andaman গেছি তবে আবার Explorer Shibaji channel লের মাধ্যমে নতুন করে দেখে খুব ভালো লাগল।❤
অপূর্ব অসাধারণ। খুব ভাল থাকবেন শিবাজী মহারাজ আর শ্রীমান পৃত্থিরাজ দাদারা ।
প্রথমেই, আপনাকে ধন্যবাদ এই সুন্দর ভিডিওটির জন্য। আন্দামানের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার চোখ জুড়িয়ে গেল।খুব ভাল থাকবেন শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা।
কর্মসূত্রে Port Blair এ থাকি. প্রকৃতির মাঝে এ এক সুন্দর শহর... For common people also, Port Blair খরচের দিক থেকে কলকাতার চেয়ে অনেক costly, আবার সেই line ধরে মানুষের average income ও একটু বেশি।। Flag point to jetty যে রাস্তা রয়েছে ওখানে একটা সন্ধ্যা কাটান বেশ ভালো লাগবে ।।
Can you give your mobile please.
@@mezbahulislam786 Sorry, Online platform এ mobile number share করা isn't safe. তাছাড়া আমি এখন আন্দামান থেকে return করে গেছি
Hii upnar number ta paowa jabe
@@muktipadamanna543 Port Blair কে বিদায় জানিয়েছি বেশ কিছু দিন হলো, এখন নিজের রাজ্যে।। আর sorry, এমন open public forum এ phone number দিতে পারবো না, কোনো প্রশ্ন থাকলে এখানেই করুন, সাধ্য মত উত্তর দেবো
অসাধারণ বললেও কম। আজকে আমার জন্ম দিনের ঘোরা আপনাদের এই ভিডিওর দ্বারাই সম্ভব হল। অজস্র ধন্যবাদ জানাই ❤
এত সুন্দর করে কথা বলেন হেসে হেসে, আমার খুব ভাল লাগে। আপনার প্রায় প্রতিটি কন্টেন্ট আমি দেখার চেষ্টা করি। আপনার কন্টেন্টে অনেক কিছু দেখা যায় এবং শেখা যায়। আপনি ভাল থাকবেন এই প্রত্যাশা করি।
শিবাজিৎ জুটির আরো একটা ছক্কা। আগের মতো অনেক সমৃদ্ধ হলাম । ধন্যবাদ। এইভাবেই চালিয়ে যান।
আন্দামানের জলের রং ও জলের নীচের দৃশ্য দারুন লাগলো,জলের নীচে তোমাদের অসাধারণ অভিজ্ঞতা।👌👌👍👍
অপূর্ব । আপনার বর্ণনার ❤কাছে অন্য কোন ইউটিউবার ছুতে পারবে না । তার ওপর আপনার কন্ঠস্বর ঈশ্বর প্রদত্ত প্রশংসনীয় ।বাংলা সিনেমার নির্মল কুমারের কন্ঠস্বর ( রেডিও তে নেফা সুন্দরী নেফা নাটকে) অদ্ভুত মিল আছে।
asadharon samudrer shobha, apurbo narkol gaacher sari, biman theke bangoposagor o megher apurbo shobha, darun samudrer nicher jagot
দুর্দান্ত ভ্রমণ। খুবই ভালো লাগলো এত সচ্ছ ছবি এবং সরলভাবে স্পট গুলি বুঝিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ।
Explorer Shibaji is not only a youtube channel but also an emotion to the hearts of the people who love to travel❤❤❤❤❤❤❤
শিবাজীদা আমি আপনাদের extended পরিবারের সদস্য। আমি কর্মসূত্রে ২০১১ থেকে ২০১২ একবছর আন্দামানে ছিলাম এবং চষে বেড়িয়েছি। আবার সেই জায়গা গুলো দেখতে অসম্ভব ভালো লাগছে। স্মৃতিমেদুর হয়ে পড়ছি। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
I visited the Andaman Island on 14-21 December 2014 as an official program. Beautiful landscape!!
দাদা দের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏 শিবাজী দা, আমার মায়ের কাছথেকে জানা কথা---যে নারিকেলের চোখ আছে ,তাই কখনও মানুষের মাথায় পড়েনা! আন্দামান প্রথম দিন খুব সুন্দর লাগলো।👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏💐💐💐💐💐
দারুণ লাগল আন্দামানের ভিডিও ।অসাধারণ ।👌🏻👌🏻👌🏻👌🏻
চাকরি জীবনে ইচ্ছা ছিল কিন্তু যাওয়া না হলেও আপনারা ঘুরিয়ে আনলেন বেশ ভালো লাগলো।
A beautiful VLOGG. Learnt things about the Andamans that did not know before. Thanks Shibaji and Prithvijit. Dr. Ajit Thakur (USA)
২০১৬ তে আন্দামান গিয়েছিলাম। এই সিরিজ এর মাধ্যমে আবার সেগুলো মনে পরে যাবে আশা করি।😊😊😊
বাঁচলাম 🫣শেষ পর্যন্ত ভিডিও পেলাম, অনেক অপেক্ষার পর❤ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👍👍👍
আপনাদের দেখে কিভাবে সম্মানের সাথে যে কোনো কাজকে একটা প্রতিষ্ঠান তৈরি করা যায় সেটা অন্যদের কাছে উদাহরণ। রিসেন্টলি যা সব দেখছি JIM BROWNING , pierogi এবং আরো অন্যদের চ্যানেলে খুবই দুঃখের। আপনাদের মতন সৎ শিক্ষিত লোকদের থেকে অনেক কিছু শেখার আছে। Hats off!🥇🥇🥇🥇🥇
We visited Andaman in 2012. Now more new recreation programs came into being.As far as I remember sea walk was not available. But we did Snorkelling which was very very interesting.Airport was not so modern as of now. Learned that state animal of A&N is sea cow.Andaman is undoubtedly a nice touring spot.Thanks to both of you for sharing a nice video.❤❤
আন্দামান সিরিজ শুরু হয়েছে,এখন শুধুই দেখতে থাকলাম। শুরুতেই সুন্দর সুন্দর জায়গা খুব ভালো।👌👌👌।
আন্দামান দ্বীপপুঞ্জের কথা শুনলেই মনে হয় ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক জায়গা যেখানে এক সময় স্বাধীনতা সংগ্রামী দের নির্বাসিত করা হতো। আন্দামান যেখানে মৌসুমী বায়ু প্রথম প্রবেশ করে, তারপর মূল ভূখণ্ডে প্রবেশ করে। ভাল লাগল শিবাজী দা আপনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সহ আন্দামান ভ্রমনের প্রথম পর্ব। পৃথ্বীজিৎ দার অসাধারণ রসবোধ এর প্রমান, ইডলী খাওয়া হল পিত্ত নিবারন। আমার যতবার মনে পড়ছে ততবার হাসি পাচ্ছে।👍👍
এ তো শুধু ভ্রমণ নয়, পুরোপুরি Adventure tour... সমুদ্রগর্ভে নেমে হাত নেড়ে অভিবাদন জানানো, একইসঙ্গে রোমহর্ষক ও অনবদ্য। এরকম সবকিছুতে এগিয়ে যাবার মানসিকতার জন্যেই শিবাজী-পৃথ্বিজিৎ জুটির Explorer Shibaji তুলনাহীন!! আজকে নেতাজির জন্মদিন। সেই পবিত্র দিনেই ঐ বীরসন্তানের বীরগাথার অন্যতম ক্ষেত্র পোর্ট ব্লেয়ারের রস আইল্যান্ডের চিত্র ফুটে উঠে, আপনাদের ভিডিওকে এক অন্য মাত্রা দিয়েছে। এই আন্দামান ভ্রমণে আরও কত রোমাঞ্চ অপেক্ষা করছে, তার নমুনা প্রথম পর্বেই নিশ্চিত হয়ে গেছে। ভালো থাকুন। এগিয়ে চলুন। Explorer Shibaji আরও আরও বর্ণময় হয়ে উঠুক।
Thank you ❤
মরিশাসে এই অভিজ্ঞতা হয়েছিল। আন্দামানে অনেক আগে গিয়েছিলাম, তখন এই ব্যবস্থা ছিল না। এই ভিডিও দেখে আবার আন্দামান যেতে ইচ্ছে করছে।
দুর্দান্ত লাগলো ভিডিও....আগের বছর ডিসেম্বর মাসে গেছিলাম।ভিডিও দেখতে দেখতে সেই সময় তে চলে যাচ্ছিলাম।অনেক জার্নি র মধ্যে এটা একটা মনে রাখার মত জার্নি।seawalk সত্যি বড়ো সুন্দর অভিজ্ঞতা।এখন থেকে সব ভিডিও তে আগের অভিজ্ঞতা ফিরে ফিরে পাবো।❤❤❤❤❤
দারুন দারুন দুর্দান্ত।,
বিশেষ করে sea walk 😊।
অসাধারণ ব্লগ। খুব ভালো লাগলো
খুব ভালো লাগলো রস আইল্যান্ড আর নর্থ বে তার সঙ্গে সি ওয়াক। আমিও গত ২০২২ এর ডিসেম্বর আন্দামান ঘুরে এসেছি। কিন্তু জলের নিচে নামার অভিজ্ঞতাটা করতে পারিনি। ❤
দারুন সুন্দর দুনিয়া কাঁপানো আমাদের ভারত বর্ষের সবকিছু সবসময় ইতিহাস অসাধারণ আর ভ্রমণ তোমাদের সাথে তুলনা হীন যুগ যুগ জিও
অপূর্ব প্রাকৃতিক দৄশ্য। যেমন ফটোগ্রাফি তেমনই smart উপস্থাপনা। সত্যিই অনবদ্য।
শিবাজীদা সত্যিই মনটা ভরে গেল তোমাদের এই অসাধারণ পর্বটা দেখে, পরের পর্বের জন্য অপেক্ষাই রইলাম। দাদারা তোমরা খুব ভালো থেকো আর এইরকম সব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিও❤❤❤
Darun ro ekta series suru holo 😍😍
Daruuuuuun laglo Prithwijit and Shibaji....sob theke bhalo holo sea walk....ekdom Gupi and Bagha....khub bhalo stay blessed
Prithvijit 3 things: 1. Andaman & Nicobar islands have been renamed as Sahid & Swaraj islands. 2. There was a old lady called Anuradha who offered free guide services in Ross islands. She used to feed the dears from whatever tourists donated her. Is she still alive? 3. Adi Bengali Hotel in Port Blair is a must try for Bengalis. Very good Bengali food and fish.
1. Shaheed and Swaraj Dweep , are new names of Neil and Havelock Islands , not Andaman and Nicobar.
2. I have seen her in my last trip in Oct'23 .
3. Yes , That restaurant is a hidden gem for Bengalis . :D
আন্দামান ও নিকোবারে ৫৭৮টা দ্বীপ আছে, যার মধ্যে খুব পপুলার দুটো দ্বীপ - হ্যাভলক ও নীল। এদের নাম যথাক্রমে শহীদ ও স্বরাজ দ্বীপ নাম হয়েছে। গোটা আন্দামান ও নিকোবারের নয়।
খুব ভালো লাগলো দুবার গেছি আবার যাওয়ার ইচ্ছে আছে, তবে এতো কস্টলি ছিল না,❤
Been to Andaman like 4 times and every time it feels new and romantic destination ❤
Very nice কোনো কথা হবে না সুধু দেখতেই হবে।
এত ভালো লাগলো যে কিছু তেই ভাষায় প্রকাশ করতে পারছি না। খুব খুব খুব ভালো থেকো। ❤❤
2020 te Andaman giechilam. Apner video dekhe abar notun kore bhalo laglo.
Darun laglo 1st day protebleyer journey khub valo laglo parer parbor apekhay roilam
Khub valo thakben apnara
Darun darun laglo episode ta Shibaji Da o Prithwijit Da.Best of Luck.anek subhokamona.❤🙏
অপূর্ব লাগলো sea walk র স্বাদ ঘরে বসে অনুভব করলাম ধন্যবাদ আপনাদের এত ভালো একটা experience share করার জন্য
একজন ভাষা রসিক আর অন্য জন স্বল্প ভাষী দার্শনিকের প্রতিটি পরিবেশনা আমাদের যান্ত্রিক জীবনের যন্ত্রনা থেকে কিছু সময়ের জন্য মুক্তি দেয়।
অপূর্ব ভিডিও, দারুণ উপভোগ করলাম 👌👌👍👍
Darun ekta episode upohar dilen amader. Next episode r jonno opekha roilo
Khub bhalo laglo video ta. Bhalo thakben.
উফ্ কী যে আনন্দ হচ্ছে , আবার বেড়াতে বেরিয়ে পড়া গেল। আপনাদের video কয়েকদিন না পেলে সত্যিই মনে হয় কি যেন নেই । জানি অন্যায় আবদার হয়ে যাচ্ছে আমাদের । জানি আমাদের এই ভ্রমণের আনন্দ দিতে আপনাদের অনেক sacrifice করতে হয় । অনেক ঝুঁকি নিয়ে বেশ কিছু জায়গায় যেতে হয়। তবু আশায় থাকি , এই বৈচিত্র্যময় পৃথিবীর আবার কোনো নতুন সৌন্দর্য কে আপনাদের চোখ দিয়ে উপভোগ করবো । আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
দূর্দান্ত episode.. আজ কে খুব আনন্দ করে মিয়া বিবি দেখলাম.. আপনাদের সঙ্গে ঘুরতে বেশ লাগলো
অসাধারণ একটি এপিসোড দেখলাম। মনটা পুরো ভরে গেলো।পরের পর্বের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন ❤❤
এটা সত্যি আন্দামান সমুদ্রের জলের রঙ সবুজ, নীল দেখলে তা তোমাদের ভিডিও তে হোক বা সামনা সামনি , মন আনন্দে ভরে যায়। এখন ঘরে বসে দেখছি, মন চাইছে আবার যাই।
Khub sundor laglo 😊😊
দারুণ দারুণ উপভোগ করলাম
Khub khub bhalo deklam darun sundor photography mon bhore galo balo thako tomra ❤❤❤
This video is given on Netaji's birthday. What a nice feeling! Kudos to both of you. Keep it up. 👍
অসাধারণ হয়েছে, সঙ্গে মানস ভ্রমণ
দারুন.... দারুন ভালো লাগলো আন্দামান পর্বের প্রথম ভিডিও.....
Sea walk পুরো স্বপ্নের মত.....
খুব ইচ্ছে করছে ঘুড়ে আসতে....
পরের পর্ব গুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম.....
ছোট ছোট তথ্যগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর জরুরী 🙏
প্রথমেই, আপনাকে ধন্যবাদ এই সুন্দর ভিডিওটির জন্য। আন্দামানের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার চোখ জুড়িয়ে গেল।
আপনি যে বলেছেন আন্দামানে সবকিছুই ব্যয়বহুল, তা একদম ঠিক। বিশেষ করে খাবার এবং থাকার খরচ খুবই বেশি। তবে, আমি মনে করি আন্দামানের সৌন্দর্য এই খরচের তুলনায় অনেক বেশি।
আপনার ভিডিওটি দেখে আমি আন্দামানে ভ্রমণের ইচ্ছা আরও বেশি করে জাগ্রত হয়েছে। আমি আশা করি, একদিন আমিও আপনার মতো আন্দামানের সৌন্দর্য উপভোগ করতে পারব।
আপনার ভবিষ্যতের ভিডিওগুলির জন্য শুভকামনা রইল।
Ato detailed information,ato sundor bhabe sob dekhan,khub bhalo
Anek din pare tomader video dekhlam, mon vore galo, Andaman sambondhe ja shunechhi, mone holo jeno ami nijei chokher samna sab dekhlam, thank you so much Shibaji & Prithwijit.
খুব খুব ভালো লাগলো ভিডিও টা দাদা।
জয়তু নেতাজী। জয় হিন্দ।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
দাদা আমার অনেক দিনের ইচ্ছা তোমার ভিডিও তে আন্দামান দেখা অসাধারণ একটা ভিডিও দাদা তোমরা অনেক দিন বেঁচে থাক দোয়া করি আল্লাহ যেন তোমাদের সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ হাফেজ ❤❤
অসাধারণ আন্দামান শুরু। অনেকদিন অপেক্ষায় ছিলাম, আজ দেখে চোখ মন সব ভরে গেল। বাকি পর্বগুলো দেখার অপেক্ষায় রইলাম। অনেক ধন্যবাদ
২০১৫ সালের স্মৃতি মনে পরিয়ে দিলো যখন আমি আর আমার পরিবার মিলে প্রথমবার প্লেনে চড়ে এই অসাধারণ দ্বীপের পথে পাড়ি দিয়েছিলাম ভ্রমণের উদ্দেশ্যে 😊🏝️😃
Onek diner jaoar ichhe somoy hoye uthchilo na.. apnar video dekhe sei ichhe ar sahos dutoi khub bere galo.. dhonnobad
অনবদ্য সুন্দর ভিডিও পরিবেশনা করছেন,, দারুণ তথ্য জানালেন শিবাজী দা ❤❤❤❤❤
Dada ek kothai osadharon...seawalk ta durdanto laglo....seawalk er video ta ar ektu besi hole r o bhalo lagto..mukjiye achi ei trip ta upobhog korar jonno.
আন্দামানের নাম শুনলে কাকাবাবু আর সন্তুর কথা মনে পরে । 😊 বেশ ভালো লাগলো । উপস্থাপনা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই।
Ami Andaman giyechhi 2010 year e...apnader video dekhe r akbar jaoyar ichha holo
2:49 দেখেছিলাম সেই ভিডিওটা....
আপনাদের সব ভিডিও দেখি..... খুবই ভাললাগে.....
প্রথমেই সুপারহিট এপিসোড 👌👌👌 দারুণ ! দারুণ ! ❤
খুব খুব ভালো লাগলো, আমার Andaman যাবার সুযোগ হয়ে ছিল 1983 সালে, তখন জাহাজে ভাড়া ছিল 100 টাকা তখন এত কিছু ছিল না, যাই হোক, ভালো থাকবেন, পরের epishord জন্য অপেক্ষা রইলো।
Thank u sir! - শিবাজি-দা! আবার একটা সুন্দোর travel vlog/video উপহার দেওয়ার জন্ন্য! 👍🙏 Eagerly waiting for your next soon! Plz.....
Tomar blog dekhe sundorbon e ghure Elam W BTC r sathe.. Darun enjoy korlam, perfect guidance chhilo.Thanks.
Darun laglo video ta
Today 23 rd January.ajker dine tomader kache j information pelam seta awesome bolleo bodhoy Kom bola hoy.thanks a lot.
অপূর্ব সুন্দর রস আইল্যান্ড। সুন্দর ভাবে পরিবেশন করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।
ভিডিওটা দারুণ লাগলো। 2016 সালে গেছিলাম। আবার যেতে হবে।
আগেও গেছি -- 2013 তে । তখন সেলুলারে Light &Sound show ছিল অপুর্ব এবারও দেখলাম --- পুরটাই রাজনৈতিক রঙে রাঙ্গা ,,,,, সাভারকারের ভজনা --- আমার ব্যক্তিগত মতামত // ক্রুজে চড়ে যাতায়াত,,,, সমুদ্র ভ্রমনের আনন্দ অনেকটাই কম পেলাম,,,, উড়ুক্কু মাছ দেখলাম না।
আবার একটা অসাধারণ ভিডিও দেখলাম 👌❤ খুব ভালো লাগলো 👍
Darun laglo Apnar video r jonyo sagrohe opekkha kore thaki
আপনাদের ভিডিও ফুটেজ খুবই ভাল লাগল, বিশেষ করে sea walking excellent/অনবদ্য লাগল, তবে খুবই costly. অনেক অনেক শুভেচ্ছা জানাই।
Intresting akta jurney suru holo..moja hobe
Khub sundar andaman o tar drisha gular upasthapan.jarowa.der dekar cbesta korben. Anek dhannyabsd.
Osadharon lagloo...... bishesh kore sea walking... onoboddo....❤❤
আন্তরিক ধন্যবাদ
Apnader k onek miss korchilam ❤ apnader video dekhe mon valo hoye gelo ❤ apnara dirgho jibi hon
পৌষ মাঘে ও এত গরম। তাহলে শীতকাল কখন। ভালো লাগলো। আন্দামানের জায়গাগুলো অনেক সুন্দর। ধন্যবাদ ২ জনকে। বাংলাদেশ থেকে।
Darun lagche video ta. Idli amaro pochondo na kintu dosa darun lage khete. Boat ride ta darun chilo Coral er. Jama ta darun ami recently same color er Popeye design er ekta t-shirt nilam. Prothom jara jabe tara ei video dekhle onek information peye jabe. Sea walk ta nischoi khub mojadar hobe. Andaman gele eta kortei hobe.
দারুণ লাগলো আঙ্কেল ❤ ।পরের পর্বের অপেক্ষায় রইলাম
খুব ভালো লাগলো।আমরাও গিয়েছিলাম।কিন্তু তোমাদের ক্যামেরায় আরো সুন্দর করে দেখলাম।ধন্যবাদ।