৫০ বছর ধরে যিনি রাজার সাজপোশাকে ঘুরে বেড়ান গ্রামে গ্রামে || A Different Kind of King in Rajshahi

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • রাজশাহীর দুর্গাপুরের এক ব্যক্তি ৫০বছর ধরে রাজার পোশাক পরছেন, ঘোড়ার পীঠে চেপে টগবগিয়ে ছুটে বেড়াচ্ছেন, আর এভাবেই তিনি এলাকার মানুষের কাছে রাজা হিসেবেই পরিচিত হয়ে উঠেছেন। এলাকার মানুষজন তাকে রাজা হিসেবেই চেনেন। পেশায় তিনি নাইট গার্ড হলেও সারাদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ান রাজা সেজে।
    Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
    #শখের_রাজা #রাজশাহী

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @engr.debbratakumarghosh2408
    @engr.debbratakumarghosh2408 3 роки тому +708

    রাজার থেকে ও বেশি ভাল লাগলো তার পরিবারের সদস্যদের,যারা তাদের পিতার এত টা সম্মান করেন।সত্যি ই একজন সুখি মানুষ।ভালো থাকুন রাজা।

    • @AhsanHabib-ec3ts
      @AhsanHabib-ec3ts 3 роки тому +5

      👌👌👌👍👍👍

    • @nazmanahar9907
      @nazmanahar9907 3 роки тому +7

      আমিও রাজশাশীর দূর্গাপুরের মেয়ে ৷ সেদিন সাক্ষাৎ হলো সেই ঘোড়ায় চাপা রাজার....

    • @mizanurrahmanshah8742
      @mizanurrahmanshah8742 2 роки тому +1

      nice coment.

    • @mizanurrahmanshah8742
      @mizanurrahmanshah8742 2 роки тому

      @@nazmanahar9907 what next?

  • @smgallery583
    @smgallery583 3 роки тому +189

    রাজা দেখার সাধ ছিল - দেখলাম। তিনি একজন সত্যিকারের রাজা - এলাকাবাসীর স্বীকারোক্তি তার প্রমাণ।
    " সুখী মানুষে স্বর্গ থাকে" - চমৎকার এপিসোড।

  • @hossaintv7842
    @hossaintv7842 3 роки тому +701

    উনি নাইট গার্ড না ভাই উনিই সত্যিকারের রাজা। যিনি দিনের বেলা যেমন প্রজাদের খোঁজ খবর রাখেন রাতের বেলায়ও প্রজাদের পাহারা দিয়ে আগলে রাখেন। স্যালুট এই রাজাকে❤️❤️

  • @saifmohammadabdurrahman
    @saifmohammadabdurrahman 2 роки тому +63

    রাজার পরিবার ও প্রতিবেশির ভালবাসা দেখে আনন্দে চোখের পানি ধরে রাখতে পারলামনা।উনি নাইট গার্ড না উনি সুখী মানুষ,সত্যিকারের রাজা।আল্লাহ রাজাকে দীর্ঘদিন বাচিয়ে রাখুন।

  • @absiddique1262
    @absiddique1262 3 роки тому +153

    রাজশাহির রাজা কে দেখে মনে হচ্ছে সত্যিই রাজা, সুমন সাহেব ধন্যবাদ আপনাকে, মুর্শিদাবাদ থেকে আপনার সাব্সক্রাইবার।।

  • @Touhid54
    @Touhid54 3 роки тому +235

    যে মানুষ নিজেকে মন থেকে রাজা ভাবে সে আসলেই বাস্তবের রাজা। খুব ভালো লাগলো। তাঁকে রাষ্ট্রীয় ভাবে সম্মান করা উচিৎ আমি মনে করি।

  • @robilislam4585
    @robilislam4585 3 роки тому +188

    রাজার পরিবার ও প্রতিবেশির ভালবাসা দেখে আনন্দে চোখের পানি ধরে রাখতে পারলামনা। সত‍্যিই অ সাধারন।এই রাজা মানুষের মাঝে বেচে থাকুক যুগযুগ ধরে।

  • @binoysikdar2283
    @binoysikdar2283 10 місяців тому +3

    আমি ভারতের কলকাতা থেকে দেখছি আর ভাবছি সত্যি ভীষণ ভালো লাগলো। সত্যি উনি রাজা

  • @amitthakur7234
    @amitthakur7234 2 роки тому +12

    অতি বাস্তব একটা কথা যে আমরা সবাই রাজা আমাদের নিজের রাজত্বে,,,আসলে এই কথাটার মানে হচ্ছে সুখ ,,, মানুষের মনের সুখ হচ্ছে বড়ো ব্যাপার,,, মনে সুখ থাকলে রাজ্যে লাগে না ,,,,তার জলজ্যান্ত প্রমাণ এই রাজশাহীর রাজা ,,, দোয়া রইলো এই রাজার জন্য ধন্যবাদ,,,,

  • @lesstalks8325
    @lesstalks8325 2 роки тому +101

    নবীজি বলেছিনেন হৃদয়ের প্রাচুর্যই প্রকৃত প্রাচুর্য। এই দাদু আসলেই রাজা, উনি উনার মনের রাজ্যের রাজা। মাহারাজার জয় হোক।

  • @MdAli-zz8vq
    @MdAli-zz8vq 3 роки тому +26

    আসলে উনি একজন ভালো মনের মানুষ আর বর্তমানে তিনি বাংলাদেশের রাজা

  • @tohidulislam6366
    @tohidulislam6366 3 роки тому +77

    পরিবারের এবং এলাকা মানুষদের প্রতি সম্মান বেড়ে গেল সুস্থ থাকুক রাজা এবং তার পরিবার।

  • @sheikh.mabdurrohim7312
    @sheikh.mabdurrohim7312 2 роки тому +16

    সত্যি কারের একজন জন দরদি রাজা , বরতমানে র একজন সৌখিন রাজা! খুব ভালো লাগলো

  • @asimbabu1716
    @asimbabu1716 3 роки тому +21

    শুধু রাজা কে নয় রাজার পরিবার কে সালাম জানাই আন্তরিক অভিনন্দন এতসুন্দর পরিবার ,,তাদের মনে বিরক্ত না হয়ে অন্দ্দয় কাটাচ্ছে এটা দেখে বোঝা যায় এটাই তো রাজ পরিবার,,, ধন্যবাদ এতো সুন্দর করে ভিডিও করে তুলে ধরার জন্য ,,,love from Kolkata,,,

  • @abdulmannanb1127
    @abdulmannanb1127 3 роки тому +208

    আসলেই উনি রাজা কারন ছেলে ছেলের বৌ এত সহযোগিতা করেছেন তাতে তাকে রাজা বলা বুল হবেনা❤️

    • @eyashinarafat7880
      @eyashinarafat7880 3 роки тому

      ভিডিওটা দেখে খুব খুশি হলাম, আলহামদুলিল্লাহ।

    • @eyashinarafat7880
      @eyashinarafat7880 3 роки тому

      সুমন ভাই এরকম ভিডিও আরো চাই।। অসাধারণ ভিডিও আমাদের দেশে রাজা আছে ভেবে আনন্দ হচ্ছে।

  • @rinuakter9902
    @rinuakter9902 3 роки тому +33

    জীবন্ত রাজাকে স্যালুট জানায়।
    স্যালুট জানায় তার সাপোর্টার দের ।
    আমি মুগ্ধ ওনার আভিজাত্য দেখে
    বেঁচে থাকুন রাজা হয়ে।

  • @mahedevlogbd
    @mahedevlogbd 3 роки тому +181

    সত্যি এই পৃথিবীতে আসলে কত মানুষের কত রকমের স্বপ্ন থাকে তা বলে শেষ করা যাবে না. ভিড়িওটি খুবই ভাল লাগল.
    দেখে বুঝা গেল ওনি সত্যি একজন ভাল মনের মানুষ.💖

  • @abulhasnattanim6862
    @abulhasnattanim6862 2 роки тому +11

    রাজা মশাইয়ের জন্য অনেক ভালোবাসা আর সম্মান রইল... খোদা উনাকে নেক হায়াত দিন

  • @mdjashim8738
    @mdjashim8738 2 роки тому +4

    উনি মন থেকে খুশি, যে মন থেকে খুশি হয় সেই প্রকৃত রাজা,আল্লাহ উনাকে দীর্ঘ হায়াত দান করুক ও সুস্থ রাখুক এই কামনা করি,ধন্যবাদ জানাই আমার সুমন ভাইকে।

  • @towhidsuboz3046
    @towhidsuboz3046 3 роки тому +135

    সত্যিই উনি রাজা,সন্মান এবং ভালোবাসা রইলো উনার উপর ❤️

  • @shorifjnu7361
    @shorifjnu7361 3 роки тому +164

    বর্তমানে এমন দুর্লভ একটি দৃশ্য দেখে খুব ভালো লাগলো। রাজার জন্য শুভ কামনা রইলো।

  • @kazirifat95
    @kazirifat95 3 роки тому +98

    গ্রামীন পরিবেশ,সুখের খুনশুটি,মানুষ সকল আর রাজার পরিবারের দৃশ্য দেখে ছেলেবেলার কথাগুলি মনে পড়ে গেলো। আবেগী হচ্ছে মনটা কেমন জানি। দোয়া করি এরা সুস্থ ও সুন্দর থাকুক সবসময়❤ আমার দেখা সেরা ভিডিও এটি আপনার লিস্টের।

  • @oporajeyoraaj
    @oporajeyoraaj 3 роки тому +4

    আসলেই ভাষা নেই বলার। কিসের সুখ খুজি আমরা টাকার পেছনে? আমরা মরিচীকার পেছনে ছুটছি। আসল সুখ তো এই রাজার কাছে। আসলেই তিনি রাজা। টাকা পয়সা রাজ্য থাকলেই সত্যকারের রাজা হওয়া যায়না। রাজা সেই যে সবার খবরাখবর রাখে। মন থেকে দোয়া রইলো আল্লাহ যেনো উনাকে নেক হায়াত দান করেন .....
    আর সুমন ভাই আপনার জন্যও মন থেকে দোয়া আর অফুরন্ত ভালবাসা
    ❤❤❤❤❤❤❤❤

  • @sheikhrumana6219
    @sheikhrumana6219 3 роки тому +14

    রাজার এই বাড়ি টি সুন্দর করে দিবেন। সকালের সাহায্য দরকার এমন রাজার মত মন যদি আমাদের সকলের থাকত তাহলে সমাজে কোন হিংসা থাকত না। ধন্যবাদ মহা ♔ সাহেব।

  • @twilightnaimbd5709
    @twilightnaimbd5709 3 роки тому +98

    আমার কোন ভাষা নেই। এই সাধারণ মানুষটিকে দেখে জোড়িয়ে ধরতে ইচ্ছে করছে। কতই না অসাধারণ। আহা ☺️

  • @skisharon2717
    @skisharon2717 3 роки тому +51

    অসাধারণ মানুষ উনি,, নাইলে এত মানুষের ভালোবাসা পেতেন না। আল্লাহ উনাকে সুস্থ্য রাখুক ভালো রাখুক।

  • @RASELSHEIKH526
    @RASELSHEIKH526 3 роки тому +61

    নেই কোন রাজ্য তবুও মানুষটা গন মানুষের নয়নের মনি একজন সত্যিকারের সুখি মানুষ, একজন সত্যিকারের রাজা❤️

  • @prasantasengupta2858
    @prasantasengupta2858 9 місяців тому

    মনের ও হৃদয়ের রাজা 'ই তো আসল রাজা , যার কোনও অহংকার নেই, যিনি মানুষকে ভালবাসেন, যার কোনও মলিনতা নেই। সাবাস রাজা মশাই আব্দুল কাদের তোমারে সেলাম। কলকাতা থেকে অভিনন্দন জানাই মনের রাজা মশাইকে।

  • @ayeshaaktar955
    @ayeshaaktar955 3 роки тому +2

    অসাধারন লেগেছে ভাষায় প্রকাশ করতে পারছিনা।আসলেই তিনি সত্যিকারের রাজা।গ্রামের সকলেই তাকে অনেক ভালোবাসে।পরিবারের লোকদেরকে অনেক ভালো লাগলো। এটা অন্য এক অনুভূতি কাজ করছে সেই ডাল তলোয়ারের যুগে চলে গেছিলাম।

  • @mansurkhan2199
    @mansurkhan2199 3 роки тому +9

    তিনি সত্যি একজন রাজা। আগের আসল রাজারা ছিলেন কলংকৃত কিন্তু এই নকল রাজা তার নিজ এলাকায় নন্দিত।
    খুব ভাল লাগল আনন্দ পেলাম।
    সুমন ভাইকে ধন্যবাদ
    মনছুর উরকিরচর রাউজান চট্টগ্রাম কাতার থেকে।

  • @rupak_taslim
    @rupak_taslim 3 роки тому +34

    সুখী মানুষরাই পৃথিবীর রাজা।
    আর এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা উনি।
    মাশাল্লাহ❤️

  • @abdulhuq6473
    @abdulhuq6473 3 роки тому +29

    উনাকেই বলা হয় প্রকৃত রাজা কারণ উনি সারাদিন রাজা থাকেন প্রজাদের সাথে কুশল বিনিময় করেন রাত্রে প্রজাদের সুরক্ষা গূরে বেড়ান উনাকে অভিনন্দন জানাই এবং সাথে রইল আমার আন্তরিক ভালোবাসা এর সাথে আপনাকেও কারণ এসব বিষয়গুলো আপনি বাংলার আনাচে কানাচে গিয়ে এই কষ্ট করে আমাদেরকে আনন্দ দান করেন

  • @tvcivision
    @tvcivision 3 роки тому +182

    সুখী মানুষরাই পৃথিবীর রাজা

    • @hujaifa_adnan
      @hujaifa_adnan 2 роки тому

      Right

    • @SaifulIslam-xp2zs
      @SaifulIslam-xp2zs 2 роки тому +2

      উনাকে একটা নাটক তৈরী করেন।

    • @GOIN-
      @GOIN- 2 роки тому

      মুসলিমদের রাজা

    • @robiulislam-zv7io
      @robiulislam-zv7io 2 роки тому

      কথাটা খুবই সুন্দর।

  • @সালমানফয়েজী
    @সালমানফয়েজী 3 роки тому +12

    দারুন মজা পেলাম ভাই,আল্লাহ রাজাকে দীর্ঘদিন বাচিয়ে রাখুন।

  • @jaharaskitchen7965
    @jaharaskitchen7965 3 роки тому +20

    মানুষের মনে কতো কষ্ট থাকে। প্রতিনিয়তো নিজেকে খুব ছোট মনে করতে থাকে কিন্তু এই লোকটা নিজের অবস্থান যাই থাকুক না কেন। সে নিজে নিজেকে রাজা মনে করে। এতো সুখী মানুষ দেখেও অনেক ভালো লাগলো❤️

  • @ashokroy1827
    @ashokroy1827 3 роки тому +332

    সুমন ভাই আপনার ভিডিও গুলো অসাধারন,কত পরিশ্রম করে ঘুরে ঘুরে আমাদের কত অজানা অচেনা জিনিস দেখান সত্যিই তার তুলনা হয় না, ভারত থেকে প্রায় সব ভিডিও দেখি, অনেক ধন্যবাদ আপনাকে।

    • @mddewansaifulmddewansaiful7060
      @mddewansaifulmddewansaiful7060 3 роки тому +2

      ভাই আপনার ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষনীয়।

    • @mdsazzadali5943
      @mdsazzadali5943 3 роки тому

      ১আঁ

    • @mdfahadsheikh6273
      @mdfahadsheikh6273 3 роки тому +1

      নাইচ অনেক বালো লাগলো

    • @asifchoudhury4790
      @asifchoudhury4790 3 роки тому

      সত্যি কোন তুলনাই হয় না

    • @asifchoudhury4790
      @asifchoudhury4790 3 роки тому

      আর উনার কথা গুলা খুব শিক্ষনীয়

  • @mdshahinalam4375
    @mdshahinalam4375 3 роки тому +22

    সত্যি কারের বাস্তবতা রাজা দেখিয়ে নিয়ে উনাকে দেখে আসলে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না
    রাজাদের কাহিনী দেখলে অনেক স্মৃতি মনে নাড়া দেয়
    উনি আসলে সত্যি কারের রাজা
    ভাল থাক এভাবে ভালোবাসার মানুষগুলো 💞

  • @BaulSormala
    @BaulSormala 2 роки тому +3

    যে মানুষ নিজেকে মন থেকে রাজা ভাবে সে আসলেই বাস্তবের রাজা। তাঁকে রাষ্ট্রীয় ভাবে সম্মান করা উচিৎ

  • @ruhi4424
    @ruhi4424 3 роки тому +33

    আমি রাজশাহী দুর্গাপুর এর ছেলে। রাজা দাদুকে অনেক দিন পর দেখলাম 🤴 মালয়েশিয়া থেকে দেখছি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন 🤲 অনেক ধন্যবাদ আপনাকে সালাউদ্দিন সুমন ❤️

  • @vivekacharya3533
    @vivekacharya3533 3 роки тому +10

    সুমন ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। আমার মতে আপনি খুব ভালো মনের ব্যাক্তি। সত্যি আমার যদি পাখির মতন পাখা থাকতো তবে বাংলাদেশের গ্রাম গুলো ঘুরে দেখতাম, সহর নয়।আমার বাংলাদেশের গ্রাম খুব ভালো লাগে আমার।May God bless you 🇮🇳🙏❤️👍

  • @pronobpks6424
    @pronobpks6424 3 роки тому +76

    মানুষের নিরাপত্তার জন্য তিনি সারা রাত জেগে থাকেন তিনি তো সত্যিই রাজা,, ❤️❤️❤️❤️❤️❤️😊

  • @sakilahmed7654
    @sakilahmed7654 3 роки тому +29

    সত্যি অসাধারণ এক নিদর্শন.....
    মানুষের সুখ শান্তি, সখ, আমোদ প্রমোদ ইত্যাদির মাধ্যমে যে কত সুন্দর কত ভালো থাকে, তা এই মানুষটির মাধ্যমে বোঝা যায়।....
    সত্যি অসাধারণ, সুমন দা

  • @najmabegam3030
    @najmabegam3030 2 роки тому +12

    তিনি সত্যিই রাজা , কর্মে ও ভালোবাসায় 🙂🙂🇮🇳

  • @mdbabusekhmdbabusekh527
    @mdbabusekhmdbabusekh527 3 роки тому

    কি আর বলব,,,
    এরকম অদ্ভুত ধরনের সৌখিন মানুষ খঁজে হয়ত আর দ্বিতীয় একটা পাওয়া যাবেনা,,,
    আমার কাছে অত্তন্ত ভালো লেগেছে,,,
    আর এটাউ মনে হয়েছে যে,
    উনিই হয়ত এই নিচ দুনিয়ার সবথেকে সুখী মানুষ,,,
    রাজামশাই আপনি পৃথিবীর বুকে,,,
    যতদিন বেঁচে থাকবেন এভাবেই হাসিখুশি থাকুন।
    (All The Best, Raja.)

  • @OikkoMediaTV
    @OikkoMediaTV 3 роки тому +31

    এজন্যই রাজশাহী নামটি স্বার্থক হয়েছে। রাজার শহর রাজশাহী। বর্তমান রাজাকে দেখে খুবই ভালো লাগলো ভাই। আমরা রাজশাহীবাসী খুবই সুখে শান্তিতে বসবাস করি। পুঠিয়া রাজবাড়ী রয়েছে তবে রাজা নেই। আজ রাজাকে দেখলাম। রাজ্য নেই তবুও রাজা। খুবই সৌখিন মানুষ। রাজার শহর রাজশাহীতে সবাইকে স্বাগত। আর রাজীব ভাইকে দেখে আরো ভালো লাগলো। সুমন ভাইয়ের জন্য দোয়া আর ভালোবাসা রইল।

    • @mduzzalhossain4708
      @mduzzalhossain4708 2 роки тому

      আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা পুঠিয়া তেই

  • @RabiulIslam-wp9nm
    @RabiulIslam-wp9nm 3 роки тому +9

    সহজ সরল মানুষ টা।আসলেই খুব ভাল লাগলো দেখে।নিজেও আনন্দ পেয়ে হাসতেছি।
    শুভ কামনা রাজা কাকা আপনার জন্য। ❤️

  • @muftifaysalmahmud
    @muftifaysalmahmud 3 роки тому +55

    সবকিছু মিলিয়ে একটি সুখী পরিবার আল্লাহ উনাদের ভাল রাখুক আমিন

  • @graminnewschannel6915
    @graminnewschannel6915 3 роки тому +5

    সত্যি খুব অদ্ভুত ও বিচিত্র ময়, খুব সুন্দর লাগল!! পৃথিবীতে এখনো এ রকম আনন্দময় মানুষ আছে দেখে অভিভূত হলাম, এ যুগের রাজা কে আমার হাজারো সালাম 🙏🙏

  • @mhtopu9068
    @mhtopu9068 3 роки тому +10

    সত্যিই উনি রাজা, দেশের রাজার থেকেও উনি সুখী আমি মনে করি।

  • @selinamuslim4470
    @selinamuslim4470 3 роки тому +6

    ভাই আমাদের জীবনে রাজা দেখার সৌভাগ্য হয়নি তবে উনার উছিলায় আজকে সেই আশা টুকু পূরন হলো । তবে অনেক কষ্ট পাইলাম উনার কষ্টের জীবন দেখে । আল্লাহ উনাকে দীর্ঘ হায়াত দান করুক। এমন মানুষ কে জনগনের প্রতিনিধি বানানো উচিত যাতে দিনে রাতে জনগণের সুখে দুঃখে তাঁদের পাশে দাঁড়াতে পারেন । আমার বিশ্বাস উনিই তা পারবেন।যেমন পেরেছিলেন হযরত উমর রা,

  • @MDSAIFULISLAM-dm7bx
    @MDSAIFULISLAM-dm7bx 3 роки тому +68

    সৎ পথে পরিশ্রম করে যারা জীবন চালায় তারা সত্যিই রাজা

  • @eyamin5949
    @eyamin5949 3 роки тому +7

    রুচিশীল মানুষের রুচিশীল জীবন, মনের সুখ দেহের সুখ মূলত তো এটাকেই বলে। ধন্যবাদ সুমন ভাই এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য।

  • @ammsnahid3166
    @ammsnahid3166 3 роки тому +11

    কতো মানুষ গরীবের হক মেরে প্রাইবেট গাড়ি তে দুরে বেড়ায়, আর উনি নাইট গাট হয়ে গরীবের মাঝে আনন্দ বিলায়,আল্লাহ উনার আনন্দে কবুল করে নিক, আমিন।

  • @kksstory3613
    @kksstory3613 2 роки тому

    নিজের আত্ম প্রত্যয়ই নিজকে কোন এক রুপে প্রতিষ্ঠিত করতে হয়।উনি দেশের শ্রেষ্ঠ পদবি "রাজা" হিসাবে গড়ে তুলেছেন।উনার ইচ্ছা শক্তিকে স্যালুট জানাই।স্যালুট জানাই আপনাকেও, বিলুপ্ত প্রথার"রাজাকে আবিস্কার করার জন্য।এভাবে এগিয়ে যান,শুভ কামনা রইল।

  • @mizanmiah1776
    @mizanmiah1776 3 роки тому +70

    রাজশাহী 95% মানুষের মনে অংকার নাই ৷ ওরা অনেক ভালো মনের মানুষ ৷

    • @mduzzalhossain4708
      @mduzzalhossain4708 2 роки тому +1

      কৃতজ্ঞ ভালো থাকুন সবসময় 🌹🌹

    • @shortchannel3342
      @shortchannel3342 2 роки тому +2

      তাহলে রাজশাহীতে বিয়ে করতে হয়
      কারণ
      মানুষ ও ভাল আর মনও ভাল

    • @faridahmed812
      @faridahmed812 2 роки тому

      এখানে ম্যানশন দেয়ার সুযোগ থাকলে উনাকে ম্যানশন দিতাম

  • @satuhaque464
    @satuhaque464 3 роки тому +83

    রাজশাহী আমার প্রাণের শহর। এ আপনার ভিডিও দেখে আমার ফেলে আসা দেশ, আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাটানো সোনালী দিনগুলো মনে পড়ে গেলো।

    • @alrashelakash99
      @alrashelakash99 3 роки тому

      এখন থাকেন কোথায়

    • @safwanislam4018
      @safwanislam4018 3 роки тому

      😍💕

    • @shihabuddin4404
      @shihabuddin4404 3 роки тому

      কই থাকেন, গুরিয়ে নিয়ে আসবো

    • @Korban245
      @Korban245 3 роки тому

      আমার বাড়িও এই গ্রামেই

    • @khokan8558
      @khokan8558 3 роки тому

      তেল জায়গা পাওনা😆😆😆

  • @prithubiswasliveingreen3991
    @prithubiswasliveingreen3991 3 роки тому +7

    আসাধারন উপস্থাপনা করেন আর রাজা মহাশয় মনের আনন্দে সত্যিই একজন রাজা।

  • @nazmulhasan3725
    @nazmulhasan3725 3 роки тому +2

    মুগ্ধ হলাম ভাই এমন রাজার রাজত্ব দেখে,তার সখ্যতা সত্যি কোনো ভাবেই বর্ননা করা যায়না।শুধু তাকিয়ে থেকে অন্যরকম এক প্রশান্তি লাভ করা যায়।সত্যি তিনি একজন রাজা রাজ্যহীন রাজা।💘

  • @i_am_imran_iyaz
    @i_am_imran_iyaz 3 роки тому

    এ এক অসাধারণ ভিডিও. যুগ যুগ বেঁচে থাকুক এই ভিডিও. সত্যি হৃদয় ছুয়ে গেছে. Ei মানুষ টি সবার রাজা সত্যিকার অর্থে রাজা উনি

  • @স্বপ্নবিলীনস্বপ্ন

    রাষ্ট্রীয় সন্মানিত করা হোক এমন ভালো মানুষকে।

    • @Touhid54
      @Touhid54 3 роки тому +4

      রাষ্ট্রীয় ভাবে পুরুস্কার দেওয়া উচিৎ।

    • @shihabuddin3214
      @shihabuddin3214 3 роки тому +2

      রাইট

    • @khprince1145
      @khprince1145 3 роки тому

      পাগলের সুখ মনে মনে 🐮🦍🐮🦍🐕

  • @bimSylhet
    @bimSylhet 3 роки тому +10

    জীবনে অনেক কিছু দেখছি ! এমন অদ্ভুদ অসাধারণ কিছু দেখব আমি সত্যিই অবাক ! এমন সুখী মানুষ এই সময়ে পাওয়া বিরল !
    থ্যাংক ইউ সুমন ভাই 😊

  • @ranashahriar7337
    @ranashahriar7337 3 роки тому +5

    ভাই সেই শান্তি পেলাম এই রকম মনের শান্তির বড়ো রাজাকে দেখে।।।।
    ধন্যবাদ

  • @AbulKalam-xm7bz
    @AbulKalam-xm7bz Рік тому +1

    ধন্যবাদ সাংবাদিক আংকেল এ সুন্দর দৃশ্য দেখানোর জন্য। রাজাও বেঁচে থাকুন অনেক দিন। আমিন।

  • @mdmamun-il4lq
    @mdmamun-il4lq 3 роки тому

    ভিডিও টা কোনো স্কিপ ছাড়া দেখেছি ভাই,বার বার আবেগ আপ্লূত হয়েছি। এ যেন এক অসাধারণ অনুভূতি,আসলে মনের রাজা ই বড় রাজা,আরবঐ অঞ্চলের মানুষ গুলো ও সরল মনের মানুষ তাই রাজা কে রাজার মতোই ভালবাসে, আপনার মাধ্যমে অনেক অজানা তথ্য অজানা ইতিহাস জানতে পারি,ধন্যবাদ সালাউদ্দিন ভাই

  • @albatrossmelody1741
    @albatrossmelody1741 3 роки тому +39

    মনের দিক থেকে তিনি আসলেই সত্যিকারের রাজা... প্রকৃতপক্ষে মানুষের মনই সবকিছু... যে নিজেকে চেনে সে তার ঈশ্বরকেও চেনে.. যার মন যেরকম তার ঈশ্বর সেরকম,....

  • @rajibmahmud7745
    @rajibmahmud7745 3 роки тому +10

    ওনি হচ্ছেন সুখি মানুষ এবং মানুষের মনের প্রানের ভালবাসার রাজা ৷

  • @mdnazrul9294
    @mdnazrul9294 3 роки тому +4

    উনি বাংলাদেশের ঐতিহ্য ধরে রেখেছেন।খুব ভাল লাগল।

  • @mdbokul1387
    @mdbokul1387 3 роки тому +2

    ভাইজান রাজা বলেই,তিনি তিনার রাজ্যের সকল মানুষের জন্য এই কর্মই নিয়েছেন,তাই তিনাকে স্যালুট জানাই রাতেরও রাজা তিনি দিনেরও রাজা তিনি, প্রজারা জাতে নির্বিঘ্নে রাতে ঘুমাতে পারে, দোয়া রইলো সত্যি কারের রাজার জন্য,আল্লাহ রাজাকে হায়াৎদারাজ করুন, আমিন

  • @TheEnergetic997
    @TheEnergetic997 3 роки тому +1

    মনের স্বাদে যে জন মানুষের ভিড়ে নিরাপত্তাহীন ভাবে চলাফেরা করতে পারে । আর নিরাপদ ভাবে ঘুড়ে বেড়িয়ে মানুষের মনে এক ছিলতে আনন্দ এনে দিতে পারে সেই আসলেই রাজা । মনের রাজ্যে রাজা ।
    হাজার সালাম প্রশান্তির রাজা

  • @polymitravlog2981
    @polymitravlog2981 3 роки тому +29

    সুমন ভাই আমি খালি ভাবি আপনি কত বড় মনের একজন মানুষ🙏 একজন ভালো মনের মানুষ না হলে এত সুন্দর ভিডিও উপহার দেয়া যায় না❤️❤️ আপনার প্রতিটি ভিডিওর মধ্যে এত সুন্দর উপস্থাপনা দেখা যায়❤️❤️ যা আর অন্য কারো ভিডিওতে দেখা যায় না😀 আপনি অনেক ভাল থাকুন 😀😀আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আগামীতে আমাদের উপহার দিন❤️❤️

  • @cutebabyruhiblogs7475
    @cutebabyruhiblogs7475 3 роки тому +318

    উনি পৃথিবীর সবচাইতে বেশি সুখী মানুষ। এমনকি শেখ হাসিনার চাইতেও ❤️❤️😍😘

    • @কৃষিওকৃষকেরকথা
      @কৃষিওকৃষকেরকথা 3 роки тому +16

      সত্যি সত্যিই ভালো মানুষ তবে কারোর সাথে তুলনা করার দরকার নেই ভাই

    • @raihankabir8044
      @raihankabir8044 3 роки тому +13

      Nazrul Islam - ভাই উনি আসলেই সুখী মানুষ কিন্তু - কিসের সাথে কিসের তুলনা করলেন? কোথায় পান্তা ভাত আর কোথায় ঘি, মাখন - যার সাথে তুলনা করলেন উনি প্রোটেকশন ও প্রোটোকল বা এই জাতীয় আরো কি কি সব লাগে এবং সাড়ে চৌদ্দ ঘন্টা আগে রাস্তা বন্ধ করে দিয়ে মানুষের রাস্তা আটকিয়ে ফেলে, মানুষকে ঘন্টার পর ঘন্টা কষ্ট দিয়ে নাজেহাল করে কিন্তু এই রাজশাহীর সুখী মানুষতো এই ধরনের আকাজ কুকাজ করছে না - তাই উনিই প্রকৃত রাজা বা রাজ্য ছাড়া একজন ভালো মনের ও ভালো আচরণের মানুষ- কাজেই কোনো রাজনৈতিক ক্ষমতা দখল কারী বিখ্যাত অখ্যাত এদের সাথে তুলনা করা উচিৎ নয় -

    • @কৃষিওকৃষকেরকথা
      @কৃষিওকৃষকেরকথা 3 роки тому +3

      @@raihankabir8044 আপনার কথা খুব ভালো লাগলো ভাই। ধন্যবাদ

    • @cutebabyruhiblogs7475
      @cutebabyruhiblogs7475 3 роки тому +4

      @@raihankabir8044
      আপনি ভাই আমার কথাটার মানে বুঝেন নাই।
      আমি এর জন্যই সুখী বলছি যে, শেখ হাসিনার অনেক বিরুদী আছে, শত্রু আছে, প্রাণের ভয় আছে। কিন্তু এই রাজার এসব কিছু নাই। উনি প্রকৃত সুখী মানুষ। আমি কি আপ্নেরে বুঝাইতে পারছি?

    • @indianexpriment2433
      @indianexpriment2433 3 роки тому +4

      Bro আমি ইন্ডিয়ান তবু বলছি ওর থেকে সুখী কেউ নেই কারন ও যে নিয়ে চলে সেটার কারণ নিশ্চয়ই আছে সেটা হচ্ছে সুখ

  • @RofikulIslam-xj1qq
    @RofikulIslam-xj1qq 3 роки тому +6

    ঔ এলাকার মানুষ যে হেতু এতটুকু ভালো বাসেন ওনাকে। মানুষ টা ও অনেক ভালো এলাকার মানুষ রাজার আশা পুরনো করতে পাড়ে চেয়ারম্যান হিসেবে দাঁড় করিয়ে সকলেই সাপট করলে ইনশাআল্লাহ পাস করবে।

  • @MdMahim-gg6wu
    @MdMahim-gg6wu 3 роки тому +1

    উনি একজন সত্যিকারের রাজা। কারণ এত দারিদ্র্যের মধ্যেও তিনি রাজার বেশেই থাকেন। অনেক ভালো লাগলো দেখে, ওনার পরিবারটাও আলহামদুলিল্লাহ অনেক বড় মনের মানুষ,,ওনারায় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ... 💞

  • @jamanjaman1167
    @jamanjaman1167 2 роки тому

    সত্যিই অসাধারণ । উনিই সূখী মানুষ, অনেক বেশি অর্থ সম্পদ সুখী ও সম্মানিত হওয়া যায় না.।আল্লাহ পাক উনাকে পরকালে ও সুখী রাখুক।খুশি হলাম।

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 3 роки тому +10

    খুব দারুণ মজার একটি বিষয় তুলে ধরেছেন সত্যি এটা একদমই বাংলাদেশের জনগণের অজানা ছিল তবে আজকে থেকে ইনশাআল্লাহ জানবে সবাই আর ইন্টারেস্টিং ব্যাপার সবার জানা দরকার আছে

  • @icontrust3094
    @icontrust3094 3 роки тому +14

    আমাদের রাজার জয় হোক।
    মহা-রাজ নেক হায়াত লাভ করুক।

  • @kajolhossain5629
    @kajolhossain5629 3 роки тому +4

    সুমন ভাই জীবন ধন্যো আমাদের, যা ইতিহাসের পাতায় পড়েছি বা আপনাদের ইউটিউবে শুনেছি রাজা দের ইতিহাস বাস্তবে রাজা দেখে খুব ভালো লাগলো ভিডিও টা অসাধারণ দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন আমিন

  • @raihannabi8843
    @raihannabi8843 3 роки тому

    সালামুআলাইকুম সালাউদ্দিন ভাই ভারত থেকে বলছি। লাইফে অনেক ভিডিও দেখেছি কিন্তু এইরকম দেখিনি। ভিডিওটা দেখতে দেখতে খুশিতে আনন্দে কখন যে চোখের কোনে জল জমে গেছে বুঝতেই পারিনি। এইরকম সুখী মানুষ পৃথিবীতে আরেকটা আছে বলে আমার মনে হয় না। রাজার পরিবারের সদস্যদের কেউ খুব ভালো। আপনাকেও অনেক ধন্যবাদ এরকম ভিডিও দেখানোর জন্য

  • @mdfazlulhaque5092
    @mdfazlulhaque5092 2 роки тому +15

    যিনি রাত জেগে মানুষকে পাহারা দেয় তিনি তো প্রকৃত রাজা।

  • @ahsunsaruar4814
    @ahsunsaruar4814 3 роки тому +4

    দারুণ সুখী মানুষ, জীবনের শেষ দিন পর্যন্ত আপনার এমন আনন্দে কাটুক প্রিয় রাজা মহাশয়!!!

  • @যাদেখিতাদেখাই

    উনি হলো বাংলাদেশের সুখি মানুষ

  • @mrhridoyrokho4543
    @mrhridoyrokho4543 3 роки тому +34

    মানুষ হাজার হাজার টাকা পয়সা থেকেও নিজেদের ইচ্ছাপূরণ করতে পারেনা, উনি খুব সহজেই এইসব মানুষেদের শিক্ষা দিয়ে গেলেন, মনের ইচ্ছাপূরণ করতে টাকা পয়সা ধন সম্পদ লাগেনা।
    জয় হোক রাজার❣️

  • @MdBelal-s3g
    @MdBelal-s3g Рік тому

    হ্যাঁ,আমার দৃষ্টিতে তিনিই হচ্ছেন প্রকৃত রাজা।এই অনুভূতি সত্যি আনন্দের,কারন সাধারণ মানুষ ছোট ছোট বাচ্চারা যেভাবে রাজাকে সম্মান করেন তাতে আমি মনে করি তিনিই প্রকৃত সত্যিকারের ভালোবাসার একজন রাজা।এই রাজার রাজ্য সুখি সমৃদ্ধ হোক এটাই আল্লাহর কাছে কামনা করছি।

  • @সজ্জিতো_টিভি

    রাজা দাদুর খুশি দেখে মনটা ভরে গেল আমার, সালাউদ্দিন সুমন ভাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ

  • @asifchoudhury4790
    @asifchoudhury4790 3 роки тому +3

    মাস আল্লা আলহামদুলিল্লা ,,, উনি সত্যি ত অনেক সুখি মানুষ যে নিজে নিজেকে রাজা ভাবেন আর মানুষেও ভালোবাসেন ,,, বেচে থাকুক দাদা ভাই ,,, বেচে থাক,, আললা নেক হায়াত দান করুক ,, আর আল্লা যেন উনার পরিবারকে এভাবে সম্মান দেন। 😭😭💖💖💖💖🌺🌺🌺🌺👌👌👌👌🇮🇳

  • @mostakmondol314
    @mostakmondol314 2 роки тому +3

    সত্যি বলতে কি উনাকে রাজা বলতে মন চাইতেছে,,পরিবারে সদস্যদের মনমানুষিকতা সব থেকে ভালো লেগেছে!!

  • @freebackgroundmusic100
    @freebackgroundmusic100 3 роки тому +5

    সুখি মন ও মানুষের রাজা....মনে হচ্ছে সত্যিকারের একজন রাজা..তার প্রতি প্রজাদের শ্রদ্ধা,সম্মান,ভালোবাসা দেখে খুবই ভাল লাগল।❤️❤️❤️

  • @Bবাংলা-u5i
    @Bবাংলা-u5i 3 роки тому

    মানুষের আশা এবং স্বপ্ন দেখা লজ্জার কিছু না , চাঁচার রাজার মতো ধন সম্পদ না থাকলেও উনাকে উনার ছেলে এবং ছেলের বউরা নাতনিরা যে ভালোবাসা দেয় , তাতে চাঁচা তার বাড়ীর জন্য একজন রাজা , প্রতিবেশীরা দেখা গেছে চাঁচাকে যথেষ্ঠ সন্মান করেন , ধন্যবাদ ভাই ভিডিওটি দেখে খুব ভালো লাগলো ।

  • @EWS4
    @EWS4 2 роки тому

    শখ বড় আজব জিনিস। আসলেই আমরা সখের জন্যই বেচে থাকি। অসাধারণ লাগলো। উনার সাক্ষাত পেলে নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক।❤️❤️

  • @mdshameem1469
    @mdshameem1469 3 роки тому +11

    আল্লাহ এই রাজাকেই অনেক হায়াত দান করুণ। আমিন।

  • @tofazzolhossain9938
    @tofazzolhossain9938 3 роки тому +4

    জীবনটা আসলে সাধারণ, আমরাই তাকে জটিল করে তুলি । রাজার থেকে ও বেশি ভাল লাগলো তার পরিবারের সদস্যদের,যারা তাদের পিতার এত টা সম্মান করেন।উনি নাইট গার্ড না ভাই উনিই সত্যিকারের রাজা। যিনি দিনের বেলা যেমন প্রজাদের খোঁজ খবর রাখেন রাতের বেলায়ও প্রজাদের পাহারা দিয়ে আগলে রাখেন। স্যালুট এই রাজাকে ।

  • @ajifachishty9991
    @ajifachishty9991 3 роки тому +10

    যিনি মনের রাজত্বের রাজত্ব কারতে পারে, তিনিই প্রকিত রাজা।

  • @MojkBhhgg
    @MojkBhhgg 9 місяців тому +1

    এরকম সুখীন্দ্রই লোক বাংলাদেশে এই জামানায় কম আছে দোয়া করি ভালো থাকুক আমিন 🇧🇩🇧🇩❤️

  • @asrafulalam7706
    @asrafulalam7706 3 роки тому +6

    রাজা ও তার পরিবার খুবই উদার মনের মানুষ। আমি ঐ রাজ্যে যেতে চাই!

  • @shamimahmedrony60
    @shamimahmedrony60 3 роки тому +12

    সত্যি বলতে আমার দাদাও একজন এরকম সৌখিন মানুষ ছিলেন। তিনিও ঘোড়া দৌড়াতেন, তাঁকেও মানুষ অত্যন্ত ভালো মানুষ, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমার দাদা জীবদ্দশায় একটি মসজিদ এবং একটি স্কুল প্রতিষ্ঠা করে যান।ঘোড়া দৌড়িয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের খুঁজ খবর নিতেন। ১৯৮৯ সালে তিনি পরলোক গমন করেন। আল্লাহ তুমি আমার দাদাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন আমিন। 🤲🤲🤲

    • @asss-yx2jl
      @asss-yx2jl 3 роки тому

      আল্লাহ দাদাকে জান্নাতুল ফেরদৌস দান করুন

  • @arabindaroy7557
    @arabindaroy7557 3 роки тому +12

    রাজার দর্শন পেয়ে আমি খুব খুশি আমারও মন চাইছে নিজে গিয়ে দর্শন করি, ধন্যবাদ দাদা আমি ইন্ডিয়া থেকে ভালো থাকবেন সাথে আপনাকেও অভিনন্দন ওয়ান মিলিয়ন পূরণ হবার জন্য

  • @Tahasinali-dd2lt
    @Tahasinali-dd2lt 3 роки тому +5

    আল্লাহতালা আপনাকে ইহ জগতে এবং পরজগতে রাজা বানিয়েই রাখুন আমিন।

  • @sunflowerconstruction1158
    @sunflowerconstruction1158 7 місяців тому

    মনের রাজাই আসল রাজা। উনি এটাই মনে করেন । আলহামদুলিল্লাহ ভালোই লাগল।

  • @MDshShohag
    @MDshShohag 10 місяців тому

    আমার জীবনে অনেক কিছু দেখেছি কিন্তু এই রকম মজার ঘটনা আমি দেখিনি কখনো এখানে তো অনেক কিছু আছে মাঝে মাঝে আনন্দ লাগে আবার মাঝে মাঝে কান্নাও আসে অনেক ভালো লাগলো আসলেই এই দাদু ভাই সত্যিই এই রাজ্জের রাজা দোয়া করি আল্লাহ্ পাক যেনো তাকে নেক হায়াত দান করেন আমিন❤️❤️

  • @mrhasiburofficial
    @mrhasiburofficial 3 роки тому +3

    উনি পৃথিবীটাকে ঠিক ভাবে উপভোগ করছে। এমন জীবন সবার হয়া দরকার 🤲🤲🤲❤️❤️❤️