Encore - Srotoshinni | Official Audio

Поділитися
Вставка
  • Опубліковано 15 бер 2016
  • Track 02 Srotoshinni (Original Version)
    album: Chinho
    Lyrics and Tune : Shakib Ul Islam
    Mixed and mastered by Syed Arif Al Hoque
    Label: Gseries
    Guitar Solo [2:59-4:00] : Yeamin Abrar
    Band Lineup:
    Vocals: Shakib Ul- Islam
    Guitars: Yeamin Abrar
    Guitars: Muzayed Imam
    Bass: Fahad Hussain
    Drums: Mirza Sabir
    Copyright © 2016. All Rights Reserved.
    Website: www.encoreofficial.co
    Facebook : encore.theband
    Soundcloud: www.soundcloud.com/encoretheband
    Lyrics:
    শ্রাবন ধারায় এত চেনা কি খুঁজে পাও?
    যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণ,
    আমার সরল রেখার চিন্তা ধারায়,
    আরারি করে দাগ কাট কেন
    নাকি কাদিয়ে আমাকে সেই, চোখের জল এই ভেজ
    তৃষ্ণার্ত হৃদয় এ শুধু আমি মরিচিকার মত.
    তবে তাই যদি হয় করি নাকো ভয়
    জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয় আমি ভেবে নিলাম তুমি সে লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান.
    পাহাড় চুড়ায় বেয়ে আকাশ তো ছুতে দেখিনি স্রোতস্বিনীর হাওয়ায় পারি দাও সমুদ্দর
    আছড়ে পরে সে ঢেউ আমার বুকে,
    দুরন্ত বেগে
    নাকি কাদিয়ে আমাকে সেই চখের জল এই ভেজ
    তৃষ্ণার্ত হৃদয় এ শুধু আমি মরিচিকার মত!
    তবে তাই যদি হয় করি নাক ভয়
    জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়
    আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান.

КОМЕНТАРІ • 9 тис.

  • @sarker_mission001
    @sarker_mission001 3 роки тому +15

    তোমারে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটাই শোনা হতো না😌🥀💫

  • @seturakshit666

    ২০২৪ সালে এসেও কে কে গানটি শুনেছেন ?😞🥀

  • @s.i.rgamerz2869

    Deep meaning lyrics😅,,,,,,,,,,,,,,10 বছর পর হয়তবা আবার গানটা শোনা হবে যখন কেউ লাইক দিবে এবং আমার ফোনে নোটিফিকেশন আসবে,,,,,,,,,,,,😊

  • @hasanshawon6470
    @hasanshawon6470 Рік тому +109

    ১০ বছর পর কেউ আব্র লাইক দিবে এই কমেন্ট এ এবং আবার এই গান তা ১০ বছর পর আমার সামনে আসবে😇

  • @SiamAhead-wj2gc

    ২০ বছর পর হয়তবা আবার গানটা শোনা হবে যখন কেউ লাইক দিবে এবং আমার ফোনে নোটিফিকেশন আসবে! 😊❤️‍🩹

  • @tonmoy779
    @tonmoy779 Рік тому +340

    যারা সার্চ দিয়ে গানটি শুনছেন তাদের রুচির প্রতি সম্মান জানাই❤️🌺

  • @KulsumAkterNadia-o2c
    @KulsumAkterNadia-o2c 14 днів тому +1

    সব নারী জাতিকে বলতে চাই। ছেড়ে যাওয়ার ইচ্ছে নিয়ে কখনো কারো জীবনে ভালোবাসা হয়ে এসো না। কারন না পাওয়ার থেকে পেয়েও হারানোর যন্ত্রনা বেশি কঠিন😅😅

  • @familydramas678
    @familydramas678 3 роки тому +2

    আধার রাত ঘনিয়ে একদিন সূর্যদয় হবেই ইনশাআল্লাহ ❤️

  • @nahidahmed1813
    @nahidahmed1813 2 роки тому +851

    যারা সার্চ দিয়ে গানটি শুনছেন তাদের রুচির প্রতি সম্মান জানাই💖🌸🥀

  • @mstsathiakther-l1y
    @mstsathiakther-l1y 14 годин тому +1

    আমার প্রেমিক এর নাকি গান টি প্রিয় আমায় শুনতে বললো বুঝতেছি না তার কিসের কষ্ট,,,আমি তো তাকে ছেড়ে যাই নি 🤔🤔

  • @rubelhossain9426
    @rubelhossain9426 2 роки тому +1

    ক্লাসরুমের এক কোণা,মেঘলা আকাশ,স্যার না আসা আর স্রোতস্বিনী ❤️

  • @cr7fact283
    @cr7fact283 Рік тому +250

    আরো ১০ বছর পরে যারা এ গানটা সার্চ করে শুনবে! তাদের রুচির প্রতি সন্মান জানিয়ে রাখলাম🖤🙂

  • @mdshoaibk085

    শহর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে নিও ঠাঁই,

  • @heavenway7766
    @heavenway7766 4 роки тому +1

    ভাই হয়তো তোদের band এর টি-শার্ট কেউ পরে না কিন্তু আমদের মত রাত জাগা ছেলেদের জন্য তোদের প্রতিটা গান অক্সিজেনের মত যেগুলো না শুনলে বা গিটারে না বাজালে মনে হয় আমিটা আমি নয়।

  • @bokaghum1466
    @bokaghum1466 2 роки тому +1

    আমাদের সম্পর্কের শুরুর দিকে এই গানটা শুনতাম দুজন। 😊 তার কাছ থেকেই গানের নামটা পেয়েছিলাম। সে আমাকে বোকা বলে ডাকতো, আমি তাকে ঘুম বলে ডাকতাম। রাগ অভিমান ভালোবাসায় ৩ বছর পার হয়ে গেলো। চাকরি পেলাম। স্বপ্ন সাজালাম। কিন্তু হঠাৎ করেই সাজানো সবকিছু এলোমেলো হয়ে গেলো তার বিচ্ছেদে। ধরে রাখার চেষ্টা করেছি ভিষণ। শেষে ভাগ্যের পরিণতি মেনে নিলাম। ঠিক ৭ দিন আগে তার বিয়ে হয়ে গেছে এমন শুক্রবারে। বিয়ের আগের মুহূর্তে মসজিদে প্রচুর কান্না আসছিলো, দোয়া করছিলাম সে যেন আমার থাকে। আজ ৭ দিন পরে সেই একই মসজিদে বসে দোয়া করলাম সে যেন নতুন মানুষ নিয়ে অনেক ভালো থাকে। সময় তার নিজের গতিতে চলে, ৭ দিনের বিচ্ছেদ ধীরে ধীরে অনেক বছর হয়ে যাবে। হয়তো আমি বেঁচে থাকবো না। তবে যদি সে এই গানটা শুনে, তখন হাজারও কমেন্টের ভিড়ে আমার কথাটা পড়ে তখন হয়তো বুঝবে আমি আমার সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছিলাম। লোকে বলে সময়ের সাথে সব ভুলে যায় মানুষ । আসলে যে বিচ্ছেদের মুহুর্ত একা পার করে সে জানে কতটা যন্ত্রণা ভুলে থাকা। তার মত আমাকে হয়তো আর কেউ ভালোবাসতে পারবে না, আমিও পারবো না কখনো ভুলতে। শুধু মানুষের সামনে ভালো আছি বলে অভিনয় করে বাঁচতে হবে যতদিন বেঁচে আছি। 😔

  • @BlackLineVlogs
    @BlackLineVlogs Рік тому +274

    আমাদের ৬ বছরের রিলেশনে আমি যখন পড়াশোনা নিয়ে ব্যাস্ত ছিলাম। তখন ৬ বছর আগের সেই কাছের মানুষটা অন্যের ক্যারিয়ার দেখে আমাকে ছেড়ে চলে যায়। আমি বোকার মতো সব সহ্য করেছি।কঠোর পরিশ্রম করেছি।আজ আমি তার সেই ক্যারিয়ার হওয়া স্বামীর বস।আর শুনেছি তার নাকি দুই মেয়ে তার স্বামী আরও একটা বিয়ে করেছে। অনিশ্চিত ক্যারিয়ার হওয়া ছেলেটার হাত যেই মেয়েটি ধরেছে সেই ছেলেটা সফলতা পেয়েছে। আজ আমি তাকে পাইনি তবে তার থেকে ভালো কাওকে পেয়েছি আলহামদুলিল্লাহ।

  • @RiyaDas-oc8mr

    ঘুমানো নিষেধ,, তবে জেগে থাকা অপরাধ.....!! 🙃

  • @hamidullahsalman6165
    @hamidullahsalman6165 3 роки тому +1

    এংকোর আগামী ২০ বছর গান বের না করলেও স্রোতস্বিনী শুনে শুনে জীবন পার করে দেয়া যাবে।

  • @SadMan-yn6tx

    শ্রদ্ধা জানাই সেই নারীকে যার জন্য এই গান রোজ শুনি 🙂💔

  • @md.samir477

    বিজ্ঞান তুমি এখনো ব্যর্থ কারণ😌🖤...