ম্যাম, কিভাবে এতো সুন্দর ভাবে উপস্থাপনা করতে পারেন, বড় বিস্ময় লাগে। একটা শব্দ ও বাড়তি নয়, অথচ কমও নয়। আমরা অনেক কিছু দেখি, ভাবতে পারি না। এই জায়গায়, আপনাদের সাফল্য। কুর্নিশ জানাই।
*এখন যা চলছে* "অন্যায় অবিচার," --আমার জীবনের ঘটনা,-- এক বন্ধুকে জিজ্ঞেস করি যে এখন কি সিনেমা চলছে (গ্রামের এলাকার)? সোজা উত্তর--"এখন যা চলছে।" অর্থাৎ অন্যায় অবিচার।
. সপিটাল বেডের যখন সারা দেশ জুড়ে crisis সেখানে পিজির মতো হাসপাতালে এতগুলো বেড একসঙ্গে খালি পাওয়ার ব্যাপারটা কি খুব স্বাভাবিক? হাসপাতালে কি ভি আই পিরা (নতুন নাম হেভিওয়েট) কখন জেল থেকে বা অন্যকোন যায়গা থেকে আসবেন তার জন্য এই বেডের আকালে কতগুলো বেড রিজার্ভ করে রাখা যেতে পারে?
তথ্যনিষ্ঠ ও অকাট্য যুক্তি প্রমাণ দিয়ে বিষয়টি নির্ভীকতার সঙ্গে পরিবেশন করার জন্য আপনাকে জানাই হৃদয়ের গান স্যালুট ও অজস্র ধন্যবাদ। আপনার বলিষ্ঠ উচ্চারণ ও শ্রুতিমধুর বাচনভঙ্গি আমাকে মুগ্ধ করেছে। বাংলায় আপনার মতো সাংবাদিক আজকের দিনে খুব প্রয়োজন। আপনি দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলুন।আমরা আপনার সাথে আছি ম্যাডাম। ভালো থাকুন। সুস্থ থাকুন। শুভকামনা রইলো।
রিস্কের কি আছে।ওনার জায়গায় থাকলে তো আমি openly ঘুরতাম। কারণ আমি যেখানে দেখতে পাচ্ছি যে সারা বছর মানুষের পাশে থেকেও কান্তি গাঙ্গুলির মত লোক হারতে আর মদ খেয়ে live এসে তামাশা করেও যদি public আমায় জেতাতে পারে, এমনকি এই pandemic এ এসে ভিড় করে আমার arrest এর প্রতিবাদ করার জন্য নিজেদের life risk এ ফেলে,, আমি তো আর ও cnfdntly ঘুরতাম।আর এসব করে কি হবে, ২ বছর পর পঞ্চায়েত হোক বা আবার পরের ভোট , জিতবে তো এরাই কারণ বাঙালির কাছে নিজেদের শুদ্ধ বাঙালি আর ধর্মনিরপেক্ষ proof করার যে passion আছে তা only এদের আবার জিতিয়েই পুরো হবে। তাই যা খুশি কর, বাংলা সব জেনেই এদের এনেছে, আবার আনবে।অন্য party আসলে এই হয়ে যাবে ঐ হয়ে যাবে ভয় দেখানোর জন্য কিছু বুদ্ধিজীবী কে market এ ছেড়ে দেওয়া হবে যারা ঘুরপথে ( no vote to this party or this party) বলে প্রচার করবে ব্যস, আর কি চাই। জয় বাংলা। চালিয়ে যাও মদন দা। বাংলা deserves you. And people like you.
আমাদের সব মূল্যবোধ হারিয়ে গেছে ।বিনা পয়সায় চল ডাল পেয়ে আমাদের আর প্রতিবাদ করার সাহস নেই আমাদের পাশে আছে বুদ্ধিজীবী আমরা সবাই ক্রিত দাস দেখবেন কিছু হবে না
আর চুপ করে থাকা নয়। systemর সংশোধন এখান থেকেই শুরু হোক। আপাত দৃষ্টিতে ডাক্তার বা ভারপ্রাপ্ত আধিকারিকদের দোষি মনে হওয়ারই কথা । কিন্তু ওরাও চাপের ওপর থাকে। ওদেরও সংসার চালাতে হয়। শোভন , না bjp তে না TMC তে। না কোনো সরকারী পদাধিকারী। তবে সে কেন এমন royal treatment পাবে? কেন সরকারি পরিসেবার অপব্যবহার করবে? কী করেই বা ওই মহিলা হাসপাতালকে holiday home বানাল? এইসব মূল্য তো TMC কেই মিটাতে হবে। but why? very unfortunate. My request to all channels and TMC leaders, please boycott the couple. দলের কথা ভেবে, সমাজের কথা ভেবে।
আমি বলি কি, ওদের ছেড়ে দিন। ওরা ঘরে গিয়ে যা খুশী করুক। নিদেনপক্ষে, তিনটে বেড তো খালি হবে, তিনটে মানুষের তো চিকিৎসা হবে, ডাক্তাররাও নিজেদের কাজে ঠিকঠাক মনোনিবেশ করতে পারবেন।
কালিদাস বেঁচে থাকলে হয়তো আর একটা কাব্য আমরা পেতাম।নাম হতো - ' বৈশাখীর শোভন' এবারের শিবরাত্রি তে একটাই মানত- প্রভু বৈশাখীর মতো যেন প্রেমিকা পাই, সব পরিস্তিতেই যেন পাশে থাকে
দারুণ লাগলো । সত্যিই নির্লজ্জতার সীমা রেখা বলে আর কিছু রইলো না । তবে আরও একটা ব্যাপার PG HOSPITAL এর Dr. দের ও বোধহয় Patient অসুস্থ আছেন , এই prescription এর জবাব দিহি দিতে হবে ।
এস এস কে ম এর ডাক্তার দের জেরা করে সঠিক তথ্য বের করার ব্যবস্থা করা হোক. এই ডাক্তার দের মানুষ ভীষণ সম্মান করেন. এই মুহূর্তে এদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা না করলে বাকি সমাজের একটা বড়ো অংশের কাছে খারাপ বার্তা যাবে. আর কোর্ট কে মিথ্যে কথা বলার জন্য এই নেতাগুলোর জামিন অযোগ্য ধারা যোগ কড়া উচিত.
The caricature of law. "Bhari gombhir somosya.. " The solid ground of health issues for escaping the rigours of law being shamelessly adopted by the corruption accused-cum-public representatives. The hospital concerned has become safe haven for the accused. You are hard-hitting n objective. Loved the language n the style of narration. Good job👌👍
হাসপাতালে হাসপাতালে "প্রেমরোগ বিভাগ" খোলার ব্যবস্থা করা হওক !
"Department of Love and Physical Affairs" - Dr. S & Dr. B (PhD from University of TMC, Kolkata (London))
পিরিতি কাঁঠালের - আঁঠা---এ আঁঠা লাগলে পরে ছাড়ে না (লোক গীতি) গোলমালে - গোলমালে পিরিতি করো না। ইত্যাদি ইত্যাদি।
😀😂😂😀😂😂😀😂😂😀😂😂😂
@@tapasghosh5089 😂😀😂😀😇😇🤣🤣🤣🤣🤣😇😇🤣🤣🤣
Boisakhi jhore sab talmatal
ধন্যবাদ, এই জন্যই অভিনেতা আর নেতারা ঘনিষ্ঠ ।
ম্যাম,
কিভাবে এতো সুন্দর ভাবে উপস্থাপনা করতে পারেন, বড় বিস্ময় লাগে। একটা শব্দ ও বাড়তি নয়, অথচ কমও নয়। আমরা অনেক কিছু দেখি, ভাবতে পারি না। এই জায়গায়, আপনাদের সাফল্য। কুর্নিশ জানাই।
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 Lovli
L6
অনেক ধন্যবাদ সত্যি তথ্য তুলে ধরার জন্য । বাংলার জনগণ এইচোরেদের চরম শাস্তি চায়।এরা বাংলার কলঙ্ক।
চিত্ত যেথায় লজ্জাহীন মন সেথায় ভাবনাহীন / আহারে বাংলা ভাগ্যে ছিল দেখব এমন দিন !
👌👌👌👌🤣🤣🤣
tar poreo erai ..vote jete....Amader e Lojja
@@sarkaralihaider3212 sabai k dhora hok. Eta dabi korte paren. Kintu era j oporadhi set aswikar korte parben na.
@@sarkaralihaider3212 NOTUN SARKAR ER UKIL GULO KE APNAR KACHE PATHATE HOBE ..KENO TOMRA PROMAN KORTE PARCHE NA?
VOTE jitechhe 👍
আপনার ব্যাখ্যা অতুলনীয় এবং excellent.
এই ডক্টর যারা ভুয়ো সার্টিফিকেট দেয়, তাদের শাস্তি হওয়া দরকার।
Auboshyoi
Ora certification na dile chakri thakbena.
*এখন যা চলছে*
"অন্যায় অবিচার," --আমার জীবনের ঘটনা,-- এক বন্ধুকে জিজ্ঞেস করি যে এখন কি সিনেমা চলছে (গ্রামের এলাকার)? সোজা উত্তর--"এখন যা চলছে।" অর্থাৎ অন্যায় অবিচার।
ভুয়ো সার্টিিকেটধারীর রাজ্যে সবই ভুয়ো😡
Public has selected madan mintra again knowing all these, so why not blame them first
Very nice discussion. Justified. No substitute.
আপনাদের চ্যানেল সবার কাছে পৌঁছে যাক, এটাই আমার কামনা।❤️❤️
. সপিটাল বেডের যখন সারা দেশ জুড়ে crisis সেখানে পিজির মতো হাসপাতালে এতগুলো বেড একসঙ্গে খালি পাওয়ার ব্যাপারটা কি খুব স্বাভাবিক? হাসপাতালে কি ভি আই পিরা (নতুন নাম হেভিওয়েট) কখন জেল থেকে বা অন্যকোন যায়গা থেকে আসবেন তার জন্য এই বেডের আকালে কতগুলো বেড রিজার্ভ করে রাখা যেতে পারে?
তথ্যনিষ্ঠ ও অকাট্য যুক্তি প্রমাণ দিয়ে বিষয়টি নির্ভীকতার সঙ্গে পরিবেশন করার জন্য আপনাকে জানাই হৃদয়ের গান স্যালুট ও অজস্র ধন্যবাদ।
আপনার বলিষ্ঠ উচ্চারণ ও শ্রুতিমধুর বাচনভঙ্গি আমাকে মুগ্ধ করেছে।
বাংলায় আপনার মতো সাংবাদিক আজকের দিনে খুব প্রয়োজন। আপনি দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলুন।আমরা আপনার সাথে আছি ম্যাডাম। ভালো থাকুন। সুস্থ থাকুন। শুভকামনা রইলো।
যে ডাক্তাররা ভুয়ো সাটিফিকেট দিচ্ছে তাদের শাস্তি হওয়া উচিত ।
ভুলে যাবেন না, এই ভুয়ো ডাক্তারদের সার্টিফিকেট মদনের মত মালগুলোই দিয়েছিল।
daktar ke feshano karor khomota nei, emonki toder bap Modi.
ডাক্তার ? আমি at the most এদের বলবো "extended compounders".
These doctors are adept in issuing false and fake certificates to those who will protect them if anything untoward happens.
Auboshyoi
Excellent reporting. This type of political leaders should be called as political postitute.
দারুন, আপনার ধারালো সত্যবাদী নারী কন্ঠের প্রতি আমার শুভেচ্ছা রইল
গর্বিত এমন সোনার বাংলা উপহার পাওয়ার জন্য।😌😌যেদিকে তাকেই সোনা আর সোনা😯😯
CBI বলছে- আমি হাত দিয়ে যা ছুই,তারাই অসুস্থ হয়ে যায়😆😆😆😆😆😆
দারুণ 👌
🤣🤣🤣🤣
লজিক কথা দাদা
Sotyi.adbhut.ghatona
গ্লাবস পরে হাত দিক। যাতে অসুস্থ না হয়।
দেখেশুনে মানুষ আস্তে আস্তে বিচারব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলছে ।
পাবলিকের অত কিছুর কি দরকার.....500/-,1000/- পেলেই হোলো....বাকি সব গা# মারা# 😡😡
লজ্জা কি ,কতপ্রকার-এসব নিয়ে একটা পর্ব হলে মন্দ হত না,দারুণ দিদি
এর পরেও যদি ওদেরকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমরা সবাই বুঝব আমাদের এই সব কোর্টের বিচারের কোনো মূল্য নেই।
মুকুল, শুভেন্দু অধিকারী আর বাকিদের কোন বিচারে ছাড়া আছে দেশে আইনের শাসন আছে ?
Thik bolechen. Kintu baking gulo ki rastai ghurbe
আপনি কি বুঝলেন তাতে আইনের কিছুই আসে যায় না, আপনার মত বড় আনাই আইন এ অজ্ঞ
এগুলো জনগণকে বোকা বানানো র লোক দেখানো বিচার হচ্ছে।কে কার বিচার করবে সবাই তো এক গোয়ালের গরু।
শোভনদা কি বৈশাখী বৌদির জন্য কোলকাতাতে একটা তাজ মহল কি বানাবে?
কেন❓দিদি তি লন্ডন বানাবে বলেছে।
😀😁😅😂🤣😜😝😛👏
বানাতে পারে।
kno jdi banay apni khushi hanen na? kolkatay aro ekta Victoria r mato darshoniyo place tairi hbe.
🌚
COVID e jara morche, tader har diye banano hok.
SSKM এর Super কে তো এইজন্য Show Cause করা উচিত Suppression of fact এর জন্য। সারাদিন অসুস্থতার কথা শোনালেন আর রাতে একদম fit !
মদনা মাস্ক খুলে চাদর দিয়ে ঢেকে নিজের মুখ লুকাচ্ছে মানে একদম কোন রিস্ক নিচ্ছে না
মাতাল
Lukiye abar aktu whiskey mere dichhe na to ? 😊
😀😂😂😂
রিস্কের কি আছে।ওনার জায়গায় থাকলে তো আমি openly ঘুরতাম। কারণ আমি যেখানে দেখতে পাচ্ছি যে সারা বছর মানুষের পাশে থেকেও কান্তি গাঙ্গুলির মত লোক হারতে আর মদ খেয়ে live এসে তামাশা করেও যদি public আমায় জেতাতে পারে, এমনকি এই pandemic এ এসে ভিড় করে আমার arrest এর প্রতিবাদ করার জন্য নিজেদের life risk এ ফেলে,, আমি তো আর ও cnfdntly ঘুরতাম।আর এসব করে কি হবে, ২ বছর পর পঞ্চায়েত হোক বা আবার পরের ভোট , জিতবে তো এরাই কারণ বাঙালির কাছে নিজেদের শুদ্ধ বাঙালি আর ধর্মনিরপেক্ষ proof করার যে passion আছে তা only এদের আবার জিতিয়েই পুরো হবে। তাই যা খুশি কর, বাংলা সব জেনেই এদের এনেছে, আবার আনবে।অন্য party আসলে এই হয়ে যাবে ঐ হয়ে যাবে ভয় দেখানোর জন্য কিছু বুদ্ধিজীবী কে market এ ছেড়ে দেওয়া হবে যারা ঘুরপথে ( no vote to this party or this party) বলে প্রচার করবে ব্যস, আর কি চাই। জয় বাংলা। চালিয়ে যাও মদন দা। বাংলা deserves you. And people like you.
@@pallabdas5537 amar moner kawtha bole dilen apni.....
আমরা নিজেদের চরিত্র বিসর্জন দিয়েছি। না হলে এই জন্তু জানোয়ার গুলো কে ভোটে জেতাই।
Eakdom Right but amra eai to vote dilam
চোরের দের জন্য 5সটার ব্যাবস্থা আর সাধারণ মানুষ জন্য বিনা চিকিৎসায় মরছে ধিক্কার জানাই
ধিক্কার জানান, জানতে থাকুন,আমার বয়েই গেল।
পরিচ্ছন্ন মূল্যায়ন। ধন্যবাদ।
ডাক্তার তো চাকর হয়ে গেছে !! এই যদি শুরু হয়, শেষ কেমন হবে !!??
আমাদের সব মূল্যবোধ হারিয়ে গেছে
।বিনা পয়সায় চল ডাল পেয়ে আমাদের আর প্রতিবাদ করার সাহস নেই
আমাদের পাশে আছে বুদ্ধিজীবী
আমরা সবাই ক্রিত দাস
দেখবেন কিছু হবে না
বেহায়া র নেই লাজ নেই অপমান . সুজনের এক কথা মরণ সমান.এগিয়ে বাংলা
চিরদিনই.... শোভন যে বৈশাখীর❤️❤️❤️❤️
সবার লজ্জা থাকে না।
ম্যাডাম এত সুন্দর আপনার এপিসোড গুলো ۔۔ আমি না দেখে থাকতে পারি না ۔۔ খুব সুন্দর বলেছেন আপনি সব কটা এপিসোডে ۔۔
SSKM- র ডাক্তার যারা ওদের অসুস্থ জানিয়েছেন, তাদের এই মামলায় যুক্ত করে গ্রেফতার করা হোক।
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
আর চুপ করে থাকা নয়। systemর সংশোধন এখান থেকেই শুরু হোক।
আপাত দৃষ্টিতে ডাক্তার বা ভারপ্রাপ্ত আধিকারিকদের দোষি মনে হওয়ারই কথা । কিন্তু ওরাও চাপের ওপর থাকে। ওদেরও সংসার চালাতে হয়।
শোভন , না bjp তে না TMC তে। না কোনো সরকারী পদাধিকারী। তবে সে কেন এমন royal treatment পাবে? কেন সরকারি পরিসেবার অপব্যবহার করবে? কী করেই বা ওই মহিলা হাসপাতালকে holiday home বানাল? এইসব মূল্য তো TMC কেই মিটাতে হবে। but why? very unfortunate.
My request to all channels and TMC leaders, please boycott the couple.
দলের কথা ভেবে, সমাজের কথা ভেবে।
পদ্মপাল কেও Arrest করা হোক মুকুল আর শুভেন্দু মত চোরদের বাঁচানোর জন্য ।।
Data padma pal nia kichu balun
@@supriyopal2613 বার বার শুধু মুকুল আর শুভেন্দু এদের নাম বলছেন কেনো? মোট তো 12 জন। তাদের নাম ও বলুন? বাকিরাই বা বাদ যাবে কেনো?
খুব যূক্তিপূর্ণ মুল্যবান আলোচনা। ভাল লাগল
Khub Sundar Upasthapana. Thank You My Dear Didibhai
অনেক অনেক ভালো লাগছে ।পুরো ভিডিওর সব কথায় গুরত্ব আছে ।আমার কাছে। মিষ্টিভাষী দিদিভাই ।ভালোথাকবেন ।
আমি উপন্যাস লিখব....উপন্যাসের নায়ক নায়িকা শোভন-বৈশাখী😆😆😆😆😆
😀😀
Darun.
বরং এটা লিখলে কেমন হয় - স্বামী কেন আসামি।
Villain Ratna
😂😂😂
একদম ঠিক প্রশ্ন.
এক কথায়... দারুন
আগের ডাক্তারদের অ্যারেস্ট করা উচিত কারণ ওরা সবাই সুস্থ ।
আমি বলি কি, ওদের ছেড়ে দিন। ওরা ঘরে গিয়ে যা খুশী করুক। নিদেনপক্ষে, তিনটে বেড তো খালি হবে, তিনটে মানুষের তো চিকিৎসা হবে, ডাক্তাররাও নিজেদের কাজে ঠিকঠাক মনোনিবেশ করতে পারবেন।
চারটে হয়তো.... ওইদিন বৈশাখী pouchalo ki করে সেটাই তো সবাই জানতে চাইছে
Boss, ei ward tomar amar moto lokeder jonnyo kokhonoi noy, eta suorer bacchader ward
Thank you for your bold and valuable speech.
ওহ্ ! লাভলি! ( আপনার বিশ্লেষণ)👍
আমি তো আগেই বলেছি আইন সবার জন্য সমান নয় । এও বলেছি এটা নাটকের ২ পার্ট । এখন আমার কথা মিলে গেলো । তবে এও বলছি এদের কনদিন সাজা হবেনা ।
You are absolutely to the point. Khub Bhalo analysis korechhen.
দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনার প্রাঞ্জল বক্তব্য ভালো লাগে। অনেক বিষয় জানতে পারি। PLEASE CARRY ON.
অসাধারন উপস্থাপন। অতুলনীয় ভাষাভঙ্গি।
আপনি সত্যিই খুব সাহসী, অনেক ধন্যবাদ আপনাকে💛💛💛
এই সরকারের লজ্জাবোধ কোনদিনই বা ছিল !
আপনার কথাগুলো যতই শুনি আপনার প্রতি মুগ্ধতা ততই বাড়তে থাকে !
কালিদাস বেঁচে থাকলে হয়তো আর একটা কাব্য আমরা পেতাম।নাম হতো - ' বৈশাখীর শোভন'
এবারের শিবরাত্রি তে একটাই মানত- প্রভু বৈশাখীর মতো যেন প্রেমিকা পাই, সব পরিস্তিতেই যেন পাশে থাকে
👍😀
Amaro aki echa
Ki dilen!
পকেটে প্রচুর রেস্ত থাকা চাই - mind it.
Ata bhalobasha na, boisakhi asola sovon at Tamar gandha payacha
খুব সুন্দর সহজ সরল ভাবে উপস্থাপন করেছেন দিদি। খুবই ভালো লাগলো।
এবার কোর্টের উপর থেকে মানুষের ভরসা উঠে যাবে
ভরসা কথাটা ডিক্সেনারি থেকে উঠিয়ে দিন না?
আপনি আইন এ একদম অজ্ঞ
দিদি ধন্যবাদ জানাই ।এইসব নেতা মনতী
এদের চারজনের বিচার ওন্য রাজ্যে পাঠানো হোক এটা ঘরে বসে বিচার হবেনা
খুব সুন্দর বিশ্লেষন আপনার।পরিবেশনাও খুবই সুন্দর।এই আমলে অনেক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি অতীতে যেগুলো দেখার দুর্ভাগ্য বা সৌভাগ্য কোনোটাই হয় নি।
লাইভ সিনেমা দেখছি, যেখানে 5% দেখা যাচ্ছে 95% দেখতে পাওয়া যাবেনা, কারণ সেন্সর বোর্ড 2 জনের ঘরে ঢোকার পরের দৃশ্য গুলির অনুমোদন দেবেনা।
😀😃😄😁😆😅😂🤣☺
😁😁😁😁😁
🤣🤣
😁😁😁
Sskm এর উডবার্ন ওয়ার্ড টির নাম বদলে মদন মিত্রের নামে রাখার জোরালো দাবি জানাই✊✊✊
Apni sob topic khub sohoj vabe describe koren.... thanks 👍👍
দারুন ভাবে বিশ্লেষন করেছেন।
হ্যাট্ স অফ্।
Thnk.you.madam....
মা মাটি মানুষের সরকারের অক্সিজেনের মান সারা বিশ্বে সর্বোত্তম। দুপুরের ন্যাতানো রুগী অক্সিজেন নিয়ে রাতে অভিসারে যায়।
দারুন দারুন । দারুন দিয়েছেন দাদা ।
👍👍👍👍👍😂😂😂😀😀😂😂😂😀
😜😜😜
Ha..ha..ha😁😁
Female party kokhono allow hoto na. Ek somoy a? I woodburn ward er in charge chhilam.
দারুন বলেছেন। এর জন্য বৈশাখী বন্দাপাধ্যকে জেলে দেওয়া উচিৎ। কি গভীর প্রেম আগে দেখিনি।
Beautiful description.We Hope court will take action .
অসাধারণ আপনার উপস্থাপনা। Hat's off👍👍👍👍🙏🙏🙏🙏
করনার ভয়াবহ তার ভীতি, স্বজন হারানোর বেদনা তার উপর এই সব দেখেশুনে নিজেদের সুস্থ রাখা খুবই কঠিন মনে হচ্ছে।
Shameless .
অসাধারণ উপস্থাপনা। আপনাকে অনেক ধন্যবাদ।
প্রেম করলে বৈশাখী শোভন এর মতো করো।
👌👌🤣
Ba ki preet
😀😂
😂😂😂😂😘
Prem bolben na...bolun nongrami / porokiya korle oder moto korun...
খুব জোড়ালো প্রতিবেদন 👍মদন, শোভন সব সময়ই আমাদের লজ্জ্বায় ফেলেছে। তবে বৈশাখীকে মাথায় তুলেছে প্রেস। খারাপ লাগছে রত্না চট্টোপাধ্যায়ের জন্যে।
আইন সবার জন্য সমান নয় ।
এসব দেখে সাধারণ মানুষ ভেঙে পরে। তারাই ভুক্তভোগী। এছাড়াও রাজ্যের ভাবমূর্তি দেশের কাছে নষ্ট হয়।
Ta to amra jani ai janai Suvendu Adhikari Sankudev panda Mulkul Roy avijuktha hai o criminal nai Rajpal r sathey khurey baran.
শুধু শুধু ডাক্তারদের দোষ দিচ্ছেন
আরে যার বা যাদের নির্দেশে ডাক্তাররা এরকম করতে বাধ্য হয় সেই তাকে বা তাদেরকে আগে রোগমুক্ত করতে হবে।
Excellent analysis and summation
সিনেমাকেও হার মানাবে এই সমস্ত বুড়ো পলিটিশিয়ান এর কাজকারবার। 100 বার ছিঃ বললেও কম বলা হবে।
দিদি সত্যি কথা বলার জন্য ধন্যবাদ
Thank you madam.......
আপনার সংবাদ বিশ্লেষণ খুব ভালো
এর সাথে নিশাচর প্রানীদের একসাথে মিলিত হবার ভিডিওটা যুক্ত করে দিলে ভালো হতো।
*টিভি ৯ বাংলাকে স্যালুট জানাই*
This not a justice,we can say jatra pala in p.G Hospital.Three hero and one heroin in this jatra. Thanks TV 9 .
Really????!!
Do they seem heroes and heroine ?????
What a sarcastic humour!!!!😁😁😁😂
Wahhhhhhh
Darun lageche Ajker uposthapona bisoy
দিদি আপনি একের পর এক যা দিয়ে যান, এরপর আমাদের আর কিছু বলার থাকে না।
দারুণ লাগলো ।
সত্যিই নির্লজ্জতার সীমা রেখা বলে আর কিছু রইলো না ।
তবে আরও একটা ব্যাপার PG HOSPITAL এর Dr. দের ও বোধহয়
Patient অসুস্থ আছেন , এই prescription এর জবাব দিহি দিতে হবে ।
আচ্ছা মদন দা যে এত অক্সিজেন ব্যবহার করল , সেই সিলিন্ডার কি ফাঁকা ছিল না ভর্তি।
Thank you for explain your screat right news.Good morning.
Bengal deserve this type of politicians.
VMany thanks nice discussion. The Dr. Should be punished for the samel.
এস এস কে ম এর ডাক্তার দের জেরা করে সঠিক তথ্য বের করার ব্যবস্থা করা হোক. এই ডাক্তার দের মানুষ ভীষণ সম্মান করেন. এই মুহূর্তে এদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা না করলে বাকি সমাজের একটা বড়ো অংশের কাছে খারাপ বার্তা যাবে. আর কোর্ট কে মিথ্যে কথা বলার জন্য এই নেতাগুলোর জামিন অযোগ্য ধারা যোগ কড়া উচিত.
Ductor r neta der lump sum jori mana , r dristanto mulok punishment howa uchit , bt ta hobe na ,
সঠিক কথা।খুব ভালো লাগলো।
কোন একটা টিভি চ্যানেলের হেড লাইন দেখেছিলাম দুই দিন আগে " শোভনের পাশে একটা বেড চাই " ( বৈশাখী ) । সেই বেড উপহার দেওয়া হয়েছে নাকি ?
Tahazzat bhai aapnar boyesh khub kom ! kissu bojhen na !
অসাধারণ, দারুণ এনজয় করলাম !
ঠিকই বলেছেন এই সরকারের লজ্জাবোধ অত্যন্ত কম
Take care,
Thanks a lot for true journalism.
তবুও এই সরকার চাই। আমরা এখনও জেগে ঘুমোচ্ছি।
Same..same......for Bengal.
বাস্তব সত্য কথা আপনি বলেছেন
খুব সুন্দর বিশ্লেষণ।
সত্যি!আমরা এক লজ্জাবোধের মধ্য দিয়ে যাচ্ছি।।।
সত্যি কি বিচিত্র এ দেশ, দেশের সব রাজনীতিবিদরা কত নাটক করতে পারে।
Thanks you didi video ta bananor jonno
খুব সুন্দর বিশ্লেষণ দিদি।
Correct.
Khub bhalo laglo discussion ta
The caricature of law.
"Bhari gombhir somosya.. " The solid ground of health issues for escaping the rigours of law being shamelessly adopted by the corruption accused-cum-public representatives. The hospital concerned has become safe haven for the accused. You are hard-hitting n objective. Loved the language n the style of narration. Good job👌👍
Truly a classic, logical, realistic and attractive presentation. Lots of thanks.
শামসুর রহমানের একটি লাইন মনে পড়ছে... "এই উল্টো রথ দেখে
শপথ তোমার প্রেমের
আজকে আমার বড়ো বেশি
দেশদ্রোহী হতে ইচ্ছে করে "
অসাধারণ কথামালা ।