Kobitar Andarmahal Theke | Episode 13 | রঙ্গ | Rabindranath Tagore | Bratati Bandyopadhyay

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Experience the mesmerizing recitation of "Rongo," a profound poem by the legendary Rabindranath Tagore, brought to life by the eloquent Bratati Bandyopadhyay. In this captivating performance, Bratati's expressive voice and emotive delivery breathe new depth and beauty into Tagore's timeless words, creating an unforgettable auditory journey. Immerse yourself in the rich cultural heritage of Bengali literature through this exquisite rendition that showcases the artistry of both poet and performer.
    Poem: Rongo
    Artist: Bratati Bandyopadhyay
    Poet: Rabindranath Tagore
    Digital Partner: Bengal Web Solution
    ________________________________________
    Poem:
    "এ তো বড়ো রঙ্গ' ছড়াটির অনুকরণে লিখিত
    এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ--
    চার মিঠে দেখাতে পার যাব তোমার সঙ্গ।
    বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে শোন-পাপড়ি--
    তাহার অধিক মিঠে, কন্যা, কোমল হাতের চাপড়ি।
    এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ--
    চার সাদা দেখাতে পার যাব তোমার সঙ্গ।
    ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি--
    তাহার অধিক সাদা তোমার পষ্ট ভাষার দাবড়ি।
    এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ--
    চার তিতো দেখাতে পার যাব তোমার সঙ্গ।
    উচ্ছে তিতো, পলতা তিতো, তিতো নিমের সুক্ত--
    তাহার অধিক তিতো যাহা বিনি ভাষায় উক্ত।
    এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ--
    চার কঠিন দেখাতে পার যাব তোমার সঙ্গ।
    লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা--
    তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা।
    এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ--
    চার মিথ্যে দেখাতে পার যাব তোমার সঙ্গ।
    মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাঁচের পান্না--
    তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না।
    ________________________________________
    Follow Me On:
    Facebook: bit.ly/3GGggAQ
    Subscribe: ‪@BratatiBandyopadhyayOfficial‬
    #Rongo #rabindranathtagore #bratatibandyopadhyay

КОМЕНТАРІ • 44

  • @dipikakumar1803
    @dipikakumar1803 Місяць тому +4

    দিদির অতীতের পঁচিশে বৈশাখের রবীন্দ্র জন্মজয়ন্তীর স্মৃতিচারণা শুনতে শুনতে আমারও ওই দিনগুলোর স্মৃতি মানসপটে ভেসে উঠছিল। হুগলী জেলার প্রত‍্যন্ত এক গ্রাম থেকে প্রায়ান্ধকার ভোররাতের বর্ধমান লোকাল ধরে রবীন্দ্রসদনের ওই বিশেষ দিনটির উদযাপনের সাক্ষী থাকতে যেতাম আমি ও আমার এক বন্ধু সাথে থাকতেন আমার বাবা। ট্রেনে যেতে যেতে দেখতাম কিভাবে ধীরে ধীরে অন্ধকার ফিকে হয়ে ফুটে উঠছে ভোরের আলো, নির্ঝরের স্বপ্নভঙ্গ করে আকাশ লাল রঙে রাঙিয়ে দিয়ে স্বমহিমায় প্রকাশিত হচ্ছেন সেদিনের রবি। তারপর হাওড়া স্টেশন থেকে ট্রেন উজাড় করা জনস্রোতের বেশিরভাগেরই গন্তব্য সেই তীর্থক্ষেত্র রবীন্দ্রসদন। আমরাও সেই যাত্রাপথের পথিক হয়ে সেখানে পৌঁছে একেবারে শেষে গিয়ে কোনমতে গিয়ে দাঁড়াতাম। তারপর তো শুধুই বিস্ময়মিশ্রিত চেয়ে থাকা আর কানভরে শুধু শোনা -- অজস্র কবিতা আর গান। শুধু রেডিওতে যাঁদের কন্ঠের জাদুতে মুগ্ধ হই তাঁদের একবারে সামনে থেকে একসাথে সবাইকে দেখতে পাওয়া, তাঁদের অনুষ্ঠান দেখার সেই বিরল-মুগ্ধতার ঘোর কতদিন পযর্ন্ত যেন আচ্ছন্ন করে রাখত আমাদের! ওখানেই শ্রী প্রদীপ ঘোষের কন্ঠে শুনেছিলাম তাঁর বিখ্যাত আবৃত্তি 'বাঁশি'।সব অনুষ্ঠানে র শেষ হলে বিকেলের ট্রেন ধরে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যেত।আবার শুরু হতো পরের বছরের জন্য অপেক্ষা। সেই অমলিন স্মৃতি শেয়ার না করে পারলাম না। আজকের কবিতা আমার খুবই প্রিয় একটি কবিতা এবং দিদির কবিতা বিষয়ে একটাই বলার --অপূর্ব!

  • @MrSubhadip09
    @MrSubhadip09 Місяць тому +3

    আশির দশকের শেষের দিকে একমেবাদ্বিতীয়ম দূরদর্শনে এলো বাংলা ধারাবাহিক 'তেরো-পার্বণ'। চার্বাক নাট্যদলের কুশীলবদের অসাধারণ অভিনয়, সমরেশ মজুমদারের ঝরঝরে লেখা আর রঙিন টিভি। সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। একটাই কষ্ট ছিল, টিভি অন্যের বাড়িতে গিয়ে দেখতে হতো। অবশ্য তখন পাড়ার সব বাড়িই নিজের বাড়ি ছিল। মানুষের অকৃত্রিম আন্তরিকতায় সে কষ্ট মুছে যেত।
    এদিকে আমরা দর্শকরা তো জানতাম না 'তেরো-পার্বণ' নামের আসল অর্থ হলো তেরো পর্বের ধারাবাহিক।
    সেই কারণে তেরো পর্বের পরে এক সময় শেষ হয়ে গেল সেই ধারাবাহিক। এদিকে তো বাঙালি আসক্ত হয়ে গেছে ততদিনে। এইবার শুরু হলো মাদকাসক্তের withdrawal symptoms.
    দূরদর্শনে নিয়মিত অসংখ্য চিঠি আসতে লাগল। আর তার মূল বিষয় ছিল -- খবর, খেলা, হরকরেকমবা কিচ্ছু দেখাতে হবে না শুধু তেরো-পার্বণটা আবার চালু করুন। দোহাই!
    এরপর আবার তেরো-পার্বণ শুরু হয়। আমরা অপূর্ব শক্তিশালী অনেক অভিনেতাকে সেই সময় পাই যাঁরা স্বর্ণযুগের যোগ্য উত্তরসূরী হয়েছিলেন।
    এই ঘটনা রোমন্থন করার কারণ হলো আপনার 'কবিতার অন্দরমহল' অনুষ্ঠানের বাইশে শ্রাবণে ইতি টানবেন না। আবার 'তেরো-পার্বণে'র মতো ফিরে আসুক -- এই অনুরোধ।
    টিভি খুললেই কলতলার ঝগড়া দেখতে দেখতে আমরা ক্লান্ত।

  • @jayamukhopadhyay8720
    @jayamukhopadhyay8720 Місяць тому +1

    দিদিভাই তোমার কণ্ঠে শোনা এ এক অন্য স্বাদের কবিতা। বড়োই ভালো লাগলো। প্রতিটা শব্দের উচ্চারণ যেন জীবন্ত। শ্রদ্ধা জেনো দিদিভাই।

  • @sutapadey3349
    @sutapadey3349 Місяць тому +1

    অসাধারণ। আপনার কথা ও কবিতা শুনে মুগ্ধ হয়ে গেলাম। এত তাডাতাড়ি শেষ হয়ে যাবে শুনে একটু দুঃখ পেলাম।

  • @titliganguly8662
    @titliganguly8662 Місяць тому +1

    অসাধারণ দিদিভাই.. আমার প্রণাম 🙏🏻🙏🏻.. আরও অনেক কবিতা শুনতে চাই

  • @supriyaghosh4631
    @supriyaghosh4631 Місяць тому +1

    কি যে ভালো লাগল, দিদিভাই! দু'টি কেন, আরো অনেক-অনেক পর্ব চাই!

  • @75banuragmukherjee60
    @75banuragmukherjee60 Місяць тому +1

    অসাধারণ দিদি। কবিতা টি র অন্য এক রকম উপস্থাপন শুনলাম।

  • @sonalisarkar3460
    @sonalisarkar3460 Місяць тому +1

    Khub valo lage , proti saptahe ei dintar janya apekha kore thaki.

  • @bratatibanerjeerecitation
    @bratatibanerjeerecitation Місяць тому +1

    প্রণাম নিও দিদি ❤️🙏

  • @rupasaha6825
    @rupasaha6825 Місяць тому +1

    Just waowww 👌👌👌👌👌
    Kintu eto olpo te mon bhorlo na madam.

  • @barshadey45
    @barshadey45 Місяць тому +1

    খুব সুন্দর দিদিভাই।।প্রণাম নিও 🙏🙏

  • @bandanahomchaudhuri4303
    @bandanahomchaudhuri4303 Місяць тому +1

    Khub sundor laglo, ki sundor paribeshana

  • @debranibanerjee5932
    @debranibanerjee5932 Місяць тому +1

    মন ভরে গেল দিদি ❤

  • @ivaghosh2393
    @ivaghosh2393 Місяць тому +1

    খুব ভালো লাগলো দিদি। প্রণাম নেবেন 🙏🏼🙏🏼

  • @jayasreeroy9245
    @jayasreeroy9245 Місяць тому

    Anondo pelam Kabita ti sune.tabe ekhon sundar abhyes hoye gyache kabitar andarmohol sona .

  • @kasturimukherjee3393
    @kasturimukherjee3393 Місяць тому +1

    অসাধারণ অসাধারণ।

  • @papiasarkarrecitation2309
    @papiasarkarrecitation2309 Місяць тому +1

    চোখ বন্ধ করে শুনলাম দিদি। মন ভরে গেলো। ❤

  • @umadas9434
    @umadas9434 Місяць тому +1

    অনেক অল্প শ্রুত কবিতা আপনার কন্ঠে শুনতে শুনতে মুগ্ধ হয়ে যাই।🙏🙏

  • @priyankabhattacharjee7003
    @priyankabhattacharjee7003 Місяць тому +1

    দিদিভাই ❤🙏🙏

  • @bithikasarkar5111
    @bithikasarkar5111 Місяць тому +1

    প্রনাম দিদি

  • @user-cg7on6nd4i
    @user-cg7on6nd4i Місяць тому +1

    খুব সুন্দর দিদিভাই❤🙏

  • @indranilmukherjee1984
    @indranilmukherjee1984 Місяць тому +2

    খুব সুন্দর, অসাধারণ Madam, আরো অনেক দিন থাকতে হবে -

  • @mithubanerjee8704
    @mithubanerjee8704 Місяць тому +1

    খুব ভালো লাগলো 👌👌👌❤❤❤

  • @jayitadhar6547
    @jayitadhar6547 Місяць тому +1

    Khub khub bhalo laglo

  • @uttiyabandyopadhyay45
    @uttiyabandyopadhyay45 Місяць тому +1

    Khub mojar

  • @user-nh4iz8no2n
    @user-nh4iz8no2n Місяць тому +1

    Khub valo laglo.❤❤❤

  • @tandraputatunda3190
    @tandraputatunda3190 Місяць тому

    একরাশ মুগ্ধতা 🙏🙏শুধুশুনতে মন চায়

  • @mrinmayeebhattacharya6708
    @mrinmayeebhattacharya6708 Місяць тому +1

    আবারও মুগ্ধ হলাম শিল্পীর কথা ও কবিতা শুনে । অপার আনন্দ পেলাম ।❤

  • @user-kw6se9us2r
    @user-kw6se9us2r Місяць тому +1

    Khub sundor ❤

  • @user-yb8th7lq9z
    @user-yb8th7lq9z 12 днів тому

    অদ্বিতীয় পদ্য, অদ্বিতীয় আবৃত্তি!

  • @lipikabhaduri4482
    @lipikabhaduri4482 Місяць тому +1

    Khub sundor

  • @Anubhoberannginaa1
    @Anubhoberannginaa1 Місяць тому +1

    ভীষণ ভালো লাগলো দিদি ।

  • @nipakarmakar1884
    @nipakarmakar1884 Місяць тому

    🥰🙏🙏❤অসাধারণ দিদি

  • @user-iz9zw9dj7k
    @user-iz9zw9dj7k Місяць тому +1

    🙏🙏

  • @dipikakumar1803
    @dipikakumar1803 Місяць тому

    🙏

  • @aloktasen9264
    @aloktasen9264 Місяць тому +1

    ঙ্গ এ লিখতে গিয়ে ঈ কার ( টিকি ছাড়া) এর মাথায় চন্দ্রবিন্দু!

  • @susamaysvoice
    @susamaysvoice Місяць тому

    Pronam

  • @user-fs2fy4qz7i
    @user-fs2fy4qz7i Місяць тому +1

    দিদি ,প্রণাম নেবেন।আমি আপনার কবিতা শুনতে ভালবাসি।নিজে নিজে একটু একটু চেষ্টা করি।আপনার কি অন লাইন এ শেখানোর ব্যবস্থা আছে? জানলে একটু চেষ্টা করতাম, ...যদিআপনি গ্রহণ করেন ।

  • @swatinandi33312
    @swatinandi33312 Місяць тому +1

    ❤❤❤❤❤❤😂😂❤

  • @indranibandyopadhyay9208
    @indranibandyopadhyay9208 Місяць тому +1

    খুব ভালো লাগলো দিদি 🌹🙏🌹🙏

  • @bratatibandyopadhyay8614
    @bratatibandyopadhyay8614 Місяць тому +1

    দীপিকা ,খুব সুন্দর লিখেছেন

  • @suparnapatra4253
    @suparnapatra4253 Місяць тому +1

    Khub bhalo laglo

  • @samitachakraborty9874
    @samitachakraborty9874 Місяць тому +1

    Khub bhalo laglo.