ম্যাডাম অভিমানি হবেন না, কারণ আপনারা হলেন নারী জাতি, আপনারা হলেন জীবন, প্রান,আপনারা হলেন *মা*য়ের জাত এই *মা* হবার ক্ষমতা একমাত্র নারীদের আছে।এইজন্য এখনো সবসময়ই একটা কথা শোনা যায় *মা*এর এবং সন্তানের মধ্যে নারীর টান থাকে।সুতরাং আপনাদের *মা*গী বল্লেই কিছু যায় আসেনা।আসলে মাগীর আদ্যক্ষর সেই *মা* *মা* আর *মা*।
Sohomot . Kintu jar ba jader comment r screen shot dekhano holo tader ai article ta overhead jabe 😂 because sudhu shikhagoto dik dia na , manosik bhabe o "Oshikkhito" tara.
তুমি আমার কন্যাসম ,কিন্তু তোমাকে আমার মা বলে সম্বোধন করে আমার অন্তরের শ্রদ্ধা জানালাম । কিছু করার নেই মাগো আমরা যে এখন বাঙালি থেকে বাঙ্গালী হতে চাইছি, তাই যত দিন যাবে এই সব অশ্লীল কথা গুলো আমাদের মাতৃভাষা ভাষা হিসেবে স্বীকৃতি পাবে। যারা এই ধরণের কুট উক্তি করেছেন ঈশ্বর যেন তাদের ক্ষমা করেন!
@@saikatchakraborty5719 আমাদের সমাজে যারা নোংরা মানসিকতা নিয়ে আছে তারাএই কথটিকে অশালীন করেছে। রবীন্দ্রনাথ বঙ্কিম চন্দ্র " অশালীন" কথা ব্যবহার করেন নি। ইউ টিউবে কিছু মানুষ আছে তাদের পার্টি বিরুদ্ধ কথা বললে আমাদের মনের সুখে slang বলে তার সাথে মাগীও জুড়ে দেয়। স্ত্রীলোক বলতে মাগী বোঝায় এই নোংরা লোক গুলো " স্ত্রী" লোকদের দেহপশারানীর মধ্যে ফেলে দেয়।
আমার নাম জয়ন্ত নন্দী,আমার বয়স ৬৫ তোমার কথা শুনতে খুব ভাল লাগে,তোমার কাজ,পরিশ্রম,ও প্রত্যেক বিষয় কে যে রূপে পরিবেশন কর,আমি ভালবাসি ও শ্রদ্ধা করি,তবে তোমার চেয়েও বেশি ভাল লাগে ঈশ্বরের কথা শুনতে।হ্যাঁ, যিনি সর্ব্ব শক্তিমান ঈশ্বর, সেই ঈশ্বরের সহিত পরিচিত হইলে অবশ্যই এক মহা শান্তি পাবে; এবং মঙ্গল তোমার কাছে আসবে, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি, যেন তুমি সেই শান্তি ও মঙ্গল দেখতে পাও, আমি তোমাকে আশীর্বাদ করি যেন ঈশ্বর ও তোমাকে আশীর্বাদ করেন।কারন আমি বিশ্বাস করি সর্ব্বশক্তিমান ঈশ্বর আমার সহবর্ত্তী । কল্যাণী নদিয়া ।।
দিদি তোমার মতো এত সচেতন ও মার্জিত যদি আমরা সবাই হতাম তাইলে সমাজ ও রাষ্ট্র অনেক সুন্দর হতো,,,,, আমি তোমাকে শ্রদ্ধা ও সম্মান জানাই এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ শুভেচ্ছা ।
বিষয়টি সত্যি অভিনব ও প্রাসঙ্গিক তো বটেই। এই শব্দগুলি নিয়ে আলোচনা করতে আমরা লজ্জা পাই অথচ ক্রোধ ব্যক্ত করতে চাইলে লজ্জা ভুলে অনায়াসে নারীকে ভাসাই যতটা ভাসানো যায় ততটা বা আরও যদি বেশি কিছু বলা বা করা যায় ততদূরই। কিন্তু কী বলছি কি করছি কাকে করছি এসব কি আর ভেবে দেখি? দেখবো কিকরে রাজনীতির ঠুলি পড়ানো আছে না? ভ্রস্ট রাজনীতির বর্জ এগুলি। অসামান্য উপস্থাপনা দিদি।।
ঠিক বলেছেন দাদা,,, রংপুর থেকে বলছি, শারদীয় দুর্গা পুজোর শুভেচ্ছা ও ভালবাসা রইলো। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে ঃ- ধর্ম যার যার উৎসব সবার।দুর্গাপুজা এলে আমারও মুসলিম যুবকরা হিন্দু বন্ধুদের সাথে আনন্দে মাতোয়ারা হয়ে পরি। কিন্তু এবার দাদা মনটা ভিশন খারাপ, মন্দিরে মন্দিরে ঢাকের বাজনা একেবারেই কম। করোনায় আনন্দ গ্রাস করে ফেলেছে।
আমার বর্তমান বয়স 65+ কিন্ত, আমারও এতদিন এই শব্দের ব্যাপারে কোনো অভিজ্ঞতা ছিল না, তবে বোলতে শুনেছি । আজ এই শব্দের ব্যখা শুনে খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ সহ আশীর্বাদ রইল দিভাই।
দিভাই তোমায় arokum করে করা বলে দিদি...তুমি এত সুন্দর কথা বলো আমার খুব ভালো লাগে❤️ রাজনীতি যতটুকু বুঝেছি তোমার থেকেই❤️❤️❤️❤️❤️অনেক ভালোবাসা তোমায় ।আমরা তোমার পাশে আছি❤️❤️❤️❤️
যাদের বাবা তার মাকে, এই ভাষায় শুনতে শুনতে অভ্যস্ত ।তারাই নারী কে এই ভাষায় সম্মান দেয় ।দু এক জনই সমাজের ব্যাধি ।সমস্ত সমাজ কিন্তু খারাপ নয় ।এদের ভুল একদিন এরা ঠিক বুঝতে পারবে ।😎
Respect, woman. You never fail to amaze us! I actually feel bad for the people who use sexual slurs to demean you. Because when you get back at them, you hurt them at their most vulnerable part, their intellect (or their lack of it). The fact that women can come up with such awesome interpretations of slurs also goes on to show how they are getting more empowered. Best of luck!
দিদি নমস্কার। আমি বাংলাদেশ থেকে দেখেছি🇧🇩🇧🇩। বরাবরের মত এবারও আমার হিন্দু বন্ধুর কাছ থেকে দাওয়াত পেয়েছি... যাবো। আপনি ও সুন্দর ভাবে পূজা শেষ করুন সেই দোয়া করি।
দয়া করে কিছু মনে করবেন না , তবে দাওয়াতের চেয়ে নিমন্ত্রণ বা আমন্ত্রণ শব্দটি মনে হয় বেশি সুন্দর। যদিও এটা আমার ব্যক্তিগত মতামত। নইলে দাওয়াত খুব একটা খারাপ নয়। তবে ভাষার দূষণ মণে হয় মাঝে মাঝে। যেহেতু এটা উর্দু বা আরবি শব্দ তাই। যদিও অনেক বিদেশি শব্দ বাংলায় মিশে সেটা এক হয়ে গেছে। তবে "আমার মনের কথা" না বলে "আমার দিলের কথা" বললে যেমন শোনায়, ঠিক এই কারনে বললাম।
ধন্যবাদ । সুন্দরতম সামাজিক প্রতিবেদন। যারা মা-দিয়ে শুরু এই শব্দটি খারাপ অর্থে প্রয়োগ করতে চায় তাদের গালে থাপ্পর। প্রতিবেদন শেষে আপ্লুত ষাটোর্ধ আমি একা ঘরে হাত তালি দিলাম। আবারও ধন্যবাদ।
অসাধারণ ।ভাষাতত্ত্বের মূল জিনিসটাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যে কাজ করলেন তার জন্য ধন্যবাদ। ভিতরে একটা দুঃখ হয়তো কাজ করছিল কিন্তু প্রেজেন্টেশনে সেই দুঃখটার সামান্য একটু ছোঁয়া ছাড়া আর কিছু দেখলাম না। ভালো লাগলো এবং অনেকগুলো জিনিস অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ।
O samajikotar khub sundor protisodh newa holo sech Katha guli, khub sundar. Kintu onar bekhar sange je uddeso niye je bidrup monovab niye tikhno folar moto ese biddho kore , sei kotha ar eye Katha ak na ,akta e akta dabol ee. Kub bhalo legeche.
সেই class XI এ পড়বার সময় English এ একটি prose ছিল, infact বইয়ের 1st লেখা, O Henry এর The Gift of the Magi ; আমরা Magi শব্দটির উচ্চারণ ভেবে শঙ্কাবশত Sir কে prose টির নাম উচ্চারণ করে বলতে দ্বিধাগ্রস্ত ছিলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঐখানে ঐ শব্দটির সঠিক উচ্চারণটি জানা গিয়েছিল। আমি তো এমনটাও ভেবেছিলাম যে এহেন সাধারণ ব্যবহার লুপ্ত গ্রাম্য শব্দটি যেটা অধুনা শহুরে চৌহদ্দিতে এসে slang এ রূপান্তরিত হয়েছে, সেটা American, O Henry সাহেব জানলেন কিভাবে! This is on a lighter note. 😀
Dekhechen "raincoat" movie ti!! ( directed by one of our greatest filmmaker Rituparno Ghosh) ei movie ti O Henry er " the gift of the Magi" er opor based chilo!! Aishwarya Rai, Ajay Devgan ei movie te lead actors chilen!!
খুব সুন্দর 💛 দিদি ভাই 🙏 ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি আপনাকে অনেক অনেক আশির্বাদ করুন এই রকম করে আমাদের আরো যাতে সচেতন ও সুশৃঙ্খল করে তুলতে পারেন। ঠাকুর আপনার মঙ্গল করুন। শুভ বিজয়া 🙏
একদম ঠিক করা। এটা আমারও প্রশ্ন রবীন্দ্রনাথের গান বা কবিতা বললে বা গাইলেই রবীন্দ্রনাথ কে জানা যায়না, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বা তাঁর বিশ্বমানবতা বোধ এ বিষয়ে অনেকেই অবগত নয় একথা একদম সত্যি।
Secular, nationalism& Liberal - এই প্রসঙ্গ 3টি তোলার জন্য ধন্যবাদ। আর, "মাগী" শব্দটিকে deconstruct করে সাধারণ এর কাছে পৌঁছে দেওয়ার জন্য আর একটু বেশি ধন্যবাদ। বিঃ দ্রঃ - এমন শিক্ষিত চ্যানেল খুব একটা চোখে পড়ে না। এগিয়ে যাও তোমারা।
সমাজে শিক্ষার মান কোমে গেলে, আর দম্ভো, অহংকার এবং অসভ্যতার মান বেড়ে গেলে, হীনমনতায় জর্জরিত কিছু মানুষ এরকম অনেক কথাই বলে| তাতে তোমার শক্তি আরও বাড়বে বৈ কমবে না | Ignore, forget & delete :)
সমাজে যবে থেকে আমরা ছোটদের বাবা মা বাদে অন্য বড়দের শাসন করা থেকে বিরত করেছি , যবে থেকে প্রকৃত শিক্ষকের হাত হতে বেত কাড়া হয়েছে , যবে থেকে আপন সুখের লালসায় পরিবার গুলো ভেঙে টুকরো টুকরো হয়েছে ও সর্বোপরি যবে থেকে মানুষ স্বার্থ ত্যাগ , আত্মবলিদান ও অসহিষ্ণু হয়েছে , তবে থেকেই এ সমাজের পতন শুরু ।
লালন ফকিরের গানে এই শব্দ টা আমি পাই , এবং আমার ঠাকুমা দিদিমা দের মুখে এই শব্দ ভালোবেসে ডাকতে শুনেছি , আমাদের বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আরো চর্চা ও গবেষণা করা প্রয়োজন ।
অসাধারণ দিদি..... আমি আপনার কণ্ঠের ভীষণ প্রেমে পড়ে গেছি... বিশ্বাস করুন আপনার ঠোঁট নড়ানো টা ভালো করে দেখলেই শব্দ ছাড়াও বোঝা যাই কি বলছেন.. খুব ভালো লাগে.. খুব সাবলীল.. সহজ সরল... ভালো থাকবেন দিদি....
আপু আপনার কথা গুলো খুবই পরিপাটি ও সাজানো গোছানো। তাই আপনাকে ভালো লাগে।শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আপনার স্বাগতম জানাচ্ছি। কখনো বাংলাদেশ আসার নিমন্ত্রণ রইল। এনামুল হক ঢাকা, বাংলাদেশ
Osadharon .. Osadharon Ami 1st time ai chanel er video dekhlam .. atai 1st video amr kache .. Oshadharon .. Oshadharon 🙏👍👍👍👍 Amon video aro asha korbo ❤️❤️🙏👍👍
দিদি, গুটিকয়েক কুরুচিপূর্ণ-আশ্লীল মনোভাপন্ন মানুষের কটুক্তির কাছে কোন ভাবেই হেরে যাওয়া চলবে না। আপনার সংগ্রামের পথ একেবারে সঠিক। আমাদের দোয়া ও আশির্বাদ সর্বদা থাকছে আপনার সাথে।
Madam, আপনার নাম আমি জানি না, কিন্তু You Tubeএ আপনাকে দেখলেই আপনার কথা শোনবার প্রবল ইচ্ছা রাখি। কারণ আপনার কথা এত পরিষ্কার ও মণমুগ্ধকর যে আমি অবাক হয়ে আপনার কথা শুনি, সে যাই বলেন না কেন। আপনি অসাধারণ বক্তা। আপনি ব্রততি বন্দ্যোপাধ্যায়, উর্মিমালা বসু, ছন্দা সেন, ছায়া দেবী প্রমুখ স্পষ্ট উচ্চারণ ও নিদারুন সুন্দর কথা বলার মহিলাদের মধ্যে একজন। আপনাকে প্রনাম জানাই। আপনি অনন্যা!!
Ahhh! another nice content. Prothomoto Shubho Mohasoshthi puro group ke, Mohasoshthi bollam karon German time onusare ekhono Soptomi hoyni. Jai hok, ekta kotha hotath mone pore gelo, ar hotath kotha mathay elei tomar kotha mone pore! WW II er somay ba tar thik age maney 1937-1945 porjonto Nazi Germany Jew der Juden (uchharon ta Yuden) ba Zhid bole gal dito. Yuden kothata onekta Hindu der Kafer bolar moto (ref: Mrityorma Amritam by Narayan Sanyal). Otocho ei Jew rai bohubar khanti arjoder mukhe jhama ghoshe diyechhe. Ekta quotation ekhane dilam: "This is one of the wisest and most moving commentaries on War and its impacts on human being that I have ever read". Bolechhilen Franklin Rossevelt er stri Eleanor Rossevelt. Jar somporke bola se holo 14 bochhorer ekti Jew meye, nam Anne Frank. Bostuto eta tar sei bikhyato diary somporke montobyo!
আপনাকে ধন্যবাদ, অনেক অজানা তথ্য সম্পর্কে আপনি আমাদের অবগত করেন, সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে আপনি যে নিরলস ভাবে আপনার এই কথাগুলো আমাদের কাছে তুলে ধরেন তার জন্য আমরা খুব খুশি, আপনার প্রতি আমাদের শুভ কামনা রইলো, ভালো থাকবেন, শুভ শারদীয়ার শুভেচ্ছা জানবেন,
বাংলা ভাষায় লেখা বিবিধ স্ল্যাং ডিকশনারি
আড্ডার অভিধান - কুমারেশ ঘোষ
স্ল্যাংগুয়েজ - সন্দীপ দত্ত
বাংলা অকথ্যভাষা ও শব্দকোষ - সত্ৰাজিৎ গোস্বামী
বাংলা অশিষ্ট শব্দের অভিধান - মানসকুমার রায়চৌধুরী
বাংলার স্ল্যাং - সমীক্ষা ও অভিধান - অভ্র বসু
বাংলা স্ল্যাং - সমুচয় ঠিকুজিকুষ্ঠি - অজিত রায়
অভিধান অদ্ভুত - বিপ্লব গুপ্ত
বিচ্ছিরি শব্দের অভিধান - নন্দলাল ভট্টাচার্য
গালি অভিধান - আব্দুল মান্নান স্বপন
- হুজুক টিম
Didi we are always with you.
অসাধারন দিদি
ম্যাডাম অভিমানি হবেন না, কারণ আপনারা হলেন নারী জাতি, আপনারা হলেন জীবন, প্রান,আপনারা হলেন *মা*য়ের জাত এই *মা* হবার ক্ষমতা একমাত্র নারীদের আছে।এইজন্য এখনো সবসময়ই একটা কথা শোনা যায় *মা*এর এবং সন্তানের মধ্যে নারীর টান থাকে।সুতরাং আপনাদের *মা*গী বল্লেই কিছু যায় আসেনা।আসলে মাগীর আদ্যক্ষর সেই *মা* *মা* আর *মা*।
Thanks to you bon...💓💓💓
Osadharon
একটা অদৃশ্য ও শক্তিশালী চড় পড়লো সেই সকল মানুষের গালে যারা এই শব্দটা খারাপ অর্থে ব্যবহার করেন কাউকে অসম্মান বা ছোট করতে।
সম্পূর্ণ সহমত পোষণ করি আপনার সঙ্গে ।
Sohomot . Kintu jar ba jader comment r screen shot dekhano holo tader ai article ta overhead jabe 😂 because sudhu shikhagoto dik dia na , manosik bhabe o "Oshikkhito" tara.
আবার যেন ফিরে গেলাম ভাষা তত্ত্ব ক্লাসে। খুব ভালো লাগলো। আপনার এই কাজের দ্বারা জন চেতনা গড়ে উঠুক।
তুমি আমার কন্যাসম ,কিন্তু তোমাকে আমার মা বলে সম্বোধন করে আমার অন্তরের শ্রদ্ধা জানালাম । কিছু করার নেই মাগো আমরা যে এখন বাঙালি থেকে বাঙ্গালী হতে চাইছি, তাই যত দিন যাবে এই সব অশ্লীল কথা গুলো আমাদের মাতৃভাষা ভাষা হিসেবে স্বীকৃতি পাবে। যারা এই ধরণের কুট উক্তি করেছেন ঈশ্বর যেন তাদের ক্ষমা করেন!
ক্ষমা নয় আমাদের ই এই সব লোক দের শাস্তি দিতে হবে ।
কটুক্তি কোথায় মাগি যে সু উক্তি সেটাই তো প্রমাণ করা হলো....
না আমরা বাঙ্গাল
বাংলাদেশ থেকে বলছি।
বিনম্র শ্রদ্ধা দিদি আপনাকে।
@@saikatchakraborty5719
আমাদের সমাজে যারা নোংরা মানসিকতা নিয়ে আছে তারাএই কথটিকে অশালীন করেছে। রবীন্দ্রনাথ বঙ্কিম চন্দ্র " অশালীন" কথা ব্যবহার করেন নি। ইউ টিউবে কিছু মানুষ আছে তাদের পার্টি বিরুদ্ধ কথা বললে আমাদের মনের সুখে slang বলে তার সাথে মাগীও জুড়ে দেয়। স্ত্রীলোক বলতে মাগী বোঝায় এই নোংরা লোক গুলো " স্ত্রী" লোকদের দেহপশারানীর মধ্যে ফেলে দেয়।
অপূর্ব ও অসাধারণ সুন্দর প্রতিবেদন ! আমি এতো ভালো বিশ্লেষণ এর আগে শুনেছি বলে মনে পড়ে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে !!
নারীদের জন্য যেমন ভালোবাসা টা খুব প্রয়োজন তেমনি ভালোভাষা টাও প্রয়োজন ❤
শুভ কামনা রইল দিদি
বাংলাদেশ থেকে❤❤
আমার নাম জয়ন্ত নন্দী,আমার বয়স ৬৫ তোমার কথা শুনতে খুব ভাল লাগে,তোমার কাজ,পরিশ্রম,ও প্রত্যেক বিষয় কে যে রূপে পরিবেশন কর,আমি ভালবাসি ও শ্রদ্ধা করি,তবে তোমার চেয়েও বেশি ভাল লাগে ঈশ্বরের কথা শুনতে।হ্যাঁ, যিনি সর্ব্ব শক্তিমান ঈশ্বর, সেই ঈশ্বরের সহিত পরিচিত হইলে অবশ্যই এক মহা শান্তি পাবে; এবং মঙ্গল তোমার কাছে আসবে, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি, যেন তুমি সেই শান্তি ও মঙ্গল দেখতে পাও, আমি তোমাকে আশীর্বাদ করি যেন ঈশ্বর ও তোমাকে আশীর্বাদ করেন।কারন আমি বিশ্বাস করি সর্ব্বশক্তিমান ঈশ্বর আমার সহবর্ত্তী । কল্যাণী নদিয়া ।।
দিদি তোমার মতো এত সচেতন ও মার্জিত যদি আমরা সবাই হতাম তাইলে সমাজ ও রাষ্ট্র অনেক সুন্দর হতো,,,,, আমি তোমাকে শ্রদ্ধা ও সম্মান জানাই এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ শুভেচ্ছা ।
Hmm akdom
ভারী সুন্দর বলেছেন। খুব বুদ্ধিমত্তার সহিত ইঙ্গিতপূর্ণ ।
আমি বাংলাদেশ থেকে তোমায় আশীর্বাদ জানাই। তুমি আমার মেয়ের সমতুল্য।তোমার সবগুলো ভিডিও আমি দেখার চেষ্টা করি। তুমি তোমার অভিযাত্রা অব্যাহত রেখো।
মাগি
@@armanali4777 bt he is not!
বিষয়টি সত্যি অভিনব ও প্রাসঙ্গিক তো বটেই। এই শব্দগুলি নিয়ে আলোচনা করতে আমরা লজ্জা পাই অথচ ক্রোধ ব্যক্ত করতে চাইলে লজ্জা ভুলে অনায়াসে নারীকে ভাসাই যতটা ভাসানো যায় ততটা বা আরও যদি বেশি কিছু বলা বা করা যায় ততদূরই। কিন্তু কী বলছি কি করছি কাকে করছি এসব কি আর ভেবে দেখি? দেখবো কিকরে রাজনীতির ঠুলি পড়ানো আছে না? ভ্রস্ট রাজনীতির বর্জ এগুলি।
অসামান্য উপস্থাপনা দিদি।।
তোমাকে যারা এই ভাষা বলে তারা এতো নিকৃষ্ট তা মাপা যাবে না ।তোমার এতো সুন্দর উপস্থাপনা যা অকাট্য সত্য ।তোমাকে আমি বোন বলে সম্বোধন করছি ।
রাজনীতির বাহিরে বাংলা ভাষার উপর আলোচনা মন ছুয়ে গেল।
দারুণ উপস্থাপনা।
খুব ভালো লাগলো
দিদি আজকে প্রথম তোমার মধ্যে একটা উজ্জ্বল জ্যোতি দেখতে পেলাম।বুঝিয়ে বলতে পারছি না হয়তো!....দুর্গা দুর্গা লাগছে।..........অনেক শুভেচ্ছা রইল।🙂
এদ্দিন কোথায় ছিলি ভাই, আয় বুকে আয়।
@@rationalperceptions2808 হ্যাঁ ভাই।❤
Bisorjon ta kobe debo tahole
সত্যিই তাই
এই আপুর কন্ঠ,অনর্গল ও স্পষ্ট বাংলা বলা আমাকে মুগ্ধ করে।
বাংলাদেশ থেকে অসংখ্য শুভকামনা।
দিদি ভাই চালিয়ে যাও ছোটলোক বা বড়োলোক গায়ে লেখা থাকে না
ঠিক বলেছেন দাদা,,,
রংপুর থেকে বলছি, শারদীয় দুর্গা পুজোর শুভেচ্ছা ও ভালবাসা রইলো। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে ঃ- ধর্ম যার যার উৎসব সবার।দুর্গাপুজা এলে আমারও মুসলিম যুবকরা হিন্দু বন্ধুদের সাথে আনন্দে মাতোয়ারা হয়ে পরি। কিন্তু এবার দাদা মনটা ভিশন খারাপ, মন্দিরে মন্দিরে ঢাকের বাজনা একেবারেই কম। করোনায় আনন্দ গ্রাস করে ফেলেছে।
দিদি অসাধারণ! এমন গালিকে এতো সুন্দর করে ভালো রূপে বুঝিয়ে বলার জন্য অাপনাকে অনেক অনেক ধন্যবাদ
বাঃ মন ভাল হয়ে গেল। একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের প্রতিবেদন। শুধু পৌলোমী নয় হঠাৎ যদি উঠল কথার সকল সদস্যদের এই প্রতিবেদনের জন্য রইল অসংখ্য অভিনন্দন।
আপনি সত্যি সেই নারী, যাকে এই সময়ে সমাজে সত্যি বিশেষ প্রয়োজন, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি এগিয়ে চলুন।
আমার বর্তমান বয়স 65+ কিন্ত, আমারও এতদিন এই শব্দের ব্যাপারে কোনো অভিজ্ঞতা ছিল না, তবে বোলতে শুনেছি । আজ এই শব্দের ব্যখা শুনে খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ সহ আশীর্বাদ রইল দিভাই।
দিদি,আপনাকে একটা প্রনাম জানাই।
যুদ্ধ চালিয়ে যান , দমবেন না ।
Ok
মাগি
দিভাই তোমায় arokum করে করা বলে দিদি...তুমি এত সুন্দর কথা বলো আমার খুব ভালো লাগে❤️ রাজনীতি যতটুকু বুঝেছি তোমার থেকেই❤️❤️❤️❤️❤️অনেক ভালোবাসা তোমায় ।আমরা তোমার পাশে আছি❤️❤️❤️❤️
দিদি আমরা আপনার যেকোনো সময়ে পাশে থাকবো এবং আছি। আপনি চালিয়ে যান।এগুলো অন্ধভক্ত, এদের কথা শুনবেন না।
Chamcha ra bshi ble
অন্যতম সেরা প্রতিবেদন।
শারদীয়ার শুভেচ্ছা রইলো।
বক্তব্যের সাথে একমত হতে না পারলেই গালাগালি দিতে হবে ? এ কেমন মানসিকতা ? ধিক্কার জানাই এদের ।
Dada eatai akon rule .
আন্টি,you are great 👏👏👏👏
তোমাকে অনেক অনেক প্রণাম দিদি....আমি upsc aspirant তোমার থেকে অনেক কিছু শিখতে পারি😘😘😘😘❤️❤️❤️❤️
যাদের বাবা তার মাকে, এই ভাষায় শুনতে শুনতে অভ্যস্ত ।তারাই নারী কে এই ভাষায় সম্মান দেয় ।দু এক জনই সমাজের ব্যাধি ।সমস্ত সমাজ কিন্তু খারাপ নয় ।এদের ভুল একদিন এরা ঠিক বুঝতে পারবে ।😎
Kotha ulto hoya galo.
কথা গুলো শুনে মন ভরে গেলো দিদি ভালবাসা নিও বাংলাদেশ থেকে ❤️❤️🇧🇩
I'm Bangladesh......!!!!!
........You looking beautiful
............❤❤❤❤...........
আমার দেশে আপনাকে নেমন্তন্ন রইল,,,,,,!!!
এই episode টার খুব প্রয়োজন ছিল। বাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের অনেক জায়গায় শব্দটা এখনো খুব সাধারণ ভাবেই ব্যবহার হতে দেখেছি।
আপ্লুত হলাম।
শারদীয়া আন্তরিক শুভেচ্ছা জানাই। কি ছু ভদ্র লোকের অভদ্র ভাষা প্রয়োগে রুখে দাঁড়ানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
মানুষ যার চরিত্র যেমন ঠিক তেমন সবকিছু মনে করে রাগ হওয়ার কিছু নেই।
ধন্যবাদ দিদি
Respect, woman. You never fail to amaze us! I actually feel bad for the people who use sexual slurs to demean you. Because when you get back at them, you hurt them at their most vulnerable part, their intellect (or their lack of it). The fact that women can come up with such awesome interpretations of slurs also goes on to show how they are getting more empowered. Best of luck!
Satti last line ta atota intellectual je ta bole bojha no jabe na..mon bhore gelo..khub sundar upasthapana..didi pranam neben..subha saradiya
এই বিশ্লেষণ গুলো তারা কোনদিনই বুঝবে না,ওরা শুধু খারাপ ভাষা টাই ব্যাবহার করতে জানে।
শুভ বিজয়ার শুভেচ্ছা রইলো দিদি।ভালো থাকুন সুস্থ থাকুন।
আজকের উপস্থাপনাটি সত্যই তথ্যসমৃদ্ধ এবং চমকপ্রদ। আন্তরিক ধন্যবাদ।
দিদি আপনাকে জানাই শারদীয়ার আন্তরিক অভিনন্দন।
তোমার তুলনা তুমি, অনবদ্য বিশ্লেষন আমার খুব গর্ব বোধ হচ্ছে এই "MAGI" শব্দের জন্য।
শেষ বাক্যে ছুড়ি চালিয়ে দিলেন......আপামর মেয়ে জাতির তরফ থেকে আপনাকে ধন্যবাদ.......শারদীয়ার শুভেচ্ছা নেবেন......
Just amazing.আপনাকে অভিনন্দন।
(You look so pretty.)👌😍👍👏✌️
হঠাৎ যদি উঠল কথা-র পুরো টিম কে জানাই শুভ ষষ্ঠী র প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিও টির জন্য অনেক ধন্যবাদ।🙏
দিদি, আমি,,,,,
বাংলাদেশ রংপুর থেকে বলছি, তোমার কথা শুধু শুনতেই মন চায়। চালিয়ে যাও দিদি আছি তোমার সাথে। শারদীয় দুর্গা পুজোয় শুভেচ্ছা ও ভালবাসা রইলো 🌹🌹🌹
সত্যি যে কোন তুচ্ছ বিষয় নিয়েই যে কি রকম সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা হতে পারে, না শুনলে বিশ্বাস হত না।
ক্ষমতা রাখেন।
দিদি নমস্কার। আমি বাংলাদেশ থেকে দেখেছি🇧🇩🇧🇩। বরাবরের মত এবারও আমার হিন্দু বন্ধুর কাছ থেকে দাওয়াত পেয়েছি... যাবো। আপনি ও সুন্দর ভাবে পূজা শেষ করুন সেই দোয়া করি।
দয়া করে কিছু মনে করবেন না , তবে দাওয়াতের চেয়ে নিমন্ত্রণ বা আমন্ত্রণ শব্দটি মনে হয় বেশি সুন্দর। যদিও এটা আমার ব্যক্তিগত মতামত। নইলে দাওয়াত খুব একটা খারাপ নয়। তবে ভাষার দূষণ মণে হয় মাঝে মাঝে। যেহেতু এটা উর্দু বা আরবি শব্দ তাই। যদিও অনেক বিদেশি শব্দ বাংলায় মিশে সেটা এক হয়ে গেছে। তবে "আমার মনের কথা" না বলে "আমার দিলের কথা" বললে যেমন শোনায়, ঠিক এই কারনে বললাম।
অসাধারণ বললেন। কি কঠিন পরিশ্রম করছেন আপনারা। আপনাকে সেলাম।
অসাধারণ .....কত কিছু জানলাম ..খুব ভালো লাগল ...অনবদ্য উপস্থাপনা
যারা খারাপ অর্থে মাগি শব্দটি ব্যবহার করে তারা মোটেও সুধ্রাবে বলে মনে হয় না .তবে কথা গুলি থেকে অনেক শিক্ষা নেওয়া উচিত .অসাধারণ আর্ট .
আপনার শিরদাঁড়াটার ওপর লোভ হচ্ছে।
Apnar kotha ta khub sundor laglo
Well said.
আমারও 😊
Daroon
Valo comments
আপনার লেকচার অপূর্ব আমি আপনার প্রায় 99 শতাংশ ভিডিও দেখি
সাথেই আছি চালিয়ে যাও তুমরা বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩থেকে👌👌👌।
Nothing could be better than this..bravo..bhalo thako...joy MAA
ধন্যবাদ । সুন্দরতম সামাজিক প্রতিবেদন। যারা মা-দিয়ে শুরু এই শব্দটি খারাপ অর্থে প্রয়োগ করতে চায় তাদের গালে থাপ্পর। প্রতিবেদন শেষে আপ্লুত ষাটোর্ধ আমি একা ঘরে হাত তালি দিলাম। আবারও ধন্যবাদ।
Darun bhabe bojhano hoeache, khub bhalo laglo, mon chuea galo.
I salute you for being so logical.
And you are extremely brave.
ধন্যবাদ দিদি আপনি এগিয়ে যান। আমি আপনার প্রত্যেকটা এপিসোড খুব মন দিয়ে দেখি এবং খুবই ভালো লাগে।
One of the most savage reply to those who use these type of slangs to demoralize wemen..🔥
অসাধারণ ।ভাষাতত্ত্বের মূল জিনিসটাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যে কাজ করলেন তার জন্য ধন্যবাদ।
ভিতরে একটা দুঃখ হয়তো কাজ করছিল কিন্তু প্রেজেন্টেশনে সেই দুঃখটার সামান্য একটু ছোঁয়া ছাড়া আর কিছু দেখলাম না। ভালো লাগলো এবং অনেকগুলো জিনিস অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ।
Madam is becoming more fearless, nd bold day by day. More power to u.
দিদি আপনার মতো আরো কয়েক জন দরকার
যাতে আমাদের মা বোনেরা মাথা উঁচু করে থাকতে পারে
এগুলো ব্যক্তি বিশেষ নির্ভর করে। তাই খারাপ ভাববার কিছু নেই। তোমার স্পষ্ট ভাষা যারা সহ্য করতে পারে না তারাই বলবে।থেমে যেও না।
O samajikotar khub sundor protisodh newa holo sech Katha guli, khub sundar. Kintu onar bekhar sange je uddeso niye je bidrup monovab niye tikhno folar moto ese biddho kore , sei kotha ar eye Katha ak na ,akta e akta dabol ee. Kub bhalo legeche.
সেই class XI এ পড়বার সময় English এ একটি prose ছিল, infact বইয়ের 1st লেখা, O Henry এর The Gift of the Magi ; আমরা Magi শব্দটির উচ্চারণ ভেবে শঙ্কাবশত Sir কে prose টির নাম উচ্চারণ করে বলতে দ্বিধাগ্রস্ত ছিলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঐখানে ঐ শব্দটির সঠিক উচ্চারণটি জানা গিয়েছিল। আমি তো এমনটাও ভেবেছিলাম যে এহেন সাধারণ ব্যবহার লুপ্ত
গ্রাম্য শব্দটি যেটা অধুনা শহুরে চৌহদ্দিতে এসে slang এ রূপান্তরিত হয়েছে, সেটা American, O Henry সাহেব জানলেন কিভাবে! This is on a lighter note. 😀
Dekhechen "raincoat" movie ti!! ( directed by one of our greatest filmmaker Rituparno Ghosh) ei movie ti O Henry er " the gift of the Magi" er opor based chilo!! Aishwarya Rai, Ajay Devgan ei movie te lead actors chilen!!
Darun bolechen ....ki sundor bhabe nijer apomaner jabab dilen ... asadharon
এগিয়ে চলুন। আপনি আরও ভালো কাজ করুন। ভালো থাকবেন। শুভ শারদীয়া🙏🙏
মধ্যযুগে এগিয়ে যেতে হয় এই ভাবে। অনেক কষ্টে ভারতবাসী আধুনিক যুগে আসছিলাম। অপূর্ব আপনার বিষয়গুলো 🙏
বেশ ঠাটিয়ে দিয়েছেন বোন। ভালো লাগলো, কিছু শিখলাম।
দিদি আমার দেখা শে্ষ্ঠ অনুষ্ঠান। তুমি এগিয়ে চলো। অসভ্যদের দিকে তাকানোর দরকার নেই
You are right my beloved sister. We have forgotten the real bengali cuture.
খুব সুন্দর 💛 দিদি ভাই 🙏 ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি আপনাকে অনেক অনেক আশির্বাদ করুন এই রকম করে আমাদের আরো যাতে সচেতন ও সুশৃঙ্খল করে তুলতে পারেন। ঠাকুর আপনার মঙ্গল করুন। শুভ বিজয়া 🙏
আমি বাংলাদেশী,,তবে আপনার ভিডিও গুলো ভালো লাগে,,,লাভ ইউ কোলকাতা,,লাভ ইউ বাংঙ্গালী
Didi apni khub valo bolen
Apnar moto meye aj amader deserve dorkar thank you didi
একদম ঠিক করা। এটা আমারও প্রশ্ন রবীন্দ্রনাথের গান বা কবিতা বললে বা গাইলেই রবীন্দ্রনাথ কে জানা যায়না, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বা তাঁর বিশ্বমানবতা বোধ এ বিষয়ে অনেকেই অবগত নয় একথা একদম সত্যি।
Secular, nationalism& Liberal - এই প্রসঙ্গ 3টি তোলার জন্য ধন্যবাদ। আর, "মাগী" শব্দটিকে deconstruct করে সাধারণ এর কাছে পৌঁছে দেওয়ার জন্য আর একটু বেশি ধন্যবাদ।
বিঃ দ্রঃ - এমন শিক্ষিত চ্যানেল খুব একটা চোখে পড়ে না। এগিয়ে যাও তোমারা।
সমাজে শিক্ষার মান কোমে গেলে, আর দম্ভো, অহংকার এবং অসভ্যতার মান বেড়ে গেলে, হীনমনতায় জর্জরিত কিছু মানুষ এরকম অনেক কথাই বলে| তাতে তোমার শক্তি আরও বাড়বে বৈ কমবে না |
Ignore, forget & delete :)
Sabi ma matir manuser dayaee
@@rupaksaha5129 মা মাটি মানুষের দয়া বললে, ঠিক আছে। তবে লাল পার্টি ও তার ঠিক আগের সিধুবাবুর সবুজ সঙ্ঘের কথা ভুলে যেওনা, please, লক্ষীটি।😁😁😁
সমাজে যবে থেকে আমরা ছোটদের বাবা মা বাদে অন্য বড়দের শাসন করা থেকে বিরত করেছি , যবে থেকে প্রকৃত শিক্ষকের হাত হতে বেত কাড়া হয়েছে , যবে থেকে আপন সুখের লালসায় পরিবার গুলো ভেঙে টুকরো টুকরো হয়েছে ও সর্বোপরি যবে থেকে মানুষ স্বার্থ ত্যাগ , আত্মবলিদান ও অসহিষ্ণু হয়েছে , তবে থেকেই এ সমাজের পতন শুরু ।
@@sayanghoshal5619ami choto bachchader porai. Prokrito siksoker kach theke bet karar baparta bhaloi bujhte pari.apni jotharthoi bolechen. Nijeke khub osohai mone hoi jokhon oder modhye hajarta kusiksa probesh kore r ami akjon siksok hoyeo kichu sekhate pari na. Bhalo kichu bollei gan dichche, ektu shason korlei nanarokom jhamela-eta ajker juge common.
তুমি যা বলো সব ঠিক বলো
অসাধারণ👏✊👍
A simply charming and incomparable presentation backed by knowledge & open thought
এই শব্দটি খুব সুন্দর ব্যাখ্যা দেওয়ার জন্য ধন্যবাদ। 🙏🏻
U r a devi who is educating the society 🔥
Very Good Very Good. Khub e chomotkaar hoeche 🇧🇩
Proud of you my dear sister. Keep at up. ❤❤❤ LOVE from Bangladesh.
লালন ফকিরের গানে এই শব্দ টা আমি পাই , এবং আমার ঠাকুমা দিদিমা দের মুখে এই শব্দ ভালোবেসে ডাকতে শুনেছি , আমাদের বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আরো চর্চা ও গবেষণা করা প্রয়োজন ।
শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন
অসাধারণ দিদি..... আমি আপনার কণ্ঠের ভীষণ প্রেমে পড়ে গেছি... বিশ্বাস করুন আপনার ঠোঁট নড়ানো টা ভালো করে দেখলেই শব্দ ছাড়াও বোঝা যাই কি বলছেন.. খুব ভালো লাগে.. খুব সাবলীল.. সহজ সরল... ভালো থাকবেন দিদি....
আপু আপনার কথা গুলো খুবই পরিপাটি ও সাজানো গোছানো। তাই আপনাকে ভালো লাগে।শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আপনার স্বাগতম জানাচ্ছি। কখনো বাংলাদেশ আসার নিমন্ত্রণ রইল। এনামুল হক ঢাকা, বাংলাদেশ
Osadharon .. Osadharon
Ami 1st time ai chanel er video dekhlam .. atai 1st video amr kache ..
Oshadharon ..
Oshadharon 🙏👍👍👍👍
Amon video aro asha korbo ❤️❤️🙏👍👍
Looking beautiful didi. Subho Pujo :)
Always remain bold and fearless like this.
Darun laglo didi, onek suveccha roilo tomar puro team er jonno❤️❤️
ধন্যবাদ দিদি, এমন আরো অনেক অনেক ভিডিও চাই।
দিদি,
গুটিকয়েক কুরুচিপূর্ণ-আশ্লীল মনোভাপন্ন মানুষের কটুক্তির কাছে কোন ভাবেই হেরে যাওয়া চলবে না।
আপনার সংগ্রামের পথ একেবারে সঠিক। আমাদের দোয়া ও আশির্বাদ সর্বদা থাকছে আপনার সাথে।
Very well said, ignore stupid people
চমৎকার বিশ্লেষণে বুদ্ধিদ্বিপ্ত বাক্য গুলো লাগলো অনেক ভাল ।
অসাধারণ ব্যাক্তিত্ত্ব আপনার
Madam,
আপনার নাম আমি জানি না, কিন্তু You Tubeএ আপনাকে দেখলেই আপনার কথা শোনবার প্রবল ইচ্ছা রাখি। কারণ আপনার কথা এত পরিষ্কার ও মণমুগ্ধকর যে আমি অবাক হয়ে আপনার কথা শুনি, সে যাই বলেন না কেন। আপনি অসাধারণ বক্তা। আপনি ব্রততি বন্দ্যোপাধ্যায়, উর্মিমালা বসু, ছন্দা সেন, ছায়া দেবী প্রমুখ স্পষ্ট উচ্চারণ ও নিদারুন সুন্দর কথা বলার মহিলাদের মধ্যে একজন। আপনাকে প্রনাম জানাই। আপনি অনন্যা!!
Ahhh! another nice content. Prothomoto Shubho Mohasoshthi puro group ke, Mohasoshthi bollam karon German time onusare ekhono Soptomi hoyni. Jai hok, ekta kotha hotath mone pore gelo, ar hotath kotha mathay elei tomar kotha mone pore! WW II er somay ba tar thik age maney 1937-1945 porjonto Nazi Germany Jew der Juden (uchharon ta Yuden) ba Zhid bole gal dito. Yuden kothata onekta Hindu der Kafer bolar moto (ref: Mrityorma Amritam by Narayan Sanyal). Otocho ei Jew rai bohubar khanti arjoder mukhe jhama ghoshe diyechhe. Ekta quotation ekhane dilam: "This is one of the wisest and most moving commentaries on War and its impacts on human being that I have ever read". Bolechhilen Franklin Rossevelt er stri Eleanor Rossevelt. Jar somporke bola se holo 14 bochhorer ekti Jew meye, nam Anne Frank. Bostuto eta tar sei bikhyato diary somporke montobyo!
আপনাকে ধন্যবাদ, অনেক অজানা তথ্য সম্পর্কে আপনি আমাদের অবগত করেন, সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে আপনি যে নিরলস ভাবে আপনার এই কথাগুলো আমাদের কাছে তুলে ধরেন তার জন্য আমরা খুব খুশি, আপনার প্রতি আমাদের শুভ কামনা রইলো, ভালো থাকবেন, শুভ শারদীয়ার শুভেচ্ছা জানবেন,
This episode was most interesting and funny. I was laughing hysterically!! Thank you so ,much.
কিছু বলার নেই😭😭😭😭😭
একটা কথাই বলবো দিদি তোমাকে প্রণাম জানাই🙏🙏🙏🙏
I love you দিদি
উপযুক্ত ঔষধ টি প্রয়োগ করিয়াছেন আপনি, যদি এই দুরারোগ্য ব্যধিটির সামান্যতম ও আরগ্যলাভ ঘটে তবেই কল্যাণ।
যদিও অনেক আগের...আমি এই প্রথম দেখলাম এবং মুগ্ধ হলাম...আপনাকে দারুণ লাগছে 💃