মিয়ানমার সীমান্ত দিয়ে অবাধে দেশে ঢুকছে শত শত গরু | Chattogram | Myanmar Cow | Jamuna TV

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • আমদানি বন্ধ, দেশেও যোগান আছে পর্যাপ্ত। তবু কোরবানির ঈদের আগমুহুর্তে মিয়ানমার সীমান্ত দিয়ে অবাধে দেশে ঢুকছে শত শত গরু। বিজিবি’র চোখ ফাঁকি দিতে নেয়া হচ্ছে নানা কৌশল। পাচারকারী এ চক্রটিকে সহযোগিতা করছে পুলিশ থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরাও।
    বিজিবি’র চোখ ফাঁকি
    মিয়ানমার সীমান্ত দিয়ে অবাধে দেশে ঢুকছে শত শত গরু | Chattogram | Myanmar Cow | Jamuna TV
    Subscribe to our channel: / jamunatvbd
    Follow us on Twitter: / jamunatv
    Follow us on TikTok: / jamuna_television
    Find us on Facebook:
    Check our website: www.jamuna.tv
    #JamunaTelevision
    #JTV
    #current_affairs
    #daily_news_update
    #jamuna_tv_live
    #যমুনাটিভি
    #jamunatv

КОМЕНТАРІ • 346

  • @rumpaosman2363
    @rumpaosman2363 Рік тому +71

    গরু আসুক, দাম কমুক, গরিব মানুষ মাংস খেতে পাক।

  • @sayedmahbubulislam-yu4px
    @sayedmahbubulislam-yu4px Рік тому +116

    খুবই ইতিবাচক ও আনন্দের সংবাদ কারন বাংলাদেশের গরুর দাম বিশ্বে সবার উপরে। দেশীয় গরু খামারিদের লাভবান করার নামে দেশে গরুর মাংসর অরাজকতা চলছে। গরু আমদানির নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া উচিৎ পিয়াজের মত।

    • @raduankabir2207
      @raduankabir2207 Рік тому

      প্রান্তিক খামারিরা লাভ পায় না আমদানি করলর বড় খামারি এবং পাকাররাই বেশি লাভ করে। কোরবানির সময় না এনে আগে আনলেই হয়

    • @hamzaBabu-j9y
      @hamzaBabu-j9y Рік тому

      Right 👍👍👍 bro. ora songbad maddhom gulo Kon bal buje.orato kine khate pare.gorib Manus na khate parle oder ki

  • @mohammadimrul4904
    @mohammadimrul4904 Рік тому +62

    মিয়ানমার থেকে বৈধ পথে গরু আমদানির অনুমতি দেয়া হোক। 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @alientertainment985
    @alientertainment985 Рік тому +51

    গরু আসলে সমস্যা কি? আমাদের গরু কিনতে হয় চড়া দামে,মিয়ানমার থেকে আসলে একটু সস্তা হবে,,ক্রেতার ক্রয় ক্ষমতার ভিতর থাকবে।

    • @khokonmahmud1347
      @khokonmahmud1347 Рік тому +3

      যারা এদেশে বেশি দামে গবাদি পশুর খাবার কিনে গরু লালন পালন করে তাদের কি হবে?
      বলেন তো ভাই

    • @সহজপথ-ট৭থ
      @সহজপথ-ট৭থ Рік тому +6

      @@khokonmahmud1347 শুধু কিনে খাবার খাওয়াবেন কেন? নিজে খাবার তৈরি করুন।

    • @sanjirkhan6423
      @sanjirkhan6423 Рік тому

      খামার দরকার নাই আমাদের

    • @rifatrobi1003
      @rifatrobi1003 Рік тому

      ​@@khokonmahmud1347বেশি দামে খাবার না খাইয়ে ঘাস খাওয়ান।

    • @muradshorkar6607
      @muradshorkar6607 Рік тому

      ​@@rifatrobi1003লাইনে আসছেন

  • @MdRaju-nb9lw
    @MdRaju-nb9lw Рік тому +26

    বাংলাদেশ পুলিশকে এই কাজে সাহায্য করার জন্য ধন্যবাদ ধন্যবাদ এবংগরু পাচারকারীকেও ধন্যবাদ

  • @mohammedsalim5207
    @mohammedsalim5207 Рік тому +56

    দেশের মানুষ গরুর মাংস কিনতে পারছেনা! খামারিদের পক্ষেই ছিলাম কিন্তু না তাদের সিন্ডকেটের কারনে আজ গরুর দাম নাগালের বাহিরে। ইন্ডিয়ান গরু ও মায়ানমারের গরু আসার প্রয়োজন।

    • @TajulIslam-pk7qd
      @TajulIslam-pk7qd Рік тому

      গরুর মাংসের দাম বাড়ার পেছনে খামারিদের কোন দোষ গত বছর গরুর খাদ্যের প্রতি বস্তার দাম ছিল পনেরশো টাকা সেটার দাম এখন দাঁড়িয়েছে 2200 টাকা তাহলে খামারিরা কি কম দামে গরু ছেড়ে দিয়ে গলায় দড়ি দেবে

  • @iloveubangladesh8539
    @iloveubangladesh8539 Рік тому +104

    মন থেকে পুলিশকে দোয়া করি এমন মহত কাজ যেন আর বেশি করে পুলিশ।মায়ানমার ও ইন্ডিয়া থেকে গরু আসলে যদি কম দামে পাওয়া যায় তাহলে দেশের খামারি নিজের গরু নিজে খাক না হয় মঙ্গল গ্রহে রপ্তানি করুক

    • @bdkrangpur4288
      @bdkrangpur4288 Рік тому +11

      প্রতিটি দ্রব্যমূল্যের দাম কমাতে পারো না?
      গো খাদ্যের দাম কমাইতে পারোনা?
      কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারো না?
      নিজে দুইটা গরু পালি দেখেন গরু মঙ্গল গ্রহে যাইতে হয় না কেমনে যাইতে হয়। যখন চাকরি বাকরি পায়না অনেক শখ করে মানুষ একটা খামার দেয়।
      দেশে বেশি বেশি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত।
      অন্য দেশে গরু চুরি করে নয় দেশের সকলের উচিত গরু বেশি বেশি করে পালা

    • @MDShamim-gb5on
      @MDShamim-gb5on Рік тому +2

      ​@@bdkrangpur4288❤❤❤❤

    • @sharfeehassan3991
      @sharfeehassan3991 Рік тому

      Bangladesh desh cattle sector k putki marar dhanday namso bokachoda

    • @jakirahmed7245
      @jakirahmed7245 Рік тому +2

      ভাবে ইতিমধ্যে বাজারে গরুর দাম পড়তি

    • @Gost_Rider000
      @Gost_Rider000 Рік тому

      তোরা পয়দা করতে পারস না। অন্য দেশ থেকে ভিক্ষা করস কেন?

  • @সহজপথ-ট৭থ
    @সহজপথ-ট৭থ Рік тому +28

    অবাদে ঢুকতে দেয়া হোক।
    আমাদের আশেপাশের কোন দেশেই উৎপাদন খরচ কেজি প্রতি ৩০০ টাকার বেশি নয়। আমাদের দেশের চোরদের ৫০০ টাকার উপরে হয় উতপাদন খরচ।

  • @shaporanmintu6307
    @shaporanmintu6307 Рік тому +16

    আমরা চাই গরু জেন আরো বেশি ঢুকে🎉

  • @khaledhussain7124
    @khaledhussain7124 Рік тому +10

    পুলিশ ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই এই রকম মহৎ কাজের জন্য❤❤❤❤

  • @abdalabbas9053
    @abdalabbas9053 Рік тому +11

    দরকার আছে গরুর দাম অনেক বেশী

  • @smprince1334
    @smprince1334 Рік тому +13

    আমরা চাই শুধু মায়ানমার নর ইন্ডিয়া থেকেও অনেক বেশি গরু আসুক 👍👍✊✊✊

  • @bruceaframe8325
    @bruceaframe8325 Рік тому +8

    ভালো কাজ, ধন্যবাদ তাদের

  • @bluesky7799
    @bluesky7799 Рік тому +24

    আলহামদুলিল্লাহ যারা এই কাজে সাহায্য করেছে তাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা।

  • @nurnobiislam6898
    @nurnobiislam6898 Рік тому +9

    পুলিশ ভাইয়েরা খুব ভাল কাজ করেছে

  • @tomalabbasi3905
    @tomalabbasi3905 Рік тому +27

    পাচারকারীদের জন্য একরাশ ভালোবাসা।। ❤❤

    • @abulhasantuhinabulhasantuh6043
      @abulhasantuhinabulhasantuh6043 Рік тому +1

      একটা গরু পালতে গরিবের যে খরচ তা বুঝার ক্ষমতা নাই তো

    • @mharun71
      @mharun71 Рік тому

      @@abulhasantuhinabulhasantuh6043 এ জন্য ১লাখের গরু ২ লাখ

    • @mharun71
      @mharun71 Рік тому

      @@abulhasantuhinabulhasantuh6043 বাংলাদেশে গরুর খাবারের দাম বাড়ছে, মায়ানমার আর ভারতে গরুর খাবারের দাম কি বাড়েনি, নানা অজুহাতে এদেশে গরুর দাম বাড়াচ্ছে ব্যবসায়ি ও খামারিরা। তারাও মজা বুঝে গেছে বাহির থেকে গরু আসবেনা এই সুযোগে যেভাবে ইচ্ছা দামে গরু বিক্রি করব।

    • @tomalabbasi3905
      @tomalabbasi3905 Рік тому

      @@abulhasantuhinabulhasantuh6043 ব্যাবসা তো করে গরুর দালাল আর খামারের মালিকরা,,,,,

  • @zayiedaziznafi8116
    @zayiedaziznafi8116 Рік тому +16

    যেসব পুলিশ ভাই গরু পাচারে সহযোগিতা করছে তাদের অসংখ্য ধন্যবাদ। গরু আমদানি না হলে দেশীয় খামারীরা গলাকাটা দামে গরু বেচবে

    • @monjurrahman5053
      @monjurrahman5053 Рік тому

      পুলিশ ঘুষ খেয়ে গরু ছেড়ে দিচ্ছে এটাকেই কি সহযোগিতা বলছেন?

  • @md.shahedshahed7525
    @md.shahedshahed7525 Рік тому +3

    ওদের আরো আগে গরু দেওয়া উচিত ছিল বাংলাদেশের কামারিরা যে ভাবে গলা কাটছে মানুষের হাজার হাজার মানুষ আজ কোরবানি দিতে পারছে না

  • @mharun71
    @mharun71 Рік тому +5

    বাহির থেকে গরু না আসলে এদেশের ব্যবসায়ীদের কাছ থেকে গরু কেনা অসম্ভব।

  • @topu1225
    @topu1225 Рік тому +3

    পুলিশ কে অনেক ধন্যবাদ জানাই গরুর দাম অনেক কমবে

  • @radoankhan9975
    @radoankhan9975 Рік тому

    কেন জানি এইরকম একটা নিউজ শুনে ও অনেক আনন্দ লাগছে

  • @mixaudio1
    @mixaudio1 Рік тому +5

    আমি একটা হিসাব বুঝলাম না। কেউ তো আর লস দিয়ে বিক্রি করে না । মিয়ানমার থেকে গরু এলে খামারিরা কম দাম এ বিক্রি করে । কম দাম এ বিক্রি করে কিন্তু লস দিয়ে বিক্রি করে না। যেখানে 100000 টাকা লাভ করত সেখানে 50000 টাকা লাভ করে। মিয়ানমার থেকে গরু আশাতে গরুর দাম কমে যায়। এতে সাধারণ মানুষ গরু কিনতে পারে ।

  • @skymasud
    @skymasud Рік тому +21

    ভালোই হয়েছে এদের শাস্তি হওয়ায় দরকার আমাদের দেশের খামারিরা সবাইকে জিম্মি করে রাখছে।

  • @abdalabbas9053
    @abdalabbas9053 Рік тому +5

    ফার্মের খামারী গরু অনেক দামে বিক্রি করে

    • @mdrahaman9321
      @mdrahaman9321 Рік тому

      দেশের খামরিরা হচ্ছে চরম চশমখোর

    • @mdmanwar1323
      @mdmanwar1323 Рік тому

      Sorkar khabarer dam na komale,kivabe kome dibe bolen,sorkar to chakri dibe na ,lac lac manus garu pele jibika nirbaho kore,garu dam kom hole manuser loss hobe,khabarer dam to besi,tai dam hole desher manuser love hobe,aktu vhabun koto vidoba mohila ace jara garu pale,khader dam kom le garur dam kombe

  • @khokanmahmoud8098
    @khokanmahmoud8098 Рік тому +3

    সাংবাদিক ভাইদের কে অনুরোধ করে বলবো, এসব নিউজ প্রচার বন্ধ করুন, গরু আমদানিতে সহায়তা করুন। দেশের মানুষ কে সল্প দামে গরুর মাংস খেতে সহায়তা করুন।

  • @mironkhan3923
    @mironkhan3923 Рік тому +5

    আরও বেশি গরু ঢুকে মাংসের দাম কমা উচিৎ।

  • @mridhayounus7581
    @mridhayounus7581 Рік тому +4

    শেখ হাসিনা ম্যাডাম,সরকারি কর্মকর্তাদের বেতন আর বাড়িয়ে দেন। সাধারন মানুষের ভোট আপনার দরকার হয় না

  • @MdAbdulSheikh-pz4vn
    @MdAbdulSheikh-pz4vn 3 місяці тому +1

    আলহামদুলিল্লাহ বেশি বেশি করে বাংলাদেশের গরু মহিষ প্রবেশ করুক

  • @kamalpashajafree
    @kamalpashajafree Рік тому +1

    আলহামদুলিল্লাহ, বেশি করে আনুন।

  • @Buramanus126
    @Buramanus126 Рік тому +18

    মায়ানমারের দয়ায় বাংলাদেশ বেঁচে আছে 😢

    • @bluesky7799
      @bluesky7799 Рік тому +3

      আপনে মনে হয় মায়ানমারের খাবার খান?

    • @Buramanus126
      @Buramanus126 Рік тому

      @@bluesky7799 রাম রাম

    • @mdsamiulhoqe60
      @mdsamiulhoqe60 Рік тому

      আপনি কি ইন্ডিয়ান বীজ নাকি

    • @bluesky7799
      @bluesky7799 Рік тому

      @@mdsamiulhoqe60 তোর মা মায়ানমারে গিয়েছে ওখান থেকে মায়ানমারের লোকে তোর মাকে বীজ দিয়ে দিছে সেই বীজের ফসল হইলি তুই।

    • @MuhammadRazib
      @MuhammadRazib Рік тому

      ei kuttar baccha. Miyanmarer goru Bangladeshe kine Miyanmar k BD bachaiteche.

  • @gk_B
    @gk_B Рік тому +6

    গরুর অনেক দাম কিন্তু ওর জীবনের কোন দাম নেই।

  • @mdnoman1563
    @mdnoman1563 Рік тому +6

    মিয়ানমার থেকে গরু আসাতে ভালোই হয়েছে মধ্যবিত্ত পরিবারদের জন্য

    • @naimurrahman2933
      @naimurrahman2933 Рік тому

      Bal.. Sala.. Apnak free te manso dibe.. Apnake 750 taka kore kinte hobe.. Lav korbe ora

  • @mahadebsaha8957
    @mahadebsaha8957 Рік тому +2

    কোন অসুবিধা নাই, ভারতের গরু আসে নাই, মিয়ানমার গরু দামে সস্তা, জনগণের জন্য ভালো।

  • @sohal656
    @sohal656 Рік тому +3

    অনেক ভালো হবে আমাদের দেশের গরুর দাম অনেক বেশি আমরা সাধারণ মানুষ চাই আরো আসোক মায়ানমার থেকে

  • @mdmokter8868
    @mdmokter8868 Рік тому +2

    ভারত ও মিয়ানমার থেকে বেশি বেশি গরু আনা হউক বাংলাদেশের গরু খামারিদের জন্য আমার মতো কোটি বাঙ্গালী গরুর মাংস খাওয়া থেকে বঞ্চিত হচ্ছে

  • @khadeja89
    @khadeja89 Рік тому +1

    সাংবাদিক দের এত চুলকানি কেন? এরা কি দেশের অবস্থা বুঝে না?

  • @rabiulhasan5121
    @rabiulhasan5121 Рік тому +1

    সম্পূর্ণ মিথ্যা খবর দেশে অবাধে গরু ডুকলে গরুর দাম এতো বেশি কেনো।

  • @greenskull9455
    @greenskull9455 Рік тому +1

    চট্টগ্রাম থেকে রামুতে ট্রাক নিয়ে যাইয়া কালকে ১১ টা কিনে আনলাম।এলাকায় বেঁঁচবো 😂😂

  • @mdgiasuddin5283
    @mdgiasuddin5283 Рік тому +1

    গরু আসলে অসুবিধা কোথায় এটা আমাদের জন্য ভাল মায়ানমার কিংবা ভারতে যেএই গরুটির দাম 20 হাজার টাকা সেই গরু বাংলাদেশে এক লক্ষ টাকা তাদের উৎপাদন খরচ এত কম আর আমাদের দেশে দেখেনতো কি অবস্থা।

  • @MasumMiah-n8k
    @MasumMiah-n8k Рік тому +1

    দেশের পুলিশরা ওরা দেশের সু সন্তান ওদের ব্যাপরে এমন খবর করাটা ভালনা😂😂😂😂❤❤❤

  • @LATGAMER0
    @LATGAMER0 Рік тому +1

    গরুরা তো গরুর উপর নিষেধাজ্ঞাই দিবে🥴🥴🥴

  • @asanurhokmilon3212
    @asanurhokmilon3212 Рік тому

    খবই ভালো খবর

  • @soheltechbd6567
    @soheltechbd6567 Рік тому +1

    বাংলাদেশ পুলিশ কি না পারে😂😂
    পুলিশ আমাদের গর্ব😂😂

  • @najmulislam2778
    @najmulislam2778 Рік тому +1

    দেশে বিচার ব্যবস্থা আইন বলতে কিছুই নেই অপরাধীরা অপরাধ করে কিন্তু বিচার হয় না

  • @freelove7836
    @freelove7836 Рік тому +1

    খুব ভালো খবর।।খামার এর নাম করে ১০০০০০ এর নিচে গরু পাওয়া যাচ্ছে না।।

  • @faysalahmed-eg3zs
    @faysalahmed-eg3zs Рік тому +2

    শুনে খুব খুসি হোলাম

  • @mdsazzadhossain9612
    @mdsazzadhossain9612 Рік тому +1

    সাংবাদিক কে টাকা দেয় নাই তাই তারা খবর প্রচার করতেছে। ভাগ পাইনাই আপসোস

  • @incrediblecreature1967
    @incrediblecreature1967 Рік тому +1

    ১০ লাখ রোহিঙ্গা আসল ১০ হাজার গরু আসলেই দোস😂

  • @ashekuzzamanshazib7965
    @ashekuzzamanshazib7965 Рік тому +1

    বিজিবির চোখ ফাঁকি দিয়ে😂😂😂 মজা পেলাম

  • @ornobmehajad362
    @ornobmehajad362 Рік тому +1

    Aita desh er sadharon manush er jonnonkhun e upokari hocche.

  • @MdSanaulla-gf9oq
    @MdSanaulla-gf9oq Рік тому +1

    আরো গরু আসুক দাম কমুক সিন্ডিকেট নিপাত যাক।

  • @mahfuzaakhter4006
    @mahfuzaakhter4006 Рік тому +1

    তাহলে পুলিশ এ প্রথম মানবিকতা দেখাল

  • @zshimul1496
    @zshimul1496 Рік тому +3

    যে পুলিশ দেশরক্ষক তারাই দেশ ও খামারিদের ক্ষতি করে দিলো।

    • @yourteacher672
      @yourteacher672 Рік тому +1

      খামারি রা যে বাটপারি শুরু করছে তাতে খুব ভালোই হয়েছে

    • @ffyt193
      @ffyt193 Рік тому

      Batpari Na Vai Ami Ow Vabtam Ay Rokom Bt Khabar Khoroch Onk Beshi

    • @yourteacher672
      @yourteacher672 Рік тому

      @@ffyt193 বাল, তাই বলে ৮০ হাজারের গরু এক লাখ ৯০ হাজার চায় কেন বাটপার গুলা?

  • @hrvlog4904
    @hrvlog4904 Рік тому +1

    ডুকছে তাতে কি হইছে,,,,,,,,,,,,, ঘুষ পাওনাই এটাই সমস্যা

  • @lovebangladeshanna1747
    @lovebangladeshanna1747 Рік тому +2

    হাজার হাজার কোটি টাকা যায় পুলিশের পকেটে,, বৈদ ভাবে আমদানী করলে দেশের রাজস্ব আদায় হতো।। এই ডাকাত কিছু পুলিশের কারণে সারা দেশে পণ্যের দাম অনেক বেড়ে যায়,, আইন মন্ত্রি মনে হয় ভাগ পায় তাই বেবস্থা নেয় না

    • @abidahsan165
      @abidahsan165 Рік тому

      Tumi mia ball bujho ..😮

    • @muradshorkar6607
      @muradshorkar6607 Рік тому

      ​@@abidahsan165শালা ফকিন্নি ইংলিশ নাম দিয়া কমেন্ট করছে বুঝেন নাই

  • @zafarahammed3344
    @zafarahammed3344 3 місяці тому

    অন্য দেশের গরু দাম কম হলেও আমাদের দেশে বেশী কেন এটা দেখার বিষয়।

  • @booo483
    @booo483 Рік тому +1

    আমার মতে বছর জুড়েই গরু আসুক, এতে সাধারণ মানুষ একটু মাংস খেতে পারবে

  • @mosarofhosen1478
    @mosarofhosen1478 Рік тому +1

    মিয়ানমারের গরুর খাদ্যের দাম কম বাংলাদেশের গরুর খাদ্যের দাম বেশি

  • @Omararju1992
    @Omararju1992 Рік тому

    এতদিনে একটা কাজের কাজ হইছে।তবে দাম কমলে হবে।সব দেশেই গো খাদ্যের দাম বাড়ছে।কিন্তু ওদের দেশের গোস্তের দাম কম।আমাদের দেশে এত বেশি কেনো?শুধু আমাদের দেশে পোষাতে পারেনা,অন্য দেশে কিভাবে পারে?

  • @tariquemahmudasad9318
    @tariquemahmudasad9318 Рік тому

    সব্বাস। পুলিশ ভইকে অভিনন্দন।
    আরো বেশি বেশি আনতে হবে যতক্ষণ না পর্যন্ত গরুর দাম লাখের নিচে না আসে। দেশে টাকার দাম না থাকলে সেই টাকা দেশে রাখার কোনো প্রয়োজন নেই।

  • @MdAbdulSheikh-pz4vn
    @MdAbdulSheikh-pz4vn 3 місяці тому

    আলহামদুলিল্লাহ আশেপাশের সব দেশ থেকে বাংলাদেশে গরু মহিষ প্রবেশ করুক গরিব অসহায় মানুষ মাংস খেতে পারবে কুরবানি দিতে পারবে

  • @deepmemoirs1111
    @deepmemoirs1111 Рік тому +1

    সিন্ডিকেট

  • @shohanahmed7221
    @shohanahmed7221 Рік тому

    Khub valo kaj.... Eita niye apnar eto jole keno? Desh er goru kinar saddho manusher nai

  • @alihaidarsizan6584
    @alihaidarsizan6584 Рік тому

    এবার বুঝেন বাংলাদেশ পুলিশ কে কেনো জনগন পছন্দ করেনা
    এদের আওতায় সুষ্ঠ কোনোকিছুই সম্ভব না

  • @mahmoodprince5875
    @mahmoodprince5875 Рік тому

    ক্যান অবাধে গরু ঢুকলে মানুষ একটু কমদামে কিনতে পারবে,, এতে মিডিয়ার চুলকানি কিসের??
    গরুর বাজার টা ওপেন করে দেওয়া উচিত

  • @md.abdurrob6452
    @md.abdurrob6452 Рік тому

    চোখ ফাঁকি দেয় কি ভাবে। বর্ডার গুলোতে সব সময় বিজিবি ডিউটি থাকে। এগুলো সব সিন্ডিকেট।

  • @schoollibrary8271
    @schoollibrary8271 Рік тому

    ঠিকই আছে বাংলাদেশের সিন্ডিকেট করে গরুর দাম বাড়ায় তাহলে কি করে সাধারণ মানুষ

  • @jamboov9178
    @jamboov9178 4 місяці тому

    আরো বেশী বেশী পাচার হোক তাতে সাধারণ মানুষ স্বস্তিতে গোস্ত খেতে পারবে। এই পাচার বৈধ।

  • @merajsami7167
    @merajsami7167 Рік тому

    দেশে গরুর যা দাম এই উদ্যোগে কোনো ভুল দেখছি না তাও উদ্যোগটা মনে হয় লেইটে নেওয়া হইছে আরো আগে পাহাড়ি গরু নামাইলে এত দাম থাকত না।

  • @mohammedabdurrahman1154
    @mohammedabdurrahman1154 Рік тому

    ভালো হইছে কিছু গরু আসাটা ভালো আমাদের দেশের খামারি দা আর গো যারা গরু পালন করে গাছে উঠে গেছে চিন্তা করা যায় ১ কেজি গরুর মাংস ৮00 সাড়ে আটশ টাকা ।

  • @msnuri2252
    @msnuri2252 Рік тому

    কমেন্ট পড়ে একটি বিষয় বুজতে পারলাম যে, সবারই গরুর প্রয়োজন / মাংসের, সেটা হোক হালাল বা হারাম।চুরা করা গরু দিয়ে কি কোরবানি হব?

  • @mdrumon2085
    @mdrumon2085 3 місяці тому

    আপনাকে আমি সালাম জানাই যমুনা টিভির প্রতিনিধি আপনি প্লিজ এ ধরনের ইউজ করবেন না গরিব মানুষ দুইটা গরু আনতে পারলে তাদের উপকার হবে

  • @md.rokibulislam3986
    @md.rokibulislam3986 Рік тому

    গরু আমদানি বৈধ করে দিলেই হয়। গরু ও গরুর দাম বেশি। এই ভাবে চললে গরু মাংস বাদ দিয়ে কাঁঠাল খেতে হবে।😀

  • @MdMijan-ty5it
    @MdMijan-ty5it 4 місяці тому

    গরু আসলে সম্যায় কি ভলো দাম কমবে কুরবানী বেশি হবে, এগ্রো ফার্ম গুলো দাম বেশি রাখে

  • @goldlife9311
    @goldlife9311 Рік тому +1

    Thanks to police 🚨🚓

  • @mdbahar2600
    @mdbahar2600 Рік тому

    Alhamdulillah... Thik matho ace...manos garor dam niye koste ace

  • @mahamudrohah630
    @mahamudrohah630 Рік тому

    গরু আমদানির নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া ও আমদানির অনুমতি দেয়া হোক

  • @RokeyaAkter-zd3zr
    @RokeyaAkter-zd3zr Рік тому

    Thick ei ache. Gorur dam onk chay. Amader moto modhobittoder goru kinte onk kosto hoy. 😢😢😢😢

  • @FatemaAkter-vd2jt
    @FatemaAkter-vd2jt Рік тому

    তাতে আপনাদের সমস্যা কি বুঝলাম না।। একটু কমদামে কিনতে পারলে কি সমস্যা আপনাদের

  • @ahammadsharif6216
    @ahammadsharif6216 Рік тому +8

    দেশকে রক্ষা করুন।

  • @MitaraMujnuMitu
    @MitaraMujnuMitu Рік тому +2

    পুলিশ রে ধরবে কে? 😏😁

    • @mdrahaman9321
      @mdrahaman9321 Рік тому

      ভাই পুলিশ কে অনেক অনেক ধন্যবাদ

  • @jamrultala2972
    @jamrultala2972 Рік тому

    ভালোই হোয়েছে। সিন্ডিকেটের বেরা জালে আমরা পড়ে গেছি।

  • @BappyTheDrifter
    @BappyTheDrifter Рік тому

    লাখ লাখ রোহিঙ্গা আসতে পারলে গরু আসলে সমস্যা কি?

  • @h.m.nazmulhasan863
    @h.m.nazmulhasan863 3 місяці тому

    আলহামদুলিল্লাহ। আসুক গরু এভাবে। সাধারণ মানুষ লাভবান হবে।

  • @rabiulislamshemul1501
    @rabiulislamshemul1501 Рік тому

    কি সব নিউজ করেন ১৭১ ট কমেন্ট আপনাদের বিপক্ষে যায়।এইসব নিউজ বন্ধ করেন

  • @hossainmiraj7580
    @hossainmiraj7580 Рік тому

    গরু আসলে ভাল।কাজের মত কাজ।আমদানি করে যারা বাংলাদেশে গরু আনছেন। ভেরি গুড।

  • @kamrulhasan-n5c
    @kamrulhasan-n5c Рік тому

    সিন্ডিকেট ভাংগার জন্য গরু আমদানি করা অতীব জরুরি।

  • @schoollibrary8271
    @schoollibrary8271 Рік тому

    ভালো হবে ইন্ডিয়া থেকে গরু আসলে গরুর দাম কম হবে

  • @kaziemonabdullah9059
    @kaziemonabdullah9059 Рік тому

    শুধু মিয়ানমার নয় ইন্ডিয়া থেকেও গরু আসুক এটাই চাই দেশে গরুর যে চড়া দাম অনেক মধ্যবিত্ত একবেলা মাংস খেতে পারে না তাই অন্য দেশ থেকে গরু আসুক জাতে দাম টা একটু ক্রেতার নাগালে থাকে

  • @instantclassicazim
    @instantclassicazim Рік тому

    khub valo hoyeche. desher lovi goru bebshai ra am na komale baire thekei goru ana utchit.

  • @muradshorkar6607
    @muradshorkar6607 Рік тому

    আজকে এতোদিন পরে পুলিশের উপর খুব খুশি হইলাম

  • @আলিফাহোসাইন-ড৬ল

    খামারিদের হয়ে দালালী করা বাদ দেন সাধারণ মানুষদের মাংস খাবার সুযোগ দেন

  • @walidbin1642
    @walidbin1642 Рік тому

    Alhamdulillah.... Aber bujba bashi dam chail amkn bash khaita hoy

  • @raihanaridhi2331
    @raihanaridhi2331 Рік тому

    মানুষ কম দাম দিয়ে কিনবে, তাতে ও তোমাদের কষ্ট, মিয়ানমার কম দামে বেঁচতে পারলে তোমরা পারোনা কেন

  • @mdseam789
    @mdseam789 Рік тому

    Ra vai goru asok somossa ki,
    AmrA koyta vat khayta pari gorur mangso deya R dakhsan apnara amadar desha koto dam gorib manush khata pare na amar kotha india maynmer thaka goru asok onek tahola amra sobay kom dame kinta parmo

  • @nurnobiislam6898
    @nurnobiislam6898 Рік тому

    চোখ ফাকি দেয় কিভাবে বুঝিয়ে রলবেন তাছাড়া বেশি বেশি গরু আনা উচিৎ

  • @topu1225
    @topu1225 Рік тому

    যারা গরু মিয়ানমার থেকে গরু পাচার করছে তারা খুব ভালো কাজ করছে দাম অনেক কম

  • @mdismail01407
    @mdismail01407 Рік тому

    গরু,,হুন্ডা,, গাড়ি,,আসুক
    তবে,,মাদক না আসুক,,,👍

  • @jishanshikder1849
    @jishanshikder1849 Рік тому

    এখান কার কোনো লোকের নাম্বার দিবেন আমি এই টাটে জেতাম

  • @MdIsmail-ei7bf
    @MdIsmail-ei7bf 3 місяці тому

    যারা বর্ডার ক্রস করে গরু আনে তাদেরকে অসংখ্য ধন্যবাদ